মেহেরপুরে পুলিশের অভিযানে ৮ আসামি গ্রেফতার

মেহেরপুরে পুলিশের ২৪ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ৮ জন আসামি গ্রেফতার হয়েছে।

এদের মধ্যে সদর থানা পুলিশের অভিযানে ৬ আসামি ও গাংনী থানা পুলিশের অভিযানে ২ জন গ্রেফতার হন। শনিবার (২৬ নভেম্বর) দুপুর থেকে আজ রবিবার (২৭ নভেম্বর) ভোররাত পর্যন্ত দুটি উপজেলার বিভিন্ন গ্রামে পুলিশের পৃথক অভিযানে এসব আসামি গ্রেফতার হন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এসব আসামি গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন। পুলিশের একাধিক টিম এই গ্রেফতার অভিযানে অংশ নেন।

গ্রেফতারকৃতদের মধ্যে সদর থানা পুলিশের অভিযানে পৃথক দুটি চুরির মামলায় ৫ জন ও মাদক মামলার ১ আসামি এবং গাংনী থানা পুলিশের অভিয়ানে ডাকাতি মামলায় ১ ও নিয়মিত মামলায় ১ জন আসামি রয়েছে।

গ্রেফতারকৃতদের আজ রবিবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




আলমডাঙ্গায় এক রুমে ৫ অপারেশন থিয়েটার, সিলগালা

আলমডাঙ্গার মডার্ণ ডেন্টাল সার্জারীর একই রুমে ৫টি অপারেশন থিয়েটার থাকায় অনির্দিষ্টকালের জন্য সিলগালা করেছে উপজেলা প্রশাসন। (২৬ নভেম্বর) শনিবার বিকেল ৫ টায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানাযায়, আলমডাঙ্গা পৌর এলাকার দারুস সালাম প্রাঙ্গণের কলেজ মোড়ে অবস্থিত মডার্ণ ডেন্টাল সার্জারী । দীর্ঘদিন যাবৎ মডার্ন ডেন্টাল সার্জারীর চেম্বারে চিকিৎসা সেবা দিচ্ছে ঢাকা ডেন্টাল মেডিকেল হসপিটালের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা‌. আব্দুল হান্নান।

গত (২৪ শে নভেম্বর) বৃহস্পতিবার রাতে উপজেলার পাইকপাড়া গ্রামের ব্যাংক কর্মচারীর চিকিৎসার অব্যবস্থাপনার কারণে মৃত্যুর অভিযোগ ওঠে। এমন অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি চুয়াডাঙ্গা সদর প.প. কর্মকর্তা ডা. আউলিয়ার রহমান , আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা হাদি জিয়াউদ্দিন আহমেদ।

অভিযান পরিচালনার সময় এক রুমে ৫টি অপারেশন থিয়েটার থাকার অপরাধে অনির্দিষ্টকালের জন্য অপারেশন থিয়েটার সিলগালা করেছে উপজেলা প্রশাসন।




মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হারুন অর রশিদ আর নেই

মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খন্দকার হারুন অর রশিদ (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ রবিবার সকাল পোনে ৯টার  দিকে মেহেরপুর শহরের শাহজী পাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

হারুন অর রশিদ মেহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. খন্দকার ইমতিয়াজ হারুন জুয়েলের পিতা।




দামুড়হুদায় জাগ্রত জনতার বর্ষপূর্তি পালন

দামুড়হুদা উপজেলা সদরের মানবতার সেবাই “জাগ্রত জনতার” এক বছর পূর্তি উপলক্ষ্যে কেক কেটে জন্মদিন পালন করা হয়। গতকাল রাত সাড়ে ১০টার দিকে দামুড়হুদা মডেল থানায় অনুষ্ঠিত হয়।

জানা যায় নিজ উদ্দ্যগে সমাজের তৃণমূল পর্যায়ের মানুষের উপকার করার জন্য জাগ্রত জনতা নামে সংগঠন প্রতিষ্ঠা করেন দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ছোট দুধপাথিলার মৃত মাওলানা জালাল উদ্দীন এর বড় সন্তান ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর চুয়াডাঙ্গা জোনাল ম্যানেজার এবং ব্রাকের কৃত্রিম প্রজনন কর্মী এআইএসপি জাহাঙ্গীর আলম। অত্র সংগঠনের এক বছর পূর্তি উপলক্ষ্যে দামুড়হুদা মডেল থানায় কেক কেটে সংগঠনের জন্মদিন পালন করা হয়।

জাগ্রত জনতার প্রধান জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী। এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সিঃ সহ সভাপতি মোজাম্মেল শিশির, এসআই আসাদুজ্জামান, দৈনিক মাথাভাঙ্গার দামুড়হুদা প্রতিনিধি মিরাজুল ইসলাম মিরাজ, দৈনিক পশ্চিমাঞ্চল প্রত্রিকার দামুড়হুদা প্রতিনিধি আরিফুল ইসলাম মিলন, দৈনিক মেহেরপুর প্রতিদিন প্রত্রিকার দামুড়হুদা প্রতিনিধি রকিবুল হাসান তোতা , সাগর আহাম্মেদ ও আলামিন হোসেন।

এসময় প্রধান অতিথি বলেন, সমাজের অনেক উচ্চবিত্ত মানুষ আছে কিন্তু মানবতার সেবায় সবাই কাজ করতে পারেনা। তৃণমূল মানুষের পাশে থেকে কাজ করার জন্য তাকে ধন্যবাদ দেন।




অনলাইন জুয়ার হোতা ময়না মেম্বরের সাব এজেন্ট শিমুল গ্রেফতার

অনলাইন জুয়ার দূর্গ মুজিবনগরের কোমরপুরে অভিযান চালিয়ে মহাজনপুর ইউনিয়ন পরিষদের সদস্য ময়না মেম্বারের সাব এজেন্ট জিহাদ আলী ওরফে শিমুল (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১২ টার দিকে মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল ও মেহেরপুর সাইবার ক্রাইম অপরাধ বিভাগের এস আই এস এম মনিরুজ্জামান মিলনের নেতৃত্বে পুলিশের একটি টিম কোমরপুর গ্রামে জিহাদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিহাদ আলী গ্রামের মনিরুল ইসলামের ছেলে। তাকে ২৫ আগস্টের বদরুদ্দোজা ওরফে রয়েলের ১১ নম্বর মামলার আসামি দেখানো হয়েছে।

শিমুল একাধারে ময়না মেম্বরের পাশাপাশি মেহেরপুরিয়ান সপের মালিক মাসুদ, রুবেল, নাসির শাহ ও মহাজনপুরের হেলালের সাব এজেন্ট হিসেবেও কাজ করতো।

গতকাল শনিবার বিকালে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এস এম শরিয়ত উল্লাহ ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহণ করেন। জিহাদ আলী প্রথমে ময়না মেম্বার, মাসুদ ও রুবেলের সাব এজেন্ট পরিচালনা করতো এবং পরে গোপালপুরের নাসির শাহ এবং মহাজনপুরের হেলালের সাব এজেন্ট হিসেবে মাসিক বেতনে কাজ করতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে।
এদিকে পুলিশ জানায়, জিহাদ আলী ওরফে শিমুলের কাছে থেকে একটি রেডমি নোট টেন এস ব্যাণ্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয়। যে মোবাইলে ০১৮৩২-৫৩০৯১৫ ও ০১৯৮৮-২৩২৯৯৫ নম্বরের দুটি সিম ছিলো। মোবাইলে অনলাইন জুয়া পরিচালনাকারী রেড্ডি অ্যাপসে সাব এজেন্ট ৮৪৪২ এ ৮লাখ ৬৮৮৫৯ টাকা ব্যালেন্স ছিলো। অনলাইন জুয়ার চ্যানেল ফাজনাত নগদ এ ৬ লাখ ৬৮ হাজার৬৩৬ টাকা, ফাজনাত উপায় এ ৮লাখ ৭হাজার ৯০৩ টাকা ব্যালেন্স পাওয়া যায়। এসময় আসামী শিমুলকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, সে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার চ্যানেল মালিক কোমরপুর গ্রামের আনছার মেম্বারের ছেলে বর্তমান মেম্বও ময়নদ্দিন ওরফে ময়না মেম্বার, বলিয়ারপুর গ্রামের মুনসুর আলীর ছেলে মো: মাসুদ, কোমরপুর গ্রামের আনারুলের ছেলে রুবেলের চ্যানেলের সাব এজেন্ট হিসেবে কাজ করতো। পরবর্তিতে পুলিশের অভিযান শুরু হলে তাদের কাজ বন্ধ করে দেয়। পরবর্তিতে গোপালপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে নাসির শাহ ও মহাজনপুর গ্রামের আব্দুস সাত্তার বাটুলের ছেলে হেলালের ওয়ান এক্স বেটের সাব এজেন্ট হিসেবে বেতনভুক্ত হয়ে কাজ করতো এবং মাসিক ১৫ হাজার টাকা বেতন পেতো। বর্তমানে ওয়ান এক্স বেটের ফাজনাত বিকাশ, ফাজনাত উপায় ও ফাজনাত নগদ নামে তিনটি অনলাইন জুয়ার সাব এজেন্ট পরিচালনা করছিলো।

পুুলিশ আরো জানায়, জিহাদ আলী ব্যবহৃত সাব এজেন্টের সিমগুলো ভুয়া জাতীয় পরিচয় পত্র তৈরি করে রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, কিশোরগঞ্জ, রংপুরসহ কয়েকটি জেলার নাম দিয়ে বিকাশ/উপায়/নগদ এজেন্ট সিম সংগ্রহ করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলো।

অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতিত অবৈধ ই ট্রানজেকশনের মাধ্যমে রাশিয়ান অনলাইন জুয়া সাইট ওয়ান এক্স বেট ও মেলবেটের মাধ্যমে বাংলাদেশ কোটি কোটি টাকা পাচার করছেন অনলাইন জুয়ার সাথে জড়িতরা। আর এ কাজে সহযোগীতা করছেন মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ, রকেট, উপায় এর সাথে সেলস প্রতিনিধিরা। তারা মোটা টাকার বিনিময়ে জাল পরিচয়পত্র তৈরি করে অনলাইন জুয়ার এজেন্টের এজেন্ট সিম সরবরাহ করছেন।

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর, মহাজনপুর, গোপালপুর, সদরের টুঙ্গী, মেহেরপুর শহর, গাংনীর গাড়াডোবসহ বেশ কয়েকটি গ্রামে অনলাইন জুয়ার দূর্গ গড়ে উঠেছে। এসব দূর্গে পুলিশ হানা দিয়ে এ পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করেছে। পুলিশের অভিযানের পাশাপাশি মেহেরপুর প্রতিদিনও ধারাবাহিকভাবে অনলাইন জুয়ার আদ্যপান্ত নিয়ে সংবাদ প্রকাশ করে আসছে। ফলে অনলাইন জুয়ার সাথে জড়িতরা একরকম কোনঠাসা হয়ে পড়েছে। গ্রেফতার এড়াতে অনেকেই আত্মগোপনে রয়েছেন, অনেকেই রাজনৈতিক নেতাদের আশ্রয়ে রয়েছেন।
অনুসন্ধানে জানা গেছে, মেহেরপুর জেলা থেকে দুই শতাধিক এজেন্ট অনলাইন জুয়া সাইটের মাধ্যমে রাশিয়াসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করছেন শত শত কোটি টাকা। আর এই অনলাইন জুয়ার সাথে জড়িত মেহেরপুরের সরকার দলীয় কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, মুজিবনগরের প্রভাবশালী একজনপ্রতিনিধি, একজন ইউপি সদস্য, সরকার সমর্থিত ছাত্র সংগঠনের কয়েকজন শীর্ষ নেতা, স্কুল ও কলেজের কয়েকজন শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনীর প্রায় দুই শতাধিক ব্যক্তি।

কিছু রাজনৈতিক নেতা এবং কয়েকজন সাংবাদিক নিয়মিত মাসোহারা নিতেন অনলাইন জুয়ার সাথে জড়িতদের কাছে থেকে। তাদের মাসোহারা দিয়ে দেদারছে জুয়া খেলে কোটিপতি বনে গিয়েছেন এসব এজেন্টরা। আর পথে বসছেন হাজার হাজার তরুণসহ জুয়া খেলার জড়িত ব্যক্তিরা। মেহেরপুর প্রতিদিনের অনুসন্ধানীতে এসব তথ্য পাওয়া গেছে। সামাজিক মর্যাদার কারণে ক্ষতিগ্রস্থদের নাম পরিচয় দেওয়া হলো না। তবে মেহেরপুর প্রতিদিনে ধারাবাহিকভাবে এসকল অনুসন্ধানী সংবাদ প্রকাশ হলে মাসোহারা বন্ধ হয়ে যায়। ফলে যারা মাসোহারা নিতেন তাদেরও দুর্দিন যাচ্ছে। কোন রাজনৈতিক নেতা, কোন সাংবাদিক কতটাকা মাসোহারা নিয়েছেন তা মেহেরপুর প্রতিদিনের বিভিন্ন সংবাদে উঠে এসেছে। ক্রমান্বয়ে আরো উঠে আসবে।

অনলাইন জুয়ার সকল সংবাদ পড়ুন নিচের লিঙ্কগুলোতে

অনলাইন জুয়ার আরেক হোতা রাজন স্বর্ণকার আটক

এবার মেহেরপুর শহর থেকে আটক অনলাইন জুয়ার আরও চার এজেন্ট

মেহেরপুরে অনলাইন জুয়ার আরো চার হোতা আটক

মেহেরপুরে অনলাইন জুয়ার আরেক মাস্টারমাইণ্ড সজিব আটক

অনলাইন জুয়ার শীর্ষ এজেন্ট শামিম কারাগারে

মেহেরপুরে অনলাইন জুয়ার আরও এক মাস্টার এজেন্ট পলাশ

অনলাইন জুয়ার এজেন্ট শামিমকে নিম্ম আদালতে আত্মসমর্পণের নির্দেশ

মেহেরপুরের অনলাইন জুয়ার শীর্ষ এজেন্ট শামিম অধরা

মেহেরপুরে অনলাইন জুয়ার আরেক এজেন্ট সাদ্দাম আটক

অনলাইন জুয়ার হোতা নুরুল ও জামানকে শোকজ

ধরাছোঁয়ার বাইরে অনলাইন জুয়ার অন্যতম চার হোতা মুকুল-জামান-নুরুল-মাদার

মেহেরপুরে অনলাইন জুয়ার মাস্টারমাইণ্ড প্রসেনজিৎ সহযোগীসহ আটক

মেহেরপুরে অনলাইন জুয়ার দূর্গে হানা




দর্শনায় আখচাষী কল্যাণ সংস্থা’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মিল বাঁচাও, আখচাষী বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে দর্শনা কেরুজ চিনিকল মিলস্ গেট আখচাষী কল্যাণ সংস্থা’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে গঠন করা হয়েছে নতুন একটি পূর্ণাঙ্গ কমিটি। এ কমিটির পদে দু’একজনের রদবদল ছাড়া সকলে পূর্বের স্ব-পদে বহাল রয়েছেন।

গতকাল শনিবার বেলা ১১ টার দিকে দর্শনা মা ও শিশু জেনারেল হাসপাতাল ও কল্যাণ সংস্থার অফিস প্রাঙ্গনে এ দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দর্শনা কেরুজ চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, দর্শনা কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূইয়া।
কেরুজ চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মা ও শিশু জেনারেল হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জেল হক, আখচাষী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল বারী বিশ্বাস, আখচাষী কল্যাণ সংস্থার উপদেষ্টা হুমায়ুন কবীর, কেরুজ অবসরপ্রাপ্ত কর্মকর্তা খালেকুজ্জামান খালেক, আমির হোসেন (সিআই), নজরুল ইসলাম, জয়নাল আবেদীন নফর, প্রমুখ। আলোচনার শুরুতেই মা ও শিশু জেনারেল হাসপাতাল পরিচালনা পরিষদের পরিচালক ও আখচাষী কল্যাণ সংস্থার সহ-সভাপতি ওমর আলী হাসপাতালের ও আখচাষি কল্যাণ সংস্থা’র অর্থ সম্পাদক নজরুল ইসলাম পৃথক,পৃথক ভাবে বিগত বছরের আয় ব্যায়ের হিসাব উপস্থিত সকলের মাঝে পাঠ করে তুলে ধরেন।
এসময় আলোচনা শেষে
আখচাষী কল্যাণ সংস্থা’র গঠণকৃত
তাদের পূর্বের প্রস্তুতিপূর্ণ দু’বছর মেয়াদি একটি পকেট কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সদস্যরা হলো পূর্বের কমিটির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আব্দুল বারী বিশ্বাস। এছাড়া এ কমিটির অন্যরা হচ্ছেন, সহ-সভাপতি ওমর আলী, সহ-সম্পাদক জয়নাল আবেদীন নফর, দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান, সাহিত্য সম্পাদক জহুরুল হক, ক্রীড়া সম্পাদক ফরিদ আহম্মদ ও শহিদ লতিফ মিল্টন, ইউনুছ আলী, শাহানাজ পারভীন বেবী, ফাহিমন খাতুনকে নির্বাহী সদস্য করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির আত্মপ্রকাশ করা হয়।




ঝিনাইদহে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুরে রেহেনা খাতুন (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে পৌর শহরের রেলস্টেশন এলাকার রেলওয়ে সীমানা প্রাচীর থেকে মরদেহ উদ্ধার করে জিআরপি পুলিশ। প্রাথমিক ভাবে লাশটি অজ্ঞাত অবস্থায় থাকে। পরে পরিবারের লোকজন এসে মরদেহ সনাক্ত করে। এলাকাবাসীর দাবী তাকে হত্যা করে মরদেহটি ঝুলিয়ে রাখা হয়েছে। দুই সন্তানের জননী নিহত গৃহবধূ পৌর এলাকার রুদ্রপুর গ্রামের বিশারত আলীর স্ত্রী এবং উপজেলার বলুহর ইউনিয়নের কাগমারী গ্রামের নাজিম উদ্দিনের একমাত্র মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, সকালে এলাকার লোকজন রেলস্টেশন এলাকার রেলওয়ে সীমানা প্রাচীরের লোহার রডে মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।

নিহতের ছেলে পলাশ জানায়, আমি নানা বাড়ি থেকে পড়াশুনা করি। শুক্রবার রাত ১০ টার দিকে জানতে পারি মা কে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালে খবর পায় মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, এ বিষয়ে কিছু বলতে পারেননি নিহতের ছেলে।

কোটচাদপুর থানার ওসি মঈনউদ্দীন জানান, প্রাথমিক ভাবে ধারণা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গৃহবধূ। তবে ময়না তদন্তের পূর্বে সঠিকভাবে কোন কিছুই বলা যাবে না বলে জানায় পুলিশ।




ঝিনাইদহের শৈলকুপার কামান্না দিবস পালন

আজ ২৬ নভেম্বর ঝিনাইদহের শৈলকুপার কামান্না দিবস। ১৯৭১ সালের এই দিনে শৈলকুপা উপজেলার কামান্না গ্রামে পাকসেনা ও বাজাকারদের গুলিতে ২৭ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তাঁদের সাথে আরো দুজন গ্রামবাসিও শহীদ হন।

দিবসটি উপলক্ষে বগুড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে সকালে ২৭ শহীদ স্মতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম আহম্মেদ, বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুলসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, সেদিনের গণহত্যার স্মৃতিচারণ করেন। সেই সাথে যারা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের প্রতিহতের ডাক দেন।

আলোচনা সভার পাশাপাশি দিবসটি উপলক্ষে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দলিলপুর ব্লাড ডোনারস ক্লাব নামের একটি সংগঠন।




গাংনীতে আওয়ামী লীগ নেতার ইন্তেকাল

কিডনী রোগে আক্রান্ত গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের পলাশীপাড়া গ্রাম আওয়ামীলীগের সভাপতি বাবলুর রহমান (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। বাবলু পলাশীপাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। তিনি স্ত্রী,সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ শনিবার (২৬ নভেম্বর)বিকেল ৫ টার দিকে আওয়ামী লীগ নেতা বাবলু নিজ বাড়িতে মারা যান তিনি করেন।

পারিবারিক সূত্র জানান, তিনি কিডনীসহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন।




দর্শনায় পানিতে ডুবে শিশুর মৃত্য

চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার যদুপুর গ্রামে নানা বাড়ি বেড়াতে এসে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে শিশু আছিয়া খাতুন (৩) মৃত্য হয়েছে।

জানাগেছে আজ ২৬ নভেম্বর শনিবার বেলা ১১ টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে টিউবওয়েলর পাশে গর্তের পানিতে ডুবে মৃত্য হয়েছে।নিহত শিশু আছিয়া (৩) কুমিল্লা চাদপুর গ্রামের আলাউদ্দিনের মেয়ে।পারিবারিক সুত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে আমরা কুমিল্লা চাঁদপুর গ্রাম থেকে বেড়াতে এসেছি। আজ বেলা ১১ টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে টিউবওয়েলর পাশে গর্তের পানিতে পড়ে যায়।খোজাখুজি করে গর্তের ভিতর থেকে তুলে সাথে সাথে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ বিষয়ে একটি অপমৃত্যুর অভিযোগ হয়েছে।