বন্ধুদের মধ্যে নেটফ্লিক্সের পাসওয়ার্ড আদানে নিশেধাজ্ঞা জারি

নতুন বছর থেকে বন্ধুদের মধ্যে নেটফ্লিক্সের পাসওয়ার্ড আদানে নিশেধাজ্ঞা জারি করেছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। কিন্তু কীভাবে এই অভ্যাস আটকাবে এ সংস্থা? সে নিয়েই আলোচনা করছেন অনেকেই।

নেটফ্লিক্স ব্যবহারকারীর সংখ্যা কম নয়। অথচ সেই তুলনায় সংস্থার বার্ষিক আয় খুবই কম। সমীক্ষায় এই বিষয়টি উঠে আসতেই অনুসন্ধান শুরু করেছেন নেটফ্লিক্স কর্তৃপক্ষ। কয়েক মাস ধরে নানা উপায় বের করার চেষ্টা করছিলেন সংস্থার প্রযুক্তিবিদরা।

সংস্থার প্রধান রিড হেস্টিং সম্প্রতি জানিয়েছেন, একই পাসওয়ার্ড কত জন মিলে ব্যবহার করছেন, তা বুঝে ফেলবে নতুন প্রযুক্তি। আর তখনই পাসওয়ার্ড ভাগ করে নেওয়া আটকে দেবে সেটি।

নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, একই অ্যাকাউন্ট অনেকে মিলে ব্যবহার করলে গ্রাহকসংখ্যা এমনিতেই কমতে থাকে। সমীক্ষায় দেখা গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই একটি পাসওয়ার্ড ব্যবহার করে একসঙ্গে তিন-চার জন অ্যাকাউন্ট খোলেন। সাবস্ক্রিপশনের অর্থ নিজেদের মধ্যে ভাগ হয়ে যাওয়ায় বাড়তি সুবিধা পাওয়া যেত এত দিন। এখন আর তা হবে না।

নেটফ্লিক্সের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করতে পারে দর্শক। তবে এ ক্ষেত্রে তাদের হাত-পা বাঁধা, সে কথা স্পষ্ট করে জানিয়েছে ওটিটি সংস্থাটি। তবে কর্তৃপক্ষ আশা করছে নতুন এ পদক্ষেপের ফলে নতুন দর্শক পাবে নেটফ্লিক্স।

তবে প্রশ্ন উঠছে, কে বিনামূল্যে নেটফ্লিক্স পরিষেবা নিচ্ছে, তা কীভাবে বুঝবে সংস্থা? স্ট্রিমিং প্ল্যাটফর্মের তরফ থেকে জানানো হয়েছে, আইপি অ্যাড্রেস, ডিভাইস অ্যাড্রেস ও অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি দেখে বোঝা যাবে একই পাসওয়ার্ড ব্যবহার করে কতজন নেটফ্লিক্স দেখছেন। তা বুঝে ফেলতে পারলেই আটকানো যাবে এভাবে নেটফ্লিক্স ব্যবহারের প্রবণতা।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

মেহেরপুরের গাংনীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৩ পালন উপলক্ষে র‌্যালী,আলোচনাসভা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(০২ ফেব্রুয়ারী) বেলা ১১ টার সময় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির খামার প্রশিক্ষণ কেন্দ্র মিললায়তনে নানা অনুষ্ঠানের আয়োজন করে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) ।

‘‘নিরাপদ খাদ্য,সমিৃদ্ধি জাতি স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি” এ প্রতিপাদ্যে পিকেএসএফ পরিচালিত পিএসকেএস দিবসটি উদযাপন উপলক্ষে এদিন সকালে খামার প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি র‌্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুর রউফ।

পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির উপ পরিচালক কামরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ খাদ্য পরিদর্শক মোঃ ফাহিম ফয়সাল ও ইবাদত খানা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ লাল্টু ইসলাম।

সংস্থার কৃষি ইউনিটের কৃষি অফিসার মোঃ মোস্তফা রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ নিরাপদ খাদ্য ও স্মার্ট বাংলাদেশ নিয়ে অলোচনা করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ৪৭জন প্রতিযোগী অংশ গ্রহন করে। প্রতিযোগীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরুস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা।




দামুড়হুদায় অবৈধ ট্রাক্টর পাখি ভ্যান ও আলম সাধুর সংঘর্ষে স্কুলছাত্রীসহ আহত ৪

দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখ ইট ভাটার সামনে অবৈধ ট্রাক্টর পাখি ভ্যান ও আলম সাধু মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলম সাধু চালক ও পাখি ভ্যানে থাকা যাত্রীসহ ৪জন গুরুতর আহত হয়েছে।

আহতরা হলেন, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে ভ্যান চালক নাসির উদ্দিন (৫৫), জাহিদুল ইসলামের মেয়ে সুমাইয়া খাতুন (১২), শফিউর রহমানের মেয়ে শেফা খাতুন (১২)ও কাদিপুর গাংপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে আলম সাধু চালক হোসাইন (১৮)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হইতে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার, ওয়াহেদ মাহমুদ রবিন প্রাথমিক চিকিৎসা দিয়ে আলম সাধু চালকের অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় রাজশাহী রেফার্ড করেন, পাখি ভ্যানের যাত্রী সুমাইয়া খাতুন কে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে রাখেন। পাখি ভ্যান চালক নাসির উদ্দিন ও পাখি ভ্যানের যাত্রী মোছাম্মৎ সেফা খাতুন কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র প্রদান করেন।

স্থানীয়রা সূত্রে জানা যায়, দামুড়হুদা অভিমুখ হইতে আসছিলো অবৈধ ট্রাক্টর, দর্শনা অভিমুখ হইতে আসছিলো আলম সাধু ও জয়রামপুর থেকে পাখি ভ্যান চালক দুইজন স্কুলছাত্রী নিয়ে দামুড়হুদায় আসছিলো এই সময় হাউলী ইউনিয়নের জয়রামপুর শেখ ইট ভাটার সামনে পৌছালে একটি অবৈধ ট্রাক্টর অন অভিজ্ঞ ড্রাইভার পাখি ভ্যান ও আলম সাধুর সামনাসামনে ধাক্কা মারে । এতে আলম সাধু চালক, পাখি ভ্যান চালক সহ যাত্রীরা ছিটকে পাকা রাস্তায় পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। অবৈধ ট্রাক্টর ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ট্রাক্টরটি দামুড়হুদা মডেল থানা হেফাজতে নেন পুলিশ।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, দূঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থানে যায়,আহত ৪ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।ট্রাক্টরটি আমাদের হেফাজতে রয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নূর জাহান রুমি বলেন, দুইজনের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে, একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে,অপর একজন আশংকাজনক হওয়ায় রাজশাহী রেফার্ড করা হয়েছে।




বেটিসকে হারিয়ে শীর্ষস্থান মজবুত বার্সেলোনার

রাফিনহা এবং রবার্ট লিওয়ানদোস্কির গোলে রিয়াল বেটিসকে ২-১ ব্যবধানে হারিয়ে লা লিগায় আট পয়েন্টে এগিয়ে গেছে শীর্ষস্থানে থাকা বার্সেলোনা। ইনজুরির কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন ফরাসি উইঙ্গার ওসমানে ডেম্বেলে।

আর তাই রাফিনহা নিজেকে প্রমাণের সুযোগ পুরোপুরি কাজে লাগান। ম্যাচের ৬৫ মিনিটে রাফিনহা বার্সেলোনাকে এগিয়ে দেন। তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা লিওয়ানদোস্কি ম্যাচ শেষের ১০ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন। ৮৫ মিনিটে জুলেস কুন্ডের আত্মঘাতি গোলে বেটিস এক গোল পরিশোধ করে। কিন্তু তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিলনা। ম্যাচ শেষে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘আমি মনে করি আজ আমরা দারুণ খেলেছি। এ মাঠে খেলাটা সবসময়ই কঠিন। এই ফলাফলে আমি শুধুমাত্র খুশী না, একইসাথে দলের ক্রমাগত উন্নতিতে আমি আশাবাদী।’

এর আগে তিনটি লিগ ম্যাচেই বার্সেলোনা ১-০ গোলে জয়ী হয়েছিল। এর মধ্যে গত সপ্তাহে কাতালান প্রতিদ্বন্দ্বী জিরোনার বিরুদ্ধে একেবারেই সাদামাটা পারফরমেন্স দেখিয়েছিল বার্সা। কিন্তু কাল আবারো নিজেদের ফর্ম প্রমাণে শুরু থেকেই ব্যস্ত ছিল জাভির শিষ্যরা। বেটিসের শুরুটাও ভাল হয়েছিল। লুইজ হেনরিকের একটি শট ব্লক করে দিয়ে ম্যাচের শুরুতেই বার্সাকে রক্ষা করেছেন আলেহান্দ্রো বালডে। অন্যদিকে লেভার হেড অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। পেড্রির শটও বার্সেলোনাকে এগিয়ে দিতে পারেনি। অফসাইডের কারণে রাফিনহার একটি গোল বাতিল হয়ে যায়। দুই অর্ধে দুইবার বেটিস গোলরক্ষক রুই সিলভা পেড্রিকে হতাশ করেন।

ডি বক্সের ভিতর আবার ভিনিসিয়াসের ফাউলের বিপরীতে রাফিনহা পেনাল্টির জোড়ালো আবেদন করেও সফল হতে পারেননি। দ্রুত নেয়া একটি ফ্রি-কিক থেকে ফ্রেংকি ডি জং বালডের দিকে বল বাড়িয়ে দেন। তরুণ এই মিডফিল্ডারের যোগান দেয়া বলেই রাফিনহা ৬৫ মিনিটে ডেডলক ভাঙ্গেন। লা লিগায় সর্বোচ্চ গোলদাতা লিওয়ানদোস্কির তিন ম্যাচ পরে ফেরাটা একের পর এক ব্যর্থতায় হতাশায় রূপ নিচ্ছিল। যদিও শেষ পর্যন্ত আর খালি হাতে ফিরতে হয়নি এই পোলিশ স্ট্রাইকারকে।

রোনাল্ড আরাউজোর সহায়তায় লা লিগা মৌসুমের ১৪ ও সব মিলিয়ে ২৩তম গোল করেন লেভা। বালডের আরও একটি ক্রস থেকে বদলী খেলোয়াড় আনসু ফাতির হেড অল্পের জন্য বাইরে চলে যায়। ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে কুন্ডের কারণে আত্মঘাতি গোলের লজ্জা পায় বার্সেলোনা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে মাঠ ছাড়েন বেটিস মিডফিল্ডার উইলিয়াম কারভালহো।

সূত্র: ইত্তেফাক




এক লাফে ২৬৬ টাকা বাড়লো এলপিজির দাম

ভোক্তা পর্যায়ে বৃদ্ধি পেয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নতুন নির্ধারিত দাম অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ করতে হবে ১ হাজার ৪৯৮ টাকা, যা এতোদিন ছিলো ১ হাজার ২৩২ টাকা। অর্থাৎ আগের তুলনায় দাম বৃদ্ধি পেয়েছে ২৬৬ টাকা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম নির্ধারণ করে। এ দিন দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন এ দাম ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে প্রযোজ্য ও কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১২১ দশমিক ৬২ টাকায় বা রেটিকুলেটেড পদ্ধতিতে গ্যাসীয় অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি লিটার ০ দশমিক ২৭০৩ টাকায় সমন্বয় করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ মূল্য প্রতি লিটার ৬৯ দশমিক ৭১ টাকায় সমন্বয় করা হলো। সমন্বয়কৃত উক্ত মূল্য ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে প্রযোজ্য ও কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

এর আগে, গত জানুয়ারিতে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৬৫ টাকা কমিয়ে ১ হাজার ২৩২ টাকা নির্ধারণ করে এনার্জি রেগুলেটরি কমিশন। গত ডিসেম্বরে যার দাম ছিলো ১ হাজার ২৯৭ টাকা। তার আগের মাসে (নভেম্বর) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২০০ টাকা থেকে ৫১ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে ১০ দফা বাস্তবায়নের দাবিতে জেলা বিএনপির লিফলেট বিতরণ

আগামী ৪ ফেব্রুয়ারী খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ও বিএনপি ঘোষিত যুগপৎ আন্দোলনে ১০ দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে দলীয় নেতকর্মীদের নিয়ে পথচলতি মানুষ ও বিভিন্ন ব্যবসায়ীদের লিফলেট বিতরণ করেন।

এসময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন ও জেলা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




একফ্রেমে শাহরুখ-সালমান, আমির-অমিতাভ

পঞ্চাশ পেরিয়েও এখনও যশ চোপড়ার প্রযোজনা সংস্থাটি নিজের আলোতে উজ্জ্বল। সম্প্রতি ‘পাঠান’র দৌলতে প্রযোজনা সংস্থারটি বেশ উর্পাজন করেছে, এর মধ্যেও নতুন চমক দিলো যশরাজ ফিল্মস।

প্রযোজনা সংস্থার ব্যানারে এ প্রথম ভারতের ৩৫ জন সুপারস্টারকে দেখা যাবে একসঙ্গে।

অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমন খান, আমির খান থেকে শুরু করে অভিষেক বচ্চন, রণবীর সিং, রণবীর কাপুর, মাধুরী, করণ জোহর ঝলক মিলল বহু তারকার। ঝলক মিলল প্রয়াত ঋষি কাপুরেরও। এতো বলিউড-প্রেমীদের জন্য একেবারে স্বপ্ন! তাহলে এবার বিস্তারিত বলা যাক।

আসলে ঋষি কাপুর, অনিল কাপুর, অমিতাভ বচ্চন, শ্রীদেবী থেকে শুরু করে শাহরুখ ও কাজল, সালমান খান, আমির খান, হালফিলের রণবীর সিং, রণবীর কাপুর বলিউড সুপারস্টাররা একের পর এক সুপারহিট ফিল্ম উপহার দিয়েছেন যশরাজ ফিল্মসের ব্যানারে। পঞ্চাশ পেরিয়ে এবার তারই উদযাপন সিনেম্যাটিকভাবে।

এ তারকার সমাহারের নেপথ্যে আসলে নেটফ্লিক্সয়ের নতুন ডকু সিরিজ ‘দ্য রোম্যান্টিকস’। যেখানে বলিউড সুপারস্টাররা যশরাজ ঘরানা প্রসঙ্গে কথা বলেছেন। কখনও ভেসে গিয়েছেন অতীতের স্মৃতিতে। আবার কখনও বা আধুনিক বলিউড মশালা ফিল্মের মেকিং নিয়ে আলোচনা করেছেন। আসলে যশ রাজ এবং তার যোগ্য উত্তরসূরী আদিত্য চোপড়ার জার্নি উঠে আসবে এই ডকু সিরিজের হাত ধরে। যার এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে রয়েছেন যশ চোপড়ারই আরেক ছেলে উদয় চোপড়া। আর পরিচালনার দায়িত্বে রয়েছেন স্মৃতি মুন্দ্রা। যিনি ‘দ্য ইন্ডিয়ান ম্যাচ মেকিং’ তৈরি করেছিলেন।

এ সিরিজের সব থেকে বড় চমক আদিত্য চোপড়ার সাক্ষাৎকার। ২০ বছর পর আবারও ক্যামেরার মুখোমুখি হবেন তিনি।

সূত্র: ইণ্ডিয়া এক্সপ্রেস




দামুড়হুদা নতুন হাউলী ফুরকানিয়া বহুমুখী মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল

দামুড়হুদা নতুন হাউলী ফুরকানিয়া বহুমুখী মাদ্রাসার উদ্যোগে বুধবার বাদ আছর মাদ্রাসা চত্তরে ইদ্রিস আলী মাষ্টারের সভাপতিত্বে ২য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন হযরত মাওঃ শামসুল আরিফিন ও দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখেন হযরত মাওঃ মেহেদী হাসান, কুরআন ও হাদীস থেকে তাফসির পেশ করেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি শরিফুল আলম, সাধারণ সম্পাদক দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামিরুল ইসলাম, সহ-সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী জাহিদুল ইসলাম, জমিদাতা ইব্রাহিম হোসেন মানো, মাদ্রাসার পরিচালক হাফেজ মাওঃ রকিবুল ইসলাম শাহরিয়ার এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মুরছুল্লি, গণ্যমান্যব্যক্তিবর্গ ও দূর দুরান্ত থেকে আগত মুরছুল্লিবৃন্দ।




মেহেরপুর জেলা বিএপির প্রস্তুতি সভা

সরকারের পদত্যাগ ও জাতীয় সংসদ নির্বাচনকালীন দল-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মেহেরপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভা।

বুধবার জেলা বিএনপির কার্যালয়ে মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুনের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দীন।

বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনা করেন। প্রস্তুতি সভায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




চুয়াডাঙ্গায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

চুয়াডাঙ্গায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। ধর্ম যার যার রাষ্ট্র সবার প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা সদর থানাধীন মডেল মসজিদ হল রুমে ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব মিলনায়তনে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে অসাম্প্রদায়িক দেশের কথা বলা হয়েছে। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি। আমরা যে যে ধর্মের মানুষই হইনা কেন আমাদের কতিপয় দায়িত্ব কর্তব্য রয়েছে। আমরা সমাজবদ্ধভাবে সামাজিক জীব হিসেবে এক সাথে কাজ করতে চাই দেশের উন্নয়নে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন , চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি মার্টিন হিরোক, চুয়াডাঙ্গা নিউ মার্কেট জামে মসজিদের পেশ ইমাম জুনাইদ আল হাবিব সহ শতাধিক সকল ধর্মাবলম্বী নেতৃস্থানীয় সদস্যবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।