এইচএসসি পাসে নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটিতে অফিস সহকারী পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

অফিস সহকারী

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে সর্বনিম্ন এইচএসসি বা সমমান পাস হতে হবে। বয়স সর্বোচ্চ ২৮ বছর। শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী। প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয় পত্র থাকতে হবে। যেকোনো প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল

চট্টগ্রাম, ঢাকা।

বেতন

১৪,০০০/- (মাসিক )।

কোম্পানির সুযোগ সুবিধাদি

ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে। উৎসব ভাতা ও অন্যান্যঃ কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৫ নভেম্বর, ২০২২।

সূত্র : বিডিজবস




কোটচাঁদপুরে বিষপানে কিশোর আব্দুল গণি মৃত্যু

বিষপানের ১২ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন আব্দুল গণি(১৫)। শুক্রবার সকালে কোটচাঁদপুরের সাবদারপুর নিজ বাড়িতেই মারা যায় সে।

মৃতের বড় ভাই আরজু রহমান বলেন,আমার কাছে মোবাইল কিনে দেওয়ার কথা বলে। আমি তাঁর কাছে ১০ দিনের সময় চেয়ে নিই। এরমধ্যে গেল ৭ নভেম্বর ঘাস পোড়া বিষপান পান করেন আব্দুল গনি (১৫)। জানতে পেরে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

৩ দিন চিকিৎসার পর,তাকে যশোর আড়াইশ শয্য হাসপাতালে রেফার্ড করেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। পরে গনিকে চিকিৎসা করিয়ে বাড়িতে আনা হয়। এরপর আরো একটু উন্নত চিকিৎসার জন্য, তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয় বাড়ি এনে রাখি। বৃহস্পতিবার ভোর অবস্থা খারাপ হয়ে যায়। শুক্রবার সকাল ৭ টার সময় সে মারা যায়।

আব্দুল গণি কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর স্টেশন পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার সাবদারপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফিরোজ ইকবাল বলেন,মৃতের সুরত হাল করে, লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। কোটচাঁদপুর থানায় এ সংক্রান্ত অপমৃত্যুর মামলা হয়েছে।




গাংনীতে সুদাসল পরিশোধ করেও ঠাঁই হলো জেলে

৮০ হাজার টাকা সুদের উপর নিয়ে মুল টাকা পরিশোধ করে ৭২ হাজার টাকা সুদ দিয়েও মামলার হাত থেকে রেহায় পেলেন না গাংনী শহরের বাজারপাড়া এলাকার মফিজুল ইসলাম মফে (৫০)। এনআই মামলায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেফতার করেন।

আজ শুক্রবার (১৮ নভেম্বর) সকালের দিকে গাংনী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তার নামে মামলা নং এসসি ১৮/১৯।
গ্রেফতারকৃত মফিজুল বলেন, ২০১৪ সালের দিকে গাংনী সুদ কারবারী হানিফের কাছ থেকে ৮০ হাজার টাকা সুদের উপর নিয়েছিলাম। তাকে আসল ৮০ হাজার টাকা পরিশোধ করেছি। পরে তাকে ৭২ হাজার টাকা সুদ দিয়েও এখন আমার কাছে ৮০ হাজার টাকা দাবী করছে। ৮০ হাজার টাকা মুখে দাবী করলেও সে মামলা দিয়েছে ৩ লাখ টাকার।

হানিফ জানান, আমার কাছ থেকে ৮০ হাজার টাকা নিয়ে সে মাত্র ৩০ হাজার টাকা পরিশোধ করেছে। সুদের টাকা তো দেওয়া দুরে থাক, সে আমার আসল টাকাই পরিশোধ করেনি। তবে আমি তার নামে ৩ লাখ টাকার চেক ডিজঅনার মামলা করেছি। ২০১৭ সালে আমি এই মামলা করেছি। সে আমার বন্ধু মানুষ। তাকে অনেক সুযোগ দিয়েছি।কিন্তু সে আমার সাথে বসে মিটমাট করেনি। আমি বারবার আদালত থেকে সময় নিয়ে কালক্ষেপন করেছি।কিন্তু সে কোনোভাবেই মিটমাট করেনি। তবে, তিনি বিষয়টি নিয়ে লিখে মান ইজ্জত নষ্ট না করার জন্যও বারবার অনুরোধ করেন।

তবে, স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানান, গাংনীর সুদকারবারী হানিফের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে অনেকেই নি:স্ব হয়েছেন। অনেকের নামে মামলা মোকদ্দমা করেছেন।

গাংনী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ বলেন, আদালত থেকে পরোয়ানা পেয়ে মফিজুল কে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরের দিকে আসামিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




মেহেরপুরে খেজুরের গাছিরা ব্যাস্ত সময় পার করছেন

কয়েক দিন ধরেই শীতের আমেজ শুরু হয়েছে। প্রতি বছরের মতো মেহেরপুরের গাছিরা খেজুরের রস আহরণের জন্য তোড়জোড় শুরু করেছেন। এখন গাছ তোলার কাজে ব্যাস্ত। এক সপ্তাহ পরই আবার চাছ দিয়ে নলি, গুজা লাগানো হবে। খেজুর গাছ থেকে রস বের করতে তিন স্তর পেরিয়ে পক্ষকাল পরেই রস আহরণ শুরু হবে।
শুক্রবার (১৮ নভেম্বর) সকালের দিকে গাংনী-কাথুলি সড়কের সাহারবাটি মাঠে দেখা গেলো খেজুর গাছ তোলা চাছার দৃশ্য।
সাহারবাটি গ্রামের আজম আলী দা, দড়ি পিঠে ঝুঁড়ি বেধে খেজুর গাছ তোলা চাছার কাজে ব্যাস্ত। তিনি জানান, এবছর আমার ৭২ টি গাছ নেওয়া আছে। গাছের মালিকদের ১ কেজি করে গুড় দিতে হবে।এই সিজিনে এক লাখ টাকা লাভ করবে বলে জানালেন এই গাছি।
আজম আলী বলেন, গাছ কাটা, রস জ্বালানো ও গুড়-পাটালি তৈরির উপকরণের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবার অন্য বছরগুলোর তুলনায় গুড়-পাটালির দাম বেশি হবে।

ছবি ও ক্যাপশন জুলফিকার আলী কানন




ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস ব্রিফ

আগামী ১৯ নভেম্বর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিতব্য ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফ করেছেন ড. মোহাম্মদ মুনসুর আলম খান।

বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রেস ব্রিফিং অনুষ্ঠানে অনুষ্ঠিতব্য ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ মেলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস।

উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রেসক্লাবে সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টুসহ বিভিন্ন পত্রিকার স্থানীয় সাংবাদিকবৃন্দ।

জেলা প্রশাসক প্রেস ব্রিফিং এ বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা, এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে সরকার প্রতিনিয়ত বিভিন্ন কার্যক্রম হাতে নিচ্ছেন।প্রযুক্তি বান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে দেশব্যাপী আয়োজন করছে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২।

সরকারি অফিসের মাধ্যমে নাগরিকদের সামনে সেবা উপস্থাপনার সংস্কৃতি চর্চা উদ্ভাবনী মেলা থেকে নাগরিকদের সারসরি সেবা গ্রহণের সুযোগ সৃষ্টি ও সরকারি সেবার মানোন্নয়নে নাগরিকদের মতামত গ্রহণের সংস্কৃতি গঠণ ইত্যাদি লক্ষ ও উদ্দেশ্যকে সামনে রেখে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে।




র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের অভিযানে গাঁজাসহ একজন আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) গাংনী ক্যাম্পের একটি টিমের অভিযানে ৩২০ গ্রাম গাঁজাসহ লিয়াকত আলী (৪০) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

আটক লিয়াকত আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ ব্রীজপাড়া এলাকার মৃত তাহের আলীর ছেলে।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকালের দিকে র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের কমান্ডার আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদে ধর্মদহ ব্রীজ বাজার এলাকায় অভিযান চালিয়ে লিয়াকত আলীকে গাঁজাসহ আটক করেন।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের কমান্ডার আবুল কালাম আজাদ জানান, মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে লিয়াকত আলী গাঁজাসহ গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে দৌলতপুর থানায় আরো একটি মামলা রয়েছে।

লিয়াকত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।




দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধীদের মাঝে গাছের চারা বিতরণ

দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদে ২০০ জন প্রতিবন্ধীদের যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে বনজ ফলজ গাছের চারা বিতরণ করেন।

আজ বেলা ১১টার দিকে এই বনজ ফলজ গাছের চারা বিতরণ করা হয়। জানাযায় দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের অধীনে ২০০ জন প্রতিবন্ধীকে যাচাই-বাছাই করে ১৭৭ জনকে প্রতিবন্ধী হিসেবে নির্বাচিত করা হয়।

২০২২ ২৩ অর্থ বছরের এলজিএসপি প্রকল্পের বরাদ্দ হইতে বাছাইকৃত ১৭৭ জন প্রতিবন্ধীদের মাঝে বনজ ফলজ গাছে চারা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের সচিব শামীম রেজা, সদর ইউপি সদস্য শামসুল হক, হাসান আলী, কামরুল ইসলাম, নুরুল ইসলাম, মতিয়ার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




মাদক মামলায় মেহেরপুর শহরের রাকিব গ্রেফতার

মাদক মামলার পলাতক আসামি হাসানুজ্জামান ওরফে রাকিব ((২৫) কে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
হাসানুজ্জামান মেহেরপুর শহরের বোষপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে।

গতকাল  বুধবার দিবাগত রাতে বোষপাড়া এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সদর থানার উপপরিদর্শক (এসআই) আলামিন হোসেন সঙ্গীস্ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা রয়েছে। মামলা নং ৪, তারিখ ২/১১/২২ ইং।

গ্রেফতারকৃত হাসানুজ্জামান ওরফে রাকিবকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছ।




গাংনীতে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে আহত ২

গাংনীর চৌগাছা কড়ইতলা নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত হয়েছেন। আজ দুপুর সোয়া দুইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হচ্ছেন- এ উপজেলার গোপালনগর গ্রামের হাফিজুর রহমানের ছেলে রাইহান(১৪) ও গাংনী র‌্যাব ক্যাম্প পাড়ার খোরশেদ আলীর ছেলে রুবাইত আদনান মাহিন(১৩)। এদের মধ্যে রাইহানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এসময় একটি পালসার মোটর সাইকেল ট্রাকের নিচে পড়ে দুমড়ে মুচড়ে গেছে।

আহত রুবাইত আদনান মাহিন জানান, তারা চার বন্ধু দুটি মোটরসাইকেল যোগে ভাটপাড়া ইকোপার্কে যাচ্ছিলেন। কড়ইতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (যার নং- বগুড়া ট- ১১-২১৬২) তাদের সামনা সামনি ধাক্কা দেয়।

এসময় রাস্তার উপর ছিটকে পড়েন রাইহান ও রুবাইত আদনান মাহিন। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চুর্ণ বিচুর্ণ হয়ে যায় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এদের মধ্যে রাইহানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

কর্তব্যরত চিকিৎসক আদিলা আজহার আরশী জানান, রাইহানের মুখ ও মাথার ডানদিকে এবং ডান চোখের পাশে ক্ষত হয়েছে। তাছাড়া ডান পায়ের গোড়ালী ভেঙ্গে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনায় কবলিত ট্রাকটির মালিক সাহারবাটি গ্রামের মাসুম। ট্রাকটি স্থানীয় লোকজন আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।




দামুড়হুদা স্কুল, মাদ্রাসা ও ক্লাবের সদস্যদের মাঝে খেলার সামগ্রী বিতরণ

দামুড়হুদা ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের এলজি এসপি তিন প্রকল্পের বরাদ্দ হইতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের খেলার সামগ্রী বিতরণ করেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী। আজ বৃহস্পতিবার  সকাল ১০টার দিকে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এই খেলার সামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের এল জি এস পি প্রকল্পের বরাদ্দ হইতে কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুশাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দামুড়হুদা দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দামুড়হুদা সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় দেউলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, দামড়হুদা পাইলট হাই স্কুল, মিত্তাহুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা, নুরানী হাফিজিয়া মাদ্রাসা, কেশবপুর উজ্জ্বল ক্লাব ও খা-পাড়া স্টার ক্লাবের সদস্যদের মাঝে ফুটবল, ক্রিকেট খেলার ব্যাড ও জার্সি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের সচিব শামীম রেজা, সদর ইউপি সদস্য শামসুল হক, হাসান আলী, কামরুল ইসলাম, নুরুল ইসলাম, মতিয়ার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্লাবের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।