গাংনীর কাথুলী ইউনিয়নে প্রধানমন্ত্রী প্রেরিত শীতবস্ত্র বিতরণ

গাংনীর কাথুলী ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ সোমবার কাথুলী ইউনিয়নের ধলা মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহিদুজ্জামান খোকন এমপি।

এছাড়াও উপস্থিত ছিলেন ১নং কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা , ১ নং কাথুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন,সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ১ নং কাথুলী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউর রহমান, ধলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহ এক নম্বর কাথুলী ইউনিয়ন আওয়ামলীগের সকল সভাপতি এবং সেক্রেটারিবৃন্দ। উপস্থিত ছিলেন কাথুলী ইউনিয়নের সকল ইউপি সদস্য বৃন্দ।

এসময় মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে অসহায় দুস্ত মানুষের মাঝে ৬০০ টি কম্বল বিতরণ করেন।




সারা দেশে নিয়োগ দেবে নিটল-নিলয় গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিটল-নিলয় গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসেসমেন্ট অফিসার/ রিকভেরি অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

অ্যাসেসমেন্ট অফিসার/ রিকভেরি অফিসার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ডিপ্লোমাধারীরাও আবেদন করতে পারবেন। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট অ্যান্ড ইন্টারনেট বিষয়ে জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। প্রার্থীর নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর।

কর্মস্থল

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন

১২,০০০/-টাকা। কোম্পানির নীতিমালা অনুসারে টিএ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, বার্ষিক স্যালারি রিভিউর সুযোগ থাকছে। এছাড়া বছরে দুইবার উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৫ ফেব্রুয়ারি, ২০২৩।

সূত্র :বিডিজবস




গাংনীতে প্রধানমন্ত্রী প্রেরিত শীতবস্ত্র বিতরণ

মেহেরপুরের গাংনীতে দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । সোমবার বেলা ১১টার দিকে গাংনীর হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে ৫ শতাধিক শীতার্তকে একটি করে কম্বল বিতরণ করেন মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহহবিল থেকে প্রেরিত এসকল শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান গােলাম ফারুক, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু ও গাংনী পৌরসভার কাউন্সিলর মােতালেব হােসেন, জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীবৃন্দ।




অডিশনের কথা বলে ডেকে নিয়ে অভিনেত্রীকে ধর্ষণ

হলিউড অভিনেত্রী ব্রুক শিল্ডস মোহনীয় রূপ আর অভিনয় দিয়ে সবার মন কেড়ে নিয়েছেন। ১১ বছর বয়সেই অভিনয় শুরু। তার আগে ১০ বছর বয়সে একটি ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করে সাড়া ফেলে দিয়েছিলেন হলিউডের এই অভিনেত্রী।

তার জীবনে একটি কষ্টের অধ্যায় রয়েছে। সেটি তিনি শেয়ার করেছেন। যেটি নিয়ে তথ্যচিত্র নির্মিত হয়েছে। তথ্যচিত্রটির প্রিমিয়ারে প্রথমবারের ধর্ষণের শিকার হওয়ার ঘটনা প্রকাশ করেন তিনি।

ব্রুক শিল্ডসকে নিয়ে নির্মিত তথ্যচিত্রটির নাম ‘প্রিটি বেবি: ব্রুক শিল্ডস’। শুক্রবার সানডান্স চলচ্চিত্র উৎসবে তথ্যচিত্রটির প্রিমিয়ার হয়। এই প্রিমিয়ার অনুষ্ঠানেই তিনি জানালেন ছোটবেলার সেই ধর্ষণের ঘটনা। তবে ধর্ষকের নাম প্রকাশ করেননি ব্রুক শিল্ডস।

ঘটনার বিস্তারিত জানিয়ে ব্রুক শিল্ডস বলেন, তখন তিনি কলেজ পাস করেছেন মাত্র। সিনেমায় কাজের আশায় এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়।

এরপর অডিশনের কথা বলে তাকে হোটেলরুমে ডেকে নিয়ে যান তিনি; ভেবেছিলেন তাকে নতুন কোনো ছবিতে অভিনয়ের কাজ দেবেন ওই ব্যক্তি। কিন্তু হোটেলরুমে নিয়ে তাকে ধর্ষণ করেন।

ব্রুক আরো জানান, ওই সময় প্রতিবাদ করার মতো সাহস ছিল না তার।

এত বছর পর অভিনেত্রী কেন বিষয়কে সামনে আনলেন এমন প্রশ্নে ব্রুক বলেন, তখনই তিনি এই ঘটনা তার এক বন্ধুকেজানিয়েছিলেন। কিন্তু তখন তারা ভয় পেয়ে গিয়েছিলেন, তাই চুপ করে ছিলেন। এত দিন পর তার এই অভিযোগ আবারও উসকে দিল বিশ্বজুড়ে হওয়া ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনকে।

সূত্র: যুগান্তর




গাংনীর কুতুবপুর স্কুল এন্ড কলেজে আন্তঃস্কুল পুরস্কার বিতরণ অনুষ্ঠান

মেহেরপুরের গাংনী উপজেলার কুতুবপুর স্কুল এন্ড কলেজে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাটলেটিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দিনব্যাপি খেলাধুলা শেষে বিকেল ৩টার সময় পুরুস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান রানা সভাপতি কুতুবপুর স্কুল এন্ড কলেজ ও চেয়ারম্যান ১ নং ইউনিয়ন পরিষদ সভাপতিত্ব করেন মোঃ হাফিজুল ইসলাম অধ্যক্ষ ভারপ্রাপ্ত কুতুবপুর স্কুল এন্ড কলেজ।

এ সময় উপস্থিত ছিলেন ধলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন,গাড়াবাড়ীয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ কুতুবপুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য ও ২ নং ওয়ার্ডের মেম্বর জিনারুল ইসলাম, কুতুবপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও কাথুলী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউর রহমান, সহকারী শিক্ষক, আক্তারুজ্জামান লাভলু, জয়নাল আবেদীন প্রমুখ।

শেখ কামাল আন্ত স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা খেলায় কাথুলী ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করেন। খেলা সহ দেশত্ববোধক গানের সাথে নিত্য করেন স্কুলের ছাত্রীরা।




জুনে সাফ চ্যাম্পিয়নশিপ

দক্ষিণ এশিয়ার ফুটবলের বড় আসর সাফ চ্যাম্পিয়ন অনুষ্ঠিত হবে ২০ জুন থেকে ৩ জুলাই। খেলা কেথায় হবে, তা নির্ধারণ হয়নি।

ভেন্যু নির্ধারণের জন্য দেশগুলোকে চিঠি দেওয়া হয়েছে। কেউ যদি ভেন্যু নিতে চায়, সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চায়—তাহলে নিশ্চিত করতে হবে।

শেষ বার সাফ হয়েছিল মালদ্বীপে। তার আগের বার হয়েছিল বাংলাদেশে। এখন এই দুই দেশ আয়োজক হওয়ার লড়াইয়ে পিছিয়ে থাকবে। ভারত এগিয়ে থাকবে। ভারত যদি সাফ আয়োজন করতে না চায়, তাহলে অন্য কোনো দেশের সুযোগ আসবে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে শীতেও লোডশোডিং

মেহেরপুরে তীব্র শীতের মধ্যে ভোগাচ্ছে লোডশেডিং। শীত মৌসুমেও বিদ্যুতের চাহিদা কম থাকলেও দিনের বিভিন্ন সময় দেওয়া হচ্ছে লোডশেডিং। গত কয়দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় লোডশেডিং হচ্ছে দিনের একাধিক সময়। ফলে শীতের দিনে বিদ্যুতের আসা-যাওয়াতে মেনে নিতে পারছেন না জনসাধারণ। একই সঙ্গে শিল্পকারখানা, ব্যবসা প্রতিষ্ঠানেও এর প্রভাব পড়ছে।

শহরের ফটোকপি দোকানি পাপ্পু হোসেন জানান , শীতের সময় যে এইভাবে বিদ্যুতের লোডশেডিং হবে এইটা কখনোই ভাবিনি। কম্পিউটারের টাইপিং চলতে চলতে লোডশেডিং দিচ্ছে সে কারণে পুনরায় আবার নতুন করে টাইপিং করতে হচ্ছে। আবার ফটোকপি করতে করতে লোডশেডিং হচ্ছে সে কারণে ফটোকপি মেশিনের ভিতরে কাগজ আটকিয়ে বারবার মেশিন নষ্ট হয়ে যাচ্ছে। ক্রেতাদের ফটোকপি করতে অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে। আমরা অনেক বিপর্যয়ের ভিতর আছি।

মেহেরপুরের রিংকু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্ত্বাধিকার রিংকু হোসেন বলেন, মেশিন চালাইতে চালাইতে যখন লোডশেডিং হয় বাটালি ভেঙে যায় এবং মেশিনের বিভিন্ন ধরনের পার্টস এর ক্ষতি হয়। শীতের সময়ও এইভাবে বিদ্যুতের লোডশেডিং হওয়াতে আমরা ব্যাপক সমস্যার মধ্যে পড়ে আছি।

মেহেরপুরে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী তোফাজ্জেল হোসেন মেহেরপুর প্রতিদিনকে বলেন, মেহেরপুরে আবাসিক ও বাণিজ্যিক মিলে ওজোপাডিকোর গ্রাহক সংখ্যা ১৯ হাজার। বিদ্যুতের চাহিদা রয়েছে ৫ মেগাওয়াট কিন্তু পাওয়া যাচ্ছে ৪ মেগাওয়াট। ফলে শীত মৌসুমেও তুলনামূলক কম বিদ্যুৎ চাহিদার সময়ে লোডশেডিং দিয়ে পোষাতে হচ্ছে।

বিদ্যুতের ঘাটতি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা সরবরাহকারী মাত্র। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্র আমাদেরকে যেভাবে বিদ্যুৎ সরবরাহ করছে আমরা বিদ্যুৎ বিতরণ সংস্থা হিসেবে সেই ভাবেই গ্রাহকদের বিদ্যুৎ চাহিদা মেটাচ্ছি।




ওয়াই-ফাইয়ের গতি ৫০ শতাংশ বাড়বে ৫ উপায়ে

ভিডিও কলে জরুরি মিটিং চলাকালে ওয়াই-ফাই সংযোগের ধীরগতির কারণে সমস্যায় পড়েন অনেকেই। শুধু ভিডিও কলই নয়, ধীরগতির ওয়াই–ফাইয়ের কারণে অনলাইনে বিভিন্ন কাজ করতেও সমস্যা হয়। এই পাঁচ কৌশল ব্যবহার করে চাইলেই ওয়াই-ফাইয়ের গতি ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো যায়।

চ্যানেল পরিবর্তন
রাউটার মূলত চ্যানেল বা ফ্রিকোয়েন্সির মাধ্যমে সংকেত পাঠায়। এই চ্যানেলের কারণেও অনেক সময় রাউটারের গতি কমে যেতে পারে। বিশেষ করে আপনি যে ভবনে থাকেন, সেখানে আরও অনেকেই আলাদা ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন। এখন তাঁদের ব্যবহার করা রাউটারও যদি একই চ্যানেল বা ফ্রিকোয়েন্সি ব্যবহার করেন, তবে আপনার ওয়াই-ফাইয়ের গতি কমে যাবে। এ সমস্যা সমাধানে রাউটারের চ্যানেল পরিবর্তন করতে হবে।

মেঝে থেকে ওপরে ও খোলা জায়গায় রাউটার রাখতে হবে
অনেকেই টেবিলের ওপরে রাউটার রাখেন। ফলে আশপাশে ভারী বস্তু বা আসবাব থাকার কারণে ওয়াই-ফাইয়ের সিগন্যালের গতি কমে যায়। এ সমস্যা সমাধানে ঘরের মাঝামাঝি স্থানে মেঝে থেকে ওপরের দিকে রাউটার রাখতে হবে। এতে ঘরের সব দিকে সমানভাবে ওয়াই-ফাই সিগন্যাল পাওয়া যাবে। জানালার পাশে রাউটার রাখা যাবে না। এতে রাউটারের সিগন্যাল ঘরের বাইরে পাওয়া গেলেও ভেতরে ঠিকমতো পাওয়া যাবে না।

ইথারনেট কেব্‌ল ব্যবহার
নির্দিষ্ট কোনো যন্ত্রে যদি ওয়াই-ফাই সিগন্যালের গতি কম পাওয়া যায়, তবে সেই যন্ত্রের ওয়্যারলেস রিসিভার অপশনেও সমস্যা থাকতে পারে। অনেক সময় একই রাউটারে বেশিসংখ্যক যন্ত্র যুক্ত থাকলে ওয়াই-ফাইয়ের গতি কমে যায়। ইথারনেট কেব্‌লের মাধ্যমে রাউটারের সঙ্গে যন্ত্র যুক্ত করে এ সমস্যার সমাধান করা সম্ভব।

রাউটারের অ্যানটেনার অবস্থান পরিবর্তন
রাউটারে থাকা অ্যানটেনাগুলো ইন্টারনেটের গতি বাড়াতে সাহায্য করে। অনেকে রাউটারের অ্যানটেনাগুলো এলোমেলোভাবে ব্যবহার করেন। মনে রাখতে হবে, প্রতিটি অ্যানটেনাই ৯০ ডিগ্রি কোণে আলাদাভাবে সিগন্যাল পাঠিয়ে থাকে। আর তাই আপনি যদি একতলা ভবনে থাকেন, তবে অ্যানটেনাগুলো উল্লম্বভাবে রাখুন। আর যদি বহুতল ভবনে থাকেন, তবে অ্যানটেনাগুলো উল্লম্ব ও অনুভূমিক দুভাবেই রাখতে হবে।

ওয়াই-ফাইয়ের পরিসর বাড়ানো
বাসা বা অফিসের আকার বড় হলে একটি রাউটার দিয়ে সব স্থানে সমান গতির সিগন্যাল পাওয়া যায় না। এ ছাড়া একাধিক দেয়ালের কারণেও ওয়াই-ফাইয়ের গতি কমে যায়। এ সমস্যা সমাধানে রেঞ্জ এক্সটেন্ডার বা মেশ নেটওয়ার্ক ব্যবহার করতে হবে। এক্সটেন্ডারগুলো মূলত রাউটার থেকে সিগন্যাল গ্রহণ করে আবার পাঠিয়ে থাকে। এরপরও সমস্যার সমাধান না হলে রাউটার হালনাগাদ বা পরিবর্তন করতে হবে।
সূত্র: ডেইলি মেইল




গাংনীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষক নিহত

মেহেরপুরের গাংনী পৌর শহরের পশ্চিম মালশাদাহ এলাকায় দ্রতগতির ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামীমা ইসলাম কণা (৫৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। একই সময়ে আহত হন স্বামী ফিরোজ আহমেদ ও তার মেয়ে। স্বামীর সাথে মোটরসাইকেল যোগে ওই শিক্ষক প্রশিক্ষণের জন্য গাংনী আসছিলেন।

নিহত শামীমা ইসলাম গাংনীর করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক। তার স্বামী ফিরোজ আহম্মেদ করমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্থানীয়রা জানান, নিহত শামীমা ইসলাম কণা তার স্বামী ফিরোজ আহমেদের সাথে মোটরসাইকেল যোগে গাংনীতে প্রশিক্ষনের জন্য আসছিলেন। মালসাদহ ব্রীজ সংলগ্ন এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন শামীমা ইসলাম কণা। ঘটনার পরপরই ড্রাম ট্রাকসহ পালিয়ে যায় চালক ও তার সহকারী। খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টীম নিহত শামীমা ইসলাম ও আহত ফিরোজ আহমেদকে উদ্ধার করে।

বামুন্দি ফায়ারসার্ভিসের টীম লিডার ইছাহাক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে এবং আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশের একটি টীম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




আলমডাঙ্গার জিসান টাওয়ারে অনৈতিক কর্মকান্ড, ৩ নারী যৌন কর্মী আটক

আলমডাঙ্গার পৌর শহরের জিসান টাওয়ারে অভিযান চালিয়ে ৩ যৌন কর্মীকে আটক করেছে পুলিশ। তারা অনৈতিক কাজে লিপ্ত হওয়ার জন্য ওই বাড়িতে অবস্থান করছিলেন।

গত শনিবার রাত ১০টার দিকে পৌর শহরের দারুস সালাম মোড়স্থ জিসান টাওয়ারের ৫ম তলা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানান, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা গ্রামের আনোয়ারের ছেলে আরজান। তিনি কাঁচামালের আড়ৎ ব্যবসায়ী।

দীর্ঘদিন আড়ৎ ব্যবসার আড়ালে পৌর এলাকার গোবিন্দপুর পালপাড়ার মৃত খাদেমুল হকের স্ত্রী মনোয়ারা খাতুন ও মেয়ে সজিনার মাধ্যমে বিভিন্ন অঞ্চলের উঠতি বয়সি মেয়েদের মাধ্যমে দেহ ব্যবসা পরিচালনা করছে।

তারা পৌর শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে এ পতিতা ব্যবসা পরিচালনা করছে। ইতোপূর্বে গত ১ মাস পূর্বে স্থানীয়রা ওই বাড়িতে পতিতাসহ এক যুবককে আটক করে।

মানোয়ারা ও সজিনা খাতুন গত ২ মাস পূর্বে পৌর শহরের জিসান টাওয়ারের বাসা ভাড়া নেয়। টাওয়ারের ৫ম তলায় উঠতি বয়সী তরুণীদের দিয়ে দেহ ব্যবসা করে আসছে। শনিবার রাত ১০ টায় মোনাকষা গ্রামের কাঁচামালের আড়ৎ ব্যবসায়ী আরজান পৌর এলাকার এরশাদপুর গ্রামের আতিয়ারের মেয়ের সাথে দৈহিক ঘনিষ্ঠ মুহুর্তে স্থানীয়রা তাদের আটক করে। খবর পেয়ে আলমডাঙ্গা থানাপুলিশ ঘটনাস্থলে পৌছে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৩ যৌন কর্মীকে আটক করে। এসময় কৌশলে আরজান ওই বাড়ি থেকে পালিয়ে যায়।

আটকৃত নারীরা হলো- গোবিন্দপুর পালপাড়ার মৃত খাদিমুল হকের স্ত্রী মনোয়ারা খাতুন (৫০), মীরপুর থানার ইশেলমারি গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে রিতা খাতুন (২১), পৌর এলাকার এরশাদপুর গ্রামের আতিয়ার রহমানের মেয়ে রিয়া খাতুন (২১)।

এঘটনায় আলমডাঙ্গা থানায় অনৈতিক ঘটনায় ২৯০ ধারায় মামলা দায়ের করেছে। গতকাল রবিবার বিকেলে সংশ্লিষ্ট মামলা আদালতে সোর্পদ করা হয়।