মুজিবনগর স্মৃতিসৌধে জনপ্রশাসন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ 

মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

মেহেরপুর সদর উপজেলায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পূর্ণ করে,শনিবার বিকেলে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি কে মুজিবনগর মুক্তিযুদ্ধের ভাস্কর্য এবং বাংলাদেশের মানচিত্র ঘুরে দেখান মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।

মুজিবনগর পরিদর্শন শেষে মুজিবনগর মেহেরপুর প্রধান সড়কের পাশে গৌরিনগর খেলার মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে স্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রীদ্বয়।

এ সময় উপস্থিত  ছিলেন, মেহেরপুরের জেলা প্রশাসক ড.মোহাম্মদ মনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কে এম জাহিদ হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, মুজিবনগর থানায় অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিবউদ্দীন।




কাশফুল বুটিক কসমেটিক্স অ্যান্ড টেইলার্স এর উদ্বোধন

কাশফুল বুটিক কসমেটিক্স অ্যান্ড টেইলার্স এর উদ্বোধন করা হয়।  শনিবার বিকেলে মহিলা কলেজ রোডে আয়সুন পার্কে দোকান নাম্বার -৪ এ এই উদ্বোধন করা হয়।

কাশফুল বুটিক কসমেটিকস এন্ড টেইলার্স এর স্বত্বাধিকারী প্রোপাইটার মাহমুদা আক্তার সুমি বলেন আমার কাশফুল নামে দোকান ছিল তবে আজ থেকে নতুন করে এবং নতুন রূপে যাত্রা শুরু করলাম আমার জন্য দোয়া করবেন। কাশফুলে আমাদের নতুন সংযোজন হচ্ছে টেইলার্স।

তিনি আরও বলেন এখানে কসমেটিক্স, অ্যামিটেশন জুয়েলারি, থ্রি পিস, স্যান্ডেল ইত্যাদি সহ শুধুমাত্র মেয়েদের সকল প্রকার জিনিসপত্র এখানে পাওয়া যাবে সেই সাথে আমরা টেলার্সের কাজটাও শুরু করেছি।




মেহেরপুরে প্রবীণ হিতৈষী সংঘ কমিটি গঠন

মেহেরপুরে প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সভা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে হাজী গিয়াস উদ্দীনের বাগানবাড়ীতে বনভোজন সহ নতুন কমিটি ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার নূরুল আহম্মেদ প্রবীণ হিতৈষী সংঘে হাজী মো: আবুল কালাম সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নূরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

কমিটির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি হাজী মো: গিয়াস উদ্দীন, মো: রফিক-উল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো: আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা হাজী কে.এম ফজলুল করিম, অর্থ সম্পাদক মো: আব্দল কাদের, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল মজিদ, সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক মীর রওশন আলী মনা, প্রচার প্রকাশনা তথ্য ও গবেষণা সম্পাদক মো: আমানুল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক মোছা: নিলুফার বানু, নিবার্হী সম্পাদক মো: মশিউর রহমান (মজনু), মো: আশাবুল হক, মো: আলেক সাইফুল্লাহ, মো: ফজলুল হক, মো: সামসুল আলম, মো: ইউসুফ হোসেন, আব্দুস সালাম ও শ্রী রবীন্দ্রনাথ সাহা প্রমুখ।




চ্যাটজিপিটি ঠেকাতে নিজেদের চ্যাটবট আনছে গুগল

গত বছরের নভেম্বরে ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ নিয়ে আসে। দ্রুতই আলোচনায় আসে এটি, জনপ্রিয়তাও পায়। এবার চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে গুগলও এআইভিত্তিক চ্যাটবট (লিখে লিখে স্বয়ংক্রিয় বার্তা পাঠানোর প্রোগ্রাম) আনছে। ৮ ফেব্রুয়ারি পূর্বনির্ধারিত একটি এআই অনুষ্ঠানে গুগল নিজেদের এই চ্যাটবট উন্মুক্ত করবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই গত বছরের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে চ্যাটবট আনার পরিকল্পনার কথা জানান। তখন সুন্দর পিচাই জানান, ২০২২ সালের প্রথম দিক থেকেই গুগল তার এআই চ্যাটবট তৈরি করছে এবং এ নিয়ে গুগলের ‘বড় পরিকল্পনা’ রয়েছে।

ধারণা করা হচ্ছে, জনসাধারণের ব্যবহারের জন্য গুগলের প্রথম এআই চ্যাটবট হবে এলএএমডিএ বা ল্যামডা। এই চ্যাটবটের ব্যবহার এত দিন পরীক্ষামূলক বা বেটা হিসেবে গুগলের প্রকৌশলী ও পরীক্ষকদের জন্য সীমিত ছিল। তবে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল একটি সার্চ ও এআই অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। যার শিরোনাম ‘গুগল প্রেজেন্টস: লাইভ ফ্রম প্যারিস’। ৮ ফেব্রুয়ারি এটি অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানেই গুগল তার নিজস্ব এআই চ্যাটবট উন্মুক্ত করবে, যা চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতা করবে।

ভার্জের প্রতিবেদনে আরও বলা হয়, গুগল ওই অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণও পাঠিয়েছে। ৪০ মিনিটের ওই অনুষ্ঠান ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে। ইউটিউবে অনুষ্ঠানের বিবরণে দেওয়া আছে, মানুষজন কীভাবে তথ্য অনুসন্ধান, তালাশ করে এবং কথোপকথন চালায়, তা নিয়ে আবারও ভাবছে গুগল। ব্যবহারকারীর যা দরকার, তা খুঁজে পাওয়ার প্রক্রিয়াটি আরও স্বাভাবিক ও সহজাত করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে অনুসন্ধান, ম্যাপস ও এর বাইরেও মানুষ সর্বত্র কীভাবে অধিকতর তথ্য পেতে পারে, তা নিয়ে আলোচনা করবে গুগল।

সূত্র: টাইম অব ইন্ডিয়া




কোটচাঁদপুরে ট্রাক্টরের ধাক্কায় মটর সাইকেল আরোহী মৃত্যুর ঘটনায় থানায় মামলা

ট্রাক্টরের ধাক্কায় মটর সাইকেল আরোহী মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে কোটচাঁদপুর মডেল থানায়। তবে আটক হয়নি ঘাতক ট্র্যাক্টর ও ড্রাইভার । গতকাল শুক্রবার মৃতের ভাই মহাসিন আলী বাদি হয়ে এ মামলা করেছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্ত।

জানা যায়, গতকাল  শুক্রবার (০৩-০২-২৩)বেলা ১২ টার সময় উপজেলার গালিমপুর গ্রামের দাস পাড়া মোড়ে মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে মটর সাইকেল আরোহী মাহমুদুল ইসলাম (২৫) ও রবি( ২৪)। এতে করে গুরুত্বর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মাহমুদুল ইসলাম (২৫)কে মৃত বলে ঘোষণা দেন আর রবিকে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে রেফার্ড করেন।

পরে পুলিশ মৃত দেহ উদ্ধার করে। ডাক্তার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওই ঘটনায় মৃতের ভাই মহাসিন আলী বাদি হয়ে কোটচাঁদপুর থানায় মামলা করেন।
মামলা নাম্বার -০২,তারিখ-০৩-০২-২৩। ওই মামলায় আসামি করা হয়েছে ট্রাক্টর ড্রাইভার সমীর হোসেনকে। সে পৌর এলাকার রুদ্রপুর গ্রামের মাঠপাড়ার খলিল উদ্দিনের ছেলে। তবে মামলা হলেও আটক হয়নি আসামি। উদ্ধারও হয়নি ঘাতক ট্রাক্টর টি।

জানা যায়, মাহমুদুল হাসান ছিলেন,জাপান টোবাকো কালিগঞ্জ অফিসের স্টোর কিপার। সে যশোর ঝিকরগাছার গদখালি এলাকার নুরুল ইসলামের ছেলে।

এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা সিরাজুল আলম বলেন,গতকালের সড়ক দুর্ঘটনার ঘটনায় মৃতের ভাই মহাসিন আলী বাদি হয়ে এক জনের নামে মামলা করেছেন। আসামি ধরতে অভিযান অব্যহত রয়েছে।




পোশাক চুরির অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে

এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’ দিয়ে অভিনেত্রী হিসেবে পরিচিতি পান ক্লোয়ি চেরি। টিন ড্রামা সিরিজ ‘ইউফোরিয়া’য় ফেয়ি চরিত্র করে প্রশংসা কুড়ান তিনি।

তবে এবার পোশাক চুরির অভিযোগে খবরের শিরোনাম হয়েছেন তিনি।গত ডিসেম্বরে ঘটে যাওয়া চুরির ঘটনায় অভিযুক্ত করা হয়েছে ক্লোয়িকে। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন অভিনেত্রীর প্রতিনিধি।

অভিযোগ উঠেছে, ক্লোয়ি পেনসিলভানিয়ার স্থানীয় এক দোকান থেকে গত ২৭ ডিসেম্বর ২৮ ডলারের একটি জামা নিয়ে ট্রায়াল রুমে যান। পরে পোশাকটির মূল্য পরিশোধ করেননি, ফেরতও দেননি।

মার্কিন গণমাধ্যম পেজ সিক্সের কাছে দোকানের এক কর্মচারী জানিয়েছেন, একটি জামা নিয়ে ট্রায়াল রুমে যান ক্লোয়ি। ক্লোয়ি যে গত ডিসেম্বরে তাদের দোকানে ঢুকেছিলেন, সেই ভিডিও ফুটেজ তাদের কাছে আছে।

গণমাধ্যম সূত্রগুলো আরও জানিয়েছে, ক্লোয়ি পুলিশের কাছে পোশাক নেওয়ার কথা স্বীকার করেছেন। তবে পরে তিনি পোশাকটি ফেরত দেন বলে জানিয়েছেন।

চুরির অভিযোগ অস্বীকার করে দেওয়া এক বিবৃতিতে ক্লোয়ি চেরির প্রতিনিধি বলেন, গত ডিসেম্বরে পোশাক কেনা নিয়ে সন্দেহ হয়। বলা হচ্ছে, আমার মক্কেল ক্রেডিট কার্ডে ঠিকমতো মূল্য পরিশোধ না করেই জামাটি নিয়ে গেছে, যা সত্যি নয়। সম্ভবত স্থানীয় দোকানটি তারকার নাম ব্যবহার করে জনপ্রিয় হতে চাইছে।

আগামী ১ মার্চ মামলাটির শুনানি হবে।

সূত্র: যুগান্তর




আশা করছি খুব দ্রুত মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার মামলা নিষ্পত্তি হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন,সম্প্রতি বডিবিল্ডার ফাইনালে অসন্তোষসহ দেশে খেলোয়াড়দের সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে ‘আমাদের তালিকাভুক্ত ৫৩টি ইভেন্ট ফেডারেশন ও অ্যাসোসিয়েশন রয়েছে। এতে হাজার হাজার খেলোয়াড় রয়েছে। সেখানে বডিবিল্ডারের মতো একটি ইভেন্টের রেজাল্ট নিয়ে ঘটনাটি বিছিন্ন এবং অনাকাঙ্ক্ষিত।’
দেশে ফুটবল ও ক্রিকেটসহ সব ধরনের ক্রীড়ার মান উন্নয়ন ও সম্প্রসারণ নিয়ে তিনি আরও বলেন, ‘দেশে মাঠের সংখ্যা কমে যাওয়ায় খেলাধুলা কমে গেছে। আবার মামলা জটিলতার কারণে অনেক ক্রীড়া সংস্থার নির্বাচন দীর্ঘদিন হয়নি। এজন্য মেহেরপুরসহ জেলা পর্যায়ের ক্রীড়া সংস্থাগুলোকে সক্রিয় করতে যে সমস্ত ক্রীড়া সংস্থায় নির্বাচন ঝুলে আছে, সেগুলোর নির্বাচন দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হচ্ছে।

শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর উদ্বোধন কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফুটবলের গণজাগরণ নিয়ে তিনি বলেন, আমরা প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট চালু করেছি। বিশ^বিদ্যালয়গুলোতে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। স্কুল ও কলেজগুলোতেও আমরা ফুটবল টুর্নামেন্ট চালুর প্রক্রিয়া নিচ্ছি। ক্রমান্বয়ে এভাবেই দেশে ফুটবলে আবার গণজাগরণ সৃস্টি হবে।

এর আগে তিনি মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে ২০ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্থর কাজের উদ্বোধন কাজের ফলক উন্মোচন করেন। এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনএমপি সেখানে উপস্থিত ছিলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির সভাপতিত্বে ভিত্তি প্রস্থর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্র জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ এম এ খালেক, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রিয় কাজ এবং সবচেয়ে বেশি পছন্দ করেন যে প্রকল্পটিকে সেটি হলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পকে। প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের ১৮৬টি উপজেলায় এক যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ চলছে। খেলাধুলার মান উন্নয়নে জেলা স্টেডিয়াম ছিলো, বিভাগীয় স্টেডিয়াম ছিলো কিন্তু উপজেলা স্টেডিয়াম ছিলো না। ফলে তৃণমূলে যাতে খেলাধুলার মান উন্নয়ন করা যায়। সেকারণে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।




বিপিএলের মাঝেই ওমরাহ করতে গেলেন সাকিব

বিপিএলের মাঝে হঠাৎ করেই ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গেলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতেই সৌদির উদ্দেশে ঢাকা ছেড়েছেন সাকিব।

৪-৬ ফেব্রুয়ারি সাকিবের দল বরিশালের খেলা নেই। এই সুযোগেই হঠাৎ করেই ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদিতে গেলেন সাকিব। শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন সাকিব। ওমরাহ পালন শেষে সোমবার (৬ ফেব্রুয়ারি) দেশে ফেরার কথা বরিশালের অধিনায়কের।

ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার সিকান্দার আলী সাকিবের ওমরাহ পালনের কথা নিশ্চিত করে গণমাধ্যমের কাছে জানান, ৭ তারিখের আগে যেহেতু দলের খেলা নেই, সে কারণেই ফাঁকা সময়টাতে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি গেলেন সাকিব। ওমরাহ শেষে ৬ তারিখ রাতেই দেশে ফিরে আসার কথা তার। দেশে ফিরে ৭ তারিখ কুমিল্লার বিপক্ষে মাঠেও নামার কথা সাকিবের।

ইতোমধ্যেই বিপিএলের শেষ চার নিশ্চিত করে ফেলেছে সাকিবের দল ফরচুন বরিশাল। ১০ ম্যাচ এ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি এবং খুলনা টাইগার্সের বিপক্ষে ১০ ফেব্রুয়ারি মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

বরিশালের হয়ে এবারের বিপিএলে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন সাকিব। এখনও পর্যন্ত ৩৪৭ রান করেছেন তিনি। বল হাতে খুব বেশি উজ্জ্বল না হলেও ৬টি উইকেট নিয়েছেন এই তারকা।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে ফেন্সিডিলসহ শিশু আটক

মেহেরপুরের গাংনীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ সাজিদ আলী (১৪) নামের এক ইজিবাইক চালককে আটক করেছে গাংনী থানা পুলিশ। গতকাল শুক্রবার(০৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করে।আটককৃত সাজিদ আলী উপজেলার কাজিপুর গ্রামের মধ্যপাড়ার শাহাজামাল আলীর ছেলে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, উপজেলা রামনগর গ্রাম দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এস আই জহির রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫০বোতল ফেন্সিডিলসহ ইজিবাইক চালক সাজিদ আলীকে আটক করে। এসময়মাদক বহনের কাজে ব্যবহৃত ইজিবাইকটিতে তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ।

তিনি আরো জানান,আটককৃত সাজিদ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা পূর্বক আদালতে পাঠানো হবে । সাজিদের ইজিবাইকটি জব্দ করা হয়।




মেহেরপুর “পুলিশ সুপার কাপ’ আন্তঃ ব্যাডমিন্টন প্রতিযোগীতা অনুষ্ঠিত

মেহেরপুরে পুলিশ সুপার কাপ আন্তঃ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে মেহেরপুরে পুলিশ লাইনস মেহেরপুর জেলা পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে।

টুর্নামেন্টে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে গাংনী থানা পুলিশের একটি টীম,মুজিবনগর থানা পুলিশের টীম,সদর থানা পুলিশের টীম পুলিশ সুপার কার্যালয়ের টীম,জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের টীমসহ মোট ২৪ টি দল অংশ গ্রহন করে।

১২ টি দলে ভাগ হয়ে টানটান উত্তেজনাকর খেলায় অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন ) জামিরুল ইসলামের টীম অন্যদিকে তার ড্রাইভার কাউছার ও কম্পিউটার অপারেটর জাহিদ ফাইনালে ওঠেন।  শ্বাসরুদ্ধকর খেলায় অতিরিক্ত পুলিশ সুপার এডমিন জামিরুল ইসলামের দলকে হারিয়ে কাউছার ও জাহিদের টীম চ্যাম্পিয়ন হয়।

মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরুস্কার তুলে দেন। জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কাপ আন্তঃ ব্যাডমিন্টন প্রতিযোগীতা সাধুবাদ জানিয়েছেন সুধী মহল। এমন আয়োজন পুলিশের সকল সদ্স্যদের মধ্যে আনন্দ জুগিয়েছে এবং প্রতিবছর আয়োজনের দাবী করেছেন।