স্মার্টফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়ার ৫ কারণ
পুরো চার্জ দেওয়ার পরও দ্রুত স্মার্টফোনের চার্জ শেষ হয়ে যায় অনেকের। স্মার্টফোন পুরোনো হলে তো কথাই নেই, ব্যাটারির কার্যকারিতা কমে যাওয়ায় বেশিক্ষণ স্মার্টফোন ব্যবহার করা যায় না। বেশ কিছু কারণে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়। দেখে নেওয়া যাক সে কারণগুলো-
পর্দার উজ্জ্বলতা বেশি
স্মার্টফোনে ভিডিও, ছবি বা সিনেমা দেখার জন্য অনেকেই পর্দার উজ্জ্বলতা বেশি রাখেন। পর্দার উজ্জ্বলতা বেশি থাকলে বেশি ব্যাটারি খরচ হয়। তবে অ্যাডাপ্টিভ ব্রাইটনেস সুবিধা চালু থাকলে আশপাশের আলো পর্যালোচনা করে পর্দার উজ্জ্বলতা কমে বা বৃদ্ধি পায়। ফলে ব্যাটারিও কম খরচ হয়।
নেটওয়ার্ক
স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াই-ফাই বা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতে হয়। এই নেটওয়ার্ক খুঁজে পেতে ব্যাটারি বেশি খরচ হয়। কারণ, মোবাইল নেটওয়ার্কের সমস্যা হলে স্মার্টফোন মোবাইল টাওয়ারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। ফলে ব্যাটারি খরচের পরিমাণও বৃদ্ধি পায়।
জিপিএস লোকেশন সুবিধা চালু
জিপিএস লোকেশন সুবিধা চালু থাকলে দ্রুত ব্যাটারি খরচ হতে থাকে। অনেক সময় স্মার্টফোন গরমও হয়ে যায়। আর তাই প্রয়োজন ছাড়া জিপিএস লোকেশন সুবিধা বন্ধ রাখাই ভালো।
ব্যাকগ্রাউন্ডে চালু অ্যাপ
ব্যবহার না করলেও ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহের জন্য বেশ কিছু অ্যাপ স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে সব সময় চালু থাকে। এসব অ্যাপ চাইলেও বন্ধ করা যায় না। ফলে ব্যাটারি খরচ হতে থাকে।
নিম্নমানের চার্জার
নিম্নমানের ত্রুটিযুক্ত চার্জারের কারণে ব্যাটারির কার্যকারিতা ধীরে ধীরে কমে যায়। অনেক সময় স্মার্টফোনের ব্যাটারি নষ্টও হয়ে যায়। ফলে ব্যাটারিতে চার্জ দিলেও তা বেশিক্ষণ ব্যবহার করা যায় না।
সূত্র: প্রথমআলো