মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো আর নেই

মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিনি পণ্ডের ঘাট এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন।
তিনি মৃত এডভোকেট আব্দুল হামিদ খানের মেজ ছেলে ও মেহেরপুর প্রতিদিনের নিজস্ব প্রতিনিধি সাকিব হাসান রুদ্র’র চাচা ।
তিনি দৈনিক মেহেরপুরের সম্পাদক ছিলেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে,  আগামীকাল মঙ্গলবার সকাল দশটার সময় পন্ডের ঘাট জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হবে।
পরে তার মরদেহ নেওয়া হবে মেহেরপুর প্রেস ক্লাবে। সেখানে তাকে সহকর্মীরা শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।
এদিকে, সাংবাদিক রশিদ হাসান খান আলোর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মেহেরপুর প্রতিদিনের প্রকাশক এম এ এস ইমন, সম্পাদক ইয়াদুল মোমিন , ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দু, বার্তা সম্পাদক জুলফিকার আলী কানন, ডেস্ক ইনচার্জ আসিফ ইকবাল শুভসহ মেহেরপুর প্রতিদিন পরিবারের সাথে যুক্ত সকল সদস্য।



মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভূমিকার শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আজ সোমবার (৩১ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ মেহেরপুর জেলা শাখার আয়োজনে কাথুলী রোডের খান কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও মেহেরপুর জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজমুল হক লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন

এ সময় তিনি বলেন পেশাজীবী সমাজ বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ। এই পেশাজীবী সমাজে শিক্ষক আছে, এডভোকেট আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে এ ছাড়াও অনেকেই আছে যারা বাংলাদেশের প্রত্যেকটি অঙ্গে অঙ্গে জড়িত। তাই এই পেশাজীবীদের সংগঠনের প্রতি আহ্বান জানায় আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ দায়িত্ব পালন করে জনগণকে বুঝিয়ে আগামী দিনে বিএনপি জনগণের ভোট পেয়ে যেন রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পায় সেই দায়িত্ব কিন্তু আপনাদের অনেক অনেক বেশি।

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের মহাসচিব জাকির হোসেন।

মেহেরপুর জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল আলীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল হাসান, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম, যুগ্ন আহবায়ক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক আবু সালে মোহাম্মদ নাসিম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর খান সাতু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওমর ফারুক লিটন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান হাপি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবকের দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, মেহেরপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, বিএনপি নেতা নাহিদ আহমেদ সহ বিভিন্ন নেতাকর্মীরা।

এর আগে আলোচনা সভায় উপস্থিত অতিথিদেরকে বিভিন্ন নেতাকর্মীরা ফুলেল  শুভেচ্ছা জানান।




মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে জয়ের দেখা পেলো না রাজশাহী

টার্গেটে ১৯৮ রান। বড় লক্ষ্য ব্যাট করতে নেমে ৫১ রানে নেই ৪ উইকেট। জয়ের সুবাস পাচ্ছিলো দুর্বার রাজশাহী। তবে সেখানে বাধা হয়ে দাঁড়ালেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। আর তার পাশে দাঁড়ালেন পাকিস্তানের ফাহিম আশরাফ। এই দুই ব্যাটারের ঝড়ো ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখে ৪ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এনামুল হক বিজয় এবং ইয়াসির রাব্বির ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে রাজশাহী। বিজয় ৫১ বলে ৬৫ রান করেন। ৪৭ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন ইয়াসির।

১৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল। তামিম ৭, কাইল মায়ার্স ৬, মুশফিকুর রহিম ১৩ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান নাজমুল হোসেন শান্ত।

মাঝে দলের হাল ধরার চেষ্টা করেন তাওহিদ হৃদয় ও শাহীন আফ্রিদি। তবে দলীয় ৬১ রানে ২৩ বলে ৩২ রান করে ফিরে যান হৃদয়। এরপর মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে ৫১ রানে জুটি গড়েন শাহীন।

তবে দলীয় ১১২ রানে ১৭ বলে ২৭ রান করে আউট হন শাহীন। এরপর ক্রিজে আসা ফাহিমকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন এই মাহমুদউল্লাহ।

৫ ওভারে বরিশালের প্রয়োজন ছিল ৫৮ রান। মাহদুল্লাহ ও ফাহিমের আগ্রাসী ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় বরিশাল। দুজনেই তুলে নেন ফিফটি। মাহমুদউল্লাহ ২৬ বলে ৫৬ ও ফাহিম ২১ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। রাজশাহীর পক্ষে তাসকিন আহমেদ নেন ৩টি উইকেট।

সূত্র: ইত্তেফাক




রুম হিটার ব্যবহারে মেনে চলুন কিছু নিয়ম

শীত আসার শুরু থেকেই অনেকে ব্যবহার শুরু করেছেন রুম হিটার। এটি তাৎক্ষণিক ঘর গরম করলেও নিয়মিত রুম হিটার ব্যবহারে শরীরে বাসা বাঁধতে পারে কঠিন রোগ। তাই সতর্ক থেকে তবেই ব্যবহার করুন রুম হিটার।

হিটার থেকে নির্গত গরম বাতাস ঘরের আর্দ্রতা শুষে নেয়। এমনকি এই রুম হিটার আবহাওয়ায় উপস্থিত অক্সিজেনকে পুড়িয়ে দেয়। রুম হিটার ব্যবহারে যে নিয়মগুলো মেনে চলা উচিত-

শুষ্কতা এড়াতে পানি রাখতে পারেন

হিটার চালালে ঘরের আর্দ্রতা কমে যায়, যা ত্বক ও শ্বাসপ্রশ্বাসে সমস্যা সৃষ্টি করতে পারে। রুমে একটি পানিভর্তি পাত্র রেখে আর্দ্রতা বজায় রাখতে পারেন। হিটার থেকে যে গরম বাতাস বের হয়, তা ত্বককে অত্যন্ত রুক্ষ ও শুষ্ক করে দেয়। হিটারের কারণে অনিদ্রা, মাথাব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। কনভেনশান হিটার, হ্যালোজেন হিটার অত্যাধিক ব্যবহারে ব্যক্তিকে অসুস্থ করে তুলতে পারে।

বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন

হিটার ব্যবহারের সময় জানালা বা দরজা আংশিক খোলা রাখুন, যাতে বাতাস চলাচল অব্যাহত থাকে এবং অক্সিজেনের ঘাটতি না হয়। শ্বাস-প্রশ্বাসের সমস্যা থাকলে হিটার থেকে দূরে থাকুন।

এছাড়া শ্বাসনালীর রোগীরাও এই যন্ত্রের কারণে সমস্যায় পড়তে পারেন। হিটারের বাতাস এসব রোগীর ফুসফুসে কফ জমাতে শুরু করে। এ কারণে হাঁচি-কাশি হতে পারে এবং ফুসফুসে জমে থাকা কফ শুকিয়ে নানা সমস্যা দেখা দেয়।

অগ্নি-নিরাপত্তার প্রতি সতর্ক থাকুন

হিটার এমন জায়গায় রাখুন যেখানে কাপড়, কাগজ বা অন্য দাহ্য বস্তু কাছাকাছি না থাকে। হিটার চালানোর আগে নিশ্চিত করুন যে বৈদ্যুতিক সংযোগটি ঠিক আছে এবং হিটারটি নির্ধারিত তাপমাত্রায় কাজ করছে কিনা।

শিশু ও পোষা প্রাণী থেকে দূরে রাখুন

রুম হিটার শিশু ও পোষা প্রাণীদের নাগালের বাইরে রাখুন, যাতে দুর্ঘটনা এড়ানো যায়। যে বাড়িতে গ্যাস হিটার বা এলপিজি হিটার বেশি ব্যবহার করা হয়, সেসব পরিবারের শিশুদের মধ্যে অ্যাজমার সমস্যা অধিক দেখা যায়।

এছাড়া কাশি, হাঁচি, বুকে ঘরঘর শব্দ ও ফুসফুসের ক্ষতির লক্ষণ বেশি দেখা যায় এসব পরিবারেই। এই হিটার থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। যা ছোট শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের ওপর কুপ্রভাব ফেলে।

সময়মতো বন্ধ করুন

রুম হিটার দীর্ঘ সময় চালানো থেকে বিরত থাকুন। অতিরিক্ত সময় হিটার চালালে নানা সমস্যা হতে পারে। এছাড়া রুম হিটার নিয়মিত পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ করুন, যাতে এটি নিরাপদে কাজ করে।

স্বাস্থ্য সুরক্ষার জন্য সতর্ক থাকুন

হিটার থেকে তাপ সরাসরি শরীরের উপর না লাগানোর চেষ্টা করুন, কারণ এটি ত্বক শুষ্ক এবং ফাটা তৈরি করতে পারে। যদি গ্যাস-ভিত্তিক হিটার ব্যবহার করেন, তাহলে ঘরে কার্বন ডাইক্সাইড নির্দিষ্ট পরিমাপ স্থাপন করা উচিত।

প্রতিদিন হিটার ব্যবহার করলে যা হয়

কাশি, মাথাব্যথা, বমি বা গা গোলানো, চোখ শুকিয়ে যাওয়া, নাক বন্ধ হওয়া, শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত সমস্যার ঝুঁকি, অ্যাজমার রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে। যদি হিটার ব্যবহার করতেই হয়, তাহলে কিছু সাবধানতা মেনে চলা ভালো। এই নিয়মগুলো মেনে চললে আপনি শীতে আরামদায়ক এবং নিরাপদ থাকতে পারবেন।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে অনলাইন জুয়ার চার এজেন্টের নামে মামলা (আপডেট)

মেহেরপুর শহরের হোটেল বাজার জামান শপিং কমপ্লেক্সের একটি জেন্টস পার্লাও (সেলুন) থেকে আটক দুই অনলাইন জুয়ার এজেন্টসহ চারজনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ।

আসামিরা হলেন- অনলাইন জুয়ার অন্যতম মাস্টার মাইন্ড মুকুল হোসেন, দেলোয়ার হোসেন দিপু, আশিক ইকবাল ও স্বপন ইকবাল। এদের মধ্যে আশিক ইকবাল ও স্বপন ইকবালকে অনলাইন জুয়ার সাইট পরিচালনায় ব্যবহৃত মোবাইল সহ আটক করেছে ডিবি। এসময় তাদের কাছে থেকে ৪টি মোবাইল ফোন ও জুয়া পরিচালনা ৭টি এজেন্ট সিম উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক আশিক ইকবাল মেহেরপুরের গোপালপুর গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। তিনি পুলিশ কনস্টেবল। যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের বডিগার্ড হিসেবে কর্মরত রয়েছেন। স্বপন ইকবাল একই গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

মামলার এজাহার জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানাধীন বিএম স্কুল এর পাশে ছোট বাজারস্থ জামান শপিং কমপ্লেক্সের নিউ এ্যাডামস্ জেন্টস পার্লার (সেলুন) আসামিরা পরস্পর যোগসাজশে অনলাইন জুয়া পরিচালনার মাধ্যমে অসৎ উদ্দেশ্য পরিচয় গোপন করে ছদ্মবেশ ধারন করে প্রতারনা, অনলাইন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতিত অবৈধ ই-ট্রান্সজেকশনসহ ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট নেটওয়ার্ক এ প্রবেশ করে সাইবার সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জনশৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য অবস্থান করছিলেন।

এসময় সাইবার নিরাপত্তা টিমের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করলে পালানোর চেষ্টাকালে আশিক ইকবাল ও স্বপন ইকবালকে আটক করা হয়। তার আগেই সেখান থেকে মুকুল ইসলাম ও দেলোয়ার হোসেন দিপু পালিয়ে যায়।

এজাহারে উল্লেখ রয়েছে, আটক আসামীদের ব্যবহৃত জব্দকৃত মোবাইল ফোন পর্যালোচনা করে MOST BET এর মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনার তথ্য পাওয়া যায়। আসামী আশিক ইকবালের নিকট থেকে জব্দকৃত Infinix X 6880 মডেলের মোবাইল ফোনে ব্যবহৃত এ কে এন্টারপ্রাইজ এর নামে নিবন্ধিত মোবাইল ব্যাংকিং বিকাশ এজেন্টে লেনদেনের ১ লাখ ৩১ হাজার ২৪৬ টাকা এবং অপর একটি সিম থেকে লেনদেনের ৬৭ হাজার ৯৩৬ টাকার ই-ব্যালেন্স দেখা যায়। এছাড়া ওই ফোনে ক্রোম ব্রাউজার পর্যালোচনায় দেখা যায় যে, অনলাইন জুয়া MOST BET এর Agent_API_Shine_BD নামে একটি মার্চেন্ট জুয়ার চ্যানেল চলমান রয়েছে। অনলাইন জুয়া MOST BET এর Agent_API_Shine_BD নামক অনলাইন জুয়ার চ্যানেলটি আসামীর নিকট থেকে জব্দকৃত সিম ০১৭১১-৬৬৩৯৬০ নাম্বারে ব্যবহৃত Ashik Iqbal নামে ইন্সটলকৃত টেলিগ্রাম আইডি আসামীরা জিজ্ঞাসাবাদে জানান যে, অনলাইন জুয়া MOST BET এর পরিচালিত অর্থ বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতিত অবৈধ ই-ট্রান্সজেকশন মোবাইল ব্যাংকিংয়ের কথা স্বীকার করেছেন পুলিম জানায়।

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‘জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দুইজন সাইবার ক্রাইমকারীকে গ্রেপ্তার করে। পরে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আটকৃত স্বপন ইকবাল ও পুলিশ কনস্টেবল আশিক ইকবালের বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা দায়ের করে। আমরা সদর থানায় মামলাটি নথিভুক্ত করেছি মাত্র।’

বিষয়টি নিয়ে মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আকতার খানমের সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ‘সমগ্র বিষয়টি তদন্তাধীন। অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে আমার আনুষ্ঠানিক কোন বক্তব্য দেওয়া ঠিক হবে না।




দর্শনা চেকপোস্টে বিজিবি ঘুষিতে মাইক্রো চালক আহত

চুয়াডাঙ্গার দর্শনা আন্তজার্তিক চেকপোস্টে ক্যান্সার রোগীকে নামানোর ঘটনায় মন্টু মিয়া (৪০) নামে এক ড্রাইভারকে মুখে ঘুষি মেরে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে ৬ বিজিবি সদস্যদের বিরুদ্ধে।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে দর্শনা সীমান্তের চেকপোস্টের আইসিপি ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ঝিনাইদহের কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি তোফাজ্জেল হোসেন তপু তার ক্যান্সার আক্রান্ত মাকে নিয়ে মাইক্রোবাসযোগে দর্শনা আন্তজার্তিক চেকপোস্টে পৌছান। এসময় কাস্টমস-ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে আইসিপির সামনে মাইক্রোবাস থামিয়ে রোগীকে নামানো হচ্ছিল। আইসিপি ভবনের সামনে মাইক্রোবাস দাঁড়িয়ে থাকতে দেখে ক্ষুব্ধ হন বিজিবি সদস্যরা। সে সময় ওই মাইক্রোবাসের চালক মন্টু মিয়ার সাথে বিজিবির নায়েক সুবেদার আইসিপি ইনচার্জ মোহাম্মদ জামাল ও নায়েক আব্দুল মান্নানের সাথে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে নায়েক আব্দুল মান্নান চালক মন্টুকে স্বজরে মুখে ঘুষি মারে। এতে চালকের বাম চোখের কপালের ভ্রু কেটে যায়। ৬ বিজিবি সদ্যস্যরা পরে তাকে বিশ্রামাগারে নিয়ে চিকিৎসা দেয়। স্থানীয় এক চিকিৎসক তাকে একটি সেলাই দেয়।

ঝিনাইদহের কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি তোফাজ্জেল হোসেন তপু অভিযোগ করে বলেন, আমার মা একজন ক্যান্সার রোগী। তিনি ঠিকমতো চলাফেরা করতে পারেন না। তাই মাইক্রোবাসযোগে তাকে কাস্টমস ইমিগ্রেশনের কাজ শেষ করা হয়। এরপর বর্ডার পার হওয়ার জন্য রোগীকে ভ্যানে তুলতে গেলে মাইক্রোবাস দাড়ানো দেখে ক্ষিপ্ত হয় বিজিবি সদস্যরা। পরিচয় দেয়ার পরও চড়াও হন তারা। অসুস্থ রোগী থাকা সত্বেও চালককে ঘুষি মারেন তারা। রক্তাক্ত জখম হলে চোখের ভ্রুতে একটি সেলাই দিতে হয়েছে।

এ বিষয়ে দর্শনা আইসিপি চেকপোস্ট ইনচার্জ নায়েক সুবেদার মোহাম্মদ জামাল বলেন, গাড়ি প্রবেশ নিয়ে বিজিবির সৈনিকদের সাথে চালকের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় সাংবাদিকদের মধ্যস্থতায় বিষয়টির মীমাংসা হয়ে গেছে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, বিষয়টি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।




কেরালায় দক্ষিণী অভিনেতার মরদেহ উদ্ধার

কয়েকদিন আগে আউটডোরে শুটিংয়ে যান। এরপর থেকেই তিনি লাপাত্তা। কোনোভাবেই মিলছিল না জনপ্রিয় মালয়ালম এই অভিনেতার। গতকাল রোববার কেরালার একটি হোটেলের কক্ষ থেকে ৪৫ বছর বয়সী অভিনেতা দিলীপ শংকরের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পিংকভিলার।

আগে থেকেই এই হোটেলে অবস্থান করছিলেন অভিনেতা। দুই দিন তাকে কক্ষ থেকে না বের হতে দেখে সন্দেহ হয় হোটেলের কর্মীদের। তবে পচা গন্ধ না বেরোনো পর্যন্ত কেউই খতিয়ে দেখার চেষ্টা করেননি বিষয়টি। শেষমেশ দুই দিন পর হোটেলের ঘর থেকেই উদ্ধার করা হয় অভিনেতার দেহ। দিলীপ শংকর মালয়ালম টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত।

দিলীপ শংকরের সহ-অভিনেতারা জানিয়েছেন, কয়েক দিন ধরেই নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। পুলিশ এরই মধ্যে অভিনেতার রহস্যমৃত্যুর কিনারা করতে তদন্তে নেমেছে।

জানা গেছে, তিরুবন্তপুরমে একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য গিয়েছিলেন তিনি। সেই সিরিয়ালের নির্মাতারা জানিয়েছেন, শুটিংয়ে সাময়িক বিরতি ছিল। তাই দুই দিন আগে শেষবার সেটে এসেছিলেন দিলীপ। আবার সিরিয়ালের শুটিংয়ে যোগ দেওয়ার জন্য তিরুবন্তপুরমেরই একটি হোটেলে থেকে যান, কিন্তু দুই দিন পর তাঁর মৃত্যুর খবর মেলে।

হোটেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ঘর থেকে পচা গন্ধ বের হতেই কর্মীরা তড়িঘড়ি গিয়ে দরজা ভেঙে অভিনেতার দেহ উদ্ধার করেন। ‘আম্মাইয়ারিআত্থে’, ‘পঞ্চগনি’সহ একাধিক জনপ্রিয় মালয়ালম সিরিয়ালে অভিনয় করেছেন দিলীপ শংকর। এদিকে অভিনেতার মৃত্যুর খবরে দক্ষিণি টেলিদুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতাকে স্মরণ করেছেন তাঁর সহকর্মী ও অনুরাগীরা।

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরে যৌথসভা ও ই-প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”এই প্রতিপাদ্যে মুজিবনগরে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) প্রকল্প-৩য় পর্যায়ে (আরডিএ অংশ) সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহণে মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

মুজিবনগর সহকারী প্রকল্প পরিচালকের কার্যালয় (সিভিডিপি) প্রকল্প-৩য় পর্যায়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আজ সোমবার দিনব্যাপী এই মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।

মুজিবনগর উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, মেহেরপুর জেলা সমবায় অফিসার প্রভাস চন্দ্র বালা, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক শাহিনুজ্জামান, উপজেলা সমবায় অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সাঈদ আনোয়ার।

দিনব্যাপী যৌথসভা ও ই-প্রশিক্ষণ কোর্সে মুজিবনগর উপজেলার ১৬ টি সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির ১২০ জন সদস্য ও সদস্যা অংশগ্রহণ করেন।




ইয়াসিরের বিধ্বংসী ইনিংসে বড় সংগ্রহ রাজশাহীর

দীর্ঘ বিরতির পর বিপিএলে ফিরেছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। দুর্বার রাজশাহী নামে প্রত্যাবর্তন ম্যাচে দুর্দান্ত শুরু পেয়েছে তারা। বিপিএলের একাদশ আসরের উদ্বোধনী ম্যাচে এনামুল হক বিজয় এবং ইয়াসির রাব্বির ব্যাটে বড় সংগ্রহ পেয়েছে রাজশাহী। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ১৯৮ রানের টার্গেট দিয়েছে দলটি।

সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে ধাক্কা খায় রাজশাহী।

মোহাম্মদ হারিস ১২ বলে ১৩ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান জিশান আলম। এরপর অধিনায়ক এনামুল হক বিজয় ও ইয়াসির রাব্বি মিলে বরিশালের বোলারদের ওপর চড়াও হন।

আগ্রাসী ব্যাটিংয়ে ৪২ বলে ফিফটি তুলে নেন বিজয়। এরপর ৩৫ বলে ফিফটির দেখা পান ইয়াসির রাব্বি। ফিফটির পর আরও মারমুখী ব্যাটিং করতে থাকেন ইয়াসির।

বিজয় ৫১ বলে ৬৫ রান করে আউট হলেও ৪৭ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন ইয়াসির। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে রাজশাহী।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে মার্কেন্টাইল ব্যাংকের পিএলসি উপশাখার উদ্বোধন

মেহেরপুরে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৪৫তম উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় শহরের কাশাঁরীপাড়ায় এই উপশাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিইও মাতিউল হাসান।

মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ, মেহেরপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, আসলোভ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী ওয়াহেদুজ্জামান এবং হেড অফ ব্রাঞ্চ ডিভিশন মোহাম্মদ হোসেন।

এছাড়াও চুয়াডাঙ্গা মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপক রহিদাস পাল, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন এবং নবনিযুক্ত উপশাখা ইনচার্জ জুয়েল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।