মেহেরপুরে পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

মেহেরপুর জেলা পুলিশ অফিসার ও সদস্যদের সমন্বয়ে কিট প্যারেড রবিবার সকালে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯ টার সময় এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

কিট প্যারেডে অভিবাদন গ্রহন করেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম ।

কিট প্যারেডে পুলিশ সুপার জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সদের নামে সরকারি ইস্যুকৃত ইউনিফর্ম, বেল্ট, হ্যান্ড কাপ, সুজ, অস্ত্র ও গুলিসহ আনুষাঙ্গিক জিনিস পত্র পরিদর্শন করেন। পুলিশ সদস্যদের শারীরিক ফিটনেসও পর্যবেহ্মণ করেন।

পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশ একটি সু-শৃঙ্খল বাহিনী। এই বাহিনীর পোশাকেও তার বহিঃপ্রকাশ থাকতে হবে। তিনি ফোর্সদের পেশাদারিত্বের সাথে কাজ করে জনগনের আস্থা অর্জন করার নির্দেশনা প্রদান করেন।

কিটস প্যারেডে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ জামিরুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কনস্টেবলরা উপস্থিত ছিলেন।




মেহেরপুর স্বাস্থ্য বিভাগের অভিযান

মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে মেয়াদবিহীন, মানসম্পন্ন নয়,খাবারের সাথে বিভিন্ন খেলনা, নমুনা টাকার বান্ডেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ।

রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সেনেটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

কুলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাংনী উপজেলার গাড়াবড়ীয়া গ্রামের মহিরল এসব পণ্য বিক্রি করছিলেন।
নিরাপদ খাদ আইন ২০১৩ অনুযায়ী এগুলো জব্দ করে জব্দ করে জনসম্মুখে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।




কোটচাঁদপুরে সংখ্যালঘু একটি পরিবারকে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

কোটচাঁদপুরে ইউপি সদস্য কর্তৃক সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগে ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে।

গত ১ নভেম্বর কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের হালদার পাড়ার মদনের স্ত্রী যশোধা রানী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে ২৮ নভেম্বরের মধ্যে কোটচাঁদপুর মডেল থানার ওসিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয় গত ৩১ অক্টোবর সকাল সাড়ে ৯ টার দিকে বলুহর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য সাহাবুল ইসলামের নেতৃত্বে ৪/৫ জন লোক জোটবদ্ধ হয়ে জোর পূর্বক বসত বাড়িতে ঢুকে বাদির স্বামী সাধন কুমার ও তার একমাত্র ছেলে পলাশ কুমারকে মারপিট করে। এ সময় ইউপি সদস্য সাহাবুল তার হাতে থাকা লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে যশোদা রানীকে জখম করে। হামলাকারীরা বাদীর পরনের কাপড়-চোপড় টেনে হেছড়ে বে-আবরু করে। সে সময় আসামীরা বাদীর গলায় থাকা ১০ আনা ওজনের সোনার চেইন, ঘরে থাকা ১ জোড়া বালা, ১ জোড়া কানের দুল ও ১টি আংটি নিয়ে যায়।

মামলায় অভিযুক্ত ২নং আসামী বাবুল ঘরের বাক্সে থাকা নগদ ৫০ হাজার টাকা বের করে নেয়। এ ঘটনার পর গত ৩ নভেম্বর যশোদা রানী ইউপি সদস্য সাহাবুলের বিরুদ্ধে আইনগত প্রতিকার চেয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক ও কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে যশোদা রানীর সাথে কথা হলে তিনি বলেন, ৩১ অক্টোবর সকালে আমার বিবাহিত মেয়ে পিংকি রানীকে ইউপি সদস্য সাহাবুল মারপিট করে। তাছাড়া এ ইউপি সদস্য দীর্ঘদিন ধরে আমাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছেন। তার প্রস্তাবে রাজী না হওয়ায় আমাকে, আমার স্বামী ও ছেলেকে মারধর করে।

এ ঘটনার পর গত ৩ নভেম্বর রাতের কোন এক সময় সাহাবুল মেম্বারের লোকজন আমার ছেলে পলাশের আলমসাধুর ইঞ্জিনের মবিল চেম্বারে বালি দিয়ে দেয়। পরদিন সকালে আলমসাধু চালু করে কিছুদুর যাওয়ার পর বিকট শব্দ বিস্ফোরণ হয়।

যশোদা রানী বলেন এনজিও থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা ঋণ নিয়ে এ আলমসাধুটি কেনা হয়েছে। এটি বিকল হওয়ার কারণে এনজিও’র কিস্তির টাকা যোগাড় করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

ইউপি সদস্য সাহাবুলের সাথে কথা হলে তিনি বলেন আমি যশোদা রানীকে মারধর কিংবা শ্লীলতাহানি করিনি। তবে যশোদার সহযোগী শফিকুল দালালকে মারধর করেছি। তাছাড়া আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হয়েছে তা আদৌ সত্য নয়।




এক চার্জে ১৯ দিন! ফ্লিপ ফোন দিয়ে নোকিয়ার নতুন প্রত্যাবর্তন

স্মার্টফোন বাজার দখল করার আগে এক সময় মোবাইল ফোন দুনিয়ায় রমরমা ছিল নোকিয়ার। নিয়মিত নতুন ফোন লঞ্চ করে গ্রাহকদের মন জয় করেছিল ইউরোপের সংস্থাটি। যদিও পরে স্মার্টফোন দুনিয়ায় ঘুরে দাঁড়াতে চেষ্টা করলেও খুব বেশি সাফল্য পায়নি নোকিয়া।

এই পরিস্থিতিতে ফের একবার ফিচার ফোন বাজারেই নজর দিয়েছে সংস্থাটি। চলতি বছর কোম্পানির একের পর এক ফিচার ফোন লঞ্চ হয়েছে। এই ফোনগুলির চাহিদাও আকাশ ছোঁয়া। এই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই নতুন ফ্লিপ ফোন বাজারে আনল নোকিয়া। নস্টালজিয়ায় মোড়া এই ফোনে তাবরতঙ্কয়াল -এর প্রসেসর। আগের মতোই ব্যাক আপ পাবেন।

ফিচার ফোনের বাজারে কামব্যাক করতে নতুন মডেল লঞ্চ করল নোকিয়া। চলতি সপ্তাহে বাজারে এসেছে নোকিয়া ২৭৮০ ফ্লিপ। এন্ড্রয়েড ফোনের মতো এই মডেলেও স্নাপড্রাগন প্রসেসর ব্যবহার করেছে নোকিয়া। থাকছে কোয়ালকম ২১৫৫ চিপসেট। এই ফোনের বাইরে ও ভিতরে দুটি পৃথক ডিসপ্লে দিয়েছে নোকিয়া। ফোনের ভিতরে ২.৭ ইঞ্চি টিএফটি ডিসপ্লে ও আইরে ১.৭৭ ইঞ্চি ডিসপ্লে থাকছে। ৪ জিবি রম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এই ফোন কেনা যাবে। রয়েছে ফোরজি VoLTE সাপোর্ট। ফোনের ভিতরে থাকছে ১৪৫০ এমএইচ ব্যাটারি।

নোকিয়া ২৭৮০ ফ্লিপ :প্রসেসর ও কানেক্টিভিটি
নোকিয়া ২৭৮০ ফ্লিপ-এ চলবে KaiOS 3.1 অপারেটিং সিস্টেম। এই ফোনে শক্তি জোগাবে কোয়ালকম ২১৫ চিপসেট। ৪ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে। এফএম রেডিও ছাড়াও এই ফিচার ফোনে Wi-Fi 802.11 b/g/n সাপোর্ট দিয়েছে নোকিয়া।

নোকিয়া ২৭৮০ ফ্লিপ ডিসপ্লে :এই ফোনের বাইরে ২.৭ ইঞ্চি টিএফটি ডিসপ্লে ব্যবহার করেছে নোকিয়া। ফোনের বাইরের দিকে থাকছে একটি ১.৭৭ ইঞ্চি ডিসপ্লে। নতুন ফ্লিপ ফোন মডেলে রয়েছে ৫ মেগা পিক্সেল ক্যামেরা, সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। থাকছে ১,৪৫০ mAh ব্যাটারি।

কোম্পানির দাবি এই ফোনে এইচডি কল কোয়ালিটি পাওয়া যাবে। একই সঙ্গে লম্বা ব্যাক আপ মিলবে।

নোকিয়া ২৭৮০ ফ্লিপ: ব্যাটারি
লম্বা ব্যাক আপের জন্য এই ফোনে ১,৪৫০ mAh ব্যাটারি দিয়েছে নোকিয়া। একই সঙ্গে কত ব্যাক আপ পাওয়া যাবে সেই খতিয়ানও কোম্পানির ওয়েবসাইটে প্রকাশ করেছেন সংস্থাটি। এক চার্জে কতদিন চলবে নোকিয়া ২৭৮০ ফ্লিপ। বিস্তারিত হিসাব দেখে নিন।

নোকিয়া ২৭৮০ ফ্লিপ: ব্যাক আপ
নোকিয়া জানিয়েছে এক চার্জে ১৯ দিন স্ট্যান্ড বাই ব্যাক আপ দেবে নোকিয়া। সেই ক্ষেত্রে থাকতে হবে ৩জি নেটওয়ার্কে। ৪জি অথবা ২জি নেটওয়ার্ক ব্যবহার করলে মিলবে ১৮ দিন স্ট্যান্ডবাই ব্যাক আপ। ৩জি নেটওয়ার্কে ৬.৯ ঘণ্টা, ৪জি নেটওয়ার্কে ৩.৪ ঘণ্টা ও ২জি নেটওয়ার্কে ৭.৩ ঘণ্টা টকটাইম পাওয়া যাবে।

নোকিয়া ২৭৮০ ফ্লিপ: দাম
নোকিয়া-র নতুন ফ্লিপ ফোন কিনতে খরচ হবে ৯০ মার্কিন ডলার (প্রায় ৭,৪৫০ টাকা)। নীল ও লাল রঙে কেনা যাবে এই ফোন। যদিও এই ফোন বিক্রি শুরু করেনি নোকিয়া। যদিও ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। সেখানে রয়েছে নোটিফাই মি বাটন। এই বাটন প্রেস করে সাবস্ক্রাইব করলে ফোন বিক্রি শুরু হলে ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে নোকিয়া। যদিও শুধু ফিচার ফোন নয়, স্মার্টফোন বাজারেও ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করছে নোকিয়া। সম্প্রতি লঞ্চ হয়েছে কোম্পানির নোকিয়া জি৬০ ৫জি। মিডরেঞ্জ সেগমেন্টের এই ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে।




কোটচাঁদপুরে নগর সমন্বয় কমিটির সভা

 রবিবার দুপুরে কোটচাঁদপুর পৌর ভবনে নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

কোটচাঁদপুর পৌর মেয়র সহিদুজ্জামান সেলিমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ। বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল মাজেদ, মাহবুবুল আলম হানিফ, প্যানেল মেয়র-২ জাহিদ হোসেন, প্যানেল মেয়র-১ সোহেল আরমান। নগর সমন্বয় কমিটির সদস্য সাংবাদিক কামাল হাওলাদার, ঊষা সমাজ কল্যাণ সংস্থা নির্বাহী পরিচালক আব্দুল হান্নান, প্রধান শিক্ষক শাহানা আফরোজ ডলি প্রমুখ।

এ সভায় শিক্ষক, সাংবাদিক, সরকারি প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য কোভিড-১৯ প্রতিরোধে বিশ্বব্যাংক এ প্রকল্পের অর্থায়ন করছে।




ইমরান-পড়শীর ‌‘দ্বিতীয় জীবন’

টানা এক বছর পর আবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় দুই তারকা সঙ্গীতশিল্পী ইমরান-পড়শী। যে দু’জন যেমন গানে তেমন পর্দাতেও নিজেদের প্রমাণ করেছেন একসঙ্গে। সবশেষ এক বছর আগে প্রকাশ হয় তাদের গানচিত্র ‘এক দেখায়’। সেই সূত্রে এবার তারা হাজির হচ্ছেন ‘দ্বিতীয় জীবন’ নিয়ে। সিএমভির ব্যানারে এই বিশেষ গানচিত্র প্রকাশ হচ্ছে ৭ নভেম্বর। এমনটাই জানান প্রযোজক এসকে সাহেদ আলী।

‘দ্বিতীয় জীবন’ লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই। গানচিত্রটি পরিচালনা করেছেন সৈকত রেজা।

এ ব্যাপারে পড়শী বলেন, ‘প্রায় এক যুগের পরিচয় আমাদের। বয়সে ইমরানের ছোট আমি। কিন্তু সম্পর্কটা বন্ধুর মতো। শুধু আমাদের নয়, দুজনের পরিবারের মধ্যেও ভালো সম্পর্ক। তাই একসঙ্গে দুজনের কাজটা সহজ হয়, মনের মতো করে করা যায়। এটি তেমনই হয়েছে।’

গানটি নিয়ে দারুণ আশাবাদের কথা জানালেন ইমরানও। বললেন, ‘এটি গল্পভিত্তিক রোমান্টিক গান। গানের মধ্যে আমাদের অভিনয়ও করতে হয়েছে। মিউজিক ভিডিও হলেও গানটি দেখতে বসে একটি ছেলে ও মেয়ের ভালোবাসার গল্প পাবেন দর্শকেরা। গানে একটা নতুন চমক পাবেন তারা।’




চুয়াডাঙ্গা জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলায় বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে সকাল সাড়ে আটটার সময় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কীট প্যারেড অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, , চুয়াডাঙ্গা অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে পুলিশ সদস্যদের কীট সামগ্রী পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার অফিসার-ফোর্সের শারীরিক ফিটনেস ও টার্নআউট এবং কীট সামগ্রী পরিদর্শন শেষে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

কীট সামগ্রী পরিদর্শন শেষে পুলিশ সুপার সন্তুষ্টি প্রকাশ করেন। প্রাপ্যতার প্রাধিকার ভিত্তিতে বিভাগীয় পোষাক ভান্ডার হতে মালামাল সরবরাহের জন্য সংশ্লিষ্ট ইনচার্জকে নির্দেশনা প্রদান করেন। মালামাল সংক্রান্ত কোন সমস্যা পরিলক্ষিত হলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সরকারী নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করেন। সালামী গ্রহণ, কীট সামগ্রী পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেসরুলস্ মেনে পুর্ণাঙ্গ পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উক্ত কীট প্যারেডে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, পুলিশ লাইন্সের আরআই মোঃ আমিনুল ইসলাম সহ জেলার সকল ইউনিটের অফিসার-ফোর্সগণ উক্ত জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




মেহেরপুরে এইচএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থী ৫৮৬৮ জন

করোনার দীর্ঘ অপেক্ষার পর মেহেরপুরের ১৪ টি পরীক্ষা কেন্দ্রে শুরু হয়েছে এইচএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা। দীর্ঘ দিন পর পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে দেখা গেছে নানা ধরনের উৎসাহ উদ্দীপনা।

চলতি এইচএসসি, ভোকেশনাল ও দাখিল বাংলা ১মপত্র পরীক্ষায় ৫৮৬৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

এর মধ্যে এইসএসসি পরীক্ষার্থী ৪ হাজার ৯০০, ভোকেশনাল শাখায় ৮১২ ও দাখিল শাখায় ১৫৬ জন শিক্ষার্থী অংশ নেন।
মেহেরপুর জেলায় মোট ১৪ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেন, মেহেরপুর জেলার কেন্দ্রগুলোতে পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সন্তানেরা যাতে সুন্দর ভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য মেহেরপুর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে কেন্দ্রগুলোতে সব ধরনের সহায়ক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। তাদের হাত দিয়েই আগামীর বাংলাদেশ। তারা ভবিষ্যতে নেতৃত্ব দেবে, দেশকে এগিয়ে নেবে। তারাও আগামিতে বাংলাদেশের পরীক্ষা নেবে। তাদের জীবনে আজকে এই এইচএসসি পরীক্ষার মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যয় শুরু হলো। তারা নিজেদের তৈরীর করার মধ্য দিয়ে এই দেশকে কিছু দেবে। এই দেশ হবে সমৃদ্ধ।




গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ ৫ জন আহত

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী বনবিভাগপাড়া এলাকায় কুকুরের সাথে পাখি ভ্যানের ধাক্কায় শিশু ও নারীসহ ৫জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ১ জন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ও ৪ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, গাংনী উপজেলার বাথানপাড়া গ্রামের জামিরুল ইসলামের স্ত্রী লাইলী খাতুন (৪৫), তার ছেলে মোরছালিন (৪), গজাড়িয়া হেমায়েতপুর গ্রামের আইনাল হকের স্ত্রী রুপা খাতুন (৩৪) তার মেয়ে ইরিন খাতুন (১৪) ও একই উপজেলার বাদিয়াপাড়া গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী নিলা খাতুন (৫৫)।

আজ রবিবার (৬ অক্টোবর) বেলা ১১ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা শহরের বনবিভাগপাড়া এলাকায় কুকুরের সাথে পাখি ভ্যানের ধাক্কায় রাস্তার উপর ভ্যানটি উল্টে গেলে তারা আাহত হন।

আহতদের মধ্যে নিলা খাতুনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে  রেফার্ড করা হয়েছে।

আহত ইরিন খাতুন বলেন, তারা পাখি ভ্যানে চড়ে তার এক আত্মীয়কে দেখতে মেহেরপুর জেনারেল হাসপাতালে যাচ্ছিলাম। গাংনী বনবিভাগ পাড়া এলাকায় একটি কুকুর রাস্তা পার হচ্ছিল।  পাখি ভ্যানটি তার শরীরের উপরে চলে গেলে ভ্যাসনি উল্টে গিয়ে তারা আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।




দর্শনা-গেদে সড়ক ও স্থল পথে ভিসা চালুর দাবিতে গণ জামায়েত

২৫ জেলার জনগণের ভোগান্তি লাঘব ও বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে অবিলম্বে দর্শনা-গেদে সড়ক স্হল পথে ভিসা চালুর দাবিতে গণ জামায়েত অনুষ্ঠিত হয়েছে।

দর্শনা নাগরিক কমিটির উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০ ঘটিকার সময় দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন বন্দর চত্বরে এই গণ জমায়েত অনুষ্ঠিত হয়।

উক্ত গন জমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ এসময় আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অমল, দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মনসুর বাবু, জীবননগর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, দর্শনা গনউন্নয়ন পাঠাগারের (সিডিএল) পরিচালক কবি আবু সুফিয়ান, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি মাহবুবুর রহমান বাবু,

সাংবাদিক সালাউদ্দিন কাজল, দর্শনার প্রবীন সাংবাদিক মাহফুজ উদ্দিন খান, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু,

দর্শনা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রুস্তম আলী, বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী আতিয়ার রহমান হাবু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক কিশোর কুমার কুন্ড,দর্শনা নাগরিক কমিটির আহ্বায়ক ও দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-মোঃ গোলাম ফারুক আরিফ সহ দর্শনা নাগরিক কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় জনসাধারণ ২০০-২৫০ জন উপস্থিত ছিলেন।