বিভ্রান্তি ছড়ানো বন্ধ করুন

সৌদি আরবের সঙ্গে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনা। বিশ্বকাপকে সামনে রেখে কাতারে আসার পর দু’দিন দলের সঙ্গে ভালো করে অনুশীলন করেননি দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। পরে একা একাই অনুশীলন করেছেন মেসি। এরমধ্যে ফোলা দেখা গেছে মেসির বাঁ পা। আর তাই শঙ্কা জাগে মঙ্গলবার (২২ নভেম্বর) নিজেদের প্রথম ম্যাচে মেসি মাঠে নামবে কিনা?

তবে সব শঙ্কা দূর করেছেন মেসি নিজেই। সৌদি আরবের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসি বলেন, ‘দয়া করে আমাকে নিয়ে আপনারা বিভ্রান্তি ছড়ানো বন্ধ করুন। আপনারা কখনও বলছেন, আমি দলের সঙ্গে প্র্যাকটিস করিনি। কখনও বলছেন, একা একা করেছি। এসব নিয়ে কথা হয়েই যাচ্ছে । আসলে প্রথম ম্যাচটার জন্য নিজের মতো করে তৈরি হচ্ছিলাম।’

ক্লাব থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দিয়েছে সব ফুটবলাররা। আর তাই আগের বিশ্বকাপগুলোর চেয়ে এই বিশ্বকাপ ব্যতিক্রম মনে করছেন মেসি। তিনি আরও বলেন, ‘আগের বিশ্বকাপগুলো থেকে সম্পূর্ণ অন্য পরিস্থিতিতে এবার বিশ্বকাপ খেলতে নামছি। আগে বিশ্বকাপ শুরুর আগে এক মাস ধরে জাতীয় দলের প্রস্তুতি চলতো। এবার সেই সুযোগ পাইনি। ক্লাবে খেলে বিশ্বকাপে এসেছি। বিশ্বকাপের গুরুত্ব সব সময়ই আলাদা। আর যেকোনো বিশ্বকাপে প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। সৌদি আরবের বিপক্ষে ম্যাচটা ভালোভাবে শুরু করতে চাই।’




গাংনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ আটক ১

গাংনীতে গাঁজাসহ মন্টু বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল।

আটক মন্টু বিশ্বাস গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের মৃতু ফনি বিশ্বাসের ছেলে। মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএডি আবুল হোসেনের নেতৃত্বে একটি টিম সোমবার দিবাগত রাতে বেতবাড়িয়া গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে মন্টু বিশ্বাসকে আটক করেন। এসময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা জব্দ করেন বলে দাবী করেন।

এঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে আসামি মন্টু বিশ্বাসকে হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান , আসামি মন্টু বিশ্বাসকে আজ মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুটি দোকানে জরিমানা

 আইন বহির্ভূতভাবে বোতলজাত সয়াবিন তেলের মুল্য কালি দিয়ে মুছে অধিক মুল্যে বিক্রয় ও অপর দোকানে মেয়াদ উত্তীর্ণ ও মুল্য বিহীন পণ্য বিক্রয়ের অপরাধে দুটি দোকানে ১৮ হাজার জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমান অভিযান।

আজ মঙ্গলবার (২২শে নভেম্বর) দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় মেসার্স নবাব স্টোর ও মেসার্স গনি স্টোরে এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।

এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম তাকে সহযোগীতা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, শহরের মেসার্স নবাব স্টোরে আইন বহির্ভূতভাবে বোতলজাত সয়াবিন তেলের গায়ের মুল্য কালো কালি দিয়ে মুছে অধিক মুল্যে বিক্রয়ের প্রমাণ পাওয়া ও বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ায় মালিক মো: নবাব আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ও ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মুল্য বিহীন পণ্য বিক্রয়ের অপরাধে মেসার্স গনি স্টোরকে একই আইনের ৩৭ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় দোকান দুটি থেকে মেয়াদ উত্তীর্ণ বেশ কিছু পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।

একই সময় শহরের বেশ কিছু দোকানে সচেতনতামুলক প্রচারনার অংশ হিসেব ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, পণ্যের ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ ও প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।




মেহেরপুরে ফ্রেন্ড ড্রিংকিং ওয়াটার এর মালিককে ১০ হাজার টাকা অর্থদন্ড

পণ্যের লেবেলে সঠিক তথ্য না দেওয়ার অভিযোগে মেহেরপুর শহরের মেসার্স ফ্রেন্ড ড্রিংকিং ওয়াটার এর মালিককে ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে মেহেরপুর জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন এই অভিযান পরিচালনা করেন।

মোবাইল কোর্টের প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর খুলনা বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো: রেজানুর রহমান সরকার।

মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন মেহেরপুর জেলা পুলিশের একটি টিম ।

রেভিনিউ ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন বলেন, মেসার্স ফ্রেন্ড ড্রিংকিং ওয়াটার পানি উৎপাদন করলেও পানির বোতলের (পণ্যের) লেবেলে সঠিক তথ্য না দেওয়ার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিংইনস্টিটিউশন আইনের ৩০ ধারার বিধান মোতাবেক ফ্রেন্ডস ড্রিংকিং ওয়াটার মালিক আব্দুল্লাহিল বাকীকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।




গাংনীতে মায়ের সামনে শিশু সন্তানের গলায় রামদা ধরে ডাকাতি

 পৌরসভার ১ নং ওয়ার্ডের বাঁশবাড়িয়া গ্রামে মায়ের সামনেই শিশু সন্তানের গলায় রামদা ধরে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল।
সোমবার (২১ নভেম্বর) দিবাগত রাত ৭ টার দিকে বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকার শরিফুল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটেছে।
ওই বাড়ির গৃহিণী জান্নাতুল খাতুন জানান, আমার স্বামী নামাজ পড়তে মসজিতে যান। এসময় আমার ছোট শিশুপুত্র টয়লেটে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল। আমি তাকে টয়লেটে নিয়ে যাওয়ার জন্য ঘরের দরজা খুলতেই ধারালো অস্ত্র হাতে মুখ বাঁধা ৪/৫ জন ডাকাত ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঘরের মধ্যে ঢুকেই আমাকে ও ছেলেকে জিম্মি করে ফেলে। পরে শিশটিকে চিৎ করে শুইয়ে দিয়ে গলায় রামদা বাঁধিয়ে গলা কেটে দেওয়ার হুমকি দেই। তারা আমার কাছে টাকা ও গয়না গাটি দাবি করে। এক পর্যায়ে ঘরের লেপ তোশকের মধ্যে থেকে চাবি বের করে বাকস ভেঙ্গে স্বর্ণের একটি চেইন, এক জোড়া বালা, এক জোড়া চুড়ি, এক জোড়া কানের দুল ও ৪ টি আঙটি নিয়ে চলে যায়। যাওয়ার সময় গৃহিণী জান্নাতুলকে লাথি মেরে ফেলে দিয়ে যায় বলে জানান তিনি।
গৃহকর্তা শরিফুল জানান, আমি এশার নামাজ পড়ে গ্রামের একটা ধর্ম সভায় যাচ্ছিলাম। বাড়িতে ডাকাতির কথা শুনেই ফিরে এসে দেখি সব নিয়ে গেছে ডাকাত দল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ শুরু করেছেন বলেও জানান তিনি।




আলমডাঙ্গায় বাসের সঙ্গে আলমসাধুর সংঘর্ষ, নিহত ১

আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়ায় যাত্রীবাহি বাস ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। স্থানীয়রা উদ্ধার করে হারদি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার (২১ নভেম্বর) দুপুর ২ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে হাটবোয়ালিয়া ফাঁড়িপুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত আলমসাধু চালক জিন্নাত আলী গাংনী ইউনিয়নের নান্দবার গ্রামের মৃত রতন শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের নান্দবার গ্রামের মৃত রতন শেখের ছেলে জিন্নাত আলী। সে সোমবার দুপুরে আসমানখালী বাজার থেকে হাটবোয়ালিয়ায় যাচ্ছিলো।

এসময় চুয়াডাঙ্গা থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহি বাস আলমসাধু গাড়ির পিছনে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে সে গুরুতর আহত হয় । স্থানীয়রা উদ্ধার করে হারদি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।




কুষ্টিয়ার আমলায় শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন বলেছেন, খেলাধুলা ছেলেমেয়েদের মেধা বিকাশের সুযোগ দেয়। প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে, সেইসঙ্গে তারা সুস্বাস্থ্যের অধিকারী হয়। আজকের এই মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় এতো দর্শক খেলা উপভোগ করতে পেরেছে জেনে আমি ভীষণ আনন্দিত। আগামীতে এই মাঠ থেকে আরও ভালো খেলা উপহার দিতে চাই।

সোমবার (২১ নভেম্বর) বিকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা-সদরপুর হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ‘শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ‘ফুটবল হচ্ছে সবচেয়ে জনপ্রিয় খেলা-এটা হচ্ছে বাস্তবতা। কাজেই এই আমলা-সদরপুর এলাকা থেকে ফুটবল েখলা সামনে এগিয়ে যাক, সেটাই আমরা চাই।’ এই আমলা এলাকার কৃতি সাতারুরা দেশের মান উজ্জল করেছে। আমিও চাই ফুটবলেও তারা নৈপুন্যতা দেখাক।

আমলা সদরপুর স্পোর্টস একাডেমি আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত সর্বস্তরের মানুষকে নিঃসন্দেহে আনন্দ দিয়েছে এবং অনুপ্রাণিত করেছে উল্লেখ করে তিনি বলেন, এখন খেলার মাঠে রাজনৈিতক বক্তব্য দেওয়া হয় যে খেলা হবে। আসলে আমি বলেত চাই এই আমলা-সদরপুর মাঠে সত্যিকার অর্থে ফুটবল এবং ক্রিকেট খেলা হবে। এজন্য এ-ধরনের টুর্ণামেন্টের আয়োজন বেশি বেশি করা দরকার বলেও যোগ করেন তিনি। এমন একটি সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটির কর্মকর্তা ও সদস্যদের তিনি প্রশংসা করেন।

শেখ কামাল আন্তঃজেলা ফুটবল টূর্ণামেন্টের সভাপতি বিশিষ্ট ক্রীড়াবিদ নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, মিউচয়াল ট্রাষ্ট ব্যাংক কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন, শেখ কামাল আন্তঃজেলা ফুটবল টূর্ণামেন্টের সাধারন সম্পাদক আতিকুজ্জামান বিশ্বাস শাকিল, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আশকর আলী, ফকরুল আলম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সদরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাজেদুর আলম বাচ্চু, আমলা বাজার কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খাঁন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম-সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, আমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আজম, সদরপুর ইউপির সাবেক চেয়ারম্যান নিয়াত আলী লালু, আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফ্ফার, শেখ কামাল আন্তঃজেলা ফুটবল টূর্ণামেন্টের সাংগাঠনিক সম্পাদক আরিফুজ্জামান আরিফ, মাহাবুব হাসান রাজন, সাইফুজ্জামান হীরা, যোগাযোগ সম্পাদক এবাদত হোসেন কমল, মিডিয়া ও প্রচার সম্পাদক কাঞ্চন কুমার হালদার, জাহিদ হাসান, ক্রীড়া সম্পাদক মামুনুল ইসলাম ঝন্টু, ইমরান আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, জালাল উদ্দিন প্রমুখ।

এছাড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা পর্যায়ের কৃতি সাবেক ফুটবলারা উপস্থিত ছিলেন।

দর্শক পরিপূর্ণ আমলা সদরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় মাগুরা ফুটবল একাদশ এবং কুষ্টিয়ার আমলা সদরপুর স্পোর্টস একাডেমি একাদশ। খেলায় অমিমাংশিত ভাবে শেষ হয়। পরে ট্রাইব্রেকারে কুষ্টিয়ার আমলা সদরপুর স্পোর্টস একাডেমি একাদশ ৪-৩ গোলে মাগুরা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের মাঝে এক লাখ টাকা ও রানারাআপ দলের মাঝে ৭০ হাজার টাকাসহ ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

খেলার শুরু থেকেই আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে দর্শকদের উপচে পড়া ভীড় ছিল।

এরআগে গত ১ নভেম্বর আমলা সদরপুর মাধ্যমিক ফুটবল মাঠে ‘শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়। এতে আট জেলা দল অংশগ্রহণ করে। তারা হলো চুয়াডাঙ্গা, রাজশাহী, মাগুরা, সিরাজগঞ্জ, নাটোর, মানিকগঞ্জ, রাজবাড়ী ও স্বাগতিক কুষ্টিয়া জেলা দল




দর্শনার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার রাষ্টিয় মর্যাদায় দাফন

দামুড়হুদা উপজেলার দর্শনার মদনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বিশ্বাস (৭৫)ইন্তকাল করেছেন রাষ্টিয় মর্যাদায় তাকে দাফন সম্পর্ন করা হয়েছে। সে মদনা গ্রামের মাঝের পাড়ার মৃত আজিম হোসেন বিশ্বাস এর ছেলে।

 সোমবার বেলা ১১ টায় দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের বাজারের জামে মসজিদের সমানে নামাজের জানাজা শেষে মদনা গ্রামের পারিিবারিক কবরস্হানে দাফন সম্পর্ন করা হয়।দাফনের এর আগে বেলা সাড়ে ১০ টায় তার প্রতি প্রথমে রাষ্টিয় মর্যাদায় সালাম গার্ড অব অনার প্রদর্শন করে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি চৌকসটিম।

এর পর দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বিশ্বাসের শোক সমাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এ সময় আরও উপস্হিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবির,ও গ্রামের গণ্যমান্য ব্যাক্তবর্গ।




কোটচাঁদপুরে কিশোরদের সচেতনতা মূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ

উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ, এ প্রতিপাদ্যে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশক্ষনের সামগ্রী বিতরণ করা হয়েছে।  সোমবার দুপুরে কোটচাঁদপুরের শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে এ সব দেয়া হয়।

দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প(ইরেসপো) ২য় পর্যায় এ প্রশিক্ষণের আয়োজন করেন।

প্রশিক্ষনে সভাপতিত্ব করেন বিআরডিবি ঝিনাইদহের উপপরিচালক আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সহসভাপতি আনোয়ার হোসেন মুকুল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোটচাঁদপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা ও কোর্স পরিচালক সেলিম রেজা। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ইউনুছ আলী,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন,প্রগাম অফিসার জিয়াউল হক, কুশনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইউডিও আবু মুনসুর,শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন,প্রধান শিক্ষক শামসুদ্দিন আহম্মদ।

পরে প্রশিক্ষন প্রদান সহ ছাত্রছাত্রীদের হাতে প্রশিক্ষন সামগ্রী তুলে দেয়া হয়। এ সামগ্রীর মধ্যে ছিল,স্যানেটারী প্যাড,খাতা,কলম।

জানা যায়, এ প্রকল্পের আওতায় কোটচাঁদপুরে দুইটি মাধ্যমিক বিদ্যালয় স্থান পেয়েছেন। যার মধ্যে ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও শেরখালী মাধ্যমিক বিদ্যালয়। এর উদ্দেশ্য সম্পর্কে কোর্স পরিচালক বলেন,এ প্রকল্পের মাধ্যমে ছাত্রীদেরকে বাল্যবিবাহ,যৌন হয়রানি সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। এ ছাড়া ছাত্রীদেরকে এর মাধ্যমে সঞ্চয়ী হিসেবে গড়ে তোলার জন্য প্রশিক্ষিক করা হচ্ছে।




বাঁচার আশায় চিকিৎসা নিতে গিয়ে ব্যবসায়ী ফিরলেন সাদা কফিনে

বাঁচার আশায় উন্নত চিকিৎসা নিতে ঢাকায় গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণের প্রদীপ নিভে গেলো মেহেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবীব খোকন (৬৫)।

আহসান হাবিব হাবিব খোকন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, গহরপুর গ্রামের মৃত সোলাইমান হোসেনের ছেলে।

এছাড়া সদর উপজেলার বারাদী বাজারের রাকা ইলেকট্রিক এন্ড ফার্নিচার এর সত্বাধিকারী।

সোমবার (২১ নভেম্বর) সকাল ৬ টার দিকে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার ছেলে রাজু আহমেদ জানান, বাবা দীর্ঘদিন যাবৎ হার্টের সমস্যায় ভুগছিলেন। তার হার্টে দুটি রিং পরানো রয়েছে। সপ্তাহ খানেক তিনি শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকা যান। ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত হন।

গতকাল রবিবার (২০ নভেম্বর) সকালের দিকে তার মলদ্বার দিয়ে রক্তক্ষরণ শুরু হলে পরিবারের লোকজন দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যার দিকে তার অবস্থার ক্রমশ অবনতি হয়। রাতেই তাকে আবারো উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকা রেফার করেন।

ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ( সোমবার ) সকালে মৃত্যুবরণ করেন তিনি।