ঝিনাইদহের মহেশপুরে সংখ্যালঘুদের সংবাদ সম্মেলন

ঝিনাইদহের মহেশপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল করে খেলার মাঠ বানানোর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।

ঘটনার প্রতিবাদ ও জমি ফেরত পেতে আজ শনিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন, উত্তরাধিকার সুত্রে পাওয়া মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের ১০৮ নম্বর হামিদপুর মৌজার ২৮৬৭ নং খতিয়ানের ৪০৩৯ ও ৪০৪০ এই দুই দাগের ১০৪ ও ১০৩ শতক জমির মালিক ভরত দাস ও তার ভাই শম্ভু দাস। প্রায় শত বছর ধরে এই জমি চাষাবাদ করে আসছে তাদের পরিবার। কিন্তু ভুলক্রমে মাঠ জরিপের সময় জমি সরকারের খতিয়ানে রেকর্ড হলে পরে মামলা করে জমি ফেরত পায়। তাদের জমিতে লাগানো ফসল আওয়ামী লীগ সরকার পতনের পর কিছু প্রভাবশালীরা কেটে জমি দখলের চেষ্টা করে। এ নিয়ে আদালতে মামলা করলে আদালত নিষেধাজ্ঞা জারী করে। তা উপেক্ষা করে বৃহস্পতিবার মহেশপুর পৌরসভার কাউন্সিলর বাবুল হোসেন, ওই গ্রামের ইকরামুল, বিপুল, খালেদ হোসেন, জিন্নাহসহ আরও কয়েকজন জমির ফসল নষ্ট করে দখল করে নিয়েছে।

ভরত দাস বলেন, আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ জন্ম থেকেই আমরা এই জমিতে চাষাবাদ করে আসছি। কিন্তু বাবু কাউন্সিলর কিছু লোক দিয়ে জমি দখল করে নিচ্ছে। আমাদের জমিতে গেলে হত্যাসহ বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। তাই জীবনের নিরাপত্তাসহ জমি ফেরত পাওয়ার দাবী করছি।

অভিযুক্ত পৌরসভার কাউন্সিলর বাবুল জানান, জমি আমার বাবার না যে আমি দখল করে নিবো। শুনেছিলাম জমি নিয়ে ঝামেলা হয়েছে তাই জমির মালিককে ডেকে জিজ্ঞাসা করেছি। এখন আর আমি ঝামেলার মধ্যে নাই।




ঝিনাইদহে রিক্সা ভ্যান শ্রমিকদলের কর্মী সমাবেশ

ঝিনাইদহে জাতীয়তাবাদী রিক্সা ভ্যান শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে জেলা রিক্সা ভ্যান শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল মাখন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড, শামসুজ্জামান লাকী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম প্রমুখ। বক্তারা, বৈষম্যহীণ আগামীর বাংলাদেশ গড়তে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। সেই সাথে আগামী দিনে বিএনপি রাস্ট্র ক্ষমতায় এলে দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার রক্ষায় কাজ করবে বলে আশ্বস্ত করেন। সমাবেশ শেষে আনোয়ার হোসেনকে সভাপতি ও আকাশ রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট রিক্সা ভ্যান শ্রমিকদলের কমিটি গঠন করা হয়।




ঝিনাইদহে গণ অধিকার পরিষদের আনন্দ মিছিল

ঝিনাইদহে গণ অধিকার পরিষদের নিবন্ধন পাওয়া উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে মিছিলটি শহরের উজির আলী স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে সমাবেশে মিলিত হয়। পরে পায়রা চত্বর সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কর্মসূচী শেষ করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাখাওয়াত হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক নাসির আল সাদী ও বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সিনয়ির যুগ্ম আহ্বায়ক মোঃ মিশন আলী এবং জেলা যুব অধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক সুমন খান সহ ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

মিছিল ও সমাবেশ পরিচালনা করেন গণধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন।




গ্রুপ কলিং ফিচারে হোয়াটসঅ্যাপের বিরাট পরিবর্তন

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসেজিং অ্যাপগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি অ্যাপ হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি সারা বিশ্বে জনপ্রিয়। পারিবারিক থেকে অফিসিয়াল তথ্য আদান-প্রদানে এর ব্যবহার দিন দিন বেড়েই চলছে। তাই ব্যবহারকারীদের সুবিধার্থে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনার চেষ্টা করে সংস্থাটি। এবার গ্রুপ কলিং ফিচারে পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ।

এতদিন হোয়াটসঅ্যাপে গ্রুপ কলিংয়ের ক্ষেত্রে ফোন এলে গ্রুপের সব সদস্যের কাছে রিং হতো। কিন্তু এবার আর তা হবে না। এবার লিঙ্ক থেকেই যুক্ত হওয়া যাবে গ্রুপ কলে।

কেউ গ্রুপ কলিংয়ের জন্য একটি লিংক তৈরি করলে সেটায় ক্লিক করেই বাকি সদস্যরা গ্রুপ কলিংয়ে যুক্ত হতে পারবেন। ফলে যেকোনো সময় চাইলেই সদস্যরা জয়েন করতে পারবেন। এতে কোনো জটিলতা নেই বললেই চলে। যদিও বছর দুয়েক আগেই কলের ক্ষেত্রে লিঙ্কের ফিচার এনেছিল। তবে আপডেটের ফিচারে ব্যবহারকারীরাই লিঙ্ক তৈরি ও তা গ্রুপে শেয়ার করতে পারবেন।

জানা গেছে, ভিডিও কলিংকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যেও কাজ করছে হোয়াটসঅ্যাপ। সংস্থাটি নিয়ে আসছে অগমেন্টেড রিয়ালিটি তথা এআই ফিল্টার। যার সাহায্যে স্ন্যাপচ্যাটের মতোই ফিল্টারের মজা নিতে পারবেন ইউজাররা। তারা ভিডিওকল চলাকালীন নিজেদের মুখে এআর ফিল্টার লাগাতে পারবেন। নানা ধরনের অ্যাফেক্টসও বেছে নেওয়ার সুযোগ থাকছে। এতে ত্বক মসৃণ দেখানোর টুল এবং কম আলোয় উন্নত দৃশ্যমানতার জন্য লো লাইট মোডের মতো বৈশিষ্ট্য থাকবে।

কেবল নিজের মুখই নয়, ব্যাকগ্রাউন্ডও এডিট করা যাবে। ব্যাকগ্রাউন্ড এডিটিং টুলের মাধ্যমে ইউজাররা তাদের ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করতে পারবেন। আবার ব্যাকগ্রাউন্ড ব্লার করার অপশনও রয়েছে।

সূত্র: কালবেলা




ডিজিটাল মার্কেটিংয়ে নিয়োগ দিবে আকিজ গ্রুপ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বেকারস লিমিটেড। প্রতিষ্ঠানটি ডিজিটাল মার্কেটিং বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বেকারস লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার

বিভাগের নাম: ডিজিটাল মার্কেটিং

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে এমবিএ

অন্যান্য যোগ্যতা: ওয়েব, এসইও/এসইএম, ডাটাবেজ মার্কেটিং, ই-মেইল, সোশ্যাল মিডিয়া এবং ডিসপ্লে বিজ্ঞাপন প্রচারে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ০৭ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, এলএফএ।

 আবেদনের শেষ সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৪




আলমডাঙ্গায় নিখোঁজের ৩৬ ঘন্টাপর বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার

আলমডাঙ্গায় নিখোঁজের ৩৬ ঘন্টাপর ভাসমান অবস্থায় আবুল কালাম (৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার ডাউকি ইউনিয়নের সাতকপাট নামক এলাকার জিকে খাল থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওই বৃদ্ধার নাম আবুল কালাম (৬৫)। তিনি পৌর এলাকার কাঁচাবাজার পাড়ার প্রয়াত আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক নারীকে বাঁচাতে জিকে খালের পানিতে বৃদ্ধা আবুল কালাম ঝাঁপ দেন। তিনি উপস্থিত মানুষের সহযোগীতায় ওই নারীকে উদ্ধার করেন। তবে খালের পানির স্রোতে তিনি ভেসে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। ওই দিন রাতেই খুলনা ফায়ার সার্ভিসের ৬ সদস্য অভিজ্ঞ ডুবুরি দল নিখোঁজ বৃদ্ধাকে উদ্ধারে টানা ২৪ ঘন্টা অভিযান চালায়।

ডাউকি গ্রামের বাসিন্দা হাসেম আলী নামের এক কৃষক জানান, আজ শনিবার সকালে জিকে খালে জাল পাততে আসি। এসময় পানিতে তীব্র দুর্গন্ধ এক ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে আলমডাঙ্গা গণত্রাণ কমিটির সদস্য ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীদের সহযোগিতায় খাল থেকে ভাসমান লাশটি উদ্ধার করে। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা এসে লাশের পরিচয় নিশ্চিত করে।

আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার রাত ৯ পর্যন্ত মরদেহ উদ্ধার অভিযান চালানো হয়েছে। টানা ১৫ ঘণ্টা পরও নিখোঁজ ব্যক্তির খোঁজ মেলেনি। খালের পানি বেশি থাকা ও পাশে জঙ্গল থাকায় উদ্ধার কাজ কিছুটা ব্যহত হয়েছিল। খালের প্রায় ৩ কিলোমিটার জায়গা জুড়ে অনুসন্ধান চালানো হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার এলাকা থেকে আরও ১ কিলোমিটার দুর থেকে আজ শনিবার সকালে ওই বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) শেখ গণি মিয়া জানান, গত দুদিন নিহত ব্যক্তি খালের পানিতে নিখোঁজ ছিলেন। সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল সংগ্রহ করেছে।

তিনি আরও বলেন, সুরতহালের সময় লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাইনি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।




৩ ম্যাচ পরে জয়ের দেখা পেলো ব্রাজিল

২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে অবশেষে ৩ ম্যাচের পরাজয়ের বৃত্ত থেকে বের হল ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড রদ্রিগোর ৩০ মিনিটের একটি দূরপাল্লার শট ব্রাজিলের জন্য বাছাইপর্বে তৃতীয় জয় নিয়ে আসে।

শনিবার (৭ সেপ্টেম্বরে) বাংলাদেশ সময় সকাল ৭ টায় শুরু হওয়া ম্যাচে প্রথম থেকেই ব্রাজিল বলের দখলে আধিপত্য বজায় রাখে, খেলাটির গতি নিয়ন্ত্রণ করে এবং ইকুয়েডরকে রক্ষণাত্মক অবস্থানে ঠেলে দেয়। তবে ম্যাচের একমাত্র গোল আসে যখন রদ্রিগো বক্সের বাইরে কিছুটা জায়গা খুঁজে পেয়ে একটি শট নেন, যা ইকুয়েডরের উইলিয়াম পাচোর গায়ে লেগে দিক বদলায় এবং গোলরক্ষক হার্নান গ্যালিন্ডেজকে বিভ্রান্ত করে গোললাইনে পৌঁছে যায়।

যদিও ব্রাজিল মাঠের আধিপত্য বজায় রাখে তবে তারা আক্রমণকে আরও বেশি গোলের রূপ দিতে ব্যর্থ হয়। ইকুয়েডর তাদের নতুন কোচ সেবাস্তিয়ান বেক্কাচেসের অধীনে, তাদের রক্ষণ শক্তভাবে গুছিয়ে রাখে। ব্রাজিলের আক্রমণকারীদের—যেমন ভিনিসিয়ুস জুনিয়র এবং লুকাস পাকেতার মতো ফুটবলারদের বিভ্রান্ত করতে সফল হয়। যারা বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।

প্রথমার্ধের শেষ মুহূর্তে ইকুয়েডর সমতা ফেরানোর একটি সুযোগ পায়, যখন মোইসেস কাইসেডো পরপর দুটি প্রচেষ্টা করেন—প্রথমে ব্রাজিলের গোলরক্ষক আলিসনের কাছ থেকে দ্রুত প্রতিক্রিয়া শটে ব্যর্থ হন, এবং দ্বিতীয় প্রচেষ্টা গ্যাব্রিয়েল ম্যাগালায়েস গোললাইন থেকে ক্লিয়ার করেন।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল আরও একটি গোলের সন্ধানে আক্রমণ অব্যাহত রাখে। কিন্তু ভিনিসিয়ুস, যিনি ৭৩তম মিনিটে একটি দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন, তবে তীক্ষ্ণ কোণ থেকে শটটি নিয়ে ব্যর্থ হন। অন্যদিকে, ইকুয়েডর পরিষ্কার সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়, এবং তাদের সেরা সুযোগটি প্রথমার্ধের ইনজুরি সময়েই আসে।

ব্রাজিলের প্রত্যাশিত গোলের মান ইকুয়েডরের তুলনায় কম হওয়া সত্ত্বেও তারা তিন পয়েন্ট নিশ্চিত করে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বের টেবিলে চতুর্থ স্থানে উঠে আসে। অন্যদিকে ইকুয়েডর, যাদের আগেই তিন পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল, তাদের দ্বিতীয় হারের পর ষষ্ঠ স্থানে নেমে গেছে।

এই জয় ব্রাজিলের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রেরণা, যারা বাছাইপর্বের দুর্বল শুরুর জন্য এবং কোপা আমেরিকা থেকে বিদায় নেওয়ার জন্য সমালোচিত হচ্ছিল। সেলেসাও তাদের পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে, যা অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর।

ইকুয়েডরও আগামী ১০ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে মাঠে নামবে এবং তারা এই হারের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে।

সূত্র: কালবেলা




ক্যানসারের লড়াই-এর মধ্যেই দুঃসংবাদ

বলিউড অভিনেত্রী হিনা খানের ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন তিনি। কেমোথেরাপি চলছে তার। মারণ রোগের সঙ্গে লড়াই করে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে বদ্ধ-পরিকর হিনা। তবে লড়াইটা হয়ত এতটাও সহজ নয়। এর মধ্যেই ইনস্টাগ্রামে দুঃসংবাদ দিয়ে সাহায্য চাইলেন অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ক্যানসারের লড়াই-এর মধ্যেই নতুন রোগ থাবা বসাল অভিনেত্রীর শরীরে। মিউকোসাইটিসে আক্রান্ত তিনি। বৃহস্পতিবার এ দুঃসংবাদটি নিজেই সোশ্যাল মিডিয়ার শেয়ার করেছেন হিনা।

অভিনেত্রীর কাতর আর্তি, ‘আমার জন্য প্রার্থনা করুন। কেমোথেরাপির আরও একটা পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে মিউকোসাইটিস।

তবে আমি প্রতি পদে চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি সেরে ওঠার জন্য। আপনাদের মধ্যে কেউ যদি এই রোগের সঙ্গে লড়াই করে থাকেন, তাহলে দয়া করে এর সঠিক সমাধানের উপায় বলে দিন আমায়। এটা খুবই কঠিন, যখন আপনি কিছুই খেতে পারবেন না। ’

মিউকোসাইটিস হল এমন একটা সংক্রমণ যা কেমোথেরাপি চিকিৎসার ফলে হয়। মিউকোসাইটিস হল শ্লেষ্মা ঝিল্লিতে প্রদাহ ও ক্ষতির কারণে হয়, যা মুখ, গলা, পাচনতন্ত্র এবং প্রজনন সিস্টেম সহ শরীরের বিভিন্ন অঙ্গ এবং গহ্বরে সমস্যা তৈরি করে।

হিনা খানের এই পোস্টে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন শিল্পা শেট্টি, জুহি পারমার, ভারতী সিং, মৌনি রায় সহ আরও অনেকেই।

তবে আবার মিউকোসাইটিস থেকে বাঁচতে বহু অনুরাগীরা হিনা খানকে নানান পরামর্শ দিয়েছে। কেউ কেউ তাকে শরীরকে হাইড্রেট রাখতে লেবুর রস, দই-এর ঘোল, কিংবা প্রচুর জল পান করার কথা বলেছেন।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে দেশীয় অস্ত্র ও গুলিসহ আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা আটক

মেহেরপুরের গাংনীতে গুলি ও বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে যৌথ বাহিনি। আজ শনিবার ভোররাতে যৌথ বাহিনির একটি টিম গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে এ অভিযান পরিচালনা করেন।

আটকরা হলেন, গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইউনিয়ন যুবলীগের নেতা রাজন আলী (২৯) ও একই গ্রামের মৃত হায়দার আলীর ছেলে আওয়ামী লীগের স্থানীয় নেতা রাকিবুল ইসলাম (৩৫)। এদের কাছ থেকে ৮ রাউন্ড গুলি, দেশীয় ২৭টি অস্ত্রর মধ্যে ১৬টি ছোট বড় হাসুয়া, একটি কুড়াল, ১টি চাপাতি, ১টি দা, ছুরি ৩ টি, রড ৪ টি ও আঁকড়া ১ টি।

মেহেরপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লে: কর্ণেল নাবিল আহমেদের নেতৃত্বে যৌথবাহিনির একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চরগোয়ালগ্রামের নদীর ধারে অভিযান চালিয়ে রাকিবুল ইসলাম ও রাজনকে আটক করেন। পরে তাদের স্বীকারোক্তিতে একই গ্রামের সবকুল আলীর জামাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে ৮টি রাউন্ড গুলি ও ২৭ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। যৌথবাহিনির অভিযান টের পেয়ে বাড়ির মালিক লাবলু পালিয়ে যায়।

গাংনী থানা পুলিশ সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা রাজন ও রাকিবুল ইসলামের বিরুদ্ধে এলাকায় চুরি ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। তারা একাধিকবার পুলিশের হাতে আটক হয়েছেন। দুজনেই একাধিকবার জেল খেটেছে।
মেহেরপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লে: কর্ণেল নাবিল আহমেদ এই তথ্য নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে গাংনী থানায় মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানার তদন্ত অফিসার মনোজ কুমার নন্দী জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে আসামিদের আদালতে পাঠানো হবে।




ফরহাদ হোসেনের রাজনীতি ছিল প্রশাসন ও পুলিশ নির্ভর!

৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাবার পর থেকে হদিস নেই সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার পরিবারের সদস্যদের। অনেকেই ধারনা করেন তিনি সীমান্ত ফাঁকি দিয়ে ভারত পালিয়েছেন। তবে প্রথম দিকে গুঞ্জন উঠেছিলো কানাডায় পালিয়েছেন। তবে তিনি কোথায় কেউ জানেন না। সরকার পতনের দিনই বিক্ষুব্ধ জনতা তার মেহেরপুরের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফরহাদ হোসেন ও তার পরিবার জেলার একচ্ছত্র নিয়ন্ত্রক হয়ে উঠেছিলেন। নিজ দলের দুর্দিনের রাজনৈতিক নেতাকর্মীদের কোনঠাসা করে, চাটুকার, দুর্নীতিবাজ, পরিবার ও আত্মীয়স্বজন নিয়ে তিনি জেলার আওয়ামী রাজনীতি, বিভিন্ন উন্নয়ন কাজের টেন্ডার, পন্য সরবরাহ ব্যবস্থা, সরকারি অফিসসমূহের নিয়োগ, বদলি বাণিজ্য নিয়ন্ত্রণ করার একক কর্তৃত্ব স্থাপন করেন। জেলার শিল্প, সাহিত্য, ক্রীড়া, সংস্কৃতি অঙ্গনেও থাবা বসান।

জেলা শিল্পকলা একাডেমি, পাবলিক লাইব্রেরি, ক্রীড়া সংস্থা, ডায়াবেটিস হাসপাতালসহ, প্রেসক্লাব সর্বত্র তিনি নিজের অযোগ্য লোকদের বসিয়ে প্রতিষ্ঠানগুলোকে প্রায় ধ্বংসের পথে নিয়ে যান। তার এসব অপকর্মের সহায়ক ছিলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণ। জেলা প্রশাসকের কার্যালয়ে তার বিরোধী বলয়ের কিংবা ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের স্বাভাবিক প্রবেশাধিকার ছিলনা। রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত দিতেও বারণ করা হতো। তিন খলিফার সাথে পরামর্শক্রমে প্রশাসন চালাতেন সাবেক ডিসি আতাউল গণি, ড. মনসুর আলম খান ও বর্তমান ডিসি শামীম হাসান। পিপি পল্লব ভট্টাচার্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক ও জেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহীনদের নিয়ে ডিসির ছাদের গোলঘরে নিয়মিত অফিস শেষে সভা বসত। গত নির্বাচনের আগ মুহুর্তে অবশ্য হাসানুজ্জামান মালেকের সাথে মন্ত্রীর দুরত্ব বাড়ে, তাই এক খলিফা বাদ নতুন খলিফা শ্বাশ্বত নিপ্পনের আবির্ভাব হয়। এখান থেকে নানা পরিকল্পনা হত। ব্যতিক্রম ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। তিনি পূর্বসূরিদের অনুসরণ না করে ডিসি অফিসকে দল, মত নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত করেন। ঝিমিয়ে পড়া শিল্পকলা, ক্রীড়া সংস্থা ও পাবলিক লাইব্রেরি পুনর্গঠন ও উপযুক্ত লোক দিয়ে গতিশীল করার পরিকল্পনা করেন।যুগ যুগ ধরে শহরের ভেতর গড়ে ওঠা অবৈধ ট্রাক-বাস স্ট্যান্ড পৌর টার্মিনালে স্থানান্তরসহ নানাবিধ জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করেন। https://youtu.be/_xScWUFlbRc?si=mwQgzbq2fRUe_ZCj

মন্ত্রীর রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়ে প্রশাসনকে তিনি জনবান্ধব ও গণমুখী প্রশাসনে পরিনত করার নানা উদ্যোগ নেন। কিন্তু এসমস্ত জনবান্ধব উদ্যোগ মন্ত্রী ও তার সাঙ্গপাঙ্গদের রুষ্ট করে। যার ফলে মাত্র ৩ মাসের মাথায় নির্বাচনের আগেই তাকে প্রত্যাহার করে নেন। তার আগেও আরেকজন জেলা প্রশাসক ছিলেন আনোয়ার হোসেন। তিনিও মন্ত্রীর আস্থাভাজন না হওয়াতে মাত্র চার মাসে মেহেরপুর থেকে বিদায় নিয়েছিলেন। তার আগে শফিকুল ইসলাম নামের আরেক জেলা প্রশাসককেও বছর খানেকের মধ্যে বদলি করেন ফরহাদ হোসেন।

জেলার যেকোন কর্মকর্তা নির্বিবাধে মন্ত্রী ও তার পরিবারের আদেশ নির্দেশ পালন করতেন। কেউ অন্যথা করলে তার শাস্তি ছিল অবধারিত। ফরহাদ হোসেনের রাজনীতি ছিল মুলত প্রশাসন ও পুলিশ নির্ভর।

২০১৪ সালের পূর্বে এলাকার সাথে তার কোন যোগাযোগ ছিলনা। ছিলনা রাজনৈতিক কোন পদ পদবী। এলাকায় কোন পরিচিতিও ছিলনা। হঠাৎ করেই আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিনাভোটের নির্বাচনে হয়ে যান এমপি। ২০১৮ সালে কথিত রাতের ভোটের নির্বাচনে বিজয়ী হয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী হন। ছাত্রজীবনে তার বিভাগের সিনিয়র তৎকালীন ডিসি ড. আতাউল গণির উপর ভর করে রাতের ভোট নির্বিঘ্নে সম্পন্ন করেন। প্রশাসনকে চরম দলীয়করণ তার সময়েই শুরু হয়। সর্বশেষ বিরোধীদলবিহিন একপেশে নির্বাচনেও তার পছন্দের ডিসি শামীম হাসান ও এসপি রাফিউল আলমের উপর ভর করে নির্বাচনী মাঠ সাজান। তবে, প্রতিদ্বন্ধী প্রার্থীর অভিযোগে নির্বাচনের আগে এসপি প্রত্যাহার হলেও থেকে যান ডিসি। তার উপর ভর করে কারচুপির নির্বাচন করে বিজয়ী হন। তবে তার পছন্দেও ডিসি শামীম হাসান এখনও মেহেরপুরের ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন, পুলিশ সুপার এস এম নাজমুলকে ইতোমধ্যে বদলি করা হয়েছে। তবে নতুন এসপি পদায়ন হয়নি।

জেলার জনপ্রতিনিধিদের সাথে ফরহাদ হোসেনের বিরোধ ছিল। আওয়ামী লীগের বিরোধ নিয়ে কোন সাংবাদিক পত্রিকায় সংবাদ প্রকাশ করলে তাকে বিরোধী দলের ট্যাগ দিয়ে তার সাঙ্গ পাঙ্গদের দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতো। তার বিরোধের জের বিশেষত গাংনী আসনের এমপি শহীদুজ্জামান খোকন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, সদর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন ও কয়েকজন ইউপি চেয়ারম্যানের কার্যক্রমে তার অযাচিত হস্তক্ষেপের কারনে দ্বন্ধ বিরোধের সৃষ্টি হয় ও জেলার সার্বিক উন্নয়ন ব্যহত হয়। প্রশাসন ও পুলিশ নিরপেক্ষ হওয়ার প্রেক্ষিতে জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এবং তার পরিবার ও আত্মীয়কেন্দ্রিক রাজনীতি কোথাও দেখা যাচ্ছেনা।
সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের দুর্নীতি, স্বজনপ্রীতি, ঘুষ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, অনলাইন জুয়ার পৃষ্ঠপোষকতা নিয়ে ধারাবাহিকভাবে মেহেরপুর প্রতিদিন সংবাদ প্রকাশ করবে। মেহেরপুর প্রতিদিনের অনুসন্ধান শেষ পর্যায়ে। চোখ রাখুন মেহেরপুর প্রতিদিনে।