মেহেরপুরের সুবিদপুরে রাস্তার মাটি কেটে পুকুর তৈরির অভিযোগ

মেহেরপুরের সদর উপজেলার সুবিদপুর গ্রামে পুকুর খনন করে (সুবিদপুর-খাঁ পাড়ার) রাস্তা বন্ধের অভিযোগ করেছে গ্রামবাসীরা।

সুুবিদপুর খাঁ পাড়ার অর্ধশত ব্যক্তি মেহেরপুর সদর এসি ল্যাণ্ডের কাছে মো: শাহিন মল্লিক নামের এক মৎস ব্যবসায়ীর বিরুদ্ধে এ অভিযোগ করেন। দীর্ঘদিন ধরে তিনি এ কাজ করলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি।

স্থানীয়দের অভিযোগ,এ রাস্তাটা মোট ৫৫ ফিট তার ভিতরে পুকুরে দখলে চলো গেছে ৭ ফিট। গ্রামটি যদি কোন মানুষ মারা যায় তাহলে খাটুলি নিয়ে যাওয়ার অবস্থা নাই। এর আগে আমরা গ্রামের লোকজন মিলে টাকা তুলে আমিন নিয়ে এনেছি ও রাস্তা মেপে পিলার মেরেছি। এবং আমরা বলেছি আপনাদের পুকুরের সিমানার মধ্যে আপনারা পুকুর খনন করেন কিন্তু তারা কারেনি।

স্থানীয়দের আরো অভিযোগ, এ আগে আমরা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কে ৩ দিন নিয়ে এসেছি। তিনি দেখে বলেছেন ঘাট খননের জন্য রাস্তাটা ভাঙ্গছেনা আপনারা আপনাদের আপন আপন ঘাট বাধেন। তারপরে আমরা রাস্তার ব্যবস্থা করবে এমনকি উপজেলা ইঞ্জিনিয়ার বলেছেন চান্দি নিবো আপনারা রাস্তাটা বেধে দেন। এ রাস্তা দিয়ে সুবিদপুর উত্তর পাড়া থেকে ২০০ জন ছাত্র-ছাত্রী পড়তে আসে আর বর্ষা হলে তারা তাদের প্যান্ট জড়িয়ে আর ছেন্ডেল হাতে নিয়ে স্কুলে যায়।

এদিকে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমরা যখন স্কুলে যায় তখন যদি এ রাস্তা দিয়ে কোন গাড়ি আশে তাহলে আমরা সাইড দিতে গেলে আমাদের পুকুরের দিকে ঠলে পড়তে হয় এমকি যখন শীত কালে পুকুর খনন করে তখন রাস্তাতে অনেক ধুলা বাতাস উঠলে আমাদের চোখে মুখে ভর্তি হয়ে যায়।




এসএসসি পাসে নিয়োগ দেবে দেশবন্ধু গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশবন্ধু গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘ড্রাইভার ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

ড্রাইভার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে এসএসসি/এইচএসসি পাস হতে হবে। বয়স ৪০ থেকে ৪৮ বছর। চাপের মধ্যে কাজ করতে সক্ষম হতে হবে।

কর্মস্থল

ঢাকা (বনানী)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের পদ্ধতি

প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

১৭ ফেব্রুয়ারি ২০২৩ ।

সূত্র : বিডিজবস




কোটচাঁদপুর ট্রেন লাইনের উপর থেকে যুবকের মৃত দেহ উদ্ধার

কোটচাঁদপুর ট্রেন লাইনের উপর থেকে মনির হোসেন নামের এক যুবকের মৃত দেহ উদ্ধার করেছেন জিআরপি পুলিশ।  আজ বুধবার এ মৃত দেহ উদ্ধার করা হয়।

মহেশপুরের যাদবপুর ইউনিয়নের ইউপি সদস্য আরিফুল ইসলাম বলেন, মনির হোসেন পাতরা ঢাকা পাড়ার মৃত মফেজ উদ্দিনের ছেলে। তবে তারা এখানকার স্থায়ী বাসিন্দা ছিলেন না। বেশ কিছুদিন আগে নোয়াখালী অথবা নারানগঞ্জ থেকে এখানে এসেছিল।

তাঁর বউ ও দুই মেয়ে আছে। তবে বউয়ের সঙ্গে দুই বছর আগে ছাড়া ছাড়ি হয়ে গেছে। আর দুই মেয়ের মধ্যে একটা পাতরা গ্রামে থাকেন। আরেকটি তাঁর মায়ের সঙ্গে থাকেন। মনির হোসেন গেল এক সপ্তাহ আগে এ গ্রামে এসেছিল।

কোটচাঁদপুর কলেজ রেল গেটের গেটম্যান সাব্বির আহম্মেদ বলেন,মঙ্গলবার রাত ১১ সময় স্টেশন মাস্টার আমাকে মোবাইল করেছিল। বলছিল স্টেশনের আশা-পাশে কোথাও কোন মৃত দেহ আছে কিনা। ওই সময় খোজ করে কোন মৃত দেহ দেখতে পায়নি।

আজ সকালে পথচারীদের মাধ্যমে জানতে পারি মৃত দেহের কথা। এরপর আমি স্টেশন মাস্টারকে বিষয়টি জানিয়েছি। তবে কখন কিভাবে ঘটেছে বলতে পারবো না।

স্টেশন মাস্টার ইয়াছির আরাফাত বলেন,রাতেই খবর পেয়ে ছিলাম। তবে লাশের সন্ধান পাওয়া যায়নি রাতে। বুধবার সকালে গেটম্যানের মাধ্যমে জানতে পেরেছি।

তিনি বলেন, সীমান্ত ট্রেনে কাটা পড়তে পারে ওই ব্যক্তির। জিআরপি পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।

যশোর জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন,খবর পেয়ে এসে দেখলাম মনির হোসেনের দ্বি-খন্ডিত মৃত দেহ। তদন্ত শুরু হয়েছে, শেষ না হওয়া পর্যন্ত বলা সম্ভব না। এটা হত্যা না আত্মহত্যা।




কেরুজ শ্রমিক ইউনিয়নের নির্বাচনী তফসীল ঘোষনা সভাপতি, সম্পাদক পদে ৫ জন

কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ৪ ফেব্রুয়ারি। গঠিত নির্বাচন পরিচালনা পর্ষদের প্রথম বেঠকের পরদিনই করলেন তফসিল ঘোষনা।

এবারের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, সদস্য সচিব পরিবহন বিভাগের (প্রকৌশলী) আবু সাইদ, সদস্য প্রশাসন বিভাগের উপ-ব্যবস্থাপক (পার্সনাল) আলআমিন, উপ-ব্যবস্থাপক (হিসাব) জাবেদ হাসান, জুনিয়ার অফিসার (বানিজ্যিক) জহির উদ্দিন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা প্রথম বৈঠক করেছেন ২৩ জুলাই সন্ধ্যায়। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বৈঠকে বসেন সাম্ভাব্য প্রার্থীদের সাথে। সে বৈঠকেই ঘোষনা করা হয়েছে নির্বাচনী তফসিল।

ঘোষতি তফসিল অনুযায়ি আগামি ২৪ জানুয়ারি বেলা ১১ টার দিকে নির্বাচনী এলাকার বিবরণ প্রকাশ, ২৬ জানুয়ারি সকাল ১০ টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ, পরের দিন সকাল ১০ টার দিকে ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তির বিষয়ে আপত্তির শেষ সময়, একই দিন সন্ধ্যা ৭ টার দিকে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
২৮ জানুয়ারি সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্রের ফরম সরবরাহ, একই দিন দুপুর ১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত মনোনয়নপত্রের ফরম দাখিল, বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এক দিন রাত ৮ টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় বেধে দেয়া হয়েছে।

২৯ জানুয়ারি বিকাল ৩ টার দিকে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৪ ফেব্রুয়ারি কেরুজ পুরাতন হাই স্কুলে গোপন ব্যালোটের মাধ্যমে ভোট গ্রহন হবে সকাল ৮ টা থেকে বিরতীহিনভাবে বিকাল ৩ টা পর্যন্ত। চিনিকলের হিসাব, প্রসাশন ভান্ডার, স্বাস্থ্য বিধান, ইমারত, সেনিটেশন, হাসপাতাল, চোলাই মদ কারখানা, ডিস্টিলারী, বিদ্যুত ও কারখানা, প্রকৌশলী, পরিবহন, ইক্ষু উন্নয়ন, ইক্ষু সংগ্রহ বিভাগ সহ বানিজ্যিক খামার গুলোর শ্রমিক-কর্মচারিদের নিয়ে সর্বমোট ভোটার সংখ্যা গত নির্বাচনে ছিলো ১০৮৮। দেশের ৬ টি চিনিকল বন্ধ হওয়ায় বিভিন্ন মিলের শ্রমিক-কর্মচারী কেরুজ চিনিকলে যোগদান করেছে ২৭০ জন। ফলে মোটার ভোটার সংখ্যা ১৩৫৮ দাড়ালেও চুড়ান্ত ভাবে কমতে পারে।

কারণ হিসেবে জানা গেছে, গত ২ বছরে বহু ভোটার অবসর গ্রহন ও মৃত্যু জনিত কারণে কমেছে। ফলে এবার সাম্ভাব্য ১৩০০ ভোটার হতে পারে। এ নির্বাচনে নির্বাচনে পরিবর্তন আনা হয়েছে পরিষদের সদস্য সংখ্যায়। তথ্যনুয়ায়ি কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের বর্তমান পরিষদে নির্বাচিত প্রতিনিধির সংখ্যা ১৩ জন। বছর ছয়েক আগে ২৫ সদস্যের কমিটির পরিবর্তন করে তা ১৩ সদস্যে করা হলেও এবার পরিবর্তন সেই পচিশে দাড়িয়েছে। সংশ্লিষ্ট বিভাগ থেকে পরিবর্তন করে ফের ২৫ সদস্যের কমিটি নির্ধারণ করা হয়েছে। ফলে এবারের নির্বাচনে ২৫ টি পদের বিপরিতে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রার্থীরা। সেক্ষেত্রে যেমন বেড়েছে পদের সংখ্যা, তেমনি বাড়ছে প্রার্থীর সংখ্যাও। এবারের নির্বাচনে পুরাতনের পাশাপাশি নতুন মুখেরো দেখা মিলছে বেশ। কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের মূলত বড় পদ ২ টি। তা হচ্ছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদই মূল পদ হিসেবেই গণ্য করা হয়ে থাকে।

এ নির্বাচনে সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন, বর্তমান সভাপতি ফিরোজ আহমেদ সবুজ ও সাবেক সভাপতি তৈয়ব আলী। সাধারণ সম্পাদক পদে প্রার্থীর সংখ্যা বেড়েছে। সাধারণ সম্পাদক পদে নাম শোনা যাচ্ছে বর্তমান সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স ও জয়নাল আবেদীন নফর। সহসভাপতি পদে ১ জনের পরিবর্তে এবার ২ জন নির্বাচিত হবে। তবে প্রতিদন্বন্দ্বিতা করতে পারেন এসএম কবীর, মফিজুল ইসলাম, আনিছুর রহমান ও রেজাউল করিম। এ দিকে বর্তমান সহসভাপতি মোস্তাফিজুর রহমান এবারের নির্বাচনে সে পদ থেকে সরে যুগ্নসম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতি নিচ্ছেন। সে মোতাবেক ব্যানার-ফ্যাস্টুনো সেটেছেন কেরুজ এলাকায়। যুগ্নসম্পাদক পদে নাম শোনা যাচ্ছে মোস্তাফিজুর রহমান, বর্তমান যুগ্নসম্পাদক খবির উদ্দিন, আতিয়ার রহমান, মহিদুল ইসলাম ও হাফিজুর রহমান। সাংগঠনিক সম্পাদক পদে প্রচারণায় মাঠে রয়েছে ইকবাল হোসেন ও বাবুল আক্তার। এ ছাড়া অন্যান্য পদের বিপরিতে অসংখ্য প্রার্থী প্রচারণায় মাঠে রয়েছেন।




আমদহ ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এ্যাড রাসেলের গণসংযোগ

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এ্যাড আব্দুল্লাহ আল মামুন রাসেল সাধারণ ভোটারসাথে গণসংযোগ শুরু করেছেন।

মঙ্গলবার রাতে ইউনিয়নের ১ও ২ নম্বর ওয়ার্ডের রাস্তা এবং প্রতিটি দোকানে দোকানে গিয়ে গণসংযোগ করেন। এ সময় বিভিন্ন নেতাকর্মী ও ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত ছিলেন।




আলমডাঙ্গা এরশাদপুরে ৭ জুয়াড়ি আটক

আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি ) রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার এরশাদপুর তাঁতীপাড়া থেকে তাদের আটক করা হয়।

এ সময় নগদ ২ হাজার ২৭৮টাকাসহ জুয়ার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আকটরা হলেন-মোঃ শরিফুল ইসলাম (৩৫),সাজু বিশ্বাস (৩৭) রাজিব আহম্মেদ ওরফে শিমুল (৩২),রাশেদ (৪৫),টুকু (৫০),কুদ্দুস (৫০),আইনুদ্দিন (৫৮)।  তাদের বাড়ি আলমডাঙ্গার পৌর এলাকার এরশাদপুর গ্রামে। জুয়া আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরর পর আজ বুধবার আদালতে পাঠানো হবে।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পৌর এলাকার এরশাদপুর গ্রামে অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় জুয়ার কোর্ট থেকে ৭ জুয়াড়িকে আটক করা হয়। কাল বুধবার তাদের আদালতে পাঠনো হবে।




মেহেরপুরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিয়নের অতি দরিদ্র ও অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

গতকার সোমবার থেকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) কতৃক মুজিবনগর উপজেলার মোনাখালী ও দারিয়াপুর ইউনিয়নের অসহায় ও অতি দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির পরিচালক( কর্মসূচি) মোহাঃ কামরুজ্জামান, সংস্থার উপ পরিচালক (ঋণ কার্যক্রম), মোঃ কামরুল আলম, স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিয়নের ৭০০ জন অতি দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন পলাশীপাড়া সমাজ কল্যান সমিতি(পিএসকেএস) এর নির্বাহী পরিচালক মুহঃ মোশাররফ হোসেন।

এসময় তিনি বলেন, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে চলেছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বিভিন্ন সাহায্য সহযোগীতা করে আসছে। বিভিন্ন দুর্যোগে মানুষকে সহায়তার মানবিক কাজ অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় অসহায় মানুষের শীত নিবারণে কম্বল বিতরণ কাজ অব্যাহত রয়েছে। এমন মানবিক কাজ সঠিক ও সুন্দর ভাবে বাস্তবায়ন করে চলেছে পলাশীপাড়া সমাজ কল্যান সমিতি।




ইউনাইটেড বিজনেস ক্লাব লিমিটেডের উদ্যোগে কম্বল বিতরণ

“আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই “এই স্লোগানে ইউনাইটেড বিজনেস ক্লাব লিমিটেড এর সহযোগীতায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১টায় আলমডাঙ্গা থানা প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা এডিশনাল এসপি ও সদর সার্কেল আনিছুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ও খাদেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান লোটাস জোয়াদ্দার, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল, কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান সিলন, হারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু, ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান, গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক, আলমডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম, (ওসি) অপারেশন একরামুল হক, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমূখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক এসআই আমিনুল ইসলাম।




দর্শনা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনসহ ৫ ইউপিতে ভোট ১৬ মার্চ

চুয়াডাঙ্গার দর্শনা পৌর সভায় মেয়র পদে উপ-নির্বাচন এবং আলমডাঙ্গায় দুটি ও জীবননগরে তিনটি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গতকাল সোমবার (২৩ জানুয়ারি ) নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেন আগামী ১৬ মার্চ এই ছয়টি পরিষদের নির্বাচন অনুষ্টিত হবে ।

দর্শনা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষদিন ।

মনোনয়নপত্র বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রত্যাহার ২৭ ফেব্রুয়ারি।এবং ১৬ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দামুড়হুদা উজেলার দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান গত ২৭ ডিসেম্বর ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর দর্শনা পৌরসভার ১ নং প্যানেল মেয়র রবিউল হক সুমন দায়িত্ব পালন করছেন।

এদিকে দর্শনা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মেয়র মতিয়ার রহমানের ছোট ভাই পৌর আওয়ামী লিগের নতুন সভাপতি আতিয়ার রহমান হাবুকে মনোনিত করা হয়েছে ।

এছাড়া দর্শনা পৌর উপ-নির্বাচনে মেয়র পদে কে কে প্রার্থী হবেন তা কয়েক দিনের মধ্যে বোঝা যাবে। অপরদিকে, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন ও আইলহাঁস ইউনিয়ন এবং জীবননগর উপজেলার উথলী, মনোহরপুর ও কেডিকে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নাগদাহ ইউনিয়ন পরিষদে আবুল কালাম আজাদ ,আইলহাঁস ইউনিয়নে অ্যাড. আব্দুল মালেক, জীবননগরের উথলী ইউনিয়ন পরিষদে আবুল কালাম আজাদ, মনোহরপুর ইউনিয়নে সোহরাব হোসেন খান এবং কেডিকে ইউনিয়নে খায়রুল বাশার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।




গাংনী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এমপি খোকনের মতবিনিময়

গাংনী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মেহেরপুর- ২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

মঙ্গলবার সন্ধায় গাংনী প্রেসক্লাবে এসে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মেহেরপুরের গাংনীস্থ নির্বাচনী এলাকায় আওায়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন তিনি। এছাড়াও গাংনীর চলমান উন্নয়ন কাজের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়। আগামীতে গাংনী উপজেলার আরও উন্নয়ন করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা নিয়েও কথোপকথন হয়।

গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম,সহ- সভাপতি মজনুর রহমান আকাশ,আরটিভি ও খোলা কাগজ প্রতিনিধি মাজেদুল হক মানিক।

এসময় যুগ্ম সাধারণ সম্পাদক জুরাইসইসলাম,দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার প্রতিনিধি জিনারুল ইসলাম,বাংলা টিভি ও মানবকন্ঠ প্রতিনিধি আক্তারুজ্জামান, লাখোকন্ঠ প্রতিনিধি রফিকুল আলম বকুল,খোলা কাগজ প্রতিনিধি ও মেহেরপুর চোখের বার্তা সম্পাদক মীর শামিম, আজকের মেহেরপুর এর প্রতিনিধি শাহিন আহাম্মেদ, দৈনিক স্বাধীন মত পত্রিকার প্রতিনিধি আব্দুল আলীমসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সংসদ সদস্যের ব্যাক্তিগত সহকারী সবুজ আহাম্মেদ, পৌর ওয়ার্ড কাউন্সিলর মোতালেব হোসেন, আওায়ামীলীগ নেতা মনিরুজ্জামান মাস্টার, আবুল বাসার প্রমুখ।