‘ব‌্যাচেলর পয়েন্ট’র মুসাফির বাচ্চুর নিয়ে নতুন টুইস্ট

পরিচালক কাজল আরেফিন অমির ‘ব‌্যাচেলর পয়েন্ট’। নাটকটির জনপ্রিয়তার কারণে বর্তমানে এর চতুর্থ সিজন চলছে। এই সিজনেও ইউটিউবে নাটকের পর্বগুলো পাচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ।

সোমবার (২৮ নভেম্বর) ইউটিউবে উন্মুক্ত হবে নাটকটির নতুন পর্ব। এই পর্বে গ্রেফতার হন ‘লগে আছি ডটকম’-এর এমডি মুসাফির সৈয়দ বাচ্চু। এদিন বিকেলে অমি নাটকের দৃশ্যটি প্রকাশের মাধ্যমে দর্শকদের টুইস্টটি দেন।

গল্পের প্রয়োজনেই নাটকের এই চরিত্রটি তৈরি করা হয়েছে জানিয়ে নির্মাতা অমি গণমাধ্যমকে বলেন, ‘এই নাটকে সবার প্রিয়, এলাকার বড় ভাই বাচ্চু ‘লগে আছি ডটকম’ থেকে কোটি কোটি টাকার অর্ডার নেয়। কিন্তু ডেলিভারিগুলো ঠিকঠাক মতো দিচ্ছে না। সে জন্য পাবলিক তার বিরুদ্ধে মামলা করে। এবং তাকে গ্রেফতার করা হয়। শেষ পর্যন্ত কী ঘটে জানতে হলে দর্শকদের নাটকটি দেখতে হবে।’

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের যাত্রা শুরু ২০১৭ সালে। চলতি বছরের শুরুর দিকে তৃতীয় মৌসুম শেষ হওয়ার পর চতুর্থ মৌসুমের প্রচার শুরু হয়।

এতে মারজুক রাসেল ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ।




গাংনীতে স্বাস্থ্য বিভাগের অভিযানে রোহান বিড়ি জব্দ

গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে পুরাতন স্বাস্থ্য সম্বলিত বিপুল পরিমান রোহান বিড়ি জব্দ করেছে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (২৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে গাংনী উপজেলার গাড়াবাড়িয়া বাজারে রুবেল স্টোর, আবু সাঈদ স্টোর, আকাশ-অয়ন স্টোর এবং মেসার্স নিপা এন্টারপ্রাইজ অভিযান চালিয়ে এই বিড়ি জব্দ করা হয়।

মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।




মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডির পক্ষপাতমূলক আচরণ

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সার ডিলারদের মধ্যে বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শংকর কুমার মজুমদারের বিরুদ্ধে।

বরাদ্দটি বিসিআইআইসি ও বিএডিসির বীজ ও সার ডিলরাদের মধ্যে বন্টন করার নির্দেশ থাকলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মেহেরপুর জেলার উপ-পরিচালক (ডিডি) শংকর কুমার মজুমদার অনিয়মের আশ্রয় নিয়ে শুধুমাত্র বিসিআইসি সার ডিলারদের মধ্যে বরাদ্দ দেন। এতে ক্ষোভ বিরাজ করছে বিএডিসির বীজ ও সার ডিলারদের মাঝে।

এতে জেলার জন্য বরাদ্দ সার একটি সিন্ডিকেটের কাছে কুক্ষিগত হবে, যা সব এলাকার কৃষকরা ঠিকমত সারও পাবেনা, এমন অভিযোগ বিএডিসি’র সার ও বীজ ডিলারদের।

এনিয়ে গতকাল রবিবার সকালের দিকে বিএডিসি সার ডিলাররা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি’র কাছে আসলে বরাদ্দের বিষয়ে ভুল স্বীকার করে পূনরায় সমবন্টনের আশ্বাস দেন তিনি।

জানা গেছে, চলতি ২০২২-২৩ অর্থ বছরের বিএডিসির আমদানীকৃত ভর্তুকির আওতাভূক্ত নভেম্বর/২২ মাসে জেলার জন্য অতিরিক্ত উপ বরাদ্দের ১০০০ মেট্রিক টন ডিএপি ও ১০০০ মেট্রিক টন এমওপি সার বরাদ্দ দেয় কৃষি মন্ত্রণালয়ের সার অধিশাখা।

এই উপ বরাদ্দকৃত সার বিসিআইসি সার ডিলার ও বিএডিসি বিজ ডিলার যারা সার ডিলার হিসেবে নিবন্ধিত তাদের অনুকুলে বরাদ্দ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সেই নির্দেশ না মেনে উপ-পরিচালক গোপনে শুধুমাত্র বিসিআইসির ৩১ জন ডিলারদের বরাদ্দ দেন।

বরাদ্দকৃত এই সার ভর্তুকির নীতিমালা অনুসারে ডিলারের প্রতিটন ক্রয় মূল্য যথাক্রমে টিএসপি ২০ হাজার টাকা, এমওপি ১৩ হাজার টাকা ও ডিএপি ১৪ হাজার টাকা মুল্য নির্ধারণ করা হয়েছে। ডিলার পর্যায়ে সব্বোর্চ্ছ খুচরা বিক্রয়মুল্য প্রতি কেজি টিএসপি ২২ টাকা, এমওপি ১৫ টাকা ও ডিএপি ১৬ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

গাংনীর বিএডিসির বীজ ও সার ডিলার তৌাহিদ মূর্শেদ অতুল ও তরিকুল ইসলাম বলেন, আমরা প্রতি বছর সার বরাদ্দ নিয়ে সরকারের নিয়মনীতি মেনে বাজারজাত আসছি। অথচ, চলতি বছরের নভেম্বর মাসের চাহিদার অতিরিক্ত বরাদ্দের সার মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিএডিসির ডিলারদের বঞ্চিত করে শুধুমাত্র বিসিআইসি সার ডিলারদের বরাদ্দ দেন। পরে বিষয়টি নিয়ে আমরা রবিবার সকালের দিকে জেলা কৃষি অফিসের উপপরিচালকের সাথে দেখা করার পর সেটার সংশোধন করে আমাদেরও বরাদ্দ দেবেন বলে আশ্বাস দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে বিএডিসির কয়েকজন বীজ ও সার ডিলার অভিযোগ করেন, বিসিআইসির সার ডিলারদের দাবীর প্রেক্ষিতে জেলা কৃষি উপ-পরিচালক জেলায় সিন্ডিকেটের মাধ্যমে কৃত্তিম সার সংকট তৈরীর উদ্দ্যেশেই আমাদের বাদ দিয়ে শুধুমাত্র বিসিআইসি সার ডিলারদের বরাদ্দ দেন। এখানে মোটা অংকের অর্থনৈতিক লেনদেন হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

আমরা আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানানোর পর সেটার সমাধান করবেন বলে উপ-পরিচালক আশ্বাস দিয়েছেন। সার ডিলার মিজানুর রহমান, শাহিন হোসেন বলেন, এই সার সব ডিলারকে বরাদ্দ দিলে এলাকার সব ধরনের কৃষকরাই পাবেন। জেলার মাত্র ৩১ জনকে বরাদ্দ দিলে জেলার সব এলাকায় এই সার পৌছাতো না।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) শংকর কুমার মজুমদার বলেন, শুধুমাত্র বিসিআইসি সার ডিলারদের মধ্যে অতিরিক্ত চাহিদার সার বরাদ্দ ভুল হয়েছিল। এটা করেছিল উপজেলা কৃষি অফিসারবৃন্দ। আমার কাছে আসার পর এটির সমাধান করা হয়েছে। শুধুমাত্র বিসিআইসি সার ডিলাররা নয়, বিএডিসি বীজ ও সার ডিলারদেও বরাদ্দ দেওয়া হয়েছে।




গাংনীতে অগ্রনী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন

গাংনী উপজেলার ধানখোলা বাজারে অগ্রনী ব্যাংকের “অগ্রনী এজেন্ট ব্যাংকিং” শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ধানখোলা বাজারে ব্যাংকিং শাখার কার্যালয় উদ্বোধন করা হয়।

ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং ধানখোলা শাখার উদ্বোধন করেন অগ্রনী ব্যাংকের সহকারি মহা-ব্যবস্থাপক রোকন উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন, ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার সহকারি মহা-ব্যবস্থাপক ও শাখা প্রধান এমএইচ জগলুল পাশা, চুয়াডাঙ্গা শাখার প্রিন্সিপাল অফিসার এ এস এম এম কবীর, মেহেরপুর শাখা ব্যবস্থাপক আরিফ হোসেন।

পরে শাখা উদ্বোধন উপলক্ষে এলাকার সুধিদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অগ্রনী ব্যাংকের গাংনী শাখার ব্যবস্থাপক সাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অগ্রনী ব্যাংকের কুষ্টিয়া দুয়ার ব্যাংকির এর বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ অরুন চক্রবর্তি, ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান, ধানখোলা বাজার কমিটির সভাপতি ফারুক হোসেন, শাহিনুজ্জান মাস্টার,স্থানীয় আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, অগ্রনী ব্যাংকের ধানখোলা এজেন্ট শাখা (দুয়ার) এর পরিচালক আবু সাঈদ টোকন প্রমুখ।

ব্যাংকের মেহেরপুর শাখার প্রিন্সিপাল অফিসার রমেশ চন্দ্র সিকদার মতবিনিময় সভায় উপস্থাপনা করেন।




কোটচাঁদপুরে কিশোরদের সচেতনতা মূলক প্রশিক্ষন ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ

কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন ও প্রশক্ষনের সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে কোটচাঁদপুরের ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে এ সব সামগ্রী দেয়া হয়।

দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প(ইরেসপো) ২য় পর্যায় এ প্রশিক্ষণের আয়োজন করেন।

প্রশিক্ষনে সভাপতিত্ব করেন ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন আহম্মদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ইউনুছ আলী। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দিন।

প্রশিক্ষনের পর ছাত্রছাত্রীদের হাতে প্রশিক্ষন সামগ্রী তুলে দেয়া হয়। এ সামগ্রীর মধ্যে ছিল,স্যানেটারী প্যাড,খাতা,কলম।

জানা যায়, এ প্রকল্পের আওতায় কোটচাঁদপুরে দুইটি মাধ্যমিক বিদ্যালয় স্থান পেয়েছেন। যার মধ্যে ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও শেরখালী মাধ্যমিক বিদ্যালয়। এর উদ্দেশ্য সম্পর্কে কোর্স পরিচালক বলেন,এ প্রকল্পের মাধ্যমে ছাত্রীদেরকে বাল্যবিবাহ,যৌন হয়রানি সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। এ ছাড়া ছাত্রীদেরকে এর মাধ্যমে সঞ্চয়ী হিসেবে গড়ে তোলায় এ প্রশিক্ষিণের মূল লক্ষ্য।




মরক্কোর কাছে বেলজিয়ামের হারে ব্রাসেলসে দাঙ্গা

মরক্কোর কাছে রোববার গ্রুপের দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে বিস্ময়কর পরাজয়ে বিশ্ব র‍্যাংকিংয়ের দুই নম্বরে থাকা বেলজিয়ামের সামনে এখন বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। দলের এই পরাজয় মানতে না পেরে রাজধানী ব্রাসেলসের রাস্তায় হাজারো ফুটবল সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়ে। দাঙ্গা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করতে বাধ্য হয়।

এসময় বেশ কিছু সমর্থক দোকানে হামলা চালিয়ে দরজা জানালা ভাঙচুর করে, যানবাহনে আগুন ধরিয়ে দেয়, রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ প্রকাশ করতে থাকে। এমনকি ম্যাচ শেষে ডজনখানেক সমর্থক হুডি পড়ে মাথা ও মুখ আবৃত করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ব্রাসেলস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সাধারণ জনগনের নিরাপত্তার স্বার্থে তারা সবকিছু করতে বাধ্য হয়েছে। এসময় স্থানীয় এক সাংবাদিকদের মুখ আগুনে ঝলসে গেছে বলে বিবৃবিতে নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে ব্রাসেলসের কিছু কিছু নির্দিষ্ট স্থানে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাধারণ জনগনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে, বেশ কিছু রাস্তায় বেরিকেড দিয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে।

ব্রাসেলস মেয়র ফিলিপ ক্লোজ টুইটারে লিখেছেন, ‘আজ দুপুরে যা হয়েছে তা আমি স্বীকার করছি। পুলিশ তাদের শক্ত অবস্থান নিয়েছে। আমি সমর্থকদের এই মুহূর্তে সিটি সেন্টারে না আসার পরামর্শ দিব। সাধারণ জনগনের নিরাপত্তার স্বার্থে পুলিশের যা করা দরকার সেটা তারা করছে। যারা সমস্যা সৃষ্টি করছে তাদের আটকের নির্দেশ আমি দিয়েছি।




গাংনীতে অফিসের তালা ভেঙ্গে সরকারি নথি চুরির দায়ে একজন আটক

মেহেরপুরের গাংনী উপজেলা সমাজ সেবা অফিসের তালা ভেঙ্গে সরকারি নথিপত্র চুরির অপরাধে শান্ত মিয়া-(৩০) নামের এক ব্যাক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। আজ সোমবার দুপুরে নথিপত্র চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয় ।

এসময় তার কাছ থেকে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতার অনেক পাশবহি ও বিভিন্ন কাগজ পত্র জব্দ করা হয়। আটক শান্ত গাংনী পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ার আব্দুল কালাম আজাদের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

গাংনী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী জানান, সরকারি ই-সেবা চালু হওয়ার পর অনেক কাগুজে নথিপত্র ও পাশবহি বস্তা বন্দি করে রাখা হয়েছিল। সেই নথিপত্র ও বহি উপজেলা পরিষদ চত্বরে একটি কক্ষে রাখা হয়েছিল। সেগুলি তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যাচ্ছিল শান্ত নামের এক যুবক। উপজেলা পরিষদ চত্বরে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম জানান, তালা ভঙ্গে নথিপত্র চুরির ঘটনায় জড়িত শান্তকে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, শান্ত নামের এক যুবক আটক রয়েছে। তার বিরুদ্ধে সরকারি অফিসে তালা ভেঙ্গে কাগজপত্র চুরির অপরাধে নিয়োমিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।




মেহেরপুরে এসএসসি পরীক্ষার ফলাফলে সন্ধানী স্কুল এন্ড কলেজ জেলায় সেরা

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বরাবরের মত এবারও গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজ ১৩০ টি জিপিএ-৫ ও শতভাগ পাশ করে ফলাফলে মেহেরপুর জেলার শীর্ষে অবস্থান করছে। এই বিদ্যালয়টি থেকে ১৪৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৩০ জন জিপিএ-৫ ও শতভাগ পাশ করেছে।

মেহেরপুর শহরের জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে ৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশসহ জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন পরীর্ক্ষাথী।জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮৬ জন পরীক্ষায় অংশ নিয়ে ৪৬ জন জিপিএ-৫ পেয়ে শতভাগ পাশ করেছে। বেসরকারি এমপিওভূক্ত মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ফলাফলে জেলার শীর্ষে রয়েছে।

মেহেরপুর সরকারি মাধ্যমিক বালক উচ্চ বিদ্যালয় থেকে ২১১ পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২০৭ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে৭৮ জন, অকৃতকার্য হয়েছে ৪ জন। পাশের শতকরা হার ৯৮.১০ শতাংশ। মেহেরপুর সরকারি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৫৪ জন পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নিয়েছে ২৫২ জন। এদের মধ্যে ১২৫ জন জিপিএ-৫ নিয়ে মোট পাশ করেছে ২৪৭ জন। ৫ শিক্ষার্থী ফেল করেছে। শতকরা পাশের হার ৯৮.০২ ভাগ।

গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৯৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩১ জন জিপিএ-৫ পেয়ে পাশ করেছে ৯৬ জন। বিদ্যালয় থেকে মাত্র ১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ থেকে ২৩২ জন অংশ নিয়ৈ ১১১ জন জিপিএ-৫ পেয়ে পাশ করেছে ২২৬ জন। ৬ জন ফেল করেছে বিদ্যালয়টি থেকে। পাশের শতকরা হার ৯৭.৪১ ভাগ। এদিকে একই বিদ্যালয় থেকে ভোকেশনাল শাখায় পরীক্ষার্থী ছিলো ২২৩ জন। পাশ করেছে ২০৮ জন, ফেল করেছে ১৫ জন। শতকরা পাশের হার ৯৩.২৭ ভাগ।

মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১২০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩১ জন জিপিএ-৫ পেয়ে পাশ করেছে ১১০ জন। পাশের শতকরা হার ৯৩.২২ ভাগ। চেংগাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬১ জন পরীক্ষা দিয়ে ১৪ জন জিপিএ-৫ পেয়ে শতভাগ পাশ করেছে। শালদহ এসএআরবি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩৩ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নিয়েছে ৩২ জন। ৫ জন জিপিএ ৫ পেয়ে শতভাগ পাশ করেছে। বিবিএন মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪ জন জিপিএ-৫ পেয়ে মোট পাশ করেছে ৫২ জন, ধলা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪৬ জন অংশ নিয়ে ১৩ জন জিপিএ-৫ পেয়ে পাশ করেছে ৪৩ জন, এসকেএস মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮৫ পরীক্ষার্থী অংশ নিয়ে ১১ জন জিপিএ-৫ পেয়ে মোট পাশ করেছে ৭৯ জন, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৭৯ জন পরীক্ষায় অংশ নিয়ে ১ জন জিপিএ-৫ পেয়ে পাশ করেছে ৭২ জন, মেহেরপুর শহরের কবি নজরুল শিক্ষা মঞ্জিল থেকে ৩২ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৩১ জন। করমদী মাধ্যমিক বিদ্যালয় থেকে ১২৮ জন পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নিয়েছে ১২৪ জন। ১৬ জন জিপিএ-৫ পেয়ে মোট পাশ করেছে ১২১ জন।

চিৎলা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭৯ পরীক্ষার্থী অংশ নিয়ে ৬ জন জিপিএ-৫ পেয়ে পাশ করেছে ৭৮ জন, কাজীপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪ জন জিপিএ-৫ পেয়ে পাশ করেছে ৪৯ জন, বাওট সোলাইমানীয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ৫ জন জিপিএ-৫ পেয়ে পাশ করেছে ৬৮ জন, বাওট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২১ জন অংশ নেওয়ার কথা থাকলেও ২০ পরীক্ষার্থী অংশ নিয়ে ১ জন জিপিএ-৫সহ শতভাগ পাশ করেছে, কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩৭ জন পরীক্ষায় অংশ নিয়ে ৬ জন জিপিএ-৫ পেয়ে মোট পাশ করেছে ৩৫ জন, মটমুড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬৫ জন অংশ নেওয়ার কথা থাকলেও পরীক্ষা দিয়েছে ৬৩ জন। ৩ জন জিপিএ-৫ পেয়ে মোট পাশ করেছে ৬১ জন, হোগলবাড়িয়া হাজী ভরষ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৫ জন জিপিএ-৫ পেয়ে পাশ করেছে ৫৩ জন, বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭১ জন পরীক্ষায় অংশ নিয়ে ৩২ জন জিপিএ-৫ পেয়ে শতভাগ পাশ করেছে, গাঁড়াডোব মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭৪ জন অংশ নেওয়ার কথা থাকলেও পরীক্ষায় অংশ নিয়েছে ৭২ জন। ১৮ জন জিপিএ-৫ পেয়ে শতভাগ পাশ করেছে।

জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ১০ জন জিপিএ-৫ পেয়ে পাশ করেছে ৭০ জন, হাড়াভাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫৯ জন পরীক্ষায় অংশ নিয়ে ১ জন জিপিএ-৫ পেয়ে ৪৩ জন পাশ করেছে।

এবছর মেহেরপুর শহরের বিদ্যালয়গুলো থেকে গ্রামের মাধ্যমিক বিদ্যালয়গুলো ভাল ফলাফল করেছে বলে জানা গেছে।




গাংনীতে আইন সহায়তা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে উপজেলা আইন সহায়তা কমিটির উদ্যোগ দ্বি-মাসিক সভা করেছে উপজেলা আইন সহায়তা কমিটি।

সোমবার সকালে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আয়োজিত আইন সহায়তা মুলক সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আহম্মেদ আলী।

জেলা লিগ্যাল এইড কমিপির আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন,কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা,মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ,রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু,বামুন্দি ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল,ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক , জেলা লিগাল এইড প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।




গাংনীতে ‘কৃষক অ্যাপস’ এর মাধ্যমে খাদ্যশস্য সংগ্রহে প্রস্তুতি মুলক সভা 

গাংনীতে অ্যাপস এর মাধ্যমে আমন ধান সংগ্রহে প্রস্তুতি মুলক সভা করেছে উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকালে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুুতি মুলক সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আহম্মেদ আলী। উপজেলা খাদ্য অফিসার মনোয়ার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন,কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা,মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ,রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু,বামুন্দি ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল,ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক , কৃষক প্রতিনিধি ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

জানাগেছে, দেশের ৬৪ জেলার নির্বাচিত ২৭২টি উপজেলায় ‘কৃষক অ্যাপস’ এর মাধ্যমে কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহ করবে সরকার। তার মধ্যে গাংনী উপজেলায় অ্যাপস এর মাধ্যমে অনলাইনে আবেদন করে ধান,গম ও চাউল বিক্রি করতে পারবে সরকার। কৃষকের উৎপাদিত খাদ্যশস্য সরাসরি বিক্রির মাধ্যমে ন্যায্যমুল্য পেতে চালু করা হয়েছে ‘কৃষকের অ্যাপ’ অনলাইনে আবেদন করতে হলে এনআইড কার্ড, কৃষি থাকা বাধ্যতামুলক।

আজ থেকে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে অনলাইনে আবেদন করতে পারবে কৃষক। তার পর লটারির মাধ্যমে কৃষকদের নির্বাচিত করা হবে। যারা লটারিতে নাম উঠবে সেই সকল কৃষকরাই শুধুমাত্র তাদের উৎপাদিত খাদ্যশস্য বিক্রি করতে পারবেন।

কৃষকদের অনলাইনের বিস্তারিত জানতে ৩৩৩ নাম্বারে কল করলে বিস্তারিত সহায়তা পাওয়া যাবে। তবে কৃষকরা কিভাবে আবেদন করবেন,কিকি সুবিধা ও অসুবিধা রয়েছে এ নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন করা হলে তোপের মুখে পড়েন উপজেলা খাদ্য কর্মকর্তা মনোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিাতরা বলেন, প্রস্তুতি মুলক সভা হয়েছে অপ্রস্তুতিতে। এতে কৃষকদের ভোগান্তি বাড়বে এবং অনেক কৃষক আবেদন থেকে বঞ্চিত হওয়ার শংকা রয়েছে বলেও জানান অতিথিবৃন্দরা।

গাংনী উপজেলা খাদ্য অীফস জানান, এবছর আমন ধানের মুল্য নির্ধারণ করা হয়েছে ১১২০ টাকা মন। লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮০৭ মেঃটন। চাইলের মুল্য নির্ধারণ হয়েছে ১৬৮০ টাকা মন। লক্ষমাত্রা ১১৯ মেঃটন। সংগ্রহের সময় ১৭ নভেম্বর ২০২২ ইং তারিখ থেকে আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ইং পর্যন্ত।