দামুড়হুদায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দামুড়হুদায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ৪টার দিকে দামুড়হুদা শিল্পকলা অডিটরিয়াম হলে।
দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো: শহিদুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও দামুড়হুদা সদর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন বগা। হাউলী ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক কামরুল ইসলাম মিফতাহ
দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকুর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, হাউলী ইউনিয়ন ছাত্র লীগের আহবায়ক রাসেল আহাম্মেদ, যুগ্ন আহবায়ক রায়হানুল ইসলাম রাইহান।দামুড়হুদা সদর ছাত্র লীগ নেতা ছালিম হোসেন। দামুড়হুদা কলেজ ছাত্র লীগের সাবেক আহবায়ক শাহীন মোল্লা, সাবেক যুগ্ম আহবায়ক এম এ করিম, সাবেক যুগ্ম আহবায়ক আঃ সামাদ।
কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক ছানাউল কবির শিরিন। নাটুদাহ ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি লিমন খান, ছাত্র লীগ নেতা শাহীন, , ছাত্র লীগ নেতা সাজ্জাদ, রাসেল, লিজন, শিমুল, সুলতান, শাহীন, সাখাওয়াত, বাবু, সোহেল, রানা বিশ্বাস, সুমন, সোহাগ প্রমূখ।