বাংলাদেশকে বাঁচাতে হলে বিএনপির চক্রান্ত রুখে দিতে হবে

বাংলাদেশকে বাঁচাতে হলে বিএনপির চক্রান্ত রুখে দিতে হবে বলে জানিয়েছেন জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু।

তিনি বলেন, ২৭ আর ১০ দফা দিয়ে বিএনপি আবারও সরাসরি ৭১,৭৫ ও ২১ আগস্টের খুনিদের সাথে এক প্লেটে ভাত খাচ্ছে। এটা রাজনৈতিক বেয়াদবি, যা মেনে নেওয়া যায় না। বাংলাদেশকে বাঁচাতে হলে বিএনপির এই চক্রান্ত যে কোন মূল্যে রুখে দিতে হবে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ৩টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান মাধ্যমিক বিদ্যালয় মাঠে বারুইপাড়া ইউনিয়ন জাসদের সম্মেলন সভায় যোগ দিয়ে বিএনপি জোটের সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় ইনু আরো বলেন, বিএনপির ডানে রাজাকার, জামায়াত যুদ্ধাপরাধী আর বামে সুযোগ সন্ধানী কতিপয় দল জড়ো হচ্ছে। এরা কখন কোন দিকে যায় বোঝা যায় না। তবে কয়টা সুযোগ সন্ধানী দল যোগ হচ্ছে সেটা ব্যাপার না, জনগণ যোগ হচ্ছে কিনা সেটাই দেখার বিষয়।

ইনু বলেন, জনগণ ভরসা করতে পারে, অর্থনৈতিকসহ যে ধরনেরই বৈশ্বিক সংকট থাকুক না কেন, বর্তমান সরকার জনগণকে রক্ষা করবে। বারুইপাড়া ইউনিয়ন জাসদের সিনিয়র নেতা মোজাফ্ফার হোসেন জিন্নাহ মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ,উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী,যুগ্ম-সাধারণ সম্পাদক কারশেদ আলম,উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক শামিম আহমেদ, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ শফিকুল ইসলাম মন্টু, সাবেক মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোহাঃ বাহাদুর, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক ডাঃ মাসুদ রানা, জাসদ নেতা রায়হান উদ্দিন, আব্দুল খালেক, সাদেক আলী মেম্বরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে মিরপুর উপজেলা জাসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তব্য রাখেন ইনু।

এ সময় জাসদের মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর সভাপতিত্বে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।




নারী উদ্যোক্তা ঝর্ণা বেগমের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শীতের কবলে বিপর্যস্ত অজস্র হতদরিদ্র মানুষের কথা বিবেচনা করে কুষ্টিয়া শহরতলীর হরিশংকরপুর এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে নারী উদ্যোক্তা ঝর্ণা বেগম। একইসাথে তাদের রান্না করা খাবার বিতরণ করা হয়।

গতকাল মঙ্গলবার ‘কম্বল বিতরণ’ কার্যক্রমের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন ও নিঝুম লেডিস কর্ণার এর কর্ণধার নারী উদ্যোক্তা ঝর্ণা বেগম।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রহিদ। এসময় তিনি বলেন, প্রচন্ড এই শীতে শীতার্ত কষ্ট লাঘবে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। নারী উদ্যোক্তা ঝর্ণা বেগম প্রচণ্ড শীতে অসহায় মানুষের কষ্ট দূর করতে

তার নিজ উদ্যোগে যেভাবে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে এভাবে যে যার জায়গা থেকে এগিয়ে আসলে শীতার্তদের শীতের কষ্ট দূর হবে।

নারী উদ্যোক্তা ঝর্ণা বেগম বলেন, প্রতি বছরের ন্যায় এবারের শীতেও আমরা অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। এ ধরনের সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আমি আমার সাধ্যমত নানান সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। এসময় স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নারী উদ্যোক্তা ঝর্ণা বেগম ব্যবসায়ের পাশাপাশি মানব সেবামূলক কর্মসূচিসহ নানান সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত। এই সেবামূলক কর্মকান্ডের মধ্যে রয়েছে ছিন্নমূল পথশিশু, এতিম ও দুস্থদের মাঝে খাদ্য, শিক্ষাসামগ্রী, ঔষধ, মাদ্রাসায় কুরআন শরীফ সহ, শিক্ষার্থীদের পোশাক প্রদান করে থাকে।




ধলা কাথুলী সড়কে পিচ যেন স্বপ্ন

ধলা কাথুলী সড়ক পিচ কথাটি যেন ভুক্তভোগীদের কাছে এ এক নতুন স্বপ্ন হয়ে দাড়িয়েছে। মেহেরপুর থেকে গাংনী যেতে এ দিকে কায়েম কাটা থেকে কাথুলী মাঠ পর্যন্ত রাস্তার বেহাল দশা।

ভুক্তভোগী দের কাছে উর্ধতন কর্মকর্তা সহ জন প্রতিনিধিদের প্রতিশ্রুতি এখন পিচ রাস্তা কথাটি যেন এ এক বিশাল সপ্ন হয়ে দাড়িয়েছে।

গাড়াবাড়ীয়া গ্রামের মিজারুল ইসলাম জানান দীর্ঘ ৪ টি বর্ষা অতিবাহিত হলেও রাস্তা হওয়ার কোন পদক্ষেপ করে নি কেউ। নতুন বছর আসলো জানুয়ারি গেলেই কয়েক মাসের মধ্যে আবারো বর্ষা শুরু হবে যাবে। চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে মনে করি এই রাস্তা। তার আগেই যদি ঠিক করা হতো তাহলে আর ভুগান্তি হবে না।

অটো চালক ছমছের আলী জানান বর্ষার সময় চলতে পারিনা শুকনার সময় ও এক্সিডেন্টের ঝুকি থাকে। দ্রুত রাস্তা করার দাবি আগেও জানিয়েছি।তবে এখন আর জানাতে ইচ্ছে করে না। যখন মন চাই করবে।কারন আমাদের মত গরীব মানুষ অটো আলাদের কথা বলেও হবে না।

এ বিষয়ে গাড়াবাড়ীয়া ২ নং ওয়ার্ডের মেম্বর জিনারুল ইসলাম জানান, পিচের ওপর হেয়ারিং হয়েছে, মাঝে মাঝে সড়ক ও জনপথ বিভাগ থেকে লোক এসে ইট ফেলে যায় এবং পিচের পুটিং করে রেখে যায়। দুইদিন পরে দেখা যায় আগের মতই অবস্থা। সড়ক ও জনপথ বিভাগ দীর্ঘদিন ধরে আশার বানী শোনালেও এখনো কোন উদ্যোগ গ্রহন করেন নি।তবে বর্ষার আগে যেন এই রাস্তা হয় সেই জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা জানান, আমিও দীর্ঘ দিন চেষ্টা করছি অফিসিয়াল জটিলতার কারনে থেমে ছিল।তবে খুব শিঘ্রই হবে। আমি মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এম পি মহোদয় কে বলেছি এখানে ড্রেনের ব্যাবস্থা করে দেওয়ার জন্য। তা ছাড়া বর্ষায় পানি নিষ্কাশনের কোন সুযোগ নেই। খুব দ্রুত যেন হয় সে জন্য চেষ্টা চলছে।

সহগল পুর গ্রামের হাবেল মিয়া জানান এই রাস্তাটা মেরমত এখন আমাদের সময়ের দাবি। এবার বর্ষার আগে যেন হয় সেই দাবি জানাচ্ছি।




দামুড়হুদায় ঘনকুয়াশা ও তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

ঘন কুয়াশা ও তীব্র শীতে দামুড়হুদা উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত সোমবার থেকে সুর্যের দেখা মেলেনি। ফলে শহর ও গ্রাম-গঞ্জের জনজীবন কাহিল হয়ে পড়েছে। তীব্র শীতে ও ঘন কুয়াশায় রাস্তাঘাটে যানবাহন ও মানুষ চলাচল কমে গেছে। হাতে কাজ না থাকায় অভাবী মানুষের ঘরে খাদ্যাভাব দেখা দিয়েছে। শীতবস্ত্রের অভাবে হত-দরিদ্র মানুষগুলো চরম কষ্টে ছেলে মেয়েদের নিয়ে দিনাতিপাত করছে।

উপজেলায় ৭ ইউনিয়ন ও ১ টি পৌরসভায় তীব্র শীতের কারণে গ্রামাঞ্চলের নিন্ম আয়ের মানুষ পড়েছে সবচেয়ে বেকায়দায় । গতকাল সোমবার দিনভর মৃদু কুয়াশা ছিল এবং সুর্যের আলো ঘন্টা খানেক দেখা দিলেও আজ মঙ্গলবার শীতের তীব্রতা আরো বৃদ্ধি জনজীবনে বিপর্যস্ত করে তুলেছে এমনকি সারাদিন শৈত্য প্রবাহের কারণে সুর্যের আলো দেখা যায়নি । সন্ধ্যা নামার সাথে সাথে কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায় গোটা উপজেলা।

সন্ধ্যার পর থেকে কুয়াশার ঘনত্ব বাড়ে। রাত ১০টার পর ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো এলাকা। একই অবস্থা মঙ্গলবার সারা দিন হিমেল হাওয়ার কারণে রাস্তা ঘাট ছিল ফাকা। ফলে বিপণি-বিতান, কোলাহলপূর্ণ স্থানগুলোতে লোকজন তুলনা মুলক অনেক কম।

কুয়াশা আর তীব্র শীতের কারণে হতদরীদ্র মানুষগুলো আগুন জালিয়ে শীত নিবারণ করছে। এলাকায় ঘন কুয়াশা ও শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাচ্ছে। ফলে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় শহর ও গ্রাম। ফুটপাতের সবজি, মাছ, ফলমূল ও শীতের কাপড় ব্যবসায়ীরা বেচা-কেনা না থাকায় তারা দোকান গুছিয়ে বাড়ি চলে গেছেন। রিকশাচালক, অটোরিকশা চালকরাও ভাড়ার আশায় আর বসে থাকছেন না।

জেলা আবহাওয়া অফিস সুত্রে জানা যায়, এ সপ্তাহে জুড়ে আবহাওয়ার কোন পরিবর্তন হবে না। রাতের তাপমাত্রা আরো কুমে যাবে। কুয়াশা আরও দু-একদিন থাকতে পারে বলে জানা যায়।




হরিণাকুণ্ডুতে ভর্তি ও সেশন চার্জের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফলসী মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তি ফ্রি ও সেশনচার্জের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। নতুন শ্রেণীতে পুনঃ ভর্তির ক্ষেত্রেও একইভাবে অতিরিক্ত অর্থ আদায় করছে বিদ্যালয়টি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি নীতিমালার তোয়াক্কা না করে চলতি ২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ভর্তির নাম করে অর্থ বাণিজ্য করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (৩জানুয়ারি) সরেজমিনে ছাত্রছাত্রীদের কাছে খোঁজ নিয়ে দেখা যায়, ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য ছাত্রীদের কাছ থেকে ১ হাজার থেকে ১৫০০ টাকা আদায় করা হয়েছে। সপ্তম শ্রেণী পুনঃভর্তির ক্ষেত্রেও পর্যায়ক্রমে ৫শ’ হতে ১ হাজার টাকা আদায় করা হচ্ছে। ওই বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে নতুন ভর্তির জন্য এক ছাত্রীর কাছ থেকে ১ হাজার টাকা নেওয়া হয়েছে এবং ৭ম শ্রেণিতে কৃতকার্য হয়ে ৮ম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পরেও পুনঃভর্তির জন্য ১ হাজার টাকা নেওয়া হয়েছে বলে জানা যায়।

অভিভাবকরা জানান, তাদের বাচ্চাদের ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য ১ হাজার ৫শ টাকা এবং পুনঃভর্তির নামে ৫শ’ হতে ১ হাজার ৫০০ টাকা নিচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এ ব্যাপারে কথা বলতে স্কুলে গেলে প্রধান শিক্ষক রবিউল ইসলাম কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। এ বিষয়ে কোন কথা বলবেন না বলে জানিয়ে সহকারী শিক্ষক আমজাদ হোসাইন বলেন, আসলে এ টাকা সেশন চার্জ হিসাবে নেওয়া হয়। এতো টাকা কেন নেওয়া হয় জানতে চাইলে তিনি বিদ্যালয়ের নানান ব্যয় এবং অনেক শিক্ষার্থী টাকা কম দেয় যেটা আমরা অন্যদের থেকে বেশি করে নিয়ে ঘাড়তি পূরণ করি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী জানান, পুনঃভর্তি ও সেশন চার্জের নাম করে টাকা নেওয়ার কোন সুযোগ নেই। যদি কোন স্কুল নেয় তাহলে সেটা অনৈতিক এবং ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য অতিরিক্ত অর্থ নেওয়ারও কোন বিধান নেই। সরকারি পরিপত্র অনুযায়ী সর্বোচ্চ ৫০০টাকা করে নেওয়ার আদেশ আছে।




বিভিন্ন জেলায় নিয়োগ দেবে মেরী স্টোপস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেরী স্টোপস বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে মার্কেটিং কো-অর্ডিনেটর পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজে আবেদন করতে পারবেন।

পদের নাম

মার্কেটিং কো-অর্ডিনেটর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদেরকে স্নাতক পাস হতে হবে। মাস্টার্স ডিগ্রীধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। মাতৃ স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে অথবা ফার্মাসিউটিকেলস কোম্পানিতে মার্কেটিং ও সেলস এ দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। মাঠ পর্যায়ে মার্কেটিং এ কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদেরকে মাঠ পর্যায়ে সেবা বিপনণ কাজে সংস্থার লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ফার্মেসী/গ্রাম্য ডাক্তার/ডাক্তার ও উদ্দিষ্ট জনগোষ্ঠির সাথে সুসম্পর্ক তৈরীর মানসিকতা থাকতে হবে। প্রার্থীদেরকে স্মার্ট, উদ্যোমী ও কর্মঠ হতে হবে। বৈধ লাইসেন্সসহ মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।

কর্মস্থল

জয়পুরহাট, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গাজীপুর (টঙ্গী), ঢাকা(ধানমণ্ডি )

বেতন

১৫,০০০ – ২০,০০০ টাকা + অন্যান্য সুবিধা।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৯ জানুযারি, ২০২৩।

সূত্র : বিডিজবস

বেসরকারি




মেহেরপুরে তিন চোরকে গণপিটুনি

মেহেরপুরে সদর উপজেলার কাঁঠালপোতা গ্রামে মোটরসাইকেল চুরি করার সময় গণপিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আহতরা হলো ঝিনাইদহের মহেষপুরের ঠান্ডু মিয়ার ছেলে মো: অপু (১৯),ঝিনাইদহ চোরগৌয়ালের গোলাম মস্তফার ছেলে মো: বকুল (৪২) ও পাগলাকান্দি গ্রামের ছেকেন্দার আলীর ছেলে আনিছ (৩৫)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে আহত তিন চোর কাঁঠালপোতা গ্রামে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় স্থানীয়রা দেখে ফেলে। এসময় সংক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি শুরু করে।

পরে মুমুর্ষ্য অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মেহেরপুর সদর থানার ওসি জানান, সকালের দিকে পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামে ঝিনাইদহ থেকে একটা দল মোটরসাইকেল নিয়ে আসে। এ সময় স্থানীয়, জনতাদের সন্দেহ হলে তাদের গনপিটুনি দেয়। আমাদের সংবাদ দিলে ঘর্টনা স্থানে পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসি আপাতত চিকিৎসাধীন অবস্থায় আছে। আইনগত অবস্থা প্রক্রিয়াধীন।




আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন রোনালদো!

বিশ্বকাপের আগে ম্যানচেস্টার ইউনাইটেড আর এরিক টেন হাগের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করার পরই ক্লাব থেকে পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছিল। তারপর প্রায় দেড় মাস ক্লাবহীন ছিলেন রোনালদো। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরেতে যোগ দেন সিআরসেভেন।

এশিয়ার ক্লাবে যোগ দেওয়ায় অনেকেই মনে করেছিলো আর হয়তো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দেখা যাবে না রোনালদোকে। তবে এখনও রোনালদোর চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ আছে বলছে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কা ও ডেইলি মেইল। তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, রোনালদো আল নাসেরের সঙ্গে করা চুক্তিতে একটি শর্ত রেখেছেন। যেখানে বলা হয়েছে যে, সৌদি মালিকানাধীন প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড যদি চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করে তাহলে ধারে সেখানে খেলতে পারবেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

চলমান প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তিন নম্বরে নিউক্যাসল ইউনাইটেড। চলতি মৌসুম শীর্ষ চারে থেকে শেষ করতে পারলেই পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে নিউক্যাসল ইউনাইটেড।




মেহেরপুরের এসপি রাফিউল আলম পিপিএম পদকে ভূষিত

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য  “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)”-সেবা” পদেক ভূষিত হলেন মেহেরপুরের পুলিশ সুপার মো” রাফিউল আলম।

আজ মঙ্গলবার রাজধানীর মেট্রোপলিটন রাজারবাগ পুলিশ লাইনস ময়দানে পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে এ পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই সঙ্গে দেশের ১১৫ সদস্যকে সাহসিকতার পুরস্কার হিসেবে বিপিএম ও পিপিএম পদক প্রদান করা হয়।

মেহেরপুরের পুলিশ সুপার মো: রাফিউল আলম পিপিএম পদকে ভূষিত হওয়ায় জেলা পুলিশের সকল কর্মকর্তারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। মেহেরপুর প্রতিদিন পরিবারের পক্ষ থেকেও অভিনন্দন জানিয়েছেন সম্পাদক ইয়াদুল মোমিন, ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দু।




নতুন মন্ত্রীপরিষদ সচিব মাহবুব হোসেন

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বর্তমান মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের স্থলাভিষিক্ত হচ্ছেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে নতুন দায়িত্ব দিয়ে মাহবুব হোসেনকে মন্ত্রিপরিষদ বিভাগে বদলির আদেশ জারি করা হয়েছে।

এর আগে, গত ১০ ডিসেম্বর পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির আনোয়ারকে গত মন্ত্রিপরিষদ সচিব করা হয়। মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলাম অবসরে গেলে দায়িত্ব পান তিনি। ৪ জানুয়ারি বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় নিয়ম অনুযায়ী তিনি অবসরে যাচ্ছেন।

এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি চাকরি আইনের ৪৩(১)(ক) ধারা অনুযায়ী ৩ জানুয়ারি তারিখ থেকে কবির বিন আনোয়ারকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তিনি ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) পাবেন এবং বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধা পাবেন।

প্রসঙ্গত, কবির বিন আনোয়ার ১৯৮৮ সালে সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০১৮ সালে তিনি জ্যেষ্ঠ সচিব হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এর আগে তিনি উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং অতিরিক্ত সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক (প্রশাসন) পদে কাজ করেছেন।

সূত্র: ইত্তেফাক