মেহেরপুরসহ ২৪ পুলিশ সুপার বদলি

মেহেরপুরের পুলিশ সুপার এস এম নাজমুল হক বিপিএম (বার), পিপিএম কে বদলি করা হয়েছে।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে এ তথ্য দেওয়া হয়েছে। তাকে নৌ পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে আরও ২৩ পুলিশ সুপারকে রদবদল করা হয়েছে বলে পরিপত্রে বলা হয়েছে।

তবে এখনও মেহেরপুরে পুলিশ সুপার হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন তা জানা যায়নি।




চুয়াডাঙ্গার হায়দারপুরে কিশোর সাকিব কে কুপিয়ে হত্যার চেষ্টা

চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর গ্রামের কিশোর সাকিব মিয়া (১৬) কে কুপিয়ে জখম ও হত্যা চেষ্টা করা হয়েছে। গতকাল সোমাবার বিকাল চারটাই চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দার পুর গ্রামের উত্তর পাড়াতে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় মেম্বার আজিবার মালিথার ছেলে ও তার সহপাঠীরা একত্রে হয়ে তাকে হত্যা চেষ্টা এবং হামলার ঘটনা ঘটাই বলে জানিয়েছেন স্থানীয় এবং পরিবারের লোকজন। কিশোর সাকিব মিয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার মইনুল ইসলামের ছোট ছেলে। বর্তমানে সে চুয়াডাঙ্গা সদর উপজেলার সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সোমবার সাকিব মিয়া গ্রামের মধ্যে যাওয়ার সময় হটাৎ পিছন থেকে তাকে আক্রমণ এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে থাকে। এক পর্যায়ে সেখান থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয় ।

সাকিব মিয়া বলেন কৃষি কাজের জন্য মাঠে যাচ্ছিলো সে হটাৎ তাকে গ্রামের স্থানীয় মেম্বার আজিবার মালিথার ছেলে সহ ১০-১৫ তাকে ধাওয়া করে এলোপাতাড়ি রড লাঠি চা পাতি দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে গ্রামের স্থানীয় লোকজন চলে আসলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করতে গেলে মামলা নেওয়া হয়নি বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী বলেন, এ বিষয় মামলা দায়ের করতে এসেছিলো পরিবারের লোকজন তাদের প্রয়োজনীয় কাগজ আনতে বলা হয়েছে।




দর্শনায় বিভিন্ন থানার ক্লিনিক মালিক সমিতির কমিটি গঠন

চুয়াডাঙ্গার দর্শনা শাপলা পার্ক এ্যাণ্ড পিকনিক কর্ণারে গতকাল সোমবার বিকাল ৫টায় দর্শনা, দামুড়হুদা ও জীবননগর থানা ক্লিনিক মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। জালাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব কমিটি গঠণ করেন চুয়াডাঙ্গা জেলা ড্যাপের সভাপতি ডাক্তার হাসানুজ্জামান নুপুর।

দর্শনা থানা ক্লিনিক মালিক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জালাল উদ্দিন, সহসভাপতি ইমতিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক এনামুল কবির, সহসাধারণ সম্পাদক সোহেল ও সাংগাঠনিক সম্পাদক আলো।

জীবননগরে সভাপতি আ.মান্নান সভাপতি, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির আহম্মেদ, সহসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাংগাঠনিক সম্পাদক সুজা উদ্দিন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম ও কোষাধক্য হুমায়ুন কবির।

দামুড়হুদায় সভাপতি আ. খালেক, সহ-সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক মামুন আর রশিদ শান্ত, সহসাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগাঠনিক সম্পাদক আবুল কাশেম ও কোষাধক্য তাজদ্দিন বিশ্বাস।




ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড ভুলে গেছেন?

আজকাল প্রায় সব বাড়িতেই রয়েছে ওয়াই-ফাইয়ের সংযোগ। নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারে ওয়াই-ফাই ভীষণ জনপ্রিয়। এটি ব্যবহারে প্রয়োজন হয় একটি নিজস্ব পাসওয়ার্ডের।

তবে দীর্ঘদিন ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারের ফলে পাসওয়ার্ড মনে রাখতে পারেন না অনেকেই। তাই নতুন ডিভাইসে ইন্টারনেট চালু করতে বেশ সমস্যা হয়। এটির কিন্তু ভীষণ সহজ একটি সমাধান রয়েছে। ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকেই ভুলে যাওয়া পাসওয়ার্ড জানা যায়।

ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড জানার জন্য শুরুতে ফোনের সেটিংস অপশনে গিয়ে ‘কানেকশনস’ এ ক্লিক করুন। ওয়াই-ফাই অপশন নির্বাচন করে ফোনটি যে ওয়াই–ফাই নেটওয়ার্কে কানেক্টেড রয়েছে, সেই নেটওয়ার্কের নাম ‘কারেন্ট নেটওয়ার্ক’ অপশনের নিচে দেখা যাবে। এবার নেটওয়ার্কের নামের পাশে থাকা ‘সেটিংস’ আইকন চাপলেই পরের পৃষ্ঠায় পাসওয়ার্ডের নামের অপশন দেখা যাবে। এরপর ডান দিকে থাকা ‘ওয়াচ’ আইকনে চেপে ফোনের পাসওয়ার্ড লিখে নিচে থাকা ‘কনটিনিউ’ বাটন চাপলেই পাসওয়ার্ডের ঘরে ব্যবহৃত ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড দেখা যাবে।

সূত্র: ইত্তেফাক




মুক্তি পাচ্ছে ফারুকীর ‘শনিবার বিকেল’

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ অবশেষে আলোর মুখ দেখবে। দীর্ঘ পাঁচ বছর ধরে নানান বাহানায় সেন্সরে আটকে থাকা এ সিনেমাটির মুক্তিতে আর কোনো বাধা নেই।

আগামী নভেম্বরে ‘শনিবার বিকেল’ সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে বলে গণমাধ্যমকে জানান এর প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

তিনি বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে আমরা এখনই সিনেমাটি মুক্তি দিতে চাই না। সব ঠিক থাকলে আগামী নভেম্বরে দেশের দর্শক সিনেমাটি দেখতে পারবে।’

আবদুল আজিজ, আপিল করার পর এটি সেন্সর পায়। তবে বোর্ড বেশ কিছু সংশোধনী দেয়। তবে দৃশ্যগুলো রাখতে চায় সিনেমাসংশ্লিষ্টরা। সেভাবেই নতুন করে সেন্সরে জমা দেবেন তারা। সেন্সরের চূড়ান্ত নির্দেশনা এলে মুক্তি পেতে আর বাধা থাকবে না। যে কারণে এবার মুক্তির দিনক্ষণ ঠিক করছেন তারা।

‘শনিবার বিকেল’ সিনেমায় বিভিন্ন দেশের শিল্পী অভিনয় করেছেন। এর মধ্যে আছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চ্যাটার্জি, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ আরও অনেকে।

এর চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন কাজাকিস্তানের চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভ। যিনি ২০১৩ সালে ‘হারমনি লেসন’ সিনেমার জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রগ্রাহকের পুরস্কার সিলভার বিয়ার জয় করেন।

সূত্র: ইত্তেফাক




দর্শনায় ভারী বর্ষনে ক্ষীতগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন নবাগত দর্শনা পৌর প্রশাসক

টানা কয়েক দিনের ভারীবর্ষনে দর্শনা পৌরসভার বিভিন্ন ওয়াড়রের নিচু এলাকায় পানি জমে বাড়ি ঘর প্লাবিত হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দর্শনা সরকারী খাদ্য গুদাম প্রায় দুই সপ্তাহ ধরে কর্মকর্তারা পানি বন্দি হয়ে রয়েছে।

গতকাল সোমবার সকাল ১১ টায় দর্শনা পৌর এলাকা পরিদর্শন করেন নব নিযুক্ত পৌর প্রশাসক কে এইচ তাসফিকুর রহমান। কয়েকটি রাস্তা সহ মহল্লায় জলাবদ্ধার দুরকরণে লক্ষে পৌর প্রকৌশলী সাজেদুল আলমকে সাথে নিয়ে ছুটির দিনে বৃষ্টি মধ্যে ভিজে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখেন। সেই সাথে এলাকার মানুষের দুর্ভোগ কিভাবে কোমানো যায় তার নির্দেশনা দেন।

এই সময় আরও উপস্থিত ছিলেন পৌর প্যালন মেয়র রবিউল হক সুমন, কমিশনার আসুরউদ্দীন আশু, কার্যসহকারী হারুন অর রশিদ, তছের আলী, এলাকার সুধীজন।




ওয়েভ ফাউন্ডেশনের পরিচালকসহ ৫ কর্মকতার্র বিরুদ্ধে মেহেরপুর আদালতে মামলা

ওয়েভ ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক মহাসিন আলীসহ পাঁচ কর্মকতার্র বিরুদ্ধে মেহেরপুর কোটে মামলা হয়েছে। যার মামলা নং মেহেরপুর কোট দেওয়ানী মামলা নং-১২৩/২০২০। এ মামলার আসামীরা হলেন, নিবার্হী পরিচালক মহসিন আলী, উপ-পরিচালক প্রশাসন ও মানব বিভাগরের উফতেখার হোসেন, ক্ষুদ্রঋণ কর্মসূচির পরিচালক কফিল উদ্দিন, সমন্বয়কারী অডিট বিভাগের প্রদীপ্ত কুমার মিত্র ও ইউনিট ম্যানেজার আমিরুল ইসলাম।

তবে এ বিষয় আমিরুল ইসলাম জানান আমি শেফালী খাতুনের পক্ষে স্বাক্ষী দেব। এ মামলার বাদী শেফালী খাতুন জানান, এরিয়া সমন্বয়কারী হিসাবে কর্মরত ছিলাম। গত ৩০/০৬/২০২০ তারিখ হঠাৎ করে আমাকে আমার পদ থেকে বরখাস্ত ও জরিমানাকরণ ও বেআইনীভাবে আমাকে বরখাস্ত করে ২০২০ সালের মার্চ, এপ্রিল, মে, জুন ও জুলাই মাসের বেতনভাতাদী বন্ধ করে দেয়। আমাকে গত ২৫/০২/২০২০ তারিখ ওয়েভ ফাউন্ডেশনের মানব সম্পদ বিভাগ কার্যক্রম স্থগিত করে একটি কারণ দর্শনোর নোটিশ প্রদান করে। আমার অপরাধ কি জানতে চাইলে কতৃপক্ষ জানান মেহেরপুর ৭ নং ইউনিটের ম্যানেজার, হিসাব রক্ষক ও একজন সিডিও দ্বারা কিছু অর্থ আত্মসাত হয়েছে।

এ বিষয়ে গঠিত একটি তদন্ত কমিটি কতৃক তদন্তের ভিত্তিতে তৎকালীন ম্যানেজারকে বিভিন্ন ভয় ভিতি দেখিয়ে ভুয়া ঋণ বিতরণ ঋণের মাষ্টাররোল ঋণের প্রস্তাবপত্র সফটওয়ারের সাথে তথ্য যাচাই-বাচাই না করে হিসাব কর্মকতার্র বিরুদ্ধে ২৮ লাখ টাকা অত্মসাত দেখানো হয়। যা একজনের পক্ষে ২৮ লাখ টাকা অত্মসাত করা অসম্ভব বলে মনে করি। এটা সফটওয়ারের কারসাজি বলে আমি মনে করি। তাছাড়া সফটওয়ারের তথ্য সংক্ষণের দায়িত্ব ছিলেন ইউনিট ম্যানেজার ও হিসাব রক্ষক। আমার পক্ষে অর্থ আত্মসাত করা অসম্ভব ব্যাপার। বিধি মোতাবেক আমাকে আত্মপক্ষ সর্মথনের সুযোগ না দিয়ে আমার বিরুদ্ধে চাকুরী হতে বরখাস্তা ও জরিমানা করা হয়। উল্লেখ্য সূত্র নং ওয়েভ ফাউন্ডেশন/প্রসাশন ও মানব সম্পদ/১০৪০/২/২০২০ মোতাবেক ৩০/০৬/২০২০ বরখাস্ত করেন।

ফলে বাদীর অষ্টম অধ্যায়ের ৮ ও ৭ অপরাধের ধরণ দরণে দন্ড ও সহায়তা বর্ণিত বিষয়ের সাথে বাদীর বখাস্তের কারণ ও ধারার কোন মিল নেই। ফলে বাদী ঐ ধারায় বর্ণিত কোন অপরাধী নয় বলে শেফালী খাতুন দাবী করেন। তিনি আরো বলেন যেহেতু আমি দোষী না। ফলে আমার ন্যায্য পাওনা ও আমার মান-সম্মাম ক্ষুন্ন হয়েছে বলে আমি মনে করি। ওয়েভ ফাউন্ডেশন মানুষের ন্যায্য অধিকার ও মানবোধীকার নিয়ে কাজ করে আসছে। সেখানে ওয়েভ ফাউন্ডেশনের শুধু আমি না সকল পযার্য়ের কর্মকতা ও কর্মচারীদের বিভিন্ন ভাবে অধিকার বঞ্চিত করে আসছে বলে আমি মনে করি।




দর্শনা-ঈশ্বরচন্দ্রপুর সড়কে টানা বৃষ্টিতে ভয়াবহ ফাটল, বিপাকে দুই গ্রামের মানুষ

টানা কয়েক দিনের বৃষ্টিতে গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শনা-ঈশ্বরচন্দ্রপুর সড়কের দর্শনা বাজারের একটু অদৃরে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে বিপাকে পড়েছে দুই গ্রামের মানুষ।

সরজমিনে দেখাগেছে, ২০২২-২৩ সালে প্রায় ৫ কিঃ মিঃ রাস্তা নতুন পিচ করন করে। তবে অনেকেই ঐ সময়ে দর্শনা পৌরসভার কর্মচারী হারুন ও সৈয়দ রুমি আলম পলাশের বিরুদ্ধে কাজ দেখা শুনার দায়িত্ব থাকলেও দা ইশারা ভাবে দেখা শুনা করে। তবে ঐ সময় অভিযোগ ওঠে কাজে ব্যাপক দুর্নীতি করছে। ঐ সব কথার কর্নপাত না করে দা সারা ভাবে রাস্তার কাজ সেরে চলে যায়।

এক দুই বছর যেতে না যেতেই দর্শনা-ঈশ্বরচন্দ্রপুর সড়কের মুছাদারুল পুকুরের সামনের রাস্তার ভয়াবহ ফাটল দেখা দিয়েছে।যে কোন রাস্তা ধসে প্রান হানির ঘটনা ঘটতে পারে। এ রাস্তার ফাটল প্রায় ১০ দিন হয়ে গেলেও পৌরসভার কোন খোঁজ খবর নিতে দেখেনি। তবে রাস্তার ফাটল যদি মেরামত না করে যে কোন সময় পিচ রাস্তাসহ পুকুরের ভিতর চলে যাবে। এবং বিভিন্ন স্থানে সড়কের দুইপাশে মাটি সরে গিয়ে সড়কগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

একজন ভ্যান চালক নাম না বলতে ইচ্ছুক,আমরা এ সড়কে দিনরাত চলা ফেরা করছি তবে যে ভাবে ফাটল ধরেছে আমাদের এ রাস্তায় যাত্রী নিয়ে চলাচল করতে ভয়পাচ্ছি।যে কোন মুহূর্তে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে বলেও তিনি অভিযোগ করেন।

তবে এ রাস্তায় ভয়াবহ ফাটল দেখা দেওয়াতে লাল কাপড় ও ইট দিয়ে চিহ্নিত করে রেখেছে।তবে সাধারন পথযাত্রী ফাটল দেখেই আতকে উঠছে।তবে এ বিষয়ে দর্শনা পৌরসভার নবাগত প্রশাসকে বারংবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।




মেহেরপুরে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন

রশ্নি কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ হলরুম আইসিটি মন্ত্রণালয় কর্তৃক বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (২৬ আগস্ট) সকাল ১১ টার সময় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ হলরুম এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।

রশ্নি কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের স্বত্বাধিকারী মোঃ এস এম রাসেল সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রফেসর ডঃ শরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক জসীমউদ্দীন, শারমিন আক্তার, পারভিনা আক্তার প্রমুখ।




ঝিনাইদহ কারাগারে এক হাজতির মৃত্যু

ঝিনাইদহ জেলা কারাগারে বিল্লাল হোসেন (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৬আগস্ট) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। বিল্লাাল হোসেন ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়নপুর গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, গত ৭ মে তিনটি মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে আসে বিল্লাল হোসেন। তার মামলা আদালতে বিচারাধীন রয়েছে। রবিবার দিবাগত রাতে তার বুকে ব্যথা অনুভব করে। পরে জেল কর্তৃপক্ষ তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল৫টার তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন হার্টএ্যাটাকে মারা গেছে।

ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মোঃ মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মরাদেহ ময়নাতদন্ত শেষে তার ছেলে ও আত্মীয়-স্বজনের নিকট হস্থান্তর করা হয়েছে।