মেহেরপুরে কুতুবপুর স্কুল এন্ড কলেজে বই বিতরণ অনুষ্ঠান
সারাদেশের ন্যায় কুতুবপুর স্কুল এন্ড কলেজে ও বছরের প্রথম দিনেই ছাত্র ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ রবিবার (১ জানুয়ারি) সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে বছরের প্রথম দিনেই ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়ার যে অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছিলেন তার শতভাগ বাস্তবায়নের ধারা অব্যাহত রাখতে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী দের বই তুলে দিয়েছেন।
দুপুর ১২ টার সময় কুতুবপুর স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থীদের মাঝে উৎসব মুখর পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার নতুন বই তুলে দিয়েছেন শিক্ষক মন্ডলী।
এ সময় উপস্থিত ছিলেন কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুতুবপুর স্কুল এন্ড কলেজর গভর্নিং বডির সভাপতি মিজানুর রহমান রানা। উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য ও ২ নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউ পি সদস্য জিনারুল ইসলাম। গভর্নিং বডির সদস্য চুন্নু মিয়া
এ সময় আরো উপস্থিত ছিলেন কুতুবপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক হাফিজুল ইসলাম, সহকারী শিক্ষক রেজাউর রহমান (সভাপতি) কাথুলী ইউনিয়ন কৃষক লীগ। সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, আক্তারুজ্জামান লাভলু সহ সকল সহকারী শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।
এ সময় গভর্নিং বডির সভাপতি ও কাথুলী ইউপি চেয়ারম্যান জানান বছরের প্রথম দিনেই সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই হাতে তুলে দিয়ে মাননীয় প্রধান মন্ত্রী নজির বিহীন ইতিহাস গড়ে আসছেন। উপকৃত হচ্ছে অসহায় পরিবারের মেধাবী শিক্ষার্থীরা। তাই আমি সকল শিক্ষার্থীদের কাছে অনুরোধ জানাবো সকলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবে এবং আমরা সকলে তিনার দীর্ঘায়ু কামনা করবো। সকলে মন দিয়ে লেখা পড়া করবে কাল থেকে নিয়মিত ক্লাস করবে।
শিক্ষার্থী আসিফ ইকবাল অসহায় পরিবারের মেধাবী ছাত্র তিনি বলেন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আমাদের পড়াশোনার গতি বৃদ্ধি পাই। পরিবারকে বই কেনার জন্য বলতে হয় না।তাই আমরা বছরের শুরুতেই লেখা পড়ায় মনযোগ দিতে পারি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে।