মেহেরপুরে ২শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুর শহরের প্রান্তিক সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে ২শ গ্রাম গাঁজাসহ আবুল খায়ের (৫৪) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ।

গতকাল শনিবার দুপুরে ডিবির এসআই বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। এসময় এএসআই হেলাল উদ্দিন, এএসআই মাসুদ রানা অভিযানে অংশ নেন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় শহরের প্রান্তিক সিনেমা হল এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আবুল খায়েরের বাড়িতে মাদকদ্রব্য বিক্রয় চলছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৮৩ পুরিয়া গাঁজাসহ (২শ গ্রাম) তাকে আবুল খায়েরকে আটক করে সদর থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।




দামুড়হুদায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে দামুড়হুদায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করা হয়েছে।

শনিবার উপজেলা প্রসাশন ও সমবায় বিভাগের আয়োজনে র‌্যালি ,আলোচনা সভা,সম্মনা স্বারক প্রদান করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তেলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার। এরপর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা চৌরাস্তার মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথী ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী শহিদুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ। এছাড়াও বক্তব্য রাখেন দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হযরত আলি,দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, উপজেলা কৃষক সংগঠনের সভাপতি দামুড়হুদা সদর ইউপির সদস্য সামসুল ইসলাম।

সমবায়ী দের মধ্যে বক্তব্য রাখেন,আলি আজগার সোনা,উপজেলা চুল প্রসেসিং সমিতির সভাপতি হাসিবুজ্জামান সহিদসহ অন্যরা।আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে ৫টি ক্যাটাগরিতে ক্রেস্ট ৫টি সমবায় সমিতির সম্মাননা স্বারক প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ।




লঙ্কানদের হারিয়ে অস্ট্রেলিয়াকে বিদায় করে শেষ চারে ইংল্যান্ড

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের পঞ্চম শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড। সেই সঙ্গে সুপার টুয়েলভ থেকে বিদায় নিল স্বাগতিক অস্ট্রেলিয়া। শনিবার (৫ অক্টোবর) সেমিফাইনালে উঠার লড়াইয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে বল করতে নামে ইংল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে লঙ্কানরা।

১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকে দুই ইংলিশ ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস। দুজন মিলে উদ্বোধনী জুটিতে তুলেন ৭৫ রান। ইনিংসের অষ্টম ওভারের দ্বিতীয় বলে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে চামিকা কুরুণারত্নের হাতে ধরা পড়েন। ২৩ বলে ২৮ রান করে আউট হন জশ বাটলার।

বাটলারের বিদায়ের পর পরই আউট হন আরেক ওপেনার আলেক্স হেলস। ইনিংসের দশম ওভারে দলীয় ৮২ রানে ৩০ বলে ৪৭ রান করে ওয়ানিন্দু হাসারাঙ্গার দ্বিতীয় শিকার হন তিনি। হেলসের বিদায়ের পর ক্রিজে আসেন হ্যারি ব্রুক। তবে ক্রিজে টিকতে পারেননি বেশিক্ষণ। দলীয় ৯৩ রানে স্পিনার ধনঞ্জয়া ডি সিলভার বলে তাকেই ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান হ্যারি ব্রুক। ৫ বলে মাত্র ৪ রান করে আউট হন তিনি।

হ্যারি ব্রুকের আউটের পর দ্রুতই আরো দুই উইকেট হারায় ইংল্যান্ড। দলীয় ১০৬ ও ১১১ রানে আউট হন লিয়াম লিভিংস্টোন ও মঈন আলি। দলীয় ১১১ রানে ৫ উইকেট হারিয়ে এসময় কিছুটা চাপে পড়ে যায় ইংল্যান্ড। তবে বেন স্টোকসের ব্যাটে ভর করে জয়ের পথেই থাকে ইংল্যান্ড।

দলীয় ১২৯ রানে স্যাম কারানের উইকেট হারায় ইংল্যান্ড। তবে স্টোকসের হার না মানা ৩৬ বলে ৪২ রানের ইনিংসে ভর করে ২ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় ইংল্যান্ড। লঙ্কানদের পক্ষে লাহিরু কুমারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ধনঞ্জয়া ডি সিলভা নেন ২টি করে উইকেট।

এই জয়ের ফলে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বিদায় করে শেষ চারে জায়গা করে নিলো ইংল্যান্ড। গ্রুপ-১ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে নিউজিল্যান্ড।




মেহেরপুর জেলা জাতীয় পার্টি আলোচনা সভা

মেহেরপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার বিকেলে মেহেরপুর জেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয় কাথুলী বাসস্ট্যান্ডে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা জাতীয় পার্টি আহ্বায়ক মোঃ আব্দুল হাদীর সভাপতিত্বে মেহেরপুর পৌর জাতীয় পার্টি সদস্য সচিব মোঃ হামিদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় পার্টি চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি এডভোকেট সোহরাব হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চুয়াডাঙ্গা জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন বিশ্বাস খোকন, জাতীয় পার্টি চুয়াডাঙ্গা জেলা কমিটির সহ-সভাপতি মোঃ জাহিদ হোসেন, মেহেরপুর জেলা জাতীয় পার্টি সদস্য সচিব সুমন পারভেজ, মেহেরপুর পৌর জাতীয় পার্টি আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান, সদর উপজেলা জাতীয় পার্টি সভাপতি (ভারপ্রাপ্ত) খিলাফত আলী, সদর উপজেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল বাশার মিঠু, জাতীয় যুব সংহতি মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।




বিভিন্ন জেলায় নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে ‘ইকোনমিক অ্যান্ড মার্কেট সিস্টেম স্পেশালিস্ট’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

ইকোনমিক অ্যান্ড মার্কেট সিস্টেম স্পেশালিস্ট।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাগ্রিকালচারাল বা ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে মার্কেট ডেভেলপমেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিষয়ে প্রফেশনাল ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইন্টারপারসোনাল স্কিল, কম্পিউটার চালনায় দক্ষতা ও নেগশিয়েশন করার করার সক্ষমতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষতা ও লাইসেন্স থাকতে হবে। প্রার্থীর বয়স কমপক্ষে ২৮ বছর হতে হবে।

কর্মস্থল

খুলনা ও সাতক্ষীরা।

বেতন

৭০,০০০-৭৫,০০০/-টাকা। এছাড়া টিএ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুই দিন ছুটি, গ্র্যাচুইটি ও উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১০ নভেম্বর, ২০২২।

সূত্র : বিডিজবস।




ঝিনাইদহে বঙ্গবন্ধু সৈনিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় জোহান ড্রীমভ্যালী পার্কে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সৈয়দ আল এমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আঃ মান্নান রানা।

এছাড়াও ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও খুলনা মহানগরের সাবেক ছাত্র নেতা শামীমুল ইসলাম শামীম, জেলা সৈনিক লীগের সহ সভাপতি আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম শফি উদ্দিন, আক্তারুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাহেদ কবির লিমন, জেলা সৈনিক লীগ নেতা মোস্তফা কামাল, আলম গীর হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

বক্তারা বলেন আগামী ১৮ নভেম্বরের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মলনের মধ্যদিয়ে আমরা আশা করছি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের এই সংগঠনকে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দেবেন। বক্তারা আরো বলেন  আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে জয়লাভের জন্য মাঠে সৈনিক লীগের নেতা কর্মীদের সক্রিয় কাজ করার আহবান জানান।




ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

জেলা সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকালে পুরাতন ডিসি অফিস থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান ও জেলা সমবায় অফিসার জাফর ইকবাল।

বক্তারা, দেশের উন্নয়নে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় পরিচালিত করার আহ্বান জানান। সেই সাথে সমবায়ের নামে সুদ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেন।




মেহেরপুরে ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

জেলা প্রশাসন ও সমবায় বিভাগ মেহেরপুর কর্তৃক আয়োজিত ৫১ তম জাতীয় সমবায় দিবস ২০২২ বঙ্গবন্ধু দর্শন সমবায়ে উন্নয়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার সকালে মেহেরপুর উপজেলা হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক ড. মোঃ মুনসুর আলম খানের সভাপতিত্বে এবং জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক মোঃ রোকনুজ্জামান তুষারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল ভাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ লিংকন বিশ্বাস, জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ উপস্থিত ছিলেন।

এ সময় সমবায়ীদের মধ্য থেকে বক্তব্য রাখেন হাসনাবাদ মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য মোঃ শরিফুল ইসলাম, জ্যোতি মহিলা সমবায় সমিতির সম্পাদক উম্মেহানি চায়না খাতুন।

জেলা সমবায় কর্মকর্তা মেহেরপুর কর্তৃক বিশেষ সম্মানীয় পুরস্কার প্রদান ২০২২ (সমবায় সমিতি ক্যাটাগরি) পুরস্কার প্রদান করেন চাদবিল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি জনাব জয়দেব হালদার, হরিরামপুর বিলপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ ফিরাদুল ইসলাম, হাসনাবাদ মৎস্যজীবী সমবয় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ লুৎফর আলী, তেরঘরিয়া বিলপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ মোখলেছুর রহমান, স্বর্ণপদক প্রাপ্ত সমবায়ী শ্রী খুদিরাম হালদারকে পুরস্কার প্রদান করা হয়।




কোটচাঁদপুরে নানা আয়োজনে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত 

সমবায় শক্তি, সমবায় মুক্তি – “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ৫১ তম জাতীয় সমবায় দিবস- ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিলা বেগমের সঞ্চালনায়।

স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিদর্শক ও উপজেলা সমবায় অফিসার (দায়িত্বপ্রাপ্ত) মোছাঃ তাহমিনা আক্তার। জাতীয় সমবায় দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামিলীগ সভাপতি শরিফুন্নেছা মিকি, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন,বীর মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম, দোড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল, বলুহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলুর রহমান, তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা, পল্লী সঞ্চয় কর্মকর্তা চম্পা অধিকারী, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মুকুল, সহকারী পরিদর্শক মোঃ হারুন-উর রশিদ, উষা সমবায় সমিতির সভাপতি আব্দুল হান্নান, কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল্লাহ বাশার প্রমুখ।

সে সময় বক্তারা সমবায় সমিতি সম্পৃক্ত বিভিন্ন উন্নয়ন মূলোক কর্মকাণ্ড তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এ সময় বিভিন্ন সমবায় সমিতির সদস্য সহ উপজেলা প্রশাসনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।




পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বিশ্বকাপের সুপার টুয়েলভে দুটি গ্রুপেই জমজমাট লড়াই হচ্ছে। তবে বি-গ্রুপ থেকে কারা সেমিফাইনালে যাচ্ছে, সেটা জানতে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। যে কোনো কিছুই হতে পারে। বাংলাদেশের জয় এবং আরেক ম্যাচে দক্ষিণ আফ্রিকা হারলেই সেমি নিশ্চিত টাইগারদের।

সমীকরণটা যেভাবে বলা যাচ্ছে মেলানোটা তার চেয়ে অনেক কঠিন। ভারতের বিপক্ষে হারের হতাশা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। নিজেদের চাঙ্গা করতে শুক্রবার রোলটন ওভালে পুরোদমে অনুশীলন করেছে টাইগাররা। অনুশীলন ছিল প্রাণবন্ত।

তবে দেখা যায়নি দলের সেরা ব্যাটার লিটন দাসকে। সূত্র জানিয়েছে, ভারতের বিপক্ষে ২৭ বলে তার ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে হ্যামস্ট্রিংয়ে পুরোনো চোটের জায়গায় আবার চোট পান লিটন।

যে কারণে বিশ্রামে রয়েছেন তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই চোট সেরে উঠবেন বলে আশাবাদী বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী।

তিনি বললেন, ‘পাকিস্তান ম্যাচের আগে হাতে সময় আছে। আমরা শনিবার তার পরীক্ষা করে দেখব। আশা করি, কোনো সমস্যা হবে না।’

অর্থাৎ শেষ ম্যাচে খেলছেন লিটন। লিটনের মতো অবধারিতভাবেই একাদশে থাকছেন দলের সেরা পেসার তাসকিন আহমেদ। তার সঙ্গী তরুণ পেসার হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান থাকছেন।

আর ওপেনিংয়ে সৌম্য সরকার ও নাজমুল হাসান শান্তর বিকল্প ভাবা যাচ্ছে না এ মুহূর্তে। টপঅর্ডারে অধিনায়ক সাকিব আল হাসানের পর মিডলঅর্ডার সামলাতে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব ও মোসাদ্দেক হোসেন সৈকত।

অফফর্মে থাকায় ব্যাটার ইয়াসির আলি রাব্বির জায়গায় স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে খেলানোর সম্ভাবনাই বেশি।

এক কথায় ভারতের বিপক্ষে খেলা একাদশে একটিমাত্র পরিবর্তন আসতে পারে শেষ ম্যাচে।

আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টায় এডিলেড ওভালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেট কিপার), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।