‘পুষ্পা টু’ থেকে বাদ পড়া নিয়ে যা বললেন রাশমিকা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

রাশমিকার ‘পুষ্পা’ সিনেমাটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। এ পর্যন্ত যতটা যশ-খ্যাতি কুড়িয়েছেন তার সবই দক্ষিণী সিনেমার কল্যাণে। কিন্তু গুঞ্জন উঠেছে ‘পুষ্পা টু’ সিনেমায় নাকি থাকছেন না রাশমিকা।

‘পুষ্পা টু’ থেকে বাদ পড়ার প্রশ্নে রাশমিকা এতদিন মুখে কুলুপ আঁটলেও, সম্প্রতি মুখ খুলেছেন। তিনি বলেন, অনেক দিন ধরেই দেখছিলাম, সবাই ভেবেই নিয়েছেন ‘পুষ্পা টু’তে আমি নেই। এটা ভিত্তিহীন এবং গুজব। কারণ, ইতোমধ্যে এই ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি আমি। খুব শিগগিরই কাজ শুরু করব আমরা।

অনেক বড় আয়োজনেই এই সিনেমার কাজ শেষ হবে বলে জানিয়েছেন ‘পুস্পা’খ্যাত এই অভিনেত্রী। ছবিতে পুষ্পা রাজের চরিত্রে অভিনয় করবেন আল্লু অর্জুন। প্রেমিকা শ্রীবল্লির চরিত্রে দেখা যাবে রাশমিকাকে। সেই সঙ্গে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন ফাহাদ ফাসিল।

উল্লেখ্য, রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বারিসু’। গত ১১ জানুয়ারি মুক্তি পেয়েছে এটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন থালাপাতি বিজয়। ‘মিশন মজনু’ ছাড়াও ‘অ্যানিমেল’, ‘পুষ্পা টু’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

এ ছাড়া সম্প্রতি ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে রাশমিকার।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।




গার্ড অব অনার কী মুড়ির মোয়া?

কম্বল বিতরণের অনুষ্ঠানে এক দাতা নারীকে গার্লস ইন গাইড সদস্যদের দিয়ে গার্ড অব অনার প্রদান করায় সমালোচনার মুখে পড়েছেন প্রশিক্ষক মিজানুর রহমান। একই সঙ্গে বিতর্কের মুখে পড়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানও। তবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষক মিজানুর রহমানকে প্রতিষ্ঠান থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

গত বুধবার বিকালে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠান প্রধান দাবী করেন, এ অনুষ্ঠানের তার কোন অনুমতি নেওয়া হয়নি বা তিনি কিছুই জানেন না। তবে অনুষ্ঠানে দেখা গেছে প্রতিষ্ঠানের কর্মচারীরা ওই অনুষ্ঠানে সহযোগীতা করেছেন।

শীতবস্ত্র বিতরণের মত একটি অনুষ্ঠানে বস্ত্রদাতা নারীকে গার্ড অব অনার প্রদানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। কেউ লিখেছেন, বিশেষ কোন অনুষ্ঠান ছাড়া গার্ড অব অনার প্রদান করা উচিত হয়নি। কেউ লিখেছেন কম্বলের নিচে গার্ড অব অনার বন্দি, কেউ লিখেছেন একজন বিতর্কিত নারীকে কেন গার্ড অব অনার প্রদান করা হলো। আর সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের সমালোচনা করতেও ছাড়েননি নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও মেহেরপুরের বিভিন্ন সংগঠনের সংগঠকরা মেহেরপুর প্রতিদিনকেও তাদের সংক্ষুব্ধতার কথা জানান।

একটি ফেসবুক পেজে লাইভ ভিডিওতে দেখা গেছে, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অর্ধশত গার্লস ইন গাইডের মেয়ে ওই নারীকে বিদ্যালয়ের প্রধান ফটক থেকে অভিভাদন দিয়ে ক্যাম্পাসের ভিতরে নিয়ে আসছেন। পরে রাষ্ট্রিয় গার্ড অব অনারের মত করে তাকে গার্ড অব অনার প্রদান করে এবং প্যারেড পরিদর্শন করেন। পরে তিনি মেয়েদের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে সোয়েটার ও কম্বল বিতরণ করেন।

এ ব্যাপারে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান বলেন, প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক প্রশিক্ষক মিজানুর রহমান প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পরে আমাদের বিনা অনুমতিতে মেয়েদের দিয়ে একজন নারীকে গার্ড অব অনার প্রদান করেছেন। যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এর সাথে শিক্ষা প্রতিষ্ঠানের কোন সম্পর্ক নেই।

তিনি বলেন, তিনি যেহেতু মৌখিকভাবে চুক্তিভিত্তিক প্যারেড প্রশিক্ষকের দায়িত্ব পালন করতেন। সে হিসেবে মৌখিকভাবে তাকে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে। যেহেতু এ ধরণের একটি কাণ্ড তিনি ঘটিয়েছেন, যার কারণে এতে করে যদি আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্যারেডে আমাদের প্রতিষ্ঠান অংশ নিতে নাও পারে, তাতেও তাকে আর প্রতিষ্ঠানে আসতে দেওয়া হবে না।

মেহেরপুর জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বলেন, স্কাউটসে এ ধরণের গার্ড অব অনার প্রদানের কোন বিধান নেই। তারপরও মিজানুর রহমান গার্লস গাইড মেয়েদের দিয়ে এ ধরণের কাজ করেছেন। বিষয়টি নিয়ে অভিযোগ পেলে জেলা প্রশাসক স্যারের সাথে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে।




তিন সেকেন্ডেই কণ্ঠস্বর নকল করবে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা

মাত্র তিন সেকেন্ডে অডিও রেকর্ড বিশ্লেষণ করে কণ্ঠ নকল করতে পারবে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। প্রযুক্তিটি বিস্ময়কর হলেও এ নিয়ে শঙ্কাও রয়েছে। কেননা, সাইবার অপরাধীরা এ প্রযুক্তি ব্যবহার করতে পারে বলে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ প্রযুক্তির নাম ভ্যাল-ই। মিশ্র প্রতিক্রিয়া তৈরি হওয়া মাইক্রোসফটের এ প্রযুক্তি অবশ্য সবার জন্য উন্মুক্ত নয়। সেই পরিকল্পনাও নেই। তবে উল্টোপিঠে অনেকেই বলছেন, যাঁরা কোনো কারণে কণ্ঠস্বর হারিয়ে ফেলেছেন, তাঁরা নিজের কণ্ঠস্বর শোনার অভিজ্ঞতা পাবেন।

যার কণ্ঠ নকল করা হবে, তার সম্মতি নিয়েই এ কার্যক্রম পরিচালনা করবে মাইক্রোসফট। ভ্যাল-ই প্রযুক্তিকে ৬০ হাজার ঘণ্টা ধরে ইংরেজি ভাষায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এটি আমেরিকান, ব্রিটিশ ও বিভিন্ন ইউরোপীয় উচ্চারণে কণ্ঠ নকল করতে পারবে। লিখিত পাণ্ডুলিপি থেকে কণ্ঠস্বর তৈরি করবে ভ্যাল-ই।

টুইটারে অনেকেই প্রযুক্তিটি নিয়ে মন্তব্য করেছেন। অনেকে বলছেন, এ প্রযুক্তি কণ্ঠশিল্পীদের জন্য বিপদ ডেকে আনবে। আবার কেউ কেউ বলেছেন, প্রয়াত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মতো কণ্ঠস্বর হারানো ব্যক্তিদের জন্য এটি দারুণ উদ্ভাবন।

সূত্র: ডেইলি মেইল




দর্শনায় মুক্ত সমাজ গড়ার লক্ষে জনসতেনতা মুলোক উঠান বৈঠক

দর্শনা পৌর এলাকায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নিযার্তন, ইভটিজিং ও আত্মহত্যা প্রবনতা প্রতিরোধ ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষে জনসতেনতা মুলোক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকাল ৪টায় দর্শনা থানার ২নং বিট পুলিশিং আয়োজনে পৌর এলাকার পরাণপুর সরকারী স্কুল মাঠে বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়িচ্ছি প্রতিপাদ্য বিষয় নিয়ে গ্রামবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দর্শনা পৌরসভার ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সোলায়মান হোসেনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দর্শনা থানার অফিসার্স ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর। তিনি এলাকার জন সাধারণের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ, নারী নিযার্তন, ইভটিজিং ও আত্মহত্যা প্রবনতা প্রতিরোধ ও বাল্যবিবাহ মুক্ত সমাজ করতে আমিসহ আমার পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। সেই সাথে গ্রামবাসী যদি আমাদের সহযোগিতা করেন, তাহলে দ্রুত সমাজ থেকে মাদক ও সন্ত্রাসসহ সকল অপকর্ম দুর হবে।

এছাড়া উপস্থিত সকলকে তাদের ছেলে-মেয়েদের নৈতিক শিক্ষা দিয়ে মানুষের মত মানুষ করে গড়ে তুলার পরামর্শ দেন এবং তিনি আরো বলেন, মেয়ে সংসারের বোঝা নয় তাদের লেখাপড়া করিয়ে সম্পদ করে গড়ে তুলতে হবে। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্সেপেক্টর অপারেশন নিরব হোসেন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, স্কুলের প্রধান শিক্ষক কামরুল হাসান হিরো, ৫নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ফরজে আলী। এছাড়া আরো উপস্থিত ছিলেন, আলতাফ হোসেন মন্ডল, আবু বক্কর, শাহজুল ইসলাম ও আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা থানার তদন্ত কর্মকতার্ আহম্মেদ আলী।




৩৫১ জনকে নিয়োগ দেবে জনতা ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘অফিসার’ পদে মোট ৩৫১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

অফিসার – রুরাল ক্রেডিট/ আরসি।

পদসংখ্যা

মোট ৩৫১ জন।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না। অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে অনূর্ধ্ব ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে (https://erecruitment.bb.org.bd) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৯ ফেব্রুয়ারি, ২০২৩।

সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট

বিস্তারিত বিজ্ঞপ্তিতে




মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হৃদরোগ আক্রান্ত, হাসপাতালে ভর্তি

মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এ্যাড. আব্দুস সালাম হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

গত সোমবার তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে সেখানে ভর্তি করা হয়। তার দ্রুত সুস্থতা কামনা ও শারিরীক অবস্থার খোজ নিতে মেহেরপুরের আওয়ামী লীগ নেতারা তাকে দেখতে যান।

মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তি, সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনসহ বেশ কয়েকজন নেতা তাঁকে দেখতে যান এবং শারিরীক খোজ খবর নেন। তাঁর শারিরীক অবস্থার উন্নতি হয়েছে বলেও জানান।




মেহেরপুরে অনলাইন জুয়া মামলার আসামি হেলাল গ্রেফতার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুরে অভিযান চালিয়ে অনলাইন জুয়া মামলার এজাহারনামীয় আসামি মো: হেলালকে গ্রেফতার করেছে মুজিনগর থানা পুলিশ।

বুধবার রাতে মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একটি টিম মহাজনপুর গ্রামের মাঠপাড়ার খয়রদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মো: হেলাল মহাজনপুর গ্রামের মো: জাকের আলীর ছেলে।
পরে গতকাল বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে জানা গেছে, মেহেরপুর জেলায় এক শ্রেণীর অসাধু লোক অনলাইন জুয়া IxBet, Lincbet, Melbet, Bet Winner, Walmart এর সাব-এজেন্ট হিসেবে কাজ করিতেছে এবং অনলাইন জুয়া  x Bet, Linchet Melbet, Bet Winner Ges Walmart

পরিচালিত অর্থ বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতিত মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ/নগন/রকেট/উপায় এর কতিপয় অসাধু সেলস রিপ্রেজেন্টেটিভ এর জোগসাজোশে অবৈধ ই-ট্রানজেকশন করছে। অনলাইন জুয়া IxBet, Linchet, Melbet, Bet Winner G Walmart সহ বিভিন্ন অনলাইন জুয়ার সাইটের সাব এজেন্টরা ভূয়া তথ্য দিয়ে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অনলাইল মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ/নগদ /রকেট/উপায় এর কতিপয় অসাধু সেল রিপ্রেজেন্টেটিভ এর মাধ্যমে ব্যবসয়িক এজেন্ট সিম নিবন্ধন করে করছে।
গত ২০ অক্টোবর মাহফুজুর রহমান জয়, আক্তারুজ্জামান আক্তার, তরিকুল ইসলাম, রুবেল হোসেন কে গ্রেফতার করেন। গ্রেফতারকালে তাহাদের নিকট থেকে আলামত হিসেবে ৭টি মোবাইল ফোন, অনলাইন জুয়ার লেনদেনের ৫০ হাজার টাকা, ২৩টি বিভিন্ন কোম্পানীর সিমকার্ড যাহার মধ্যে ২ টি এজেন্ট সিমকার্ড, অনলাইন জুয়া 1xbet এর ০১ (এক) টি চ্যানেল, অনলাইন জুয়া bet winner এর ০৪ (চার) টি চ্যানেল উদ্ধার করেন। এছাড়া গত ১৩ নভেম্বর মোঃ সাইদুর ইসলাম, সুমন খন্দকার, রফিকুল ইসলাম গ্রেফতার করে তাদের নিকট থেকে অনলাইন জুয়ার আলামত হিসেবে ৫টি মোবাইল ফোন, ৯ টি বিভিন্ন কোম্পানীর সিমকার্ড যার মধ্যে ১টি এজেন্ট সিমকার্ড, অনলাইন জুয়া 1xbet এর ১ টি চ্যানেল উদ্ধার করা হয়। ওই মামলার এজাহারনামীয় আসামি মো: হেলাল।




পৌষপার্বণ – কনক কুমার প্রামানিক

পৌষপার্বণ এলে ঘরে
খুশি প্রতি ঘরে
শীতের পিঠার মজা বাড়ে
পৌষ এলে পরে।

মিষ্টি পিঠায় প্রাণ ভরে
রোদে বসে খেলে।
স্বাদে ভরা মজার পিঠা
বাংলাতেই মেলে।

পৃথিবীর আর কোথাও
এ পরব নাই,
তৃপ্তি নিয়েই পিঠা খাই
বার বার চাই।

বছর ঘুরে পৌষের শেষে
পড়ে যায় ধুম
সারারাতই পিঠা বানাতে
চোখে নেই ঘুম।




দর্শনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ২

দর্শনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে দু’সহদর রাজ্জাক ও ওয়াসীমকে মাদক সহ আটক করা হয়েছে। এদের মধ্যে একজনকে ইয়াবা ও অপরজনকে ফেনসিডিল সহ আটক করা হয়।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, আজ বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে চুয়াডাঙ্গা জেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটে ও সরকারি কমিশনার মোঃ সাদাত হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয় দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামে। এ সময় দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের স্কুলপাড়ায় অভিযান পরিচালনাকালে আনারুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (৩০) বসতঘরে তল্লাসী চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ তাকে আটক করা হয়।

পরে আটককৃত আসামীকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

এ রায় প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটে ও সহকারি কমিশনার মোঃ সাদাত হোসেন।

পৃথক আরেকটি অভিযানে আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে একই অভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের স্কুলপাড়ায় রাজ্জাকের বড় ভাই ওয়াসিমের (৩৬) নিজ বসতঘরে। এ অভিযানে তার বসতঘর হতে ৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

আটককৃত আসামী ওয়াসীমের বিরুদ্ধে দর্শনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ওয়াসিমের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করেছে।




কুমারখালীতে ৮ ইটভাটার মালিককে ২০লক্ষ টাকা জরিমানা

কুষ্টিয়ার কুমারখালীতে ৮টি ভাটা মালিককে ২০ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত চর সাদিপুর ইউনিয়নের বিভিন্ন অবৈধ ইটভাটায় অভিযান চালান উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর।

অভিযানে ভাটার বৈধ কাগজপত্রাদি না থাকায়, ফসলি জমি ব্যবহার, কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোসহ নানাবিদ অপরাধে ৮টি ভাটা মালিককে ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ – পরিচালক মো. আতাউর রহমানসহ জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, র‍্যাব, পুলিশসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

অর্থদণ্ড প্রাপ্ত ভাটাগুলো হলো-এআরবি ব্রিকস, এমএমএ ব্রিকস, এবিসি ব্রিকস, এমএসবি ব্রিকস, কেআরবি ব্রিকস, আরজেডবি ব্রিকস, এসএএন ব্রিকস, এইচ আর বি ব্রিকস।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মো. আমিরুল আরাফাত বলেন, বৈধ কাগজপত্রাদি না থাকায়, কৃষি জমি ব্যবহার, কয়লার বদলে কাঠ পোড়ানো সহ নানাবিদ অপরাধের দায়ে আট ভাটা মালিককে ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সময় স্বল্পতার কারণে সব গুলো ভাটায় অভিযান চালানো যায়নি। পর্যায়ক্রমে সব অবৈধ ভাটায় অভিযান চালানো হবে বলে জানান তিনি।

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ – পরিচালক মো. আতাউর রহমান বলেন, অবৈধ ভাটা উচ্ছেদে নিয়মিত অভিযান চালাচ্ছেন তাঁরা। যোগাযোগ ব্যবস্থা না থাকার কারনে চরসাদিপুরে এক্সক্যাভেটর দিয়ে ভাটা গুড়িয়ে দেওয়া সম্ভব হয়না।