জীবননগরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে বিজিবির সোর্সকে কুপিয়ে হত্যা

জীবননগরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বিজিবির সোর্স তারিককে কুপিয়ে হত্যা করেছে মাদক কারবারীরা।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আবু তারেক, (দামুড়হুদা,জীবননগর )সার্কেল সিনিয়ার সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল খালেক ও বিজিবির সদস্যরা।
নিহত তারিক (৪০) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের মসজিদ পাড়ার রবগুল হোসেনের ছেলে ও স্থানীয় বিজিবির সোর্স।
স্থানীয় সুত্রে জানা গেছে, তারিক দীর্ঘ দিনযাবৎবিজিবির সোর্স হিসাবে কাজ করছে যার ফলে সীমান্ত এলাকায় যে সমস্থ মাদক ব্যবসায়ী আছে তারা হয়ত তাকে এ ভাবে হত্যা করতে পারে।
অতিরিক্ত পুলিশসুপার (প্রশাসন) মো: আবু তারেক বলেন, সোমবার রাত ১টার দিকে জীবননগর গয়েশপুর সীমান্তের ৬৮ নং মেইন পিলারে কাছে বাংলাদেশের অভ্যন্তরে কয়েক জন মাদক কারবারী ভারত থেকে ফেনসিডিল আনার জন্য যায়। এসময় তারা বিজিবির সোর্স তারিককে দেখতে পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে বিজিবির সদস্যরা তারিককে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে তার পরিবারের লোক জনের নিকট হস্তান্তর করে।পরে তারিকের পরিবারের সদস্য রাজীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন,এহত্যা কান্ডের ঘটনায় যারা জড়িত তাদের নাম আমরা কিছুটা জানতে পেরেছি।এটা তদন্ত করা হচ্ছে । ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ কাজ করছে।




টুইটারে ভুয়া তথ্য ধরতে কমিউনিটি নোটস সুবিধা চালু

ভুয়া তথ্যের সন্ধান পেতে সবার জন্য কমিউনিটি নোটস সুবিধা চালু করেছে খুদে ব্লগ লেখার সাইট টুইটার। এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা ভুয়া তথ্য বা সংবাদের বিষয়ে টুইটারকে সরাসরি জানাতে পারবেন। ব্যবহারকারীদের মতামত পাওয়ার পর তথ্য পর্যালোচনা করে ব্যবস্থা নেবে টুইটার। ফলে দ্রুত ভুয়া তথ্য শনাক্তের পাশাপাশি সেগুলো মুছে ফেলা যাবে। এত দিন যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা এ সুবিধা পেলেও এখন বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহার করা যাবে।

টুইটার জানিয়েছে, কমিউনিটি নোটস সুবিধা চাইলেই সবাই ব্যবহার করতে পারবেন না। টুইটারের নীতিমালা ভঙ্গ না করা এবং কমপক্ষে ছয় মাস আগে খোলা অ্যাকাউন্টগুলোতে এ সুবিধা পাওয়া যাবে। শুধু তা–ই নয়, ব্যবহারকারীদের ফোন নম্বরও যাচাই করা হবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি কম্পিউটারেও এ সুবিধা ব্যবহার করা যাবে।

ব্যবহারকারীদের দেওয়া বিভিন্ন তথ্যের সত্যতা যাচাইয়ের পর নম্বর দেবে টুইটার। পাঁচ নম্বর পেলে সরাসরি নোটস লেখা যাবে। তবে পাঠানো বার্তায় অন্য ব্যবহারকারীরা একাধিক ‘নট হেল্পফুল’ রেটিং দিলে কমিউনিটি নোটস লেখার সুবিধা বাতিল হয়ে যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া




মেহেরপুর জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেফতারকৃত নেতাদের নি:শর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি।

আজ মঙ্গলবার (১৩ইং ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্টিত হয়।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের সভাপতিত্বে বক্তব‌্য রাখেন সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আরজুল্লাহ বাবলু মাস্টার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবায়দুল্লাহ সেন্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহম্মেদ বিজন,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু ,মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুদ্দিন বিশ্বাস,জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো,জেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের সংগঠনিক সম্পাদক আহম্মেদ রাজিব খান, জেলা মহিলা দলের সভাপতি সাইহেদাতুন নেছা নয়ন ও জেলা ছাত্রদলের সিনিয়র সভাপতি আবির জাভেদ সেনজিন সহ বিভিন্ন অঙ্গসংগঠনের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সমা‌বেশ সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।




মেহেরপুরে বিজয় দিবস উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা

মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মঙ্গলবার বিকেলে গোভিপুর ব্রিজ সংলগ্ন ভৈরব নদে এই নৌকা বাইচের আয়োজন করা হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতায় ৫টি টিম অংশগ্রহণ করে। মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন, বারাদি ইউনিয়ন, আমদাহ ইউনিয়ন, বুড়িপোতা ইউনিয়ন এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদ। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে পিরোজপুর ইউনিয়ন, ২য় স্থান অধিকার করেছে বারাদি ইউনিয়ন, ৩য় স্থান অধিকার করেছে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মুকবুল হোসেন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সদর থানার ওসি রফিকুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, বারাদি ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা সহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ নদের দুই তীরে অংশগ্রহণ করে।




বিয়ের ১০ বছর পর বাবা হচ্ছেন রাম চরণ

প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেতা রাম চরণ ও তার স্ত্রী উপাসনা কোনিদেলা। পরিবারের নতুন অতিথি আগমনের কথা ঘোষণা করলেন রাম চরণের বাবা অভিনেতা চিরঞ্জীবী। ট্যুইটারে পোস্ট করে জানান দিলেন সেই খুশির বার্তা।

সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন তারকা অভিনেতা চিরঞ্জীবী। ক্যাপশনে লেখেন, ‘শ্রী হনুমানজির আশীর্বাদে খুব আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে উপাসনা ও রাম চরণ তাদের প্রথম সন্তানের অপেক্ষা করছে।’

একই পোস্ট শেয়ার করেছেন রাম চরণ। সঙ্গে করজোড় ও লাল হার্ট ইমোজি। সোশ্যাল মিডিয়া ভরেছে কমেন্টে। সবাই শুভেচ্ছা জানিয়েছেন। কোনো কোনো অনুরাগী লিখেছেন, ‘খুদে মেগা পাওয়ার স্টারের আবির্ভাব’ হতে চলেছে।

জুন মাসে, উপাসনাকে নিয়ে রাম চরণ পাড়ি দেন এক অজানা গন্তব্যে তাদের দশম বিবাহ বার্ষিকী উদযাপন করতে। বিমানবন্দর থেকে তাদের একসঙ্গে একাধিক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের আগামী প্রজেক্ট ‘বুচি বাবু সানা’র ঘোষণা করেন অভিনেতা। এই ছবির হাত ধরে পরিচালকের সঙ্গে প্রথম কাজ রাম চরণের। শোনা যাচ্ছে এটি একটি স্পোর্টস ড্রামা।




দুই তারার লড়াইয়ে কে জিতবেন, কে হারবেন?

আজ রাতে কাতার বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। দোহারে লুসাইল স্টেডিয়ামের এই মহারণে দলীয় লড়াইয়ের মধ্যে কিছু ব্যক্তিগত লড়াইও থাকবে। সেই খণ্ডযুদ্ধগুলোর মধ্যে লিওনেল মেসি ও লুকা মডরিচের দ্বৈরথটাই হবে সবচেয়ে আকর্ষণীয়।

মেসি-মডরিচ। দুজনেই নিজ নিজ দলের সবচেয়ে বড় তারকা। দুজনেই অধিনায়ক। ফুটবল মাঠে দুই মহারথীর ব্যক্তিগত দ্বৈরথটা জমজমাট। দুজনে কত বার যে মাঠে একে অন্যের মুখোমুখি হয়েছেন! লুকা মডরিচ ২০১২ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে। সেই থেকে ২০২১ সালে মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত টানা ৯ বছর অসংখ্য ‘এল ক্লাসিকো’তে মুখোমুখি হয়েছেন দুজন।

মেসির বার্সেলোনা ও মডরিচের রিয়াল মাদ্রিদের সেই মর্যাদার এল ক্লাসিকোতে কখনো মেসিদের জয় হয়েছে, কখনো মডরিচরা হেসেছেন জয়ের হাসি। এমনকি মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসার পরও দুজনে মুখোমুখি হয়েছেন। গত মার্চেই যেমন উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো রাউন্ডে মুখোমুখি হয়েছিল মেসির পিএসজি ও মডরিচের রিয়াল। তাতে প্রথম লেগে জিতেছিলেন মেসিরা। করিম বেনজেমা জাদুতে দ্বিতীয় লেগে জয় পান মডরিচরা। ২০২২ সালের ৯ মার্চের সেই ম্যাচই হয়ে আছে দুজনের সর্বশেষ সাক্ষাৎ।

ক্লাবের পাশাপাশি জাতীয় দলের জার্সি গায়েও দুজনে এ পর্যন্ত তিন বার মুখোমুখি হয়েছেন। তাতে মডরিচের ক্রোয়েশিয়া জিতেছে দুই বার, মেসিরা জয়ের হাসি হেসেছেন এক বার। জাতীয় দলের জার্সিতে আজকের চতুর্থ সাক্ষাতে কে জিতবেন? যিনিই জিতুন, তার আগে দুজনের মাঠের লড়াইয়ে আগুন ঝরবে। বিশ্বকাপে ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় খেলা লুকা মডরিচের কাঁধেই আজ থাকবে মেসিকে রুখে দেওয়ার দায়িত্ব।

মানেটা সোজা, মেসির পা থেকে বল কেড়ে নেওয়ার কাজটা করবেন মডরিচ। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে এই কাজে অবিশ্বাস্য সফল হয়েছিলেন মডরিচ। মাঠে মেসিকে ‘অকার্যকর’ রেখে বড় ভূমিকা রেখেছিলেন ক্রোয়েশিয়ার ৩-০ গোলের জয়ে। মডরিচ আজও যে সেরকম কিচুই করতে চাইবেন তা নিশ্চিতই। আর মেসি? তার স্মৃতি থেকে রাশিয়া আসরের সেই হার মুছে যাওয়ার কথা নয়। যদি আগে ভুলে গিয়ে থাকেনও, কাতার বিশ্বকাপের সেমিফাইনাল ঠিকই সেই ক্ষতের কথা মনে করিয়ে দিয়েছে। মেসি তাই যে করেই হোক, আজ সেই হারের প্রতিশোধ নিতে চাইবেন। কাতারে যেরুপ অগ্নিশর্মা হয়ে খেলছেন মেসি, নিজের সেই রূপটা ধরে রাখতে পারলে আজ শেষ হাসিটাও হয়তো হাসতে পারবেন তিনিই।




মুজিবনগরে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মুজিবনগর উপজেলার শিবপুর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের নিকট থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (১৩ই ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুরের সহকারী পরিচালক সজল এ অভিযান পরিচালনা করেন। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন। মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম এ অভিযানে সহায়তা করে।

সহকারী পরিচালক সজল আহমেদ জানান, অভিযানে মুদিখানা, ফার্মেসি, সার-কীটনাশকসহ বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। শিবপুর গলাকাটা মোড়ে মেসার্স আয়ান স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও নির্ধারিত মুল্য থেকে অধিক মুল্যে পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর একটি প্রতিষ্ঠান মেসার্স আজমির ট্রেডার্স নামক প্রতিষ্ঠানকে পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ৩৮ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ও খারাপ পণ্যগুলো জনসম্মুখে নষ্ট করা হয় এবং ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।




গাংনীতে অ্যালকোহলসহ আটক-১

মেহেরপুরের গাংনীতে ১ কেজি ৭’শ গ্রাম অ্যালকোহলসহ খলিলুর রহমান নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার গাংনী জেলা পরিষদ মার্কেটের তার নিজ দোকান থেকে অ্যালকোহল(রেকটিফাইব স্পিরিট)সহ তাকে আটক করে। আটককৃত খলিলুর রহমান গাংনী পৌর এলাকার ৭ নং ওয়ার্ড ভিটাপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে।

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেম জানান, নিজ দোকানে মাদক রেখে কেনাবেচা করছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা’র নেতৃত্বে এসআই খসরু আল মামুন,এএসআই জিএম শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ১’শ গ্রাম ওজনের ১৭ টি অ্যালকোহলের(রেকটিফাইব স্পিরিট) বোতল উদ্ধার করে। অবৈধ অ্যালকোহল(রেকটিফাইব স্পিরিট) দায়ে খলিলুর রহমানকে আটক করা হয়।

আটককৃত খলিলুর রহমানের বিরুদ্ধে ২০১৮ সালের ১০ উপধারায়(১) লংঘন করে একই আইনের ৩৬(১) সারণীর ২৪(ক) ধারায় মামলা পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। ততিনি আআরো জানান,আগামীকাল মঙ্গলবার(১৩ ডিসেম্বর) জেলা আদালতে প্রেরণ করা হবে।




দর্শনা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার

দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সহ কুড়ুলগাছির বিপুল হাসান (২৩) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।

সোমবার দুপুর দেড়টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর এ,এইচ,এম লুৎফুল কবীরের নের্তৃত্বে থানার এসআই সুমন্ত বিশ্বাস, এসআই শামীম রেজা, এসআই সোহেল রানা, এএসআই সানোয়ার হোসেন, এএসআই মামুনুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি গ্রামে।

এসময় গ্রামের গুলশানপাড়ার মৃত ফলেহার মন্ডলের ছেলে তারিকুল ইসলামমের বাড়ীর সামনে কাচা রাস্তার উপর হতে বিপুল হাসান (২৩) নামের এক ব্যাক্তির পরিহিত জিন্সের প্যান্টের ডান পকেট থেকে নিজ হাতে বাহির করে দেওয়া ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী দামুড়হুদা উপজেলার

দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি গ্রামের বাগানপাড়ার বাসিন্দা ও মন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে।




চুয়াডাঙ্গার আড়িয়ায় ইজিবাইকের ধাক্কায়  শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার আড়িয়ার চকে কুরআন পড়ে বাড়িতে যাওয়ার সময় ইজিবাইকের ধক্কায় প্রান গেলো আদ্রিকা জাহান স্নেহা (০৪) নামের এক শিশুর ।

সে দর্শনা থানার তিতুদহ ইউনিয়নের গ্রীস নগর মাঠপাড়ার সাব্দার আলীর মেয়ে।জানা গেছে আজ সোমবার বিকাল ৩ টার দিকে আড়িয়ার চক জামে মসজিদ হতে আরবি পড়া শেষে সহপাঠীদের সাথে বাড়ি ফেরার সময় নিজ বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় গ্রীস নগর হতে গোবরগাড়া গামী চলন্ত ইজি বাইকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে  মৃত্যুবরণ করেন। ঘটনার পরপরই ইজিবাইক ও চালককে আটক করে তিতুদহ ক্যাম্প পুলিশ।পরে পরিবারের কোন অভিযোগ না থকায় ইজিবাইক ও চালককে ছেড়ে দেয়।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবির ঘটনার সত্যতা শিকার করে বলেন ,ঘটনার পরপরই আমার পুলিশ ইজিবাইক ও চালককে আটক করে।কিন্তু কোন অভিযোগ না থাকায় আমরা ছেড়ে দিয়েছি।আদ্রিকা জাহান স্নেহার মর্মান্তিক মৃত্যর ঘটনায় ঐ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।