আরও ৪৩ দেশে ‘রাষ্ট্রনিয়ন্ত্রিত মিডিয়া’ লেবেল দেখাবে টিকটক

টিকটকে থাকা বেশির ভাগ ভিডিও মজা করার উদ্দেশ্যে তৈরি হলেও কিছু ভিডিও বিভিন্ন ঘটনার ওপর ভিত্তি করে তৈরি করা হয়। এসব ভিডিওতে ভুল বা অতিরঞ্জিত তথ্য থাকায় অনেকেই বিভ্রান্ত হন। বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রনিয়ন্ত্রিত বিভিন্ন সংস্থাও এসব ভিডিও তৈরি করে। তবে সেগুলো বিভিন্ন কনটেন্ট নির্মাতা বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে আপলোড হওয়ায় ব্যবহারকারীদের অনেকেই ভিডিও তৈরির উদ্দেশ্য সম্পর্কে জানতে পারেন না। এ সমস্যা সমাধানে আরও ৪৩টি দেশে ‘রাষ্ট্রনিয়ন্ত্রিত মিডিয়া’ লেবেল দেখানোর সিদ্ধান্ত নিয়েছে টিকটক।

নতুন এ উদ্যোগের আওতায় সরকার নিয়ন্ত্রিত বা সমর্থিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভিডিওগুলোতে ‘রাষ্ট্রনিয়ন্ত্রিত মিডিয়া’ লেবেল দেখা যাবে। ফলে টিকটক ব্যবহারকারীরা ভিডিওতে থাকা তথ্যের গ্রহণযোগ্যতা নিজেরাই যাচাই করতে পারবেন।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রাথমিকভাবে রাশিয়া, ইউক্রেন ও বেলারুশে এ সুবিধা চালু করে টিকটক। নতুন এ উদ্যোগের আওতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ মোট ৪৬টি দেশে লেবেলটি যুক্ত করা হবে। তালিকায় বাংলাদেশের নাম না থাকায় আপাতত এ সুবিধা দেশে পাওয়া যাবে না।
সূত্র: ম্যাশেবল




মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন

মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।

শুক্রবার দুপুরে শহরের ক্যাশবপাড়ায় ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের সভাপতি ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদিকা সৈয়দা মোনালিসা ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিউজা উল জান্নাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবাইদুল্লাহ।

জেলা যুবলীগের সাবেক নেতা মিজানুর রহমান হিরনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিন, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, সাবেক যুবলীগ নেতা রাহিনুজ্জামান পলেন, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপালি খাতুন, সহ সরকারি ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা।




মুজিবনগরের আনন্দবাসে যুবমহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

উন্নয়নের অগ্রযাত্রায় স্মার্ট বাংলাদেশ। সমৃদ্ধি উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতায় আমাদের মেহেরপুর এই স্লোগানে, সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা এবং প্রিয় নেতার কথা তৃণমূলের মা বোনদের মাঝে তুলে ধরার মাধ্যমে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে, আগামী নির্বাচনে মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনকে পুনরায় নির্বাচিত করার মাধ্য দিয়ে মেহেরপুর মুজিবনগরের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মুজিবনগর উপজেলায় বাগোয়ান ইউনিয়নে আনন্দবাস গ্রামে ইউনিয়ন যুব মহিলালীগের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামে বাগোয়ান ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি লিপিকা মন্ডলের এর সভাপতিত্বে,এবং মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা এ্যাড: রুত শোভা মন্ডল এর সঞ্চালনায় এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা এবং সাবেক কেন্দ্রীয় যুব মহিলা লীগের নেত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের সুযোগ্য সহধর্মিনী সৈয়দা মোনালিসা ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বাগোয়ান ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের (সাবেক) সাংগঠনিক সম্পাদক আয়ুব হোসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বাসিরা পলি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন। উঠান বৈঠকে মুজিবনগর উপজেলা ও বাগোয়ান ইউনিয়ন যুব মহিলা লীগের নেতাকর্মীবৃন্দ এবং বিপুল সংখ্যাক যুব মহিলা লীগের কর্মী ও সমর্থকবৃন্দ উপস্হিত ছিলেন।




মেহেরপুরের জনপ্রিয় হচ্ছে মালচিং পদ্ধতি

মেহেরপুরের কৃষকদেও কাছে দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে মালচিং পদ্ধতি। কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি খরচ কম ও মাটির স্বাস্থ্য রক্ষায় যে সকল চাষ পদ্ধতি রয়েছে তার অন্যতম মালচিং পদ্ধতি। আর পদ্ধতিতে চাষাবাদ করে লাভবান হওয়ায় মেহেরপুর জেলার কৃষকরা ঝুঁকছেন এ পদ্ধতি ব্যবহারে।

মালচিং পদ্ধতিতে উৎপাদিত ফসলের চাহিদা ও মুল্য বেশি পাওয়ায় অনেক কৃষকই আগ্রহী হয়ে পরামর্শ নিচ্ছেন মালচিং পদ্ধতি সম্পর্কে। আর এতে সহায়তা করছেন বেসরকারী সংস্থা পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতি।

মেহেরপুর কৃষি অফিসের দেয়া তথ্য সুত্রে জানাগেছে, জেলায় এবছর ৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের টমেটো আবাদ হয়েছে। এতে ২০০০ মেট্রিক টন টমেটো উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জেলায় উন্নত জাতের মধ্যে বিউটি প্লাস, লাভলী, অভিলাস, লভেলট্রি, বাহুবলি ও জিরো ফোর জাতের টমেটো আবাদ হচ্ছে। আর এসকল টমোটোর আবাদের খরচ কমিয়ে রোগ বালাইয়ের হাত থেকে রক্ষা পেতে মালচিং পদ্ধতি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে।

মালচিং হচ্ছে চাষকরা মাটির উপর এক ধরনের মোটা ও কার্বন যুক্ত পলিথিন পেপার। যা মাটি বাহিত বালাই প্রতিরোধী ও সেচ সাশ্রয়ী। মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে খরচ কম হচ্ছে এবং উৎপাদিত ফসলের গুনগত মান বৃদ্ধি হচ্ছে। পাশাপাশি বাজারেও চাহিদা বাড়ছে। ফলে বেশি দামে বিক্রি হচ্ছে মেহেরপুরের টমেটোসহ মালচিং পদ্ধতিতে উৎপাদিত বিভিন্ন সবজি। এপদ্ধতি ব্যাপক হারে ছড়িয়ে দিতে কৃষি অফিস থেকে বিভিন্ন পরামর্শও দেয়া হচ্ছে। সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি সংস্থা পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি কাজ করে কৃষকদের আরও সমৃদ্ধ করার চেষ্টা অব্যাহত রেখেছে।

গাড়াডোব গ্রামের টমেটো চাষী আমজাদ হোসেন জানান, প্রচলিত পদ্ধতিতে আবাদ করে লোকসান হচ্ছিল। পরে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি বিনামুল্যে মালচিং পেপার ও কিছু নগদ অর্থ সহায়তা করে। তাদের কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী প্রথমে এক বিঘা জমিতে টমেটো চাষ করা হয়। টমেটো গাছ অনেক বড় ও সবল হয়েছে। মাটি বাহিত রোগ বালাই নেই। সেচ খরচও হচ্ছেনা। এক বিঘা জমিতে টমেটো আবাদ করেত খরচ হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা। ৫০ হাজার টাকার টমেটো ইতোমধ্যে বিক্রি করা হয়েছে। এখনও গাছে পর্যাপ্ত টমেটো রয়েছে। আশা করা হচ্ছে এক লক্ষ টাকার টমেটো বিক্রি করা সম্ভব হবে।

কৃষক জাকিরুল ইসলাম জানান, মালচিং পদ্ধতিতে চাষ প্রশিক্ষণ নিয়ে টমেটো চাষ করায় অন্যান্য বছরের তুলনায় মালচিং পদ্ধতিতে টমেটো গাছে বেশি টমেটো হয়েছে। দেখতে সজিব ও সুন্দর। বাজারে অন্যান্য জেলার তুলনায় এ পদ্ধতিতে উৎপাদিত টমেটোর কদর অনেক বেশি। দামও ভাল। আগে সবজিতে ৪/৫ টি সেচ লাগতো। মালচিং পদ্ধতি ব্যবহার করে মাত্র দুটি সেচেই আবাদ হচ্ছে। আগাছাও কম। এপদ্ধতি ব্যবহারে কৃষকদের অনেক খরচ কমে যাবে এবং কীটনাশকের ব্যবহারও কমে আসবে।

কৃষক জাকিরুলের ছেলে জুয়েল রানা জানান, আমি লেখাপড়ার পাশাপাশি বাবার সাথে কৃষি কাজেও সহায়তা করি। আগে জমিতে অনেক সেচ ও আগাছা দমনে সময় বেশি লাগতো । এখন আর তা লাগেনা। আমাদের আবাদ ভাল হচ্ছে এবং খরচও কমেছে।

মেহেরপুর পলাশীপাড়া সমিতির কৃষি অফিসার মস্তফা রাব্বি জানান, কৃষি নির্ভরশীল ও সম্ভাবনাময় মেহেরপুরের কুষিকে আরো সমৃদ্ধ করতে সরকারি সহায়তার পাশাপাশি আমরাও নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষন ও পরামর্শ দিচ্ছি কৃষকদের।

পিএসকেএস সংস্থার নির্বাহী পরিচালক মুহঃ মোশাররফ হোসেন, বলেন, পিকেএসএফ অর্থায়নে পরিচালিত আমাদের এই সংস্থা। সংস্থাটি জন কল্যাণে ও কৃষি কল্যাণে কাজ করছে দির্ঘদিন থেকে। কৃষি প্রণোদনা হিসেবে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছি কৃষকদের। উদ্বুদ্ধ করা হচ্ছে নতুন নতুন প্রযুক্তি ব্যবহারে। মালচিং একটি প্রযুক্তি। যা ব্যবহার করে কৃষকরা লাভবান হচ্ছেন।

মেহেরপুর কৃষি অধিদপ্তরের উপ পরিচালক শংকর কুমার মজুমদার জানান, মালচিং পদ্ধতি মেহেরপুরের কৃষকদেও কাছে দিনদিন জনপ্রিয় হচ্ছে। এতে রোগবালাই কম হয় ফলে কীটনাশক ব্যবহার কমে এসেছে। সেচ খরচও কম। এবং উৎপাদিক ফসল দেখতেও ভাল হয়। যে কারনে বাজারেও চাহিদা বেশি। আমাদেও পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও কৃষিকে এগিয়ে নিচ্ছে, যা ভাল উদ্যোগ। আমরা চাই কৃষকরা যে কোন ভাবে কৃষকরা লাভবান হোক।




৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন সিদ্ধার্থ-কিয়ারা

অবশেষে বিয়ের তারিখ ঘোষণা করল বলিউড তারকা সিদ্ধার্থ-কিয়ারা। আগামী ৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন এ জুটি। দুই পরিবার ও কাছের বন্ধুবান্ধব নিয়েই বিয়ের অনুষ্ঠান সারবেন তারা।

ভারতীয় গণমাধ্যম বলছে, বেশ কিছু দিন ধরেই লিভইনে রয়েছেন সিড-কিয়ারা। বিয়ের আগে একে অপরকে আরও ভালোভাবে চিনে নিতেই হয়তো এ সিদ্ধান্ত তাদের। ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ ছবির মাধ্যমে বড়পর্দায় পা সিদ্ধার্থের। সেই সময় থেকেই আলিয়া ভাটের সঙ্গে প্রেমের গুঞ্জন। এর পর সেই প্রেম ভাঙলে কিয়ারার সঙ্গে নতুন সম্পর্কে জড়ান সিদ্ধার্থ। বিয়ের দিন নিয়ে নানা চর্চা চললেও মুখ খোলেননি তারা। তবে স্বীকার না করলেও প্রতিক্রিয়া বলছে ‘গল্প হলেও সত্যি’।

মাস দুয়েক আগে কিয়ারার পোস্ট করেন, ‘অনেক দিন গোপনীয়তা বজায় রাখলাম। খুব শিগগির আসছে… অপেক্ষা ২ ডিসেম্বরের।’ তার পর তৈরি হয়েছে আরও ধোঁয়াশা। মনে করা হয়েছিল, ডিসেম্বরেই বোধ হয় চার হাত এক হবে। বিটাউনের ওপেন সিক্রেট এই লাভ স্টোরি। সম্প্রতি ‘মিশন মজনু’ ছবির প্রিভিউতে দেখা যায় তাদের। সাদা পোশাকে অনবদ্য দেখায় কিয়ারাকে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে পোজ দেওয়ার মাঝেই অনুরাগীরা ‘ফেব্রুয়ারি ৬’ বলে চিৎকার করছিলেন। কোনো উত্তর না দিলেও একগাল হাসি নায়িকার। এর পর আবারও প্রশ্ন ‘আমরা খুব এক্সাইটেড’। এর পর সিদ্ধার্থকে দেখেও একই প্রশ্ন অনুরাগীরা। ফেব্রুয়ারির ৬ তারিখ কি তা হলে দেখা হচ্ছে? ‘কী আছে ওই দিন’ হালকা হেসে প্রশ্ন ছুড়ে দিলেন সিদ্ধার্থ।

নীরব হাসিই কি তবে সম্মতির লক্ষণ? শোনা যাচ্ছে, ডেসটিনেশন ওয়েডিং করতে চলেছে এই জুটি। ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’-র খবর অনুযায়ী, ফেব্রুয়ারির ৪ ও ৫ তারিখ সংগীত ও গায়েহলুদের অনুষ্ঠান। তাই ইতোমধ্যে গানের লিস্টও তৈরি করা হয়েছে কিয়ারার তত্ত্বাবধানে।




১২৪ একর ভুট্টা খেতে ‘মেসি’ ফুটিয়ে তুললেন কৃষক

বিশ্বকাপজয়ী লিওনেল মেসিকে ভালোবেসে শ্রদ্ধা জানিয়ে কত জনে কত বিচিত্র-অদ্ভুত কাণ্ডকারখানাই তো করেছেন বা করছেন। আর্জেন্টিনার এক সমর্থক যেমন নিজ মুখে মেসির ট্যাটু এঁকে সমালোচিত হয়েছেন। তীব্র সমালোচনার মুখে পরে সেই ট্যাটু মুছেও ফেলেছেন। তবে আর্জেন্টিনারই এক কৃষক এমন এক বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছেন, যা এরই মধ্যে ফুটবল দুনিয়াকে বিস্ময়ে হতবাক করে দিয়েছে। ঐ কৃষক যে মেসিকে ফুটিয়ে তুলেছেন ফসলের খেতে। ভুট্টারখেতে ভুট্টার চারায় চারায় এঁকেছেন মেসির দাড়ি-গোঁফ সমৃদ্ধ মুখখানা। যেন ভুট্টার খেতে শুয়ে আছেন জীবন্ত মেসি!

তা-ও এক-দুই বিঘা জমিতে নয়, ঐ কৃষক মেসিকে ফুটিয়ে তুলেছেন ১২৪ একর, তা ৩৭২ বিঘা জমিতে! বিস্তীর্ণ খেত জুড়ে মেসির মুখটি পরিষ্কারভাবে ফুটে উঠেছে ড্রোন ক্যামেরায়। মানে ভুট্টার খেতটিতে গেলেও আপনি খালি চোখে মেসির মুখ দেখতে পাবেন না। খেতের পাশে দাঁড়িয়ে তা দেখা সম্ভব নয়। ভুট্টার চারায় অঙ্কিত মেসিকে দেখতে হলে আপনাকেও ড্রোন ক্যামেরাসমেত বিমান নিয়ে যেতে হবে।

বিস্ময়কর এই কাজটি সফলতার সঙ্গে সম্পন্ন করা কৃষকের নাম ম্যাক্সিমিলিয়ানো স্পিনাজ্জি। তার বাড়ি আর্জেন্টিনার মধ্য করদোবা রাজ্যের লস কনদোরেসে। তিনি মূলত ভুট্টা চাষি। কাজটি সম্পন্ন করেছেন তিনিই। তবে ফসলের খেতে জীবন্ত মেসিকে ফুটিয়ে তোলার ভাবনাটা প্রথম আসে কৃষি প্রকৌশলী কার্লোস ফারিকেল্লি। তিনি আর্জেন্টিনার অনেক কৃষকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। পরে চ্যালেঞ্জটা নেন ম্যাক্সিমিলিয়ানো স্পিনাজ্জি। এর পর দুজনে মিলে শুরু করেন গবেষণা, মেসিকে ফুটিয়ে তুলতে কীভাবে বীজ ছিটাতে হবে, কোথায় বেশি করে বীজ ছিটাতে হবে, কোথায় কম বীজ ছিটাতে হবে—গবেষণার মাধ্যমে সবকিছুই করা হয়েছে পরিকল্পনা মতো। দাড়ি, গোঁফ, চোখের ভ্রু, মাথার চুল—এসব জায়গার জন্য বেশি করে বীজ ছিটানো হয়, যাতে চারাগাছ ঘন হয়। মুখায়বের বাকি অংশগুলোর জন্য বীজ ছিটানো হয় পাতলা করে।

নিজেদের প্রচেষ্টায় সফল হওয়ায় ভীষণ খুশি তারা। তারা খুশি মেসিকে এভাবে শ্রদ্ধা জানাতে পেরে। কৃষক ম্যাক্সিমিলিয়ানো স্পিনাজ্জি বলেছেন, ‘আমার কাছে মেসি অপরাজেয়। তারা এখন বিশ্ব চ্যাম্পিয়ন। মেসির মুখ শস্যখেতে ফুটিয়ে তুলতে পেরে সত্যিই আমি উচ্ছ্বসিত।’ প্রকৌশলী ফারকেল্লি বলেছেন, ‘ফসলের মাঠে মেসিকে ফুটিয়ে তুলতে কীভাবে শস্যদানা ছিটাতে হবে, এই ধারণাটা আমারই। এটি মেসির প্রতি আমাদের শ্রদ্ধা।’

উল্লেখ্য, ভুট্টাই আর্জেন্টিনার প্রধান কৃষিপণ্য। ভুট্টা রপ্তানিতে মেসিদের দেশ বিশ্বে তৃতীয়।

সূত্র: ইত্তেফাক




হোটেল আটলান্টিকা কাণ্ডে সাংবাদিক জনির ২ দিনের রিমাণ্ড মঞ্জুর

মেহেরপুরে হোটেল আটলান্টিকা কাণ্ড মামলায় গ্রেফতার দেখানো সাংবাদিক মিজানুর রহমান জনির ২ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: তারিক হাসান এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল হোটেল আটলান্টিকা কাণ্ড মামলায় গ্রেফতার দেখানো সাংবাদিক মিজানুর রহমান জনির ৭দিনের রিমাণ্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আশরাফ আলী। আদালতে আসামি সাংবাদিক মিজানুর রহমান জনি অসুস্থতার কারণ দেখিয়ে রিমাণ্ডের বিরোধীতা করেন তার আইনজীবী। আদালতের রিমাণ্ড আবেদন শুনানি শেষে বিজ্ঞ বিচারক ২ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আশরাফ আলী জানান, হোটেল আটলাণ্টিকা কাণ্ড মামলার অধিকতর তদন্তের স্বার্থে আদালতে মিজানুর রহমান জনির ৭দিনের রিমাণ্ড চাওয়া হয়। আদালতের বিজ্ঞ বিচারক ২ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।
হোটেল আটলান্টিকা কাণ্ডে ব্লাকমেইলার চার সাংবাদিকের অন্যতম মিজানুর রহমান জনি। এ নিয়ে আসামি প্রিয়া খাতুন ও ছন্দা পৃথক পৃথক ১৬৪ ধারার জবানবন্দিতে জনিকে অভিযুক্ত করেন। এ নিয়ে সংবাদ প্রকাশের পর থেকে জনি আত্নগোপনে ছিলেন।

অপরদিকে, সাংবাদিক মিজানুর রহমান জনিকে চাঁদাবাজি ও প্রতারণা মামলায় গত ১৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা শহর থেকে গ্রেফতার করে মেহেরপুর সদর থানা পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের সহযোগিতায় মেহেরপুর সদর থানা পুলিশের একটা টিম তাকে এনটিভি মেহেরপুর জেলা প্রতিনিধির ক্যামেরা ছিনতাই ও প্রতারণার অভিযোগে গ্রেফতার করে।

গত ২২ নভেম্বর মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিজে বাদি হয়ে একটা মামলা দায়ের করেন সাংবাদিক রেজ আন উল বাসার তাপস। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানা পুলিশকে এফআরআই এর নির্দেশ দেন। পরে গত ১০ জানুয়ারি হোটেল আটলান্টিকা কাণ্ড মামলায় জনিকে শোন এ্যারেষ্ট মঞ্জুর করে আদালত।

উল্লেখ্য, ২২ নভেম্বর মউকের একটি চাঁদাবাজী মামলার আসামী হিসেবে হোটেল আটলান্টিকায় অসামাজিক কার্যকলাপের অন্যতম হোতো নাজনিন খান প্রিয়াকে আটক করে সদর থানা পুলিশ। পরে ওই মামলাটি ডিবিতে হস্তান্তর করা হলে ডিবি পুলিশ মামলার তদন্তকালে ৩০ নভেম্বর মেহেরপুরের ওয়াপদা সড়কে আটলান্টিকা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে হোটেল মালিক মতিয়ার রহমান, তার ছেলে মামুন এবং সদর উপজেলার হিজুলী গ্রামের এনামুল হকের মেয়ে ছন্দা খাতুনকে গ্রেফতার করে। ছন্দা খাতুনকে ১৬৪ ধারায় জবাবনবন্দীতে হোটেল আটলান্টিকার অসামাজিক কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। তার জবানবন্দীতে উঠে আসে ভয়ংকর সব তথ্য। হোটেল মালিক মতিয়ার ও তার ছেলে মামুন স্থানীয় কিছু সাংবাদিকের সহায়তায় হোটেলে বিভিন্ন মেয়েদের ব্যবহার করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ধারণ করে সেগুলো সাংবাদিকদের মাধ্যমে চাদাবাজি করে আসছিলেন।

ছন্দা খাতুনের জবানবন্দী নিয়ে মেহেরপুর প্রতিদিনে সংবাদ প্রকাশ হলে মেহেরপুরসহ আশেপাশের কয়েকটি জেলায় সংবাদটি তোলপাড় সৃষ্টি করে। যার রেশ এখনো চলমান। সংবাদে মেহেরপুরের চার সাংবাদিক ও এক আইনজীবীর কথা উঠে আছে। প্রকাশিত ওই সংবাদের চার সাংবাদিকের একজন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক মিজানুর রহমান জনি।

প্রসঙ্গত, হোটেল আটলান্টিকা কাণ্ডে পুলিশ এ পর্যন্ত ৮ জনকে আটক করেছে। আটকৃতরা হলেন- কথিত সাংবাদিক নাজনিন খান প্রিয়া, হোটেল মালিক মতিয়ার রহমান, তার ছেলে মামুন, হিজুলির ছন্দা খাতুন, হোটেল কর্মচারী হাসিবুল হক জয়, সাংবাদিক মিজানুর রহমান জনি, নিহাল আল মুকিত ও শাহজাহান আলী।




গাংনীতে কবরস্থানের রাস্তা নিয়ে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরের গাংনী উপজেলার কড়ুইগ্রাছি মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে গ্রামবাসী মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার বিকেলে গ্রামের সামাজিক কবরস্থানের সড়কে মানববন্ধন করেন। মানববন্ধনের বক্তারা জানান, গ্রামের কয়েকজনকে মিথ্যা মামলায় হয়রানি করছে এমন অভিযোগ উত্থাপন করে অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে গ্রামের বয়োবৃদ্ধ মোশারফ হোসেন মন্ডলের নেতৃত্বে বক্তব্য রাখেন কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক সুমন আলী, সদ্য জমিদাতা হানজালা, ইসরাফিল হুসাইন উজ্জল, ফজলুল হক রবিউল ইসলাম।

বক্তরা বলেন, গ্রামবাসীর সকলের জন্যই কবরস্থান উন্মুক্ত। কবরস্থানের প্রবেশ মুখে সামান্য একটু জমির কারণে রাস্তা বন্ধ ছিল। সাম্প্রতিক সময়ে ওই জায়গার মালিক হানজালা আড়াই শতক জমি কবরস্থানের নামে দান করেন। তখন থেকে সংস্কারের জন্য রাস্তায় মাটি ফেলা শুরু হয়। গ্রামের মানুষের স্বার্থে প্রায় সকলে মিলে কবরস্থানের উন্নয়নে মনোনিবেশ করেন। কাজ চলমান অবস্থায় গ্রামের গোলাম জাকারিয়া ও গোলাম রসুল আড়াই শতক জমি নিজেদের দাবি করে জোরপূর্বক দখলের অভিযোগ তুলে মেহেরপুর আদালতে ১৪৫ ধারায় একটি পিটিশন দায়ের করেন। যা তদন্তাধীন রয়েছে। এখানে বিবাদি করা হয়েছে কবরস্থানের উন্নয়নের দায়িত্বে থাকা গ্রামের ৮ জনকে।

বক্তারা বলেন, হানজালা তার ক্রয় করা সম্পত্তি দান করেছেন। এখানে কোন প্রকার জটিলতা নেই। গোলাম জাকারিয়া ও গোলাম রসুল পক্ষ চায় না যে গ্রামে কবরস্থানের হোক কিংবা রাস্তা হোক। তারা ব্যক্তি স্বার্থে গ্রামের মানুষের বৃহত্তর স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের ক্ষমতার জোরে গ্রামের মানুষকে এ মামলায় হয়রানি করে যাচ্ছে।

একদিকে গ্রামের মানুষ হয়রানি অন্য দিকে অন্য কোন মামলায় গ্রেফতারের হুমকিতে দিশেহারা হয়ে পড়েছেন। তাই মিথ্যা মামলায় রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
মানববন্ধনে গ্রামে নারী, শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ গ্রহণ করেন।




দর্শনা কেরুজ চিনিকলের কৃষিখামার পরিদর্শন শিল্পমন্ত্রানালয়ের সিনিয়র সহকারী সচিব 

দর্শনা কেরুজ চিনিকলের বিভিন্ন কৃষিখামার পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রানালয়ের সিনিয়র সহকারী সচিব আফরোজা বেগম পারুল।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খামারগুলো সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে আফরোজা বেগম পারুল বলেন, বর্তমান সরকারের সঠিক পরিকল্পনায় কৃষি উৎপাদনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। সরকার কৃষকদের সম্ভাব্য সব রকম উপকরণ সহায়তা দিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের প্রবর্তিত কৃষি উপকরণ সহায়তা দেশে ও বিদেশে বিপুলভাবে প্রশংসিত হয়েছে। সেই সাথে কৃষি গবেষনা প্রতিষ্ঠানগুলো প্রতিকল ও অপ্রতিকল পরিবেশ উপযোগী উচ্চ ফলনশীল কৃষি বীজ উদ্ভাবন করেছে। স্বাধীনতার আগে প্রায় সাত কোটি মানুষের খাদ্য উৎপাদন করতেই হিমশিম খেতে হয়েছে দেশকে। তখন আমদানি করে চাহিদা মেটাতে হতো। অথচ এখন দেশের লোকসংখ্যা দ্বিগুণেরও বেশি, পাশাপাশি আবাদি জমির পরিমাণ কমেছে প্রায় ৩০ শতাংশ। এরপরও খাদ্যশস্য উৎপাদনের রেকর্ড গড়েছে বাংলাদেশ। পরিশ্রমী কৃষক ও কৃষি বিজ্ঞানীদের যৌথ প্রয়াসেই এ সাফল্য। কেবল উৎপাদন বৃদ্ধিই নয়, হেক্টরপ্রতি ফলনও বৃদ্ধি পেয়েছে। কৃষকরা এখানেই থেমে যাননি। একই জমিতে বছরে একাধিক ফসল চাষের দিক থেকেও দৃষ্টান্ত সৃষ্টি করেছে। আর এ সাফল্য সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকের পাশাপাশি সঠিক পরিকল্পনা ফলে সরকারি কৃষি খামার গুলোও ঘুরে দাঁড়াতে শুরু করেছে।  দর্শনা কেরুজ চিনিকলের কৃষিখামার পরিদর্শনে এসে তার বাস্তবতা দেখলাম।

সফরসঙ্গী হিসাবে তাঁর সাথে ছিলেন, শিল্পমন্ত্রানালয়ের সিনিয়র সহকারী সচিব (এমআইএস) সিরাজুছ ছালেকীন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ব্যবস্থাপক (মিলস ফার্ম) রওসন আরা আরজু।

এসময় আরও উপস্থিত ছিলেন, চিনিকলের ব্যবস্থপনা পরিচালক মোশারফ হোসেন, খামার ব্যবস্থপক সুমন কুমার সাহা, ফুরদেশপুর কৃষি খামার ইনচার্জ এমদাদুল হক। ঢাকা থেকে পরিদর্শনে আসা সদস্যরা বিশেষ করে ফুরশেদপুর খামারে আখের পাশাপাশি ছোলা, মসুরী, খেসারী, সরিষা, আলু, সূর্যমুখি ফুল সহ ৯ প্রকার খাদ্য শস্য উৎপাদন করা প্লটগুলো ঘুরে দেখেন।




জীবননগরে জমির আইল কাটাকে কেন্দ্র করে হামলা যুবক জখম

জীবননগর উপজেলার শ্রীরামপুর মাঠে জমির আইল কেটে জমি নষ্ঠ করার ঘটনায় প্রতিবাদী কৃষক যুবককে মেশিনের হ্যান্ডিল দিয়ে মারাত্মক ভাবে জখম করা হয়েছে।

ঘটনাটি  বৃহস্পতিবার সকালের দিকে সংঘটিত হয়েছে। জখম যুবককে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া মাঝপাড়ার প্রান্তিক কৃষক শফিকুল ইসলাম বলেন,আমার পার্শ্ববর্তী শ্রীরামপুর মাঠে থাকা আমার জমির আইল গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে শফিউদ্দি শফি পর্যায়ক্রমে কেটে নষ্ট করার ব্যাপারে আমার ছেলে  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে প্রতিবাদ জানায়।

এসময় শফি আমার ছেলে ইলাহি ওরফে ইলার(৩৪) ওপর ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারপিট করে জখম করে। শফি আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে মাথায় মেশিনের হ্যান্ডিল দিয়ে আঘাত করে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম করে। আমার ছেলে মাটিতে লুটিয়ে পড়ার পরও শফি তাকে মারপিট করে জখম করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাঁকা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মিন্টু মিয়া বলেন,ঘটনার সময় একই মাঠের পার্শ্ববর্তী জমিতে আমি কাজ করছিলাম। ওই সময় শফি ও ইলার মধ্যে জমির আইল কাটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শফি ইলার মাথায় আঘাত করলে ইলার মাথা কেটে রক্তাক্ত জখম হয়।

আমরা ঘটনাস্থলে পৌছানোর আগেই শফি ঘটনাস্থান থেকে সরে যায়। এ সময় ইলাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার ব্যাপারে থানায় লিখিত অভিযোগ হয়েছে। তারপরও আমরা চেষ্টা করছি,ঘটনাটি স্থানীয় ভাবে আপস নিস্পত্তি করা যায় কিনা।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল খালেক বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ভিকটিমের মাথায় কাটা ছবি দেখেছি। ঘটনাটি তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।