মেহেরপুরে কুতুবপুর স্কুল এন্ড কলেজে বই বিতরণ অনুষ্ঠান

সারাদেশের ন্যায় কুতুবপুর স্কুল এন্ড কলেজে ও বছরের প্রথম দিনেই ছাত্র ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

আজ রবিবার (১ জানুয়ারি) সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে বছরের প্রথম দিনেই ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়ার যে অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছিলেন তার শতভাগ বাস্তবায়নের ধারা অব্যাহত রাখতে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী দের বই তুলে দিয়েছেন।

দুপুর ১২ টার সময় কুতুবপুর স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থীদের মাঝে উৎসব মুখর পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার নতুন বই তুলে দিয়েছেন শিক্ষক মন্ডলী।

এ সময় উপস্থিত ছিলেন কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুতুবপুর স্কুল এন্ড কলেজর গভর্নিং বডির সভাপতি মিজানুর রহমান রানা। উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য ও ২ নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউ পি সদস্য জিনারুল ইসলাম। গভর্নিং বডির সদস্য চুন্নু মিয়া

এ সময় আরো উপস্থিত ছিলেন কুতুবপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক হাফিজুল ইসলাম, সহকারী শিক্ষক রেজাউর রহমান (সভাপতি) কাথুলী ইউনিয়ন কৃষক লীগ। সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, আক্তারুজ্জামান লাভলু সহ সকল সহকারী শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।

এ সময় গভর্নিং বডির সভাপতি ও কাথুলী ইউপি চেয়ারম্যান জানান বছরের প্রথম দিনেই সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই হাতে তুলে দিয়ে মাননীয় প্রধান মন্ত্রী নজির বিহীন ইতিহাস গড়ে আসছেন। উপকৃত হচ্ছে অসহায় পরিবারের মেধাবী শিক্ষার্থীরা। তাই আমি সকল শিক্ষার্থীদের কাছে অনুরোধ জানাবো সকলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবে এবং আমরা সকলে তিনার দীর্ঘায়ু কামনা করবো। সকলে মন দিয়ে লেখা পড়া করবে কাল থেকে নিয়মিত ক্লাস করবে।

শিক্ষার্থী আসিফ ইকবাল অসহায় পরিবারের মেধাবী ছাত্র তিনি বলেন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আমাদের পড়াশোনার গতি বৃদ্ধি পাই। পরিবারকে বই কেনার জন্য বলতে হয় না।তাই আমরা বছরের শুরুতেই লেখা পড়ায় মনযোগ দিতে পারি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে।




পরীমনির বিচ্ছেদ নিয়ে যা বলছেন অভিনেত্রীরা

হঠাৎ করেই শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে পরীমনি লেখেন— ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’

গভীর রাতে পোস্ট করা হলেও এ ঘটনা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই বুঝে উঠতে পারছিলেন না ঘটনা কতটা সত্য।

তবে পরে অবশ্য পরীমনি জানান, তিনি সংসার করছেন না। তাদের বিচ্ছেদ হচ্ছে।

তবে এই দুঃসময় তার পাশে দাঁড়িয়ে সমবেদনা এবং সাহস জুগিয়েছেন তরুণ অভিনেত্রীরা।

অভিনেত্রী ও উপস্থাপিকা ফারজানা বীথি লিখেছেন, ‘শান্ত থাকো।’

চিত্রনায়িকা নিশাত সালওয়ার লিখেছেন, ‘মানসিক শান্তির চেয়ে বড় কিছু নেই।’

পরীমনির এমন স্ট্যাটাসের অর্থ কী— সেটি বুঝে উঠতে পারেননি অন্তরাখ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন। তিনি লিখেছেন, ‘এর মানে কী?’

অভিনেত্রী ও উপস্থাপিকা মিশু চৌধুরী লিখেছেন, ‘পরী সুস্থ থাকুন, সুস্থ হয়ে বাঁচুন। জীবন অনেক সুন্দর।’

চিত্রনায়িকা সুবহা হুমায়রা পরীর উদ্দেশে স্ট্যাটাসে মন্তব্য করেছেন, ‘জীবনটা তোমার, জীবনের সমস্যাগুলোও, তোমার জীবনের অর্জনও তোমার। জীবনের যা সমস্যা হবে, সেটিও তোমার নিজেকেই সমাধান করতে হবে। কে কী বলল, তাতে কোনো কিছু তোমার আসেনি বা আসার কথাও না। তোমার জীবনে তোমার বাচ্চাটা আর তোমার নিজের নানা ছাড়া আপনজন কেউ-ই না, এখন মনে রেখো। মানুষ শুধু দূর থেকে তোমার সমস্যা দেখে মজা নিতে পারবে আর সমালোচনা করতে পারবে। তোমার জীবনের জন্য আর তোমার বাচ্চার ভালোর জন্য যা ভালো মনে হয়, তা–ই করো। দিনশেষে ভালো থাকা খুবই জরুরি।’

অভিনেত্রী এলিনা শাম্মী লিখেছেন, ‘মাথা ঠান্ডা রাখো, বোন। আরেকটু ভেবে দেখার সুযোগ থাকলে একটু ভাবো, তোমার ছেলে রাজ্যর জন্য হলেও।’

চলতি বছরের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ-পরীর সম্পর্কের খবর। গত ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। গত চার মাস আগে তাদের ঘর আলকরে আসে ছেলেসন্তান রাজ্য।

সুত্র:যুগান্তর




‘এ বছরটি আমি কখনই ভুলতে পারব না’

খ্রিস্টীয় নতুন বছর ২০২৩-কে বরণ করে নিতে ইনস্টাগ্রামে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ফুটবলের জাদুকর ও বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসি। এতে সবার আগে নিজ পরিবারকেই প্রাধান্য দিয়েছেন তিনি। খবর মার্কা নিউজের।

আবেগঘন ভাষায় মেসি লিখেছেন— ‘এ বছরটি আমি কখনই ভুলতে পারব না। সবসময় যে স্বপ্ন দেখে এসেছি, সেটি এ বছর বাস্তব হয়েছে। আর এ স্বপ্ন বাস্তবায়নের পেছনে অন্যতম কারিগর আমার পরিবার। সবার চেয়ে সুন্দর পরিবার আমার।’

ইনস্টাগ্রামে তার পোস্টে একটি ছবিও যুক্ত করেছেন মেসি। এতে স্ত্রী আন্তোনেলা এবং তিন সন্তান থিয়াগো, মাতেও ও সিরোকে দেখা যায় মেসির সঙ্গে।

পরিবারের পর সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেসি। তিনি লিখেছেন, ‘সমর্থকদের অনুপ্রেরণা এবং উৎসাহ ছাড়া এত অর্জন সম্ভব ছিল না। তাই বুয়েন্স আয়ার্স, প্যারিস, বার্সেলোনা শহরসহ যেসব শহরের সমর্থকরা অবিরত আমার পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা রইল।’ এর পর সবাইকে নতুন বছর ২০২৩-এর শুভেচ্ছা জানিয়েছেন মেসি।

প্রসঙ্গত, বিশ্বকাপ জেতার পর দুই সপ্তাহ অবসর সময় কাটাচ্ছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। সোমবার ফের পিএসজিতে যোগ দেবেন তিনি। নতুন উদ্যমে শুরু করবেন খেলা।

পাঁচবার বিশ্বকাপ খেলার পর কাতার বিশ্বকাপে ৩৫ বছর বয়সে ট্রফি জিতে নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

সূত্র:যুগান্তর




জীবননগর থানা ক্যাম্পাসে দৃষ্টিনন্দন গোল ঘর উদ্বোধন করলেন পুলিশ সুপার

চুয়াডাঙ্গার জীবননগর থানা ক্যাম্পাসে বহু প্রত্যাশিত দৃষ্টিনন্দন গোল ঘরের শুভ উদ্বোধন করেছেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন।

গতকাল শনিবার সকালে পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন বার্ষিক থানা পরিদর্শনে আসেন। তিনি থানা পরিদর্শনের আগে জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেকের প্রচেষ্টায় উপজেলা শহরের বিশিষ্ট ঠিকাদার জাকাউল্লাহ’র সহযোগিতায় থানা চত্বরে সদ্য নির্মিত গোলঘরটি আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।

এ সময় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও.সাজেদুর রহমান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দামুড়হুদা-জীবননগর সার্কেল পুলিশ সুপার মুন্না বিশ্বাস,জাকাউল্লাহসহ থানার সকল পর্যায়ের অফিসার ফোর্স।




আত্মসাৎ করা টাকার দায় স্বীকার করলেন গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

নানা জল্পনা কল্পনা শেষে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিট ভ্যাকসিনেশন কাজে নিয়োজিত স্বেচ্ছা সেবকদের নামে উত্তোলনকৃত দুই লাখ টাকার হিসেব মিলেছে। এযাবৎ টাকার বিষয়টি অস্বীকার করলেও উক্ত টাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানীর কাছেই জমা আছে বলে দায় স্বীকার করেছেন তিনি। তবে স্বেচ্চা সেবকদের তালিকা পেলে তাদের মাঝে টাকা বিতরণ করবেন বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

জানা গেছে, করোনা মহামারির সময় ভ্যাকসিনেশনের জন্য স্বেচ্চা সেবক নিয়োগ করা হয়। প্রতিটি দলে তিনজন করে পাঁচটি দলে মোট ১৫জন স্বেচ্চাসেবী কাজ করে। সেসময় প্রতি জনের জন্য ৩৫০ টাকা করে সম্মানী প্রদানের কথা বলা হয়। এক বছর শ্রম দেয়ার পর গত ৩০ জুন প্রায় ৮ লক্ষ টাকা বরাদ্দ পায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এদের মধ্যে অধিকাংশ স্বেচ্চা সেবক তাদের সম্মানীর টাকা পেলেও অনেকেই তাদের পাওনা থেকে বঞ্চিত হয়েছেন। কার কাছে চাইবেন তাদের পাওনা এ নিয়ে পড়ে জীবন বাজি রাখা সেই সকল টিকাদানকারিরা পড়েন নানান বিড়ম্বনায়।

নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কয়েকজন স্বেচ্চা সেবক জানিয়েছেন,তারা করোনা মহামারীকে উপেক্ষা করে সাধারণ মানুষকে ভ্যাকসিন প্রদান করেছেন। অথচ তাদের প্রাপ্য সম্মানীটা আজো বুঝে পাননি। স্বেচচা সেবকদের নামে বরাদ্দকৃত অর্থের দুই লক্ষ টাকা উত্তোলন করে তা পবিতরণ না করে নিজের কাছে রেখেছেন উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সুপ্রভা রানী। দুই লক্ষ টাকা হাতিয়ে নিয়ে দোষ চাপিয়ে আসছেন ইপিআই টেকনিশিয়ান আব্দুল রশিদের ওপর। আব্দুর রশিদের কাছ থেকে নেয়া দুই লাখ টাকা বুঝে নেয়ার তিন মাস অতিবাহিত হলেও টাকা বিতরণ করেননি টিকাদানকারি স্বেচ্চা সেবকদের মাঝে। এ নিয়ে টিকাদানকারিদের মাঝে শুরু হয় নানা ক্ষোভ। টিকাদানকতারিরা ইপিআই টেকনিশিয়ান আব্দুর রশিদের কাছে তাদের পাওনা টাকার দাবী করলে তা দিতে ব্যর্ত্থ হন আব্দুর রশিদ। বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানালে তিনি কোন টাকা পাননি বলে আব্দুর রশিদকে বিপদে ফেলার চেষ্টা করেন। আব্দুর রশিদ টাকা হারিয়ে পড়েন মহা বিপাকে। একদিকে টিকাদানকারিদের চাপাচাপি,অন্যদিকে টাকার বিষয়ে কর্মকর্তার অস্বীকার এনিয়ে হাসপাতাল পাড়ায় শুরু হয় নানা গুঞ্জন। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরতরা একে অপরের দোষ নিয়ে নেমে পড়েন কাদা ছোড়াছুড়িতে। অবশেষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাংবাদিকদের কাছে দুই লক্ষ টাকা আব্দুর রশিদের কাছ থেকে বুঝে নিয়েছিলেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন।

এব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী বলেন, তিন মাস আগে ইপিআই টেকনিশিয়ান আব্দুর রশিদের কাছ থেকে দুই লক্ষ টাকা বুঝে নিয়েছিলাম। আমার কাছে কোন স্বেচ্চা সেবক টাকার জন্য আসেনি তাই টাকা বিতরণ করা হয়নি। পরে আমি আব্দুর রশিদকে স্বেচ্চা সেবকদের তালিকা প্রদান করতে বলেছি। তালিকা পেলে তালিকা অনুযায়ী আমার কাছে জমাকৃত টাকা বিতরণ করবো।

উপজেলা নির্বাহী অফিসার ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মৌসুমী খানম জানান, টিকাদানকারীদের মাঝে তাদের পাওয়না টাকা কেনোা বিতরণ করা হয়নি তার লিখিত কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।




মেহেরপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মেহেরপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (এমকেএসপি) ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

আজ শনিবার বিকালে এ উপলক্ষে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

এমকেএসপির পরিচালক ও মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রাক্তন ক্রিকেটার সাদাত আহমেদ বুড়ো, একে আজাদ টিটু, মানজারুল ইসলাম প্রমূখ।

পরে সেখানে কেক কেটে এমকেএসপি’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এমকেএসপির ক্ষুদে ক্রিকেটাররা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।




ঝিনাইদহে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে আহত ১৫

ঝিনাইদহে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহ শহরের হামদো বাইপাস ঘোষপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস ঝিনাইদহ-যশোর মহাসড়কের হামদো বাইপাস ঘোষপাড়া নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগামী মোটর সাইকেলের সাথে সংঘর্ষ এড়াতে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

আহতদের মধ্যে ইব্রাহিম হোসেন নামের এক জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করে চিকিৎসক।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, সড়কে দুর্ঘটনার কারণে কিছু সময় যানচলাচল বন্ধ ছিলো। আমরা দ্রুত সেখানে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি। ধারণা করা যায় বাসের অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।




গাংনীতে জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে বিরোধ, আহত-৭

মেহেরপুরের গাংনীর রাধাগোবিন্দপুর ধলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে আপন দুই ভাইয়ের মধ্যে সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ সাতজন আহত হয়েছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, রাধাগোবিন্দপুর ধলা গ্রামের মৃত পচা শেখের নওয়া ছেলে মহিরউদ্দীন (৬৫), ইদ্রিস আলীর স্ত্রী রঙ্গিলা খাতুন (৫৫),তার ছেলে লাল মিয়া (২৫) ও বিজয় হোসেন (১৭)। এসময় মহিরুদ্দীনের লোকজনের হামলায় আহত হয় ছোট ভাই ছাবের আলী ও তার লোকজন। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেহেরপুর জেলারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত লাল মিয়া জানান,জমির সীমানা প্রাচীর(বেড়া) দেয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সাবের আলী ও তার ছেলে জহিরুল ইসলাম ও স্ত্রী জরিনা খাতুন হামলা চালায়। পরে স্থানীয়রা মহিরউদ্দিন,রঙ্গিলা ও লাল মিয়াকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অন্যান্যদের মেহেরপুর জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আশিকুর রহমান জানান,মহিউদ্দিন,রঙ্গিলা ও লাল মিয়ার মাথা,মুখ ও হাতে দেশীয় অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে তারা সকলেই শংকামুক্ত।

রাধাগোবিন্দপুর ধলা গ্রামের স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান, মহিরউদ্দীন ও ছাবের আলী আপন দুই ভাই। তাদের জমিজমা নিয়ে দির্ঘ দিনের বিরোধ। মাঝে মধ্যেই এই নিয়ে ঝগড়া হতো। আজকে তারা কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের লোকজনই আহত হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি,অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




ইউটিউবে যেসব বিষয়ের ভিডিও বেশি দেখা হয়

বর্তমানে অর্থ উপার্জনের জনপ্রিয় মাধ্যমে পরিণত হয়েছে ইউটিউব। আর তাই ইউটিউবে চ্যানেল খুলে নিয়মিত ভিডিও আপলোড করেন অনেকেই। কিন্তু ইউটিউবে জনপ্রিয় বিষয় নিয়ে ভিডিও তৈরি না করায় চ্যানেলে মনিটাইজেশন–সুবিধা চালু থাকলেও আয়ের পরিমাণ খুব কম হয়। তবে চাইলেই এ সমস্যার সমাধান করা যায়। এ জন্য প্রথমেই জানতে হবে ইউটিউবে কোন বিষয়ের ভিডিও মানুষ বেশি দেখে। এসব ভিডিওর আদলে চ্যানেল খুলে নতুন ভিডিও আপলোড করলেই ধীরে ধীরে নিজেকে সফল ইউটিউবার হিসেবে প্রতিষ্ঠিত করা যাবে। ইউটিউবে যেসব বিষয়ের ভিডিও বেশি দেখা হয়, সেগুলো জেনে নেওয়া যাক—

অনলাইন থেকে আয়

ইউটিউবে অনলাইন থেকে আয়ের কৌশল শেখানো ভিডিওগুলো খুবই জনপ্রিয়। আর তাই অনলাইন থেকে আয়ের পদ্ধতিনির্ভর মানসম্পন্ন ভিডিও নিয়মিত আপলোড করলে দ্রুত ইউটিউবে সফল হওয়া যাবে।

ডিজিটাল বিপণন

করোনা মহামারির সময় থেকেই বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে ডিজিটাল বিপণনের পদ্ধতি। অনলাইনে কাজ করার সুযোগ থাকায় অনেকেই ডিজিটাল বিপণনের বিভিন্ন কৌশল জানতে চান। ফলে, ইউটিউবে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া ভিডিওগুলো ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয়। আর তাই ডিজিটাল বিপণনের বিভিন্ন কৌশল বা প্রশিক্ষণের ভিডিও আপলোড করলে ইউটিউবে দ্রুত সফল হওয়া সম্ভব।

শিক্ষা

বর্তমানে অনেকেই যেকোনো বিষয় শেখার জন্য প্রথমেই ইউটিউবের ঢুঁ মারেন। আর তাই পড়ালেখা, গান থেকে শুরু করে রান্না শেখানোর ভিডিওগুলো ইউটিউবে খুবই জনপ্রিয়।

ভ্রমণ

অনেকেই ভ্রমণ করতে পছন্দ করেন। কিন্তু চাইলেই তো আর দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সময় ও সুযোগ হয়ে ওঠে না। আর তাই ইউটিউবে খুবই জনপ্রিয় ভ্রমণবিষয়ক ভিডিও। নিজের ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে যে কেউ চাইলেই ভালো মানের ভিডিও আপলোড করতে পারেন।

বিনোদন

বিনোদননির্ভর বিভিন্ন ভিডিও ইউটিউবে বরাবরই জনপ্রিয়। আর তাই দেশ-বিদেশের নায়ক-নায়িকার বিভিন্ন তথ্য, বিনোদন বিশ্বের সংবাদ, গান বা অনুষ্ঠানের ভিডিও আপলোড করে ইউটিউবে দ্রুত সফল হওয়া যাবে।

ফ্যাশন ও লাইফস্টাইল

বিভিন্ন দেশের জীবনযাপনের পদ্ধতিতে ভিন্নতা থাকলেও ফ্যাশন ও লাইফস্টাইল-বিষয়ক ভিডিওগুলো ইউটিউবে খুবই জনপ্রিয়। আর তাই নিজ দেশের উপযোগী ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক ভিডিও আপলোড করলে দ্রুত ইউটিউবে সফল হওয়া যাবে।

প্রযুক্তি ও প্রযুক্তিপণ্য

প্রযুক্তিনির্ভর এই বিশ্বে প্রযুক্তি নিয়ে মানুষের আগ্রহ থাকবে না, তা হতেই পারে না। আর তাই হালনাগাদ এবং ভবিষ্যৎ প্রযুক্তি ও পণ্য নিয়ে তৈরি ভিডিওগুলো ইউটিউবে খুবই জনপ্রিয়। এ বিষয়ে মানসম্পন্ন ভিডিও নিয়মিত আপলোড করতে হবে।




২৭৫ জনকে নিয়োগ দেবে পরিবেশ অধিদপ্তর

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবেশ অধিদপ্তর। মোট ২৭৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

প্রজেকশনিস্ট কাম ক্যামেরাম্যান, হিসাবরক্ষক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, গবেষণাগার সহকারী, নমুনা সংগ্রহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, প্রসেস সার্ভার, ক্যাশ সরকার ও অফিস সহায়ক।

পদসংখ্যা

মোট ২৭৫ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা (http://doe.teletalk.com.bd)।

আবেদনের শেষ তারিখ

৫ ফেব্রুয়ারি, ২০২৩।

সূত্র : প্রথম আলো।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে