ভাইরাল কন্যা সিঁথি এবার আসিফ আকবরের গানে

কোটা আন্দোলনের সময় রাজপথে ভুমিকার জন্য বেশ কিছু ছাত্র-ছাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ফারজানা সিঁথি।

তবে সরকার পতনের আগে আন্দোলনে ইতিবাচক ভূমিকায় প্রশংসা পেলেও, সরকার পতনের পরে একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে দেশব্যাপী সমালোচিত ও ভাইরাল হন তিনি।

সেসময় তার বলা ‘ইটস মাই টার্ন নাও’ কথাটি তো এতটাই ভাইরাল হয়েছে যে এখনও মানুষর মুখে মুখে শোনা যায়।

এবার সেই তরুণীকেই নিজের গানের মডেল হিসেবে বেছে নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

আসিফ, সিঁথি ও শেখ সাদী
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আসিফ আকবর ফেসবুকে তার সঙ্গে ছবি শেয়ার করে নতুন গানের ঘোষণা দেন।

‘ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা/ মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা/ ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার/ ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার/ তুমি আমার এ পৃথিবী/ তুমি ছাড়া আজ সব অচেনা।’

এমন কথার গানটি আসিফ আকবর গাইবেন বাংলা ও হিন্দি দু’টি ভাষায়। ‘ইচ্ছেরা’ শিরোনামের বাংলায় গানটির কথা লিখেছেন বুদ্ধাদিত‍্য মুখার্জী।

হিন্দি ভাষায় গানটির শিরোনাম বেপানা দিল, কথা লিখেছেন শাদাব আখতার। গানের সুর ও সংগীত করেছেন রাজীব এবং মোনা।

আসিফ আকবরের সঙ্গে রোমান্টিক মেলোডিয়াস এ গানে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী। সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হিন্দি গান ‘বুর্জ খলিফা’ গানটি গেয়েছিলেন নিকিতা।

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, “মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। ‘ইচ্ছেরা’ গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে। গানটির রেকর্ডিং হয়েছে আরো পাঁচমাস আগে। এখন শুরু হবে গানের শুটিং।

নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন‍্যা ফারজানা সিঁথি এবং তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদীকে। আবার গানে গানে মুখর হয়ে উঠুক আমাদের পরিবেশ, প্রতিবেশ। ”

গানটির শুটিং হবে গাজীপুরের শালদহ ইকো রিসোর্টে। মিউজিক ভিডিও পরিচালনা করবেন সৌমিত্র ঘোষ ইমন। গানটি মুক্তি পাবে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তারের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য তাঁরা এই কমিটি অনুমোদন করেছেন।

গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫১ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।

জেলা পর্যায়ে এটি তাদের ষষ্ঠ আহ্বায়ক কমিটি বলে উল্লেখ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ।

কমিটি গঠন-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে।

মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার কমিটিতে আহ্বায়ক করা হয়েছে । সদস্য সচিব করা হয়েছে কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মো. মুজাহিদুল ইসলাম।

এছাড়া কওমি মাদ্রাসার শিক্ষার্থী মো. শাওন শেখকে করা হয়েছে মুখ্য সংগঠক। কমিটির মুখপাত্র মেহেরপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী আনিকা তাবাচ্ছুম আঁখি।

এ ছাড়া কমিটির ৭ জন যুগ্ম আহ্বায়ক হলেন মো: তামিম ইসলাম, মো: নাসিম রানা বাঁধন, শামীম আহমেদ আজম, রিদওয়ানুল হক মুজাহিদ, জাইমুল হাসান, নাহিদ মাহমুদ ও আশিকুর রহমান শিশির।

৭ জন যুগ্ম সদস্য সচিব ফরিদুল আলম পান্না, ফাহিম শাহরিয়ার খান অয়ন, সাদ্দাম হোসেন জীবন, সজীব হাসান, শোভনুজ্জামান, মো: শাকিরুল ইসলাম ও হোসনেয়ারা।

৪ জন সংগঠক হলেন আসিফ রাব্বি, ওবায়দুল ইসলাম রাফি, আমির হামজা ও রাব্বি হোসেন।

২৯ জন সদস্য করা হয়েছে ইয়াসিন আহমেদ সিয়াম, আলমিম আলিফ খান, সামিউল ইসলাম সাফি, তানভীর জামান, রাগীব শাহরিয়ার, মাহফুজুর রহমান, রুকায়া কুলসুম কান্তা, মোঃ সাইমুন ইসলাম, মো: প্রিন্স, মো জাহাঙ্গীর আলম, আনাস আহাম্মেদ, মোঃ খালিদ বিন ওয়ালিদ অমিত,মানজারুল ইসলাম সোহান, মো: আরিফ খাঁন, মো: নাফিউ বারী, ওমর ফারুক, তামিমুর রহমান, মোঃ মুরছালিন, আফিফ হাসান আবির, সামিউল ইসলাম, স্বর্ণা আক্তার, আমিনুল ইসলাম সায়েম, মো ইমরান হোসেন, আব্দুল্লাহ আল সাদিক, সাকলাইন মুস্তাক, ফাহিম মুর্শিদ, শামীম হাসান কবির, সাহাবুিদ্দন শেখকে।




শান্তর পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন দিপু

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে কুঁচকির চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন এই টাইগার অধিনায়ক। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন ব্যাটার শাহদাত হোসেন দিপু।

মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। ২০২৩ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে টেস্টে অভিষেক হয় দিপুর। এখন পর্যন্ত এই ফরম্যাটটিতে চারটি ম্যাচ খেলেছেন তিনি।

চলতি বছরের মার্চের পর আর জাতীয় দলে খেলা হয়নি দীপুর। ওই মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে ছিলেন ব্যর্থ তিনি। এরপর পাকিস্তান, ভারত ও সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজেও দীপু ডাক পাননি।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাশ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুর পুলিশের অভিযানে ৭ জন গ্রেফতার

মেহেরপুরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে সিআর মামলায় আদালতের পরোয়ানাভুক্ত এক জন ও নিয়মিত মামলার ছয় আসামি রয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার (১৩ নভেম্বর) ভোর রাত পর্যন্ত মেহেরপুর সদর, গাংনী, মুজিবনগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের পৃথক টিম আলাদা অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করে।

মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে নেওয়া হয়েছে।




দর্শনায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের ২ কর্মী আটক

দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২জন আওয়ামী লীগের ২ জন কর্মীকে আটক করেছে। জানাযায়, আজ মঙ্গলবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে অভিযান চালায় নবগঠিত নেহালপুর ইউনিয়নের নেহালপুর গ্রামে।

এ সময় দর্শনা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে নেহালপুর গ্রামের মোবারক মন্ডলের ছেলে আক্কাস আলীকে (৪৩) তার বাড়ি থেকে আটক করে। পরে একই সময় অভিযান চালায় তিতুদহ ইউনিয়নের আড়িয়া গ্রামে।

এ সময় পুলিশ আড়িয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে মাহফুজুর রহমানকে (৪১)তার আটক করে।গতকালই তাদেরকে রাজনৈতিক মামলায় চুয়াডাঙ্গা কোট হাজতে সোপর্দ করেছে।




ঝিনাইদহে ইউপি সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে যখম

ঝিনাইদহ সদর উপজেলার ৮নং পাগলা কানাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল ওয়াদুদ কে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

গতকাল সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ঝিনুক মালা আবাসন প্রকল্পের নিকটে এই ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত ওয়াদুদ মেম্বর বলেন, সকালে ইউনিয়ন পরিষদে মিটিং এর উদ্দ্যেশে বাড়ি থেকে যাওয়ার পথে ঝিনুকমালা আবাসন প্রকল্পের কাছে পৌছালে জিহাদ. রিপন, হাসান, জাকিরসহ একদল সন্ত্রাসী তার মোটরসাইকেল থামিয়ে কাঠের চলা, রড, হাতুড়ি দাঁ দিয়ে পিটাতে ও কোপাতে থাকে এসময় আমার চিৎকারে লোকজন ছুটে এলে তারা আমাকে উদ্ধার করে সদর হাসাপাতালে ভর্তির উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। পরে সন্ত্রাসীরা আবার আমার গাড়ি রোধ করে আমার উপর হামলার করে মারধর করতে থকে এবং দুই ভেঙ্গে জখম করে দেয়। জনগন ছুটে এলে তারা পালিয়ে যায় পরে আমাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও বলেন এরা সবাই আমার পরিচিত এবং সন্ত্রাসী বাহিনির সদস্য। আব্দুল ওয়াদুদ মেম্বর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরখাজুরা গ্রামের মৃত শাহাদত মেম্বারের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মামলার প্রক্রিয়া চলছে, আসামীদের বেরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




প্রথম পুরস্কার পেলেন মেহেরপুরের ছেলে ইয়াসির আরাফাত

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ এ অনলাইন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন মেহেরপুরের ছেলে জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক ইয়াসির আরাফাত রিপন।

ইয়াসির আরাফাত রিপন মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের আশকার আলীর ছেলে।

গত শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী অডিটোরিয়ামে অ্যাওয়ার্ড উপলক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।

গত বছরের ডিসেম্বরে প্রকাশিত ‘খরচ বাঁচাতে খাদ্য তালিকায় কমছে আমিষ, বাড়ছে হেঁটে যাতায়াত’ শীর্ষক চার পর্বের প্রতিবেদনের জন্য এ পুরস্কার পেয়েছেন রিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দেশ টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অ্যাটকোর সাধারণ সম্পাদক আরিফ হাসান ও জুরিবোর্ডের প্রধান ডিআরইউয়ের সাবেক সভাপতি শফিকুল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

ইয়াসির আরাফাত রিপন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পেশাগত জীবনে তিনি দৈনিক সংবাদ, একুশে টেলিভিশন (ইটিভি), অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এ কাজ করেছেন। ২০২০ সালের নভেম্বরে জাগোনিউজ২৪.কম-এ যোগ দেন তিনি।

দীর্ঘদিন ধরে অর্থনৈতিক বিটে কাজ করছেন ইয়াসির আরাফাত রিপন। সাংগঠনিকভাবে তিনি ডিআরইউ ছাড়াও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) স্থায়ী সদস্য। এর আগে আরাফাত আবাসন খাত ও আবাসন খাতে ব্যাংক সংশ্লিষ্টতা বিষয়ে ‘রিহ্যাব বর্ষসেরা পুরস্কার’ লাভ করেন।




এইচএসসি পাসে চাকরি দিচ্ছে মেঘনা গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রোডাকশন (ডায়াপার প্ল্যান্ট) বিভাগ অপারেটর/সিনিয়র অপারেটর পদে একাধিক জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৭ নভেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

পদের নাম : অপারেটর/সিনিয়র অপারেটর পদসংখ্যা : নির্ধারিত নয় অভিজ্ঞতা : কমপক্ষে ৩ বছর

বয়সসীমা : উল্লেখ নেই

কর্মস্থল : নারায়ণগঞ্জ

বেতন : আলোচনা সাপেক্ষে

আবেদন শুরুর তারিখ : ১০ নভেম্বর ২০২৪

কর্মঘণ্টা : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদনের শেষ সময় : ১৭ নভেম্বর ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

অন্যান্য যোগ্যতা : ডায়াপার/স্যানিটারি ন্যাপকিন/বেবি ওয়াইপস মেশিনে অপারেটিংয়ে দক্ষতা অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ১৭ নভেম্বর ২০২৪

সূত্র: কালবেলা




ঝিনাইদহের মিঞা জিন্নাহ আলম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মিঞা জিন্নাহ আলম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তরিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে আসছে নানা অনিয়মের অভিযোগ। নিয়োগ বাণিজ্য করে তিনি গড়েছেন অঢেল সম্পদের পাহাড়। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় কলেজটি। নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার জন্য আলোচিত এই অধ্যক্ষ চাকরি থেকে অবসরে যাওয়ার সময় পড়েছেন গ্যাড়াকলে।

নিয়োগ জালিয়াতি করে একই পদে দুইজন শিক্ষক নিয়োগ, ডিগ্রি থেকে উচ্চমাধ্যমিক শাখায় ও উচ্চ মাধ্যমিক থেকে ডিগ্রি শাখায় স্থানান্তর করেও কামিয়েছেন কাড়ি কাড়ি টাকা। ২০১৩ সালে এই প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপান উমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা। ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হলেও অপ্রাতিষ্ঠানিক স্বশিক্ষিত সাব্দার হোসেন মোল্লাকে ডিগ্রি পাস দেখিয়ে শিক্ষাবোর্ডে সুপারিশ পাঠিয়েছেন। একই সাথে বিদ্যুৎসাহী পদে মোস্তাফিজুর রহমানকে মনোনীত করে সুপারিশ পাঠান। খোঁজ নিয়ে জানাগেছে, মোস্তাফিজুর রহমানেরও শিক্ষাগত যোগ্যতা ছিলনা বিদ্যুসাহী সদস্য হওয়ার।

২০১৩ সালের ২২ আগস্ট এই দুইজনের পক্ষে ডিও লেটার দেন তৎকালীন এমপি আব্দুল হাই। আদতে সাব্দার হোসেন মোল্লার প্রাতিষ্ঠানিক কোন শিক্ষাগত যোগ্যতা নেই বলে জানাগেছে। কাজেই শিক্ষানীতিমালা অনুযায়ী তিনি কোন ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারেন না। অথচ এই কমিটি দিয়ে ২০১৫ সালের জুন মাসে জালিয়াতির মাধ্যমে ৭টি পদে শিক্ষক নিয়োগ দিয়ে হাতিয়েছেন প্রায় কোটি টাকা। খোঁজ নিয়ে জানাগেছে, সাব্দার হোসেন মোল্লা গাড়াগঞ্জ গার্লস স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন সেখানে তার শিক্ষাগত যোগ্যতা দেখান এসএসসি পাস।

অযোগ্য ব্যক্তিকে সভাপতি নিয়োগ দিয়ে কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছেন এলাকার লোকজন। তারা এই কমিটির নিয়োগ দেওয়া শিক্ষক ও অন্যান্য কর্মচারীদের অবৈধ বলে দাবি করেন। তারা বলেন, এসব নিয়োগ বাতিল করে পূণরায় স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দিতে হবে। এবিষয়ে জানতে সাবেক অধ্যক্ষ তরিকুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। জানাগেছে, দুর্নীতির মাধ্যমে তিনি হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন জায়গাসহ কুষ্টিয়া শহরে নামে বেনামে বিপুল সম্পত্তি গড়ে তুলেছেন।




গ্রুপ চ্যাটিংয়ের জন্য নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

মেসেজিংয়ের ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এবার হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন ফিচার যেখানে চ্যাট লিস্ট কাস্টম করা যাবে। যার মাধ্যমে পছন্দমতো হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপকে বা গুরুত্ব অনুযায়ী নির্দিষ্ট কোনো কথোপকথন বাছাই করে চোখের সামনেও রাখা যাবে। মলূত গ্রুপ চ্যাটে বাড়তি সুবিধা দেবে এই নতুন ফিচার।

এর আগেও হোয়াটস‌অ্যাপ ‘আনরিড’, ‘ফেভারিট’, ‘গ্রুপ’ নামে কয়েকটি ফিচার নিয়ে এসেছিল। যে মেসেজগুলো পড়া হয়নি সেগুলো আলাদা করে ‘আনরিড’ অপশনে পাওয়া যাবে। আবার যার সঙ্গে বেশি চ্যাট করেন, সেই প্রোফাইলটিকে ‘ফেভারিট’ অপশনে রেখে দেওয়া যাবে যাতে খোঁজাখুঁজি না করতে হয়। এবার এই অপশনগুলোকেই এক সঙ্গে আনতেই নতুন ফিচার কাস্টম চ্যাট লিস্ট।

হোয়াটস‌অ্যাপ কিছু দিন আগেই ‘আনরিড’, ‘ফেভারিট’, ‘গ্রুপ’ নামে কয়েকটি ফিচার নিয়ে এসেছিল। যে মেসেজগুলো পড়া হয়নি সেগুলো আলাদা করে ‘আনরিড’ অপশনে পাওয়া যায়। আবার যার সাথে বেশি চ্যাট করেন, সেই প্রোফাইলটিকে ‘ফেভারিট’ অপশনে রেখে দেওয়া যাবে যাতে খোঁজাখুঁজি না করতে হয়। এবার এই অপশনগুলোকেই এক সঙ্গে যুক্ত হচ্ছে নতুন ফিচার কাস্টম চ্যাট লিস্ট।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচারের ব্যবহারে গ্রাহকেরা নিজেদের চ্যাটকে কয়েকটি ভাগে আলাদা করে নিতে পারবেন। যেমন ‘পরিবার’, ‘কর্মক্ষেত্র’, ‘বন্ধুবান্ধব’ ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে তা ভাগ করা যাবে। ফলে বহু চ্যাটের মধ্যে থেকে আলাদা করে খোঁজার প্রয়োজন হবে না।

কাস্টম লিস্ট ফিচারে গ্রাহকেরা ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি পছন্দের একাধিক গ্রুপকেও তালিকাভুক্ত করতে পারবেন। সেগুলো পিন টু টপ বা একেবারে চোখের সামনে রেখে দেওয়ার সুবিধাও পাবেন।

চলুন জেনে নেওয়া যাক যেভাবে কাস্টম লিস্ট করবেন

১. প্রথমে হোয়াটসঅ্যাপ আপডেট করুন। ২. হোয়াটসঅ্যাপের ওপরে ডান দিকে একটি যোগ চিহ্ন আসবে। সেটিতে ক্লিক করলে অর্গাইনজ ইওর চ্যাট বলে একটি পপআপ দেখাবে। সেখানে ক্লিক করুন। ৩. ক্যাটাগরি দেখে পছন্দের প্রোফাইল তালিকাভুক্ত করুন। ৪. যদি কোনো চ্যাট আলাদা করে চোখের সামনে রাখতে হয়, তাহলে অ্যাড পিপল অর গ্রপ অপশনে গিয়ে নির্দিষ্ট কোনো প্রোফাইল বা চ্যাট বাছাই করে একেবারে উপরের সারিতে রেখে দিতে পারেন।

সূত্র: কালবেলা