টুইটার অ্যাকাউন্ট মুছে ফেললে বিপদ হতে পারে

টুইটারের নতুন মালিক ইলন মাস্কের হঠকারী বিভিন্ন সিদ্ধান্তে বিরক্ত হয়ে টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলছেন অনেকেই। এরই মধ্যে অ্যাকাউন্ট মুছে ফেলা ব্যক্তিদের করা ‘রিপ টুইটার’ বা শান্তিতে থাকুক টুইটার শীর্ষক হ্যাশট্যাগে ভরে গেছে খুদে ব্লগ লেখার সাইটটি। তবে টুইটার অ্যাকাউন্ট মুছে ফেললে বিপদ হতে পারে বলে সতর্ক করেছেন একদল নিরাপত্তা বিশেষজ্ঞ।

টুইটারের নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি অ্যাকাউন্ট মুছে ফেললেই সেই অ্যাকাউন্টের ইউজার নেম অন্য যেকোনো ব্যক্তি ব্যবহার করতে পারবেন। এ সুযোগ কাজে লাগিয়ে মুছে ফেলা অ্যাকাউন্টের নাম ব্যবহার করে ভুল তথ্য প্রচারের পাশাপাশি প্রতারণাও করতে পারে সাইবার অপরাধীরা। মুছে ফেলা অ্যাকাউন্টের অনুসারীরাও নাম দেখে বিভ্রান্ত হয়ে নতুন অ্যাকাউন্ট অনুসরণ করবে। ফলে অ্যাকাউন্ট মুছে ফেলার পর সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে ব্যবহারকারীদের।

সমস্যা সমাধানে টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলার বদলে সাময়িকভাবে নিষ্ক্রিয় রাখার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলার পর অনেকেই সামাজিক যোগাযোগের সাইট মাস্টোডোনে যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্রভি‌ত্তিক এ সাইটের কাজের ধরন এবং ইউজার ইন্টারফেস অনেকটা টুইটারে মতো। ফলে মাত্র এক মাসের মধ্যেই কয়েক লাখ নতুন ব্যবহারকারী বেড়েছে মাস্টোডোনের।
সূত্র: ফোর্বস




মেহেরপুরের সন্তান মুহিত আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের কো অর্ডিনেটর নির্বাচিত

মেহেরপুরের কৃতি সন্তান মো: আব্দুল মুহিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা “আইন সহায় কেন্দ্র ফাউন্ডেশ” বাংলাদেশের কো অর্ডিনেটর নিযুক্ত হয়েছেন।

আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমুন নাহার মো: আব্দুল মুহিতকে সংস্থার কো অর্ডিনেটর হিসেব নিয়োগ দেন।

উল্লেখ্য মো: আব্দুল মুহিত মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে। এর আগে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। এছাড়া তিনি একজন পাখি গবেষক।




গাংনীতে র‌্যাবের অভিযানে চোলাই মদসহ যুবক আটক

২৫ লিটার চোলাই মদসহ উজ্জ্বল হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে সিপিসি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) গাংনী কাম্পের সদস্যরা।

উজ্জ্বল হোসেন মহম্মদপুর গ্রামের পূর্বপাড়ার হাফিজুল ইসলামের ছেলে।

শনিবার (২৬ নভেম্বর) দিবাগত মধ্যরাতে গাংনী উপজেলার মহম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে ২৫ লিটার চোলাই মদসহ উজ্জল হোসেনকে আটক করা হয়।

সিপিসি-মেহেরপুর র‌্যাব-১২ সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর গাংনী ক্যাম্পের সদস্যরা মোহাম্মদপুর গ্রামের পূর্বপাড়ার হাফিজুল ইসলামের বাড়িতে তার বাড়িতে অভিযান চালায়। দোচালা টিনের ঘরের ভিতর থেকে ২টি সাদা প্লাস্টিকের কন্টেনারে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ উজ্জ্বল হোসেনকে আটক করেন। এ বিষয়ে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ৩২(ক) ধারায় একটি মামলার করে উজ্জল হোসেনকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।




মেহেরপুরে মিথ্যা মামলা করায় বাদীকে কারাদণ্ড এবং জরিমানা

মিথ্যা ও হয়রানি মূলক মামলা দায়ের করায় বাদীকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ম আদালত।

আজ রবিবার (২৭ নভেম্বর) মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহ্ এর আদালত এই আদেশ প্রদান করেন। মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালটের বেঞ্চ মো: জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, আসামি মো: আব্দুল গাফফারের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলাধীন বাওট গ্রামের জহির উদ্দিনের ছেলে মো. আজিজুল হকের ছেলে মো: গোলাম কিবরিয়া বাদী হয়ে তার চাচাতো ভাই মো: আব্দুল গাফফার এর বিরুদ্ধে ২০২০ সালে একটি ফৌজদারি মামলা দায়ের করেন।

আসামি মো: আব্দুল গাফফার বাদীর নিকট ১ শতক জমি বিক্রয় বাবদ ৯৫ হাজার টাকা নিলেও পরবর্তীতে জমি রেজিস্ট্রি করে দেননি বলে তিনি অভিযোগ করেন। পরবর্তীতে বাদী জমি বা টাকা ফেরত চাইলে আসামি জমি বা টাকা দেবেনা মর্মে দাবি করেন এবং প্রাণ নাশের হুমকি দেন বলে অভিযোগে আরও উল্লেখ করেন। কিন্তু বিচার শেষে আদালতের কাছে স্পষ্ট হয় যে, বাদীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক।

জালিয়াতির মাধ্যমে বায়নানামা সৃষ্টি করে এবং মিথ্যা বর্ণনায় আসামিকে হয়রানের উদ্দেশ্যে মামলাটি দায়ের করা হয়েছে মর্মে আদালতের নিকট প্রমাণিত হয়। ফলে আদালত আসামী বাওট গ্রামের আব্দুর রহমানের ছেলে মো: আব্দুল গাফফারকে খালাস প্রদান করেন। একই সাথে মিথ্যা মামলা করায় বাদী মো: গোলাম কিবরিয়াকে এক মাসের কারাদণ্ড দেন।

এর পাশাপশি ১,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদন্ডের রায় প্রদান করেন আদালত। ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারা অনুযায়ী মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করায় বাদীকে এই সাজা প্রদান করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।




ঝিনাইদহে নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

‘বাতাস ছুটুক তুফান উঠুক, দমব না থামব না’ এ শ্লোগানকে সামনে রেখে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্দ্যেগে রোববার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে দুর্বার নেটওয়ার্ক ঝিনাইদহ ও নারীপক্ষ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সদস্য শরিফা খাতুন, এন.এম শাহজালাল, হাফিজুর রহমান, ডাঃ রেজা সেকেন্দার, লামিয়া, রিতা সরকার, এ্যানিসহ অন্যান্যারা।

এসময় বক্তারা বলেন, সারা দেশে নারী নির্যাতনের প্রতিবাদ জানান। এসব বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।




ঝিনাইদহে র‌্যাবের অভিযানে ‘সাঈদ হত্যা’ মামলার ২২ আসামী গ্রেপ্তার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঞ্চল্যকর ‘সাঈদ হত্যা’ মামলার ২২ আসামীকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল।

রবিবার (২৭ নভেম্বর) ঝিনাইদহ র‌্যাব-৬ এর এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে, চাঞ্চল্যকর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাঈদ হত্যা মামলার পলাতক আসামীরা সদর থানা এলাকায় এবং মাগুরা জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি রাত দেড়টার দিকে মাগুরা জেলার সদর থানাধীন বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার মুলহোতা শৈলকুপা উপজেলার হানিফ মন্ডল (৪৩) ও তার সহযোগী রিয়াজ মন্ডল (২৩) কে গ্রেফতার করে এবং একই তারিখে ২টার দিকে র‌্যাবের পৃথক একটি অভিযানে ঝিনাইদহ জেলার সদর থানার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে একই উপজেলার আসামী রুহুল মোল্লা (৪৫), ইন্তাজ বিশ্বাস (৪০), হৃদয় বিশ্বাস(২৫), ঝন্টু বিশ্বাস(৪৮), শামীম বিশ্বাস(২৭), হাফিজ বিশ্বাস(৪০), গিয়াস বিশ্বাস(৫৫), হাসান শেখ(৪৮), সাইদুল বিশ্বাস(৫০), আমিরুল বিশ্বাস(৪৫), পলাশ বিশ্বাস(৩৫), এলাহী বিশ্বাস(৫০), আজিবার মন্ডল(৫১), রাজ্জাক মন্ডল(৪০), আনোয়ার বকস(৪২), ইমদাদ মন্ডল(৪৫), এনামুল মন্ডল(৩৮), সোহেল মন্ডল(২৮), ইদ্রিস মন্ডল(৫৫), ও সুলতান বকস((২০), কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।

উল্লেখ যে, উপজেলার উমেদপুর ইউনিয়নের দুই ইউপি সদস্যের আধিপত্য বিস্তাারকে কেন্দ্র করে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে গত ১৪ নভেম্বর উভয়পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর এক পর্যায়ে কফিল মেম্বারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মান্নান মেম্বারের লোকজনের উপর হামলা চালিয়ে ‘সাইদ হোসেন’ নামের এক যুবককে এলোপাথাড়ীভাবে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে হত্যা করে।

এ বিষয়ে গত ১৭ নভেম্বর ২০২২ তারিখে শৈলকুপা থানায় ভিকটিমের ভাই মোঃ রফিজ বিশ্বাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।




মিষ্টি ক্যাপশন লিখে মেয়েকে প্রকাশ্যে আনলেন বিপাশা বসু

৪৩ বছর বয়সী বলিউড অভিনেত্রী বিপাশা বসু গত ১২ নভেম্বর মা হয়েছেন। তার কোল আলো এক ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিয়েছে। গত শনিবারই রাজকন্যা নিয়ে বাড়ি ফিরেছেন মা বিপাশা এবং বাবা করণ সিং গ্রোভার। প্রায় এক সপ্তাহ পর মেয়ের এক ঝলক প্রকাশ্যে আনলেন বিপাশা-করণ।

মেয়েকে বুকে আঁকড়ে ধরে বঙ্গকন্যা বলছেন, ‘মায়ের আশীর্বাদ’। রাজকন্যের নামকরণেও রয়েছে সেই ছোঁয়া। সাধ করে বিপাশা-করণ তাদের মেয়ের নাম রেখেছেন- দেবী।

বি-টাউনে এখন নতুন মায়েদের ভিড়। সোনম কাপুর, আলিয়া ভাট থেকে শুরু করে বিপাশা বসুরা রয়েছেন সেই তালিকায়। তবে সন্তানের মুখ দেখানো নিয়ে সব তারকাদম্পতির মধ্যেই রাখ-ঢাক বিষয় রয়েছে। বিপাশাও বাদ গেলেন না সেই তালিকা থেকে।

তবে তিনি যে ছবিটি প্রকাশ করেছেন সেখানে দেখা গেছে যে ভোরের নরম আলোয় মেয়েকে কোলে ধরে রয়েছেন করণ-বিপাশা। যদিও সেই ছবিতে মেয়ের মুখ ঢেকেছেন লাভ ইমোজি দিয়ে। তবে মা-বাবার মুখে মমতা ঝরে পড়তে দেখা গেছে, তেমনি ক্যাপশনটাও মিষ্টি ছিল।

বিপাশা লিখেছেন, এই মিষ্টি পরীকে পৃথিবীর আলো দেখানোর উপকরণ- ১) আধ কাপ তুমি-আমি, বাকি আধ কাপ মায়ের আশীর্বাদ আর ভালবাসা। ম্যাজিক ছড়ানো। তিন ফোঁটা রামধনু, পরীর ধুলো, ইউনিকর্ন স্পার্কলস আর সবটা ঐশ্বরিক। আর স্বাদ অনুয়ায়ী মিষ্টি দেওয়া।” বিপাশার এমন মিষ্টি পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন, ডায়না পেন্টি, সোফি চৌধুরি, মালাইকা অরোরা থেকে শুরু করে বলিউডের আরও অনেক তারকা।




স্পেনের সঙ্গে কঠিন পরীক্ষায় জার্মানি

কাতারে এসে প্রথম খেলায় জার্মানি হোঁচট খায় জাপানের কাছে। অন্যদিকে কোস্টারিকার জালে গোল উৎসব পালন করে বিশাল জয় পায় স্পেন। আজ নিজেদের দ্বিতীয় খেলায় রাত ১টায় আলবাইত স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে জার্মানি।

এবারের বিশ্বকাপে এটি প্রথম গ্রুপ পর্বে সবচেয়ে প্রতীক্ষিত এবং হাই-প্রোফাইল ম্যাচ। কারণ গ্রুপ‘ই’-এর এই ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইউরোপের দুই মহারথী এবং সর্বশেষ তিনটি বিশ্বকাপের মধ্যে দুইটির বিজয়ী দল স্পেন এবং জার্মানি।

এই দুই দলের প্রত্যেকেই গত কয়েক বছর ধরে একই রকম পথে চলেছে। তারা উভয়েই বিশ্বকাপের শিরোপা জিতে সাফল্যের চূড়ায় যেমন পৌঁছেছে, ঠিক তেমনি তার পরের বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিয়ে লজ্জারও শিকার হয়েছে। উভয় দলই বেশ কয়েক বছর ধরে অনিশ্চয়তার মধ্য দিয়ে পথচলা সম্পন্ন করেছে এবং যুবা রক্তের উপর ভর করে আবারও নিজেদের হারানো ফুটবলীয় সাম্রাজ্যকে তিলে তিলে পুনঃগঠন করেছে। আবার নিজেদের সম্রাজ্য ফিরে পাবার লড়াইয়ে মরিয়া হয়ে উঠেছে।

কাতারে আসার আগে স্পেনের রেকর্ড বেশ ভালো। চলতি বছরে মোট ৮টি ম্যাচ খেলে স্প্যানিশরা জয়লাভ করতে পেরেছে মোট ৫টিতে, ২টিতে করেছে ড্র এবং পরাজিত হয়েছে মাত্র একটিতে। এ সময়কালে তারা মোট ১৫টি গোল করতে সক্ষম হয় এবং তাদের ৫টি জয়ের মধ্যে ৪টিতেই তারা ক্লিন শিটও রাখতে সমর্থ হয়। এরপর বিশ্বকাপের প্রথম খেলায় দেখায় নিজেদের টিকি-টাকার জাদু। ঐ খেলায় কোস্টারিকাকে অসহায় বোধ করিয়ে ৭ গোল করে জয় নিয়ে মাঠ ছাড়েন লুইস এনরিকের দলটি।

অন্যদিকে কাতার বিশ্বকাপ ২০২২ এ প্রবেশের পূর্বে জার্মানির সার্বিক ফরম মোটেও আশাব্যঞ্জক নয়। ২০২২ সালে মোট ৮টি ম্যাচ খেলে তারা কেবলমাত্র দুইটিতেই জয়ের দেখা পেয়েছে। এর মধ্যে আরো রয়েছে ৫টি ড্র (যার মধ্যে ছিল ১-১ স্কোরলাইনের টানা ৪টি ড্র) এবং একটি পরাজয়। এরপর বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায়ই এশিয়ার দল জাপানের কাছে পরাজয় বরণ করেন। ২-১ গোলের ব্যবধানে সেই ম্যাচটি হারে তারা।

পূর্বের অভিজ্ঞতা অনুসারে যে দলই ভালো খেলবে তার পক্ষেই যাবে ম্যাচের ফলাফল। তবে ইতিহাস জার্মানের পক্ষেই রায় দিলেও শেষ দেখা অনুসারে এগিয়ে থাকবে স্পেন।




গাংনীতে নবাগত এসিল্যান্ড নাদির হোসেন শামীমের যোগদান

মেহেরপুরের গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা নাদির হোসেন শামীম নবাগত এসিল্যান্ড হিসাবে যোগদান করেছেন। মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রবিবার যোগদানের পর বিকেলে তিনি গাংনী উপজেলা ভুমি অফিসে যোগদান করেন।

নাদির হোসেন শামীম ময়মনসিং জেলার গৌরিপুর উপজেলার বাসিন্দা। প্রায় দুই মাস পর গাংনী উপজেলা ভুমি অফিসের শুন্যপদ পুরণ করলেন তিনি।

গাংনীতে পৌঁছে তিনি প্রথমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী খানমের কার্যালয়ে আসেন। এ সময় ইউএনও তাঁকে ফুলের শুভেচ্ছায় স্বাগত জানান।

নবাগত এসিল্যান্ডকে নিজ কর্মস্থল উপজেলা ভূমি কার্যালয়ের সব কর্মচারীর সঙ্গে পরিচয় করিয়ে দেন ইউএনও। এলিল্যান্ড নাদির হোসেন শামীম ৩৬ তম বিসিএস ক্যাডার উত্তীর্ণ করে মাগুড়া জেলা প্রশাসকের কার্যলয়ে কর্মরত ছিলেন। পদোন্নতি পেয়ে তিনি গাংনী উপজেলা ভূমি কার্যালয়ের পূর্বের এসিল্যান্ড নাজমুল আলমের শূন্যস্থান পূরণ করলেন।

উপজেলা ভুমি অফিসের সকল কর্মচারীবৃন্দরা নবাগত এ কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। গাংনী উপজেলাবাসীর সহযোগীতায় ভুমি সেবা সবার দৌরগোড়ায় পোঁছে দেয়ার কথা বলেন এই কর্মকর্তা।

উল্লেখ্যঃ ১লা সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে এসিল্যান্ড নাজমুল আলমের রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি হলে গাংনী উপজেলায় এসিল্যান্ড শুন্য ছিল। সে পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম দায়িত্ব পালন করছিলেন।




গাংনীতে প্রবাস ফেরতের আত্ম*হত্যা

রাতে বাড়ির পাশের দোকানে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে এসে ঘরে শুয়েছেন প্রবাস ফেরৎ রফিকুল ইসলাম (৪০)। ঘর থেকে সকালে উদ্ধার হলো তার ঝুলন্ত মরদেহ।

স্ত্রীর দাবী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন স্বামী রফিকুল ইসলাম। তবে, প্রতিবেশীদের বক্তব্য স্ত্রীর পরকোয়ীর জের ধরেই স্বামীর আত্মহত্যা।

রফিকুল ইসলাম গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের বিলপাড়া এলাকার ইদ্রিস আলী ওরফে ইদু বকসের ছেলে। আজ রবিবার (২৭ নভেম্বর) সকালে রফিকুলকে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় উদ্ধার করেন গাংনী থানা পুলিশ।

স্থানীয়রা জানান, রফিকুল শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে পাড়ার এক দোকানে টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে মধ্যরাতে বাড়িতে আসেন।

স্থানীয়রা বলেন, স্ত্রীর পরোকীয়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া ঝাটি চলতো। স্ত্রীর উপর অভিমান করে আত্মহত্যা করতে পারেন তিনি।

এদিকে রফিকুলের স্ত্রী সালমা খাতুন বলেন, ৪ বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। শারীরিক সমস্যার কারণে বাড়ি চলে আসে। বাড়ি এসেও তার শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। শরীরে রিং পরানো রয়েছে। বর্তমানে সে বাড়ির পাশে মুদি দোকান দিয়ে ব্যবসা করছিলেন। রাতে সে পাশের দোকানে বিশ্বসকাপ ফুটবল খেলা দেখে রাতে বাড়ি ফিরেছেন। কিন্তু আমি বুঝতে পারছিনা কি কারনে সে আত্মহত্যা করেছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে সুরোতহাল তৈরী করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।