ঝিনাইদহে অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা

ঝিনাইদহে অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ অংকুরের আয়োজনে গতকাল রাতে স্থানীয় প্রান্তিক কনভেনশন হলে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

অংকুরের সহ-সভাপতি ও এরিনা এগ্রো কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জিয়াউল ইসলাম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অংকুরের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন অংকের সভাপতি মসলেম আলী, স্বেচ্ছাসেবী সংস্থা সিও এর নির্বাহী পরিচালক সামছুল আলম, অংকুরের সহ-সভাপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব আহসান হাবীব রওনক, নাট্য ও ক্রীড়া ব্যক্তিত্ব জয়নাল আবেদীন, হায়দার আলী, সাংবাদিক সাজ্জাদ আহমেদ ।

বক্তাগন বলেন,প্রথমে নিজ নিজ বাড়ি থেকে প্রত্যেক অভিভাবককে তার সন্তানদের বুঝাতে হবে ও সচেতনতা করে গড়ে তুলতে হবে, নইলে অনলাইন জুয়া খেলা বন্ধ করা সম্ভব না। তাই এখন থেকেই প্রত্যেক অভিভাবক কে সচেতন হতে হবে।




মুজিবনগরে নতুন ইউএনও হিসাবে পলাশ মন্ডলের যোগদান

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন পলাশ মন্ডল। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে তিনি এ উপজেলায় যোগদান করে প্রথমেই সংবাদকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় মুজিবনগর প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পলাশ মন্ডল ১৯৮৮ সালে খুলনা জেলায় জন্মগ্রহন করেন।

লেখাপড়া জীবনে তিনি সেন্ট জোসেফস মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৪ সালে এসএসসি শেষ করেন। সরকারি এমএম সিটি কলেজ খুলনা থেকে এইসএসসি শেষ করেন। বিএসসি (মেকানিকাল), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেন।

এর পরে বিসিএস পরিক্ষা দিয়ে বিসিএস (প্রশাসন) ৩৫ ব্যাচের সদস্য হিসাবে উত্তীর্ন হন তিনি।

চাকুরী জীবনে ২০১৭ সালে সহকারী কমিশনার হিসেবে বগুড়া জেলায় যোগদান করেন।

পরবর্তিতে সহকারী কমিশনার(ভূমি) হিসাবে বালাগঞ্জ, সিলেট ও সিলেট মহানগর রাজস্ব সার্কেলে চাকুরী করেন। পরে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় ১ বছর ৩ মাস ইউএনও হিসাবে দায়িত্ব পালন করেন।




বেসরকারি টেলিভিশন “চ্যানেল এস”র প্রতিনিধি হলেন রাসেল

গাংনী উপজেলা প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক রহিদুল ইসলাম রাসেল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন “চ্যানেল এস” এর গাংনী উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন।

চ্যানেল কর্তৃপক্ষ আজ মঙ্গলবার দুপুর ২ টার সময় রহিদুল ইসলাম রাসেলের হাতে নিয়োগপত্র, আইডি কার্ড ও বুমসহ অন্যান্য উপকরণ তুলে দেন।

এদিকে রহিদুল ইসলাম রাসেল চ্যানেল এস’র প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মেহেরপুর প্রতিদিনের বার্তা সম্পাদক জুলফিকার আলী কানন, সাবেক সভাপতি এম এ লিংকন, সাধারণ সম্পাদক মিয়াদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এমএন পাভেল, সহ-সভাপতি লিটন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কবি, কোষাধ্যক্ষ আসাদুল্লাহ আল গালিব, দফতর সম্পাদক এজাজ উদ্দিন ছোটন, প্রচার সম্পাদক রকিবুল ইসলাম রকি, সদস্য বদরুজ্জামান, আক্তারুজ্জামান, সাঈদ হাসান, হাসানুজ্জামান, তরিকুল ইসলাম, ফিরোজ আহমেদ পলাশ ও মাহাবুল ইসলাম।

উল্লেখ্য, রহিদুল ইসলাম রাসেল স্থানীয় ও বিভিন্ন অনলাইন টিভি, ওয়েব পোর্টালসহ বিভিন্ন মিডিয়াতে সাংবাদিকতা করেছেন।

রহিদুল ইসলাম রাসেল বলেন, গাংনীর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন তুলে ধরার পাশাপাশি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশন করে গাংনীবাসিকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গণে তুলে ধরতে চাই। এজন্য সাংবাদিক বন্ধুদের পাশাপাশি সমাজের সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা কামনা করছি।




গাংনী উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

গাংনী উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী কাননের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিয়াদুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এমএ লিংকন, সাবেক সাধারণ সম্পাদক এমএন পাভেল, দফতর সম্পাদক এজাজ উদ্দিন ছোটন, প্রচার সম্পাদক রকিবুল ইসলাম রকি, সদস্য বদরুজ্জামান, প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক আক্তারুজ্জামান, হাসানুজ্জামান, তরিকুল ইসলাম, ফিরোজ আহমেদ পলাশ।

সভায় সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে অর্থ সম্পাদকের কাছে মাসিক চাঁদা আদায়, সদস্যদের চাঁদার অর্থ ব্যাংক একাউন্টের মাধ্যমে ডিপিএস ফান্ডের কল্যান তহবিলে নিয়মিত জমা করা, পরপর তিন মাস চাঁদার টাকা না দিলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া, সভায় অনুপস্থিত সদস্যদের কারণ দর্শানোর নোটিশ প্রদান, গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে লিপ্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন, বার্ষিক বনভোজন, প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণে ডেক্স ও আলমারি সংযোজনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।




সব ডিভাইসে একই ধরনের চার্জার ব্যবহার বাধ্যতামূলক

নতুন সব স্মার্টফোন, ট্যাবলেট এবং ক্যামেরায় একই ধরনের চার্জার ব্যবহার করা বাধ্যতামূলক করেছে ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি কার্যকর করা নতুন নিয়মে এটি বাধ্যতামূলক করা হয়েছে। শনিবার ইউরোপীয় কমিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আনুষ্ঠানিকভাবে ইইউতে ‘ইউএসবি-সি’ টাইপকে ইলেকট্রনিক ডিভাইস চার্জ করার জন্য কমন স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। সব ধরনের নতুন ফোন, ট্যাবলেট এবং ক্যামেরার জন্য একই চার্জারসহ থাকবে দ্রুত চার্জিং প্রযুক্তি। এর ফলে ই-বর্জ্য কমবে বলে আশা করছেন তারা।

এক গবেষণায় দেখা গেছে, প্রতি বছর শুধু ইউরোপেই নষ্ট ও ফেলে দেওয়া চার্জিং কেবল থেকে ১১ হাজার টন ই-বর্জ্য তৈরি হয়। এর আগে ২০২১ সালের দিকে সব ডিভাইসের জন্য একই প্রযুক্তিগত মান নিশ্চিত করতে নতুন আইনের প্রস্তাব করে ইউরোপিয়ার কমিশন। তাই এই বর্জ্য হ্রাস করার লক্ষ্যে সব স্মার্টফোন এবং ছোট ইলেকট্রনিক ডিভাইসের জন্য সর্বজনীন চার্জিং প্রযুক্তির প্রস্তাব করে তারা।

ইউরোপীয় ইউনিয়ন জানায়, একই ধরনের চার্জার ব্যবহার করার ফলে ইউরোপিয়ানদের জীবন সহজ হবে এবং ভোক্তাদের খরচও কমবে। এ ছাড়া তারা আশ্বস্ত করছেন, পুরনো চার্জার ব্যবহারের ফলে অব্যবহৃত চার্জারের সংখ্যা কমে যাবে।

তবে এই প্রস্তাবের বিরোধিতা করে অ্যাপল জানায়, এই প্রস্তাবের ফলে উদ্ভাবনী প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে। মূলত প্রতিষ্ঠানটির তৈরি আইফোনগুলোতে তাদের নিজস্ব ‘লাইটনিং কানেক্টর’ ব্যবহৃত করা হয়ে থাকে।

সূত্র: কালবেলা




মেহেরপুরে চুরির অপবাদে শিশু নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর গ্রামে চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে নির্যাতনে অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা সাহাবদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় সদর থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীরা। নির্যাতনের শিকার দুই শিশু হলো আরিফুল ও হৃদয়।

লিখিত অভিযেগে আমেনা খাতুন জানান, সাহাবদ্দিন আমাদের সাথে ঝামেলা সৃষ্টি করে ও নানা মিথ্যা অপবাদ দিয়ে হেনস্ত করার চেষ্টা ও ষড়যন্ত্র করে। এরই ধারাবাহিকতায় গত ২০ ডিসেম্বর বিকালে বিবাদী আমার বোনের ছেলে মোঃ আরিফুল (১৪), ও আমার নাতি মোঃ রিদয় (১৩) কে সন্দেহ বসত ধরে তাদের উপর চুরির মিথ্যা অপবাদ দেয় এবং বাঁশের মোটা লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে জখম কওে এবং বিবাদী আমার বোনের ছেলে ও আমার নাতিকে জোরপূর্বক চুরির অপবাদটি স্বীকার করে নিতে বলে।

সাহবদ্দিন এভাবে দীর্ঘ ৪ ঘন্টা আমার বোনের ছেলে ও আমার নাতিকে শারীরিক নির্যাতন করিতে থাকে। পরবর্তিতে বিবাদী আমার বোনের ছেলে ও আমার নাতিকে মেরে ফেলার হুমকি দিয়ে বলে যে, এ নির্যাতনের বিষয়ে যেন কাওকে না জানানো হয়। জানালে তাদেরসহ পরিবারের লোকজনদের মেরে ফেলবে বলে হুমকি দিয়ে আমার বোনের ছেলে ও আমার নাতিকে ছেড়ে দেয়।

পরে আমরা জানতে পেরে তাদের দুজনকে মেহেরপুর জেনারেল হাসাপাতালে ভর্তি করি।




প্রতারণা মামলায় অনন্ত জলিলের বিরুদ্ধে সমন জারি

গার্মেন্টস ব্যবসায় ওয়ার্ক অর্ডারের বিপরীতে বিল পরিশোধ না করায় প্রতারণার মামলায়, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চিত্রনায়ক অনন্ত জলিলের বিরুদ্ধে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত। সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ পিবিআইয়ের দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পিবিআইয়ের ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ পরিদর্শক তাপস চন্দ্র পন্ডিত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে জানিয়ে প্রতিবেদন দাখিল করেছেন।

অনন্ত জলিল ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- তার মালিকানাধীন পলো কম্পোজিট নিট ইন্ডাস্ট্রির এমডি ও তার স্ত্রী জাহানারা বেগম (কোম্পানির নিবন্ধিত তথ্য অনুযায়ী), কোম্পানিতে বিভিন্ন পদে কর্মরত মো. শরীফ হোসেন, সাইকুল ইসলাম, মো. মিলন ও সাইদুল ইসলাম।

জানা যায়, গার্মেন্টস ব্যবসায় ওয়ার্ক অর্ডারের বিপরীতে প্রায় ২৯ হাজার ৩০০ ডলার মূল্যের বিল পরিশোধ না করে প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শাফিল নাওয়াজ চৌধুরী নামের এক ব্যবসায়ী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ওইদিন আদালত মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলা দায়েরের এক বছরের মাথায় গত ২৭ নভেম্বর তদন্ত কর্মকর্তা এ প্রতিবেদন দাখিল করেন।

মামলার আর্জিতে বলা হয়, ২০২২ সালের ১৭ অক্টোবর আসামিরা পলো কম্পোজিট কোম্পানির নামে বাদীর কাছে গার্মেন্টস সম্পর্কিত কিছু কাজের জন্য অর্ডার দেন। এরপর বাদী কাজ শুরু করে কাজের বিপরীতে প্রতিশ্রুত টাকা চাইলে আসামিরা কাজ চালিয়ে যেতে বলেন এবং এলসির মাধ্যমে টাকা দেবেন বলে জানান। পরে তারা আরও বেশ কিছু কাজের অর্ডার দেন।

এ বছরের মার্চ পর্যন্ত বাদী সবগুলো কাজ আসামিদের বুঝিয়ে দেন। এরপর ২০২৩ সালের ১৫ মার্চ টাকা পরিশোধের জন্য মার্কেন্টাইল ব্যাংকে আসামিরা বাদীর একটি এলসি করেন। পরে বাদী টাকার জন্য ব্যাংকে যোগাযোগ করলে এলসির কাগজপত্রে ত্রুটির জন্য টাকা উঠাতে ব্যর্থ হন।

আর্জিতে আরও বলা হয়, বাদী চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন করলেও অনন্ত জলিলের মালিকানাধীন কোম্পানিটি এখন পর্যন্ত এক টাকাও পরিশোধ করেনি। যেখানে বিলের পরিমাণ প্রায় ২৯ হাজার ৩০০ ডলার।

সূত্র: ইত্তেফাক




হকিতে বিমান বাহিনীর প্রথম ট্রফি

বিমান বাহিনীর কোচ হেদায়েতুল ইসলাম রাজীব চোখ মুছতে মুছতে বললেন, ‘অনেক কষ্টের পর ফল পেলাম’। হকির ইতিহাসে প্রথম বার হকি ফেডারেশনের কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো। এমন আনন্দের দিনে কোচ রাজীবের চোখ ভিজল। তার নির্দেশনায় একেবারে তরুণ একটা দল প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকির ফাইনাল খেলল জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া নৌবাহিনীর বিপক্ষে। বিমান বাহিনী ৫-৪ গোলে নৌবাহিনীকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

দারুণ খেলেছে বিমান বাহিনী। নৌবাহিনী টানা ৫টা ফাইনাল খেলল। ২০২০ সালে বিজয় দিবস টুর্নামেন্টেও নৌবাহিনীর বিপক্ষে ফাইনাল খেলে রানার্সআপ হয়েছিল। সেবার কোচ রাজীব ছিলেন সোনালী ব্যাংকের। এরপর টানা তিন বছর বিমান বাহিনীর কোচ হয়ে খেলোয়াড়দের তৈরি করলেন। গতকাল সেই ফল পেলেন। ফেডারেশন কর্তারাও খুঁজলেন শেষবার কবে ফেডারেশন আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বিমান বাহিনী? খুঁজে পেলেন না কর্মকর্তারা।

নৌবাহিনী শক্তিশালী দল। বিমান বাহিনী ততটা না। রোমান সরকার, ফরহাদ আহমেদ সিটুল, দ্বিন ইসলাম, চয়ন, রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, রাকিন শুভ, মাহবুব, মাইনুল ইসলাম, গোলরক্ষক অসীম গোপ, ফজলে হোসেন রাব্বীদের কাগজে কলমে নৌবাহিনী এগিয়ে ছিল। তাদের সামনে বিমান বাহিনীর অধিনায়ক রাজু আহমেদ তপু, তাসিন আলী, মেহেরাব হাসান সামিন, ওবায়দুল হোসেন জয়, মিঠু, জীবন, আজীজুল, সজীবুর রহমান, মেহেদী হাসান, সোহানুর রহমান সবুজ, রাকিবুল হাসানরা মাঠের লড়াইয়ে নেমেই ধুমধাম করে ২ গোল করে ফেলল নৌবাহিনীর পোস্টে।

মাওলানা ভাসানী স্টেডিয়ামে ওবায়দুল হাসান জয় রাকিবুল হাসানকে দিয়ে প্রথম গোল করালেন, এর পরই জয় রিভার্স হিটে দর্শনীয় গোল করেছেন। এ দুজন নৌবাহিনীর রক্ষণ তছনছ করে দিয়েছেন। রাকিবুল হাসান দারুণ খেলেছেন। এই তরুণের স্টিক ওয়ার্ক নৌবাহিনীর রক্ষণ কাঁপন ধরিয়ে দিয়েছিল। হ্যাটট্রিক করেছেন রাকিবুল। অধিনায়ক সামিন গোল করেন। নৌবাহিনী একবার ৩-৩ স্কোর করলেও ম্যাচ জেতা হয়নি।

আশরাফুল, সিটুল, মাইনুল ইসলাম ও অধিনায়ত জিমি গোল করেন। সিটুল লাল কার্ড পেয়েছিলেন শেষ দিকে। নৌবাহিনীর দাবি তারা পেনাল্টি কর্নার পেয়েছিলেন, আম্পায়ার সেটি এড়িয়ে গেছেন। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন সবুজ, রানার্সআপ দলের আশরাফুল ১১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন। পুরস্কার বিতরণ করেন বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে নবজাতক নিয়ে গেল জ্বীন!

নয় মাসের অন্তঃসত্ত্বা প্রবাসীর স্ত্রী আজমিরা খাতুন। সিজারিয়ানের জন্য যখন হাসপাতালে যাওয়ার প্রস্তুত নিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে ৫ জন জ্বিন তার রুমে এসে বাচ্চা প্রসব করিয়ে নবজাতককে নিয়ে যাই। নবজাতকের সাথে নিয়ে যায় গর্ভাবস্থায় পরিক্ষা নিরিক্ষার বিভিন্ন ডাক্তারি রিপোর্ট। এমন এক অলৌকিক ঘটনা ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামে। আজমিরা খাতুন গ্রামের আজমিরা খাতুন গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের নওদা মটমুড়া গ্রামের উত্তর পাড়ার জাহাঙ্গীর আলমের মেয়ে এবং উপজেলার তেতুলবাড়ীয়া মোল্লা পাড়ার ছহির উদ্দিন ছেলে সৌদি প্রবাসী মোকাদ্দেস আলীর স্ত্রী। চিহ্ন হিসেবে জ্বীনেরা রেখে গেছে ঘরের দেওয়ালে দুই হাতের রক্তমাখা ছাপ। হাত ও পায়ে জ্বিনের নখের আচড়ানো দাগ। নবজাতককে হারিয়ে দিশেহারা আজমিরা খাতুন। বিষয়টি এলাকায় চরম চাঞ্চল্যের সৃস্টি হয়েছে।

আজমিরা খাতুন জানান, যখন আমি চার মাসের গর্ভবতী তখন আমার ঘরে দুটি সাপ প্রবেশ করে। সাপ দুটিকে আমি ও আমার ভাই পিটিয়ে মাওে ফেলি। এর কিছুদিন পর একটি জ্বীন এসে ঘুমান্তাবস্থায় আমার গলা চেপে ধরে এবং বলে তুই আমার বাচ্চা মেরেছিস আমি তোর বাচ্চা নিয়ে যাব।

এর আগে আজমিরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে সেবা নেন। কয়েকদিন আগে তাকে নিয়ে যাওয়া হয় রাজশাহী মেডিকেল হাসপাতালে। সন্তান ধারনের কাগজপত্র ছিল আজমিরার ঘরে। গত রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিজারিয়ানের জন্য হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এমন সময় জ্বীনেরা প্রবেশ করে আজমিরার ঘরে। ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে বাচ্চা প্রসব করায় জ্বীনের দল। আজমিরা তাদের সাথে জোর করতে গেলে সে সময় জ্বীনেরা তার উপরে শারীরিক নির্যাতন চালায়। এসময় আজমিরা আত্মচিৎকার দিলেও বাহিরের কেউ শুনতে পায়নি। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সন্তান প্রসব করানোর পর নবজাক ও হাসপাতালে রিপোর্টগুলি নিয়ে যায় জ্বীনেরা। দীর্ঘক্ষণ ঘরে থাকাই আজমিরার মা ঘরের দরজা ধাক্কাধাক্কি করে কোন সাড়া পায় না। কিছুক্ষণ পর ঘরের দরজা খুলে চলে যাই জ্বীনের দল। পরে ঘরে প্রবেশ করে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আজমিরাকে। জ্ঞান ফিরে পেয়ে আজমিরা খোজ করে তার গর্ভে থাকা নবজাতক সন্তানকে।

এলাকাবাসী জানান, তাদের সমানে আজমিরাকে গর্ভবতী অবস্থায় দেখেছে। এছাড়াও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। হঠাৎ গতকাল সকালে এমন ঘটনা ঘটেছে। এমন ঘটনা আমাদের জীবনে কোনদিন শোনেননি বলেও জানান এলাকাবাসী।

আজমিরার বাবা জাহাঙ্গীর আলম বলেন, আমার মেয়ে আজমিরা যখন চার মাসের গর্ভবতী ছিল তখন দুটি সাপ মেরেছিল। সে কারণেই জ্বিনেরা নবজাতককে নিয়ে গেছে। তিনি আরও বলেন, আমি মাঠে কাজ করছিলাম। এসময় বাড়ি থেকে ফোন করে বলে আজমিরাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। এর কিছুক্ষণ পর ফোন দিলে কেউ ফোন ধরে না। বাড়ি ফিরে শুনছি এমন ঘটনা ঘটেছে।

আজমিরার শশুর ছইরুদ্দিন জানান, হাসপাতালে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এরই মধ্যে ভাইয়ের মেয়ে রূপ ধরে প্রথমে একটি জ্বীন আসে। কিছুক্ষণ পর আরও চারজন আসে। পাঁচজন জ্বীন মিলে বাচ্চা প্রসব করাই। এসময় তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে তারা। পরে বাচ্চা নিয়ে চলে গেছে।

এবিষয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মাসুদুর রহমান বলেন, এমন ঘটনা আমরাও শুনছি। আজমিরা আমাদের কাছে চিকিৎসা নিতে আসেনি। তবে খোঁজ খবর নিয়ে পরিক্ষা করে দেখবো।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, আমি জ্বীনের এমন ঘটনা আগে কখনও শুনিনি। তবে প্রকৃত বিরয়টি উদঘাটন করার চেস্টা করছি।




পুলিশের তৎপরতায় ৬ ঘন্টার মাথায় গাকের নিখোঁজ স্টাফ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগরে প্রতিদিনের ন্যায় কিস্তির টাকা তুলতে গিয়ে নিখোঁজ হওয়া এনজিও প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন কেন্দ্র (গাক) মুজিবনগর অফিসের স্টাফ শেখ মেহেদী হাসান(২৮) কে উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ।

আজ সোমবার সন্ধ্যার দিকে যশোর জেলার চৌগাছা উপজেলার চাকলা মাঠ নামক গ্রাম স্থান থেকে তাকে উদ্ধার করা হয়। শেখ মেহেদী হাসান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কুল্যাপাড়া গ্রামের শেখ সুলতান আহম্মেদের ছেলে।

আজ সোমবার দুপুরে নিখোজের জিডি হাতে পাওয়ার পর মুজিবনগর থানা পুলিশ তাদের উদ্ধার কার্যক্রম শুরু করে দেয়। মেহেরপুর সাইবার ক্রাইম সেল এর মোবাইল ট্রাকিং এর মাধ্যমে ৬ ঘন্টার মাথায় উদ্ধার কাজে সফল হয় পুলিশ।

উদ্ধার হওয়ার পর মোবাইলে ভিডিও ধারনকৃত ভিক্টিমের জবানবন্দী থেকে জানা যায়, আমি প্রতিদিনের ন্যায় আজ সোমবার সকালেও আমার এক ক্লাইন্ট এর কাছে কিস্তির টাকা আনতে যায়। টাকা নিতে গেলে আমার সদস্য আমাকে একটা ঠিকানা দিয়ে বলে ওখানে আমার ভাই দারিয়ে আছে সে টাকা দেবে। তারপর আমি সেখানে গেলে আমার মাথায় হঠাৎ একটা চক্কর দিয়ে ওঠে। তারপর ঐ ব্যাক্তি আমার মটরসাইকেলে উঠে পরে। এরপর কি হয়েছিলো আমার কিছু মনে নেই। পরবর্তিতে আমি স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর দেখতে পায় আমি মাঠের ভিতরে পরে আছি।

মুজিবনগর গাক অফিসের ম্যানেজার হাবিবুর রহমান বলেন, মেহেদী হাসান কিস্তির টাকা আদায় করে দুপুরে অফিসে না আসলে আমি তাকে ফোন দিয়ে যোগাযোগ করতে গেলে কোন রেস্পন্স পাইনি। এর পরে আমি থানায় একটি নিখোজ জিডি করে আসি।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, জিডি হাতে পাবার পর আমরা উদ্ধারের জন্য মেহেরপুর সাইবার ক্রাইম সেল এর সহোযগীতা নিই। পরে তার মোবাইল নাম্বার দিয়ে ট্রাকিং শুরু করি। কয়েকবার ট্রাকিং করলে একেকবার একেক স্থানের লোকেশন দেখায়। এভাবে ৪ বারের লোকেশনে যশোর জেলার চৌগাছা উপজেলার চাকলা মাঠ নামক গ্রাম স্থানে স্থির লোকেশন দেখায়। এরপর আমরা তার পরিবারকে জানালে ভিক্টিম এর চাচাতো ভাই রাজু আহম্মেদসহ তার পরিবার সেখানে যেয়ে তাকে নিয়ে আসে।

এদিকে বাসায় এসে পৌছালে তার প্রাথমিক চিকিৎসার জন্য তাকে স্থানীয় স্বাস্থ কমপ্লেক্স নিয়ে যাবার পরামর্শ প্রদান করি।