আজ ৪ ডিসেম্বর জীবননগর হানাদার মুক্ত দিবস

আজ ৪ ডিসেম্বর জীবননগর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ভারতীয় সীমান্ত ঘেঁষা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা হানাদার মুক্ত হয়। এ দিন মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্র বাহিনীর তুমুল প্রতিরোধের মুখে পাকহানাদার বাহিনী এক রক্তক্ষয়ী যুদ্ধের পর জীবননগর ছেড়ে ঝিনাইদহ অভিমুখে পালিয়ে যায়।

স্থানীয় মুক্তিযোদ্ধা সুত্রে জানা গেছে, ১৯৭১ সালের ২৬ নভেম্বর জীবননগরে পাকহানাদার বাহিনীর পতন ঘটলেও চুড়ান্ত বিজয় আসে ৪ ডিসেম্বর। এদিন ভোরে ভারতীয় মিত্র বাহিনীর কমান্ডার মেজর দত্ত ও ৮নং সেক্টরের বানপুর সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন পরবর্তীতে সেনাবাহিনী প্রধান প্রয়াতঃ জেনারেল (অবঃ) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনী যৌথভাবে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী সীমান্ত দিয়ে প্রবেশ করে। এরপর তাঁরা জীবননগর, দত্তনগর, সন্তোষপুর ও হাসাদহ গ্রামে পাকবাহিনীর উপর অতর্কিতভাবে ঝাপিয়ে পড়ে। শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধের। এ যুদ্ধে পাকহানাদার বাহিনীর ২৯ বেলুচ রেজিমেন্টের সৈন্যরা যৌথ বাহিনীর কাছে পরাজিত হয়ে পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহের দিকে পালিয়ে যায়। এ সময় থানায় ফেলে যাওয়া পাকবাহিনীর ক্যাপ্টেন নারী ধর্ষণকারী ও অমানুষিক নির্যাতনকারী হিসেবে চিহ্নিত মুনছুর আলীর ব্যবহৃত জিপ গাড়িতে মুক্তিযোদ্ধারা আগুন ধরিয়ে দেন এবং থানার মালখানা থেকে উদ্ধার করেন পাশবিক নির্যাতনের পর সদ্য হত্যা করা ৭-৮ জনের অজ্ঞাত পরিচয় যুবতীর লাশ। এ দিন স্বতঃস্ফুর্ত মুক্তিপাগল মুক্তিযোদ্ধারা জীবননগরের মাটিতে প্রথম উত্তোলন করে স্বাধীন বাংলার পতাকা।

শুরু হয় প্রশাসনিক কর্মকান্ড। বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রসুলকে প্রশাসনিক কর্মকর্তা ও মজিবর রহমানকে থানা ইনচার্জ করে বে-সামরিক প্রশাসন ব্যবস্থা চালু করা হয়। সে দিনের সেই ৪ ডিসেম্বর জীবননগর মুক্ত দিবস হিসেবে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ আজও এ দিনটি পালন করে আসছে।তবে ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধায় অংশ গ্রহন কারী নিহত হাবিলদার আব্দুল গফুর,নায়েক আব্দুল মালেক,নায়েক আব্দুর রশিদ,সিফাহী সিদ্দিক আলী,সিফাহী আব্দুল আজিজ এবং সিফাহী আবু বকর এই ৬ বীর সৈনিকদের দাফন করা হয় মাধবখালী গ্রামে ।স্বাধীনতার ৫১বছর পার হলেও এখন ও পর্যন্ত সংস্কার হয়নি ৬শহীদের সমাধীস্থল।তবে স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে ২০১৮সালে ১৮লক্ষ টাকা ব্যায়ে ৬শহীদ মুক্তিযোদ্ধার সমাধী সংস্কাকের কাজ উদ্বোধন করা হলেও নানা জটিলতায় বন্ধ রয়েছে সংস্কারের কাজ।জীবননগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন দলু বলেন,মাধবখালী ৬শহীদের সমাধীস্থলটা একেবারে ভারতীয় সীমানা ঘেষা হওয়ার কারনে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফএর অভিযোগে এটা সংস্কার করা হয়নি ।
তবে এখান থেকে কবরগুলো সরিয়ে অন্যস্থানে নেওয়ার জন্য আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় আবেদন করেছি ।জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকুনুজ্জামান বলেন,মাধবখালী ৬শহীদ মুক্তিযোদ্ধার সমাধী সরিয়ে নেওয়ার বিষয়ে আমি উদ্ধতর্ন কতুপক্ষকে জানাবো । এদিকে ৬শহীদের সমাধী সংস্কারসহ এখালে একটি মুক্তিযোদ্ধা মিনি জাদু ঘর স্থাপনের দাবী করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধাসহ নতুন প্রজন্ম।




ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক হলেন গাংনীর মেয়ে তন্দ্রা

মেহেরপুরের গাংনীর মেয়ে মোছা: তানভীর জুবাইদা তন্দ্রা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাহী সংসদের সহসম্পাদক হিসেবে মনোনীত করেন।

মোছা: তানভীর জুবাইদা তন্দ্রা গাংনী পৌর সভার সাবেক মেয়র যুবলীগ নেতা আশরাফুল ইসলামের গাংনী উপজেলা মহিলা যুবলীগের সভাপতি, মেহেরপুর জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য (গাংনী) শাহানা ইসলাম শান্তনার বড় মেয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সমুন্নত রেখে সোনার বাংলা বির্নিমাণে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক—উন্নত—ডিজিটাল ও অসম্প্রদায়িক বাংলাদেশের অগ্রযাত্রা অবিরত রাখতে আপনার কর্মনিষ্ঠা বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালকে আরও সমৃদ্ধ করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক পদে এই প্রথম মেহেরপুর জেলার কোনো ছাত্রী নির্বাচিত হলেন।

জানা গেছে, মোছা: তানভীর জুবাইদা তন্দ্রা গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ থেকে গোল্ডেন এবং ঢাকা মাইলস্টোন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় গোল্ডেন জিপিএ—৫ পেয়ে তার লেখাপড়া স্বাক্ষর রাখেন।

মোছা: তানভীর জুবাইদা তন্দ্রা রাজশাহী বিশ্ববিদ্যায়ে ইংরেজি বিভাগে ভর্তি পরীক্ষায় ৩ হাজার পরীক্ষার্থীদের মধ্যে সম্মিলিত মেধা তালিকায় ১৪ তম স্থান দখল করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ৮০তম এবং ইংরেজি বিভাগে ২৮তম স্থান দখল করেন।




দর্শনা কেরুজ চিনিকলে শ্রম আইন গঠনতন্ত্র সংশোধনী বিষয়ক সাধারন সভা অনুষ্ঠিত

দর্শনা কেরুজ চিনিকলে শ্রম আইন বিধি মোতাবেক গঠনতন্ত্র সংশোধনী বিষয়ক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টার দিকে কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আয়োজনে কেরুজ ডিস্টিলারি গেটের সামনে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজের
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে আলোচনা করেন, কেরুজ শ্রমিক -কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ।
কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় উপস্থিত থেকে আরও আলোচনা করেন, শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক খবির উদ্দিন, সাবেক সভাপতি তৈয়ব আলী, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম পিন্স সহ সকল সদস্যবৃন্দ।

আলোচনাকালে নেতৃবৃন্দরা বলেন, কেরুজ চিনিকলে এক সময় দেড় হাজারের বেশি শ্রমিক ছিল। সে সময় শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ছিল। যখন শ্রমিক কমে গেল তখন কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নে এক জন সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ন সাধারণ সম্পাদক ও ৯ জন সদস্য করে ১৩ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ১লা সেপ্টেম্বর-২২ শ্রম আইন বিধি মোতাবেক ১৫৯ অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়েছে কোন প্রতিষ্ঠানে ৮০১ থেকে ১৫’শ জন কর্মকর্তা কর্মচারী থাকলে শ্রমিকদের স্বার্থে সভাপতি ১ জন, সহ-সভাপতি ২ জন, সাধারণ সম্পাদক ১ জন, সহ-সাধারণ সম্পাদক ২ জন, কোষাধ্যক্ষ ১ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, প্রচার সম্পাদক-১ জন দপ্তর সম্পাদক-১ জন ও সদস্য ১৫ জন করে ২৫ সদস্য বিশিষ্ট শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন যাবে। সে লক্ষে আয়োজিত গেট মিটিং সভায় উপস্থিত নের্তৃবন্দ সহ সকলে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের মতামত প্রকাশ করেন।




গাংনীতে নাশকতা মামলায় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

গাংনী উপজেলা বিএনপির সহ সাংগাঠনিক সম্পাদক ও তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আজ শনিবার (৩ ডিসেম্বর) বিকালের দিকে গাংনী শহরের সিনেমাহল পাড়া এলাকার ভাড়া বাসায় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩/৪/৬ ধারা ১৫(৩)/২৫বি তৎসহ ১৯০৮ বিস্ফোরক আইনে সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান শিপুর দায়ের করা নাশকতা (মামলা নং ৩২, তারিখ ২৯/১২/২২) মামলায় তাকে অজ্ঞাত নামা আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, জাহাঙ্গীর আলমকে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার বিকালেই আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২৮ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৮ টার দিকে গাংনী উপজেলা শহরের পরিত্যক্ত সরকারি মৎস্য হ্যাচারি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

এ ঘটনায় মামলার এজাহার নামীয় এক নং আসামি গাংনী পৌর যুবদলের আহ্বায়ক ও গাংনী পৌরসভার সাবেক কাউন্সিলর সাইদুল ইসলামকে আটক করা হয়েছে। আজকে মামলার অজ্ঞাত আসামি হিসেবে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে মিথ্যা সাজানো মামলায় উপজেলা বিএনপি’র সহ সাংগাঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। তিনি বলেছেন, ১০ ডিসেম্বর ঢাকা ডাকা বিএনপির সমাবেশ বাঞ্চাল করার জন্য দেশব্যাপি বিএনপি নেতা কর্মীদের বাড়ি বাড়ি পুলিশী তল্লাশীসহ গ্রেফতার ও সাজানো মামলা দিচ্ছে। অবিলম্বে এই সাজানো মামলা থেকে তাদের অব্যহতি দেওয়ার দাবী জানান তিনি।




৪৬ জনকে নিয়োগ দেবে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর। পাঁচটি ভিন্ন পদে মোট ৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

নাজির কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সার্টিফিকেট পেশকার, সার্টিফিকেট সহকারী, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী।

পদসংখ্যা

সর্বমোট ৪৬ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর।

বেতন

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন (http://dcfaridpur.teletalk.com.bd/) এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ

২৯ ডিসেম্বর, ২০২২।

সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট।




গাংনীতে প্রাক্তন সৈনিক সংস্থার জমি মালিকানা দাবীতে সংবাদ সম্মেলন

মেহেরপুরের গাংনীতে প্রাক্তন সৈনিক সংস্থার কার্যালয়ের জমির মালিকানা নিয়ে চল রশ্মিটানাটানি। জমির মালিকা দাবী করে সংবাদ সম্মেলন করেছেন সাবেক সেনা সদস্য কাজিম উদ্দীনের বড় ছেলে মোঃ সেলিম রেজা। শনিবার দুপুরে বাঁশবাড়িয়ার সন্নিকটে স্থাপিত সৈনিক সংস্থার পুরাতন কার্যালয়ের সমনে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ সেলিম রেজা।

লিখিত বক্তব্যে জানান, গাংনীর বাশবাড়িয়াস্থ পৌর এলাকার পলাশীপাড়া সংস্থার প্রধান কার্যালয়ের পুর্বপার্শ্বে প্রাক্তন সৈনিক সংস্থা নামে একটি সংগঠন ছিল। যার সভাপতি ছিলেন আমার বাবা সাবেক সেনা সদস্য মোঃ কাজিম উদ্দীন। এ সংস্থার শুরুতে সদস্যদের মাসিক ৫০ টাকা চাঁদা সঞ্চয় করা হতো। ২০০১ সাল পর্যন্ত আনুমানিক ৫০/৬০ হাজার টাকা সঞ্চয় হয়। এই ৫০ হাজার টাকার সাথে আমার পিতা আরও ৫০ হাজার টাকা ধার হিসেবে দিয়ে এই জমিটি ক্রয় করেন। যা সংস্থার নামে রেজিস্ট্রি হয়।

পরবর্তীতে ২০০৩/২০০৪ সালের দিকে সংস্থার কার্যক্রম অকার্যকর হয়ে পড়ে। সদস্যদের অনেকে সংগঠন থেকে নিজেকে সরিয়ে নেয়। ধারের টাকা ফেরত পেতে আমার পিতা বিপাকে পড়েন। এমন পরিস্থিতিতে সংস্থার এই জমি বিক্রি করে আমার বাবার ধারের টাকা ও সদস্যদের সঞ্চয় ফেরত এবং সংস্থার উন্নয়নের সিদ্ধান্ত হয়। জমি বিক্রি করে একটি ভাড়া বাসায় সংস্থার কার্যক্রম চালু রাখার কথা ছিল।

এমন পরিস্থিতিতে অনেক সদস্য তাদের জমানো সঞ্চয় ফেরত চাইতে থাকে। এক পর্যায়ে আমার পিতার কাছে জমিটি বিক্রি করে দেয় সংস্থার সদস্যরা। কিন্তু আমার পিতার টাকা না থাকায় জমিটি অন্য জায়গায় বিক্রি করার চেষ্টা করা হয়েছিল। সংস্থার সদস্যদের সিদ্ধান্তে শেষ পর্যন্ত আমার পিতা জমি কিনতে বাধ্য হন। কিছু সদস্যদের অনিহার কারণে সংস্থার কার্যক্রম মুখ থুবড়ে পড়ে।

পরবর্তীতে আমার পিতা অনেক চেষ্টা করে সদস্যদের টাকা ফেরত দিতে থাকেন। এর মধ্যে সাবেক সেনা সদস্য আতোর আলী, জিহাদ আলী, জিল্লুর রহমান, মোকাদ্দেস আলী, আব্দুস সুবহান, বিল্লাল হোসেন, মোকলেছুর রহমান, আব্দুল মালেক, আল ফারুক, হাজী ইসরাফিল, রবিউল ইসলামসহ প্রায় সকল সদস্য তাদের জমাকৃত সঞ্চয় ও লাভ সহ গ্রহণ করেন। যার প্রমাণপত্র আমাদের কাছে রয়েছে।

২০০৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পর্যায়ক্রমে সদস্যদের টাকা পরিশোধ করে ২০১৮ সালে জমি রেজিস্ট্রি করা হয়। ২০০৫ সালে যখন তারা জমি বিক্রি করে দেয় তখন থেকে অদ্যবধি জমিটি আমাদের দখলে রয়েছে। আমাদের পরিবেশক ব্যবসার পণ্য এখানে রাখা হয়। এটি গোডাউন এবং ব্যবসায়িক কাজে ব্যবহার হয়। সংস্থার সভাপতি হিসেবে আমার পিতা কাজিম উদ্দীন জমি রেজিস্ট্রি দেন আমার মায়ের নামে। মায়ের নামে দেওয়ার কারণ ছিল- আমার মায়ের নামীয় তেরাইল কলেজের সামনে এক বিঘা জমি বিক্রয় করে এই জমি কেনা হয়েছিল। সাবেক সেনা সদস্য জিহাদ আলী প্রয়োজনীয় পরামর্শ দিয়ে জমি বিক্রি করিয়ে এই জমি ক্রয় করান।

আমার পিতা সাবেক সেনা সদস্য কাজিম উদ্দীন একজন সহজ, সরল ও সৎ মানুষ। তার সম্পর্কে সকলেই অবগত। একজন সহজ সরল মানুষের মাথার উপর সমিতির সঞ্চয় চাপিয়ে দিয়ে তাকে জমি ক্রয় করতে বাধ্য করা হয়েছিল। সাবেক সেনা সদস্য জিহাদ আলীসহ যারা এই কাজটি করতে বাধ্য করেছিলেন তাদের কয়েকজন আজ আবার জমি নিয়ে দৌড়ঝাপ করছে যা খুবই দুঃখজনক। একটি জমি ১৭ বছর আগে বিক্রি করে আবার কিভাবে সেই জমি তারা দাবি করেন। বিষয়টি অত্যান্ত দুঃখজনক।

বৈধভাবে জমি ক্রয় করে তার খারিজ খাজনা দিয়ে আসছি। দীর্ঘ দিন ধরে আমাদের দখলে রয়েছে। তাই যারা বেআইনীভাবে এখন সাইনবোর্ড টাঙ্গানোর চেষ্টা করছেন ।

এদিকে প্রাক্তন সৈনিক সংস্থার অনেকেই নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটি একটি সংগঠনের জমি। যেখানে একটি অফিস রয়েছে এবং আমরা যারা প্রাক্তন সৈনিক রয়েছি তারা সাংগঠনিক কার্যকলাপ এখানে বসেই করি। সংগঠনের একটি কার্যালয় বিক্রি করে খেতে হবে এমন অভাবগ্রস্থ মানুষ আমরা নই। বরং কিছু ভুয়া কাগজপত্র তৈরী করে কার্যালয়ের জমি ও ঘর নিজের বলে দাবী করছেন। তিনি আরো বলেন আমাদের স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে। আমরা আইনগত ভাবেই এর জবাব দেব।




পেছাল ‘কারাগার-২’ মুক্তির তারিখ

চঞ্চল চৌধুরী অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কারাগার টু’ মুক্তি দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)। নভেম্বরের শুরুতে এমনটাই জানিয়েছিল নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। কিন্তু হঠাৎ পিছিয়ে গেছে ছবি মুক্তির তারিখ। এতে ব্যাপক বিরক্তি প্রকাশ করেছেন চঞ্চল।

মুক্তির তারিখ পিছিয়ে যাওয়াটা একেবারেই মেনে নিতে পারেননি ‘হাওয়া’ খ্যাত অভিনেতা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিরক্তি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘কারাগার-২’ সিনেমার মুক্তির তারিখ এক সপ্তাহ পেছানোয় আমারও মেজাজ অনেক খারাপ হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মুক্তি পাবে সিরিজটির দ্বিতীয় কিস্তি ‘কারাগার টু’। বিষয়টি নিশ্চিত করে তিনি আরও লিখেছেন, মূলত বিশ্বকাপ ফুটবলের কারণেই তারিখ পেছানো হয়েছে। ২২ ডিসেম্বর শুধুমাত্র হইচইতে মুক্তি পাবে সিরিজটি।

সিরিজটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তাকে একজন বন্দির চরিত্রে দেখা গেছে ওয়েবটিতে। সিরিজটির প্রথম কিস্তিতে দেখা যায়, কারাগারে ২৫০ বছর ধরে বন্দি রয়েছেন চঞ্চল। পর্দায় তাকে মীরজাফরের খুনি বলে দাবি করেন অভিনেতা।

প্রসঙ্গত, চঞ্চল ছাড়াও ওয়েব সিরিজে আরও অভিনয় করেছেন বিজরী বরকতুল্লাহ, ফারিণ, আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, নাঈম, প্রমুখ।




গাংনীতে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার

গাংনী থানা পুলিশের ১২ ঘন্টার অভিযানে আদালতের পরোয়ানাভূক্তসহ বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, মাদক মামলার অভিযোগে গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের সামস উদ্দীনের ছেলে খায়বার আলী, পলাশীপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে সেন্টু, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ধানখোলা গ্রামের রেজাউল হকের ছেলে ওসমান, আদালতের পরোয়ানাভূক্ত সিআর ৪৩৭/১৯ মামলার পরোয়ানাভূক্ত আসামি গাঁড়াবাড়িয়া গ্রামের ইব্রাহিমের ছেলে ফারিশুল, জিআর ১৩২/১৯ মামলার আসামি কাজীপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে আকাশ, নারী ও শিশু নির্যাতন আইনের বি ৭(৩০) ধারার মামলা নং ০১, তারিখ ২/১১/২২ মামলার আসামি কসবা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে সবুজ ও নিয়মিত মাদক মামলার আসামি পলাশীপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে রাশেদুল ইসলাম।

এদের মধ্যে মাদক মামলার তিন আসামি রাশেদুল ইসলাম, সেন্টু ও খায়বার আলীকে বিজিবি মাদকসহ আটক করেছে।

শুক্রবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে পুলিশ ও বিজিবি সদস্য অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের আজ শনিবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




টাইগারদের ১৫তম ওয়ানডে অধিনায়ক লিটন

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন ব্যাটার লিটন দাস। টাইগারদের ১৫তম অধিনায়ক হিসেবে ভারতের বিপক্ষে টস করতে নামবেন তিনি।

কুঁচকির ইনজুরির কারনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। তামিমের জায়গায় ভারতের বিপক্ষে অধিনায়কত্বের গুরুদায়িত্ব পেয়েছেন এখন পর্যন্ত ৫৭ ওয়ানডে খেলা লিটন।

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস করতে নামলেই ১৫তম অধিনায়ক হিসেবে রেকর্ডবুকে নাম তুলবেন লিটন। এর আগেও বাংলাদেশের জার্সিতে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে লিটনের, তবে সেটি টি-টোয়েন্টি ফরম্যাটে। ২০২১ সালের মার্চে নিউজিল্যান্ডের সফরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনজুরিতে পড়েন তৎকালীন অধিনায়ক মাহমুদদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহর ইনজুরিতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন।

লিটনের অধীনে ঐ ম্যাচটি ৬৫ রানে হেরেছিলো বাংলাদেশ। ব্যাট হাতে ১ বল খেলে খালি হাতেই প্যাভিলিয়নে ফিরেছিলেন লিটন। সিরিজটি ৩-০ ব্যবধানে হেরেছিলো টাইগাররা।




মেহেরপুরে ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, সেলাই মেশিন ও চেক বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (৩ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম।

প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে (ভার্চ্যুয়ালী) প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক , মেহেরপুর জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা প্রমূখ।

এছাড়া বক্তব্য রাখেন, মুজিবনগর উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রব, মেহেরপুর প্রতিবন্ধী স্কুলের শিক্ষক রুপালি খাতুন, এসকেএফ অটিষ্টিক্ট ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি ফয়েজ উদ্দীন আহম্মেদ, প্রতিবন্ধী মো: টনি, মো: রাতুল, হাসান। এছাড়া অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন নাইমা ফারহানা।

আলোচনা শেষে ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে মেহেরপুর প্রদিবন্ধীদের মাঝে ৭ টি হুইল চেয়ার, ৩০ টি সেলাই মেশিন, ,৩ টি হেয়ারিং এইড এবং ২ লক্ষ টাকা ঋণের চেক বিতরণ করা হয়।