৭৭ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে তিনটি ভিন্ন পদে মোট ৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম/পিঅ্যান্ডএম/ইঅ্যান্ডসি), সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা), মিটার টেস্টার।

পদসংখ্যা

মোট ৭৭ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুস্বারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর।

সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) পদের বেতন ৪১,৮০০ টাকা। প্রবেশনকাল শেষে নিয়মিত হলে মাসিক বেতন হবে ৪৩,৫০০ টাকা। এ ছাড়া বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা দেওয়া হবে,

মিটার টেস্টার পদের বেতন ১৮,৩০০ টাকা। প্রবেশনকাল শেষে নিয়মিত হলে মাসিক বেতন হবে ১৯,২২০ টাকা। এ ছাড়া বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে (http://brebhr.teletalk.com.bd) এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ

২৯ ডিসেম্বর, ২০২২।

সূত্র : প্রথম আলো।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে




কোটচাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান স্মরনে দোয়া ও আলোচনা সভা

শহীদ বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কোটচাঁদপুরের সাবদারপুরে এ অনুষ্ঠান করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহর সভাপতিত্বতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান আলী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান,মুক্তিযোদ্ধা কায়দার রহমান ।

এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তি যোদ্ধা পরিবারের সন্তানরা। এর আগে বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দরা।




গাংনীতে হেরোইনসহ ছাত্রলীগ নেতা লিমন আটক

মেহেরপুরের গাংনীতে লিমন আহম্মেদ (২১) ছাত্রলীগ নেতাকে হেরোইনসহ আটক করেছে পুলিশ। বুধবার(১৪ডিসেম্বর) গাংনী মহিলা ডিগ্রী কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। সে গাংনী বাজার পাড়ার আব্দুর রশিদের ছেলে ও গাংনী উপজেলা ছাত্রলীগের উপ পাঠাগার বিষয়ক সম্পাদক।

গাংনী থানার ডিউটি অফিসার মোহাম্মদ আজম বিশ্বাস জানান, মাদক বিরোধী অভিযানে এসআই সাইফুলের নেতৃত্বে গাংনী মহিলা ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে রাত ১১ টার দিকে লিমন আহম্মেদের মোটর সাইকেলের গতিরোধ করে তার দেহ করে ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়। লিমনকে মোটরসাইকেল আটক করলেও অপর আরোহী গাংনীর শুভ আহমেদ পালিয়ে যায়।

গাংনী থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, লিমন আহম্মেদকে ১০ গ্রাম তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।




গাংনীতে চাঁদাবাজ ইংরেজ গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী উপজেলার শীর্ষ  চাঁদাবাজ ইমরান হোসেন ওরফে ইংরেজ(৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহষ্পতিবার ভোর রাতে গাংনী থানা পুলিশের একটি টীম তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও চুরির মামলায় গ্রেপ্তারী পরওয়ানা রয়েছে।

ইংরেজ গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে। তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ইংরেজ এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। একটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরওয়ানা জারী করে। আদালতে গ্রেপ্তারী পরওয়ানা বলে ইংরেজকে গ্রেপ্তার করে মেহেরপুর আদালতৈ প্রেরণ করা হয়।




গাংনী উপজেলা জামায়াতের আমীর রবিউল গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতের আমীর ডা. রবিউল ইসলাম(৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহষ্পতিবার বেলা ১১ টার দিকে গাংনী থানা পুলিশের একটি টীম রবিউল ইসলামকে তার বাস ভবন থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে আনীত মামলার গ্রেপ্তারী পরওয়ানা রয়েছে।

তিনি গাংনীর বিশ্বাস পাড়ার মৃত আব্দুর রউফের ছেলে। গ্রেপ্তারকৃত রবিউল ইসলামকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গত ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাংনীর ভাটপাড়া গ্রামের মসজিদে তার দলীয় লোকজনকে সংগঠিত করে নাশকতার পরিকল্পনা করছিলেন। এসময় পুলিশ অন্যান্য আটক করতে সক্ষম হলেও রবিউল ইসলাম পালিয়ে যায়। এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা রুজু করা হয়। যার নম্বর – ১১,তারিখঃ১৩-০২-২২ইং। ওই মামলায় বিজ্ঞ আদালতের গ্রেপ্তারী পরওয়ানা বলে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।




সাবেক ছাত্রলীগ নেতা শিপুসহ ৬ জন কারাগারে

মেহেরপুরে গাংনীতে অনলাইন জুয়ার সম্পৃক্ততায় কারাগারে পাঠানো হলো গাংনীর সাবেক এমপি মকবুল হোসেনের পিএস জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহিদুজ্জামান শিপুসহ ছয়জনকে।
তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩০(২)/৩৫ ধারায় মামলা দিয়ে আদালাতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গাংনী থানার এসআই জগদিশ চন্দ্র বসু বাদী হয়ে সাহিদুজ্জামান শিপুসহ ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-২২, তারিখ-১৪/১২/২২ ইং। কারাগারে পাঠানো আরো ৫ আসামি হলেন- গাংনী সরকারী ডিগ্রি কলেজের অফিস সহকারী রবিউল ইসলাম, গাংনী উপজেলা ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন উজ্জল, বিপুল হোসেন, চঞ্চল হোসেন ও জিয়াউর রহমান। বাকি ৩ আসামি পলাতক রয়েছেন। তারা হলেন- সাহারবাটির জামিরুল ইসলাম, এলাঙ্গীর জামিরুল ইসলাম, এবং কাজিপুরের তপন।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গতকাল বুধবার বিকালে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে আদালতে পাঠালে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে জানা গেছে, সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান শিপু গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের সহায়তায় অনলাইন জুয়া ওয়ান এক্স বেট ও মেল বেটের সাব এজেন্ট হিসেবে করিতেছে এবং অনলাইন জুয়া ওয়ান এক্স বেট ও মেল বেট পরিচালিত অর্থ বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতিত অবৈধ ই-ট্রানজেকশন মোবাইল ব্যংকিং ব্যবসা বিকাশ/রকেট/নগদ/উপায়ের মাধ্যমে লেনদেন সম্পন্ন করছেন। এমন খবরের ভিত্তিতে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গাংনী বাজার সংলগ্ন উত্তরপাড়ায় শাহিদুজ্জামান শিপুর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়।

এসময় শিপুর কাছে থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত মোবাইল ফোনে দেখা যায় ২০২০ সালের ২৭ জুলাই তিনি অনলাইন জুয়ার সাইট ওয়ান এক্স বেটের একাউন্ট ওপেন করেন এবং সেই থেকে অনলাইন জুয়ার মাধ্যমে অবৈধ ই-ট্রানজেকশন করে আসছেন। জব্দকৃত মোবাইল এবং তার নিকট হতে ২লাখ ২৪ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়। এছাড়া আসামি রবিউল, উজ্জল, বিপুল, চঞ্চল ও জিয়াউরের নিকট থেকে মোট ২৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। এবং প্রতিটি মোবাইল ফোনে অনলাইন জুয়ার কার্যক্রমে জড়িত থাকার বিভিন্ন স্ক্রিণশট, লেনদের তথ্য পাওয়া যায়।

আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় বাদী জানায়, আসামি মূল সহযোগী লালু বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতিত অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে বাংলাদেশী টাকা রাশিয়ান রুবলে পরিণত করে অবৈধভাবে টাকা পাচার করছেন।

এর আগে, মঙ্গলবার রাতে গাংনী শহরের উত্তরপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান শিপুর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান পরিচালনা করে সাহিদুজ্জামান শিপু, রবিউল ইসলাম, জুবায়ের হোসেন উজ্জল, বিপুল হোসেন, চঞ্চল চৌধুরী, জিয়াউর রহমান আটক করে পুলিশ।

প্রসঙ্গত, অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালিত করে মেহেরপুরের প্রায় দুইশত এজেন্ট রাশিয়ায় কোটি কোটি টাকা পাচার করছেন। মেহেরপুর পুলিশ অনলাইন জুয়ার সেসব দূর্গে হানা দিয়ে এর আগে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২৭ জনকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। মেহেরপুর প্রতিদিনও অনলাইন জুয়া নিয়ে ধারাবাহিকভাবে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করছে। মেহেরপুর প্রতিদিনের অনুসন্ধানেও অনলাইন জুয়ার সাথে জড়িত আরো কয়েকজরে তথ্য পাওয়া গেছে। ধারাবাহিকভাবে সেগুলো প্রকাশ করা হবে।




মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলেচনা সভা অনু‌ষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে জেলা প্রশাসক চত্তরে বধ‌্যভু‌মির স্মৃতিসৌধে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন । পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপ‌তিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। বক্তব‌্য দেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইটি) লিউজা-উল জান্নাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুন্ম সম্পাদক এ্যাড.ইব্রাহিম শাহিন, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী প্রমুখ।

এর আগে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে জেলা প্রশাসক চত্তরের গণকবরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।




মুজিবনগরে ইউ এন ও এর নাম করে বিভিন্ন জনের কাছে টাকা দাবি

মুজিবনগরে ০১৯৫৬৪৫৬১৮৬ এই বাংলালিংক নাম্বার যার কলার আইডি ইউ এন ও উলিপুর (এট) সানি নামে সেভ কারা আছে এই নাম্বার থেকে কল করে ইউ এন ও, মুজিবনগর পরিচয় দিয়ে স্কুলের প্রধান শিক্ষকদের মোবাইল নাম্বার চাওয়া সহ মেম্বারদের কাছে ফোন দিয়ে টাকা চেয়ে প্রতারণার চেষ্ট করে একটি প্রতারক চক্র।

বুধবার সন্ধায় বাগোয়ান ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য বাবুল মল্লিক কে ফোন দিয়ে মুজিবনগরের ইউএনও পরিচয় দিয়ে তার ওয়ার্ডের স্কুলের সংখ্যা এবং প্রধান শিক্ষ এটি একটি প্রতারণা চক্র কদের মোবাইল নাম্বার চাই এ সময় তার সন্দেহ হলে তিনি সরাসরি মুজিবনগর নির্বাহী অফিসার কে ফোন দিয়ে বিষয়টা জানালে তখনই প্রতারণার বিষয়টি ধরা পড়ে।

একই সময় বাগোয়ান ইউনিয়ন পরিষদের ১ নং সদস্য রফিকুল ইসলাম রফিককেও ফোন দিয়ে টাকা চাওয়া হয়।

এ বিষয়ে ওয়ার্ড সদস্য রফিক বলেন আমাকে ফোন দিয়ে বলা হয় আমি মুজিবনগর ইউএনও বলছি আমার গাড়ি খারাপ হয়ে গেছে আমাকে এখনই বিকাশে ৩ হাজার টাকা পাঠান এবং এসে আমাকে নিয়ে উপজেলায় পৌঁছিয়ে দেন কিন্তু কোন জায়গায় থেকে নিয়ে আসতে হবে সেটি বলেননি।

এ সময় আমি বলি আমার কাছে টাকা নাই। পরে তিনি ফোন কেটে দেন এবং বিষয়টি সন্দেহ হলে ইউএনও স্যারকে ফোন দিলে পরিষ্কার হয় যে এটি একটি প্রতারণা।

প্রতারণা বিষয়ে মুজিবনগর নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বলেন, এটি একটি প্রতারক চক্র আমি এ বিষয়ে সবাইকে বলে দিয়েছি এবং থানার ওসি সাহেবকেও বলেছি এবং সবাইকে এই প্রতারকের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য বলেছি এবং ফেসবুকে একটি পোস্ট করেছি।সবাইকে সচেতন থাকতে বলেছি।




কোটচাঁদপুরে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি এ শ্লোগানে কোটচাঁদপুরে সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা সম্মেলন কক্ষে এ সভা করা হয়।

এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোস্তাফিজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারজেল হোসেন মন্ডল, সাবদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, কোটচাঁদপুর পৌর সভার প্যানেল মেয়র জাহিদ হোসেন।

এ সময় বক্তব্য রাখেন, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহক আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, সাংবাদিক নজরুল ইসলাম ও সুব্রত কুমার। এর আগে কোরাআন তেলোয়াত করেন,খায়রুল বাশার,গীতা পাঠ করেন,গীতা চৌধুরী।




গাংনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

গাংনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। এসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন কর্মকর্তা , বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান বৃন্দরা উপস্থিত ছিলেন।