ডিপ্লোমা পাসে নিয়োগ দেবে বসুন্ধরা এমপ্লয়মেন্ট সার্ভিসেস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা এমপ্লয়মেন্ট সার্ভিসেস। প্রতিষ্ঠানটিতে ‘নার্স ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন

পদের নাম

নার্স (কুমিল্লা)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা পাস হতে হবে। বয়স ১৮ থেকে ৫০ বছর। পুরুষ এবং নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মস্থল

কুমিল্লা (কুমিল্লা আদর্শ সদর)।

বেতন

১২,০০০ – ১৬,০০০/- (মাসিক )।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১২ ডিসেম্বর, ২০২২।

সূত্র : বিডিজবস




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৫ জন

মেহেরপুর সদর ও মুজিবনগর থানা পুলিশের ২৪ ঘন্টার অভিযানে বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেফতার হয়েছে।

এদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে ৪ ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে ১ জন গ্রেফতার হয়েছে।শনিবার সকাল থেকে আজ রবিবার (২০ নভেম্বর) ভোররাত পর্যন্ত ২ টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের পৃথক টিম অভিযানে নেতৃত্ব দেন।

গ্রেফতারকৃত আসামিদের আজ রবিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




ফুটবলের বিশ্বযুদ্ধ শুরু আজ

করোনায় গোটা পৃথিবী ওলট-পালট হয়ে গিয়েছিল। করোনা ঝড় এখনো শেষ হয়নি। ঝড় সামলে গুছিয়ে ওঠা নতুন পৃথিবী আজ এক মঞ্চে চোখ রাখবে। দুনিয়ার সবচেয়ে বড় খেলার আকর্ষণ বিশ্বকাপ ফুটবল। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত পৃথিবীর মানুষ একটা মঞ্চে দাঁড়াবে।

রাজনৈতিক হানাহানি, দেশে দেশে যুদ্ধ, মারণাস্ত্র নিক্ষেপ, যেখানে যেটাই হোক, বিশ্বকাপ ফুটবল ময়দানে ফোটা ফুলগুলো সৌরভ ছড়াবে আহত মানুষগুলোর মধ্যেও। করোনায় পেছায়নি একমাত্র খেলা সেটা বিশ্বকাপ ফুটবল। বাইশতম আসর বাইশেই হচ্ছে। বিশ্বকাপ ফুটবল জুনে শুরু হয়ে জুলাইয়ে শেষ হয়। এবার ব্যতিক্রম। শীত মৌসুমে নভেম্বরে শুরু হয়ে ডিসেম্বরে শেষ হচ্ছে।

এশিয়ার অন্যতম ধনী দেশ কাতারে হচ্ছে বিশ্বকাপ। উত্তপ্ত গরম, তাই বিশ্বকাপ শীতে আনা হয়েছে। ফিফার টেবিল থেকে সিদ্ধান্ত আনতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আয়োজকের নাম ঘোষণা হওয়ার পরও বহুভাবে চেষ্টা হয়েছিল যেন কাতার থেকে বিশ্বকাপের মঞ্চটা তুলে নিয়ে অন্য কোনো দেশে বসিয়ে দেওয়া হয়। গরমে খেলতে পারবে না বলে কাতারের কাছ থেকে কেড়ে নিতে কমচেষ্টা হয়নি। কাতার বলে দিল স্টেডিয়ামে ঠান্ডা বাতাস ছড়িয়ে দেওয়া হবে।

কাতারে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপিয়ান দর্শক আসতে পারবে না। তারা যেমন পরিবেশ চায় সেটি দিতে আনন্দের চাদর দিয়ে ঢেকে দেবে কাতার। সেটিও করে দিল। কোনো ভাবেই কাতারকে তীরবিদ্ধ করা যাচ্ছিল না। গোটা দুনিয়া ছিল তাদের বিপক্ষে। কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে আজ সেই মাহেন্দ্রক্ষণ। অবশেষে কাতারের মরুভূমিতে ইতিহাস লিখতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল।

চাট্টেখানি কথা নয়। ২০০২ সাল, আজ থেকে ২০ বছর আগে যেখানে শতভাগ সুযোগসুবিধা থাকার পরও অর্থনৈতিক উন্নত দেশ জাপান-কোরিয়াকে যৌথভাবে বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে দিল ফিফা। আর সেখানে ২০ বিছর পর অপ্রতুলতার মধ্যে কাতারকে একাই আয়োজক বানিয়ে দিয়েছিল ফিফা। এটি একটি ইতিহাস যে, এশিয়ার প্রথম কোনো দেশ এককভাবে বিশ্বকাপ আয়োজন করছে। এটাই এশিয়ার শেষ আয়োজন কি না, নিশ্চিত না। তবে ৩২ দেশ নিয়ে ফিফা বিশ্বকাপ ফুটবলের এটাই যে শেষ বিশ্বকাপ। আগামী আসরে ৪৮ দেশ খেলবে।

আয়োজক দেশ হিসেবে কাতার লড়াই করবে। বাছাইয়ে খেলেছিল কাতার। বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় এসেছিল। যোগ্যতার ভিত্তিতে না হলেও কাতার সরাসরি লড়াই করবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ফুটবল ময়দানে এই যুদ্ধের লড়াইয়ে কাতার কোনো আলোচনায় নেই। সব আলো পড়ছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, স্পেন, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, বেলজিয়ামের দিকে। সার্বিয়া, তিউনিশিয়া, মরক্কো, ক্যামেরুন, পোল্যান্ড, ইকুয়েডর, ওয়েলস, কতটা বাধা হয়ে দাঁড়াতে পারবে সেটা সময় বলে দেবে।

চিন্তার কথা হচ্ছে, কাতারের আবহাওয়া। এই আবহাওয়ায় ইউরোপীয়ান ফুটবলার কিংবা দক্ষিণ আমেরিকার ফুটবলাররা কত দ্রুত মানিয়ে নিতে পারবে তা নিয়ে শঙ্কা রয়েছে। কারণ ইউরোপিয়ান ফুটবলাররা গরমে খেলতে এসে কষ্ট করতেই হবে। গরমের কারণেই বিশ্বকাপ আয়োজন শীতের সময়টাকে বেছে নেওয়া হয়েছে। গ্রুপ পর্বের খেলা মাত্র তিনটি করে। খেলা শুরু হয়ে মানিয়ে নিতে গিয়ে যদি আবহাওয়ার কাছে হেরে যায় তাহলে সেই দলের বিশ্বকাপ ফুটবল হবে সবচেয়ে বেদনাদায়ক। প্রথম ম্যাচে পয়েন্ট হারালে সর্বনাশ হয়ে যাবে। ফুটবল পণ্ডিতরা বলছেন, এক নম্বর দুই নম্বর দল যদি হয় ব্রাজিল এবং আর্জেন্টিনা, তাহলে এর বাইরে ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি সেমিফাইনালে যেতে পারে। এই হিসাব দলের শক্তির বিচারে।

ল্যাটিন আমেরিকান দেশগুলো ইউরোপে গিয়ে ভালো করে না। আবার ইউরোপিয়ান দেশগুলো ল্যাটিনে গিয়েও ভালো করে না। এই দেশগুলো কাতারে আসবে। এশিয়ার চারটি দেশ অস্ট্রেলিয়া, ইরান, জাপান, সৌদি আরব এসেছে বাছাই পর্ব হতে। আর কাতার এসেছে স্বাগিতক দেশ হিসেবে। এশিয়ান দেশগুলোর জন্য কাতারের আবহাওয়া হবে অনেকটাই পরিচিত। যেটা ইউরোপিয়ান কিংবা ল্যাটিনের দেশগুলোর জন্য কঠিন। যখন ইউরোপ এবং ল্যাটিনের দেশের বিপক্ষে এশিয়ার দেশের খেলা হবে তখন আবহাওয়ার কারণে এশিয়ানরা একটু এগিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। সেই এগিয়ে থাকার সুযোগটা এশিয়ান দেশগুলো কীভাবে লুফে নিতে পারে সেটাও দেখার বিষয়। ল্যাটিন এবং ইউরোপিয়ান দেশ মানিয়ে নিতে গিয়ে যদি ভুল করে বসে তাহলে সেটা পূরণ করা কঠিন হয়ে যাবে। প্রথম দুটো ম্যাচ বড় ফ্যাক্টর হয়ে যাবে।

এবারের বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়নও হতে পারে। বিশ্বকাপের সবগুলো আসর দেখলে বলা যায়, চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়ন হয়েছে প্রায়। শেষ বার নতুন চ্যাম্পিয়ন এসেছিল স্পেন ২০১০ সালে। কেউ বলতে পারে না ক্রোয়েশিয়া, বেলজিয়াম বেশি ভালো খেলে দিতে পারে। ব্রাজিল আর্জেন্টিনা দলে ছয়-সাত জন ভালো ফুটবলার রয়েছেন। যে কেউ একটা ম্যাচ বের করে দিতে পারেন। এখানেও একটা টেনশন আছে। সেটা হচ্ছে বিশ্বকাপের আগে ইউরোপের লিগ চলছিল। একের পর এক ইনজুরি হয়েছে। বিশ্রাম পায়নি। অন্যান্য সময় টিম কম্বিনেশনের সুযোগ ছিল। এবার সেটা হয়নি। খেলোয়াড়রা চোট পেয়ে চূড়ান্ত একাদশে ঢুকতে পারেননি। আবার কেউ চোট নিয়েই একাদশে ঢুকেছেন। কারণ, তাদের হাতে বিকল্প নেই। আবার এমন যদি হয় কারো মূল প্লেয়ারই ইনজুরিতে পড়ে গেলেন, কিংবা লালকার্ড পেয়ে মাঠ ছাড়লেন। তাহলে তো সেই দলগুলোর অবস্থা খুবই খারাপ হবে।

চ্যাম্পিয়ন হতে হলে কমবেশি ম্যাচ জিততে হবে। ইউরোপের লিগে খেলে আসা ক্লান্ত ফুটবলাররা বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচ পর্যন্ত দৌড়াতে গিয়ে কতটা স্বাচ্ছন্দ্যে থাকবেন সেটাও একটা ভাবনার বিষয়। তার ওপর এশিয়ার আবহাওয়া বাধা তো আছেই। আর কোনো কথা নয়। টিভির পর্দায় বসে পড়ুন। হাতে রাখুন খাতাকলম। হিসাব করুন প্রিয় দল কোথায় যায়। সব জল্পনা-কল্পনার অবসান হতেই আজ শুরু ফুটবলের বিশ্বযুদ্ধ।




মেহেরপুরে পদ মর্যাদা ভিত্তিক ৭ দিন ব্যাপি দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন 

মেহেরপুর জেলা পুলিশ সদস্যদের পদ মর্যাদা ভিত্তিক ৭ দিন ব্যাপি দক্ষতা উন্নয়ন কোর্স ৭ম ব্যাচ এর উদ্বোধন করা হয়েছে।
 মেহেরপুর পুলিশ লাইন্সে শনিবার (১৯ নভেম্বর) ৭ম ব্যাচের  এই দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন করেন মেহেরপুর পুলিশ সুপার মোঃ রাফিউল আলম। এসময় উপস্থিত ছিলেন,এএসপি সার্কেল অপু সরোয়ার।
বাংলাদেশ পুলিশের ৩৫ জন নায়েক,কনস্টেবলদের মাঝে  এক সপ্তাহ মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অপু সরোয়ার, প্রশিক্ষকবৃন্দ, আরআই, আরও-১, রিজার্ভ অফিস।



গাংনীতে অধ্যাপক আব্দুর রশিদ রচিত গ্রন্থের প্রকাশনা উৎসব

গাংনীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে অধ্যাপক আব্দুর রশিদ রচিত “অগ্নি যুগের অগ্নিসেনা বিপ্লবীদের বীর গাঁথা” বইটির মোড়ক উন্মোচনের মধ্যে দিয়ে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  রাত ৮ টার সময় গাংনী উপজেলা অডিটোরিয়াম আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচিত করা হয়। বৃহত্তর কুষ্টিয়া জেলা লেখক-পাঠক ফােরাম এই বই উৎসবের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বৃহত্তর কুষ্টিয়া জেলা লেখক-পাঠক ফােরামের আহবায়ক সিরাজুল ইসলাম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বইয়ের মােড়ক উন্মােচন করেন বাংলা একাডেমী শিশু সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক সহকারী অধ্যাপক রফিকুর রশীদ।

প্রভাষক মুরাদ হোসেনের সঞ্চালনায় বই উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক,গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, মেহেরপুর সরকারী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমীন ধুমকেতু,
গাংনী ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খােরশেদ আলী, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল আলম, বিশিষ্ট ছড়াকার ইয়াসিন রেজা, প্রভাষক রিয়াজ উদ্দীন, পথিকের পাঠশালার পরিচালক রফিকুল ইসলাম পথিক।

অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক আব্দুর রশিদ রচিত “অগ্নি যুগের অগ্নিসেনা বিপ্লবীদের বীর গাঁথা” কাব্যগ্রন্থের কিছু অংশ পাঠ করেন মেহেরপুর আহম্মদ আলী কলেজের প্রভাষক সাংবাদিক রফিকুল ইসলাম বকুল।

উপস্থিত ছিলেন কাজীপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মােকাদ্দেছুর রহমান, লুৎফুন্নেছা (গােপালনগর) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, করমদী কলেজের প্রভাষক আবু সাদাদ মোহাম্মদ সায়েম পল্টু, দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, বাদিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল,গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহ, গাঁড়াডােব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিয়া আলপনা, বিশিষ্ট লেখক মজিবুর রহমান, বিটিভির কণ্ঠশিল্পী গােলাম আম্বিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়া সাংবাদিকবৃন্দ।




৪ বছর কারাভোগ শেষে ভারতীয় নাগরিককে ফেরত

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে চুয়াডাঙ্গা কারাগারে কারাভোগ শেষে দর্শনা চেকপোস্ট সীমান্তে বিজিবি- বিএসএফ পতাকা বৈঠকে শেষে ভারতে ফিরলেন আব্বাস মন্ডল (৩৫)।

তিনি ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার রাঙ্গীয়ারপোতা গ্রামের মান্দার মন্ডলের ছেলে।

শনিবার ১৯ নভেম্বর বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তের ৭৬ নং মেইন পিলারের কাছে চেকপোস্ট দিয়ে তাকে ভারতে ফেরত দেওয়া হয়েছে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালের চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ঠাকুরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে আব্বাস মন্ডল । এসময় বাংলাদেশ অবৈধভাবে অনুপ্রবেশ করায় (বাংলাদেশ বর্ডার গার্ড) বিজিবির সদস্যরা তাকে আটক করে। চুয়াডাঙ্গা কারাগারে সাজা ভোগ শে

ষে দুদেশে হাইকমিশনে কাগজ আদান প্রদানে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। শনিবার বেলা ১১ টার দিকে দর্শনা সীমান্ত দিয়ে নিজে দেশে ফেরত পাঠানো হয়েছে । আব্বাস আলীর পরিবারের পক্ষে তাকে গ্রহন করে তার ভাতিজা আদম মন্ডল।

পতাকা বৈঠক উপস্থিত ছিলেন (বাংলাদেশ বর্ডার গার্ড) বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার জহির উদ্দিন বাবু, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ আবু নাইম,দর্শনা থানা পুলিশের এসআই ফজলুর রহমান,ভারতের পক্ষে , বিএসএফ এর গেদে ক্যাম্প কমান্ডার (ভারপ্রাপ্ত) অশোক কুমার , গেদে ইমিগ্রেশন ইনচার্জ গোলাপ চন্দ্র পাল, কাস্টমস ইনচাজ সৈকত কুমার, নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার ইনচার্জ বাপিন মূখার্জি প্রমুখ।




গেদে সীমান্তে বিজিবি – বিএসএফের পতাকা বৈঠক

ভারতীয় নদীয়া জেলার পশ্চিমবঙ্গে গেদেয় সেক্টর পর্যায়ে বিজিবি- বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১২ টায় ভারতীয় গেদে বিএসএফ ক্যাম্পে সেক্টর পর্যায়ে দুদেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি’র কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মহি উদ্দিন মোঃ জাবেদ,চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেঃ কর্নেল শাহ মোঃ ইশতিয়াক আহম্মেদ,যশোর ৪৯ ব্যাটেলিয়নের ভারপ্রাপ্ত কর্নেল মোঃসেলিম উদদোজা,কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত কর্নেল আবু সাইদ,মেহেদী হাসান,ভারতীয় বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন সেক্টর কমান্ডার শ্রী সন্জয় কুমার,কোম্পানী কমান্ডার শ্রী প্রিতাব শিং,দেশ রাজ শিং,কোম্পানী কমান্ডার শ্রী সন্জয় প্রসাদ,ব্যাটেলিয়ন কমান্ডার সুরেশ কুমার,ভারতীয় ২১ ব্যাটেলিয়নের ভিজয় কুমার।

দুদেশের মধ্যে প্রায় ৫ ঘন্টা এ বৈঠক চলে।দু দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।সীমান্তে চোরাচালান মানষ হত্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে এ রদ্ধধার বৈঠক অনুষ্ঠিত হয়।




এবার চাকুরী ও টাকা ফেরত পেতে বিদ্যালয়ের আয়ার আবেদন

জীবনের মূল্যবান সময় ২৬টি বছর চাকুরী করেও এমপিওভূক্ত কর্মচারী হতে পারেনি খাজিরন নেছা। তার শেষ সম্বল মাত্র ১০ কাঠা জমি ছিল, সেটিও বিক্রি করে ৫ লক্ষ টাকা দিতে হয়েছে প্রধান শিক্ষককে। বারবার আবেদন করেছেন। কিন্তু ছলে বলে আজকাল করে নিরাশ করেছেন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। অবেশেষে চাকুরী ও প্রধান শিক্ষককে দেওয়া ৬ লাখ টাকা ফিরে পেতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন দরিদ্র, অসহায় এই কর্মচারী।

মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়ীয় মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর কর্মচারী (আয়া) খাজিরুন নেছা গত (১৫ নভেম্বর) মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে এমন অভিযোগ এনে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি বলেছেন, বর্শিবাড়ীয় মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাকালিন সময়ে ২০০২ সালে চতুর্খ শ্রেনীর কর্মচারী (আয়া) পদে আমি নিয়োগ পাই। কর্মজীবনে আমি নিষ্ঠার সাথে দায়ীত্ব পালন করে আসছি। আমার একমাত্র সম্বল ১০ কাঠা আবাদী জমি বিক্রি করে বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন ব্যায় বাবদ প্রদান করি। অথচ বিদ্যালয়ের বয়স ২০ বছর হয়ে গেলেও প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ নানা তালবাহানা করে আমার নিয়োগ নিশ্চিত করেনি।

বিদ্যালয়টি ২০১৯ সালে জাতীয়করণ (এমপিভূক্ত) হয়েছে। পরে আমি তাকে আবারো বললে আমাকে নিয়োগ বৈধ করার জন্য নানা অজুহাতে ১ লক্ষ টাকা হাতিয়ে নেন প্রধান শিক্ষক। কিন্তু আজ পর্যন্ত প্রধান শিক্ষক এখন পর্যন্ত আমাকে সরকারি ভাতাদী প্রাপ্তীর কোনো ব্যবস্থা করেনি।

আজকাল করে নানা তালবাহানা করে আমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। আমি তার কাছ থেকে আমার দেওয়া ৬ লাখ টাকা ফেরৎ চাইলে দিতে অস্বীকৃতি জানান এবং অকথ্য ভাষায় গালিগাল করেন। তাই বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে তার চাকুরী জাতীয়করণ করার ব্যবস্থা ও প্রদেয় টাকা ফেরত পাওয়ার জন্য হস্তক্ষেপ কামনা করেন এই অসহায় নারী।

উল্লেখ্য, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে নারী কেলেংকারী, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, ছাত্র ছাত্রীর টিউশন ফিস আত্মসাৎসহ নানা অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে স্থানীয়রা তাকে বিদ্যালয় থেকে বের করে দেওয়াসহ লঞ্ছিত করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মেহেরপুর প্রতিদিনসহ স্থানীয় ও জাতীয় পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে।




কোটচাঁদপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী দরিদ্রদের মাঝে গরু বিতরন

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ক্ষুদ্র নৃ-গোষ্টিদের মাঝে গরু বিতরন করা হয়েছে। শনিবার কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের দরিদ্রদের মাঝে এ গরু দেয়া হয়।

সমাজ কল্যান সংস্থা উষার নির্বাহী পরিচালক আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ,ইউপি সদস্য হাবিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন আজম বিশ্বাস। পরে ওই গ্রামের ৭ জন ক্ষুদ্র নৃ গোষ্ঠী দরিদ্র মানুষের হাতে ৭ টি গরু তুলে দেয়া হয়।

এ ব্যাপারে আব্দুল হান্নান বলেন,বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এ গ্রামের ৭ জন কে গরু দেয়া হল। পরবর্তীতে আরো ৫ জনকে এ গরু দেয়া হবে। অনুষ্ঠানটি উষার সহযোগিতায় করা হয়েছে।




ঝিনাইদহে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ঝিনাইদহে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে ঝিনাইদহ জেলা প্রশাসন এর আয়োজনে শনিবার (১৯নভেম্বর) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়, র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম।

পরে জেলা প্রশাসক মনিরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খালেদা খানম এমপি। বিশেষ অতিথি হিসাবে পুলিশ সুপার আশিকুর রহমান বপিএম,পিপিএম (বার), স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইয়ারুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সেলিম রেজা। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) রথীন্দ্র নাথ রায়সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল হক। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। দুই দিন ব্যাপী এ মেলায় সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ টি স্টল স্থান পেয়েছে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প মেলায় প্রদর্শণ করছে।