ফিল্মফেয়ারের রেড কার্পেটে ‘ভুল’ ইংরেজি শ্রাবন্তীর

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মফেয়ার অনুষ্ঠান। সেখানে হাজির ছিলেন টালিউডের জনপ্রিয় উজ্জ্বল তারকা। গ্ল্যামারাস লুকে রেড কার্পেটে ধরা দেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। কিন্তু সেখানে তার দেওয়া ছোট্ট সাক্ষাৎকারটাই এখন ভাইরাল। নেটিজেনদের মতে, অভিনেত্রীর ইংরেজি নাকি দুর্বল। চলছে কটাক্ষের বন্যা।

এদিন সামাজিক মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, সাংবাদিক শ্রাবন্তীকে ইংরেজিতেই বলছেন— ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় স্বাগত আপনাকে। আপনাকে খুব মিষ্টি লাগছে। কোন মুহূর্তের জন্য আপনি মুখিয়ে রয়েছেন?

এই প্রশ্নের উত্তরে শ্রাবন্তী বলেন, মাই ফ্রেন্ডস আর পারফর্মিং সুপার এক্সাইটেড। অর্থাৎ আমার বন্ধুরা আজ পারফর্ম করবে, তাই আমি দারুণ উচ্ছ্বসিত। এরপর যখন তার থেকে জানতে চাওয়া হয় যে, তিনি কোনো নির্দিষ্ট একটা পারফরম্যান্সের জন্য অপেক্ষা করছেন কী? পর্দার হবু দেবী চৌধুরানী জানিয়ে দেন তিনি শুভশ্রীর পারফরম্যান্সের জন্য মুখিয়ে আছেন।

এরপরই শ্রাবন্তীকে জিজ্ঞেস করা হয়, কোনো একজন নির্দিষ্ট অভিনেতা বা অভিনেত্রীকে যদি সমর্থন করতে হয়, তাহলে সেটি কে হবেন? জবাবে অভিনেত্রী বলেন, সবাই আমার খুব ভালো বন্ধু। তো আমি চাই ওরা সবাই যেন ওই ব্ল্যাক লেডিকে নিয়ে যেতে পারে। দেখা যাক।

বর্তমানে এই ভিডিও ভাইরাল। নেটিজেনরা মশকরা করছেন। এক নেটিজেন লিখেছেন— বাংলায় জিজ্ঞেস করলেই তো হতো, এত ভয় পেত না। আরেকজন লিখেছেন— বাংলায় বলার সময় ইংলিশে বলার মতো স্টাইল মেরে বলে আর ইংলিশে বলার সময় এলে বাংলায় বিড়বিড় করে। তৃতীয়জনের মতে, ইংলিশে কথা বলতে হবে ভেবেই হয়তো এত নার্ভাস। চতুর্থজনের মতে, রুটিং ফর কথাটার অর্থ বোঝেনি। পঞ্চম ব্যক্তি লিখেছেন এত খারাপ ইংরেজি কে বলে?

যদিও অনেকে আবার শ্রাবন্তীকে সমর্থন করেছেন। এক নেটিজেন লিখেছেন— ‘ইংরেজিকে কবে থেকে আমরা কেবল একটি বিদেশি ভাষা হিসেবে ধরব, কোনো বোদ্ধা হওয়ার স্ট্যান্ডার্ড নয়। দ্বিতীয়জন লিখেছেন—ইংরেজি না জানা বা তাতে দুর্বল হওয়া কোনো অপরাধ নয়। তৃতীয়জন লিখেছেন—ভুলটা কী বলল, সেটিই তো খুঁজে পাচ্ছি না।

সূত্র: যুগান্তর




মেহেরপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবী ও ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মেহেরপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ও ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সমাবেশ অনুষ্টিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, সদস্য সচিব মো: মুজাহিদুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির মেহেরপুরের প্রতিনিধি মো: হাসনাত জামান সৈকত, খন্দকার মুইজ উদ্দিন, গাংনীর প্রতিনিধি আমির হামজা।

এসময় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




আইপিএলের ৩ ফ্র্যাঞ্চাইজির অপেক্ষায় সাকিব

কদিন আগে সাকিব আল হাসান পেয়েছেন শাপমুক্তি। আইসিসি থেকে সুখবর মিলতেই মরিয়া হয়েও উঠেছেন। প্রত্যাবর্তন হিসেবে আইপিএলকে বেছে নিতে চাচ্ছেন টাইগার এই অলরাউন্ডার। ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, ইতোমধ্যে তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগও করেছেন সাকিব।

সূত্রের বরাতে পত্রিকাটি জানায়, স্পিন বিভাগে দুর্বল তিনটি দলের হয়ে খেলতে চেয়ে যোগাযোগ করেছেন সাকিব। তারা সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আশ্বাস দিয়েছেন। যেহেতু নিলামে দল পাননি সাকিব, তাই তাকে অপেক্ষায় থাকতে হবে। যদি কোনো দলে ইনজুরি বা কারও বদলি প্রয়োজন হয়, তবেই ডাক পাবেন সাকিব।

দেশের বাইরে থাকা সাকিব টেস্ট থেকে নিয়েছেন অবসর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার কথা ছিল। কিন্তু নানা জটিলতার কারণে সেটি হয়নি। আপাতত বাংলাদেশ জাতীয় দলেও তার ফেরা অনেকটা কঠিন হয়ে আছে। এরমাঝে আইসিসি নিষিদ্ধ করেছিল সাকিবের বোলিং।

বোলিং অ্যাকশনের ত্রুটি সারতে দুবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছিলেন সাকিব। পরে অবশ্য পাশ করেন। এরপরই সিদ্ধান্ত নিয়েছেন আইপিএল দিয়ে ফিরবেন। দেশের ক্রিকেট থেকে দূরে থাকা টাইগার এই অলরাউন্ডারের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পথ খোলা আছে। বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কেটে যাওয়ায় এখন আবারও অলরাউন্ডার হিসেবে সাকিব খেলতে পারবেন। তাই ‍সুযোগ নিতে চাচ্ছেন আইপিএলে।

সংবাদ প্রতিদিন জানিয়েছে, আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা সেরেছেন সাকিব। দলগুলো হলো—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। ফ্র্যাঞ্চাইজিগুলোকে সাকিব জানিয়েছেন, খেলার জন্য পুরোপুরি তৈরি তিনি।

তবে এই তিন ফ্র্যাঞ্চাইজিতে সাকিবের ঢোকা আপাতত কঠিন। যদি কেউ চোটে পড়েন এবং বদলি হিসেবে দলটি সাকিবকে উপযুক্ত মনে করেন, তবেই আইপিএলে দেখা যেতে পারে সাকিবকে!

সূত্র: যুগান্তর




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৩

মেহেরপুরে পুলিশের ২৪ ঘন্টার অভিযানে বিভিন্ন মামলার ৩ আসামি গ্রেফতার হয়েছে। এদের মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে ২ জন ও সদর থানা পুলিশের অভিযানে ১ জন রয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে আজ শনিবার ভোররাত পর্যন্ত জেলার তিনটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করা হয়।

মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃত হলো, ঝাউবাড়িয়া গ্রামের মোঃ আয়োব আলীর মেয়ে মোছাঃ রঙ্গিলা খাতুন এবং গাংনী উপজেলার গ্রেফতারকৃতরা হলেন বামন্দী নিশিপুরের মৃত আসলামের ছেলে মোঃ তরিকুল ইসলাম সোহাগ (২২) ও সাহেবনগরের মোঃ লাল্টু এর স্ত্রী মোছাঃ রেখা (৩৫)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল অভিযানের নেতৃত্ব দেন।

গ্রেফতারকৃতদের শনিবার আদালতে নেয়া হয়েছে।




ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মেহেরপুর জেলা শাখার ইফতার মাহফিল

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মেহেরপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ইফতার ও দোয়া মাহফিল।

গতকাল শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর মহিলা কলেজ রোডের সেভেন সেন্স রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএমএ ও ড্যাব মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ওবাইদুল ইসলাম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএমএ মেহেরপুর জেলা শাখার সভাপতি ডাঃ এম এ সালাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাঃ মোঃ আমানুল্লাহ, ডাঃ মোঃ সফিকুল ইসলাম, ডাঃ এ এস এম হাসান আলী মাসুম, ডাঃ মোঃ মাহফুজ্জামান রতন, ডাঃ মোঃ খায়রুজ্জামান পিনু, ডাঃ মোঃ কাজল আলী ও ডাঃ মোঃ আবুল কাশেম প্রমুখ।

অনুষ্ঠানে ড্যাব ও বিএমএ নেতৃবৃন্দসহ জেলার চিকিৎসকরা উপস্থিত ছিলেন।




বারাদীতে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল

মেহেরপুরের বারাদীতে জামায়াতে ইসলামী বাংলাদেশ বারাদি ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে বারাদী বাজারের নাজিম প্লাজার দ্বিতীয় তলায় জামায়াতে ইসলামী বাংলাদেশে’র বারাদী ইউনিয়ন শাখার অফিস  উদ্বোধন হয়।

বারাদি ইউনিয়ন আমির মাওলানা আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামি বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা তাজ উদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক রফিক উল আলম, জামায়াতে ইসলামী বাংলাদেশ মেহেরপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক জাব্বারুল ইসলাম, বারাদী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানের শুরুতেই ফিতা কেটে অফিস উদ্বোধন করেন জেলা আমির মাওলানা তাজউদ্দিন খান।

পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বারাদী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মজিবার রহমান।




মেহেরপুরে পৌরসভা ৯নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন ও ইফতার মাহফিল

মেহেরপুরে পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল পাঁচটার সময় পৌরসভা ৯ নং ওয়ার্ডের গোরস্থান পাড়ায় বিএনপি’র সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এমকে খাইরুল বাশার, আলমগীর খান ছাতু, ইলিয়াস আলী, আনছারুল হক, ওমর ফারুক লিটন।

জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননের সঞ্চালনায় এই সময় আরোও উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম সজল, যুবদল নেতা মোশিউল আলম দ্বীপু, বক্তিয়ার হোসেন,রেমিম, সাইফুল ইসলাম,লতিব, সৌরভ হোসেন সহ ৯নং ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেহেরপুরে পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি’র নতুন কমিটির সভাপতি জামিন উদ্দিন, সহ-সভাপতি আনারুল ইসলাম, শহিদুল ইসলাম শহীদ, আব্দুল ওহাব ঝন্টু, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবু মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মিলন, সমাজসেবা সম্পাদক স্বপন নির্বাচিত হন।




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৭

মেহেরপুরে পুলিশের ২৪ ঘন্টার অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার হয়েছে।মেহেরপুরে পুলিশের ২৪ ঘন্টার অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার হয়েছ ওটা

এদের মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে ২ জন, সদর থানা পুলিশের অভিযানে ২ জন ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে ৩ আসামি রয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আজ শুক্রবার (২১ মার্চ) ভোররাত পর্যন্ত জেলার তিনটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।

মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলো, মেহেরপুর শহরের ফুলবাগান পাড়ার মাসুদ বিশ্বাসের ছেলে

মোঃ সামিউল আজীম রাজা (২৩), সদর উপজেলার বাজিতপুর গ্রামের মৃত জালাল শেখের ছেলে বাবলু হোসেন (৪৪), মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ সেলিম মল্লিক (৩২) ও মোঃ স্বাধীন মল্লিক ( মা মলা নং ১০(৩)২৫), শিবপুর গ্রামের দাউদ সরদারের ছেলে মোঃ মোরাদ হোসেন ওরফে লাল্টু (৪৪) মামলা নং ১১(৩)২৫ এবং গাংনী উপজেলার আযান গ্রামের ফজলু রহমানের ছেলে হৃদয় হোসেন (২৪) ও এলাঙ্গী গ্রামের জামাত আলীর ছেলে সবুজ আলী (২৮)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান অভিযানের নেতৃত্ব দেন।

মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের আজ শুক্রবার (২১ মার্চ) দুপুরে আদালতে নেয়া হয়েছে।




মেহেরপুরে ৫ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন ও ইফতার মাহফিল

মেহেরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় কাথুলী বাসস্ট্যান্ডে বিএনপি’র সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য আনছারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, সদস্য ইলিয়াস হোসেন ও আলমগীর খান ছাতু।

এছাড়াও এসময় জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফুর্তি হাসান, নাহিদ আহমেদসহ ৫ নং ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




মেহেরপুরে ওলামা ও তুলাবা পরিষদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেহেরপুর সদরের বারাদীতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বারাদি ইউনিয়ন ওলামা ও তুলাবা পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর হল রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বারাদী ইউনিয়ন ওলামা ও তুলাবা পরিষদের সভাপতি মাওলানা মুফতি জুনায়িদ আল হাবিবি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারাদি মাদিনাতুল উলুম কওমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওলামা ও তুলাবা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা হারুন অর রশিদ, মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল জব্বার।

বারাদী ইউনিয়ন ওলামা ও তুলাবা পরিষদের সিনিয়র সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসেন।

মাওলানা মুফতি মাসুদ রানার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি: মাওঃ খায়রুল ইসলাম: মুফতি মামুনুর রশীদ, মুফতি এমদাদুল ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক মুফতী তাওহীদ আদনান, সাংগঠনিক সম্পাদক মাওঃ আশরাফুল ইসলাম।