ঢাকায় নিয়োগ দেবে চালডাল লিমিটেড

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চালডাল লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘সাইকেলিস্ট ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম
সাইকেলিস্ট ( ডেলিভারি এক্সিকিউটিভ )।

কর্মস্থল
ঢাকা (বনানী)।

বেতন
১২,২৩৪ – ১৪,৫০০/- (মাসিক )।

অন্যান্য সুযোগ সুবিধাঃ
প্রতিদিন কমপক্ষে ১৮টির বেশি অর্ডার ডেলিভারি দিলে, পরবর্তী প্রত্যেকটি অর্ডারের জন্য ১০ টাকা আর ২৫ টির বেশি অর্ডার ডেলিভারি দিলে, পরবর্তী প্রত্যেকটি অর্ডারের জন্য ১৫ টাকা বোনাস দেওয়া হবে। চাকরিতে যোগদানের এর পরবর্তী মাস থেকে নির্ধারিত ছুটির দিন ব্যতীত কর্ম দিবসে অনুপস্থিত না থাকলে মাসে ২৪০০ টাকা অ্যাটেনডেন্স বোনাস দেওয়া হবে।

প্রতি ৩ দিন পর ১ দিন করে ছুটি আছে। মোবাইল বিল প্রদান করা হয়। বছরে দুইবার ফেস্টিভাল বোনাস দেওয়া হয়। ছয় মাস পর বেতন বৃদ্ধি পাবে। ছয় মাস পর থেকে বছরে ১৪ দিন অসুস্থতা জনিত ছুটি দেওয়া হয়। ছয় মাস পর থেকে বছরে ১১ দিন উৎসব ছুটি দেওয়া হয়। ছয় মাস পর থেকে বছরে ১২ দিন বেতনভোগী ছুটি দেওয়া হয়। ছয় মাস পর থেকে বছরে ১০ দিন নৈমিত্তিক ছুটি দেওয়া হয়।

আবেদন প্রক্রিয়া
প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ
২৪ নভেম্বর, ২০২২।

সূত্র : বিডিজবস




দর্শনায় মুক্তিযোদ্ধা কমান্ডারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দামুড়হুদার দর্শনা থানার পারকৃষ্ণপুর -মদনা ইউনিয়নের জিরাট গ্রামের মাঝপাড়ার আয়ু মল্লিকের ছেলে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউনিয়ন আ লীগের মুক্তিযোদ্ধা বিষায়ক সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা তমসের আলী (৭৩) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তাকাল করেছেন।

গতকাল সোমবার সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (এনজিওগ্রাম করার সময়) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

গতকাল রাত ৯ টার সময় লাশ নিয়ে পরিবারের লোকজন ঢাকা থেকে নিজবাড়ির উদ্যেশে রওনা দেন এবং রাত ৩ টার দিকে নিজ গ্রাম জিরাটে পৌঁছায় ।

পরিবারের সদস্যরা জানান, এক মাস আগে স্টোক করে তারপর থেকে তিনি ঢাকা জাতীয় ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসা নিয়ে আসছেন দীর্ঘ এক মাস ধরে বেশ সুস্থ হয়ে উঠেন। কিন্ত গত শুক্রবার হঠাৎ তিনি অসুস্থ বোধ করলে আমরা ঢাকা নিয়ে যায় ডাক্তার কাছে এনজিও করার জন্য বলে এবং এনজিওগ্রাম করার সময় তিনি মারাযায়।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে চুয়াডাঙ্গা ২ আসনের সাংসদ হাজী মোঃ আলী আজগার টগর এমপি, দামুড়হুদা উপজেলা আ লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা আ লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ শহিদুল ইসলাম ও পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম ও দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী পৃথক পৃথক শোক প্রকাশ করেছেন।

আজ মঙ্গলবার বেলা ১১টার সময় দামুড়হুদার জিরাট গ্রামের স্কুল মাঠে তাকে গার্ড অফ অনার দেন চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সাংসদ হাজী মোঃ আলী আজগার টগর ও দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার সানজিদা বেগম, চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একদল চৌকস পুলিশ সদস্যরা তাকে শেষ শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ আলী মুনছুর বাবু, এছাড়াও তার সহযোদ্ধারা তাকে শেষ শ্রদ্ধাজানান, এসময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধা দামুড়হুদা উপজেলা যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, সাবেক জেলা কমান্ডার আবু হোসেন, জামাত আলী, ছাবদার আলী, মশিউর রহমান, নুর ইসরাম, মন্টু, সিরাজুল ইসলাম, ইকলাচ, ফজলুর রহমান ফনা, বিল্লাল হোসেন, আলাউদ্দিন, আশরাফ আলী, আবুল হাসনাত, ফজলু, আব্দুল মোতালেব, আব্দুর সবুর, আব্দুল হান্নান, মাহাত্তাব উদ্দিন, আব্দুর রহিম, আব্দুল খালেক, সরোয়ার হোসেন, এরশাদ আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন, দর্শনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নিখিল অধিকারী। দামুড়হুদা উপজেলা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় গ্রামের পারিবারিক কবরস্থানে নামাজের জানাজা শেষে দাফন করা হয়।।




কোটচাঁদপুরে ডি-শপার্স ফ্যাশন ষ্টোরের উদ্বোধন

মঙ্গলবার বিকালে কোটচাঁদপুর শহরের সিরাজুল ইসলাম সড়কের মোল্লা মার্কেটের দ্বিতীয় তলায় ডি-শপার্স নামে একটি পূর্ণাঙ্গ ফ্যাশন ষ্টোরের উদ্বোধন করা হয়েছে।

পৌর মেয়র শহীদুজ্জামান সেলিম ফিতা কেটে এ ফ্যাশন ষ্টোরের শুভ উদ্বোধন করেন। এ সময় প্যানেল মেয়র-৩ সাথী আক্তার, কাউন্সিলর আব্দুল মাজেদ, খাইরুল ইসলাম ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এসএম আক্তার আঙ্গুর উপস্থিত ছিলেন। কোটচাঁদপুর শহরে এই প্রথম অত্যাধুনিক একটি ফ্যাশন ষ্টোরের যাত্রা শুরু করল।

এ প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী এমএস আক্তার আঙ্গুর সাংবাদিকদের জানান, এখানে কীটস,বয়েজ, গার্লস, মেনস ও লেডিসদের মানসম্মত পোষাক জুতাসহ যাবতীয় ফ্যাশন সামগ্রী সুলভ মূল্যে বিক্রি হবে।




মেয়ের নাম জানালেন আলিয়া

রবিবার ৬ নভেম্বর দুপুরে মেয়ের বাবা-মা হয়েছেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। এরপর থেকে খুশির জোয়ারে ভাসছে দুই পরিবার।

এদিকে রণবীর-আলিয়ার কন্যা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু হয়েছে নতুন জল্পনা। সদ্য ভূমিষ্ঠ এই স্টারকিডের ছবি ও নাম জানতে এখন উৎসুক ‘রণলিয়া’ ভক্তরা। যদিও মেয়ের নাম কি হবে তা নিয়ে বেশ আগেই কয়েকবার আভাস দিয়েছিলেন আলিয়া।

প্রায় সাড়ে চার বছর আগে ‘গাল্লি বয়’ সিনেমার প্রচারের সময়, রণবীর সিংয়ের সঙ্গে একটি রিয়েলিটি শো’র মঞ্চে যান আলিয়া। সেখানে এক খুদে প্রতিযোগিকে তার নামের বানান বলতে বললে, সেই ক্ষুদে আলমা সম্বোধন করে আলিয়াকে। সেই সময় মজার ছলেই আলিয়া বলেন, ‘আমার মেয়ে হলে আমি এই নামটা রাখব।’

চমক নিয়ে আসছে যৌথ প্রযোজনার ‘স্পর্শ’চমক নিয়ে আসছে যৌথ প্রযোজনার ‘স্পর্শ’
তারপর সময় বদলেছে, রণবীরের প্রেমে পড়েছেন আলিয়া। ২০২০ সাল থেকেই তাদের বিয়ের খবর শোনা যাচ্ছিল বিভিন্ন মহলে। তারও বছর খানেক পরে ‘গাঙ্গুবাই’ ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে আলিয়া জানান, তার ও রণবীর কাপুরের মেয়ে হলে তিনি ‘আইরা’ নাম রাখবেন।

আলিয়া সেই সময় জানান, এই নামটি তার পছন্দ। অভিনেত্রীর কথা অনুযায়ী, এই নামটি তার আর রণবীর কাপুরের নামের আদ্যক্ষর নিয়ে তৈরি। আলিয়া ও রণবীর দুজনেই বিভিন্ন সময় জানিয়েছিলেন তাদের কন্যাসন্তান পছন্দ। আলিয়ার পুরনো সেই সাক্ষাৎকার এখন ভাইরাল।

তবে সন্তানের নাম নিয়ে নতুন বাবা-মায়ের তরফ থেকে চুড়ান্ত কোন ঘোষণা এখনো আসেনি।




সবুজ পাতার ফাঁকে চাইনা কমলা লেবু, চঞ্চলের স্বপ্নের বুনন

বাগানে সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলে থাকা রসে ভরপুর চাইনা কমলা লেবু চঞ্চলের স্বপ্নের বুনন। রাস্তার ধারে চঞ্চল হোসেনের সারি সারি চায়না কমলার গাছে সবুজ পাতার মাঝে উঁকি দিচ্ছে হলুদের আভা। এখন এই হলুদ আঁভার মাঝেই চঞ্চল হোসেনের স্বপ্নের আভাস।

ফেইসবুক ও ইউটিউব দেখে তিন বছর আগে চায়না কমলা লেবুর চাষ শুরু করেন গাংনী উপজেলার গাঁড়াডোব কুঠিপাড়া এলাকার কলেজ ছাত্র চঞ্চল হোসেন। এলাকার অনেকেই চঞ্চল হোসেনের চাইনা কমলা লেবুর বাগান দেখে তারা উদ্বুদ্ধ হচ্ছেন আধুনীক এই চাইনা কমলা লেবুর চাষ করার জন্য।

গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের রাইসমিলপাড়া-সাহারবাটি রাস্তার মাঠে গিয়ে চোখে পড়ে এ দৃশ্য। দৃষ্টি কাড়া এই হলুদ বর্ণের ফলের উঁকি এলাকার অনেক মানুষকেই আকৃষ্ট করছে।

গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের রাইসমিল ও সাহারবাটি মাঠে গেলে দেখা মিলবে এ দৃশ্যের। ফলের ভারে নুয়ে পড়ার মতো অবস্থা প্রতিটি গাছের। যা দেখতে মেহেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন উৎসুক মানুষ। বাগান দেখে মুগ্ধতার কথা জানান তারা।

৩ বছর আগে ফেইসবুকে কমলা লেবুর চাষ দেখে নিজের ১ বিঘা জমিতে এক শ চারা রোপন করেন চঞ্চল হোসেন।নিয়মিত, সঠিক পরিচর্যা ও পরিমিত সারের ব্যবহার করে প্রথম বছরেই গাছে গাছে আসে থোকায় থোকায় ফল। কি পরিমান ফল এসেছে এখনও আন্দাজ করতে পারেনি কৃষক চঞ্চল। চঞ্চল হোসেন বলেন, ফলন ভাল হয়েছে। তবে দামটা কি হবে এবং বাজার কোথায় পাবো সে চিন্তাও আসছে ঘুরে ফিরে।

সাহারবাটি থেকে কমলার বাগান দেখতে আসা রাসেল হোসেন বলেন, রাস্তার পাশে এই লেবুর বাগানে থোকা থোকায় লেবু সত্যিই ভাল লাগে। আমি এই বাগান দেখে নিজেও উদ্বুদ্ধ হয়েছি। আমি নিজেও এক বিঘা জমিতে লেবুর চাষ করবো। তিনি বলেন, এই বাগানটা দেখতেও খুব সুন্দর।

চাইনা কমলা বাগান দেখতে এসেছেন আমঝুপি গ্রামের সাইফুল ইসলাম। তিনি জানান, এই বাগান দেখে মনে হচ্ছে আমরা বিদেশেই আছি।

চঞ্চল হোসেন জানান, আমি কলেজে লেখাপড়া করি। পাশাপাশি বিভিন্ন চাষ করে আসছি। আমি ফেইসবুক ও ইউটিউবে দেখে চাইনা কমলা চাষে উদ্বুদ্ধ হই। সেই লক্ষে গত তিন বছর আগে প্রথম চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে কমলার চারা এনে রোপন করি। এখন আমাদের দেশেই চায়না কমলার চাষ হচ্ছে। তারপর থেকেই আমি অন্যান্য আবাদের পাশাপাশি শুরু করলাম চায়না কমলা চাষ। আড়াই বছর বয়সী গাছে আমার প্রথম কমলা এসেছে। প্রথম আসলেও গাছে কমলার ফলনও খুব ভালো পাচ্ছি।

একটা গাছে ৫০ থেকে ৬০ কেজি কমলার ফলন পাওয়া যাবে বলে আশা করছেন চঞ্চল হোসেন। চারার জন্য খরচ হয়েছিল ১০ হাজার টাকা। লাগানোর পর ফল ধরার আগ পর্যন্ত খরচ হয়েছে মাত্র ১২ হাজার টাকা।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অফিসার সামছুল আলম বলেন, মেহেরপুরের মাটি চায়নিজ কমলা তৈরির তেমন উপযোগী নয়। তার পরেও কিছু মানুষ এটির চাষ করছেন। সেগুলোর স্বাদ,গন্ধও ভাল। তবে, জেলার চাইনা কমলা লেবুর চাষ হয়েছে ৩ হেক্টর জমিতে।পরীক্ষামুলকভাবে বিচ্ছিন্নভাবে কিছু কৃষক এই ফসলের চাষটি বানিজ্যিকভাবে নিয়েছেন। যা আগামিতে নতুন সম্ভাবনার দার উন্মেচিত হবে বলে আশা করেন তিনি। ফলন ভালো পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হচ্ছে প্রযুক্তিগত সহযোগিতা ও নানা পরামর্শ।




বৃষ্টির শঙ্কা সেমিফাইনালেও

শেষ হয়েছে বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব। মাঝে দুদিনের বিরতি দিয়ে আগামীকাল মাঠে গড়াতে যাচ্ছে সেমিফাইনালের লড়াই। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথমদিন মাঠে নামবে নিউজিল্যান্ড-পাকিস্তান। আর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।

বিশ্বকাপের শেষ চারের এই লড়াই দেখার জন্য উন্মুখ হয়ে আছে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বুধবার (১০ নভেম্বর) কিউইদের বিপক্ষে পাকিস্তানের প্রথম সেমিফাইনাল নির্বিঘ্নে মাঠে গড়ালেও সংশয় দেখা দিয়েছে অ্যাডিলেডে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে।

অ্যাডিলেড ওভালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ২টায় ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামার কথা ভারতের। তবে সেই ম্যাচ আদৌ সময় মতো মাঠে গড়াবে কিনা সেটি নিয়েই এখন শঙ্কা। ঐদিন অ্যাডিলেডের আকাশ জুড়ে থাকতে পারে বৃষ্টি।

অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, ভারত-ইংল্যান্ড ম্যাচের দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে প্রায় ৩০ শতাংশ। এছাড়া সারাদিনই মেঘলা থাকবে অ্যাডিলেডের আকাশ। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ২০ থেকে ৩০ কি.মি. গতিবেগে বয়ে যেতে পারে বাতাস। তবে ঐদিন বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টির বেগ কমতে পারে কিছুটা।

ম্যাচের আগের দিন বুধবারও অ্যাডিলেডের আকাশে বৃষ্টির আশঙ্কা রয়েছে ৬০ শতাংশ। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এদিনও। যদি পরপর দু’দিন মেঘলা আকাশ আর বৃষ্টি থাকে, তাহলে পিচ ও আউটফিল্ড পর্যাপ্ত রোদ পাবে না।

তবে বৃষ্টির কারণে গ্রুপ পর্বের মতো নক-আউটে ম্যাচ ভেস্তে যাওয়ার মতো ঘটনা গঝটবে না। বৃষ্টিতে নির্দিষ্ট দিনে খেলা না হলে রিজার্ভ-ডে রাখা হয়েছে ম্যাচের জন্য। নির্ধারিত দিনে খেলা না হলে পরের দিন হবে। বৃহস্পতিবার বৃষ্টির জন্য খেলা না হলে ম্যাচটি মাঠে গড়াবে পরদিন শুক্রবার (১১ নভেম্বর)।




মেহেরপুরে দুটি প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা আদায়

অপরিচ্ছন্ন ও নোংরা দুর্গন্ধযুক্ত পরিবেশে মিষ্টি তৈরী ও কারখানার মধ্যে উন্মুক্ত খোলা টয়লেটসহ কর্মচারীদের যথাযথ স্বাস্থ্যবিধি না থাকাসহ বিভিন্ন অভিযোগে গিয়াস মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার ও ক্যারেটে প্রতারণার দায়ে নিউ পল্লীশ্রী জুয়েলার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ ও র‌্যাব-১২ যৌথভাবে শহরের বড়বাজার ও হোটেল বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে।

এসময় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) গাংনী ক্যাম্পের কমান্ডার মোঃ আবুল কালাম আজাদ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তাজিমুল হক উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, মেসার্স গিয়াস মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অপরিচ্ছন্ন ও নোংরা দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরি হচ্ছে মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার। কারখানার মধ্যে উন্মুক্ত খোলা টয়লেট। হাত ধোয়ার জন্য সাবান বা হ্যান্ডওয়াস নেই। কর্মচারীদের নেই যথাযথ স্বাস্থ্যবিধি। প্যাকেটজাত দই মিষ্টিতে মানা হচ্ছেনা যথাযথ মোড়কীকরণ আইন। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কারখানার পরিবেশ উন্নত করে স্বাস্থ্যসম্মতভাবে মিষ্টি তৈরির নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া লিখিত অভিযোগের প্রেক্ষিতে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার মেসার্স নিউ পল্লী শ্রী জুয়েলার্সে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির ২২ ক্যারেট বলে বিক্রি করা স্বর্ণের দুল পরীক্ষা করে ২০.৪৫ ক্যারেট পাওয়া যায়। ক্যারেটে প্রতারণার দায়ে প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।




গাংনীতে মাদক সেবীর জেল জরিমানা

মেহেরপুরের গাংনীতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আনারুল ইসলাম(৫০) নামের এক মাদক সেবীর ১৫ দিনের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

দন্ডিত আনারুল ইসলাম গাংনী উপজেলার মটমুড়া স্কুল পাড়ার জয়েদ আলীর ছেলে। আজ মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি। পরে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই মাদক সেবীকে দন্ড প্রদান করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

আদলত সুত্রে জানায়, মাদক দব্য নিয়ন্ত্রণ আইন তাকে জেল ও জরিমানা কার হয়েছে।

এসময় মেহেরপুর জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আবুল হোসেন, উপপরিদর্শক মোহাম্মদ খসরু আল মাসুমসহ মাদক দ্রব্য অধিদপ্তরের একটি টীম উপস্থিত ছিলেন।




কানাডা প্রবাসি গাংনীর ড. আবু আফফান কানাডায় ইন্তেকাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী কানাডা প্রবাসি গাংনী উপজেলার করমদী গ্রামের ড. আবু আফফান কানাডায় ইন্তেকাল করেছেন (ইন্না-রাজিউন)।

মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ড.আবু আফফান গাংনী উপজেলার করমদী গ্রামের হাইস্কুলপাড়া এলাকার ডাক্তার আয়ুব হোসেনের ছেলে। তিনি কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলেন।

ড.আবু আফফানের বন্ধু মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন বলেন, ড. আবু আফফান করমদী মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করে কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হয়। সেখান থেকে এইসএসসি পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও এমএসসি রসায়নে প্রথম বিভাগে প্রথম হয়ে কৃতিত্বের সাথে পাশ করেন। পরে তিনি মালেশিয়ান একটি বিশ্বসবিদ্যালয় থেকে পিএইচডি করেন। এরপর চলে যান কানাডাতে। সেখানেও তিনি নতুন করে পিএইচডি করেন।

সেখানেই একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিজেকে কর্মজীবনে যোগ দেন। ড.আবু আফফান এক ছেলে ও এক মেয়ের পিতা। ছেলে কানাডার একটি বিশ্ববিদ্যালয় ছাত্র ও মেয়ে দশম শ্রেনীর ছাত্রী। তার মা করমদীতে বাস করেন। পারিবারিকভাবে জানা গেছে ড. আবু আফফানকে সেখানেই সমাধিস্থ করা হবে।




মেহেরপুরে আইডিইবি’র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত

বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোামা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (৮ নভেম্বর)  বেলা ১১ টার সময় মেহেরপুর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মেহেরপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী নুরুল ইসলামের নেতৃত্বে একটি র‌্যালি মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক ও জনপদ বিভাগ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

পরে সড়ক ও জনপদ বিভাগ প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী নুরুল ইসলাম।

বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বকুল, সড়ক ও জলপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান, যুব উন্নয়ন দপ্তরের আমিনুল ইসলাম প্রমূখ।