জীবননগর পরিবার কল্যাণের সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা

জীবননগর উপজেলার পরিবার কল্যাণের সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার সময় জীবননগর উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. রোকুনুজ্জামানের সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সুলতানা লাকী, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মোহাম্মদ দ্বীন ইসলাম, পল্লি উন্নয়ন কর্মকর্তা জামিল হোসেন,ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল হাকিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জীবননগর উপজেলার সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা লতিকা ইয়াসমিন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উথলী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক সাজেদুর রহমান।




জীবননগরে সন্ত্রাস ,জঙ্গীবাদ ও মাদক বিরোধী কার্যাক্রমের শীর্ষক আলোচনা

জীবননগর উপজেলা পর্যায়ে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী কার্যাক্রমে জনমত সৃষ্টি এবং বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার সময় জীবননগর ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা নিবাহী অফিসার মোঃ রোকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ইশা,ইসলামী ফাউন্ডেশনের কমকতা আব্দুল হাকিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।




জীবননগর নবাগত উপজেলা নির্বাহী অফিসার রোকুনুজ্জামানকে সংবর্ধনা

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো.রোকুনুজ্জামানকে সংবধনা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার সময় জীবনগর উপজেলা লোকমোচার আয়োজনে উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় সভাকক্ষে উপজেলা ও জেলা লোকমোর্চার বাৎসরিক কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে এ সংবধনা প্রদান করা হয়।

জীবননগর উপজেলা লোকমোচার সভাপতি ও উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো.রোকুনুজ্জামান ।

এসময় উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার সভাপতি এড.বেলাল হোসেন,সাধারণ সম্পাদক দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি শাহ আলম সনি,জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু মোঃ আব্দুল লতিফ অমল,জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী,উপজেলা লোকমোর্চার সহসভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজল,সাইদুর রহমান,আকিমুল ইসলাম ,মাই টিভির মিঠুন মাহমুদ ,এ আর ডাবলু ওয়েব ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।

উক্ত অনুষ্ঠানটি সাবিক পরিচালনা করেন জীবননগর উপজেলা লোকমোর্চার সমন্বয়কারী আব্দুল আলীম সজল ।




দামুড়হুদা বালাইনাশক ও সার বিক্রেতা কমিটির সভাপতি রাজ্জাক ও সম্পাদক মিনহাজ

দামুড়হুদা উপজেলা বালাই নাশক ও খুচরা সার বিক্রেতা সংগঠনের আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা বাজার বণিক সমিতির কার্যালয়ে এই আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়।

দর্শনা পৌর বালাই নাশক সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌর কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক দের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ইউনিয়ন ও পৌর কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকদের সর্বসম্মতি ক্রমে আব্দুর রাজ্জাক কে সভাপতি ও মিনহাজ উদ্দীন কে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আজিজুর রহমান,সহ-সম্পাদক আব্দুর রব,সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীন (সেন্টু),অর্থ সম্পাদক সোয়াইব হোসেন,সদস্য মিজানুর রহমান,আহসান কবির (রিপন),আব্দুর রাজ্জাক,আকরাম হোসেন,ছিদ্দীকুর রহমান,আব্দুল খালেক,হাসিবুর রহমান,রবিউল হক ও দাউদ হোসেন।




ফাইনাল আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ মেসির

কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে পা রাখে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনা। ৩৬ বছর ধরে বিশ্বকাপের শিরোপা খরা কাটাতে চায় আর্জেন্টিনা। ২০১৪ সালে বিশ্বকাপের ফাইনাল খেললেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি লিওনেল মেসির। তবে এবার মিস করতে চান না তিনি। আর সেইসঙ্গে ১৮ ডিসেম্বরের ফাইনালই বিশ্বকাপে তার শেষ ম্যাচ এমনটায় জানিয়েছেন মেসি।

বিশ্বকাপ শুরুর আগেই মেসি জানিয়েছিলেন এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ। মেসির বয়স এখন ৩৫ বছর। পরবর্তী ২০২৬ সালের বিশ্বকাপে মেসির বয়স হবে ৩৯ বছর। আর তাই বিশ্বকাপেই নিজের ইতি টানতে চান মেসি। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পর মেসি বলেন, ‘ফাইনাল দিয়ে বিশ্বকাপ ক্যারিয়ার শেষ করতে পারবো ভেবে গর্ব লাগছে। নিশ্চিতভাবেই রোববার (বিশ্বকাপের ফাইনাল) হবে বিশ্বকাপে আমার শেষ ম্যাচ। পরের বিশ্বকাপ অনেক দূরের পথ। ততদিন পর্যন্ত সময় থাকবে বলে মনে হয় না। তাই সবচেয়ে ভালোভাবে শেষ করার আশা রাখি।’

শিরোপা জিততে নিজের সবটুকু নিংড়ে দেয়ার প্রতিশ্রুতিও দিয়ে তিনি আরও বলেন, ‘বিশ্বকাপের শেষ ম্যাচটা খেলব, যেটা আমরা চেয়েছি। জানি না এটা আমার সেরা বিশ্বকাপ কি-না। আমরা এখানে (কাতারে) আসার পর থেকেই উপভোগ করছি। হার দিয়ে শুরু করলেও জানতাম এই দলটা কী করতে পারে। আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে এবং ফাইনালে আমরা নিজেদের সর্বস্বই নিংড়ে দেব। জয়ের জন্য যা যা করা দরকার, তাই করব।’




৭৭ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে তিনটি ভিন্ন পদে মোট ৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম/পিঅ্যান্ডএম/ইঅ্যান্ডসি), সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা), মিটার টেস্টার।

পদসংখ্যা

মোট ৭৭ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুস্বারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর।

সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) পদের বেতন ৪১,৮০০ টাকা। প্রবেশনকাল শেষে নিয়মিত হলে মাসিক বেতন হবে ৪৩,৫০০ টাকা। এ ছাড়া বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা দেওয়া হবে,

মিটার টেস্টার পদের বেতন ১৮,৩০০ টাকা। প্রবেশনকাল শেষে নিয়মিত হলে মাসিক বেতন হবে ১৯,২২০ টাকা। এ ছাড়া বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে (http://brebhr.teletalk.com.bd) এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ

২৯ ডিসেম্বর, ২০২২।

সূত্র : প্রথম আলো।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে




কোটচাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান স্মরনে দোয়া ও আলোচনা সভা

শহীদ বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কোটচাঁদপুরের সাবদারপুরে এ অনুষ্ঠান করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহর সভাপতিত্বতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান আলী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান,মুক্তিযোদ্ধা কায়দার রহমান ।

এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তি যোদ্ধা পরিবারের সন্তানরা। এর আগে বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দরা।




গাংনীতে হেরোইনসহ ছাত্রলীগ নেতা লিমন আটক

মেহেরপুরের গাংনীতে লিমন আহম্মেদ (২১) ছাত্রলীগ নেতাকে হেরোইনসহ আটক করেছে পুলিশ। বুধবার(১৪ডিসেম্বর) গাংনী মহিলা ডিগ্রী কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। সে গাংনী বাজার পাড়ার আব্দুর রশিদের ছেলে ও গাংনী উপজেলা ছাত্রলীগের উপ পাঠাগার বিষয়ক সম্পাদক।

গাংনী থানার ডিউটি অফিসার মোহাম্মদ আজম বিশ্বাস জানান, মাদক বিরোধী অভিযানে এসআই সাইফুলের নেতৃত্বে গাংনী মহিলা ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে রাত ১১ টার দিকে লিমন আহম্মেদের মোটর সাইকেলের গতিরোধ করে তার দেহ করে ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়। লিমনকে মোটরসাইকেল আটক করলেও অপর আরোহী গাংনীর শুভ আহমেদ পালিয়ে যায়।

গাংনী থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, লিমন আহম্মেদকে ১০ গ্রাম তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।




গাংনীতে চাঁদাবাজ ইংরেজ গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী উপজেলার শীর্ষ  চাঁদাবাজ ইমরান হোসেন ওরফে ইংরেজ(৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহষ্পতিবার ভোর রাতে গাংনী থানা পুলিশের একটি টীম তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও চুরির মামলায় গ্রেপ্তারী পরওয়ানা রয়েছে।

ইংরেজ গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে। তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ইংরেজ এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। একটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরওয়ানা জারী করে। আদালতে গ্রেপ্তারী পরওয়ানা বলে ইংরেজকে গ্রেপ্তার করে মেহেরপুর আদালতৈ প্রেরণ করা হয়।




গাংনী উপজেলা জামায়াতের আমীর রবিউল গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতের আমীর ডা. রবিউল ইসলাম(৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহষ্পতিবার বেলা ১১ টার দিকে গাংনী থানা পুলিশের একটি টীম রবিউল ইসলামকে তার বাস ভবন থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে আনীত মামলার গ্রেপ্তারী পরওয়ানা রয়েছে।

তিনি গাংনীর বিশ্বাস পাড়ার মৃত আব্দুর রউফের ছেলে। গ্রেপ্তারকৃত রবিউল ইসলামকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গত ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাংনীর ভাটপাড়া গ্রামের মসজিদে তার দলীয় লোকজনকে সংগঠিত করে নাশকতার পরিকল্পনা করছিলেন। এসময় পুলিশ অন্যান্য আটক করতে সক্ষম হলেও রবিউল ইসলাম পালিয়ে যায়। এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা রুজু করা হয়। যার নম্বর – ১১,তারিখঃ১৩-০২-২২ইং। ওই মামলায় বিজ্ঞ আদালতের গ্রেপ্তারী পরওয়ানা বলে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।