বই পড়ি -হাফিজুর রহমান
ঐ আমাদের পাঠশালা
শুনছো না হইচই?
আজ বছরের প্রথম দিন
দিচ্ছে নতুন বই।
ঐ দেখ ঐ আসছে বীণা
রিনা রুনুর মাঝে,
পড়েছে ওরা নতুন জামা
এসেছে খুব সেজে।
সকলে আজ হাসি-খুশি
বইয়ের গন্ধে ফেরা,
পড়তে-শিখতে পড়ি বই
বইয়ে আমার সেরা।
ঐ আমাদের পাঠশালা
শুনছো না হইচই?
আজ বছরের প্রথম দিন
দিচ্ছে নতুন বই।
ঐ দেখ ঐ আসছে বীণা
রিনা রুনুর মাঝে,
পড়েছে ওরা নতুন জামা
এসেছে খুব সেজে।
সকলে আজ হাসি-খুশি
বইয়ের গন্ধে ফেরা,
পড়তে-শিখতে পড়ি বই
বইয়ে আমার সেরা।
জীবননগর গলায় ফাঁস লাগিয়ে জাহিদা খাতুন নামে এক নারী আত্মহত্যা করেছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের উত্তর পাড়ায় এই ঘটনা ঘটে।নিহত জাহিদা খাতুন উপজেলার মনোহরপুর গ্রামের উত্তর পাড়ার কালু মন্ডলের স্ত্রী।
পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে অসুস্থতাজনিত কারনে কয়েকদিন আগে চোখে বাঁশের কঞ্চির খোচা লাগে) ব্যাথা সহ্য করতে না পেরে পরিবারের সবার অজান্তে নিজের বসত ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় জীবননগর থানায় একটা অমৃতর মামলা হয়েছে।
বঙ্গবন্ধু এশিয়া সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম বার চ্যাম্পিয়ন তাই সাইড লাইন হতে সবাই ছুটে গিয়ে খেলোয়াড়দের জড়িয়ে ধরে উল্লাসে ফেটে পড়লেন অন্যরাও। দুপুরে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে বাংলাদেশ ৩-২ সেটে কিরগিজস্তানকে হারিয়ে প্রথম বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনালের প্রথম সেটে ২৫-১৮ পয়েন্টে জিতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের খেলোয়াড়দেরকে কিরগিজস্তান তাদের আসল চেহারা দেখাল পরের দুই সেটে। টপাটপ দুই সেটে জিতে নিয়েছিল কিরগিজস্তান। দ্বিতীয় সেটে ২৫-১৫ পয়েন্টে ও তৃতীয় সেটে ২৫-২২ পয়েন্টে হারে বাংলাদেশ। পিছিয়ে যায় ২-১ সেটে। টানা দুই সেটে হারের খেলা দৃশ্য দেখে আমন্ত্রিত অতিথিরা হতাশ। দর্শক হতাশ। স্বপ্ন বাঁচিয়ে রাখে তন্ময়, শাওন, ইসমাইল, তানভিররা। আত্নবিশ্বাস নিয়ে লড়াই করা খেলোয়াড়রা চতুর্থ সেটে ঘুরে দাঁড়ায়। চতুর্থ সেটে বাংলাদেশ ২৫-১৯ পয়েন্টে হারায় কিরগজিস্তানকে। পঞ্চম সেটে বাংলাদেশ ১৮-১৬ পয়েন্টে শিরোপা নিশ্চিত করলেও খুব সহজ ছিল না। ভাগ্য নির্ধারনের পঞ্চম সেটের এই লড়াইয়ে কিরগিজ খেলোয়াড়রা শ্বাসরুদ্ধকর ফাইনালে হেরে গেলেও তাদের হার নিয়ে আফসোস ছিল না। খেলা শেষে কিরগিজস্তান জানিয়েছে তারা ভাগ্যের কাছে হেরে গেছেন। ফাইনালে সেরা খেলোয়াড় হন শেখ ইসমাইল হোসেন। সেরা সেটার আল আমিন, সেরা লিবারো শাওন আলী (বাংলাদেশ), কিরগিজস্তানের জিয়ানবেক উলু টুর্নামেন্ট সেরা হন।
পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান এবং বিওএর সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। প্রধান অতিথি বলেন, ‘ফাইনালের দুই দলই অসাধারণ খেলেছে। বিশেষভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশকে।’
শফিউদ্দিন আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ের অনুষ্ঠান আয়োজন খুবই কঠিন। তা করে দেখিয়েছে ভলিবল ফেডারেশন। এ জন্য তাদেরকে ধন্যবাদ। গৌরবের বিজয়ের মাস। এ মাসে শিরোপা জেতায় ধ্যনবাদ জানাই খেলোয়াড়দের। প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিচ্ছেন। সেই সঙ্গে খেলাধুলাকেও সমান গুরুত্ব দিয়েছেন। এ জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রীকে।’
সেখানে আরও উপস্থিত ছিলেন ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমুখ। টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দুই দল নেপাল ও শ্রীলঙ্কা। এর আগে গতকাল দুপুরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে হারিয়ে শ্রীলঙ্কা তৃতীয় স্থান পেয়েছে।
সূত্র: ইত্তেফাক
মুজিবনগরে খ্রিষ্টিয় আনন্দ মেলায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তিন যুবক। এদের মধ্যে সুমন নামের এক যুবকের একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে এবং একটি পা কেটে ঝুলছে। শরীরের বিভিন্ন স্থানেও জখম হয়েছে।
আহত তিনজনই মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলাধীন আনন্দবাস গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে সুমন ভানু মণ্ডলের ছেলে, পিউ পিন্টু মণ্ডল এবং প্রসান পিতর মণ্ডলের ছেলে।
একটি মোটরসাইকেল যোগে বল্লভপুর খ্রিষ্টিয় সপ্তাহব্যাপী আনন্দ মেলায় দ্বিতীয় দিন ঘুরতে আসে ৃমেলায় আসার পথে কেদারগঞ্জ বাজারের অদূরে বল্লভপুর তিন রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে যাওয়া একটি ট্রলির সাথে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের সুমন নামক এক ব্যক্তির মোটরসাইকেল এর সাথে সংঘর্ষে মোটর বাইকে থাকা প্রসান, পিউ মারাত্মকভাবে আহত হয়। এদের মধ্যে সুমন (২০) প্রচন্ড আঘাত পাওয়ায় তার ডান হাত কেটে পড়ে যায়, পা কেটে ঝুলন্ত অবস্থায় এবং শরীরের অন্যান্য স্থান মারাত্মকভাবে জখম হয়।
মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকবৃন্দ প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য প্রসান মন্ডলকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন এবং পিউ ও সুমন কে
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
এই ঘটনার প্রেক্ষিতে বল্লভপুর তিন রাস্তার মোড়ে থাকা স্থানীয় জনগণ ট্রলি ও মোটরসাইকেলটি জব্দ করে। পরবর্তীতে মুজিবনগর থানা পুলিশ ট্রলি ও মোটরসাইকেলটি তাদের হেফাজতে নেয়।
মেহেরপুর এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আব্দুল ওয়াহেদ মাস্টারের নাতনি ফারজানা হোসেন দম্পত্তি প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন মানুষকে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
খাঁন পাড়ার স্থানীয় এক ব্যক্তি বলেন, আমি ২০১৬ সাল থেকে দেখছি মেহেরপুরের বিভিন্ন জায়গার অসহায় দুস্থ পরিবারকে গোপনে সাহায্য সহযোগিতা দিয়া আসছে প্রতি বছরের ন্যায় এ বছরেও তারা এই সাহায্য সহযোগিতা করছে।
এ সময় মরহুম আব্দুল ওয়াহেদ মাস্টারের পরিবারের সদস্য মেহেরপুর প্রতিদিন কে বলেন, বিগত বছরের ন্যায় এ বছরে আমরা ৮০০টি কম্বল, ২০০ পরিবারকে চাল ডাল, ২০ পিচ শীতের চাদর ও ১০০ পিচ লুঙ্গি এবং ২০০ পিচ শাড়ি দিচ্ছি।
হঠাৎ পাড়ার মাসুম বলেন, সাহায্য পেয়ে আমি অনেক খুশি।
মাঠপাড়ার আয়মা খাতুন বলেন আমি প্রথম এই বছরে সাহায্য সহযোগিতা পেয়েছি তবে এখান থেকে আমার মেয়ে সাহায্য সহযোগিতা পেয়েছে।
তাঁতীপাড়ার শান্তি বলেন আমি গত বছরে সাহায্য সহযোগিতা পেয়েছি এ বছরেও পাচ্ছি এতে আমি অনেক খুশি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে।
নতুন পাড়ার দুলি বলেন আমি গত বছরে সাহায্য পেয়েছি এ বছরও সাহায্য পাচ্ছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং তাদের যেন ধন-সম্পত্তি আরও দেয় তাহলে আমরা আরো বেশি সাহায্য সহযোগিতা পাব। এ সময় তিনি আরো বলেন, মেহেরপুরে অনেক বড়লোক এবং বড় ব্যবসায়ীরা রয়েছে তারা যদি আমাদের মত মানুষকে সাহায্য ও সহযোগিতা করতো তাহলে আমরা আরো ভালো থাকতে পারতাম এই শীতে আমাদের কষ্ট হয়।
আর মাত্রয় কয়েকদিন। আসবে নতুন বছর ২০২১। বিদায়ের দ্বারপ্রান্তে ২০২২। বিনোদন জগতের জন্য এ বছরটি ছিল বেশ ঘটনাবহুল। বছরজুড়ে স্টারদের বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনা শিরোনামে উঠে এসেছে। সেই সঙ্গে ২০২২ সাল ছিলো বিষাদের। এবছর দেশের কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে হারিয়েছে দেশে।
মাসুম আজিজ
ক্যানসারের পাশাপাশি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায়ও ভুগছিলেন একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজ। অবশেষে ১৭ অক্টোবর বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ১৮ অক্টোবর বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তাকে পাবনার ফরিদপুর উপজেলার নিজ বাড়িতে নেওয়া হয়। সেখানেই মায়ের পাশে মাসুম আজিজের দাফন সম্পন্ন হয়।
গাজী মাজহারুল আনোয়ার
গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টায় মারা গেছেন। এদিন সকাল ১০টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেওয়া হয়। দুপুরে দিকে শ্রদ্ধা জানাতে মরদেহ নেওয়া হয় এফডিসিতে। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান তার সহকর্মী ও প্রিয় মানুষেরা। এরপর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়। পরদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানীর বনানীতে তার দাফন সম্পন্ন হয়।
গাজী মাজহারুল আনোয়ার দীর্ঘ ছয় দশক ধরে বেতার, টেলিভিশন ও সিনেমাসহ বিভিন্ন মাধ্যমে প্রায় ২০ হাজারের বেশি গান রচনা করেছেন। গীতিকবিতায় অবদান রাখার জন্য ২০০২ সালে একুশে পদক লাভ করেন তিনি। এছাড়া পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অসংখ্য কালজয়ী গানের এই গীতিকার। তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘ও পাখি তোর যন্ত্রণা’, ‘ইশারায় শীষ দিয়ে’, ‘চোখের নজর এমনি কইরা’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘চলে আমার সাইকেল হাওয়ার বেগে’। এছাড়া তার লেখা কালজয়ী গানগুলো হলো ‘জয় বাংলা, বাংলার জয়’, ‘আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার’, ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’ প্রভৃতি।
আলম খান
বাংলা গানের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলম খান চলে গেছেন ৮ জুলাই বেলা ১১টায়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য কালজয়ী গান সৃষ্টি করেছেন। তিনি একাধারে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন। আলম খান তার ক্যারিয়ারে ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে পাঁচবার পেয়েছেন শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে এবং একবার শ্রেষ্ঠ সুরকার হিসেবে।
আলম খানের গান সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস’, ‘আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘কি জাদু করিলা পিরিতি শিখাইলা’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘সবাই তো ভালবাসা চায়’, ‘ভালবেসে গেলাম শুধু’, ‘চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা’, ‘আমি একদিন তোমায় না দেখিলে’, ‘তেল গেলে ফুরাইয়া’, ‘আমি তোমার বধূ তুমি আমার স্বামী’, ‘জীবনের গল্প বাকি আছে অল্প’, ‘মনে বড় আশা ছিল’, ‘সাথীরে যেও না কখনো দূরে’, ‘বেলি ফুলের মালা পরে’, ‘কাল তো ছিলাম ভাল’, ‘চুমকি চলেছে একা পথে’, ‘ভালবাসিয়া গেলাম ফাঁসিয়া’, ‘তুমি কি এখন আমারই কথা ভাবছো’, ‘আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটাইরে’ ইত্যাদি।
শর্মিলী আহমেদ
৮ জুলাই সকাল সাড়ে ১০টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে না ফেরার দেশে চলে যান ঢাকাই সিনেমার বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মঞ্চ, টিভি ধারবাহিক, খণ্ড নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রীর অভিনয় জীবন শুরু হয় মাত্র চার বছর বয়স থেকে। সেই থেকে প্রায় চারশোটি নাটক ও দেড়শোটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সাবলীল অভিনয়ের মাধ্যমে সহজেই জিতে নিয়েছেন দর্শকের মন।
কে জি মোস্তফা
৮ মে রাত ৮টার দিকে আজিমপুরে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন গীতিকার ও সাংবাদিক কে জি মুস্তাফা। ৯ মে বাদ জোহর কে জি মোস্তফার মরদেহ জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তার দাফন করা হয়। ১৯৬০ সাল থেকে চলচ্চিত্র, রেডিও এবং টেলিভিশনে তার লেখা প্রচুর গান প্রচারিত হয়। হাজার গানের গীতিকার কে জি মুস্তাফার সিনেমার গানগুলোর জন্যও জনপ্রিয়।
আজিজুর রহমান
১৫ মার্চ ১১টা ৫৫ মিনিটে কানাডার টরন্টোর একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর। দীর্ঘদিন যাবৎ তিনি শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শেষ এক বছর কৃত্রিম অক্সিজেন ছাড়া চলতে পারতেন না। ২০ মার্চ তার মরদেহ দেশে এসে পৌঁছায়। শহীদ মিনার, এফডিসিতে শ্রদ্ধা ও জানাজা শেষে ২১ মার্চ বগুড়ার সান্তাহারের কলসা গ্রামে মা আবেজান বেগমের কবরে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।
আজিজুর রহমান ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’ ও ‘সমাধান’ ইত্যাদি।
আকবর
ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগে ১৩ নভেম্বর দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন কণ্ঠশিল্পী আকবর। ১৪ নভেম্বর দুপুর ২টার দিকে যশোর শহরতলীর সুজালপুরে গ্রামের বাড়িতে মায়ের কবরের পাশে আকবরকে শায়িত করা হয়।
২০০৩ সালে যশোর এমএম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। সেই গান শুনে মুগ্ধ হয়ে বাগেরহাটের এক ব্যক্তি হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে চিঠি লিখে এই গায়কের কথা জানান। এরপর ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ আকবরের সঙ্গে যোগাযোগ করে। ওই বছর ‘ইত্যাদিতে’ কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি আলোচনায় নিয়ে আসে আকবরকে। পরে প্রথম মৌলিক গান ‘তোমার হাতপাখার বাতাসে’ তুমুল জনপ্রিয়তা এনে দেয় আকবরকে।
রাইমা ইসলাম শিমু
১৭ জানুয়ারি সকাল ১০টার ঢাকার কেরানীগঞ্জ থেকে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর (৩৫) বস্তাবন্দী লাশ উদ্ধার করা করে পুলিশ। প্রথমে তার হত্যার দায় চাপানো হয়েছিলো তৎকালীন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের দিকে। পরী পুলিশ জানায়, পারিবারিক কলহের যেরে তিনি খুন হয়েছেন।
সূত্র: ইত্তেফাক
বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রী কলেজ ছাত্রলীগ মতবিনিময় সভা করেছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা উপজেলা ডাক বাংলা চত্বরে। আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজ ছাত্রলীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শাহীন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি জামিরুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ছাত্র লীগ নেতা শেখ হাফিজুর শামসের, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ হাতেম আলী, দামুড়হুদা উপজেলা ছাত্র লীগের আইন বিষয়ক সম্পাদক বুলবুল আহম্মেদ, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ ছাত্র লীগের যুগ্ন আহ্বায়ক কাজল আহম্মেদ,দামুড়হুদা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, হাউলী ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাহিদ বিশ্বাস অনিক, হাউলী ইউনিয়ন ছাত্র লীগের সাবেক নেতা আনারুল ইসলাম, ছাত্রলীগ নেতা সবুজ, সাকিব, আরেফিন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল ওদুদ ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক এমএ করিম।
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদে সরকারি কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে ৪০০ জন শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
শীতার্তদের মাঝে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, হাউলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা ট্যাগ অফিসার আতিকুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব নাঈম উদ্দিন, ইউপি সদস্য শহিদুল ইসলাম, শাহজামাল, সেলিম উদ্দীন, রিকাত আলী, জাহাঙ্গীর আলম টিক্কা,আব্দুল হান্নান পটু, সাবিনা ইয়াসমিন, মোমেহার খাতুন, রওশনারা, সামসুল আলম,ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যক্তা মাহমুদা খাতুন, সামসুজ্জোহা সৌরভ,মিনারুল ইসলাম, রাসেল শাহ্ সহ সমস্ত ইউপি সদস্য বৃন্দ।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে এই সরকারি কম্বল বিতরণ করা হয়।
মেহেরপুরে সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশনের উদ্যোগে শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে পিঠা উৎসবের আয়োজন করা হয়। সোমবার বিকেলে শহীদ ড. সামসুজ্জোহা পার্কে পিঠা উৎসবের আয়োজন করা হয়।
সংযোগ মেহেরপুর জেলার সভাপতি সাব্বির আহমেদের নেতৃত্বে পিঠা উৎসবে অংশগ্রহণ করেন সংযোগ মেহেরপুরের রাব্বি, তানভীর, পিয়াস, আনিকা, ইসতিয়াক, বর্ষা, বাপ্পী সহ আরো অনেকে।
এ সময় পিঠার মধ্যে চিতই পিঠা, পাটি সাপটা সহ বিভিন্ন রকম পিঠার আয়োজন করা হয়। বিনামূল্যে সমাজের ভ্যান, অটো, রিক্সা চালকদের মধ্যে খাওয়ানো হয়।
সংযোগ মেহেরপুর জেলার সভাপতি সাব্বির আহমেদ বলেন, সংযোগ ৫৫ টি জেলায় অক্সিজেন কার্যক্রমের মাধ্যমে কাজ শুরু করলেও এখন বিভিন্ন সামাজিক কার্যক্রম করে চলেছে দেশজুড়ে। তারই একটি অংশ আজকের শ্রমজীবী পিঠা উৎসব।
এরকম আয়োজন আমাদেরকে আত্মার শান্তি দেয়। আর আমরা এই আয়োজন বারংবার করতে চাই মানুষের জন্য।
মেহেরপুর সদর উপজেলা কুলবাড়িয়া গ্রামের আনসারুল বলেন বিনামূল্যে পিঠা খেতে পেরে খুব ভালো লাগছে। অনেক সময় দেখি বিভিন্ন জায়গায় পিঠা উৎসব হয় কিন্তু আমরা সেখানে যেতে পারি না তবে আমাদের মত রিক্সাওয়ালা শ্রমজীবী জন্য যে এত সুন্দর আয়োজন করেছে তার জন্য ধন্যবাদ।
লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত ও বিপণনের দায়ে গাংনী উপজেলায় তিনটি ভাটাকে দেড়লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী খানম।
এসময় গাংনী উপজেলার পোড়াপাড়ার আরএসবিসি, ফাইভ স্টার ও মোয়াজ ব্রিক্স অভিযান চালিয়ে জরিমানা করেন ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম বলেন, চলতি মৌসুমে বেশ কয়েকটি ইটভাটার মালিক অনুমোদন ছাড়াই ইট প্রস্তুত ও বিপণন করে আসছে যা আইনের পরিপন্থি। অভিযানে ভাটা মালিকরা তাদের দোষ স্বীকার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৮ এর ১৫(১) ধারায় তিন ইটভাটা মালিকে ৫০ হাজার করে মোট দেড়লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় গাংনী থানার একটি টিম সহায়তা করে।