আলমডাঙ্গার কাটাভাঙা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষার টাকা চুরি

আলমডাঙ্গার কাটাভাঙা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষার প্রায় ৪০ হাজার টাকা রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে।  বুধবার দিবাগত রাত ২ টার দিকে স্কুলের তালা ভেঙে লকারে থাকা নগত ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, স্কুল কক্ষে ল্যাপটপ রেখে টাকা চুরির ঘটনায় রহস্যজনক ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের ঐতিহ্যবাহি স্কুল কাঁটাভাঙা মাধ্যমিক বিদ্যালয়। গত ২৮ বছর যাবৎ নাইট গার্ডের চাকুরি করছেন একই এলাকার আব্দুল ওহাব। চলতি বছরের স্কুলে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার ফ্রি,র টাকা সহকারী শিক্ষক স্কুলের লকারে রেখে যায়।

এদিকে প্রতিদিনের ন্যায় শারীরিক অসুস্থতার জন্য রাত ১ টার দিকে বাড়িতে চলে যায় নাইট গার্ড আব্দুল ওহাব। রাতে বাড়িতে ঘুমিয়ে পড়ে। সকালে স্কুলে ফিরে দেখে স্কুলের অফিস ও শিক্ষক মিলাতায়ন রুমের তালা ভাঙা। ওই রুমে গোপন জায়গায় সহকারী শিক্ষকের স্কুল বার্ষিক পরিক্ষার ৪০ হাজার টাকা চুরি হয়েছে বলে জানাযায়।

এ চুরির ঘটনায় নাইট গার্ড আব্দুল ওহাব জানান, গত ২৮ বছরে এই প্রতিষ্ঠান থেকে একটি গাছের পাতাও চুরি হয়নি। তবে, স্কুলের ওই রুমে কয়েকটা ল্যাপটপ ছিলো স্ব স্থানেই। ল্যাপটপ গুলো চুরি হয়নি। কিন্তু সহকারী শিক্ষকের গোপনীয় টাকা চুরির ঘটনাটি খুবই রহস্যময়।

কাটাভাঙা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক মান্নান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্কুলের রুমের ও লকারের তালাভাঙ্গা দেখতে পায়। লকারে থাকা প্রায় ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে ।




দামুড়হুদায়  ভোক্তা অধিকারের অভিযানে ১৯ হাজার টাকা জরিমানা

দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠাল তলায় দুইটি বিস্কুট ফ্যাক্টারিতে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ আটা ও পাউরুটি রাখার অপরাধে ১৯ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার এর পরিচালক সজল আহাম্মদ। আজ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে এই ভ্রাম্যমান আদালতে এই রায় দেন।

ভ্রাম্যমান আদালত সূত্র থেকে জানাযায়, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর কাঁঠাল তলায় দুইটি বিস্কুট ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ আটা ও পাউরুটি রাখার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭/৫১ ধারা দোষি সাবস্ত করে জয়রামপুর কাঁঠাল তলায় মা বাবা দোয়া বেকারির মালিককে ১২ হাজার টাকা ও বন্ধু বেকারির মালিককে ৭ হাজার টাকা জরিমানা করেন ভ্র্যাম্যমান আদালত।

এ সময় সহযোগিতা করেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনের পুলিশ সদস্যরা।




ইউএস বাংলা গ্রুপে চাকরির সুযোগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

পদসংখ্যা

মোট ২০ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর দুই থেকে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। জাভা স্প্রিং বুট, স্প্রিং এমভিসি, থাইমেলেভ, মাইএসকিউএল, ওরাকল ও ওআরএম সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানাশোনা থাকতে হবে। ২০ থেকে অনূর্ধ্ব ৫০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন

৪০,০০০-৮০,০০০/-টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৩ ডিসেম্বর, ২০২২।

সূত্র : বিডিজবস




মেহেরপুরে হত দরিদ্র পরিবারে মাঝে টিউবওয়েল ও স্যানেটরী ল্যাট্রিন বিতরণ

নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত স্যানেটরী ল্যাট্রিন ব্যবহারে মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামের ১০ জন পরিবারের মাঝে টিউবওয়েল স্বাস্থ্য সম্মত স্যানেটরী ল্যাট্রিন বিতরণ করা হয়।

আজ বুধবার বিকাল ৩ টার দিকে মউক এর অফিস চত্ত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এর এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিতরণ অনুষ্ঠানে মউক এর মনিটরিং কর্মকর্তা কমল কুমার সেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন ও প্রোগ্রাম ম্যানেজার সাদ আহম্মেদ উপস্থিত ছিলেন অনুষ্ঠান পরিচালনা করেন মউক এর প্রোগ্রাম ম্যানেজার ওয়াজেদ আলী।




দামুড়হুদায় জাগ্রত জনতার, ছাগল মুরগী গাছের চারা বিতরণ ও সুধী সমাবেশ

দামুড়হুদায় জাগ্রত জনতার পক্ষ থেকে অসহায় দুস্থ বিধবা মহিলাদের মাঝে ছাগল মুরগী গাছের চারা বিতরণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪টার দিকে হাউলী ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী ও ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর জোনাল ইনচার্জ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারইষ্ট ইসলামী লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড ফরিদপুর ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড ইনচার্জ রফিকুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, হাউলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন, ফারইষ্ট ইসলামী লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড চুয়াডাঙ্গা সার্ভিস সেন্টারের ইনচার্জ আমজাদ হোসেন।

এসময় বিধবা মহিলাদের মাঝে ৩টা ছাগলের বাচ্চাসহ পাকিস্তানি মুরগীর বাচ্চা ও গাছের চারা বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা যুবলীগ নেতা নিসান তরফদার, দামুড়হুদা বাজার কমিটির সভাপতি মাকসুদুর রহমান রতন, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি রাসেল শাহ সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু বলেন, সমাজে অনেক উচ্চবিত্ত মানুষ আছে কিন্তু মানবতার সেবায় সবাই কাজ করতে পারেনা। তৃণমূল মানুষের পাশে থেকে কাজ করার জন্য জাহাঙ্গীর আলম কে অসংখ্য ধন্যবাদ ও দোয়া করি এভাবে যেনো সারাজীবন অসহায় মানুষের সেবা করতে পারে।




মেহেরপুরে পুলিশের অভিযানে ১৩ আসামি গ্রেফতার

মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের ২৪ ঘন্টার অভিযানে বিভিন্ন মামলার ২৪ আসামি গ্রেফতার হয়েছে। এদের মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত ৫ আসামি ও মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে ৮ আসামি গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত আজ বুধবার (৩০ নভেম্বর) ভোররাত পর্যন্ত দুটি উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ পৃথক অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একাধিক টিম অভিযানে অংশ নেন।

বুধবার দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করেছে।




কুষ্টিয়ায় ৬ ডাকাতের যাবজ্জীবন

কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতি করার সময় শাজাহান আলী নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার ৮ আসামিকে খালাস দিয়েছেন বিচারক।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। কুষ্টিয়া জজ কোর্টের পিপি অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের স্বপন, একই উপজেলার ইসলামপুর গ্রামের নাহারুল, মকবুল, শফি, শাজাহান, খলিল ও আজমল।

রায় ঘোষণার সময় আজমল, শাজাহান ও শফি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পালাতক।

আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ২৭ এপ্রিল রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের শাজাহান আলীর বাড়িতে আসামিরা ডাকাতি করে। এসময় তারা নগদ টাকা, স্বর্ণালংকার এবং বাড়ির বিভিন্ন আসবাবপত্র লুট করে। প্রতিবাদ করায় চাইনিজ কুড়ালের উল্টো পিট দিয়ে শাজাহান আলীকে আঘাত করে হত্যা করে আসামিরা। ঘটনায় পরদিন ২৮ এপ্রিল নিহত শাজাহান আলীর ছেলে বোরহান উদ্দিন বাপ্পি বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফেরদৌস হোসেন আসামিদের বিরুদ্ধে ২০০৪ সালের ২৪ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আজ রায় ঘোষণা করেন।




মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুই যুবক আটক

৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলেন, মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের ক্লাবপাড়া এলাকার আকুব্বার হোসেন ওরফে আকু সর্দার ও আজিল আলীর ছেলে মোহাম্মদ তুষার (২৫)।

আজ বুধবার (৩০ নভেম্বর) বিকালের দিকে মেহেরপুর শহরের কাথুলি মোড় এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে এই দুজনকে ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করেন।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জুম্মান, এএস এম মাসুদ, সঙ্গীয়ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আটক মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দেওয়া হয়েছে।




ভারত থেকে ১৭ লাখ ভিডিও সরালো ইউটিউব

গুগলের মালিকানাধীন ইউটিউব ভারত থেকে আপলোড করা ১৭ লাখ ভিডিও সরিয়ে দিয়েছে। কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে সম্প্রতি এসব ভিডিও মুছে দেওয়া হয়। খবর ইন্ডিয়া টাইমস।

ত্রৈমাসিক এক প্রতিবেদনে ইউটিউব জানিয়েছে, কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের জন্য জুলাই থেকে সেপ্টেম্বর তিন মাসে ভারত থেকে আপলোড করা ১৭ লাখেরও বেশি ভিডিও সরিয়ে দিয়েছে ইউটিউব।

প্রতিবেদনে আরও বলা হয়, যন্ত্র দিয়ে শনাক্ত করা ভিডিওগুলোর মধ্যে ৩৬ শতাংশ কেউ দেখার আগেই সরিয়ে ফেলা হয়। ৩১ শতাংশ ভিডিও সরিয়ে নেওয়ার আগে ১ থেকে ১০ বার দেখা হয়েছিল।

এছাড়াও, কমিউনিটি গাইডলাইনের পাশাপাশি হোস্টিং প্ল্যাটফর্ম নির্দেশিকা লঙ্ঘন করায় বহু চ্যানেল বন্ধের পাশাপাশি ৭৩ কোটিরও বেশি মন্তব্যও সরিয়ে দিয়েছে ইউটিউব।




মেহেরপুরে ভারত থেকে পাসপোর্ট বিহীন বাংলাদেশে প্রবেশ, যুবক আটক

পাসপোর্ট বিহীন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সানোয়ার হোসেন (৩২) নামের এক বাংলাদেশীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ঝাঁঝা বিওপি ক্যাম্প। আটক সানোয়ার হোসেন মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।

আজ বুধবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার সময় সদর উপজেলার ঝাঁঝাঁ সীমান্তের আন্তর্জাতিক পিলার ১২১/৩ এস এর নিকট থেকে তাকে বিজিবির একটি টহল দল আটক করেন।

৬ বিজিবি’র ঝাঁঝাঁ বিওপি কমান্ডার নায়েক সুবেদার কাজী আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

নায়েক সুবেদার কাজী আজাদ বলেন, সানোয়ার হোসেন ভারত থেকে পাসপোর্ট বিহীন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির টহল দল তাকে আটক করে। আটক সানোয়ার হোসেনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।