আলমডাঙ্গার মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ৮ দিনপর যুবকের মৃত্যু

আলমডাঙ্গার মোড়ভাঙা দাসপাড়ায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ৮ দিনপর আহত যুবক রাজিব চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

আজ রোববার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

জানা গেছে, আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের দাসপাড়া কমিউনিটি ক্লিনিকের পাশের সড়কে গত ২৮ জানুয়ারী বিকেলে দুটি মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আলমডাঙ্গার উপজেলার কুলপালা গ্রামের প্রবাসি মোসলেম উদ্দিনের ছেলে মামুন (২২) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার আসাননগর গ্রামের আব্দুল হালিমের ছেলে ভিশন ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ রাজিব (৩০) মারাত্মক জখম হয়।

এ সময় দুটি মোটর সাইকেলই দুমড়েমুচড়ে যায়। আহত দু’জনকে উদ্ধার করে আলমডাঙ্গার হারদী হাসপাতালে নিয়ে যাওয় হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষনা করেন।

আহত রাজিবকে মুমুর্ষ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে রেফার করা হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া থেকে ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক।

ওই রাতেই রাজিবকে ঢাকায় নিয়ে গিয়ে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮দিনের মাথায় আজ রোববার রাজিবও মারা যায়।




মেহেরপুর কুষ্টিয়া সড়কের উন্নয়ন কাজ শুরু

“কুষ্টিয়া (ত্রিমোহনী) -মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর -৭৪৫) আঞ্চলিক মহাসড়কটি কুষ্টিয়া হতে মেহেরপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নতিকরণ” প্রকল্পের কাজ শুরু হয়েছে।

 রবিবার দুপুরে মেহেরপুর পুলিশ লাইন সংলগ্ন স্থান থেকে এই কাজ শুরু করা হয়।

মেহেরপুর থেকে কুষ্টিয়া প্রকল্পভুক্ত সড়কের মোট দৈর্ঘ্য ৫৩.১৪ কিলোমিটার, এরমধ্যে ৪-লেনের সড়ক হবে ৮.৫৪ কিলোমিটার, মেহেরপুরের অংশে ৬.৩৮৫ কিলোমিটার এবং কুষ্টিয়া অংশে ২.১৫ কিলোমিটার এবং এই প্রকল্পে ব্যয় ৬ শত ৪৩ কোটি টাকা।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল করিম, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান, জহুরুল লিমিটেডের স্বত্বাধিকারী মোঃ জহুরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




গাংনী উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মুকুলের গণসংযোগ

গাংনী উপজেলা আওায়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান মুকুল গাংনীর বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন।

রবিবার বিকেলে গাংনী উপজেলার সাহারবাটি, ভাটপাড়া, নওয়াপাড়া,ধলা,কাথুলী এলাকায় গণসংযোগ করেন। বিভন্ন চায়ের দোকান,রাস্তার মোড় বাজার এলাকায় মানুষের সাথে মতবিনিময় করেন। আওায়ামীলীগ সরকারকে পুনঃ রায় নির্বাচিত করতে সাধারণ মানুষের কাছে সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন।

উপজেলা আওায়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান মুকুল বলেন,আওায়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। শহরের উন্নয়নের পাশাপাশি এসরকারের উন্নয়ন গ্রামেও পৌছে গেছে। দেশের প্রতিটি উপজেলায় দৃষ্টি নন্দন মডেল মসজিদ,শেখ রাসেল মিনি স্টেডিয়াম, কমিউনিটি ক্লিনিকে উন্নত চিকিৎসা সেবা,পদ্মা সেতু মেট্রোরেল এমন অসংখ উন্নয়ন আওায়ামীলীগ সরকারের সফলতা। গ্রামকে শহরে রুপান্তরিত করার উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। সোনার বাংলায় সোনার ফসল ফলাতে কৃষকদের ভর্তুকির মাধ্যমে প্রদান করা হচ্ছে সার,বীজ ও কৃষি যন্ত্রপাতি। কৃষকদের কাজ দ্রত সম্পাদন করার জন্য কৃষি ক্ষেত্রে যান্ত্রিক ব্যবস্থা করা হয়েছে এ সরকারের আমলেই ।

বর্তমানে আওয়ামী লীগ সরকার কৃষি ক্ষেত্রে গুরুত্ব দিয়ে কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে কৃষকদের ফসল ফলাতে সহায়তা উদ্বুদ্ধ করছে। আমি লীগ সরকারের আমলে এই দেশ আজ উন্নত ও মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোখলেসুর রহমান মুকুল আরও বলেন,যারা দেশের উন্নয়ন করে, যারা দেশের স্বাধীনতা কামি মানুষের পক্ষে কথা বলে, যে সরকার ও তার প্রতিনিধিরা দুখি মানুষের পাশে দাঁড়াই পুনরায় সেই আওয়ামী লীগ সরকারকেই ক্ষমতায় আনা উচিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে চলমান উন্নয়ন শেষ হবে। নইলে উন্নয়ন থমকে যাবে বলেও মনতব্য করেন তিনি।

গণসংযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মোকুলের সাথে অন্যান্য নেতৃবৃন্দরা বৃন্দ উপস্থিত ছিলেন।




কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিমের শো-ডাউন

মটর সাইকেল শো-ডাউন নিয়ে, দীর্ঘ দুই বছর পর আবারও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হলেন কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান (সেলিম) রবিবার বিকেলে শহরে এ শো-ডাউন দেন তিনি।

জানা যায়, গেল ২০২১ সালের ৩০ জানুয়ারি কোটচাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নৌকা প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে মোবাইল প্রতিক নিয়ে নির্বাচন করেন সহিদুজ্জামান (সেলিম)। এতে করে দলীয় শৃংঙ্গলা ভঙ্গের অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে। বহিষ্কৃত হন তিনি।

এরপর থেকে আওয়ামী লীগের সব ধরনের সভা সমাবেশ থেকে নিজেকে বিরত রাখেন তিনি।

গেল ২০২২ সালে ১৭ ডিসেম্বর গনভবনে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ ক্ষমার লিখিত চিঠি পান মেয়র সহিদুজ্জামান (সেলিম)।

এরপেক্ষিতে রবিবার বিকেলে মটর সাইকেল শো-ডাউনের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হলেন তিনি।

এ সময় শো- ডাউনে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান শরিফুনেসা মিকি,যুবলীগ সভাপতি মেহেদী হাসান বুলবুল, সাধারন সম্পাদক ও প্যানেল মেয়র সোহেল আরমান,কোটচাঁদপুর পৌর প্যানেল মেয়র (২) ও স্বেচ্ছা-সেবক লীগের আহবায়ক জাহিদ হোসেন, কাউন্সিলর মোঃ রকিব উদ্দিন,সোহেল আল মামুন।
শো-ডাউন উপলক্ষে রবিবার দুপুর থেকে স্থানীয় বালক বিদ্যালয় মাঠে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন।

বিকেল ৪ টার সময় মেয়র সহিদুজ্জামান সেলিম আসেন মাঠে। এরপর শ্লোগানে শ্লোগানে মুখরিত শো-ডাউনটি বের বালক বিদ্যালয় থেকে। পরে মিছিল পৌরসভার প্রতিটি সড়ক প্রদর্ক্ষিন শেষে বাজার চত্বরে এসে শেষ হয়।




প্রাণ আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটিতে সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা এই জাতীয় যেকোনো বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর দুই থেকে চার বছরের কাজের পুর্ব অভিজ্ঞতা থাকতে হবে। ওপেন সোর্স ভিউজু্য়ালাইজেশন, আইপি সাবনেট, আইপি রাউটিং, ওএসপিএফ, ভিল্যান, ট্র্যাঙ্ক ও অ্যাক্সেস পোর্ট সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে। সাইবার সিকিউরিটি বিষয়ে জানাশোনা থাকতে হবে। ২২ থেকে অনুরধ ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন

আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার, বার্ষিক সেলারি রিভিউ ও বছরে দুইবার বোনাস প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৫ ফেব্রুয়ারি, ২০২৩।

সূত্র : বিডিজবস

বেসরকারি




চালু হলো ইউটিউবের ‘গো লাইভ টুগেদার’

আধেয় বা কনটেন্ট নির্মাতাদের জন্য ‘গো লাইভ টুগেদার’ ফিচার চালু করেছে ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব।

স্মার্টফোন থেকেই একজন অতিথিকে নিয়ে এ সুবিধাটি ব্যবহার করে ইউটিউবে লাইভে ভিডিও প্রকাশ করতে পারবেন নির্মাতারা। নির্মাতাদের জন্য ইউটিউবের হালানাগাদ করা এই সুবিধা ব্যবহার করে অতিথিকে আমন্ত্রণ জানানো যাবে। এখন এটি শুধু স্মার্টফোন থেকে ব্যবহারের সুযোগ থাকলেও ভবিষ্যতে কম্পিউটারের জন্যও ফিচারটি চালু করতে কাজ করছে ইউটিউব।

টিম ইউটিউব টুইটার অ্যাকাউন্টের বার্তায় বলা হয়, সহজে ‘কো-স্ট্রিম’ চালুর জন্য এসেছে গো লাইভ টুগেদার। এতে অতিথিকে আমন্ত্রণ জানানো যাবে। সবকিছুই হবে স্মার্টফোনে। ৫০–এর বেশি গ্রাহক হলেই যেকোনো নির্মাতা কো-স্ট্রিম আয়োজন করতে পারবেন। তবে যেকোনো একজন ব্যক্তি অতিথি হতে পারবেন।

অ্যানড্রয়েড এবং আইফোনে ইউটিউবের এই হালনাগাদ করা ফিচারটি চালু হয়েছে। স্মার্টফোনের অ্যাপে ক্রিয়েটর সেকশনে গো লাইভ বাটন থেকে এ ফিচারটি ব্যবহার করা যাবে। অ্যাপের নিচে থাকা প্লাস আইকনে ট্যাপ করে গো লাইভ টুগেদার থেকে কো–স্ট্রিমিং চালু করতে পারবেন নির্মাতারা। শুধু স্মার্টফোন দিয়ে এ ফিচার ব্যবহারের সুযোগ থাকলেও কম্পিউটার দিয়ে লাইভের সময় আগেই নির্ধারণ করা যাবে।

সূত্র: গ্যাজেটস নাউ




কোটচাঁদপুরে ১২ বোতল ফেনসিডিল সহ এক জন আটক

১২ বোতল ফেনসিডিল সহ সজিব হোসেন (৩২) কে আটক করেছেন ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ। তবে পালিয়েছেন ফেন্সিডিলের আরেক মালিক সোহাগ হোসেন। গতকাল শনিবার সন্ধ্যা রাতে কোটচাঁদপুরের মোতালেব মার্কেট থেকে তাকে আটক করা হয়।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (ওসি) শাহিন উদ্দিন বলেন,জেলা গোয়েন্দা শাখার এক দল পুলিশ গোপন সংবাদে কোটচাঁদপুরের মোতালেব মার্কেটে অভিযান চালান। এ সময় আটক করেন সজিব হোসেনকে। তাঁর কাছ থেকে উদ্ধার করেন ১২ বোতল ফেনসিডিল। সজিব মহেশপুরের মেইন আলামপুরের গোলাম মোস্তফার ছেলে।

ওই সময় পালিয়ে যান কোটচাঁদপুর সোহাগ গার্মেন্টের্সের মালিক ও উদ্ধার হওয়া ফেনসিডিলের আরেক মালিক সোহাগ হোসেন। সে কোটচাঁদপুর পৌরসভার সলেমানপুর গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক( এসআই) হারুন অর রশিদ জানান,শনিবার মামলা দিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশ( ডিবি)। তারা এ মামলার তদন্তকারি কর্মকর্তা। এ কারনে বিষয়টি বিস্তারিত আমার কাছে নাই।




এশিয়া কাপ কোথায় জানা যাবে আগামী মাসে

২০২৩ সালের এশিয়া কাপের আসর বসার কথা ছিলো পাকিস্তানের মাটিতে। তবে পাকিস্তানে খেলার ব্যাপারে ভারতের রাজি না হওয়ায় এশিয়া কাপের ভেন্যু নিয়েই সৃষ্টি হয়েছে সংশয়। এই বিষয়ে শনিবার (৪ ফেব্রুয়ারি) বাহরাইনে আলোচনায় বসেছিলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সদস্য দেশগুলো। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা যায় এই তথ্য।

আলোচনা করেও অবশ্য কোনো সমাধানে আসতে পারেনি এসিসি। আগামী মাসে আরও একবার আলোচনার টেবিলে বসবে দেশগুলো।

এই বছর আগস্ট থেকে সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপের। তবে ভারতের আপত্তির মুখে ভেন্যু নিয়ে সৃষ্ট জটিলতা কাটাতে আগামী মাসের বৈঠকে সিদ্ধান্ত আসবে বলেই জানা গেছে।

পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ না হলে বিকল্প ভেন্যু হিসেবে আবারও সংযুক্ত আরব আমিরাতকে বেঁছে নেওয়া হতে পারে বলেও জানা গেছে বৈঠক থেকে। এছাড়া তালিকায় রয়েছে কাতারের নামও।

শনিবারের আলোচনা শেষে এসিসির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানা যায়, বৈঠকে ২০২৩ এশিয়া কাপ নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করতে কার্যনির্বাহী বোর্ড সব ব্যাপারে একমত পোষণ করেছে। আগামী মার্চে এসিসি কার্যনির্বাহী বোর্ডের পরের বৈঠকের পর আশিয়া কাপ নিয়ে সর্বশেষ ও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ভারত সরকার কোনভাবেই পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি দেবে না। আমরা অন্য দেশের বোর্ডগুলোকেও বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। এ নিয়ে ভাবতে সবাই এক মাস অপেক্ষা করতে চেয়েছে।’

বিরাট কোহলি-রোহিত শর্মা-শুভমান গিলদের ছাড়া এশিয়া বা বিশ্বের কোনো টু্র্নামেন্ট হলে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোস সেখান থেকে মুখ ফিরিয়ে নেবে বলেও জানান ওই কর্মকর্তা।

এর আগে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বিসিসিআইয়ের পক্ষ থেকে পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে আপত্তি জানানো হয়। এশিয়া কাপ পাকিস্তানে হলে ভারত সেখানে অংশগ্রহণ করেব না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

সূত্র: ইত্তেফাক




পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব.) পারভেজ মোশাররফ ৭৯ বছর বয়সে মারা গেছেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছে। সাবেক এই সামরিক শাসক দুবাইয়ের আমেরিকান হাসপাতালে অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন।

মোশাররফ ব্রিটিশ ভারতের দিল্লিতে ১৯৪৩ সালের ১১ আগস্ট জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালের ১৯ এপ্রিল তিনি পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুল থেকে কমিশন পান। সাবেক এই সামরিক শাসক ১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধেও অংশ নেন।

১৯৯৪ সালে জেনারেল পদে উন্নীত হন এবং এক বছর পর ১৯৯৯ সালের ১২ অক্টোবর জেনারেল (অব.) মোশাররফ একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে পিকনিকের বাস উল্টে আহত ৩০

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গাংনী উপজেলার তেরাইল নামক স্থানে পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১২ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দ্রুত গতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে গেছে বলে স্থানীয়দের ধারণা।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রাম থেকে নারী, পুরুষ আর শিশু মিলে ৩৭ জন যাত্রী নিয়ে হাসান পরিবহন নামের একটি বাস (যার নম্বর মেহেরপুর জ -০৪-০০১৬) নাটোরে পিকনিকের উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি দ্রুত গতিতে তেরাইল ডিগ্রি কলেজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি সড়কের পাশে উল্টে পড়ে। বাসের ভেতর থাকা যাত্রীরা বাসের মধ্যে আটকে ছিলেন। বামন্দী ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহতদের মধ্যে রাজনগর গ্রামের একই পরিবারের চারজনসহ ১২ জনকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চিকিৎসাধীন আহতরা হলেন- দেলোয়ার হোসেন (৩৫) ও তার স্ত্রী খাজিরন নেছা (৩০), মেয়ে সুমাইয়া (১০) ও সামিয়া (৫), একই গ্রামের জুই খাতুন (৭), জোবাইয়া (৪), লিমা খাতুন (২৯), পলি খাতুন (৪০) ও তার ছেলে সম্রাট (১৮), চামেলী খাতুন (৩০), মুক্তি খাতুন (২৯) ও সুরমান আলী (৪০)।

বামন্দী ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার ইছাহাক আলী বলেন, বাস উল্টে যাত্রীরা আটকে পড়েছিলেন। বাস যাত্রীদের বেশিরভাগ আহত হয়েছেন। বাস ফেলে পালিয়ে গেছে চালক ও হেলপার।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মারুফ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি হেফাজতে নেওয়া হচ্ছে। বাসের চালকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।