বিশ্বকাপ ছোঁয়া মেসির ছবি দিয়ে শুভেচ্ছা বন্ধু নেইমারের

৩৬ বছরের অপেক্ষা শেষ করে বিশ্বকাপের মুকুট মাথায় তুলেছে আর্জেন্টিনা। উৎসবের আবহে এখন রঙিন আলবিসেলেস্তারা। মুদ্রার ঠিক উল্টোপিঠে ব্রাজিলের হতাশা বেড়ে বিশ্বকাপের সঙ্গে দূরত্ব এখন ২০ বছরে এসে পৌঁছেছে। চিরপ্রতিদ্বন্দ্বীরা যে আসরে শিরোপা জিতে উল্লাসে মাতোয়ারা, সে আসরেই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ ব্রাজিল।

আর্জেন্টিনাকে যেমন পথ দেখিয়ে শিরোপার ঠিকানা পাইয়ে দিয়েছেন মেসি, অন্যদিকে প্রাণপণ চেষ্টা করেও ব্রাজিলকে নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি নেইমার। নিজে ছিটকে গেছেন, রয়েছে হতাশা। তবে বন্ধুর বিশ্বজয়ের আনন্দ যেন ঠিকই ছুঁয়ে গেলো সেলেসাও প্রাণভোমরা নেইমারকে।

মেসি-নেইমারের বন্ধুত্বের শুরু সেইও বার্সেলোনায় থাকার সময় থেকেই, জাতীয় দলে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও দুই মহাতারকার বন্ধুত্ব যেন অন্যদের যেন উদাহরণ। এবার সেই বন্ধুর বিশ্বকাপ জয়ের ছবি টুইট করেই বন্ধুর প্রতি ভালোবাসাটাও জানিয়ে দিলেন নেইমার।

বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসি বন্দনায় মেতেছে সারা বিশ্ব। মেসির বিশ্বকাপ ছুঁয়ে দেখার ফ্রেমবন্দি ছবি টুইট করে সেই বন্দনায় সামিল হয়েছেন নেইমারও। সেই টুইটে মেসির প্রতি শুভেচ্ছাও জানিয়েছেন নেইমার। বলেছেন, তোমার হাতে এই ট্রফিটা উঠুক… সেটি বন্ধু হয়ে আমিও চেয়েছিলাম।




মেহেরপুর র‌্যাবের পৃথক অভিযানে এ্যালকোহল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেহেরপুর র‌্যাব ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ২১০ বোতল এ্যালকোহল ও ৭২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রফতার করেছে।

গতকাল রবিবার দুপুরে র‌্যাব-১২ মেহেরপুর সিপিসির কমাণ্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদের নেতৃত্বে কুষ্টিয়ার মিরপুর থানাধীন আমলাবাজার সদর জামে মসজিদ মার্কেট এর নীচ তলায় অভিযান পরিচালনা করে ২১০বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এ্যালকোহলসহ সাহাপুর গ্রামের ফজলুল হকের ছেলে নুরুল ইসলাম (৩৭) কে গ্রেফতার করে। পরে বিকালে একই জেলার দৌলতপুরের গোয়ালগ্রামে অভিযান চালিয়ে ৭২ পিস ইয়াবাসহ একই গ্রামের আফজান মালিথার ছেলে মিলন আলী (৩৫) কে গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান সিপিসি কমাণ্ডার।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট বিক্রয় করে আসছিল




মেহেরপুরে ‘দৈনিক আমাদের সুর্যোদয়’ নামের নতুন দৈনিকের আত্মপ্রকাশ

নতুন একটি সময়, নতুন একটি দিগন্ত তৈরী হতে চলেছে দৈনকি আমাদের সৃর্যোদয় পত্রিকার মাধ্যমে। যে প্রত্যয়, যে প্রেরণা, যে উদ্যোগ নিয়ে দৈনিক আমাদের সুর্যোদয় পত্রিকাটি প্রকাশ হতে যাচ্ছে তা পাঠকের কাছে অত্যান্ত জনপ্রিয়তা পাবে বলে আমি আশা রাখি, ভরসা রাখি। কারন এ পত্রিকার সাথে যারা জড়িত রয়েছেন তারা সমাজের পরিবর্তনের কথা চিন্তা করে। তারা পজেটিভ মানষিকতার চিন্তা করে। পত্রিকাটি হবে মানুষের কাছে একটি আস্থার পত্রিকা। মেহেরপুর জেলায় মানসম্মত একটি ভাল পত্রিকার অনেক অভাব রয়েছে। দৈনিক সুর্যোদয় পত্রিকাটি সেই অভাব পুরন করবে।

যে সংবাদ পড়ে সমাজ এগিয়ে যাবে দেশ এগিয়ে যাবে। আমরা যেমন সমস্যা লিখবো,তেমনী সমাধানও লিখবো। মানুষের আকাংখার উপর গুরুত্ব দিতে হবে। সেই ক্ষেত্রে হলুদ সাংবাদিকতা থেকে বেরিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত পত্রিকাটি মানুষের স্বপ্ন পুরুনে কাজ করবে ততক্ষণ পর্যন্ত আমি পত্রিকার প্রতি আশির্বাদ থাকবে,যদি তার ব্যতয় ঘটে তবে আমাদেরও দৃষ্টির ব্যত্যয় ঘটবে।

জেলার সকল অসংগতি তুলে ধরে মেহেরপুরকে আরো এগিয়ে নিতে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন গপপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর -১ আসনের এমপি ফরহাদ হোসেন দোদুল। দৈনিক আমাদের সুর্যোদয় পত্রিকার লোগো উন্মোচন ও প্রকাশনার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গতকাল রবিবার বিকেলে গাংনীর সুর্যোদয় স্কুল মাঠে আয়োজিত প্রত্রিকার লোগে উন্মোচন ও ড্যামি কপি প্রকাশ অনুষ্ঠানে এসময় প্রতিমন্ত্রী বলেন, একটি সংবাদ পরিবেশন করতে হলে অনেক যাচাই বাছাই করে করা উচিৎ। কারন একটি সংবাদ ছাপা হয়ে গেলে তা আর ফিরিয়ে নেয়া যায়না। আপনার লেখা একটি সংবাদ আগামী দিনের জন্য একটি দৃষ্টান্ত দলিল। তাই যা ইচ্ছে তা লিখে কাগজের পাতা ভর্তি করবেননা। ভাল সংবাদ লিখবেন যা পড়ে মানুষ উপকৃত হয়। এই পত্রিকা নতুন প্রজন্মকে আলো দেখাবে,অনেক সমস্যার সমাধান করবে এমন সংবাদের প্রতিশ্রুতি নিয়ে দৈনকি আমাদের সুর্যোদয়কে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫১ বছরে মেহেরপুরকে এগিয়ে নিচ্ছে বর্তমান সরর্কা। ্এর আগে অনেক সরকার ক্ষমতায় এসেছে কিন্তু মেহেরপুরের দিকে নজর দেয়নি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহেরপুরকে যুগের সাথে তাল মেলাতে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। ইতো মধ্যে মেহেরপুর থেকে কুষ্টিয়া সড়কটি ফোরলেন সড়কের জন্য সকল প্রস্তুতি সম্পন্য হয়েছে। ২ ডিসেম্বর রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর থেকে ৫৮ কিলোমিটার রাস্তাটি নির্মাণ কাজ করার জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৬৪৩ কোটি টাকা। এই ৫৮ কিলোমিটার রাস্তার মধ্যে ৮ কিলোমিটার রাস্তাকে ফোরলেন করা হবে। খুব শীঘ্রই কাজ শুরু হবে। মুজিবনগরে স্থলবন্দর হচ্ছে এই সরকারের আমলে। যে স্থল বন্দর দিয়ে মানুষ দেশ বিদেশে যেতে পারবে। অনেক মানুষ ব্যবসা বানিজ্য করে সাবলম্বী হবে। ৪১০ কোটি টাকা ব্যায়ে মুজিবনগর স্মৃতিকমপ্লেক্সকে আবারও নতুন ভাবে সাজানো হচ্ছে।

সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যানও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব আলকামা সিদ্দিকী গাংনী পৌরসভার মেয়র আহামেদ আলী, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। গাংনী উপজেলা ভূমি কর্মকর্তা(সহকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক,গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক,কুষ্টিয়া এলজিইডি’র প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল।

এসময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবুল কাশেম অনুরাগীসহ প্রত্রিকার ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।




গাংনীতে বৈধ কাগজপত্র না থাকায় ২১টি মোটরসাইকেল জব্দ

গাংনীর বামন্দীতে অভিযান চালিয়ে মোটরসাইকেলের বৈধকাগপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২১ টি গাড়ি জব্দ করেছে মেহেরপুর ট্রাফিক বিভাগ।

আজ রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বামন্দী পুলিশ ক্যাম্পের সড়কসহ বিভিন্ন স্থানে গাড়ি গুলো জব্দ করে বামন্দী পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।

জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুকুল হোসেন জানান, সম্প্রতি মেহেরপুর জেলাজুড়ে মোটরসাইকেল দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। অনেকে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। তারই ধারাবাহিকতায় রবিবার সকালে গাংনী উপজেলার বামন্দী পুলিশ ক্যাম্পের সামনে ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে।

এসময় সড়কে চলাচলকৃত মোটরসাইকেল চালকদের থামিয়ে গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স আছে কিনা পরিক্ষা করা হয়। এর মধ্যে ২১টি মোটরসাইকেলের বৈধ রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় মামলা দেওয়া হয়েছে। মামলার টাকা পরিশোধ এবং অনটেস্ট মোটরসাইকেলের বৈধ কাগজপত্রের টাকা জমা দিয়ে গাড়ি গুলো বামন্দী পুলিশ ক্যাম্প থেকে নেওয়ার জন্য আটককৃত গাড়ির মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।




জিমেইলে নাম বদলাবেন যেভাবে

জিমেইলের সঙ্গে দেখানো নাম ই-মেইল ঠিকানার মতোই গুরুত্বপূর্ণ। কারণ, কারও কাছে ই-মেইল পাঠালে ইনবক্সে প্রেরকের নামই প্রথম দেখা যায়। ফলে প্রাপক নাম দেখে ই-মেইল খুলবেন, না এড়িয়ে যাবেন, সে সিদ্ধান্ত নিয়ে থাকেন। ফলে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের কারণে অনেক সময় অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা যায় না। চাইলে জিমেইলে থাকা নাম পরিবর্তন করে এ সমস্যার সমাধান করা সম্ভব।জিমেইলে নাম পরিবর্তনের জন্য অবশ্যই জিমেইলের ওয়েব সংস্করণ ব্যবহার করতে হবে। কারণ, অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপ দিয়ে জিমেইলের নাম পরিবর্তন করা যায় না।

নাম পরিবর্তনের জন্য কম্পিউটারে জিমেইল চালু করে সাইন ইন করে ওপরের ডান দিকের কোনায় থাকা সেটিংস আইকনে ক্লিক করতে হবে। এবার অল সেটিংস নির্বাচনের পর অ্যাকাউন্ট অ্যান্ড ইমপোর্ট ট্যাবে ক্লিক করে সেন্ড মেইল সেকশনে এডিট ইনফো নির্বাচন করলেই নতুন ট্যাব চালু হবে। এখানে জিমেইলের নামসহ বিভিন্ন তথ্য পরিবর্তন করা যাবে। এবার ট্যাব চালু হলে নেম সেকশনের ফাঁকা বক্সে নতুন নাম লিখে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করলেই জিমেইলে নাম পরিবর্তন হয়ে যাবে।

জিমেইলে প্রদর্শিত ব্যবহারকারীর নাম এবং ইউজার নেম দুটি আলাদা জিনিস। জিমেইল ইউজার নেমের সঙ্গে ই–মেইল ঠিকানা যুক্ত থাকে। অর্থ্যাৎ, @জিমেইল ডটকম যুক্ত থাকে। গুগলের সব সেবার জন্য এই ইউজারনেম প্রাথমিক ই–মেইল ঠিকানা হিসেবে ব্যবহৃত হওয়ায় এটি পরিবর্তন করা যায় না।




আর্জেন্টিনার অপেক্ষার শেষ নাকি ফ্রান্সের ইতিহাস?

৩৬ বছরের অপেক্ষা আরাধ্য এক শিরোপার জন্য। অবশেষে কি ফুরোতে চলেছে সেই অপেক্ষা? আট বছর আগে খুব কাছে গিয়েও ফিরতে হয়েছে আক্ষেপ সঙ্গী করেই, আজ আবারও বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে আরেকটি ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা। ব্রাজিলের মাটিতে স্বপ্নভঙ্গের বেদনার কারণ ছিলো জার্মানি, আজ প্রতিপক্ষ আরও এক ইউরোপীয়ান দেশ ফ্রান্স।

ফ্রান্সের সামনেও টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি, রাশিয়ার পর কাতারের মাটিতে এসেও বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে লেস ব্লুজরা। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে ফ্রান্সের বাধা এখন শুধু আর্জেন্টিনা। তবে ৩৬ বছরের শিরোপার আক্ষেপ ঘোচাতে ফাইনালের মঞ্চে ফরাসিদেরও ছেড়ে কথা বলবে না লিওনেল মেসির আর্জেন্টিনা।

লুসাইল আইকনিক স্টেডিয়ামে আজ রাতে বিশ্ব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স আর দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপের পর এক আসর বাদে আলবিসেলেস্তারা আবারও উঠেছে বিশ্বকাপের শিরোপা লড়াইয়ের সবচেয়ে বড় মঞ্চে। আট বছরে আগের আক্ষেপ মেটাতে এবার প্রাণপণ চেষ্টা চালাবে মেসি বাহিনীও।

৩৬ বছরের আক্ষেপ মিটিয়ে বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার হয়েই কাতারের মাটিতে পা রেখেছিলো লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হারে শিরোপা স্বপ্নে বড় এক ধাক্কা খায় আলবিসেলেস্তারা। সেই এক ধাক্কাতেই যেন ভোজবাজির মতো পাল্টে গেলো আর্জেন্টিনা। ওই এক হারের পরই বাকী সবগুলো ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে বিশ্বকাপের ফাইনালেও উঠে গেছে আর্জেন্টাইনরা। গ্রুপ পর্বের পরের দুই ম্যাচ থেকে নক-আউট হয়ে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল, আর্জেন্টিনা ছিলো অপ্রতিরোধ্য।

ঠিক যেন স্বপ্নের মতো এক বিশ্বকাপ পার করেই ফাইনালে উঠেছে আর্জেন্টিনা, আর তার মূল কারিগর অধিনায়ক লিওনেল মেসি। প্রতিটি ম্যাচে মেসির দুর্দান্ত পারফরম্যান্সই যেন গড়ে দিচ্ছে ম্যাচের ফল। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, মেসি খেলছেনও যেন জানপ্রাণ দিয়েই। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসেও যেন সেই চিরতরুণ মেসিকেই মনে করিয়ে দিচ্ছে আর্জেন্টাইন মহাতারকার মাঠের পারফরম্যান্স।

এদিকে, বিশ্বকাপের আগ থেকেই বিশ্বকাপ জয়ের জন্য অন্যতম ফেভারিট ধরা হচ্ছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে। গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে নক-আউট নিশ্চিতও করে ফেভারিটের মতোই। তবে গ্রুপের শেষ ম্যাচে দলে পরীক্ষা-নিরীক্ষা চালাতে গিয়ে তিউনিসিয়ার কাছে হেরে বসে দিদিয়ের দ্যেশমের শিষ্যরা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারলেও নক-আউট থেকে সেমিফাইনালে আবারও দেখা পাওয়া যায় অপ্রতিরোধ্য ফ্রান্সের। নিজেদের কাছে বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে প্রতি ম্যাচেই গতিময় আর দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে উঠে এসেছে ফ্রান্স।

ফরাসিদের সামনে এখন ইতিহাসের হাতছানি। ইতালি আর ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুই বিশ্বকাপ শিরোপা জেতার সামনে দাঁড়িয়ে ফরাসিরা। ১৯৩৪ আর ১৯৩৮ সালে টানা দুই বিশ্বকাপের শিরোপা জিতেছিলো ইতালি। এরপর ১৯৫৮ আর ১৯৬২ সালে সেই কৃতিত্বের পুনারবৃত্তি ঘটায় পেলের ব্রাজিল। আবার ফ্রান্সের সামনে সুযোগ টানা দুই বিশ্বকাপ জয়ের সেই কৃতিত্বে নিজেদের নাম লেখানো।

আর্জেন্টাইনরা কি পারবে ৩৬ বছরের অপেক্ষার সমাপ্তি টানতে নাকি টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতে ইতালি আর ব্রাজিলের পাশে ইতিহাসের পাতায় নাম লেখাবে ফ্রান্স? এই প্রশ্নের উত্তর জানা যাবে আজ লুসাইলের ঐতিহাসিক ফাইনালে।




নিয়োগ দেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। দুইটি ভিন্ন পদে মোট ৫৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

মাঠ সংগঠক, কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট (সিসিএ)।

পদসংখ্যা

মোট ৫৮ জন।

শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য প্রার্থীর পদ সংশ্লিষ্ট বিষয়ে কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন

মাঠ সংগঠক পদের বেতন ১০,২০০-২৪,৬৮০/-টাকা,

কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট (সিসিএ) পদের বেতন ৯,৩০০-২২,৪৯০/-টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদনপত্রে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট নম্বর, তারিখ ও ব্যাংকের নাম উল্লেখ করে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা/সিটি করপোরেশনের মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার কাছ থেকে গৃহীত চারিত্রিক সনদপত্রের মূল কপি সংযুক্ত করে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে-

ঠিকানা : নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি), বিআরডিবি, সদর দপ্তর, এলজিইডি ভবন (তৃতীয় তলা), জেলা পরিষদ চত্বর, ফরিদপুর।

আবেদনের শেষ তারিখ

১২ ফেব্রুয়ারি, ২০২৩।

সূত্র : প্রথম আলো।

বিস্তাতির বিজ্ঞপ্তিতে




দামুড়হুদার হাউলী ইউনিয়ন লোকমোর্চার দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন লোকমোর্চার দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ  রবিবার সকাল ১১ টার দিকে হাউলী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে।

দ্বি-মাসিক সমন্বয় সভায় হাউলী ইউনিয়ন লোকমোর্চার সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী আনিসুর রহমান।

হাউলী ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক মজিবার রহমানের সঞ্চালনায়, আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আলাউদ্দিন,সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিল,সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, প্রচার সম্পাদক রাসেল শাহ্।

নির্বাহী সদস্য শহিদুল ইসলাম,রিকাত আলী, লাইলী আক্তার বেবী, আফরোজা পারভীন, শারমিন সুলতানা, সাবিনা ইয়াসমিন, মামুন হোসেন, জয়নাল আবেদীন, সেলিম উদ্দিন, সমশের আলী, মুক্তার হোসেন, সোনিয়া খাতুন, আকবর আলি বিশ্বাস,আলেফ উদ্দিন, শারমিন আক্তার সহ হাউলী ইউনিয়ন লোকমোর্চার সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ফরহাদ হোসেন।




মেহেরপুরে গ্রামীন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, সমবায় মন্ত্রণালয়ের মাধ্যমে  ১৫০০টা পরিবারকে সহায়তা করা হচ্ছে। ১৫০০টা পরিবার মানে একটি পরিবারের সাথে ৪জন করে জড়িত হলেও ৬ হাজার লোক এখানে থেকে প্রত্যক্ষ সুবিধা পাবে। এই ৬ হাজার লোকের সাথে মিনিমাম ১ লক্ষ লোকের সম্পর্ক থাকে কারণ আপনি এই টাকাটা এখানে ব্যয় করছেন ওখান থেকে লাভ করে আরেক জায়গায় ব্যয় করছে,ন টাকা ঘুরতে থাকে, কারণ একটা মানুষের কাপড় লাগে, ঔষধ লাগে, তেল লাগে, খাবার লাগে। এভাবে একটি বৃহৎ শ্রেণী এ থেকে উপকৃত হচ্ছে।

রবিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলা সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পে সুবিধাভোগী সদস্যদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি সচিব পল্লী উন্নয়ন সমবায় বিভাগ মোঃ মশিউর রহমান, নিবন্ধক ও মহাপরিচালক সমবায় অধিদপ্তর ড. তরুণ কান্তি শিকদার, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।




গাংনীতে লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের উদ্বোধন

মেহেরপুরের গাংনীর লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের উদ্ভোধন করা হয়েছে।

রোববার(১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে প্রধান অতিথী হিসেবে ভবনের উদ্বোধন করেন সাহিদুজ্জামান খোকন এমপি।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু,গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা শিক্ষা প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান ও বিদ্যালয়ের সভাপতি ডাঃ শহিদুল ইসলাম।

প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী প্রদান করেন ও বাউন্ডারি ওয়াল,শহীদ মিনার ও কম্পিউটার ল্যাব প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন।

অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মকলেচ, শিক্ষক ও ছাত্রছাত্রী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।