অপূর্ণতায় তুমি – তানিয়া জামান

তুমি দিনের শেষে তারার দেশে একটু খুঁজো আমায়,
হঠাৎ আঁধার কালো রাতের শেষে একটু চেয়েও না’হয়।

আমি ক্লান্ত চোখে দেখবো তখন কেম্নে আধাঁর নামে,
কি করে সব কোলাহল হঠাৎ করেই থামে।

আমার চোখে ভীষণ জ্বালা ঝলক দিয়ে ওঠে,
চোখের জল আজ আগুন হয়ে হঠাৎ করেই ছোটে।

তুমি আর পাবেনা আমার নাগল তাই শুধুই চেয়ে থেকো
আমি অঝোর ধারায় ঝরবো যখন, একটু গায়ে মেখো।

আমি ভীষণ রকম সাহস নিয়ে হাসনাহেনা ফুলে
রাত্রি জুড়ে রইবো চেয়ে, তুমি এইতো বুঝি এলে।

আমি তোমায় ছাড়া একলা একা শূন্যতার ক্ষণে
চেনা পথেই পথ হারাবো ভীষণ অভিমানে।

আমি পরিপূর্ণ নাইবা হলাম তবুও পাশে রেখো
যতই আমায় দূরে সরাও তবুও চেয়ে দেখো।

নাহবা তুমি আসলে কাছে, শুধু একটু খোঁজ নিও
আমার অপূর্ণ এই জীবন জুড়ে তুমি ভীষণ রকম প্রিয়।




কোটচাঁদপুরে এক রাতে দুই দোকানে চুরি

এক রাতে কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনের দুই দোকানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতের এ ঘটনা। চোরেরা নগদ ২৪ হাজার টাকা,কাপড়চোপড় সহ অন্যান্য মালামাল নিয়েছেন বলে দাবি ভুক্তভোগীদের।

ভুক্তভোগি রবিউল স্টোরের মালিক আল-আমীন বলেন,বৃহস্পতিবার রাতে দোকান ও সমিতির হিসাব করি।এরপর দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। আজ শুক্রবার সকালে দোকান খুলে দেখি ভিতরে মালামাল উলট- পালট করা। টাকা রাখার ড্রয়ারও খোলা। উপর দিকে তাকিয়ে দেখি ভেন্টিলেটর ভাঙ্গা।

এরপর দোকানের টাকা পয়সা ঠিক আছে কিনা মিলাতে যায়। ওই সময় ধরা পড়ে সমিতির আদায়ের ২১ হাজার টাকা, মালামাল বিক্রির ৩ হাজার মোট ২৪ হাজার টাকা চুরি হয়েছে। আর মালামাল সব ঠিক আছে।

পাশের প্রভাতী বস্ত্রালয়ের মালিক আসাদুল ইসলাম বলেন, প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। শুক্রবার সকালে পাশের দোকান মালিক মোবাইল ফোনে জানায় দোকানে চুরি হয়েছে।

এ খবরে দ্রুত দোকানে ছুটে আসি। খুলে দেখি কাপড়-চোপড় সব উল্টোপাল্টা করা রয়েছে। টাকা রাখার ড্রয়ারও খোলা।

তবে ড্রয়ারে কোন টাকা না থাকায় তা নিতে পারেনি চোরেরা। খবর পেয়ে কোটচাঁদপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে ওই ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ বা জিডি করেনি বলে নিশ্চিত করেছেন,কোটচাঁদপুর মডেল থানার ডিউটিরত উপপরিদর্শক (এস,আই) প্রসেনজিৎ।




তীব্র শীতেও থেমে নেই কৃষকের সংগ্রাম

তীব্র শীতেও থেমে নেই কৃষকের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আগের মতই কর্মক্ষেত্র। সূর্যের আলো আর একটু বেলা গড়ালে রোদের পরশ না পেলেও কুয়াশা ঢাকা সকালেই বেরিয়ে পড়ছে নিজ ক্ষেতে খামারের কাজের উদ্দেশ্য। কেউ বা চাদর, কেউ বা মোটা ভারি শীত নিয়ন্ত্রণ করার পোশাক পরেই ছুটে ছলছে গন্তব্য স্থানে।তবে জুটছে না অনেক কৃষকের গায়ে মোটা কাপড়ের শীত নিয়ন্ত্রণ করার পোশাক।

এমন একজন কৃষক আলমগীর হোসেন জানান, আজ চারদিন ধরে কখন সকাল কখন যে দুপুর বোঝার উপায় নেই। এই সকালে যখন সবাই ল্যাপ কাথা মুড়ে দিয়ে শান্তির ঘুমে মগ্ন তখন আমরা কৃষক ফসলের ফলনশীলতার কথা ভেবে ছুটে আসি নিজ নিজ ক্ষেতে ক্ষামারের কাজে। আমার তো এত শীত নিয়ন্ত্রণ করার মত মোটা পোশাক ও নেই তবে সমস্যা হয় না এসে কাজ শুরু করলে গরম লেগে যায়।আমরা গরীব কৃষক ভাই আমাদের কস্টের মূল্য ডা কোথায় এসব কোন ব্যাপার না।

এ দিকে কামরুল ইসলামের সাথে কথা বলে জানতে পারি এত শীত যা শরীর শক্ত হয়ে যায় তবুও কাজ করতে বের হতে হচ্ছে। কারন বাড়ির খরচ নির্ভর করে এই আবাদের উপর যদি এই আবাদ ভালো ভাবে না করতে পারি ক্ষেতে কে দিবে।

ঠান্ডা ভাত খেয়েও অনেকের শুরু হচ্ছে কাজের সূচনা। তবে কৃষি প্রধান দেশ বাংলাদেশ এ দেশের আর্থিক অবস্থা এক তৃতীয়াংশ নির্ভর করে কৃষির উপর যার সম্পূর্ন টাই টিকিয়ে রেখেছে গ্রাম বাংলার এই সকল সংগ্রামী কৃষকেরা।তাদেরও ইচ্ছে করে এই কঠিন শীতে সকাল টা লেপ বা কম্বলের ভীতর শান্তি তে কাটিয়ে দিতে তা না করে ছুটে চলে কর্মে।তাদের এমন আত্মা ত্যাগেও কতন মনে রাখে? এমন প্রশ্নই করেছে অনেক কৃষক।

তবে জানিয়েছেন অনেক কৃষক এমন শীত ও অতিরিক্ত কুয়াশার কারনে ধানের চারা কটাশে হওয়ার সম্ভাবনা বেশি এমন ভাবে চলতে থাকলে চারা পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে। তবে এটা থেকে মুক্তি পেতে অনেকেই সকল ভোরে এসে লাঠি দিয়ে চারার গায়ে থেকে কুয়াশা ফেলায় ব্যাস্ত।

এ বিষয়ে আবহাওয়া অফিসের কাছে থেকে জানা গেছে এমনটা চলবে মিনিমাম ৭ দিন তবে আস্তে আস্তে স্বাভাবিকের দিকেই ফিরবে বলে জানিয়েছেন।

এ বিষয় কৃষক আলমগীর হোসেন আরো জানান, অসহায় গরীব অনেক কৃষক আছেন যারা একটা শীতের মোটা ভারি পোষাক কিনতেও পারছে না। তাদের দেওয়ার মত কেউ নেই।আমি চাই আমাদের গরীব দুঃখী কৃষকের পাশে কেউ থাকুক।একটু মূল্যায়ন করা হোক।




দীপিকার জন্মদিনে বলিউড বাদশার খোলা চিঠি

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার দীপিকা পাড়ুকোন বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ৩৭-এ পা রাখলেন। তার জন্মদিন উপলক্ষে বলিউডপাড়ার সহকর্মী, বন্ধুরা শুভেচ্ছায় ভাসিয়ে দিলেও দীপিকাকে। সোশ্যাল মিডিয়ায় জন্মদিনে স্বামী রনবীর সিং খবর না থাকলেও বলিউড বাদশ শাহরুখ খান এক বিশেষ কাজ করে বসলেন।

দীপিকার জন্মদিন উপলক্ষে ‘পাঠান’ সিনেমায় দীপিকার প্রথম লুক প্রকাশ করলেন কিং খান। আর তার সঙ্গে আবেগঘন বার্তা। বন্দুকধারী দীপিকা পাড়ুকোনের মারকাটারি লুক ইতোমধ্যেই ‘টক অফ দ্য টাউন’।

এছাড়া শুভেচ্ছা বার্তায় শাহরুখ লিখেছেন, আমার প্রিয় দীপিকা, পর্দায় প্রতিটা অবতারের জন্য তুমি নিজেকে যেভাবে গড়ে তুলেছো, তার জন্য আমি সবসময়ে গর্বিত। আমি সব সময় চাইবো তুমি আরও উচ্চতায় পৌঁছোও। শুভ জন্মদিন। অনেক ভালবাসা।

আপাতত স্বামী রণবীর সিংয়ের সঙ্গেই ছুটির আমেজে রয়েছেন দীপিকা পাড়ুকোন। বছরের শুরুতেই এই দম্পতিকে দেখা গিয়েছে মুম্বই এয়ারপোর্টে। মাস্তানির জন্মদিন হিসেবেই এই বিশেষ ট্যুর। তাই কাছের মানুষ যখন সঙ্গেই রয়েছেন, তখন আলাদা করে নেটদুনিয়ায় আর শুভেচ্ছা জানানোর কী প্রয়োজন! তবে ‘পাঠান’ কো-স্টার দীপিকার উদ্দেশে শাহরুখের এমন শুভেচ্ছাবার্তা নজর কেড়েছে নেটিজেনদের।

প্রসঙ্গত, বৃহস্পতিবারই ‘পাঠান’-এর পাশাপাশি প্রকাশ্যে এসেছে ‘প্রজেক্ট কে’ সিনেমায় দীপিকার লুক। যা শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন খোদ প্রভাস।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস




বিপিএলের নবম আসর শুরু আজ

নানা আলোচনা-সমালোচনা, তর্কবিতর্কের মধ্য দিয়ে আজ থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবমতম আসরের খেলা। শুক্রবার দুপুর আড়াইটায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ দিয়ে শুরু হয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। এদিকে এবারই প্রথম বারের মতো আইসিসি টিভিতে (ওটিটি প্ল্যাটফরম) দেখা যাবে বিপিএল পাশাপাশি ১৫টি বিদেশি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে এ টুর্নামেন্টটি।

এবারের আসরে মাঠের খেলা থেকে টুর্নামেন্টের ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা হচ্ছে বেশি। গত বুধবার দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সমালোচনা করে বলেন, বিপিএলের ক্ষতি হয়েছে এবং এসব সমস্যা সমাধানে ম্যানেজমেন্টের ইচ্ছার অভাব রয়েছে। এছাড়া গতকাল বৃহস্পতিবার ট্রফি উন্মোচনের দিন বিপিএল নিয়ে সাকিবের বক্তব্যের সঙ্গে সহমত জানান সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে এসব কথা এড়িয়ে গিয়ে নিজেদের সিমাবদ্ধতার কথা জানান বিসিবি।

গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের স্পন্সর ঘোষণার অনুষ্ঠানে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমি নিশ্চিত নই যে, তিনি (সাকিব) কোনো প্রেক্ষাপটে কথাটা বলেছেন বা কতটুকু তথ্য তার কাছে ছিল। আমাদের সীমাবদ্ধতা জানলে হয়তো এসব কথা তিনি বলতেন কি না, আমার সন্দেহ । এর বাইরে কিছু বলা আসলে ঠিক হবে না। ’

এই সময় এ অনুষ্ঠানে জানানো হয় এবারের বিপিএলে টাইটেল স্পন্সর হয়েছে ইস্পাহানী এবং পাওয়ার্ড বাই হিসেবে থাকছে মিনিস্টার গ্রুপ। এছাড়া প্রথম বারের মতো আইসিসি টিভি এবং ভারত, কাতার, ওমান, মালয়েশিয়া, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিশ্বের ১৫টি দেশে বিপিএল সম্প্রচার করা হবে বলে জানায় বিসিবি।

এবারের আসরে মোট ৭টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করছে। দলগুলো হলো—চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ঢাকা ডমিনেটরস, খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল। এছাড়া এবারের আসরের খেলা অনুষ্ঠিত হবে ৩টি ভেনুতে।

আজ খেলা শুরু হয়ে ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকায় চলবে প্রথম পর্বের খেলা। এরপর বিপিএলের দলগুলো পাড়ি জমাবে চট্টগ্রামে। দুই দিনের বিরতি দিয়ে ১৩ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের খেলা। চট্টগ্রাম পর্ব শেষ হবে ২০ জানুয়ারি। এরপর দুই দিনের জন্য আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ২৩ ও ২৪ জানুয়ারি খেলা শেষে ২৭ জানুয়ারি থেকে মাঠে গড়াবে সিলেট পর্বের খেলা। এই পর্বের খেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর বিপিএলের বাকি সব ম্যাচই ঢাকাতে হবে। এলিমিনেটর ও ১ম কোয়ালিফায়ারের পরদিন রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে। এছাড়া ২য় কোয়ালিফায়ার ও ফাইনালের পরদিনও থাকবে রিজার্ভ ডে।

সূত্র: ইত্তেফাক




ব্যাংক এশিয়া বামন্দী শাখায় শীত বস্ত্র বিতরন

বেসরকারী প্রতিষ্ঠান ব্যাংক এশিয়ার বামন্দী শাখায় দরিদ্র ও অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।

গতকাল  বৃহস্পতিবার বিকেলে ব্যাংকটির কার্যালয়ে এলাকার ১২০ জনের মাঝে কম্বল প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ব্যাংক এশিয়ার শাখা ব্যবস্থাপক জিয়াউর রহমান, সেকেন্ড অফিসরা আসাদুজ্জামান , ব্যাংক অফিসার, উত্তম কুমার শর্মা, সোহগ হোসেন, নাসিরুল ইসলাম, শহিদুল ইসলাম, শায়েখ আহম্মেদ, বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ আওয়াল বিশ্বাস, বিশিষ্ট চিকিৎসক ও মুক্তিযোদ্ধা নুরুল হুদা, পশু চিকিৎসক ও সামজ সেবক ডাক্তার ইউসুফ আলী, বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই ইসরাফিল হোসেন, বামন্দী বাজারের ব্যবসায়ী রবিউল ইসলাম, মফিজুল ইসলাম সহ অন্যান্যরা।




বিএনপির ছেড়ে দেওয়া ছয় সংসদীয় আসনে প্রার্থী ৫৩ জন

বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি সংসদীয় আসনে ৫৩ জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে ঠাকুরগাঁও-৩ আসনে ছয়জন, বগুড়া-৪ আসনে ৯ জন, বগুড়া-৬ আসনে ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ৬ জন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৬ জন ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঞা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

বৃহস্পতিবার এসব আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। রাতে নির্বাচন কমিশন প্রার্থিতার এসব তথ্য জানিয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন। বাকি দুই আসনে সরকারি দলের কোনো প্রার্থী নেই। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঞা প্রার্থী হলেও সেখানে আওয়ামী লীগের প্রার্থী নেই। তবে জাতীয় পার্টির মো. আব্দুল হামিদ এ আসনে প্রার্থী হয়েছেন।

আগামী ১ ফেব্রুয়ারি এসব আসনে ভোটগ্রহণ হবে। প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে ৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ জানুয়ারি।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের দপ্তরে ১৪ দলীয় জোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির অধ্যাপক ইয়াসিন আলী ও বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) এর সিরাজুল ইসলাম এবং জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ, জাকের পার্টির এমদাদ হোসেন, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) সাফি আল আসাদ ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনে ১৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আশুগঞ্জে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ (স্বতন্ত্র), জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন (স্বতন্ত্র), বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব শাহজাহান আলম সাজু (স্বতন্ত্র) ও জাকের পার্টির মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল।

সরাইলের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. জিল্লুর রহমান বলেন, বুধবার বিকাল ৪টা পর্যন্ত সরাইলে মোট ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- জাতীয় সংসদ থেকে সদ্য পদত্যাগকারী পাঁচবারের সাবেক সংসদ-সদস্য ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা (বহিষ্কৃত) উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া (স্বতন্ত্র), জাতীয় পার্টি থেকে দুবারের সাবেক সংসদ-সদস্য জিয়াউল হক মৃধা (স্বতন্ত্র), জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী (স্বতন্ত্র), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হামিদ ভাসানী, যুবলীগ নেতা অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু (স্বতন্ত্র) ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মনোনীত প্রার্থী মো. রাজ্জাক হোসেন, সরাইল উপজেলার চুন্টা গ্রামের বাসিন্দা আব্দুর রহিম (স্বতন্ত্র) ও সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. মোহন মিয়া (স্বতন্ত্র)। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে আশুগঞ্জ দক্ষিণ তারুয়া গ্রামের (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা) শাহ মফিজ স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে বুধবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিয়াউর রহমান মনোনয়ন জমা দেন। গোমস্তাপুরে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগ নেতা রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু, জাতীয় পার্টির আ. রাজ্জাক, বিএনএফের নবীউল ইসলাম ও জাকের পার্টির গোলাম মোস্তফা মনোনয়নপত্র জমা দেন।

 সূত্র:  যুগান্তর




গাংনীর গাড়াবাড়ীয়াতে গ্যামা কাটা নিয়ে সংঘর্ষে ৩ জন আহত

মেহেরপুেরর গাংনী উপেজলার গাড়াবাড়িয়া গ্রামে গ্যামা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের তিন জন আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন, গ্যামা জমির মালিক লাল্টু মিয়া , তার কর্মচারী শাহ আলম এবং অভিযুক্ত আইনের স্ত্রী নিলুফা।

আহত লালটু মিয়া জানান, আমি মাঠে চাষ গ্যামা চাষ করি। আইন মাঝে মধ্যে আমার জমিতে গিয়ে চুরি করে গ্যামা কেটে নিয়ে যায়। আমার কর্মচারী তাকে নিষেধ করলে আইন তার উপর হামলা চালায়। সে গিয়ে আমাকে জানালে আইন আমার উপরও হামলা চালায়। এসময় উভয় পক্ষের ধস্তাধস্তিতে আইনের স্ত্রী নিলুফাও জখম হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।




করোনা বিএফ-৭, দর্শনা চেক পোস্টে সতর্কতা জারি!

করোনার নতুন উপধরন বিএফ-৭ ঠেকাতে দামুড়হুদা উপজেলার দর্শনা আর্ন্তজা‌তিক চেকপোস্টে সতর্কতা জা‌রি করা হয়েছে। সম্প্রতি স্বাস্থ‌্য বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর চেকপোস্টে সতর্ক অবস্থায় রয়েছে হেলথ স্ক্রি‌নিং বুথ।

দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট সূত্রে জানা যায়, ভারত ফেরত নাগ‌রিকদের র‌্যা‌পিড অ‌্যা‌ন্টিজেন টেস্টসহ বি‌ভিন্ন ধরনের পরীক্ষা করা হচ্ছে। যাদের বুস্টারডোজ নেওয়া আছে শুধু তাদেরকেই বাংলাদেশে ঢুকতে দেওয়া হচ্ছে।

চেকপোস্ট সূত্রে আরও জানা যায়, দর্শনা চেকপোস্ট দিয়ে প্রতি‌দিন প্রায় ২০০ থেকে ৩০০ ভারতীয় পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে। এছাড়া ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে ৬‌ দিন এবং প্রতি‌দিনই কোনো না কোনো মালবাহী ট্রেন ভারত থেকে দর্শনা বন্দরে আসে। স্থলপথে যেসব ভারতীয় পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেন শুধু তাদেরই সতর্কতার সাথে র‌্যা‌পিড অ‌্যা‌ন্টিজেন টেস্ট করা হচ্ছে।

দর্শনা সীমান্ত চেকপোস্টে কর্মরত স্বাস্থ‌্য সহকা‌রী শামীম খানঁ জানান, সম্প্রতি স্বাস্থ‌্য বিভাগ থেকে করোনার নতুন ধরন বিএফ-৭ সনাক্তে সতর্কতার সাথে কাজ করতে বলা হয়েছে। সে মোতাবেক কাজ করা হচ্ছে। তবে লোকবল সংকটের কারণে কার্যক্রম কিছুটা সমস্যা হচ্ছে।

দর্শনা আর্ন্তজা‌তিক রেলস্টেশনের প‌রিদর্শক মীর্জা কামরুল হাসান জানান, আন্তর্জাতিক দর্শনা স্টেশনে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে ৬ দিন যাতায়াত করে। দর্শনা স্টেশনে মাত্র ১৫ মি‌নিটের বির‌তি থাকে। শুধুমাত্র খাবার প‌রিবেশন ও ত্রুু বদলানোর কাজ শেষে স্টেশন ত‌্যাগ করে মৈত্রী এক্সপ্রেস। এছাড়া ভারতীয় মালবাহী ট্রেনে যারা চালক ও সহকা‌রী হিসেবে আসেন তারা আধঘণ্টার মধ্যেই দর্শনা ছেড়ে চলে যান।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা, হেলেনা আক্তার নিপা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সতর্কতার সাথে সীমান্তে স্বাস্থ‌্য পরীক্ষা কার্যক্রম অব‌্যাহত আছে। তিনি আরও জানান, দর্শনা ‌চেকপোস্টে স্বাস্থ‌্য বিভাগ থে‌কে বর্তমানে ৩ জন পালাক্রমে দা‌য়িত্ব পালন করছেন।




দামুড়হুদায় জমি নিয়ে বিরোধে মারামারিতে পিতা-পুত্র আহত

দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের কালিয়াবকরী গ্রামে জায়গা জমির বিরোধ নিয়ে একই গ্রামের ব্যক্তিদের হাতে ওজন মাপা কেজি বাটখারার আঘাতে পিতা পুত্র আহত। আহতরা হলেন কালিয়াবখরী গ্রামের আঃ রশিদ এর ছেলে সাগর (২৩) ও মৃত তমেজ উদ্দিনের ছেলে আঃ রশিদ (৫৩)।

গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে কালিয়াবকরী বাজারে এই ঘটনা ঘটে। এবিষয়ে দামুড়হুদা মডেল থানায় মাজেদা বেগম বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের কালিয়াবকরী বাজার সংলগ্নে আসামিগণ পূর্ব পরিকল্পিতভাবে বাজারে অত পেতে ছিল। এ সময় আহত সাগর বাজার করতে আসলে পূর্ব থেকে ওত পেতে থাকা একই গ্রামের কালু মন্ডলের ছেলে বিল্লাল হোসেন (৫৩), মৃত জিনারুল ইসলামের ছেলে বাঁধন (২১), আলী হোসেনের ছেলে শাহাজান (৩৪), ও মৃত ধোনা মালিতার ছেলে ফিজু (৫০) সবাই মিলে সাগরকে অতর্কিত ভাবে মার পিট শুরু করে।

একই বাজারে তখন সাগরের পিতা আব্দুর রশিদ উপস্থিত ছিল। মারপিট দেখে ছেলেকে বাঁচাতে সে ছুটে আসলে তাকেও বেদম ভাবে মারপিট করে। এক পর্যায়ে ওজন মাপার কেজি বাটখারা দিয়ে পিতা এবং পুত্রের মাথায় আঘাত করে, এ সময় তারা মাটিতে লুটিয়ে পড়লে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে সাগরের মা এবং আব্দুর রশিদের স্ত্রী মাজেদা বেগম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।