গাংনীতে ট্রলি উল্টে গরু ব্যবসায়ী নিহত,আহত তিন

মেহেরপুরের গাংনীতে গরু বোঝায় ট্রলি উল্টে মুতাহার আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন ।

সোমবার বিকেলে কামারখালি সিন্দুরকোটা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুতাহার আলী ঝিনাইদাহ জেলার হরিনাকুণ্ডু বাজার পাড়ার শাহাদত আলীর ছেলে। তিনি নিজেও গরু ব্যবসায়ী।

আহতরা হলেন- হরিনাকুন্ডর আব্দুর রহিমের ছেলে সোহরাব হোসেন(৫০), মেহেরপুরের নিত্যানন্দনপর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মনোয়ার হোসেন, আফছার আলীর ছেলে আতিয়ার রহমান(৫৫)।
আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয় বামুন্দি ফায়ার সাভির্সের একটি টীম।

বামুন্দি ফায়ার সার্ভিসের টিম লিডার ইছাহাক আলি জানান, খবর পেয়ে কামার খালী বাজার থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মুতাহার আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গাংনীর বামুন্দি বাজার থেকে গরু কিনে ট্রলি যোগে বাড়ি ফিরছিলেন চারজন। এসময় দ্রতগতির ট্রলিটি কামারখালি ও সিন্দুরকোটা বাজারে পৌছালে একটি নসিমন গাড়িকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রলি। এসময় তিনজনকে আহত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




৪ লাখ ৪২ হাজার ডলারে বিক্রি হলো অ্যাপল-১ কম্পিউটার

অ্যাপল কম্পিউটারের দুই প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি প্রথম অ্যাপল কম্পিউটারের নিলাম হয়েছে বহুবার। প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের শুরুর দিকের কম্পিউটার ‘অ্যাপল ১’ স্মারক হিসেবে রাখার ব্যাপারে আগ্রহী ব্যক্তির সংখ্যাও কম নয়। আর তাই এবার স্টিভ জবসের হাতে লেখা নম্বরযুক্ত সচল ‘অ্যাপল-১’ কম্পিউটারের দাম নিলামে পৌনে ৪ লাখ ডলার উঠতে পারে বলে ধারণা করেছিল যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক নিলাম প্রতিষ্ঠান আরআর অকশন। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত করে ৪ লাখ ৪২ হাজার ১১৮ ডলারে বিক্রি হয়েছে কম্পিউটারটি।

আরআর অকশনের তথ্যমতে, প্রায় ৪৫ বছর আগের কম্পিউটারটি এখনো সচল রয়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত চলা এই নিলামে প্রথমেই এ কম্পিউটারের দাম পৌনে ৪ লাখ ডলার হাঁকা হয়।

চার দশক আগে বাড়ির গ্যারেজে স্টিভ জবস ও ওজনিয়াক মিলে অ্যাপল গড়ে তোলেন। সেখানে তাঁরা তৈরি করেন ‘অ্যাপল-১’ কম্পিউটার। কম্পিউটারটি মূলত একটি মাদারবোর্ড। কেসিং, মনিটর ও কি-বোর্ড আলাদা করে যুক্ত করে ব্যবহার করতে হয় কম্পিউটারটি।

সূত্র: ম্যাকরিউমারস ডটকম




গাংনীতে অসহায় বৃদ্ধার ঘর মেরামত করে দিচ্ছে ‘কিশোরের ডাক

মেহেরপুরের যুব সমাজ আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখে চলেছে। তারা নির্যাতিত নিপিড়িত অসহায় মানুষের পাশেও দাঁড়িয়ে সমাজ গঠনে অনন্য অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় যুব সমাজ বয়োভারে বৃদ্ধ আব্দুল গনির পরিত্যক্ত বসত ঘরটি মেরামত করে দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার নওপাড়া নবীনপুর গ্রামের। মেরামত নয়,অসহায় বৃদ্ধ আব্দুল গনিকে একটি সরকারি পাকা ঘর দেবার দাবীও জানান তারা।

জানাগেছে, নওয়াপাড়া নবীনপুর গ্রামের আব্দুল গনি। বয়স ৯৫ বছর। পেশায় তিনি একজন দিনমজুর। দুই ছেলে তিন মেয়ের জনক। ছেলে ও মেয়েরা নিজের নিজের সংসার নিয়ে ব্যস্ত। বয়স বৃদ্ধির কারণে তাকে কেউ দিন মজুরের কাজে না নেয়ায় জিবন জীবীকার তাগিদে বেছে নিয়েছিলেন ঘটকালি পেশা। বিয়ের ব্যবস্থা করলে সেখান থেকে যা পাওয়া যেতো তাই দিয়ে চলতো সংসারের সব খরচ। এখন নিজেই নিজের কাছে ভারী হওয়ায় ঘটকালী পেশাটাও তার নেই। এদিকে নিজে ও স্ত্রী খাদিজা বেগম শ্বাস কষ্টের রোগী। কোন রকমে চেয়ে চিন্তে দ’মঠো ভাত জুটলেও জুটেনা রোগ থেকে নিরাময়ের ওষুধ। উপরন্ত বসত ঘরটি জরাজীর্ণ। পয়সার অভাবে সেটিও ঠিক করতে পারেন না আব্দুল গনি। ঝড় বৃষ্টি কিংবা প্রতিকুল আবহাওয়ায় এক রকম সংগ্রাম করেই টিকে থাকতে হয় তাদের। ঘরের ছাউনির টিন গুলি ফুটো হয়ে গেছে। চারিদিকের বেড়াও ভেঙ্গে পড়েছে। ঘরের চারদিক তাল পাতার ঠেকনা দেয়া। প্রচন্ড শীত আর কুয়াশায় ঘরে থাকা দায়। শীত আসলেই বাড়ে স্বাসকষ্ট। আব্দুল গনির এই করুণ অবস্থা দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দেন একটি স্বেচ্ছা সেবী সংগঠন। ‘কিশোরের ডাক’ নামের ওই সংগঠনটি ঘরের টিন আর বাঁশ দিয়ে মেরামত করার উদ্যোগ নেয়। সোমবার সকাল থেকে সংগঠনের সদস্যরা কাজে নেমে পড়েন। নিজ উদ্যোগে ঘরটি নতুন করে মেরামত করার কাজ শুরু করেন।

আব্দুল গনি (ওরফে গনি ঘটক) জানান, জিবনের অনেক মানুষের উপকার করেছেন। সম্পন্ন করেছেন দুই শতাধিক বিয়ে। গ্রামে গ্রামে ঘুরতে না পেরে সে পেশা ছেড়েছেন বছর পাঁচেক আগে । অর্থের অভাবে বসত ঘরটি মেরামত করতে পারেন নি তিনি। আব্দুল গনির স্ত্রী খদেজা বেগম জানান, স্বামী আব্দুল গনি পরপর দ’ুবার স্ট্রোক হয়ে প্যারালাইজড হয়ে পড়েছেন। তাকে মুখে তুলে খাওয়াতে হয়। ছেলে মেয়েদেরও অভাবের সংসার। তারাও পারেনা বাবা মাকে দেখতে। চেয়ারম্যান মেম্বারদের কাছেও সরকারী ঘর পাবার জন্য আবেদন করেও কোন লাভ হয়নি। গ্রামের কিছু যুবক আমার ঘরটি আপাতত মেরামত করে দিচ্ছেন এতেই বেশ খুশি তিনি। তার পরও জিবনের শেষ সময় একটি ভাল ঘরে বসত করতে চান তিনি। সংগঠনটি ও স্থানীয় লোকজন বৃদ্ধ আব্দুল গনির জন্য একটি সরকারী ঘরের দাবী করেছেন।

স্থানীয় যুবক সোহেল জানান, আমি একটি পারিবারিক কাজে এসে বৃদ্ধ আব্দুল গনির মানবেতর জীবনযাপনের চিত্র দেখে খুবই কষ্ট লেগেছে। আমি একজন ’কিশোরের ডাক’র সদস্য হিসেবে বিষয়টি সকলকে জানালে সকলে তাৎক্ষণিকভাবে অর্থ যোগাড় করে ঘরটি মেরামত করে দিচ্ছি। তবে এটি স্থায়ী নয়, সরকারিভাবে সহায়তা প্রয়োজন। যুবক জাহাঙ্গীর আলম জানায়, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিক একটা ব্যবস্থা করে দিচ্ছি। তবে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের একটি ঘর পেলে তারা নিশ্চিন্ত হবে।

কাথুলী ইনিয়ন পরিষদের সদস্য আনারুল ইসলাম বলেন, আমাদের এখানে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছি মাত্র কয়েকটি। যা সকলকে দেয়া সম্ভব হয়নি। আব্দুল গনি বিষয়টি নিয়ে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো। সামনে সুযোগ আসলে তাদের একটা ব্যবস্থা হবে।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, বৃদ্ধ আব্দুল গনির বিষয়টি আমি জানতে পেরেছি। তার জন্য একটি ঘরের ব্যবস্থা করার চেষ্টা করবো।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম বলেন, এমন মানবিক বিষয় । মানূষ যখন বৃদ্ধ হয়ে যায়,তখন তারা অসহায় হয়ে পড়ে। আমি অবশ্যই চেষ্টা করবো তাদের একটি ঘরের ব্যবস্থা করে দেয়ার জন্য। ঘরের জন্য একটি আবেদন প্রয়োজন। পবিরার থেকে আবেদন করলে আমার জন্য সুবিধা হবে।




মুজিবনগরে বড়দিন উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন উপলক্ষে অসহায় শীতার্থদের মাঝে পারিবারিক ভাবে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল মল্লিক ও তার পরিবার।

রবিবার বিকেলে সেলফ প্রজেক্ট বল্লভপুর এর আয়োজনে, এবং বাবুল মল্লিক ও তার পরিবারের সহযোগীতায়, সেলফ প্রজেক্ট বল্লভপুর অফিস প্রাঙ্গনে বল্লভপুর ডিনারির ডিন মৃত্যুঞ্জয় মন্ডল এর সভাপতিত্বে এবং ওয়ার্ড সদস্য বাবুল মল্লিক এর সঞ্চালনায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি এবং মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব কম্বল বিতরণ করেন।

এ সময় আরো উপস্হিত ছিলেন, সেলফ প্রজেক্ট বল্লভপুর এর পরিচালক অশোক মল্লিক,বাগোয়ান ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মারিওসুসিত মন্ডল (গনা) সাধারণ সম্পাদক মাইকেল মন্ডল টুইস,বল্লভপুর চার্চ সেক্রেটারি মেরি সুখী মল্লিক,মহিলা নেত্রী তৃপ্তি মন্ডল ও কুমারী খান।




‘টাইটানিক’ এ জ্যাকের মৃত্যু নিয়ে বিতর্ক, ব্যাখা দিলেন জেমস ক্যামেরন

২৫ বছর আগে ‘টাইটানিক’ ছবি মুক্তির পর থেকে সিনেমাটির শেষের দিকে একটি গুরুত্বপূর্ণ দৃশ্য নিয়ে বিতর্ক চলছে। জাহাজের ডুবে যাওয়ার পরে ছবিতে কেবল মাত্র রোজ (কেট উইন্সলেট) ভাসমান দরজার ওপর তুলে দিয়ে তার জীবন বাঁচানো হয়েছে, তবে দর্শকদের মতে জ্যাক (লিওনার্দো ডিক্যাপ্রিও) বাঁচতে পারতেন এমন বির্ততের সুনির্দিষ্ট ব্যাখা দিলেন পরিচালক জেমস ক্যামেরন।

পরিচালক ক্যামেরন শুক্রবার (১৬ ডিসেম্বর) টরন্টো সানকে (ট্যাবলয়েড সংবাদপত্র) বলেছেন, জ্যাক ও রোজকে একটি কাঠের দরজার ওপর রেখে বিশেষজ্ঞদের সহায়তায় ফরেনসিক বিশ্লেষণ করে তারা দেখেছেন, সেই পরিবেশে দরজার ওপর একজনই টিকে থাকতে পারেন। দুজনের টিকে থাকার কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, জ্যাকের মৃত্যু দরকার ছিল। এতে ভালোবাসার সঙ্গে ত্যাগও রয়েছে। ত্যাগ দিয়েই ভালোবাসা পরিমাপ করা যায়।

আলোচিত সেই দৃশ্য নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে ইতিমধ্যে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন জেমস ক্যামেরন। এটি আগামী বছরের ফেব্রুয়ারিতে ন্যাশনাল জিওগ্রাফিকে মুক্তি পাবে।

পরিচালক ক্যামেরন টাইটানিক ছবি পর ২০০৯ সালে অ্যাভাটার সিনেমা মুক্তি পাওয়া পর দর্শকের মাঝে তুমুল জনপ্রিয়তা পায় এবং এরপর এ সিনেমা নিয়েও বেশ বিতর্ক হয়।

চলতি বছর ১৬ ডিসেম্বর তার ‘অ্যাভাটার’ এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ ছবিটি মুক্তি পেয়েছে।




বিশ্বকাপ ছোঁয়া মেসির ছবি দিয়ে শুভেচ্ছা বন্ধু নেইমারের

৩৬ বছরের অপেক্ষা শেষ করে বিশ্বকাপের মুকুট মাথায় তুলেছে আর্জেন্টিনা। উৎসবের আবহে এখন রঙিন আলবিসেলেস্তারা। মুদ্রার ঠিক উল্টোপিঠে ব্রাজিলের হতাশা বেড়ে বিশ্বকাপের সঙ্গে দূরত্ব এখন ২০ বছরে এসে পৌঁছেছে। চিরপ্রতিদ্বন্দ্বীরা যে আসরে শিরোপা জিতে উল্লাসে মাতোয়ারা, সে আসরেই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ ব্রাজিল।

আর্জেন্টিনাকে যেমন পথ দেখিয়ে শিরোপার ঠিকানা পাইয়ে দিয়েছেন মেসি, অন্যদিকে প্রাণপণ চেষ্টা করেও ব্রাজিলকে নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি নেইমার। নিজে ছিটকে গেছেন, রয়েছে হতাশা। তবে বন্ধুর বিশ্বজয়ের আনন্দ যেন ঠিকই ছুঁয়ে গেলো সেলেসাও প্রাণভোমরা নেইমারকে।

মেসি-নেইমারের বন্ধুত্বের শুরু সেইও বার্সেলোনায় থাকার সময় থেকেই, জাতীয় দলে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও দুই মহাতারকার বন্ধুত্ব যেন অন্যদের যেন উদাহরণ। এবার সেই বন্ধুর বিশ্বকাপ জয়ের ছবি টুইট করেই বন্ধুর প্রতি ভালোবাসাটাও জানিয়ে দিলেন নেইমার।

বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসি বন্দনায় মেতেছে সারা বিশ্ব। মেসির বিশ্বকাপ ছুঁয়ে দেখার ফ্রেমবন্দি ছবি টুইট করে সেই বন্দনায় সামিল হয়েছেন নেইমারও। সেই টুইটে মেসির প্রতি শুভেচ্ছাও জানিয়েছেন নেইমার। বলেছেন, তোমার হাতে এই ট্রফিটা উঠুক… সেটি বন্ধু হয়ে আমিও চেয়েছিলাম।




মেহেরপুর র‌্যাবের পৃথক অভিযানে এ্যালকোহল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেহেরপুর র‌্যাব ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ২১০ বোতল এ্যালকোহল ও ৭২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রফতার করেছে।

গতকাল রবিবার দুপুরে র‌্যাব-১২ মেহেরপুর সিপিসির কমাণ্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদের নেতৃত্বে কুষ্টিয়ার মিরপুর থানাধীন আমলাবাজার সদর জামে মসজিদ মার্কেট এর নীচ তলায় অভিযান পরিচালনা করে ২১০বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এ্যালকোহলসহ সাহাপুর গ্রামের ফজলুল হকের ছেলে নুরুল ইসলাম (৩৭) কে গ্রেফতার করে। পরে বিকালে একই জেলার দৌলতপুরের গোয়ালগ্রামে অভিযান চালিয়ে ৭২ পিস ইয়াবাসহ একই গ্রামের আফজান মালিথার ছেলে মিলন আলী (৩৫) কে গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান সিপিসি কমাণ্ডার।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট বিক্রয় করে আসছিল




মেহেরপুরে ‘দৈনিক আমাদের সুর্যোদয়’ নামের নতুন দৈনিকের আত্মপ্রকাশ

নতুন একটি সময়, নতুন একটি দিগন্ত তৈরী হতে চলেছে দৈনকি আমাদের সৃর্যোদয় পত্রিকার মাধ্যমে। যে প্রত্যয়, যে প্রেরণা, যে উদ্যোগ নিয়ে দৈনিক আমাদের সুর্যোদয় পত্রিকাটি প্রকাশ হতে যাচ্ছে তা পাঠকের কাছে অত্যান্ত জনপ্রিয়তা পাবে বলে আমি আশা রাখি, ভরসা রাখি। কারন এ পত্রিকার সাথে যারা জড়িত রয়েছেন তারা সমাজের পরিবর্তনের কথা চিন্তা করে। তারা পজেটিভ মানষিকতার চিন্তা করে। পত্রিকাটি হবে মানুষের কাছে একটি আস্থার পত্রিকা। মেহেরপুর জেলায় মানসম্মত একটি ভাল পত্রিকার অনেক অভাব রয়েছে। দৈনিক সুর্যোদয় পত্রিকাটি সেই অভাব পুরন করবে।

যে সংবাদ পড়ে সমাজ এগিয়ে যাবে দেশ এগিয়ে যাবে। আমরা যেমন সমস্যা লিখবো,তেমনী সমাধানও লিখবো। মানুষের আকাংখার উপর গুরুত্ব দিতে হবে। সেই ক্ষেত্রে হলুদ সাংবাদিকতা থেকে বেরিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত পত্রিকাটি মানুষের স্বপ্ন পুরুনে কাজ করবে ততক্ষণ পর্যন্ত আমি পত্রিকার প্রতি আশির্বাদ থাকবে,যদি তার ব্যতয় ঘটে তবে আমাদেরও দৃষ্টির ব্যত্যয় ঘটবে।

জেলার সকল অসংগতি তুলে ধরে মেহেরপুরকে আরো এগিয়ে নিতে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন গপপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর -১ আসনের এমপি ফরহাদ হোসেন দোদুল। দৈনিক আমাদের সুর্যোদয় পত্রিকার লোগো উন্মোচন ও প্রকাশনার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গতকাল রবিবার বিকেলে গাংনীর সুর্যোদয় স্কুল মাঠে আয়োজিত প্রত্রিকার লোগে উন্মোচন ও ড্যামি কপি প্রকাশ অনুষ্ঠানে এসময় প্রতিমন্ত্রী বলেন, একটি সংবাদ পরিবেশন করতে হলে অনেক যাচাই বাছাই করে করা উচিৎ। কারন একটি সংবাদ ছাপা হয়ে গেলে তা আর ফিরিয়ে নেয়া যায়না। আপনার লেখা একটি সংবাদ আগামী দিনের জন্য একটি দৃষ্টান্ত দলিল। তাই যা ইচ্ছে তা লিখে কাগজের পাতা ভর্তি করবেননা। ভাল সংবাদ লিখবেন যা পড়ে মানুষ উপকৃত হয়। এই পত্রিকা নতুন প্রজন্মকে আলো দেখাবে,অনেক সমস্যার সমাধান করবে এমন সংবাদের প্রতিশ্রুতি নিয়ে দৈনকি আমাদের সুর্যোদয়কে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫১ বছরে মেহেরপুরকে এগিয়ে নিচ্ছে বর্তমান সরর্কা। ্এর আগে অনেক সরকার ক্ষমতায় এসেছে কিন্তু মেহেরপুরের দিকে নজর দেয়নি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহেরপুরকে যুগের সাথে তাল মেলাতে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। ইতো মধ্যে মেহেরপুর থেকে কুষ্টিয়া সড়কটি ফোরলেন সড়কের জন্য সকল প্রস্তুতি সম্পন্য হয়েছে। ২ ডিসেম্বর রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর থেকে ৫৮ কিলোমিটার রাস্তাটি নির্মাণ কাজ করার জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৬৪৩ কোটি টাকা। এই ৫৮ কিলোমিটার রাস্তার মধ্যে ৮ কিলোমিটার রাস্তাকে ফোরলেন করা হবে। খুব শীঘ্রই কাজ শুরু হবে। মুজিবনগরে স্থলবন্দর হচ্ছে এই সরকারের আমলে। যে স্থল বন্দর দিয়ে মানুষ দেশ বিদেশে যেতে পারবে। অনেক মানুষ ব্যবসা বানিজ্য করে সাবলম্বী হবে। ৪১০ কোটি টাকা ব্যায়ে মুজিবনগর স্মৃতিকমপ্লেক্সকে আবারও নতুন ভাবে সাজানো হচ্ছে।

সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যানও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব আলকামা সিদ্দিকী গাংনী পৌরসভার মেয়র আহামেদ আলী, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। গাংনী উপজেলা ভূমি কর্মকর্তা(সহকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক,গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক,কুষ্টিয়া এলজিইডি’র প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল।

এসময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবুল কাশেম অনুরাগীসহ প্রত্রিকার ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।




গাংনীতে বৈধ কাগজপত্র না থাকায় ২১টি মোটরসাইকেল জব্দ

গাংনীর বামন্দীতে অভিযান চালিয়ে মোটরসাইকেলের বৈধকাগপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২১ টি গাড়ি জব্দ করেছে মেহেরপুর ট্রাফিক বিভাগ।

আজ রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বামন্দী পুলিশ ক্যাম্পের সড়কসহ বিভিন্ন স্থানে গাড়ি গুলো জব্দ করে বামন্দী পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।

জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুকুল হোসেন জানান, সম্প্রতি মেহেরপুর জেলাজুড়ে মোটরসাইকেল দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। অনেকে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। তারই ধারাবাহিকতায় রবিবার সকালে গাংনী উপজেলার বামন্দী পুলিশ ক্যাম্পের সামনে ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে।

এসময় সড়কে চলাচলকৃত মোটরসাইকেল চালকদের থামিয়ে গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স আছে কিনা পরিক্ষা করা হয়। এর মধ্যে ২১টি মোটরসাইকেলের বৈধ রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় মামলা দেওয়া হয়েছে। মামলার টাকা পরিশোধ এবং অনটেস্ট মোটরসাইকেলের বৈধ কাগজপত্রের টাকা জমা দিয়ে গাড়ি গুলো বামন্দী পুলিশ ক্যাম্প থেকে নেওয়ার জন্য আটককৃত গাড়ির মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।




জিমেইলে নাম বদলাবেন যেভাবে

জিমেইলের সঙ্গে দেখানো নাম ই-মেইল ঠিকানার মতোই গুরুত্বপূর্ণ। কারণ, কারও কাছে ই-মেইল পাঠালে ইনবক্সে প্রেরকের নামই প্রথম দেখা যায়। ফলে প্রাপক নাম দেখে ই-মেইল খুলবেন, না এড়িয়ে যাবেন, সে সিদ্ধান্ত নিয়ে থাকেন। ফলে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের কারণে অনেক সময় অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা যায় না। চাইলে জিমেইলে থাকা নাম পরিবর্তন করে এ সমস্যার সমাধান করা সম্ভব।জিমেইলে নাম পরিবর্তনের জন্য অবশ্যই জিমেইলের ওয়েব সংস্করণ ব্যবহার করতে হবে। কারণ, অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপ দিয়ে জিমেইলের নাম পরিবর্তন করা যায় না।

নাম পরিবর্তনের জন্য কম্পিউটারে জিমেইল চালু করে সাইন ইন করে ওপরের ডান দিকের কোনায় থাকা সেটিংস আইকনে ক্লিক করতে হবে। এবার অল সেটিংস নির্বাচনের পর অ্যাকাউন্ট অ্যান্ড ইমপোর্ট ট্যাবে ক্লিক করে সেন্ড মেইল সেকশনে এডিট ইনফো নির্বাচন করলেই নতুন ট্যাব চালু হবে। এখানে জিমেইলের নামসহ বিভিন্ন তথ্য পরিবর্তন করা যাবে। এবার ট্যাব চালু হলে নেম সেকশনের ফাঁকা বক্সে নতুন নাম লিখে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করলেই জিমেইলে নাম পরিবর্তন হয়ে যাবে।

জিমেইলে প্রদর্শিত ব্যবহারকারীর নাম এবং ইউজার নেম দুটি আলাদা জিনিস। জিমেইল ইউজার নেমের সঙ্গে ই–মেইল ঠিকানা যুক্ত থাকে। অর্থ্যাৎ, @জিমেইল ডটকম যুক্ত থাকে। গুগলের সব সেবার জন্য এই ইউজারনেম প্রাথমিক ই–মেইল ঠিকানা হিসেবে ব্যবহৃত হওয়ায় এটি পরিবর্তন করা যায় না।