ঝিনাইদহে শ্রীশ্রী লোকনাথ বাবার ২৯৪ আবির্ভাব দিবস পালন

ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারী জন্ম অষ্টমী তিথিতে ১৭৩০ সালের জন্মাষ্টমীর দিনই পৃথিবীর বুকে আবির্ভাব হয়েছে।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর ) শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৪ তম আবির্ভাব দিবস উপলক্ষে, ঝিনাইদহ পুরাতন হাটখোলা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে পূজার আয়োজন করা হয়।

স্থানীয়রা বিপদের সময় একমাত্র ভরসা হিসাবে তাঁকে মানেন। কথিত আছে জীবদ্দশায় তিনি অনেক রোগ ভালো করে দিতে পারতেন। তিনি জাতিস্মর অন‍্যের মনের ভাব অবলীলায় জানতে পারতেন তিনি এমনই বিশ্বাস তাঁর ভক্তদের।

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী এই পূজায় রাখা হয় মিছিরি ও অমৃতি। এছাড়াও থাকে ফূল, ধূপ, চন্দন সহ পূজার অন‍্যান‍্য উপকরণ।কথিত আছে বাবা লোকনাথ মহাদেবের এক অবতার। এই সমাজের বহু মানুষ তাদের জীবনের চলার পথে লোকনাথ বাবাকেই আদর্শ করে নিয়েছেন। বাবা লোকনাথের অগনিত ভক্তরা আজও বয়ে নিয়ে চলেছে তার বাণী।

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে সভাপতি রনি সাহা ও সাধারণ সম্পাদক দেবব্রত দত্ত দেবু মেহেরপুর প্রতিদিন কে জানান আমরা
এভাবেই ভক্তি ও শ্রদ্ধার সাথে প্রতিবছর পালিত হয় শ্রীশ্রী লোকনাথ বাবার আবির্ভাব দিবস। বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার ভক্তরা আসেন সেখানে।পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।




ঢাকায় নিয়োগ দেবে যমুনা গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ। ডেপুটি ম্যানেজার/ম্যানেজার (ব্র্যান্ড) পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : যমুনা গ্রুপ

পদের নাম : ডেপুটি ম্যানেজার/ম্যানেজার (ব্র্যান্ড) পদসংখ্যা : ২টি অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর

বয়সসীমা : কমপক্ষে ২৮ বছর

কর্মস্থল : ঢাকা

বেতন : আলোচনা সাপেক্ষে

আবেদন শুরুর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৪

কর্মঘণ্টা : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদনের শেষ সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : মার্কেটিং, কমিউনিকেশনস, বিজনেসে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা : ইলেকট্রনিক্স শিল্পে কাজের দক্ষতা অন্যান্য সুবিধা : কোম্পানির নীতিমালা অনুযায়ী

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।




মেহেরপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক সচেতনমূলক অনুষ্ঠান

মেহেরপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক সচেতনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে মেহেরপুর সদর উপজেলার গোভিপুর মাধ্যমিক বিদ্যালয় বিআরটিএ লাইসেন্স পরীক্ষায় এই সচেতনমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় মেহেরপুর সদর ট্রাফিক টিআই ইসমাইল হোসেন বলেন আপনারা হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না, দুজন ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল না চালানো, নসিমন,করিমন,লাটা হাম্বা,আলমসাধু দ্রুত গতিতে না চালানো বিষয়ে ছাত্রদের সচেতনমূলক বার্তা পৌছে দেন।

এ ছাড়াও বক্তব্য রাখেন মেহেরপুর বিআরটিএ ইন্সপেক্টর জিয়ারুল ইসলাম।




কিশোর হত্যার রহস্য সন্ধানে কারিনা

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের ক্রাইম থ্রিলার ‘বাকিংহাম মার্ডারস’ মুক্তি পেতে চলেছে খুব শিঘ্রই। সম্প্রতি মুক্তি পেয়েছে হনসল মেহতা পরিচালিত সাসপেন্স এ থ্রিলারটির ট্রেলার। এর আগে টিজার দেখেই সিনেমাটির গল্প সম্পর্কে কিছুটা আভাস মিলেছিল।

হিন্দুস্তান টাইমস অনুযায়ী, ১০ বছরের এক শিখ শিশু হত্যার ঘটনায় গ্রেফতার এক মুসলিম কিশোর! আর তাতেই সাম্প্রদায়িক আগুনে উত্তাল বাকিংহামশায়ার। এদিকে ঘটনার তদন্তভার পান প্রবাসী জসমিত ভামরার ওরফে।

যিনি কিনা একজন গোয়েন্দা, আবার ব্যক্তিগত জীবনে তিনিও একজন মা। এমনই এক গল্প নিয়ে মুক্তি পেয়েছে ‘দ্য বাকিংহাম মার্ডার্স’-এর ট্রেলার। এ সিনেমায় জসমিত ভামরার চরিত্রে দেখা যাবে কারিনা।

শোভা কাপুর ও একতা কাপুরের বালাজি টেলিফিল্মস এবং টিবিএম ফিল্মসের পাশাপাশি এই ছবির হাত ধরে প্রযোজক হিসাবে অভিষেক করছেন কারিনা।

এর আগে কারিনা বেশকিছু সাক্ষাৎকারে বলেন, ‘মেরে অফ ইস্টটাউন আমার পছন্দের। আর তাই যখন হনসল আমার কাছে এসেছিলেন, তখন আমি বলেছিলাম, এটাই হয়ত সেই চরিত্র যা আমি সত্যিই করতে চেয়েছি। সুতরাং আমরা চরিত্রটা ওই চরিত্রের ছাঁচে ফেলা হয়েছে খানিকটা।’ ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘দ্য বাকিংহাম মার্ডার্স’।

দ্য বাকিংহাম মার্ডারস ছবিতে কারিনা ছাড়াও অভিনয় করেছেন অ্যাশ ট্যান্ডন, রণবীর ব্রার এবং কিথ অ্যালেন। গল্প লিখেছেন অসীম অরোরা, কাশ্যপ কাপুর এবং রাঘব রাজ কক্কর।




সূচি চূড়ান্ত হলো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫ সালের ফাইনালের সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী বছরের ১১ জুন শুরু হবে সাদা পোশাকের শিরোপা নির্ধারণী লড়াই। আগের দুই আসরের মতন এবারও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হতে যাচ্ছে ইংল্যান্ডে। ফাইনাল অনুষ্ঠিত হবে ‘ক্রিকেটের মক্কা’ খ্যাত লর্ডসে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ফাইনালের সময়সূচি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারা জানিয়েছে, ১১ থেকে ১৫ জুন লর্ডসে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রতিকূল আবহাওয়া চিন্তা করে ফাইনালে রিজার্ভ ডেও রাখা হয়েছে। কোন কারণে বৃষ্টিতে একদিন নষ্ট হলে ১৬ জুনও ফল আনতে খেলা হবে।

এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে আছে ভারত ও অস্ট্রেলিয়া। তাদের পরেই আছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আপাতত চারে উঠে এসেছে বাংলাদেশও।

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরে বন্যার্তদের সহায়তায় পথ কনসার্ট

মেহেরপুর জেলা ব্যথিত সাংস্কৃতিক কর্মিদের উদ্যোগে বানভাসি মানুষের পাশে থাকতে অনুদান সংগ্রহের জন্য সপ্তাহব্যাপি পথ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে মুজিবনগরের ২০২৪ কেদারগঞ্জ বাজারে এ পথ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। শিল্পী, সাউন্ড ও যন্ত্রিরা বিনা পারিশ্রমিকে অংশ নিয়েছে।

এসময় এ কনসার্ট থেকে কেদারগঞ্জ বাজারে সংগ্রহ উনিশ হাজার একশত টাকা। কনসার্টে পরিবেশনা করেন চ্যানেল আই খুদে গানরাজ উদয়সহ স্থানীয় শিল্পিরা। তারা হলেন পাপিয়া, দেলোয়ার, নিলু, রজিবুল, আমজাদ, সাইফুল, শাহিন। ব্যবস্থাপনা ও সঞ্চালনা করেন নিশান সাবের।




দু’বছর কারাভোগ শেষে তরুনী ফিরলো আপন ঠিকানায় 

দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি- বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যেমে প্রেমের টানে বাংলাদেশে এসে কলকাতার তরুনীর দু’বছর কারাভোগ শেষে ফিরলো আপন ঠিকানায়।

প্রেম করে অবৈধ পথে বাংলাদেশে ঢুকছিল কলকাতা হাওড়ার মেয়ে প্রিয়াংকা নস্কর (১৮)। এরপর সীমান্তে বিজিবি তাকে আটক করে। ঠাঁই হয় কারাগারে। সেখানে ছিল দু’বছর। কারাভোগ শেষে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে আনুষ্ঠানিকভাবে ফেরত দেয়া হয় এই ভারতীয় তরুনীকে।

বাংলাদেশের নারায়নগঞ্জের হিন্দু সম্প্রদায়ের এক ছেলের সাথে প্রেম হয় প্রিয়াংকার। ওই ছেলের পিসির বাড়ি হাওড়াতে প্রিয়াংকাদের বাড়ির পাশে। সেখান থেকে পরিচয়, তারপর প্রেম। বলেছিল বিয়ের পর নারায়নগঞ্জে গামের্ন্টেসে চাকুরী দেবে তাকে। এরপর ওই ছেলের সাথে বিয়ে করার জন্য বাংলাদেশে ঢুকতে ২০২২ সালের ৩ অক্টোবর ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আসে প্রিয়াংকা। দালালের মাধ্যমে সীমান্ত পার হতে গেলে ধরা পড়ে বিজিবির হাতে। তাকে পুলিশে সোপর্দ করে বিজিবি। আদালতে নেয়া হলে অবৈধ অনুপ্রবেশের দায়ে দু’বছরের জেল হয় প্রিয়াকার। এরপর ২৩ মাস ছিল ঝিনাইদহ কারাগারে।

দর্শনা সীমান্তে প্রিয়াংকা বলেন, ‘সে ভুল করেছে। প্রেম করে বাংলাদেশে যে ছেলের কাছে আসতে গিয়ে ধরা পড়ে, কারাগারে যাওয়ার পর সে কোনদিন খোঁজ নেয়নি। তাকে ভুলে গেছে। জীবন থেকে দু’বছর ঝরে গেল। তার মতো ভুল যেন কোন মেয়ে না করে।’

প্রিয়াংকার বাবা প্রতাব নস্কর ও মা তনুশ্রী নস্কর মেয়ে নিতে এসেছিলেন দর্শনা সীমান্তে। এ সময় মেয়েকে ফিরে পেয়ে বুকে নিয়ে হাউ-মাউ করে কেঁদে ওঠেন।

মা তনুশ্রী জানান, দু’বছর মেয়েকে হারিয়ে কত কষ্ট ছিলাম। রাতে ঘুমোতে পারিনি। আমার মেয়ে ভুল করেছে।

প্রিয়াংকার বাবা প্রতাব নস্কর বলেন, ‘মেয়ে হারিয়ে যাওয়ার কোন খোঁজ পায়নি। ৮ মাস আগে বাংলাদেশ থেকে একজন মোবাইল করে জানায় মেয়ে ঝিনাইদহ কারাগারে আছে। দুটি বছর বাংলাদেশের কারাগারে আমার মেয়ে ভালছিল। আজ দু’দেশের সরকারের মাধ্যমে আজ মেয়েকে ফিরে পেলাম। যারা আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিল আমি তাদের কাছে কৃতজ্ঞ।’

ঝিনাইদহ কারাগারের ডেপুটি জেলার তানিয়া বলেন, ‘প্রিয়াংকা প্রায় দু’বছর আমাদের কারাগারে ছিল। সে ভদ্র মেয়ে। আমরা তাকে যতদুর পারি কারাগারে ভাল রেখেছিলাম। আজ তার বাবা-মায়ের হাতে তুলে দিতে পেরে আমরা খুশি।’

পশ্চিমবঙ্গের এনজিও কর্মী চিত্তরঞ্জন বলেন, ‘মেয়েটির বয়স অল্প। সে ভুল করেছে। এ রকম ভুল যেন কেউ না করে। এ জন্য অভিভাবকদের সচেতন হতে হবে।’

আজ মঙ্গলবার দুপুর ১ টায় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট সীমান্তে আনুষ্ঠানিকভাবে প্রিয়াংকাকে হস্তান্তর করে বিজিবি ও বাংলাদেশ ইমিগ্রেশন-কাস্টমস ও কারা কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির আইসিপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোস্তফা মিয়া, ইমিগ্রেশন ইনচার্জ আতিকুর রহমান, ঝিনাইদহ কারাগারের ডেপুটি জেলার তানিয়া, কাস্টমস কর্মকর্তা কাবিল হোসেন, দর্শনা থানার এসআই ফাহিম। ভারতের পক্ষে ছিলেন বিএসএফ গেঁদে ক্যাম্পের এসিসট্যান্ট কমিশনার তাপস্যার, ইমিগ্রেশন ইনচার্জ সঞ্জিব কুমার বোস, কাস্টমস কর্মকর্তা আরপি যাদব, কৃষ্ণগঞ্জ থানার এস আই তন্ময় দাস প্রমুখ।




বন্যাদুর্গতদের সহযোগিতায় মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতি ও বার্তা মেহেরপুর

টানা বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত হয়েছে দেশের ৯ জেলা। এর মধ্যে ফেনী ও নোয়াখালীতেই বন্যাকবলিত ২২ লাখের বেশি মানুষ। এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে ছুটছেন মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতি ও নিউজ পোর্টাল বার্তা মেহেরপুর।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে বন্যা দুর্গতদের সহযোগিতায় ফেনী নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে মেহেরপুর হোটেল বাজার ব্যাবসায়ী সমিতি ও বার্তা মেহেরপুরের প্রতিনিধিদের একটি দল।

প্রয়োজনীয় পোশাক, সাবান, পানি, স্যালাইন ঔষধসহ বিভিন্ন ত্রান সামগ্রী নিয়ে রওনা হয় দলটি। এসময় ত্রাণ সামগ্রী নিয়ে রওনা হওয়া প্রতিনিধিরা সকলের কাছে নিজেদের এবং বন্যা কবলিত মানুষদোর জন্য দোয়া প্রার্থনা করেন।

এর আগে বন্যায় কবলিত মানুষদের সহযোগিতায় কথা বলেন হোটেল বাজর ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সিমন।

এছাড়াও এসময় ব্যাবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি শেখ মোমিন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান, বার্তা মেহেরপুরের প্রকাশক রাশেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।




মেহেরপুরে এক সার ব্যবসায়ীর ৭০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের বামনপাড়ার আমানুল্লাহ ট্রেডার্সে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বামনপাড়ার আমানুল্লাহ ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়।

আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করা এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক দোকানে সাজিয়ে রাখার অপরাধে দোকান মালিক আমানুল্লাহকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল্লাহ মাহমুদ এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।

অভিযান সূত্রে জানা গেছে, বামনপাড়ার মেসার্স আমানুল্লাহ ট্রেডার্সের বিরুদ্ধে সরকার নির্ধারিত অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ ছিল। এছাড়াও এই সারের দোকানটিতে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির উদ্দেশ্যে সাজানো ছিল। দোকান মালিক আমানুল্লাহকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় দোষী সাব্যস্ত করে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই অভিযানে শহরের নিত্য প্রয়োজনীয় পণ্যের বিভিন্ন দোকানেও অভিযান চালানো হয়।




দর্শনায় তারেক রহমানের ১৭ তম কারামুক্ত দিবসের আলোচনা সভা

দর্শনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ তম কারামুক্ত দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ মঙ্গলবার ৩ সেপ্টেম্বর সন্ধায় দর্শনা পুরাতন বাজার বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য মালেক মন্ডলের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস দর্শনা পৌর বিএনপি সমন্বয় কমিটির অন্যতম সদস্য এনামুল হক শাহ মুকুল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  দর্শনা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম মেহফুজ মিল্টন, দর্শনা পৌর যুবদলের যুগ্ন আহবায়ক অপু সুলতান, দর্শনা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইসলাম লিওন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আল মামুন, জেলা যুবদলের সদস্য রুহিম, ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মুকুল, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

এ সময় আরও উপস্থিত ছিলেন তুফন,রাজ্জাক, মুজিবর,খাইরুল, রবিল,আজাদ,আলমগীর, সোনা,যুবদলের নেতা,আরিফ,সোহেল, আরিফ, কুটি,রুবেল, রানা,খলিল,চঞ্চল, বিল্লাল, ছাত্রদল নেতা ইকবাল, নাফিজ, সালাউদ্দিন, সবুজ,সজিদ,নাঈম ও সুমন প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপি সমন্বয় কমিটির সদস্য ইকবাল হোসেন।