আশা করি ভালো কিছু হতে যাচ্ছে: শাকিব খান

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বৃহস্পতিবার অফিসিয়ালি ঘোষণা দিয়েছেন নতুন সিনেমা ‘শের খান’ দিয়ে বিরতি থেকে ফিরছেন তিনি। ওই দিন ‘মিশন এক্সট্রিম’-এর পরিচালক সানী সানোয়ারের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফেসবুকে এ খবর জানান শাকিব খান।

প্রিয় অভিনেতার নতুন সিনেমার এই ঘোষণায় তারকার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা বেশ উচ্ছ্বসিত। নতুন সিনেমার ঘোষণা দেওয়ার পরে নিজের মতামত জানিয়েছেন শাকিব খান।

তিনি বলেন, ‘শের খান’ আমার জন্য খুব স্পেশাল একটি সিনেমা। যখন সানী সানোয়ার ভাইয়ের কাছ থেকে সিনেমার গল্প শুনছিলাম, তখন ভিজুয়ালাইজ করছিলাম। মনে হচ্ছিল চোখের সামনে ভাসছে সিনেমাটি। বড় আয়োজন, বড় ক্যানভাস।

তিনি বলেন, অনেক সময় দেখা যায়, এ ধরনের সিনোগুলোর আয়োজন বড় হলেও গল্প খুব শক্তিশালী হয় না। কিন্তু এই সিনেমার গল্প বেশ শক্তিশালী। দর্শককে গল্পই বসিয়ে রাখবে।

শাকিব খান বলেন, এ পর্যন্ত যারাই এ সিনেমার গল্প শুনেছেন তারা মুগ্ধ হয়েছেন। সবমিলিয়ে শের খান বড় ক্যানভাসের একটি সিনেমা। আশা করি ভালো কিছু হতে যাচ্ছে।

জানা গেছে, নতুন বছর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে শুটিং শুরু হবে ‘শের খান’ সিনেমার। ওই বছরই মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে এতে নারী প্রধান চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন পরিচালক সানী সানোয়ার।

এর আগে গত ১৭ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মাতৃভূমি বাংলাদেশে ফেরার পরই শাকিব খান জানিয়েছিলেন, শিগগিরিই সুখবর দেবেন তিনি। কিছুদিন পরই ‘লিডার আমি বাংলাদেশ’ সিনেমার বাকি থাকা অংশের শুটিং সম্পন্ন করেন এ নায়ক।




মিথ্যামুক্ত সমাজ গঠণে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে-সাবেক সচিব রাশেদুল ইসলাম

এনজিও বিষয়ক ব্যুরোর সাবেক মহাপরিচালক ও অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাশেদুল ইসলাম বলেন, মিথ্যামুক্ত সমাজ গঠণ করে সকল খারাপ কাজ দুরিভূত করতে হবে।তাই মিথ্যামুক্ত সমাজ গঠণে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে।

ভাল কাজের মধ্যে কোনো সীমা নেই। সমাজে অনেক ভাল কাজ আছে। ধর্ম ও কর্মের মধ্যে দুরত্ব কমাতে হবে। তাহলেই মিথ্যামুক্ত সমাজ গঠণ হবে।

এগিয়ে যাওয়ার জন্য বই পড়ি ও সত্য অনুশীলন প্রতিযোগীতা -২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে পরিকল্পকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আজ শনিবার (৫ নভেম্বর) বেলা ১১ টার সময় মেহেরপুর শিল্পকলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আয়োজক বিশিষ্ট সমাজ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষা ব্যবস্থাপক ও সাহিত্যিক ড. সাঈফ ফাতেউর রহমান, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রনী খাতুন, মেহেরপুর জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট পল্লব ভট্টচার্য, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মেহেরপুর জেলা শাখার সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন প্রমুখ।

অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডশেনের আয়োজনে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার ৮০ টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় ও ৫ টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে “লকডাউনে আমার মা” নামক একটি বই পড়তে দেওয়া হয়। বইটি থেকে তারা পরীক্ষায় অংশ নেয়। বই পড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতেও বই তুলে দেওয়া হয়। বই পড়া প্রতিযোগীতা মেহেরপুর জেলাকে পাইলট প্রকল্প হিসেবে নিয়ে এটি পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলেও জানান আয়োজকদের পক্ষ থেকে।
অংশগ্রহণকারীদের ক্রেষ্ট, সার্টিফিকেট, বই ও প্রাইজবন্ড তুলে দেওয়া হয়েছে।




গাংনীতে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যে গাংনী উপজেলায় পালিত হয়েছে ৫১তম জাতীয় সমবায় দিবস।

দিবসটি পালন উপলক্ষ্যে আজ শনিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি গাংনী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সমবায়ী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিসার মোঃ মাহাবুবুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথী ছিলেন গাংনী উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আতু, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মাস্টার প্রমুখ।

গাংনী উপজেলা পরিষদ ও সমবায় অফিস আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন সমবায়ী প্রধান ও সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রীক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।




অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মাসুদ অরুন

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন।

আজ শুক্রবার সন্ধ্যায় তিনি চুয়াডাঙ্গার সাহেদ প্যালেসে  বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়।

তিনি চুয়াডাঙ্গার আসমানখালী এলাকার বন্দরভিটা গ্রামের মৃত মহাম্মদ আলীর মেয়ে প্রাথমিক শিক্ষিকা আমেনা খাতুনের সাথে তিনি গাঁটছড়া বাধেন। বিয়ের অনুষ্ঠানের পরিবারের  সদস্য ও নিকটতম রাজনৈতিক সহকর্মীরা উপস্থিত ছিলেন।

মাসুদ অরুন মেহেরপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা, ভাষা সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি আহমদ আলীর বড় ছেলে। তিনি ২০০১ সালে বিএনপির সরকারের আমলে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ছিলেন।

এদিকে, বিয়ের পিড়িতে বসায় মেহেরপুরের বিভিন্ন শেণী পেশার মানুষ তাঁর নতুন দাম্পত্য জীবনের শুভকামনা জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।




দামুড়হুদা মডেল সরকারি প্রাইমারি বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ে মতবিনিময় সভা

দামুড়হুদা উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় বিদ্যালয়ের পূর্বের পরিবেশ ফিরিয়ে আনতে বিদ্যালয় চত্বরে ফুল বাগান তৈরি, বৃক্ষ রোপন করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

শুক্রবার বিকাল ৪টার দিকে দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাকসুদুর রহমান রতনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি দামুড়হুদা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার জাহিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দীন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো আনারুল ইসলাম, মো রহমতুল্লাহ।

বিদ্যালয়ের আইসিটি কক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ইমরান হোসেন, রাসেল, সাব্বির রহমান, মিজান, রাব্বী, আবিদ, ফাহাদ প্রমূখ।




ঢাকায় নিয়োগ দেবে ইউনাইটেড হসপিটাল

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানটিতে‘স্টাফ নার্স ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

স্টাফ নার্স – ক্রিটিক্যাল কেয়ার এরিয়া।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি (নার্সিং)/ নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা পাস হতে হবে।

কর্মস্থল

ঢাকা।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৩ নভেম্বর, ২০২২।

সূত্র : বিডিজবস




চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় দুজন নিহতের বাড়ি মেহেরপুর

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় গভীর রাতে গরু বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ট্রাকের উপরে এবং ভিতরে থাকা চারজনের মধ্যে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ট্রাকে থাকা ১৯ গরুর মধ্যে ৭টি গরু ঘটনাস্থলে মৃত্যু হয়।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের আলুকদিয়া বিশ্বাস ফিলিং স্টেশনের (তেলপাম্প) নিকট এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মেহেরপুর জেলার রায়পুর গ্রামের লুৎফরের ছেলে আশরাফুল হক (৫০) ও একই জেলার বাসস্ট্যান্ডপাড়ার হারুন উর রশিদের ছেলে মনির হোসেন (৪৫)।

আহতরা হলেন, একই জেলার রায়পুর গ্রামের নিজাম শেখের ছেলে কালাম (৪০) ও জেলার শহরের খন্দকারপাড়ার জহিরের ছেলে মিনারুল ইসলাম (৪১)।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ রফিকুজ্জামান।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ট্রাকের আংশিক অংশ কেটে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছ্বে। তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকে ১৯ টি গরুর মধ্যে ৭টি গরু ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ট্রাকটি মেহেরপুর যাচ্ছিল। ট্রাকটি হেলপার চালাচ্ছিল বলে জেনেছি। ধারণা করা হচ্ছে চালকের ঘুমের ঝিমকি আসায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছ ভেঙ্গে ট্রাকের মধ্যে ঢুকে পড়লে এদূর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা গরুবোঝায় একটি ট্রাক মেহেরপুর যাচ্ছিল। পথিমধ্যে চুয়াডাঙ্গার আলুকদিয়া তেলপাম্পের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লাগে। এতে গাছ ট্রাকের মধ্যে ঢুকে পড়লে চালক ও হেলপার আটকা পড়েন। ট্রাকের উপরে থাকা এক গরু ব্যাপারি আশরাফুল ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের যৌথ উদ্যোগে ট্রাকের ইঞ্জিনের আংশিক অংশ কেটে জীবিত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।কিছুক্ষন পর চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. লিওন বলেন, হাসপাতালে আসার আগেই আশরাফুলের মৃত্যু হয়েছে। আহত ৩ জনের মধ্যে চিকিৎসারত অবস্থায় মনির হোসেনকে মৃত ঘোষনা করা হয়। বাকি দুজন শঙ্কামুক্ত। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) নিরব হোসেন বলেন, বরিশাল থেকে গরুবোঝায় ট্রাকটি মেহেরপুরে যাচ্ছিল। চুয়াডাঙ্গার আলুকদিয়া তেলপাম্পের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে ঘটনাস্থলেই একজন মারা যায়। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের ইঞ্জিন কেটে আটকা পড়া চালকসহ জীবিত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, স্থানীয় লোকজনের ভাষ্যমতে চালকের পরিবর্তে হেলপার ট্রাকটি চালাচ্ছিলেন। ঘুমের ভাব আসার কারণেই এঘটনা ঘটেছে। ট্রাকে ১৯-২০ টা গরুর মধ্যে ৭ টা গরু ঘটনাস্থলেই মারা যায়। বাকি গরুগুলো মারাত্মক আহত হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন।




দুই নেতার আত্মার মাগফিরাত কামনায় কোটচাঁদপুর বিএনপি’র দোয়া ও আলোচনা সভা

বিএনপি’র সাবেক স্থায়ী কমিটির সদস্য মন্ত্রী, সংসদ সদস্য, যশোর জেলা বিএনপি’র সভাপতি ও দক্ষিণ বঙ্গের কৃতি সন্তান মরহুম তরিকুল ইসলাম ও বিএনপি’র সাবেক চেয়ারপার্সনের উপদেষ্টা সংসদ সদস্য, বীর মুক্তি যোদ্ধা, ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি মরহুম আলহাজ্ব মশিউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোটচাঁদপুর উপজেলা ও পৌর শাখার উদ্দগে উপজেলা বিএনপির মেইন বাসস্ট্যান্ড দলিও কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপি’র সভাপতি এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডলের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এ্যাডঃ এম এ মজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা,সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান পপ্পু, জেলা বিএনপি’র সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মস্তফা সাইদ, জেলা বিএনপি’র শিশু বিষয়ক সম্পাদক ফারুকুল আলম শেখা, জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হারুন-অর- রশিদ, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু প্রমুখ।

সে সময় উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, শ্রমিকদল,কৃষকদল,সেচ্ছাসেবকদল সহ বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃদ্ধ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, দোয়া পরিচালনা করেন জেলা বিএনপি’র উপদেষ্টা মাহবুব খান হানিফ।




ঝিনাইদহে জাতীয় সংবিধান দিবস পালিত

ঝিনাইদহে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এরপর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মনিরা বেগম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সরকারি কৌসুলী বিকাশ কুমার ঘোষ, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, পরিবেশবিদ মাসুদ আহম্মেদ সঞ্জু ও এ্যাড. সালমা ইয়াছমিন বক্তব্য রাখেন।

বক্তারা, দেশের মানুষের অধিকার বাস্তবায়নে সর্বস্তরে সংবিধানের সঠিক চর্চা ও জনগণকে সংবিধান সম্পর্কে ধারণা দেওয়ার আহবান জানান।




‘টাইগার ৩’ ছবিতে সালমান-ক্যাটরিনার মাঝে নতুন নায়িকা

এ বছর সালমান খানের কোনও ছবি আসবে না। মুক্তি পিছিয়ে গিয়েছে ‘টাইগার ৩’। কারণ অবশ্য ঘোষণা করেন নি নির্মাতারা। জানা গেছে, ২০২৩ সালের দিওয়ালির আগে ছবি মুক্তির সম্ভাবনা নেই। তবে নতুন খবর হলো ‘টাইগার ৩’র সেটে এসেছেন নতুন নায়িকা। সালমান খান আর ক্যাটরিনা কাইফ ছাড়াও এ ছবিতে নাকি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাকে।

‘টাইগার ৩’ এর কাস্টিং খুব শক্তিশালী। কানাঘুষো শোনা যাচ্ছে, সেটে নতুন আনা হয়েছে টেলিভিশন এবং ওটিটি তারকা ঋদ্ধি ডোগরাকে। যদি তাই হয়, ঋদ্ধির কেরিয়ারেও এটি বড় বাঁক হবে বলে মনে করছেন অনুরাগীরা।

‘মর্যাদা লেকিন কাব তাক?’, ‘সাবিত্রী’, ‘ও ‘আপনা সা’সহ বহু টেলিভিশন ধারাবাহিকের জনপ্রিয় মুখ তিনি। তাকে শেষ দেখা গিয়েছিল ‘দ্য ম্যারিড ওম্যান’ সিরিজে।

২০২৩ সালের ইদের দিনে মুক্তি পাওয়ার কথা ছিল মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’র। কিন্তু মুক্তির দিন পিছিয়ে যাওয়ার কথা কিছু দিন আগেই ঘোষণা করে যশ রাজ ফিল্মস। খবর ভাগ করে নেন সালমানও। শুটিং পরিকল্পনায় বড়সড় কোনও রদবদল হতে চলেছিল কি? তাই কি পিছিয়ে গেল মুক্তি? সেটে নতুন অভিনেত্রীর আগমনের কথা এখনও প্রকাশ্যে আনেননি কেউই।