২৭৫ জনকে নিয়োগ দেবে পরিবেশ অধিদপ্তর

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবেশ অধিদপ্তর। মোট ২৭৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

প্রজেকশনিস্ট কাম ক্যামেরাম্যান, হিসাবরক্ষক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, গবেষণাগার সহকারী, নমুনা সংগ্রহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, প্রসেস সার্ভার, ক্যাশ সরকার ও অফিস সহায়ক।

পদসংখ্যা

মোট ২৭৫ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা (http://doe.teletalk.com.bd)।

আবেদনের শেষ তারিখ

৫ ফেব্রুয়ারি, ২০২৩।

সূত্র : প্রথম আলো।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে




মেহেরপুরে এসএসসি-তে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

মেহেরপুর স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এসএসসি-তে জিপিএ ৫ প্রাপ্ত ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে কৃতিত্ব শিক্ষার্থী এবং বিশেষ কৃতিত্ব অর্জনকারীকে সম্মাননা প্রদানের আয়োজন করা হয়।

সকালে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্কে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোপালগঞ্জ কাজী জহুরুল হক কলেজের সমাজ বিজ্ঞানের প্রভাষক মোঃ এনামুল হকের সভাপতিত্বে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি  বিভাগের সাব্বির হোসেন এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আয়েশা বিনতে রাশেদ তিথির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলাম, মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল হোসেন, ছহিউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ একরামুল আজিম সহ মেহেরপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি-তে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।




সৌদির আল নাসর ক্লাবে রোনাল্ডো

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সৌদি আরবের ক্লাবে যোগ দিয়েছেন পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

সৌদির আল নাসর ক্লাবে খেলে বছরে তিনি পাবেন ১৭৭ মিলিয়ন ইউরো। আগামী ২০২৫ সাল পর্যন্ত খেলবেন ক্লাবটিতে। খবর বিবিসির।

বিশ্বকাপ চলাকালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে বিচ্ছেদ হয়েছে রোনাল্ডোর। বিশ্বকাপ জয়ের স্বপ্নও পূরণ হয়নি পর্তুগাল অধিনায়কের।

এই পরিস্থিতিতে রোনাল্ডোর ক্লাব ফুটবলের ভবিষ্যৎ কী হতে চলেছে, সেদিকেই তাকিয়ে ছিলেন ফুটবলপ্রেমীরা। অবশেষে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিলেন রোনাল্ডো ।

সৌদির এই ক্লাব রোনাল্ডোর যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। দলের জার্সি হাতে নিয়ে রোনাল্ডোর একটি ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছে তারা।

রোনাল্ডো এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাকে সৌদির একটি ক্লাব ৩০৫ মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছে। এরপরই প্রকাশ্যে আসে আল নাসর ক্লাবের কথা। যদিও পরে শোনা যায়, তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন। কিন্তু অবশেষে, সৌদি আরবেই পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিলেন সি আর সেভেন ।

রোনাল্ডোর ব্যাপারে যেসব দল আগ্রহ প্রকাশ করেছিল, তাদের মধ্যে চেলসি, ইন্টার মিলান, এসি মিলানের মতো দলের নাম শোনা যাচ্ছিল। কিন্তু কেউই কোনও চুক্তির অঙ্ক দেয়নি।




নিখোঁজ সংবাদ

মো: সবুজ আলী, পিতা মো: বাদল হোসেন, গ্রাম শ্যামপুর, মেহেরপুর সদর উপজেলা, মেহেরপুর।

গত ১৮ ডিসেম্বর ভ্যানযোগে নিজ বাড়ি থেকে গাংনীর উদ্দেশ্যে বের হয় কিন্তু আর ফেরেনি। বিভিন্ন যায়গায় খোঁজাখুজি করে পাওয়া যায়নি। মেহেরপুর সদর থানায় জিডি করা হয়েছে। গাংনী র‌্যাব কাম্পেও অভিযোগ করা হয়েছে। যদি কেউ সন্ধান পেয়ে থাকেন তবে যোগাযোগ করুন। মো: বাদল হোসেন, ০১৭৪২-৮২৭১৬১ ।




মেহেরপুর থিয়েটারের রজতজয়ন্তী ও নতুন কমিটি ঘোষণা

মেহেরপুর থিয়েটারের গৌরবের ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী উপলক্ষে সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেহেরপুর থিয়েটারের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম।

এ সময় মেহেরপুর থিয়েটারের গৌরবের ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী উপলক্ষে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষণা করা হয়।

মেহেরপুর থিয়েটারের সভাপতি হিসেবে প্রফেসর হাসানুজ্জামান মালেক, সহ-সভাপতি পল্লব ভট্টাচার্য, সহ-সভাপতি হিসেবে আলী রেজা বিচু, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মিনারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রাজিব, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান বাবু, দপ্তর সম্পাদক জাহিদুল হক কাবরান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ফৌজিয়া আফরোজ তুলি, নাট্য সম্পাদক মহিদুল ইসলাম, সংগীত বিষয়ক সম্পাদক এম সাইদুর রহমান, নিত্য বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনা পারভীন, কার্যনির্বাহী সদস্য আবুল হাসনাত দিপু, কার্যনির্বাহী সদস্য জানে আলম, কার্যনির্বাহী সদস্য মকলেচুর রহমান খোকন, কার্যনির্বাহী সদস্য আব্দুল মান্নান, কার্যনির্বাহী সদস্য আসাবুল ইসলাম কার্যনির্বাহী সদস্য রোকসনা আরার নাম ঘোষণা করা হয় এবং তাদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এরপর মোমবাতির প্রজ্জলন ও কেক কেটে মেহেরপুর থিয়েটারের গৌরবের ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়।




ভেঙে গেলো পরীমণি-রাজের সংসার!

ঢালিউডের আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। কিছুদিন আগেই তাদের সম্পর্ক ফাটলের আভাস পাওয়া গিয়েছিলো। শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারো সেই আভাস দিলেন পরী।

তিনি লিখেছেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’

পরীমণির সেই স্ট্যাটাস অল্প সময়েই ভাইরাল। অনেকে সেখানে কমেন্ট করছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি ভেঙে গেলো পরীমণি-রাজের সংসার?

এ বিষয়ে একাধিক মাধ্যমে পরিমণির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এর আগে গত নভেম্বরের শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী রাজ, নায়িকা মিম ও পরিচালক রাফির নাম উল্লেখ করে একটি বিস্ফোরক পোস্ট দেন। যা সিনেপাড়ায় রীতিমতো আলোচনার-সমালোচনার ঝড় তোলে।

পরীমনি তার স্ট্যাটাসে স্বামী শরীফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের ঘনিষ্ঠতার দিকে ইঙ্গিত করেন।পরে মিম অভিযোগ অস্বীকার করে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

সেদিন নিজের ফেসবুকে মিম জানান, প্রমাণ ছাড়া কোনো মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তাকে নিয়ে করা হলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন। এর পরদিন আবারও স্ট্যাটাস দেন পরীমনি। যেখানে রাজ-মিমের ‘মাখামাখি’ পরীর সংসারের জন্য কাল হচ্ছে বলে উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে পরীমণি বলেন, ‘আসেন তা হলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বলল— আমি জেলাসি করলাম তোমার সঙ্গে! এটা ১০ জন আননোন লোকে বলতেই পারে; কিন্তু তুমি কি করে এটি বলো? যেখানে পরাণ রিলিজের পর সবখানে আমি বলে আসছি— রাজের সঙ্গে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে। এটি তোমরাও চাও।’

তিনি বলেন, ‘তোমার মাও সেদিন আমাদের লিভিংরুমে আমার সঙ্গে এ নিয়ে কত কথা বললেন। এই তো সেদিন ইনফিনিটি সিজন ২-এর জন্য তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম— রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।’

মিমকে উদ্দেশ করে পরীমণি বলেন, ‘কিন্তু বিশ্বাস কর ভাই মিম, রাজের সঙ্গে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ— সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হলো রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই— এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত-দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্তিরের ফোনালাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।’

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। এরপর চলতি বছরের ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবরের সঙ্গে বিয়ের কথাও প্রকাশ্যে আনেন নায়িকা। এরপর ২২ জানুয়ারি জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ-পরী। গত ১০ আগস্ট পুত্রসন্তানের জন্ম দেন নায়িকা। রাজ-পরীর সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

সূত্র: ইত্তেফাক




দামুড়হুদায় আজাদুল আজাদকে জাগ্রত জনতার শুভেচ্ছা ক্রেস্ট প্রদান

আজাদুল ইসলাম আজাদ পুনরায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়াই দামুড়হুদায় জাগ্রত জনতার পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান ও মিষ্টিমুখ করানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এই বর্ষিয়ান নেতার দর্শনার নিজ বাড়িতে ক্রেস্ট প্রদান ও মিষ্টিমুখ করানো হয়। এসময় তিনি বলেন নিজ উদ্যোগে সমাজের তৃণমূল

অবহেলিত জনগোষ্ঠীর জন্য যারা কাজ করেন আমি তাদের সব সময় সঙ্গে আছি এবং থাকবো। জাগ্রত জনতার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম এই ক্রেষ্ট প্রদান করেন এবং উপস্থিত সকলের মিষ্টিমুখ করান।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। আওয়ামী লীগ নেতা ইদু,  যুবলীগ নেতা ইয়া নবী, সাগর হোসেন। ছাত্রলীগ নেতা বুলবুল আহাম্মেদ, শাহিন হোসেন প্রমূখ।




মেহেরপুরে অনবাদি পতিত জমিতে সরিষার হাসি কৃষক এখন বেজায় খুশী

জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি উৎপাদন বৃদ্ধি ও জীবন যাত্রার মান উন্নয়ন এবং তেলের এই ঘাটতি পূরণের জন্য দেশে যুগোপযোগী কর্মসূচী গ্রহনের মাধ্যমে আধুনিক প্রযুক্তিতে উন্নত জাতের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি কল্পে বিএডিসি’র পক্ষ থেকে কৃষকদের উদ্বুদ্ধকরনসহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে মেহেরপুর আমঝুপি বিএডিসি।

বিএডিসি’র ডাল ও তেল বীজ বিভাগের প্রধান যুগ্মপরিচালক কৃষিবিদ একেএম নূরুল ইসলাম অনুপ্রেরণায় ও গঠনমূলক কর্মসূচী গ্রহণের ফলে গত ২০২১-২২ বর্ষে শুধুমাত্র মেহেরপুরে ১৮৭ হেক্টরে খামার ও চুক্তিবদ্ধ চাষিদের জমিতে ১৯৭ মে.টন তেল জাতীয় ফসল বীজ, যার মধ্যে ৯২ হেক্টর সরিষা থেকে ১০০.০১ মে.টন বীজ উৎপাদন করা হয়।

চলতি ২০২২-২৩ বর্ষে ৩১৫ হেক্টর জমিতে ৩৬৭ মে.টন বীজ উৎপাদনের মধ্যে সরিষাতে ১৪৬ হেক্টরে ১৬১ মে.টন যা গত বছরের তুলনায় সরিষাতেই শতকরা ১৬১ ভাগ বেশী উৎপাদন হয়।

এ দিকে আমঝুপি বিএডিসি’র মেহেরপুর ডাল ও তেল ভিত্তি বীজ উৎপাদন খামারের উপপরিচালক কৃষিবিদ সঞ্জয় দেবনাথ বলেন, বাংলাদেশে সরিষা বীজের বর্তমান চাহিদা ৪১৭৯ মে.টন। যার মধ্যে বিএডিসির খামার ও চুক্তিবদ্ধ চাষীদের মাধ্যমে উৎপাদন ও সরবরাহ করা হয় ১১৮৫ মে.টন, যা চাহিদার মাত্র ২৮%।

এ ব্যাপারে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, আমন-বোরের মাঝে বাড়তি ফসল হিসেবে সরিষা চাষের উদ্যোগ গ্রহণে এলাকার চাষীরা স্বাগত জানিয়েছে তার পাশাপাশি বাড়তি ফসল পাওয়ায় তারা খুশী। সেই সাথে তাদের ফসল উৎপাদনের নিবিড়তা ২০০% থেকে একবারে ৩০০ বা ৪০০% উন্নীত হয়েছে ও কাঙ্খিত ফসল উৎপাদনের কোন ব্যাঘাত ঘটেনি ।

কৃষিবিদ সঞ্জয় দেবনাথ আরও বলেন, তেল জাতীয় ফসলের আবাদ বাড়াতে মেহেরপুরস্থ বিএডিসি’র অত্র ডাল ও তেল বীজ উৎপাদন খামারের মূল কার্যক্রম সরিষা, সয়াবিন, সূর্যমুখী’র বীজ উৎপাদনের বাইরে দক্ষিণ কোরিয়ান তেলবীজ ফসল পেরিলা, তিসি ১৩টি হাইব্রিড ও ০২টি ইনব্রিডসহ মোট ১৫টি দেশী ও বিদেশী জাতের সূর্যমুখীর উৎপাদনশীলতা পরীক্ষার জন্য ট্রায়াল প্লট স্থাপন করা হয়েছে।




মেহেরপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মেহেরপুর জেলা ৩ টি উপজেলার ৩ টি পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩ টি উপজেলা থেকে এবছর ২ হাজার ১৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করার কথা থাকলেও ২২ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকে।

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবছর ২ হাজার ১৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করতে রেজিষ্ট্রেশন করে। এর মধ্যে ৭৫৪ জন ছাত্র এবং ১ হাজার ৪৩১ জন ছাত্রী রয়েছে।

মোট পরীক্ষার্থীর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৮০৪ জন।এর মধ্যে ছাত্র ২৯৪ জন এবং ছাত্রী ৫১০ জন। অনুপস্থিত ৯ জন পরীক্ষার্থী।

গাংনী উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫৩ জন। এর মধ্যে ছাত্র ৩৫০ এবং ছাত্রী ৭০৩ জন। অনুপস্থিত ছাত্র এবং ছাত্রী ৬ জন।

মুজিবনগর উপজেলা থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩২৮ জন। এর মধ্যে ছাত্র ১১০ জন এবং ছাত্রী ২১৮ জন। অনুপস্থিত ২ জন।

এদিকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভ’পেষ রঞ্জন রায় , সদও উপজেলা প্রাথমিক শিক্সঅ অফিসার আপিলউদ্দীন উপস্থিত ছিলেন।




বিভিন্ন জেলায় নিয়োগ দেবে প্যারাগন গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্যারাগন গ্রুপ। প্রতিষ্ঠানটিতে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম

সিনিয়র ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং – পোল্ট্রি ফিড)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীর ডিভিএম/এএইচ/ফিশারিজে বিএসসি বাঞ্ছনীয়। ফিড বিক্রয় ও বিপণনে অসামান্য কর্মক্ষমতা এবং অভিজ্ঞতা সহ যেকোনো শাখা থেকে স্নাতক/স্নাতকোত্তরকেও আবেদন করতে উৎসাহিত করা হয়। বয়স ৩৬ থেকে ৪৫ বছর। পুরুষ এবং নারী প্রার্থরিা আবেদন করতে পারবেন। প্রার্থীদের ইতিবাচক ব্যক্তিত্বের সাথে স্মার্ট, সৎ, উদ্যমী এবং বিনয়ী হতে হবে। প্রো-অ্যাকটিভ, স্বাধীন এবং ফলাফল ভিত্তিক। চমৎকার যোগাযোগ, সমন্বয় এবং নেতৃত্বের দক্ষতা। ভ্রমণ করতে ইচ্ছুক।

কর্মস্থল

কক্সবাজার, কুমিল্লা, খাগড়াছড়ি, নরসিংদী, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, রাঙ্গামাটি, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ।

বেতন

আলোচনা সাপেক্ষ। উপযুক্ত প্রার্থীর জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৩ জানুয়ারি, ২০২৩।

সূত্র : বিডিজবস