স্মার্টফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়ার ৫ কারণ

পুরো চার্জ দেওয়ার পরও দ্রুত স্মার্টফোনের চার্জ শেষ হয়ে যায় অনেকের। স্মার্টফোন পুরোনো হলে তো কথাই নেই, ব্যাটারির কার্যকারিতা কমে যাওয়ায় বেশিক্ষণ স্মার্টফোন ব্যবহার করা যায় না। বেশ কিছু কারণে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়। দেখে নেওয়া যাক সে কারণগুলো-

পর্দার উজ্জ্বলতা বেশি

স্মার্টফোনে ভিডিও, ছবি বা সিনেমা দেখার জন্য অনেকেই পর্দার উজ্জ্বলতা বেশি রাখেন। পর্দার উজ্জ্বলতা বেশি থাকলে বেশি ব্যাটারি খরচ হয়। তবে অ্যাডাপ্টিভ ব্রাইটনেস সুবিধা চালু থাকলে আশপাশের আলো পর্যালোচনা করে পর্দার উজ্জ্বলতা কমে বা বৃদ্ধি পায়। ফলে ব্যাটারিও কম খরচ হয়।

নেটওয়ার্ক

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াই-ফাই বা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতে হয়। এই নেটওয়ার্ক খুঁজে পেতে ব্যাটারি বেশি খরচ হয়। কারণ, মোবাইল নেটওয়ার্কের সমস্যা হলে স্মার্টফোন মোবাইল টাওয়ারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। ফলে ব্যাটারি খরচের পরিমাণও বৃদ্ধি পায়।

জিপিএস লোকেশন সুবিধা চালু

জিপিএস লোকেশন সুবিধা চালু থাকলে দ্রুত ব্যাটারি খরচ হতে থাকে। অনেক সময় স্মার্টফোন গরমও হয়ে যায়। আর তাই প্রয়োজন ছাড়া জিপিএস লোকেশন সুবিধা বন্ধ রাখাই ভালো।

ব্যাকগ্রাউন্ডে চালু অ্যাপ

ব্যবহার না করলেও ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহের জন্য বেশ কিছু অ্যাপ স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে সব সময় চালু থাকে। এসব অ্যাপ চাইলেও বন্ধ করা যায় না। ফলে ব্যাটারি খরচ হতে থাকে।

নিম্নমানের চার্জার

নিম্নমানের ত্রুটিযুক্ত চার্জারের কারণে ব্যাটারির কার্যকারিতা ধীরে ধীরে কমে যায়। অনেক সময় স্মার্টফোনের ব্যাটারি নষ্টও হয়ে যায়। ফলে ব্যাটারিতে চার্জ দিলেও তা বেশিক্ষণ ব্যবহার করা যায় না।

সূত্র: প্রথমআলো




মুজিবনগরে মহিলা জামায়াতের ৮ নেতা কর্মী আটক, সাংগাঠনিক বই জব্দ

সরকার বিরোধী গোপন বৈঠক চলাকালীন সময়ে সাংগঠনিক বইসহ জামায়াতের ৮ নারী কর্মীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ১১ টার সময় মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে উপজেলার গোপালনগর গ্রামের মোশারফ মাষ্টারের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

আটকৃতরা হলেন- উপজেলার গোপালনগর গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী রকেয়া খাতুন ( ৪২), শিবপুর গাজী পাড়ার হুমায়ুন কবিরের স্ত্রী শম্পা খাতুন (২৮), মোনাখালীর গ্রামের উত্তর পাড়ার ইজদানের স্ত্রী ফাতেমা খাতুন (৪০), মোনাখালী বাজার পাড়ার নয়ন মিয়ার স্ত্রী হানিফা আক্তার বিউটি (৩৪), শিবপুর মসজিদ পাড়ার চাঁদ আলীর স্ত্রী হাফিজা খাতুন (৩৮), রামনগর মধ্যপাড়ার দরুদ আলীর স্ত্রী রেজমিনা খাতুন (৪৪), শিবপুর গলাকাটা পাড়ার নজরুল ইসলাম মালীতার স্ত্রী সালেহার খাতুন (৪০) এবং বিশ্বনাথপুর বড় মসজিদ পাড়ার আনোয়ার হোসেনের স্ত্রী সুমাইয়া জান্নাতি (২৫)।

মুজিবনগর থানার ওসি জানান, সরকার বিরোধী গোপন বৈঠক করছেন এমন খবরের ভিত্তিতে সেখান অভিযান চালানো হয়। অভিযানে তাদের কাছে থেকে, ২০২৩ সালের জামায়াত ইসলামের মহিলা বিভাগের বার্ষিক পরিকল্পনা বই, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল পর্যায়ের জনশক্তির প্রতি আমীরে জামায়াতের আহ্বান, সংগঠন পদ্ধতি, ইসলাম ও জাহেলিয়াত, পবিত্র সীরাতন্নবী (সা:) উপলক্ষে বাংলাাদেশ জামায়াত ইসলামীর আহবান, দ্বীন ইসলামের ১৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক ধারণা, ইমানের হাকীকত, নামায রোজার হাকীকত, তাফহীমুল কুরআন, আদর্শ মানব মুহাম্মদ (সা:)কুরআন ও হাদীসের আলোকে রাসুল মুহাম্মদ (সা:) দ্বীন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব, বিষয় ভিত্তিক কোরআন ও হাদীস, ইসলামী সংগঠন, ইসলামী আন্দোলন, জামায়াত এবং জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র, ইসলামী ছাত্রী সংস্থাসহ প্রায় ৮০টি বিভিন্ন প্রকারের বই জব্দ করা হয়েছে।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল আরো জানান আটক জামায়াতের নারী নেতা কর্মীরা সরকার সম্পর্কে বিদ্বেষ বিতৃষ্ণা ও মিথ্যা রটনা ছড়িয়ে নাশকতকা সৃষ্টিসহ জনগণের মধ্যে আতংক সৃষ্টির মাধ্যমে আইনশৃংখলার অবনতি করার লক্ষে ২০/২৫ জন নারী সরকার বিরোধী সন্ত্রাস ও নাশকতা কার্যকলাপ করার উদ্যেশ্যে পরিকল্পনা ও মিটিং করছিল। আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এজাহার নামীয় ৮ জন ও অজ্ঞাতনামা আরো ১২/১৫ জনকে আসামি করা হয়েছে। আটক নারী নেতা কর্মীদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।




দর্শনা কেরুজ চিনিকলের উপব্যবস্থাপক মাসুদ রেজাকে স্ট্যাণ্ড রিলিজ

দর্শনা কেরুজ চিনিকলের উপব্যবস্থপক (প্রশাসন) মাসুদ রেজাকে স্ট্যাণ্ড রিলিজ করা হয়েছে। অফিস আদেশ বলে তাকে মোবারকগঞ্জ সুগার মিলের উপব্যবস্থপক (সংস্থাপন) শাখায় যোগদানের নির্দেশ প্রদান করা হয়েছে। সেই সাথে ১ জানুয়ারির মধ্যে বদলী পদে যোগদানেরও নির্দেশ প্রদান করা হয়েছে।

ঢাকা সদর দপ্তরের অফিস আদেশ সূত্রে জানাগেছে, গতকাল বৃহস্পতিবার সদর দপ্তরের ভারপ্রাপ্ত চিফ অব পার্সনাল মাহরীনা তানাজ স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে দর্শনা কেরুজ চিনিকলে উপব্যবস্থপক (প্রশাসন) মাসুদ রেজাকে মোবারকগঞ্জ সুগার মিলের উপব্যবস্থপক (সংস্থাপন) শাখায় বদলী করা হয়েছে। একই চিঠিতে মোবারকগঞ্জ সুগার মিলের সহকারী ব্যবস্থপক (সংস্থাপন) নুরুল হাসানকে দর্শনা কেরুজ চিনিকলের উপব্যবস্থপক (প্রশাসন) হিসাবে যোগদানের নির্দেশ প্রদান করা হয়েছে।

এদিকে মাসুদের বদলীর আদেশ কেরুজ চিনিকলে পৌছালে তাকে নিয়ে বইতে থাকে আলোচনা সমালোচনার ঝড়। বিশেষ করে মাসুদ রেজার আচরনিক ছিলো খুবই উশৃংখল। সে ধরাকে সরাজ্ঞান করে চলত। যার তার সাথে জড়িয়ে পড় বিবাদে। সুনামধন্য প্রতিষ্ঠনে এমন একজন উগ্রমেজাজের অফিসার নিঃপ্রয়োজন বলে অনেকেই মন্তব্য করেছেন। অপর দিকে মাসুদ তার বদলীর আদেশ শোনর পর থেকে তেলে বেগুনে জ্বলে ওঠেন। চিনিকলে আখ সরবরাহ করতে আসা চাষিদের সাথে চরম খারাপ আচরণ করতে থাকে। তার বদলী আদেশে শ্রমিক-কর্মচারীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

একটি সূত্র জানিয়েছে, মাসুদ রেজা যেখানেই চাকুরী করেছেন সেখানেই বিতর্কের জন্ম দিয়েছেন। তাই একটি প্রতিষ্টাণে তার থাকা হয় না।




মুজিবনগরে ইভোলিউশন অফ দারিয়াপুরের আয়োজনে দিন ব্যাপি পিঠা উৎসব

মেহেরপুরের মুজিবনগরে ইভোলিউশন অফ দারিয়াপুর আয়োজনে আধুনিক এই যান্ত্রিক যুগের বাঙ্গালীদের হারিয়ে যাওয়া পিঠাপুলির ঐতিহ্য ধরে রাখা এবং বর্তমান প্রজন্মকে জানানোর উদ্দেশ্যে বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের পিঠা নিয়ে দিন ব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১১ টার সময় দারিয়াপুর ফুটবল খেলার মাঠে দিন ব্যাপি এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিন ব্যাপি এই উৎসবের উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম রবি। উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হাসান রাজীব। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ এটা উৎসবে অংশগ্রহণকারী স্টল গুলো ঘুরে দেখেন।

এই উৎসবে বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী ডিম সুন্দরী, স্বরুপীঠা, গোলাপ পিঠা, নারিকেল পুরি, ফুলঝুরি, চুই পিঠা, মাস কলাই পিঠা,সারা পিঠা,ডিমের পানতোয়া পিঠা,দুধ লাউ,পাতা পিঠা,হৃদয় হরণ পিঠা,ছানার আম পিঠা,চন্দ্র পুলি,বিবি খানা পিঠা,জামায় পিঠা,নকঁশি পিঠা,মাছ পিঠা,ম্যাড়া পিঠা,ইলিশ পিঠা,মিষ্টি পুলি,ঝাল পিঠা,সহ প্রায় ২০০ শত ধরনের পিঠা ১৪ টি ষ্টলের মাধমে উপস্থাপন করা হয়।

ইভোলিউশন অফ দারিয়াপুরের আয়োজকরা জানান বাঙালির হারিয়ে যাওয়া পিঠাপুলির ঐতিহ্য সেই ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে তাদের এই আয়োজন। নতুন প্রজন্মকে বাঙালির ঐতিহ্য বিভিন্ন পিঠাপুলির সম্পর্কে জানানোর জন্য প্রতিবছর তারা এই পিঠা উৎসবের আয়োজন করবে বলে জানান।




দর্শনা পৌর মেয়র মতিয়ার রহামনের জানাযা সম্পন্ন

অস্ত্রপচারের দীর্ঘ ৩৩ দিনের মাথায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দর্শনা পৌর আ.ল মতিয়ার রহমান (৫৮)।

মৃত্যুর দু’দিন পর গতকাল বৃহস্পতিবার সকল প্রকার আইনি জটিলতা কাটিয়ে ভারতের দিল্লী থেকে বিমানযোগে দেশে আনা হয় মতিয়ার রহমানের লাশ।

আজ শুক্রবার সকাল ১০ টায় দর্শনা কলেজ মাঠে প্রথম ও নিজ গ্রাম ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলা সাড়ে ১১ টায় দ্বিতীয় নামাজের জানাযা। জানাযা শেষে গ্রামের কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফনকার্য সম্পন্ন করা হয়। দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত শামসুল ইসলাম ওরফে শামসুল চেয়ারম্যানের ছেলে দর্শনা ইসলাম বাজার গার্লস স্কুল পাড়ার বাসিন্দা ছিলেন মতিয়ার রহমান।

তিনি দর্শনার আ.লীগ রাজনীতি অঙ্গনে উজ্জল নক্ষত্র, সন্ত্রাসমুক্ত দর্শনার রুপকার, প্রতিবাদের কন্ঠ, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন দর্শনা পৌর সভার ৪ বারের নির্বাচিত মেয়র ও দর্শনা পৌর আ.লীগের সভাপতি মতিয়ার রহমান দীর্ঘদিন লিভার জনিত রোগে ভুগছিলেন।

স্বামীকে বাঁচাতে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ নিজের লিভার দিতে ইচ্ছে পোষণ করেন স্ত্রী রোজী রহমান। যেমন কথা তেমন কাজ করেই দৃষ্টান্ত স্থাপন করেছেন মেয়রের সহধর্মিনী।

সে লখ্যে গত ১০ নভেম্বর বিমানযোগে ভারতের দিল্লী যান মেয়র মতিয়ার রহমান ও স্ত্রী রোজী রহমান সহ পরিবারের কয়েকজন।

ওইদিনই ভারতের দিল্লীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় মেয়র দম্পতিকে। এরপর হাসপাতালের চিকিৎসক নিরব গোয়েলের তত্ববধানে ২৪ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রোজী রহমানের শরীরে সফল অস্ত্র পাচারের মাধ্যমে লিভার নিয়ে ওইদিনই ভারতীয় সময় সন্ধা ৭ টার দিকে দর্শনা পৌর আ.লীগের সভাপতি ও পৌর মেয়র মতিয়ার রহমানের দেহে লিভার প্রতিস্থাপন করেন। প্রায় ১৭ ঘন্টাব্যাপী সফল অস্ত্রপাচার হলেও সুস্থ হয়ে না ওঠায় তাকে সহ স্ত্রীকে ওই হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়। তাদের মধ্যে মতিয়ার রহমানকে রাখা হয়েছিল নিবির পর্যবেক্ষণে। অস্ত্রপাচারের দীর্ঘ ৩৩ দিনের মাথায় মঙ্গলবার ভোর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী থেকে চিরবিদায় নেয় দর্শনা পৌর আ.লীগের সভাপতি ও পৌর মেয়র মতিয়ার রহমান (৫৮)।

দর্শনার প্রাণপুরুষ মতিয়ার রহমানের মৃত্যুর সংবাদ দর্শনায় পৌছালে নেমে আসে শোকের ছায়া। মতিয়ার রহমান ২ বোন ও ৩ পুত্র ভইয়ের মধ্যে সকলের বড় ছিলেন। দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ জানায়, আইনী জটিলতা কাটিয়ে তুলতে খানিকটা সময় লেগেছে। যে কারণে মৃত্যুর দু’দিন পর আজ বৃহস্পতিবার বিকাল সোয়া ৪ টার দিকে ভারতের দিল্লী বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানযোগে মতিয়ার রহমানের লাশ আনা হবে ঢাকায়। এরপর সন্ধা ৭টার দিকে বিমানবন্দর থেকে এ্যাম্বুলেন্সযোগে লাশ আনা হবে দর্শনা ইসলাম বাজারস্থ নিজ বাসভবনে।

আজ  শুক্রবার সকাল ১০ টার দিকে দর্শনা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে প্রথম জানাযা ও বেলা সাড়ে ১১টার দিকে তার নিজ গ্রাম ঈশ্বরচন্দ্রপুর স্কুল মাঠে দ্বিতীয় নামাজের জানাযা শেষে বাবা-মায়ের কবরের পাশেই দাফন করা হয় মতিয়ার রহমানের লাশ।

এদিকে দিল্লী থেকে বিমানযোগে বুধবার বাড়ি ফিরেছেন মতিয়ার রহমানের স্ত্রী রোজী রহমান ও ছোট মেয়ে মুন। মতিয়ার রহমানের মৃত্যুতে শোকপ্রস্তাব রয়েছে অব্যাহত।

এরই মধ্যে বুধবার দর্শনা রেল বাজারের ব্যাবসায়ীরা দিনভর সকল ধরনের ব্যাবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শোক পালন করেছে।




কিউকম-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবের আমবার লাউঞ্জে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিজেএফবির এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ঘোষণা করা হয় ১৭ ফেব্রুয়ারী, শুক্রবার ২০২৩ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে কিউকম-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২১।

বরাবরের মতো আজীবন সম্মাননা পুরস্কার, বিশেষ পুরস্কারসহ চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত এবং ডিজিটাল মিডিয়া ক্যাটাগরিতে বছর সেরা পারফরম্যান্সের ভিত্তিতে সম্মাননা প্রদান করা হবে। খুব শীঘ্রই মনোনয়নপ্রাপ্তদের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাইটেল স্পন্সর কিউকমের প্রধান নির্বাহী রিপন মিয়া, ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, ড্যানিশের হেড অব মার্কেটিং মোশাররফ হোসেন ভুঁইয়া, সিজেএফব’র সাবেক সভাপতি মোর্শেদ নোমান, সিজেএফবির প্রধান উপদেষ্টা এনাম সরকার, সভাপতি তামিম হাসান, সাধারণ সম্পাদক খালেদ আহমেদ, যুগ্ম সম্পাদক মনজু আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ।

এবারের অফিশিয়াল ব্রডকাস্টার গ্লোবাল টেলিভিশন, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক। কো স্পন্সর পারসোনা, ধ্রুব মিউজিক স্টেশন, ভাসাভি এবং টিএমবি। সংবাদ সম্মেলন শেষে সিজেএফবি’র নেতৃবৃন্দ এবং পৃষ্ঠপোষকরা সম্মিলিতভাবে কিউকম-সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ডের নেমোনিক উন্মোচন করেন।

উল্লেখ্য, দেশের প্রধান জাতীয় সংবাদপত্র, টেলিভিশন এবং অনলাইন নিউজ পোর্টালের সাংস্কৃতিক সাংবাদিকদের সমন্বয়ে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি।

সূত্র: ইত্তেফাক




জীবননগরে বিভিন্ন মসজিদ, মাদরাসা ও মন্দির উন্নয়নে আথিক চেক প্রদান

২০২২-২৩ অথ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষানাবেক্ষন (টি আর )কমসূচির আওতায় ১ম পযায়ের নিবাচনী এলাকা ভিক্তিক জীবননগর উপজেলার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্ধকৃত অথের চেক প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুযোগ ব্যবস্থাপনা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা নিবাহী অফিসার মোঃ রোকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান,পৌর মেয়র মোঃরফিকুল ইসলাম,জীবননগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম,সাধারন সম্পাদক আবু মোঃ আব্দুল লতিফ অমল,সাবেক সভাপতি গোলাম মোতুজা,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী,সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন,মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান,রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ,হাসাদহ ইউপি চেয়ারম্যান রবি বিশ্বাস,বাকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান প্রমুখ।




জীবননগরে শিশু নিকেতন স্কুলের বাষিক ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

জীবননগর উপজেলা শিশু নিকেতন মডেল প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলা শিশু নিকেতন মডেল প্রি ক্যাডেট স্কুলের আয়োজনে উপজেলা পরিষদের ক্যাম্পাসে এ সমাবেশ অণুষ্ঠিত হয়। উপজেলা শিশু নিকেতন মডেল প্রি ক্যাডেট স্কুলের পরিচালক মোছাঃ নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষাথীদের হাতে পুরস্কার তুলে দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকুনুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সুলতানা লাকীসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানটি সাবিক পরিচালনা করেন জীবননগর উপজেলা শিশু নিকেতন মডেল প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ মিঠুন মাহমুদ।




পেলের মৃত্যুতে তারকা ফুটবলারদের বার্তা

জীবনের সব মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন ফুটবলের অবিসংবাদিত সম্রাট পেলে। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১ টায় ৮২ বছর বয়সে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি পেলে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তির মৃত্যুতে শোক নেমে এসেছে সমগ্র ক্রীড়াজগতে।

মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেক তারকা ফুটবলার। ব্রাজিলের মিডফিল্ডার ক্যাসেমিরো বলেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে। ফুটবল এবং ব্রাজিলকে আপনি যে গৌরব এনে দিয়েছেন সে জন্য ধন্যবাদ। আপনার উত্তরাধিকার চিরন্তন।’

পোল্যান্ডের তারকা ফুটবলার রবার্ট লেওয়ান্ডোভস্কি ফেসবুকে লেখেন, ‘স্বর্গ একটি নতুন নক্ষত্র পেল, আর ফুটবল দুনিয়া হারাল একজন নায়ককে।’

ইংলিশ খেলোয়াড় রাহিম স্টার্লিং লিখেন, ‘শান্তিতে ঘুমান কিংবদন্তি।’ ওয়ালসের তারকা গ্যারেথ বেল লিখেছেন, ‘যার কারণে আমরা অনেকেই ফুটবলকে ভালোবাসি। শান্তিতে ঘুমান কিংবদন্তি।’

এছাড়া পেলের মৃত্যুতে শোক জানিয়ে আবেগঘন পোস্ট দিয়েছে আর্লিং হালান্ড, ইংলিশ ফুটবলার হ্যারি কেইন, সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যাম ও ওয়েইন রুনির মতো তারকারাও।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে অনলাইন জুয়ার আরেক দূর্গ গাড়াডোব

কোমরপুরের পরে মেহেরপুরে অনলাইন জুয়ার আরেক দূর্গ হিসেবে স্থান পেয়েছে গাংনী গাড়াডোব গ্রাম। যে গ্রামটিতে প্রায় অর্ধশত তরুন এ অনলাইন জুয়ার সাথে জড়িত।

গত বুধবার রাতে গাংনী গাড়াডোব গ্রামে অভিযান চালিয়ে রাসেল আহমেদ ও রাকিবুজ্জামান নামের দুই অনলাইন জুয়ার এজেন্টকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের স্বীকারোক্তীতে এসকল তথ্য উঠে এসেছে।

গ্রেফতারকৃত রাসেল ও রাকিবুজ্জামানকে গাংনী থেকে আটক অনলাইন জুয়ার মূল হোতা সাবেক ছাত্রলীগ নেতা শিপুর বিরুদ্ধে করা মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মেহেরপুর জেলায় এক শ্রেণীর অসাধু ব্যক্তি অনলাইন জুয়া, ওয়ানএক্স বেট, মেলবেটসহ অনলাইন জুয়ার পরিচালনা করে বিকাশ/নগদ/রকেটের সেলস রিপ্রেজেনটেটিভদেও যোগসাজশে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতিত অবৈধ ই ট্রানজেকশন করে আসছে। গত ১৩ ফ্রেব্রুয়ারি গাংনী থেকে সাবেক ছাত্রলীগ নেতা শিপুসহ ৬জনকে আটক করার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে শিপুর অন্যতম এজেন্ট হিসেবে গাড়াডোব গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে আবু রাসেলকে(২৭) ও জামিরুল ইসলামের ছেলে রাকিবুজ্জামনকে প্রমানসহ গ্রেফতার করে। তাদেও কাছে থেকে ৬টি মোবাইল সেট, একটি ল্যাপটপ ও বেশ কয়েকটি সিম জব্দ করা হয়।

আবু রাসেল পুলিশের কাছে স্বীকারোক্তীতে জানায়, সাবেক ছাত্রলীগ নেতা শিপুর সহযোগী এজেন্ট ও পার্টনার হিসেবে কাজ করেন তিনি। বর্তমানে অনলাইন জুয়ার জনপ্রিয় সাইট ওয়ানএক্স বেট ও মেলবেট এ পুলিশের নজরদারি বেড়ে যাওয়ায় শিপুর সহযোগীতায় ওয়ানবেটপ্রো নামের নতুন একটি জুয়া সাইট কার্যক্রম করে আসছিলো। রাসেল আরো জানায়, নগদ/বিকাশে মাসিক ৩০/৪০ লক্ষ টাকা লেনদেন স্বাভাবিক হওয়ায় তারা প্রকাশে স্বাভাবিক ভাবে ওয়ানবেট প্রো ওয়েবসাইট পরিচালনা করে আসছিলো এবং গাংনী এলাকায় যতগুলো অনলাইন জুয়ার এজেন্ট পরিচালিত হয় তার মূল পরিচালনাকারী হলো সাহিদুজ্জামান শিপু। তার মত আরো যারা শিপুর এজেন্ট হিসেবে কাজ করে তাদের নাম ও পরিচয়ও স্বীকারোক্তীতে উল্লেখ করেছেন আবু রাসেল। তারা হলেন- গাড়াডোব গ্রামের আনারুলের ছেলে হারুন, আমিরের ছেলে দোস্ত মোহাম্মদ দুদু, একই গ্রামের নওশাদ, আবুল হাশেমের ছেলে রাজন, রাজ্জাকের ছেলে সাজু, ময়নালের ছেলে তুলিপ, মনুর ছেলে তামিম, তাহাজদ্দিনের ছেলে রিকন, আলমগীরের ছেলে আশিক, বাবলুর ছেলে নাসিরুল, হালিমের ছেলে রিপন, একই গ্রামের ফয়সাল, রবিউল ইসলামের ছেলে তাহারুল, ।

ডিবির ওসি সাইফুল আলম জানান, মেহেরপুর পুলিশ সুপার স্যারের নির্দেশে অনলাইন জুয়া মুক্ত করতে পুলিশের এ অভিযান অব্যহত রয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলবে।

প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি রাতে গাংনী শহরের উত্তরপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান শিপুর কার্যালয়ে অভিযান চালিয়ে শিপুসহ অনলাইন জুয়ার ৬ এজেন্টকে গ্রেফতার করে পুলিশ। পরদিন গাংনী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। যে মামলায় শিপুসহ ওই ৬জন কারাগারে রয়েছেন।

এদিকে, মেহেরপুরে অনলাইন জুয়ার দূর্গে একের পর এক হানা দিয়ে পুলিশ প্রায় অর্ধশত এজেন্টকে গ্রেফতার করেছে। পুলিশের এ অভিযান ও নজরদারী অব্যহত থাকায় জেলার অনলাইন জুয়াড়ীরা গা ঢাকা দিয়েছে। তারা বিচ্ছিন্নভাবে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানা গেছে।

এ সংক্রান্ত আরো খবর

গাংনীতে অনলাইন জুয়ার সম্পৃক্ততায় ছাত্রলীগ নেতা শিপুসহ ৬জন আটক

মেহেরপুরে অনলাইন জুয়ার দূর্গে হানা