গাংনী থানা পুলিশের অভিযানে ৫ টি মামলার আসামি গ্রেফতার

গাংনী থানা পুলিশের অভিযানে ৫ টি মামলায় আদালতের পরোয়ানাভূক্ত পলাতক আসামি তানভীর সাজ্জাদকে গ্রেফতার করেছেন।

গ্রেফতার তানভীর সাজ্জাদ গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়া এলাকার মিনাল হকের ছেলে।

বুধবার দিবাগত রাতে গাংনী থানার এসআই মাসুদ, এসআই আশিক, এএসআই জাহিদ সঙ্গীয় ফোর্সসহ ছাতিয়ান গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তানভীর সাজ্জাদকে গ্রেফতার করেন।

সিআর ১৭১৮/২২ নং মামলায় তাকে গ্রেফতার করার পর জানা গেছে, তার বিরুদ্ধে মোট ৫ টি মামলায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেছে।

গ্রেফতারকৃত তানভীর সাজ্জাদকে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




গাঁড়াবাড়িয়া মাঠে বর্গ চাষীর স্বপ্ন তছনছ

পূর্ব শত্রুতার জের ধরে বর্গা চাষীর দেড় বিঘা জমির ভূট্টাক্ষেত তছরুপ করেছে দূর্বৃত্তরা।

গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামের দৌলদগাড়ি মাঠে বুধবার দিবাগত রাতের কোনো এক সময় ভুট্টাক্ষেত কর্তন করা হয়েছে।

কৃষক সেন্টু মিয়া জানান, আমি গরীব চাষী। অন্যের জমি বর্গা নিয়ে ভূট্টার আবাদ করেছি। এই ভূট্টা ক্ষেত নিয়েই ছিল আমার স্বপ্ন। রাতের আধারে আমার সেই স্বপ্ন তছনছ করে দিয়েছে দূর্বৃত্তরা। তিনি অভিযোগ করে কিছুদিন আগে একই গ্রামের একজন চাষী আমার ধানের জমি দিয়ে ট্রলি নিয়ে যাচ্ছিল। আমি তাকে নিষেধ করার অপরাধে আমাকে মারধর করে। আমি হাসপাতালে ভর্তি ছিলাম। এবার তারাই আমার ভূট্টা ক্ষেত তছরুপ করেছে। আমার কোনো শত্রু নেই। আমার মত গরীব মানুষের ক্ষতি তারা ছাড়া কেউ করতে পারেনা। এঘটনায় কৃষক সেন্টু মিয়া তার বিচার দাবী করেন।




ডাক্তার হলেন সংগীতশিল্পী ঐশী

সংগীতশিল্পী ফাতিমা তুজ-জোহরা ঐশীর জীবনে যুক্ত হয়েছে আরেকটি সাফল্যের পালক। তিনি ডাক্তার হয়েছেন। গান গাওয়ার পাশাপাশি ঐশী এখন থেকে হৃদরোগীদের সেবায় কাজ করবেন।

শ্রোতা-ভক্তদের এ সুখবর জানিয়েছেন ঐশী নিজেই। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মঙ্গলবার তিনি জানান, বেসরকারি একটি হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যুক্ত হয়েছেন। তিনি করোনারি কেয়ার ইউনিটে দায়িত্ব পালন করবেন।

এমএইচ শমরিতা মেডিকেল কলেজ থেকে ঐশী ২০২১ সালে এমবিবিএস পাস করেন। মাঝে এক বছরের প্র্যাকটিস সেশন শেষ করে ১ নভেম্বর যোগ দিলেন সেখানে।

বিষয়টি নিয়ে ঐশী বলেন, পড়াশোনার সময় থেকে ইন্টার্নশিপ পর্যন্ত আমার খুব ভালো লাগে কার্ডিওলজি বিভাগের সিসিইউ ডিউটি। যদিও সব মিলিয়ে আমার মেডিসিন বিভাগ পছন্দ। কিন্তু মেডিসিনের মধ্যে কার্ডিওলজিটা আমাকে বরাবরই টানে। জীবনের প্রথম চাকরিটাই সিসিইউ-কার্ডিওলজি দিয়ে শুরু হলো- এটিই বড় আনন্দ। চিকিৎসা পেশায় দক্ষতা বাড়াতে চাই। মানুষের সেবা করতে চাই।

ঐশীর বাবা আবদুল মান্নান চলতি বছরের ২০ মার্চ হার্টঅ্যাটাকে অকালে মারা যান। বাবার কথা ভেবেই হয়তো কার্ডিওলজি বিভাগে দায়িত্ব পালন করতে চান বলে জানান ঐশী।

চলতি বছরই ঐশী পর পর দুটি হিট গান উপহার দেন। এর একটি ‘দুষ্টু পোলাপাইন’, অন্যটি ‘গাড়ির ম্যাকানিক’।




গাংনীতে মাদকসেবীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

গাঁজা সেবনের অপরাধে বেদ আলী (৬২) নামের এক মাদক সেবীকে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড ও ১ শ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। বেদ আলী গাংনী উপজেলার বাওট গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরের দিকে গাংনী উপজেলা পরিষদ চত্তরে ভ্রাম্যমান আদালত বসে এ দন্ড দেন।

এর আগে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে নিয়ে আসেন।

বেদ আলী তার দোষ স্বীকার করায় আদালত তাকে এ দন্ড দেন।




গাংনীর ধলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিক্ষার মানোন্নয়নে মত বিনিময় সভা গাংনীর ধলা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর ১২ টার সময় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কাথুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার

স্বাগত বক্তব্য রাখেন ধলা মাধ্যমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কুলের ছাত্র ছাত্রী বৃন্দি উপস্থিত ছিলেন।




মেহেরপুরে নানা আয়োজনে জেল হত্যা দিবস পালিত

মেহেরপুরে জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজনে জেল হত্যা দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাড়ির সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, সাধারণ সম্পাদক  ও বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিনসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ জাতীয় দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন। পরে জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক এম এ খালেক সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, যুব মহিলা লীগ, কলেজ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, পৌর কাউন্সিলর রোকসানা কামাল।




মেহেরপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৭ জন আহত

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদীতে আলমসাধু ও মোটরাসাইকেলের সাথে সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। আহতরা হলেন বারাদী গ্রামের মজিবুর রহমান (৫০), সাদু মিয়া (৬৫) ও মোমিনপুর গ্রামের আফজাল আলী (৬৫)।

স্থানীয়দের সহযোগিতায় দমকলকর্মীরা এদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। এসময় আলগামনে থাকা মাছ রাস্তার উপর ছিটকে পড়ে এক মাছ ব্যবসায়ীর প্রচুর ক্ষতি হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৮ টার দিকে বারাদী নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

অপর দিকে বুধবার দিবাগত রাতে গাংনী-কাথুলি সড়কের চৌগাছা পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক সড়ক দুর্ঘটনায় প্রায় ৭ জন আহত হয়েছেন।

আহতের মধ্যে রয়েছেন, , চৌগাছা গ্রামের পারভেজ হোসেন (১৫), লিখন (১৬), হৃদয় হােসেন (১৫), আলগামন চালক আহসান আলী (৪০) ও হাসিবুল ইসলাম (২২), আলী হোসেন (২৪) ও মাসুম হােসেন (৩৪)। ভ্যানকে সাইড দিতে গিয়ে আলগামনটি রাস্তার উপর উল্টে পড়লে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।




দুর্বৃত্তের গুলিতে জনপ্রিয় মার্কিন র‍্যাপার নিহত

যুক্তরাষ্ট্রের হিউস্টনে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন ব্যান্ড মিগোসের র‌্যাপার টেকঅফ। তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন ভক্ত ও অনুরাগীরা। তার মৃত্যুতে দেশটির সংগীতাঙ্গনে নেমেছে শোকের ছাঁয়া।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে একটি পার্টিতে তার চাচা ও ব্যান্ডের সহযোগীর সঙ্গে দাবা খেলার সময় তাকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হামলাকারীকে গ্রেফতারে অভিযান চলছে। তবে ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে, বিষয়টি জানা যায়নি।

২০০৮ সালে হিপহপ ব্যান্ড ‘মিগোস’ গঠন করেন টেকঅফ। ২০১৩ সাল ‘ভারসাচে’ গান মুক্তির পর বিশ্বব্যাপী খ্যাতি পায় তার ব্যান্ড।

২৮ বছর বয়সি এ তারকার আসল নাম কিরশ্নিক খারি বল। চলতি বছরের শুরুতে দলে ভাঙন দেখা দিলেও ‘ব্যাড অ্যান্ড বুজি’, ‘ভার্সেস’ ও ‘ওয়াক ইট টক ইট’সহ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেছে মিগোস।

বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টার দিকে হিউস্টনের ৮১০ বিলিয়ার্ডস ও বোলিং অ্যালির বাইরে একটি বারান্দায় উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়।

নিরাপত্তারক্ষীরা গুলির শব্দ শুনতে পেলেও কে গুলি করেছে তা দেখতে পাননি।

পুলিশ জানায়, গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তারা গুলিবিদ্ধ একজনকে দেখতে পান। ঘটনাস্থলেই তার মৃত হয়।

ঘাতককে ধরতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এ ছাড়া খারির জন্য জনসাধারণের কাছে আবেদন করেছেন নিরাপত্তারক্ষীরা।

হত্যার শিকার হওয়ার আগে বোলিং অ্যালিতে নিজের তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন টেকঅফ। ছবিতে পরিধান করা পোশাকেই তার মরদেহ উদ্ধার করা হয়।




মিরপুরে নবাব সিরাজউদ্দৌলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

কুষ্টিয়ার মিরপুরে নবাব সিরাজউদ্দৌলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আহাম্মদ আলী।

কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারুইপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার ছানাউল্লাহ।

কলেজের বাংলা বিভাগের প্রভাষক মুজতবা কামালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎসাহী সদস্য উফান আলী মেম্বার, কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক হামিদুল ইসলাম, মশান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মজিদ, বলিদাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলম স্বপন, ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুজ্জামান, মশান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদা খাতুন (মলিনা), হাজরাহাটি যৌথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ, কেএসএস নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কুমার বিশ্বাস, তেঘরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা পারভীন, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আজিবার রহমান, বীর মুক্তিযোদ্ধা রেজন আলী, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রমোশন অফিসার ইমাম মেহেদী, ট্রাষ্টি সদস্য জুলফিকার প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন প্রথম বর্ষের শিক্ষার্থী হৃদয় আলী এবং বিদায়ী শিক্ষার্থী সুলতান আহমেদ।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন কাউসার আলী।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে দক্ষভাবে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের ব্যাপক ভূমিকা পালন করতে হবে বলেও জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, মাদক থেকে দূরে থাকতে হবে, মেধা মননশীলতায় কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ হয়ে মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তাই শিক্ষা অর্জনের পাশাপাশি মানবিক মানুষ হিসেবে নিজেদের জীবন গড়ে তুলতে তারা শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। এছাড়া আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন বিষয়ের উপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ মুলক বিভিন্ন বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য ক্লিয়ার ফাইল, কলম, নোট ও স্কেল হিসেবে প্রদান করা হয়।




আলমডাঙ্গায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

আলমডাঙ্গার খেজুরতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর ঘটনায় তদন্তে সত্যতা পেয়েছে শিক্ষা অফিস।বুধবার (২ নভেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তদন্তে বেরিয়ে আসে কাজ না করেও ভুয়া বিল দেখিয়ে ৪০ হাজার টাকা লুটপাট করে ।

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। দুর্নীতিবাজ প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে বিভাগীয় শাস্তির দাবি তোলেন ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় শিক্ষার্থীদের অবিভাবকেরা।

স্থানীয় সূত্র জানায়, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নে অবস্থিত খেজুরতলা প্রাথমিক বিদ্যালয়। গত কয়েক বছর যাবৎ খেজুরতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তাসলিমা খাতুন দায়িত্বপালন করে আসছে।

ওই স্কুলে সাবেক সভাপতি হিসাবে দায়িত্বপালন করে খেজুরতলা গ্রামের জলিল মন্ডল। গত ৯ বছর যাবৎ তিনি এ দায়িত্বপালন করেন। বর্তমানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শরিফুল ইসলাম।

গত কিছুদিন পূর্বে খেজুরতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর ঘটনায় উত্তেজনা বিরাজ করে। স্থানীয় গণমাধ্যমে দুর্নীতির অভিযোগে সংবাদ প্রকাশ পায়। স্কুল কমিটির পক্ষ থেকে আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর দুর্নীতির অভিযোগ তুলে লিখিত প্রদান করেন।

লিখিত অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী দুই শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম ও রশিদুল ইসলাম দুর্নীতির তদন্ত শুরু করে।

বুধবার সকাল ১১ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত এ তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। তদন্তে ২০২০-২১ অর্থ বছরে বিভিন্ন খ্যাত দেখিয়ে ভুয়া বিল ভাউচারে ২৮ হাজার ও ২০২১-২২ অর্থ বছরে ১২ হাজার টাকা লোপাট করে।

এ ঘটনায় আলমডাঙ্গা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম জানান, সকাল থেকে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়। তিনি মোট ৪০ হাজার টাকা লোপাট করে।

তিনি আরো জানান, তদন্ত প্রতিবেদন পাঠানোর পর উপজেলা শিক্ষা অফিস তার বিরুদ্ধে কি পদক্ষেপ নিবেন তা পরবর্তীতে জানানো হবে।

ম্যানেজিং কমিটির সভাপতি শরিফুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক মনগড়া ভাবে বিল ভাউচারের মাধ্যমে টাকা লুটপাট করেছে। তদন্তে তার বিলের সাথে কাজ দেখাতে পারিনি।