বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে দামুড়হুদায় ছাত্র লীগের মতবিনিময় সভা

বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রী কলেজ ছাত্রলীগ মতবিনিময় সভা করেছে। আজ  সোমবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা উপজেলা ডাক বাংলা চত্বরে। আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজ ছাত্রলীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শাহীন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি জামিরুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ছাত্র লীগ নেতা শেখ হাফিজুর শামসের, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ হাতেম আলী, দামুড়হুদা উপজেলা ছাত্র লীগের আইন বিষয়ক সম্পাদক বুলবুল আহম্মেদ, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ ছাত্র লীগের যুগ্ন আহ্বায়ক কাজল আহম্মেদ,দামুড়হুদা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, হাউলী ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাহিদ বিশ্বাস অনিক, হাউলী ইউনিয়ন ছাত্র লীগের সাবেক নেতা আনারুল ইসলাম, ছাত্রলীগ নেতা সবুজ, সাকিব, আরেফিন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল ওদুদ ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক এমএ করিম।




দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদে কম্বল বিতরণ

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদে সরকারি কম্বল বিতরণ করা হয়েছে। আজ  সোমবার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে ৪০০ জন শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

শীতার্তদের মাঝে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, হাউলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা ট্যাগ অফিসার আতিকুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব নাঈম উদ্দিন, ইউপি সদস্য শহিদুল ইসলাম, শাহজামাল, সেলিম উদ্দীন, রিকাত আলী, জাহাঙ্গীর আলম টিক্কা,আব্দুল হান্নান পটু, সাবিনা ইয়াসমিন, মোমেহার খাতুন, রওশনারা, সামসুল আলম,ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যক্তা মাহমুদা খাতুন, সামসুজ্জোহা সৌরভ,মিনারুল ইসলাম, রাসেল শাহ্ সহ সমস্ত ইউপি সদস্য বৃন্দ।

সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে এই সরকারি কম্বল বিতরণ করা হয়।




মেহেরপুরে শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে পিঠা উৎসব

মেহেরপুরে সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশনের উদ্যোগে শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে পিঠা উৎসবের আয়োজন করা হয়। সোমবার বিকেলে শহীদ ড. সামসুজ্জোহা পার্কে পিঠা উৎসবের আয়োজন করা হয়।

সংযোগ মেহেরপুর জেলার সভাপতি সাব্বির আহমেদের নেতৃত্বে পিঠা উৎসবে অংশগ্রহণ করেন সংযোগ মেহেরপুরের রাব্বি, তানভীর, পিয়াস, আনিকা, ইসতিয়াক, বর্ষা, বাপ্পী সহ আরো অনেকে।

এ সময় পিঠার মধ্যে চিতই পিঠা, পাটি সাপটা সহ বিভিন্ন রকম পিঠার আয়োজন করা হয়। বিনামূল্যে সমাজের ভ্যান, অটো, রিক্সা চালকদের মধ্যে খাওয়ানো হয়।

সংযোগ মেহেরপুর জেলার সভাপতি সাব্বির আহমেদ বলেন, সংযোগ ৫৫ টি জেলায় অক্সিজেন কার্যক্রমের মাধ্যমে কাজ শুরু করলেও এখন বিভিন্ন সামাজিক কার্যক্রম করে চলেছে দেশজুড়ে। তারই একটি অংশ আজকের শ্রমজীবী পিঠা উৎসব।
এরকম আয়োজন আমাদেরকে আত্মার শান্তি দেয়। আর আমরা এই আয়োজন বারংবার করতে চাই মানুষের জন্য।

মেহেরপুর সদর উপজেলা কুলবাড়িয়া গ্রামের আনসারুল বলেন বিনামূল্যে পিঠা খেতে পেরে খুব ভালো লাগছে। অনেক সময় দেখি বিভিন্ন জায়গায় পিঠা উৎসব হয় কিন্তু আমরা সেখানে যেতে পারি না তবে আমাদের মত রিক্সাওয়ালা শ্রমজীবী জন্য যে এত সুন্দর আয়োজন করেছে তার জন্য ধন্যবাদ।




গাংনীতে ৩ ইটভাটা মালিকে দেড়লাখ টাকা জরিমানা

লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত ও বিপণনের দায়ে গাংনী উপজেলায় তিনটি ভাটাকে দেড়লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী খানম।

এসময় গাংনী উপজেলার পোড়াপাড়ার আরএসবিসি, ফাইভ স্টার ও মোয়াজ ব্রিক্স অভিযান চালিয়ে জরিমানা করেন  ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম বলেন, চলতি মৌসুমে বেশ কয়েকটি ইটভাটার মালিক অনুমোদন ছাড়াই ইট প্রস্তুত ও বিপণন করে আসছে যা আইনের পরিপন্থি। অভিযানে ভাটা মালিকরা তাদের দোষ স্বীকার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৮ এর ১৫(১) ধারায় তিন ইটভাটা মালিকে ৫০ হাজার করে মোট দেড়লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় গাংনী থানার একটি টিম সহায়তা করে।




বাংলাদেশে চালু হচ্ছে ট্যুরিস্ট সিম

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে ট্যুরিস্ট সিম চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিটিআরসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্যুরিস্টদের জন্য ৭, ১৫, ৩০ দিন মেয়াদে এ সিম কার্ডগুলো সচল থাকবে। বাংলাদেশের যেকোনো স্থল, নৌ ও বিমানবন্দর থেকে এ সিম সংগ্রহ করা যাবে।

ট্যুরিস্ট সিম একটি নির্দিষ্ট ব্লকের বাইরে দিতে পারবে না অপারেটরগুলো। এই সিম রূপান্তর করা যাবে না। যদি দীর্ঘমেয়াদী সিম প্রয়োজন হয় তবে বিডার ওয়ার্ক পারমিটের মাধ্যমে নিতে পারবে।

বিদেশি বা পর্যটকদের জন্য ভিন্ন অফারও প্যাকেজ দিতে পারবে অপারেটরগুলো। তবে দেশে ও বিদেশে ডেটা, ভয়েস, এসএমএস ও কম্বো প্যাকেজের বাইরে আর কোনো প্যাকেজ অফার করতে পারবে না। সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্মে এ সিম আলাদাভাবে চিহ্নিত করা হবে। একটি পাসপোর্টে সর্বোচ্চ দুটি সিম নিবন্ধন করা যাবে। থাকবে ই-সিম সুবিধাও।

সূত্র: ইত্তেফাক




সাময়িক বরখাস্ত কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ

কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেন জেলা শিক্ষা কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন রতন মিয়া। তিনি নভেম্বর মাসে বদলি হন। এ কারনে পদশুন্য হয়ে যায়। এরপর গেল ১৩ নভেম্বর আব্দুর রশিদ কোটচাঁদপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

আব্দুর রশিদ এর আগে কুষ্টিয়া কুমারখালি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময় ওই কর্মকর্তার নামে কুষ্টিয়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে বিশেষ মামলা করেন দুর্নীতি দমন কমিশন। মামলা নাম্বার -৮/২০২১। দুদকের ওই মামলায় আব্দু রশিদকে কোটচাঁদপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা থেকে সরকারি চাকুরি আইনে-২০১৮ এর ৩৯(১) এর ধারা অনুযায়ী গেল ৬ ডিসেম্বর সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বর্তমানে কোটচাঁদপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে রয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম।
তিনি বলেন,আব্দুর রশিদ কুষ্টিয়ার কুমারখালি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা কালিন সময় দুদকের মামলা হয়। ওই মামলায় তিনি সাময়িক বরখাস্ত হয়েছেন। বর্তমানে আমি কোটচাঁদপুরে অতিরিক্ত দায়িত্বে আছি ।




মেহেরপুরে সমবায় বিভাগের প্রশিক্ষণ

মেহেরপুর জেলাধীন সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে তথ্য অধিকার সংক্রান্ত আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে মেহেরপুর জেলা সমবায় অফিসারের কার্যালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জুমের মাধ্যমে যুক্ত ছিলেন খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ-নিবন্ধক প্রশাসন মাসুদা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা তথ্য কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল  মামুন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামান, জেলা সমবায় প্রশিক্ষক মোঃ নুরুজ্জামান, সহকারী প্রশিক্ষক মোঃ রোকনুজ্জামান তুষার। প্রশিক্ষণে মেহেরপুর জেলাধীন সমবায় বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।




মুজিবনগরে কেদারগঞ্জ হাটের মার্কেট উদ্বোধন

দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২ কোটি ৪ লক্ষ ৮ হাজার ৭৬৭ টাকা ব্যায়ে নির্মিত মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ হাটের জেলা পরিষদ মার্কেট ভবনের উদ্বোধন করা হয়েছে।

গতকাল  রবিবার বিকেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মার্কেট ভবনের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি।

বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সারা বাংলাদেশের হাট বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ হাটের মার্কেট ভবন নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আপনারা অনেক সরকারকেই দেখেছেন। বর্তমান সরকারের মত এত উন্নয়ন আর কোন সরকার করেনি। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সারা বাংলাদেশের জনগণের দৌড়গোড়ায় পৌঁছে গেছে। আওয়ামী সরকার মুজিবনগর উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছে ।

তাই এ সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হলে কোন গুজবে কান না দিয়ে সরকারের পক্ষে থাকুন। নৌকায় ভোট দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) লিউজা উল জান্নাহ, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান রবি, মোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান , উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হাসান রাজিব।

দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২ কোটি ৪ লক্ষ ৮ হাজার ৭৬৭ টাকা ব্যায়ে নির্মিত মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ হাটের জেলা পরিষদ মার্কেট ভবনের উদ্বোধন করা হয়েছে।

গত রবিবার বিকেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মার্কেট ভবনের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি।

বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সারা বাংলাদেশের হাট বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ হাটের মার্কেট ভবন নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আপনারা অনেক সরকারকেই দেখেছেন। বর্তমান সরকারের মত এত উন্নয়ন আর কোন সরকার করেনি। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সারা বাংলাদেশের জনগণের দৌড়গোড়ায় পৌঁছে গেছে। আওয়ামী সরকার মুজিবনগর উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছে । তাই এ সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হলে কোন গুজবে কান না দিয়ে সরকারের পক্ষে থাকুন। নৌকায় ভোট দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) লিউজা উল জান্নাহ, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান রবি, মোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান , উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হাসান রাজিব।

 




দামুড়হুদা জয়রামপুর মানবকল্যান যুব সংগঠনের কম্বল বিতরণ

দামুড়হুদা উপজেলার জয়রামপুর মানবকল্যান যুব সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

জয়রামপুর মানবকল্যাণ যুবসংগঠনের প্রতিষ্ঠতা সভাপতি মনিরুল ইসলাম মিলনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ সংবাদপত্র পরিষদের মহাসচিব নূর হাকিম।

এসময় তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই। এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ, চাকরিজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের মোস্তফা কামাল। এসময় আরও উপস্থিত ছিলেন, হাউলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, হাউলী

ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রক্তান শিক্ষক ইয়াসিন আলী, মোতাহার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী কামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ সম্পাদক হাফেজ এনামুল হক।




দামুড়হুদায় ৪৬ বোতল ফেনসিডিলসহ নারী আটক

দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৬ বোতল ফেনসিডিলসহ লাইলী খাতুন নামে একজনকে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে দামুড়হুদা মডেল থানার এসআই তৌহিদুর রহমান শেখ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিনগত গভীর রাতে কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া গ্রামের স্কুল পাড়ায় লাইলী খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে বসতবাড়ীর পূর্বদূয়ারী পাকা বসতঘরের শয়ন কক্ষের মধ্যে থেকে ৪৬ বোতল ফেন্সিডিল সহ একজনকে আটক করে।

আটককৃত হলেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া গ্রামের স্কুল পাড়ার আরশাদ আলীর স্ত্রী লাইলী খাতুন (৫৫)।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ফেনসিডিল সহ একজন আটক হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে, আসামির বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।