দামুড়হুদায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দামুড়হুদায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ৪টার দিকে দামুড়হুদা শিল্পকলা অডিটরিয়াম হলে।

দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো: শহিদুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও দামুড়হুদা সদর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন বগা। হাউলী ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক কামরুল ইসলাম মিফতাহ

দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকুর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, হাউলী ইউনিয়ন ছাত্র লীগের আহবায়ক রাসেল আহাম্মেদ, যুগ্ন আহবায়ক রায়হানুল ইসলাম রাইহান।দামুড়হুদা সদর ছাত্র লীগ নেতা ছালিম হোসেন। দামুড়হুদা কলেজ ছাত্র লীগের সাবেক আহবায়ক শাহীন মোল্লা, সাবেক যুগ্ম আহবায়ক এম এ করিম, সাবেক যুগ্ম আহবায়ক আঃ সামাদ।

কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক ছানাউল কবির শিরিন। নাটুদাহ ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি লিমন খান, ছাত্র লীগ নেতা শাহীন, , ছাত্র লীগ নেতা সাজ্জাদ, রাসেল, লিজন, শিমুল, সুলতান, শাহীন, সাখাওয়াত, বাবু, সোহেল, রানা বিশ্বাস, সুমন, সোহাগ প্রমূখ।




গাংনীতে প্রশিক্ষণার্থীদের লাঞ্ছিতের ঘটনায় দুই প্রশিক্ষণাার্থীকে বহিষ্কারের সুপারিশ

মেহেরপুরের গাংনী মহিলা অধিদপ্তর কর্তৃক পরিচালিত বিউটিশিয়ান প্রশিক্ষণ কেন্দ্রে হামলা ও লাঞ্ছিতর ঘটনায় দুই শিক্ষার্থীকে বহিষ্কারের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন শিক্ষার্থীরা। ওই দুই শিক্ষার্থী হচ্ছে- অনন্যা ফয়েজ ও তামান্না ফয়েজ। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মহিলা বিষয়ক কর্মকর্তা।

জানা গেছে, এসএম ফয়েজ নামের এক ব্যক্তি মহিলা বিষয়ক অধিদপ্তরে এসে তার দুই মেয়ে অনন্যা ফয়েজ ও তামান্না ফয়েজকে বিউটিশিয়ান প্রশিক্ষণে ভর্তি করান। এরা দুজনই প্রশিক্ষণে এসে মোবাইল ফোন ব্যবহার করে ও টিকটক ভিডিও করে। এতে নিষেধ করলে ফয়েজ আহমেদ আজ বুধবার সকালে প্রশিক্ষণ কক্ষে ঢুকে প্রশিক্ষকসহ অন্যান্য প্রশিক্ষণার্থীদের উপর হামলা চালিয়ে লাঞ্ছিত করে। এসময় ফেশিয়াল কাজে ব্যবহৃত নানা উপকরণ নষ্ট করে ফেলে। শুধু তাই নয়, ফয়েজ ও তার স্ত্রী তানিয়া তাবাচ্ছুম মহিলা বিষয়ক অধিদপ্তরে এসে কর্মকর্তা নাছিমা খাতুনকে নানা ধরণর হুমকী প্রদান করে।

এ ঘটনায় অন্যান্য শিক্ষার্থীরা ওই দুই শিক্ষার্থী অনন্যা ফয়েজ ও তামান্না ফয়েজকে বিউটিশিয়ান প্রশিক্ষণ থেকে বহিষ্কার করার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করে। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম মহিলা বিষয়ক কর্মকর্তাকে ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করেন।

মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপজেলা নির্বাহী অফিসারের সুপারিশ অনুযায়ি ব্যবস্থা নেয়া হবে।




গাংনীতে পৃথক ভাবে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করা হয়।

শোভা যাত্রাটি গাংনী আলিয়া মাদ্রাসা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাংনী বাজার রেজাউল চত্বরে গিয়ে আলোচনাসভার মধ্যেদিয়ে অনুষ্ঠানের সমাপনী করা হয়। অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মুকুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাসিরজামান মৃদুল, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা ও সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মহনসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মি উপস্থিত ছিলেন।

এর আগে গাংনী উপজেলা ও কলেজ ছাত্রলীগের একাংশের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সেখানে কলেজ ছাত্রলীগের সভাপতি শাহিন রেজার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন,উপজেলা কৃষক লীগের সভাপতি আতিয়ার রহমান,সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশসহ ছাত্রলীগের কর্মীবৃন্দ। অন্যদিকে একই সময়ে গাংনী সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ ফিরোজ আহম্মেদের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভার আয়োজন করে।




নোরা ফতেহির প্রেমে মজেছেন শাহরুখপুত্র আরিয়ান!

নোরা ফতেহি প্রেমে মজেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান! বলিউডপাড়ায় এখন একটাই খবর, নোরার সঙ্গে এখন বেশ ঘনিষ্ঠ বন্ধুত্বে জড়িয়েছেন নোরা। গুঞ্জন উঠেছে, মুম্বাই শহরের নাকি এদিক-ওদিকও দেখা যাচ্ছে আরিয়ান-নোরাকে।

গুঞ্জন উঠেছে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া এক ছবি থেকেই। যেখানে নোরা ও আরিয়ানের এক বন্ধু দুজনের ছবি পোস্ট করে লিখেছেন, তোমাদের একসঙ্গে দেখে ভাল লাগল। ব্যস, এই ছবি নিয়েই শুরু হল শোরগোল। তারপর থেকে পাপারাৎজ্জিদের নজরে আরিয়ান ও নোরা।

ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, মুম্বইয়ের বহু নাইটক্লাব ও কফি শপেও দেখা গিয়েছে এই দুজনকে। তবে এই নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ নোরা ও আরিয়ান।

বছরের শুরুতে যে কারণে ট্রলের শিকার রণবীর-দীপিকা বছরের শুরুতে যে কারণে ট্রলের শিকার রণবীর-দীপিকা এতদিন শোনা যাচ্ছিল, চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যার সঙ্গেই নাকি প্রেমের সম্পর্কে আবদ্ধ আরিয়ান। এমনকী, আরিয়ান যখন মাদককাণ্ডে জড়িয়ে পড়ে, তখন পাশে ছিলেন অনন্যাই। তবে এসব এখন অতীত। আরিয়ানের নজর এখন নোরার দিকে।

অন্যদিকে, ঠগবাজ সুকেশের মামলায় জ্যাকলিনের পাশাপাশি নোরার নামও এসেছে। জ্যাকলিনের মতোই ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন নোরা। জানা গেছে, বিলাসবহুল গাড়ি থেকে দামি হিরের গয়না কিংবা ব্যাগ উপহার দেওয়া হয়েছে ‘গরমি গার্ল’কে। তাহলে কি চন্দ্রশেখর ঘনিষ্ঠ ছিল নোরার?

অভিনেত্রী অবশ্য জানিয়েছেন, এই মামলায় তাকে ফাঁসানো হচ্ছে। তিনি গত বছরের ডিসেম্বরের আগে চিনতেনও না চন্দ্রশেখরকে।

উল্লেখ্য, উপহার পাওয়ার বিষয়টি এখন স্বীকার করলেও প্রথমে কিন্তু জ্যাকলিনের মতোই তথ্যটি চেপে গিয়েছিলেন নোরাও।

সূত্র:ইত্তেফাক




দায়িত্ব পেলে দুই মাসে সব পরিবর্তন করতে পারব: সাকিব

মাত্র ১ দিনের জন্য গালফ অয়েল বাংলাদেশ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের টি-২০ ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার (৪ জানুয়ারি) দায়িত্ব নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। সেখানে আসন্ন বিপিএল নিয়ে প্রশ্নের সম্মুখীন হন সাকিব।

বিপিএল আয়োজনে যদি সিইও হতেন তাহলে কী ভূমিকা রাখতেন? এমন প্রশ্নের উত্তরে সাকিব জানান, সর্বোচ্চ ১ থেকে ২ মাস সব পরিবর্তন করবেন। তিনি বলেন, ‘আমাকে যদি সিইও দায়িত্ব দেওয়া হয় বিপিএলের, আমার বেশিদিন লাগবে না। আমার ধারণা ১ থেকে ২ মাস লাগবে সবকিছু ঠিক করতে- ম্যাক্সিমাম। খুব বেশি হলে দুই মাসও লাগার কথা না। দুই মাস তো অনেক দূরের কথা বলেছি।’

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘নায়ক’ এর প্রসঙ্গে টেনে সাকিব আরও বলেন, ‘নায়ক মুভিতে দেখেছেন না ১ দিনে অনেক কিছু করা সম্ভব যে করতে পারে। যে পারে সে সবসময়ই করতে পারে।’

চলতি বিপিএলের সিইও হলে কি করবেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘এই মৌসুমের সবকিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, অকশন হবে। ফ্রি টাইমে বিপিএল হবে, সব আধুনিক টেকনোলজি থাকবে। ব্রডকাস্ট ভালো থাকবে হোম এন্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।’
সূত্র: ইত্তেফাক




কুষ্টিয়ায় রোটারী ক্লাবের উদ্যোগ শীতার্ত মানুষ মাঝে কম্বল বিতরণ 

কুষ্টিয়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোটারী ক্লাব অব কুষ্টিয়ার উদ্যোগে গতকাল মঙ্গলবার কুষ্টিয়া পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ড এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট রোটারিয়ান আবু হাসান লিটন এমপিএইচএফ এমডি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার শীত বস্ত্র উপহার প্রদানে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩২৮১ এর অ্যাডিশনাল গভর্নর রোটারিয়ান অজয় সুরেকা এমপিএইচএফ, ডিস্ট্রিক সেক্রেটারি সৈয়দা হাবিবা একেএস, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট-ইলেক্ট রোটারিয়ান অ্যাডভোকেট মোসাদ্দেক আলী মণি এমপিএইচএফ এমডি, প্রেসিডেন্ট-নমিনি রোটারিয়ান রুয়াইম রাব্বি এমপিএইচএফ এমডি, সেক্রেটারি তুষার রতন, রোটারিয়ান গোপা সরকার আরএফএসএম, রোটারিয়ান বরেন পোদ্দার, রোটারেক্ট শাহরিয়ার পারভেজ শাওন, কুষ্টিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড কমিশনার এইচ এম তানভীর নবেল এবং ৮নং ওয়ার্ড কমিশনার শেখ কৌশিক আহম্মেদসহ অনেকে।

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩২৮১ এর অ্যাডিশনাল গভর্নর রোটারিয়ান অজয় সুরেকা এমপিএইচএফ জানান, সারাদেশের মতো কুষ্টিয়াতেও শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এই কনকনে শীতে পৌরসভার ৭ ও ৮ নং এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আর্তমানবতার সেবায় রোটারী ক্লাব অব কুষ্টিয়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের বিভিন্ শ্রেনী পেশার মানুষের জন্য রোটারী ক্লাব অব কুষ্টিয়া বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে তা বাস্তবায়নের মাধ্যমে মানুষের অন্তরে স্থান করে নিয়েছে।

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট রোটারিয়ান আবু হাসান লিটন বলেন, আমরা যারা রোটারী করি এসব রোটারিয়ানরা নিজেদের উপার্জনের অর্থের একটি অংশ সমাজের অসহায় মানুষের কল্যাণে ব্যয় করে থাকি। রোটারীর মাধ্যমে মানুষের সহায়তায় এগিয়ে আসা একটি মহৎ কাজ। সমাজের বিত্তবানদের সকলের উচিত যার যার অবস্থান থেকে রোটারীর ন্যায় সাহায্যের হাত প্রসারিত করা। তাহলেই আগামীর জন্য একটি সুখী-সুন্দর সমাজ বিনির্মাণ করা সম্ভব।

এদিকে কম্বল পেয়ে বিভিন্ন পেশার মানুষ বলেন, রোটারী ক্লাবের পক্ষ থেকে এই তীব্র শীতে কম্বল উপহার পেয়ে আমাদের অনেক উপকারে লাগবে। শীত লাঘব হবে। কম্বল পেয়ে একটু আরাম পাবো।




দামুড়হুদায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে চেক বিতরন করলেন এমপি টগর

দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২০২২-২৩ অর্থ বছর গ্রামীন অবকাঠামা রক্ষণাবেক্ষন কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক বিভিন প্রকল্প বাস্তবায়ন বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।

আজ  বুধবার বেলা ১১ টার দিকে দামুড়হুদা উপজেলা সম্মেলন কক্ষে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর, কার্পাসডাঙ্গা, কুড়ুলগাছি, পারকৃষ্ণপুর-মদনা, হাউলী, নাটুদহ, দামুড়হুদা সদর, ইউনিয়নের ৫৬ টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৪১ লাখ ১৮হাজার টাকার চেক বিতরণকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মোঃ আলী আজগার টগর বলেন, দীর্ঘ ২১ বছর এ দেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত ছিলো। বারবার উন্নয়নের নাম তৎকালীন ক্ষমতাশীনরা কোটি কোটি টাকা লোপাট করে নিজদের আখের গুছিয়েছে। জাতীর জনকের সুযোগ্য উত্তরসুরি আ.লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ উউন্নয়নের কাজে চলছে দূর্বার গতিতে। প্রতিশ্রুতিশীল এ সরকার দেশবাসির কাছে উন্নয়নের যা ওয়াদা করেছিল সারাদেশে উন্নয়নের মধ্য দিয়ে তা রক্ষা করছে। এরই ধারাবাহিতকায় দেশের বিভিন অঞ্চল্যের দীর্ঘদিনের অবহেলীত সড়ক নির্মান সহ বিভিন প্রকল্পের কর্মসুচি গ্রহন করছে। অবহেলীত এ জনপদের আপামর জনতা আমাকে যে ভালাবাসা দিয়েছে, আমি উউন্নয়নের মধ্যে দিয়ে তার প্রতিদান দিতে চাই। আপনাদের সহযোগিতা পেলে আমি এলাকার উন্নয়ন নিজেকে সর্বদা নিয়াজিত রাখবো ইনশাল্লাহ।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিজানুর রহমান, পারকৃষ্ণপুর- মদনা ইউনিয়নের চেয়ারম্যান এএসএম জাকারিয়া আলম, দামুড়হুদা সদর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী, জুড়ানপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন, কার্পাসডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম, সহ প্রতিটি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ।




মেহেরপুরে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবাষির্কী পালন

দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ( বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী) বাংলাশে ছাত্রলীগ মেহেরপুর জেলা শাখা।

বুধবার দুপুরে মেহেরপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি র‌্যালি বের হয়ে কলেজ মোড়ের শহীদ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করে নেতাকর্মীরা।

জাতীয় যুবজোটের কেন্দ্রীয় সদস্য ও সাবেক ছাত্রনেতা নুরুস সাফা প্লাবনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা তানভির আহমেদ, সজল আহমেদ, সাগর আগমেদ, তৌহিদুল ইসলা, মিল্টন , সাজিবুল, আব্দুলআলিম, জয়, রাজিব, মাসুম, আমানুরসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় জাতীয় যুবজোটের কেন্দ্রীয় সদস্য নুরুস সাফা প্লাবন তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের অঙ্গিকারের বাংলাদেশ ও অসাম্প্রদায়িক সমাজতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের আন্দোলনকে আরো শক্তিশালী ও বেগবান করতে হবে।




রায় সরিষা হলুদ রঙের রং ছড়ানো শেষে ছেয়ে তুলেছে সবুজের মাঠ

রায়, সরিষা হলুদ রঙের রং ছড়ানো শেষে ছেয়ে তুলেছে সবুজের লিলাভূমিতে। হলুদ ফুলের পাপড়ি গুলো ঝরে দাড়িয়েছে সরিষে দানায়, এতে যেমন হলুদ ফুল গুলো মাঠের প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের কাজ করেছিল তেমনি ফুটে তুলেছিল কৃষকের মুখে হাসি।

সেই রং ছড়ানো শেষে এ যেন এখন সবুজ প্রাকৃতিক সবুজ লীলাভূমির রুপময় সৌন্দর্য। সাথে আশার বার্তা নিয়ে আসছে কৃষকের ঘরে।

এমনটাই গল্পের সাদৃশ্য তুলে ধরছি গাড়াবাড়ীয়া গ্রামের কৃষক ছাবদুল হোসেনর। ছাবদুল হোসেন গাড়াবাড়ীয়া গ্রামের মাঠ পাড়ার বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে রায় চাষ করে আসছেন প্রতিবছরের ন্যায় এবারেও ছেড়ে দেননি সেই চাষ, তার এই রায় চাষ মাঠের সৌন্দর্য বর্ধন এলাকার একাংশ বল্লেও কম হবে।

তবে ছাবদুল ইসলাম জানান, রায় প্রতিবছর আমি চাষ করি কারন এটা আমার পরিবারের তেলের যোগান দেয়। সারা বছরে তেল কেনা লাগেনা।পাশাপাশি বিক্রি করেও আর্থিক ভাবে লাভবান হয়। তাছাড়া রায় চাষে খুব বেশি খরচ হয় না।বিগত বছর গুলো তে বিঘাতে ৫০০০-৭০০০ টাকায় হয়ে যেত। তবে এ বছরে ৯০০০-১০০০০ হাজারের মত হবে। প্রতিবছরের তুলনায় দামেও এবার ভালো। খরচের সাথে সাথে দাম টাও খারাপ না। প্রতিবছরে আমার বিঘা প্রতি ফলন হত ৫-৬ মন। তবে এবার আশা করছি ৯-১০ মন হবে। এবারের রায় বর্ষ সেরা। অল্প পুজিতে লাভজনক চাষ হচ্ছে এই রায় চাষ। তাই আমি প্রতি বছরেই করি।

এ বিষয়ে কৃষক তানজিদ হোসেন জানান, প্রতি বছরের তুলনায় এবারের রায় চাষ মাঠে বেশিই আছে। এ বছরের মত কোন বছরে দেখা যায় না।

কৃষক কামরুল ইসলাম বলেন, তেলের দাম বৃদ্ধির কারনে আমরা এই রায় সশ্য চাষ করছি যাতে করে তেল কিনতে না হয়। আবার অল্প পুঁজি তেও আবাদ তুলতে পারছি।

স্থানীয় আরো অনেকে জানিয়েছেন এমন চাষের সাথে ফলনের পরিমান বৃদ্ধি পেতে থাকলে তেলের সংকট কমবে। এবং নির্ভেজাল তেল খেতে পারবো বলেও মনে করি।




মেহেরপুরে চুক্তিবদ্ধ গম ও বোরো চাষীদের প্রশিক্ষণ

মেহেরপুরে বিএডিসির উদ্যোগে চুক্তিবদ্ধ গম ও বোরো চাষীদের কলা কৌশল বিষয়ক চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী মেহেরপুর বীজ প্রত্যায়ন এজেন্সী কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বিএনডিসি কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোনের উপপরিচালক এনামুল হকের সভাপেিত্ব চাষীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন বিএডিসির কন্ট্রাক্ট গ্রোয়ার্স ঢাকা বিভাগের উপ-ব্যবস্থাপক শাহজাহান কবির, সেচ ভবনের যুগ্ম পরিচালক মুসতাক আহমেদ, চুয়াডাঙ্গা বিএডিসির যুগ্ম পরিচালক দেলোয়ার হোসেন, মেহেরপুর জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা রঞ্জন কুমার প্রামানিক, বারাদি বীজ উৎপাদন খামারের উপ-পরিচালক কে এম মনিরুজ্জামান, উপপরিচালক শামিম হায়দার, আমঝুপি সবজি উৎপাদন খামারের উপ-পরিচালক গোলক নাথ মণ্ডল।

প্রশিক্ষণে ধান ও গম বীজ উৎপাদনের ধাপ, উৎপাদনের কলাকৌশল, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ, বীজ প্রক্রিয়াকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে চুক্তিবদ্ধ ৪০ জন চাষী অংশগ্রহণ করেন।