মেহেরপুরে ৫ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন ও ইফতার মাহফিল

মেহেরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় কাথুলী বাসস্ট্যান্ডে বিএনপি’র সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য আনছারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, সদস্য ইলিয়াস হোসেন ও আলমগীর খান ছাতু।

এছাড়াও এসময় জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফুর্তি হাসান, নাহিদ আহমেদসহ ৫ নং ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




মেহেরপুরে ওলামা ও তুলাবা পরিষদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেহেরপুর সদরের বারাদীতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বারাদি ইউনিয়ন ওলামা ও তুলাবা পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর হল রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বারাদী ইউনিয়ন ওলামা ও তুলাবা পরিষদের সভাপতি মাওলানা মুফতি জুনায়িদ আল হাবিবি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারাদি মাদিনাতুল উলুম কওমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওলামা ও তুলাবা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা হারুন অর রশিদ, মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল জব্বার।

বারাদী ইউনিয়ন ওলামা ও তুলাবা পরিষদের সিনিয়র সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসেন।

মাওলানা মুফতি মাসুদ রানার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি: মাওঃ খায়রুল ইসলাম: মুফতি মামুনুর রশীদ, মুফতি এমদাদুল ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক মুফতী তাওহীদ আদনান, সাংগঠনিক সম্পাদক মাওঃ আশরাফুল ইসলাম।




মেহেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে ইফতার ও ঈদ উপহার বিতরণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মাসব্যাপী ইফতার কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরে অসহায় ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর মোড় এলাকায় অবস্থিত আন নূর ইসলামিয়া মাদ্রাসায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ইফতার ও ঈদ উপহার বিতরণ করেন মেহেরপুর কেন্দ্রীয় যুবদল নেতা মাহফুজুর রহমান নবাব। এ সময় মাদ্রাসার ২৮ জন শিক্ষার্থীর মাঝে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাহফুজুর রহমান নবাবের পিতা ও বিএনপি নেতা সোনা গাইন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কেডি আনোয়ার হোসেন, রাকিব, ফাহিমসহ অন্যান্য নেতাকর্মীরা।

উপহার সামগ্রীর মধ্যে ছিল, ২ কেজি পোলাও চাল, সেমাই, ২ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি আটা, ৫০০ গ্রাম দুধ, ৫ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন ও ২ কেজি মসুর ডাল।

নেতৃবৃন্দ জানান, এই উদ্যোগের মাধ্যমে অসহায় ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই ছিল মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তারা।




মেহেরপুরে ওয়ার্ড বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মেহেরপুর পৌর সভার ১,৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা স্টেডিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

এসময় তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার যে স্বপ্ন দেখেছিলেন, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবো।

তিনি আরো বলেন, হাইব্রিড নেতাদের মাথা গজিয়েছে। যারা দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই সংগ্রামে অংশ নেয়নি তারা আজকে সৈনিক হয়েছে। আপনারা সতর্ক হয়ে যান, আজকে যদি জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ না থাকতে পারে তাহলে সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না। এই বাংলার মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে ঐক্যবদ্ধভাবে বিএনপি’র ত্যাগী নেতাকর্মীদের নিয়ে, যারা দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে সেই পরীক্ষিত সৈনিক দিয়ে আগামী দিনের বিএনপিকে সাজাতে হবে।

এছাড়াও জেলা বিএনপি’র সদস্য ও সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আনারুল ইসলাম কালু, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা শ্রমিকদলের সভাপতি আহসান হাবীব সোনাসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা দেশের সার্বিক কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আল্লাহর রহমত কামনা করেন।




ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাড়ি-ঘরে হামলা ভাংচুর ও লুটপাট

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে হরিণাকুণ্ডু উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গত ১১ ফেব্রুয়ারি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে মোশারফ নামে একজনের মৃত্যু হয়।

এরই জেরে গত কয়েকদিন ধরে ওই গ্রামের জব্বার মন্ডল, সাঈদ মন্ডল, রমজান, নাজমুল, ঠাণ্ডুসহ বেশ কয়েকজনের বাড়িঘরে ভাংচুর ও লুটপাট করছে প্রতিপক্ষরা বলে জানা যায়।

বৃহস্পতিবার সকালে আকুলের বাড়ি ভাংচুর ও ফসলি জমি লুটপাটের শিকার হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান জানান, উপজেলার হাকিমপুর গ্রামে প্রতিপক্ষের বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।




ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অস্থায়ীভাবে ৩টি পদে মোট ১৮ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ২৪ মার্চ। আবেদন করা যাবে ২৩ এপ্রিল পর্যন্ত। ঝালকাঠির স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

পদের নাম ও পদসংখ্যা

১. অফিস সহায়ক

পদসংখ্যা: ১৫

বেতন গ্রেড: ২০

বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

২. নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ২

বেতন গ্রেড: ২০

বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

৩. পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ১

বেতন গ্রেড: ২০

বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ২৩-০৪-২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। সেখানে আবেদনের বিস্তারিত তথ্যও পাবেন।

সূত্র: যুগান্তর




ঝিনাইদহে ইমামের বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ

ঝিনাইদহে এবার আব্দুর রহিম নামে এক ইমামের বিরুদ্ধে আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার পর ওই ইমামকে এলাকাবাসী আটক করে।

অভিযুক্ত আব্দুর রহিমের বাড়ি কুমিল্লায়। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

গতকাল বুধবার দুপুরে শহরের আরাপপুর সোনালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি শহরের একটি স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

ভিকটিম শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিশুটিকে মসজিদের একটি ঘরে ডেকে নেয় আব্দুর রহিম। পরে শিশুটিকে পাশবিক নির্যাতনের চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার করলে অভিযুক্ত আব্দুর রহিম তাকে ছেড়ে দেয়। পরে শিশুটি বাড়িতে ফিরে তার মায়ের কাছে ঘটনাটি খুলে বলে।

ঘটনার পরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। অভিযুক্ত আব্দুর রহিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। অভিযুক্তের স্বীকারোক্তি ও ভিকটিম শিশু কর্তৃক বর্ণনার ভিডিও সংরক্ষিত আছে। এদিকে ঘটনাটি জানাজানি হলে অপরিচিত কয়েকজন এসে অভিযুক্ত আব্দুর রহিমকে তাদের হেফাজতে নেন। আব্দুর রহিমকে কারা নিয়ে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, অভিযুক্ত আব্দুর রহিম ইসলামী বিশ্ববিদ্যালয় পড়াশোনার পাশাপাশি আরাপপুরের সোনালীপাড়া জামে মসজিদে তারাবি নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

অভিযুক্ত আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে বুধবার দুপুরে ধারণকৃত একটি ভিডিওতে অভিযুক্তকে ঘটনার দায় স্বীকার করতে দেখা গেছে। ওই ভিডিওতে অভিযুক্ত আব্দুর রহিম বলেন, আমি শিশুটির সঙ্গে অন্যায় করেছি। কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেনি। ধর্ষণের অভিযোগ সত্য নয়।

আরাপপুর সোনালীপাড়া জামে মসজিদের সভাপতি মিজানুর রহমান বলেন, ওই শিশুর বাবা মায়ের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন এই ঘটনা সম্পর্কে আমার জানা নাই।

অভিযুক্তের ভিডিও স্বীকারোক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি ভিডিওতে কি বলেছেন তা আমি জানিনা। আপনাদের কাছে স্বীকারোক্তির ভিডিও থাকলে যা ইচ্ছা লিখতে পারেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ধরনের ঘটনা জানতে পারিনি। কোন অভিযোগও পায়নি। অভিযোগ পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




মেহেরপুরের বেড়পাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে নির্মাণ কাজ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে আজিজুল ইসলাম ও শহিদুল ইসলাম নামে দুই ভাইয়ের বিরুদ্ধে।

এ অভিযোগ তুলে সদর থানায় অভিযোগ করেছেন নুরুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসক।

অভিযোগ পত্রে তিনি জানান, মেহেরপুর শহরের বেড়পাড়ার ওয়াজেদ ব্যাপারীর ছেলে আজিজুল ইসলাম ও শহিদুল ইসলাম তার প্রতিবেশী। তারা আমার সীমানায় জোরপূর্বক পাকা বসত বাড়ি নির্মান করছেন। এঘটনায় মেহেরপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে।

মামলায় বিচারক ১৪৫ ধারা আদেশ দিয়ে উভয়পক্ষকে নির্মান কাজ বন্ধ রেখে শান্তি—শৃঙ্খলা বজার রাখার নির্দেশ দিৃয়েছেন। আদালতের নির্দেশে মেহেরপুর থানা থেকে তাদের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তারা নির্মাণ কাজ চলমান রেখেছেন।

এ নিয়ে গতকাল বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায় আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিবাদীরা নির্মাণ কাজ বন্ধ করেননি। এসময় বিবাদীরা বলেন, আমরা আমিন দিয়ে মেপে নিজের জমিতে কাজ করছি।




মেহেরপুরে পুলিশের অভিযানে চার আসামি গ্রেফতার

মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে চার জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত মেহেরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই চার জন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মৃত হাফেজ মন্ডলের ছেলে মোঃ হাতেম আলী (৫০), ইসলামপাড়ার বীর মুক্তিযোদ্ধা আবু তালেবের ছেলে মোঃ মেহেরুল্লাহ (কাদা), বেড়পাড়ার আঃ রাজ্জাকের ছেলে মোঃ রাজিব হাসান (৩৮) ও টাঙ্গাইল দেলদুয়ারের সবদের দেওয়ানের ছেলে শহিদুল (৪৭)।

গ্রেফতাকৃতকে আদালতে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।




ইফতারে চিয়াসিডের শরবত কতটা উপকারী

সারাদিন রোজা রাখার কারণে শরীরে পানিশূন্যতা, দুর্বলতা এবং পুষ্টির অভাব দেখা দিতে পারে। ইফতারে চিয়াসিডের শরবত পান করলে এই সমস্যাগুলো অনেকাংশে দূর করা সম্ভব। চিয়াসিডের শরবত একটি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর পানীয়। এটি রোজার সময় শরীরকে সুস্থ এবং সতেজ রাখতে সাহায্য করে।

ইফতারে চিয়াসিডের শরবতের উপকারিতা

দীর্ঘক্ষণ পেট ভরে রাখা: চিয়াসিড ধীরে ধীরে হজম হয়, ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। ইফতারে এটি খেলে রাতের খাবারে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।

পানিশূন্যতা দূর করে: চিয়াসিড প্রচুর পরিমাণে পানি শোষণ করতে পারে। এটি শরীরকে দীর্ঘক্ষণ আর্দ্র রাখে, যা রোজার সময় পানিশূন্যতা রোধ করে।

হৃদরোগের ঝুঁকি কমায়: চিয়াসিডে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমায়। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে: চিয়াসিড ফাইবার সমৃদ্ধ, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

হজম প্রক্রিয়া উন্নত করে: চিয়াসিড ফাইবার সমৃদ্ধ, যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।

ত্বকের স্বাস্থ্য ভালো রাখে: চিয়াসিডে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে, যার ফলে ত্বক সুস্থ থাকে।

চিয়াসিড সালভিয়া হিসপানিকা নামক উদ্ভিদের বীজ। এটি ছোট, ডিম্বাকৃতির এবং ধূসর-কালো রঙের হয়ে থাকে। চিয়াসিডকে ‘সুপারফুড’ বলা হয়, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে।

সূত্র: যুগান্তর