গাংনীতে সমবায়ীদের দিনব্যাপী যৌথসভা ও ই-প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাংনীতে সমবায় অধিদপ্তরের উদ্যোগে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি প্রকল্প (৩য় পর্যায়ে) সমবায়ীদের নিয়ে দিনব্যাপী যৌথসভা ও ই-প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গাংনী উপজেলা সমবায় অফিসের আয়োজনে মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১০ টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সমবায় অফিসের উপ সহকারী নিবন্ধক মো. এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা সমবায় অফিসের পরিদর্শক নুরুজ্জামান, সহকারী পরিদর্শক হাফিজুর রহমান, সমবায়ী মশিউর রহমান পলাশ, হুমায়ুন কবির রিপন, তন্ময় হুদা বিশ্বাস, রাকিবুল হাসান, শফিউল ইসলাম প্রমূখ। দিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালায় এই প্রকল্পের ৬০ জন সমবায়ী সদস্য অংশগ্রহণ করেন।




খাদ্য সংকট দুর করতে বাড়ির আঙিনায় সব্জীর চাষ করতে হবে -এমপি খোকন

মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন, আগামীতে খাদ্য সংকট দুর করতে বাড়ির আঙিনায় সব্জীর চাষ করতে হবে। বিশেষ করে আমাদের বাড়ির আঙিনার পতিত জমিগুলো বিভিন্ন শাক সব্জীতে ভরিয়ে তুলতে হবে। এক খন্ড জমিও ফেলে রাখা যাবেনা। পতিত জমিগুলোর পাশাপাশি আমাদের বাড়ির ছাদেও সব্জী চাষ করতে হবে। এর ফলে আমাদের যেমন খাদ্য সংকট দুর হবে তেমনি আর্থিকভাবেও লাভবান হতে পারবো।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১০ টার দিকে গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভিন্ন সব্জীর বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত সব্জী বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার সামসুজ্জোহা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগাঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাষ্টার, আওয়ামীলীগের বিশিষ্ট নেতা মনিরুজ্জামান আতু, কাথুলি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাবেক ছাত্র নেতা আনিসুজ্জামান লুইচ, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইফুজ্জামান শিপু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি আরো বলেন, আমরা এখন নানা ধরনের ভেজাল খাবার খেয়ে পেটের পিড়াসহ নানা ধরণের অসুখে ভুগছি। আমরা পতিত জমি গুলো ব্যবহার করে বিষমুক্ত খাদ্য উৎপাদন করে আমাদের শরীর ও মন ভাল রাখতে পারবো।

খাদ্য সংকট সময়ে নিজ নিজ অবস্থানে থেকে নিজেদের পরিতত জমিতে কৃষির মাধ্যমে চাষ করা ও সবাইকে উদ্বুদ্ধ করার আহবান জানান তিনি। সব্জী বীজের পাশাপাশি বিভিন্ন সব্জীর গাছও তুলে দেন প্রধান অতিথি।




কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ক কুইজের পুরস্কার বিতরণ

বিজ্ঞান ছাড়া মানুষের বাঁচার সুযোগ নেই বলে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

তিনি বলেন, আমরা সকালে ঘুম থেকে উঠে আবার রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত বিজ্ঞানের সাথে আছি। বিজ্ঞান আমাদের কাজকে সহজ করে দিয়েছে। দূরকে নিকটে এনে দিয়েছে। বিজ্ঞান ছাড়া এখন কোন কিছু চিন্তাই করা যায় না। বিজ্ঞান ছাড়া জীবন এখন অচল। মেধার সাথে বিজ্ঞানের সমন্বয় ঘটালে অসম্ভবকে উৎরানো সম্ভব।

কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের আয়োজনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, তোমরাই আগামী দিনের সোনার বাংলাদেশের রূপকার ও কারিগর। কারা পুরস্কার জিতলো আর কারা জিতলো না, সেটি বড় বিষয় নয়। এমন একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা সব প্রতিযোগীকে ভেতর থেকে আলোকিত করবে। তোমরা যখন বড় হবে তখন তোমরাই দেশকে নেতৃত্ব দিয়ে সঠিক পথে এগিয়ে নেবে।

কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ বলেন, ‘‘একটি জাতির অগ্রসরে প্রধান ভুমিকা রাখে শিক্ষা। আমাদের শিক্ষকদের বেতন বৃদ্ধি, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, আধুনিক প্রযুক্তি সম্বলিত কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগার এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে হবে’’।

কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাদিরা খানমের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাঃ আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক সাইদুল ইসলাম, জাহাঙ্গীর সিদ্দিক, হাফেজ মোঃ রুহুল আমিন, মাহমুদুল হাসান, রেজাউল করিম, মাসুদ রানা, জ্যাকুলিন ইসলাম,আস্তারী বেগম, মধুসূদন দত্ত প্রমূখ।

বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় দুই গ্রুপে ২০ জনকে ক্রেস্ট, বই ও সার্টিফিকেট প্রদান করা হয়। একই সাথে অংশগ্রহণকারী দু্শজনের মাঝে প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হয়।




জিএম কাদেরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে জাপা’র মানববন্ধন

গাংনীতে জাতীয় পার্টির চেয়ারম্যান (এরশাদ) চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী বাসস্ট্যান্ডে মানববন্ধনের আয়াজেন করে গাংনী উপজেলা জাতীয় পার্টি (এরশাদ)।

মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাবলুর রহমান ও অন্যতম নেতা কিতাব আলী বিএসসি।এসময় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




মেহেরপুরে গীতিকার, সুরকার ও শিল্পীর মৌলিক গানের রেকর্ডিং উদ্বোধন

“শিল্প সংস্কৃতি ঋদ্ধ, সৃজনশীল মানবিক বাংলাদেশ ” প্রতিপাদ্য নিয়ে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে স্থানীয় গীতিকার, সুরকার ও ২৫ জন শিল্পীর পরিবেশনায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ২৫ টি মৌলিক গানের রেকর্ডিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই গান রেকর্ডিং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এই কর্মসূচির আহবায়ক মেহেরপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য।

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক প্রফেসর সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর ওস্তাদ এম সাইদুর রহমান, গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর ওস্তাদ এসএম সেলিম রেজা, মুজিবনগর উপজেলা শিল্পকলা একাডেমীর ওস্তাদ আমজাদ হোসেন। এছাড়া গীতিকার, সুরকার, শিল্পী ও কলাকৌশলীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে স্থানীয় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ এবং দেশের গান নিয়ে স্থানীয় গীতিকার, সুরকার ও শিল্পীর গাওয়া গান নিয়ে মেহেরপুর শিল্পকলা একাডেমী এই আয়োজন করে।




মেহেরপুর জেলা জাতীয় পার্টির সমাবেশ ও মানববন্ধন

মেহেরপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয় কাথুলী বাসস্ট্যান্ডে সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা জাতীয় জাতীয় পার্টি সদস্য সচিব মোঃ সুমন পারভেজের সভাপতিত্বে মেহেরপুর পৌর জাতীয় পার্টি সদস্য সচিব মোঃ হামিদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জাতীয় পার্টি আহ্বায়ক আব্দুল হাদী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম মোর্তুজা আলম (বুলবুল)।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর জাতীয় পার্টি আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান, সদর উপজেলা জাতীয় পার্টি সভাপতি খিলাফত আলী, সদর উপজেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল বাশার মিঠু, মুজিবনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফারুক মল্লিক, কুতুবপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আনছারুল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন পার্টির সাধারণ সম্পাদক মোঃ রাহিন আলী, জাতীয় সংস্কৃতিক পার্টি মেহেরপুর শাখার আহ্বায়ক মোঃ ইনছান আলী, জাতীয় ছাত্র সমাজ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ রনি আহম্মেদ সহ বিভিন্ন নেতাকর্মী সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন।




নিয়োগ দেবে স্বাস্থ্য অধিদপ্তর

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ফার্মাসিষ্ট পদে মোট ৬২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

ফার্মাসিষ্ট।

পদসংখ্যা

মোট ৬২৭ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত ও তফসিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তান/ প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

বেতন

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন ১২৫০০-৩০২৩০/-টাকা

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে (http://dghsp.teletalk.com.bd) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৬ ডিসেম্বর, ২০২২।

সূত্র : প্রতিষ্ঠান ওয়েবাইট।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে




‘আমার গান যে মানুষ এখনও শুনছে, এটাই অবিশ্বাস্য’

এমনিতেই বছরের শেষদিকে আলোচনার সোরগোল পড়ে গিয়েছিল যে, প্রায় সবগুলো অ্যাওয়ার্ড এবছর টেইলর সুইফট একাই নিয়ে যাবে। ধারণা করছিলেন সবাই। সেই কথাই বাস্তবে ঘটলো। পপ সুপারস্টার টেইলর সুইফট আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস-এর সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান জিতেছেন।

গত রবিবার (২০ নভেম্বর) রাতে লসঅ্যাঞ্জেলেসে জমকালো এই আসর বসে। যেখানে বছরের সেরা শিল্পী হিসেবে নির্বাচিত হন টেলর।

‘অ্যান্টি-হিরো’ গায়িকা ধন্যবাদ জানান শ্রোতা ও ভোটারদের। যারা তাকে বর্ষসেরা হিসেবে নির্বাচিত করেছে। শুধু বর্ষসেরাই নন, টেলর জিতেছে আরও বেশ কটি বিভাগের পুরস্কার। যেন এবারের আসরটি বসেছে টেলরকে ঘিরেই!

টেলর অ্যাওয়ার্ড মঞ্চে উঠে বলেন, ‘আমার গান যে মানুষ এখনও শুনছে, এটাই অবিশ্বাস্য মনে হয় আমার কাছে! আমি এখনও গান করছি এবং আপনারা এখনও সেগুলো আগ্রহ নিয়ে শোনেন; এটা আমার কাছে কতটা অবিশ্বাস্য তা আমি প্রকাশ করতে পারবো না।’

কৌতুক অভিনেতা ও সঞ্চালক ব্র্যাডি মজা করে এদিনের আয়োজনে টেনে আনেন অস্কার আসরে ক্রিস রকের ওপর উইল স্মিথের চড় প্রসঙ্গ! সেই ঘটনার রেশ টেনে ব্র্যাডি রসিকতা করে বলেন, ‘আজ রাতে কেউ চড় মারবে না তো!’

একসঙ্গে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড ২০২২:

বর্ষসেরা শিল্পী-টেইলর সুইফট

বছরের নতুন শিল্পী- ডভ ক্যামেরন গেইল

বছরের সেরা যৌথ উদ্যোগ- এলটন জন এবং লিপা, কোল্ড হার্ট ও পিএনএইউ রিমিক্স

প্রিয় ট্যুরিং শিল্পী- কোল্ড পে­

প্রিয় মিউজিক ভিডিও- টেইলর সুইফট, অল টু ওয়েল (টেলরের সংস্করণ)

প্রিয় পপ শিল্পী (পুরুষ)- হ্যারি স্টাইলস

প্রিয় পপ শিল্পী (নারী)- টেইলর সুইফট

প্রিয় পপ গ্রুপ – বিটিএস

প্রিয় পপ অ্যালবাম- টেইলর সুইফট, লাল (টেলর সংস্করণ) সহ একাধিক পুরস্কার।




সৌদির কাছে হোঁচট খেলো আর্জেন্টিনা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরেছে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনা। মঙ্গলবার (২২ নভেম্বর) গ্রুপ ‘সি’ এর ম্যাচে লুসাইল স্টেডিয়ামে ৪ টায় মাঠে নামে এই দু’দল। প্রথমার্ধ শেষে সৌদি আরবের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনা। তবে বিরতি থেকেই ফিরেই জোড়া গোল করে ম্যাচে লিড নেয় সৌদি আরব। শেষ পর্যন্ত আর গোল না হলে ২-১ গোলে ম্যাচ জিতে ইতিহাস রচনা করে সৌদি আরব।

তবে, ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। ম্যাচে ৮ মিনিটে আর্জেন্টিনার ফরোয়ার্ডকে ফাউল করার কারণে পেনাল্টি পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। প্লেসিং শটে সৌদি আরবের গোলরক্ষককে পরাস্ত করেন মেসি।

এক গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচে লিড নিয়ে সৌদি আরবের ওপর আক্রমণ অব্যাহত রাখে আর্জেন্টিনা। সৌদি আরবও বেশ কয়েকটি পাল্টা আক্রমণ চালায়। তবে গোল করতে ব্যর্থ হয় তারা।

ম্যাচের ২১ মিনিটে ফের গোল করেন মেসি। তবে অফ সাইডের কারণে সেই গোল বাতিল হয়। ম্যাচের ২৭ মিনিটের ডিফেন্স চেরা পাসে বল পেয়ে গোল করেন মার্টিনেজ। তবে আবারও তা বাতিল হয় অফ সাইডের কারনণে। ফলে ব্যবধান বাড়ানো হয় না আর্জেন্টিনার। ম্যাচের ৩৫ মিনিটে আবারও গোল করেন মার্টিনেজ। কিন্তু আবারও অফ সাইডে বাতিল হয় গোল। এই নিয়ে অফ সাইডের কারণে ৩ টি গোল বাতিল হয় আর্জেন্টিনার।

এরপর আরও কিছু আক্রমণ চালায় আর্জেন্টিনা। ম্যাচের ৪২ মিনিটে ডি পলের নেওয়া শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরেই গোল করে ম্যাচে সমতা আনে সৌদি আরব। ম্যাচের ৪৭ মিনিটে অসাধারণ গোল করেন আল সেহরি। ম্যাচে এখন ১-১ গোলে সমতা এনেছে সৌদি আরব। তবে ম্যাচেরে ৫৩ মিনিটে একক প্রচেষ্টায় অসাধারণ এক গোলে সৌদি আরবকে ম্যাচে লিড এনে দেন আল দাউসারি।

ম্যাচে পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ৬২ মিনিটে গোলরক্ষকের দারুণ সেভে গোল বঞ্চিত হয় আর্জেন্টিনা। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে ম্যাচের ৭১ মিনিটে সুযোগ তৈরী করেও গোল করতে ব্যর্থ হয় আর্জেন্টিনা।

শ্রোতের বিপরীতে কয়েকটি পাল্টা আক্রমণ চালায় সৌদি আরব। তবে গোলের দেখা পায়নি তারাও। ম্যাচের ৭৮ মিনিটে ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। সেই ফ্রি কিক থেকে গোল করতে ব্যর্থ হয় লিওনেল মেসি। ম্যাচের ৮৩ মিনিটে ডান প্রান্ত থেকে বাড়ানো বলে মাথা ছোঁয়ান মেসি। তবে তা আটকে যায় সৌদি গোলরক্ষকের হাতে।

ম্যাচের ৮৯ মিনিটে সৌদি আরবের ডি বক্সের বাইরে আবারও ফ্রি কিক পায় আর্জেন্টিনা। তবে গোল করতে ব্যর্থ হয় তারা। ম্যাচের শেষ মুহূর্তে গোলের খুব কাছে গিয়েও গোল করতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে মেসিরা।




মেহেরপুরে পুলিশের অভিযানে ৫ আসামি গ্রেফতার

মেহেরপুর সদর থানা পুলিশের ১২ ঘন্টার অভিযান মাদক ও নারী নির্যাতন মামলার ৫ আসামি গ্রেফতার করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, মেহেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমণ আইনে দায়ের হওয়া মামলার পলাতক আসামি সামসুল আলম (৫৮)। সামসুল আলম মেহেরপুর সদর থানার রাজনগর গ্রামের মৃতু মসলিম আলীর ছেলে। তার নামে নারী ও শিশু নির্যাতন দমণ আইনে দায়ের হওয়া সদর থানার মামলা নং ২৮, তারিখ ২৬/১০/২২, জিআর মামলা নং ৩৯০/২২ ইং।

অপর দিকে মাদক মামলার আসামি মেহেরপুর শহরের বেড়পাড়া গ্রামের আব্দুল হামিরে ছেলে রনি হোসেন (৩৬), দুখু আলীর ছেলে রাব্বী হোসেন (৩৫), সদর উপজেলার পিরোজপুর গ্রামের অজের আলী মেম্বরের (সাবেক) ছেলে জিয়াউল হক (৪২) ও সিরাজুল ইসলামের ছেলে আজাদ আলী (৩৩)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক টিম সোমবার দিবাগত রাতের বিভিন্ন সময় আজ মঙ্গলবার (২২ নভেম্বর) ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।