ঝিনাইদহ ক্যাডেট কলেজে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শীতে কাপছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। তীব্র এই শীতে সমাজের নিম্ন আয়ের মানুষকে একটু উষ্ণতা দিতে ঝিনাইদহ ক্যাডেট কলেজ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (জেক্সকা)’র উদ্দ্যোগে ৫’শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ ক্যাডেট কলেজ প্রাঙ্গণে এ কম্বল বিতরণের আয়োজন করে জেক্সকা।

কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক গালিব মোহাম্মদ। সেসময় কলেজের অধ্যক্ষ কর্ণেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এ্যাডজুটেন্ট মেজর সরফরাজ নেওয়াজ, জেক্সকার সহ-সভাপতি ডাঃ আবুল বাসার, আল মেহের, সাংস্কৃতিক সম্পাদক ডা. বাপ্পা, সদস্য নাহিদুর রহমান, আরশাদ পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় শহরের বিভিন্ন এলাকার ৫’শাতধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতে কম্বল পেয়ে অসহায় হতদরিদ্র মানুষেরা সন্তুষ্টি প্রকাশ করেন।




চুয়াডাঙ্গায় নগদ টাকাসহ প্রায় ২৮ লক্ষাধিক টাকার মোবাইল চুরি

চুয়াডাঙ্গা শহরের নাফি টেলিকম নামে একটি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা ও নতুন মোবাইলফোন সহ প্রায় ২৮ লক্ষাধিক টাকা চুরি গেছে বলে দাবি দোকান মালিকের।

আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে চোরচক্রের সদস্যরা শহরের শহীদ আবুল কাশেম সড়কের নাফি টেলিকমের তালা ভেঙে দোকানে প্রবেশ করে। সিসিটিভি ক্যামেরার বাইরের সংযোগ বিচ্ছিন্ন করে নগদ ৭ লাখ টাকাসহ বেশ কয়েকটি নতুন মোবাইলফোন চুরি করে নিয়ে যায়। পরে দোকান থেকে বেড়িয়ে তারা সার্টারে আবার নতুন তালা লাগিয়ে সটকে পড়ে। এতে প্রায় ২৮ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে বলে দাবি করেছে দোকান মালিক।

নাফি টেলিকমের সত্বাধিকারী মাইনুল হাসান রিপন জানান, তালা কেটে চুরির পর দোকানে আবার নতুন তালা লাগিয়ে চলে যায়। পরে দোকান খুলতে গিয়ে খুলতে না পেরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ আবার তালা ভেঙে দোকানে ঢুকে সবকিছু তছনছ অবস্থায় দেখতে পায়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালিদ হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে।




ঢাকা আহ্ছানিয়া মিশনে চাকরির সুযোগ

নিয়োগ দিচ্ছে ঢাকা আহ্ছানিয়া মিশন। প্রতিষ্ঠানটির স্বাস্থ্য এবং ওয়াশ সেক্টর ফিল্ড ফ্যাসিলিটেটর পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আবেদন নেওয়া শুরু হয়েছে গত ২১ ডিসেম্বর থেকে। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩০ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ঢাকা আহ্ছানিয়া মিশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রতিষ্ঠানের নাম : ঢাকা আহ্ছানিয়া মিশন

চাকরির ধরন : বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৪

পদ ও লোকবল : ১টি ও ২ জন

আবেদন করার মাধ্যম : অনলাইন

আবেদন শুরুর তারিখ : ২১ ডিসেম্বর ২০২৪

আবেদনের শেষ তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৪

অফিশিয়াল ওয়েবসাইট : https://www.ahsaniamission.org.bd

আবেদন করার লিংক : অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম : ঢাকা আহ্ছানিয়া মিশন

পদের নাম : ফিল্ড ফ্যাসিলিটেটর

বিভাগ : স্বাস্থ্য এবং ওয়াশ সেক্টর

পদসংখ্যা : ০২টি

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক ডিগ্রি

অন্য যোগ্যতা : কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল এবং ইন্টারনেট ব্যবহারে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা : সর্বোচ্চ ৪৫ বছর

কর্মস্থল : বরগুনা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর

বেতন : ৩০,০০০ টাকা (মাসিক)

অন্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

সূত্র: কালবেলা




নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চাই জামায়াত’ —মোবারক হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া আঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, ‘অন্তর্বতীকালীন সরকারকে নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চাই জামায়াত।

আজ রোববার (২২ ডিসেম্বর) বিকালে গাংনী হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গাংনী হাইস্কুল ফুটবল মাঠ

গাংনী হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন আরও বলেন, বর্তমান সরকারকে টিকে রাখার জন্য দলমত নির্বিশেষে এই সরকারকে বসানো হয়েছিলো। এই সরকারকে ফেলে দেয়ার জন্য বহির্বিশ্বে গভীর ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে আমাদেরকেই সজাগ থাকতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের দোসরেরা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপধারণ করে আন্দোলনে আসতে চাচ্ছে। কোন সময় আনসারলীগ, রিক্সালীগ, গার্মেন্টস শ্রমিকলীগ, ইস্কনলীগ সেঁজে মাঠে নামছে তারা।

অন্তবর্তীকালীন সরকারকে উদ্যেশ্য করে তিনি আরও বলেন, আমরা বলবো আপনার গোয়েন্দা সংস্থার লোক লাগিয়ে খোঁজ-খবর রাখেন এরা যেন আর মাথা চাড়া দিতে না পারে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচন হবে ফ্রী-ফেয়ার অংশগ্রহণমুলক সকলের গ্রহণযোগ্য নির্বাচন। যে নির্বাচনে দেশের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে এবং প্রত্যেকটা ভোটার নির্ভয়ে ভোট দিতে পারবেন। এই নির্বাচনের আয়োজন করতে পারবেন বর্তমানের নবনির্বাচিত নির্বাচন কমিশন। এই আশা আমাদের আছে, যোগ করেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিষয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এ ব্যাপারে বাংলাদেশের মানুষকে বাড়তি সতর্কতা থাকবেন। কারণ, আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা সে ব্যাপারে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবেন।

প্রধান অতিথি আরো বলেন, আওয়ামী লীগ বাকশালী, ডামি ও স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার এই দেশটাকে একক পরিবারের হাতে জিম্মি করে রেখেছিল। আওয়ামী লীগ সরকার লুটপাট করে দেশটাকে ফাঁকা করে দিয়েছে ব্যাংকে কোন টাকা নাই। দেশের মানুষ অনেক কষ্টে রয়েছে। প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতি। বাজার করতে গেলে সাধারণ মানুষের হিমশিম খাচ্ছে একটাই কারণ দেশের অর্থনৈতিক পঙ্গু করে ফেলে গেছে স্বৈরাচার পতিত আওয়ামী লীগ সরকার।

তিনি বলেন, স্বৈরাচার সরকার মনে করেছিল জামায়াতকে বাংলার মাটি থেকে নিঃশ্বেষ করে দেবে কিন্তু পারেনি। কারণ দেশের মানুষ জামায়াতের সাথে আছে। জামায়াতের প্রথম সারির নেতাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে যা পৃথিবীতে কোন নজির নাই এই ধরনের বিচার যা মেনে নেয়া যায় না।

সম্মেলনে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা জামায়াতের আমীর ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর আলম ও পৌর জামায়াতের সেক্রেটারী ওয়াস কুরুনী জামিল ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া আঞ্চল টিম সদস্য ড: আলমগীর বিশ্বাস, মেহেরপুর জেলা আমীর মাওলানা তাজ উদ্দীন খান, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মাহবুব উল আলম, জেলা জামায়াতের নায়েবে আমীর জারজিস হুসাইন, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, জেলা জামায়াতের সেক্রেটারী ইকবাল হুসাইন, মেহেরপুর পৌর জামায়াতের আমীর সোহেল রানা ডলার।

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি ও বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, মেহেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা, গাংনী উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আব্দুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাংনী উপজেলা শাখার সভাপতি মো: আবু রায়হান।

উদ্বোধনী বক্তব্য রাখেন গাংনী পৌর জামায়াতের আমীর আহসানুল হক।

কর্মী সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য, উপজেলা আমীর ও সেক্রেটারিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কর্মী সম্মেলনে মনোমুগ্ধকর হামদে বারী ও ইসলামী সংগীত পরিবেশনা করেন গাংনী আল আকসা শিল্প গোষ্ঠীর শিল্পীবৃন্দ।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর জামায়াতে ইসলামী গাংনী উপজেলায় এই প্রথম কর্মী সম্মেলন করলো।

এদিকে জামায়াতের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে গাংনী উপজেলা শহর মিছিলের নগরীতে পরিণত হয়েছিল। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল সহকারের এসে সম্মেলনে যোগদান করেন।




শীতে অসুস্থ হতে না চাইলে খেতে হবে সুপারফুড

শীতে সময় সবাই ঠান্ডা জনিত রোগে বেশি আক্রান্ত হয়। যেমন- জ্বর, সর্দি, কাশি ইত্যাদি। তাই শীতে আমাদের স্বাস্থ্যর বিশেষ যত্ন নেওয়া উচিত। এখন প্রশ্ন হলো এ শীতে স্বাস্থ্যর যত্ন নেব কীভাবে? আমাদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রতিদিনের খাবারে প্রয়োজন ম্যাগনেসিয়াম।

চিকিৎসকদের মতে, আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে ম্যাগনেসিয়াম। বিশেষ করে শীতকালে শরীরে এর সবচেয়ে বেশি প্রয়োজন হয়। কারণ ম্যাগনেসিয়াম রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

এমন কিছু খাবার আছে, যেখানে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম। সেসব খাবারগুলো হলো-

রাজমা: রাজমা যা কিডনি বিনস্ নামেও পরিচিত। এ খাবারে প্রচুর পরিমানে ম্যাগনেসিয়াম থাকে। শরীরে ম্যাগনেসিয়ামের অভাব পূরণ করতে রাজমা প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে পারেন। একই সঙ্গে এ খাবার খেলে শীতকালে রোগ ও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারেন।

চিনাবাদাম: ম্যাগনেসিয়ামের আরেকটি ভালো উৎস হলো চিনাবাদাম। বিকালের নাশতা বা সন্ধ্যায় খাবারের তালিকায় চিনাবাদাম রাখতে পারেন। চিনাবাদাম একই সঙ্গে স্নায়ুর কার্যকারিতা উন্নত করে এবং শক্তির উৎস হিসেবে কাজ করবে।

বাদাম: ছোট-বড় সবাই বাদাম পছন্দ করেন। তবে, আপনি কি জানেন, মস্তিষ্ককে সুস্থ রাখতে বাদাম কার্যকরি ভূমিকা রাখে? বাদাম শরীরের ম্যাগনেসিয়ামের অভাবও দূর করে। ক্লান্তি দূর করতেও ভূমিকা রাখে এ খাবার।

শাক: সবুজ শাকসবজি সবসময়ই স্বাস্থ্যের জন্য উপকারী। তবে বিশেষ করে, পালং শাক আয়রনের অন্যতম একটি উৎস। আয়রনের পাশাপাশি এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়ামও থাকে। এ শাক পেশী পুনরুদ্ধারে এবং হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে।

চিয়া: অনেকে ওজন কমাতে চিয়া সিড খেয়ে থাকেন। তবে অনেকেই জানেন না চিয়া সিড ম্যাগনেসিয়ামের ঘাটতি দূর করে থাকে। একই সঙ্গে হাড়ের স্বাস্থ্যের উন্নতিও সাহায্য করে।

সূত্র: কালবেলা




গাংনীতে পিএসকেএসের উদ্যোগে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

গাংনীর পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির অধীনে উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২২ ডিসেম্বর) সকালে সংগঠিত সংস্থার সমন্বিত কৃষি ইউনিটের মৎস্য খাতের আওতায় ২০২৪-২৫ অর্থ বছরের ২ দিনব্যাপি ”উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষ বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান , সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন ,পিএসকেএসের উপ-পরিচালক মোঃ কামরুল আলম, পিএসকেএসের মৎস্য কর্মকর্তা মোঃ ইকরামুল হাসান ও সহকরী মৎস্য কর্মকর্তা মোঃ খালেদ কবির সহ সমন্বিত কৃষি ইউনিটের সদস্যবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষ ব্যবস্থাপনা, শীতকালে মৎস্য চাষীদের করণীয়, মাছের সাধারণ রোগ ও প্রতিকার, দেশি মাছ চাষের গুরুত্ব সহ মাছ চাষ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।




‘থ্রি ইডিয়টস’ ও ‘মুন্নাভাই’এর সিক্যুয়েল আসছে

হিন্দি ছবির অন্যতম দুই জনপ্রিয় এবং আইকনিক ছবি ‘থ্রি ইডিয়টস’ ও ‘মুন্না ভাই’-এর সিক্যুয়েল আসতে চলেছে। ছবির প্রযোজক বিধু বিনোদ চোপড়া এমনই এক সুখবর দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বিধু বিনোদ চোপড়া তার একটি ডকুমেন্টারি ছবির প্রচারে এসে এই দুই ছবির সিক্যুয়েল নিয়ে কথা বলেন। তিনি এদিন কথা প্রসঙ্গে জানান, ‘আমি ‘টু ইডিয়টস’ এবং ‘মুন্নাভাই থ্রি’, দুটো ছবিই লিখছি। আর তাছাড়া আমি চেষ্টা করছি যাতে বাচ্চাদের জন্য একটা ছবি বানানো যায়। যদিও এখনও সেই ছবির নাম ঠিক করা হয়নি। এছাড়া আমি একটা হরর কমেডি লিখছি, সেটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে।’

বিনোদ আরও বলেন, ‘প্রথমে আমরা ১ থেকে ২ বছর ধরে লিখব, তারপর সেটা থেকে ছবি বানানো হবে। আশা করি ‘টু ইডিয়টস এবং মুন্নাভাই থ্রি শীঘ্রই আসবে।’

উল্লেখ্য, ‘থ্রি ইডিয়টস’ এবং মুন্নাভাই ফ্র্যাঞ্চাইজির দুটি ছবি অর্থাৎ ‘লাগে রাহো মুন্নাভাই’ এবং ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবি তিনটিই রাজকুমার হিরানি পরিচালনা করেছেন এবং প্রযোজক ছিলেন বিধু বিনোদ চোপড়া। মুন্নাভাই হিসেবে সঞ্জয় দত্তকে দেখা গিয়েছিল, অন্যদিকে থ্রি ইডিয়টস ছবিটিতে আমির খান, আর মাধবন এবং শর্মন যোশী ছিলেন। উক্ত এই তিনটি ছবি শুধু বক্স অফিসে দারুণভাবে সফল, এমনও নয়; এই তিন ভারতীয় ছবি সারা বিশ্বে আইকনিক ছবি হিসেবেও পরিচিতি।

বলা বাহুল্য, নতুন সিক্যুয়েলের এই তথ্য দর্শকদের কাছে দারুণ একটি খবর। কারণ, বহুদিনের জল্পনা-কল্পনা চলার পর এবার স্বয়ং ছবির প্রযোজক সিলমোহর দিলেন। সে থেকে দর্শকদের আশা-আগ্রহও এখন তুঙ্গে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে অল্পের জন্য রক্ষা পেলো হানিফ পরিবহনের যাত্রীরা

মেহেরপুরের গাংনীতে হানিফ পরিবহনের একটি দুরপাল্লার যাত্রীবাহী বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝায় ট্রাকের সাথে ধাক্কা খেয়ে বড় ধরনের দুর্ঘটনায় পড়েছে।

অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পেয়েছেন বাসের যাত্রীরা। তবে এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

আজ রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে মেহেরপুর- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এসময় কুয়াশার চাদরে ঢাকা ছিল রাস্তা। এঘটনায় বাসের চালকের সহকারি মুনির হোসেন (২৫) সামান্য আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস যার নং ঢাকা মেট্রো ব ১৫-৯২৬৬ নামের একটি বাস রাস্তার উপর দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝায় একটি ট্রাক (যার নং চট্ট মেট্রো ন ১১ ৬১ ২৪) কে ধাক্কা দেই। এসময় যাত্রীবাহি বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

বাসের চালক বাবলু হোসেন জানান, ‘সকালটা কুয়াশার চাদরে ঢাকা ছিল। রাস্তা দেখা যাচ্ছিলনা। আমি গাড়ির হেডলাইট জ্বালিয়ে আস্তে আস্তে আসছিলাম। বাঁশ বোঝায় ট্রাকটি রাস্তার উপরেই দাঁড় করিয়ে চালকসহ লোকজন চলে গেছে। নিরাপত্তার জন্য সামনে ও পেছনে লাইটও জ্বালিয়ে রাখেনি ট্রাকের চালক। কুয়াশার কারনে সামনের কিছুই দেখা যাচ্ছিলনা। এক পর্যায়ে ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এসময় বাসে ৩/৪ জন যাত্রী ছিলো।

তবে, ট্রাকের চালকসহ অন্য কাউকে সেখানে পাওয়া যায়নি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করা হয়েছে। কিন্তু কেউ হতাহত হয়নি’।




দেড় বছর পর ঘরের মাঠে হেরে শীর্ষস্থান খোয়ালো বার্সা

লা লিগায় ঘরের মাঠে ১৮ মাস পর অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। এই হারে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে কাতালানরা। আর চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এটা অ্যাথলেটিকোর টানা ১২তম জয়।

শনিবার (২১ ডিসেম্বর) ন্যু ক্যাম্পে প্রথমার্ধে দারুণ খেলেছিল বার্সা। ৩০ মিনিটের মাথায় গাভির বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডান পায়ে নিচু শট নিয়ে জালে জড়ান পেদ্রি। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০ মিনিটের মাথায় সমতা ফেরে অ্যাথলেটিকো। বার্সার রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে রদ্রিগো ডি পল গোল করে সমতা ফেরান সফরকারীদের।

আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের নির্ধারিত সময় শেষ হয়। তখনও স্কোরলাইন ১-১। ৯৬তম মিনিটে ব্যবধান গড়ে দেন দ্বিতীয়ার্ধে বদলি নামা সোরলথ। ডানদিক থেকে নাহুয়েল মোলিনার পাস ফাঁকি দেয় বার্সেলোনার দুই খেলোয়াড়কে। প্রথম স্পর্শে বল জালে জড়িয়ে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন সোরলথ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় পায় অ্যাথলেটিকো।

বার্সেলোনাকে টপকে শীর্ষে উঠে গেছে অ্যাথলেটিকো। ১৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ এখন ৪১ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ৩৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে দ্বিতীয় স্থানে। আর ১৭ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।

সূত্র: ইত্তেফাক




দর্শনা থানা পুলিশের অভিযানে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় হারিয়ে যাওয়া অপ্পো ব্যান্ডের মোবাইল হারানোর বিষয়ে ভুক্তভোগী মোবাইল মালিক একটি জিডি করেন।

তারই প্রেক্ষিতে আজ শনিবার (২১ ডিসেম্বর) সন্ধার পর উদ্ধার হওয়া মোবাইল ফোনটি মূল মালিকের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানান, গত ১২ তারিখে ভুক্তভোগী মোবাইল ফোন মালিক জসিম উদ্দিন তার অপ্পো ব্যান্ডের একটি মোবাইল ফোন হারিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী দর্শনা থানায় একটি জিডি করা হয়।

এই জিডি প্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে আইটি বিষয়ে অভিজ্ঞ এস আই শেখ জসিম উদ্দিন তদন্ত পূর্বক হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিক জীবননগর উপজেলার উথলী গ্রামের মোঃ বদর উদ্দীনের ছেলে মোঃ জসিম উদ্দীনের কাছে হস্তান্তর করেন।