দামুড়হুদার কার্পাসডাঙ্গায় কারিতাসের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে কারি তাস বাংলাদেশ SDDB প্রকল্পের আয়োজনে ৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ:করিম বিশ্বাস, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, সহ-সভাপতি করম আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, সাজিবার রহমান, সিরাজুল ইসলাম মেম্বর, মনিরুজ্জামান মন্টু মেম্বর, মাহবুবুর রহমান, আ:সালাম,বিল্লাল হোসেন, দেলোয়ারা, আনেহার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহাবুবুর রহমান, হিসাবরক্ষক মতিয়ার রহমান, উদ্যোক্তা হারুন, হীরা, ওমেদুল, কারিতাস এসডিডি প্রকল্পের কার্পাসডাঙ্গা উন্নয়ন কমিটির সভাপতি সুদিন সরকার, আলাউদ্দীন মাস্টার, আনসার আলী, আহসান, কিতাব।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এসডিডি প্রকল্পের ফিল্ড সুপারভাইজার বাপ্পা মন্ডল।




অবশেষে উচ্ছেদ হলো গাংনী বাসস্ট্যান্ডের সেই যাত্রী ছাউনি ও মালেক ফল ভান্ডার

জনগনের দীর্ঘ প্রত্যাশা ও দাবীর প্রেক্ষিতে অবশেষে আইনী প্রক্রিয়া শেষে উচ্ছেদ করা হলো মেহেরপুরের গাংনী বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন যাত্রী ছাউনি ও মেসার্স মালেক মিষ্টান্ন এ্যান্ড ফল ভান্ডার। একই সাথে ভাঙ্গা হয়েছে মসজিদের ওযু খানা ও পাবলিক টয়লেট। যাত্রী ছাউনি ও মেসার্স মালেক ফল ভান্ডারে উচ্ছেদ অভিযান চালানো হলেও গলার কাটা হয়ে দাঁড়ায় মফিজ ফল ভান্ডার নামের অপর একটি দোকান। তবে আইনী প্রক্রিয়া শেষে উক্ত দোকানটিকেও জনস্বার্থ রক্ষার্থে এবং সড়ক প্রস্বস্তকরনে অপসারণ করা হবে বলে জানান উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেয়া কর্মকর্তাবৃন্দ।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহা সড়কের গাংনী বাসস্ট্যান্ড এলাকায় এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়ক নির্মাণ কাজ চলমান। সড়কের পাশে অবৈধ স্থাপনার কারণে সড়ক নির্মাণ কাজের বিঘ্নিত হচ্ছিল। সড়ক ও জনপদ বিভাগের জমি উদ্ধারের মাধ্যমে সড়ক নির্মাণ কাজের অগ্রগতি হবে।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ও নি্র্বাহী ম্যাজিস্ট্রেট মো সাজেদুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌলী মিজানুর রহমান, সড়ক ও জনপদ বিভাগের নি্র্বাহী প্রোকৌশলী খন্দকার গোলাম মোস্তফা

আইন শৃংখলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুরে দায়িত্বরত একটি টীম ও গাংনী থানা পুলিশের একটি টীম দায়িত্ব পালন করেন।

জানাগেছে, মেহেরপুর কুস্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রস্বস্তকরন কাজ চলমান রয়েছে। গাংনী বাসস্ট্যান্ডে ফোরলেন কাজে বাধা হয়ে দাড়ায় যাত্রী ছাউনি ও জেলা পরিষদের কয়েকটি দোকান। যার মধ্যে ছিল মেসার্স আব্দুল মালেক ফল ভান্ডার, মফিজ ফল ভান্ডার ও ততসংলগ্ন যাত্রী ছাউনি। নকশা অনুযায়ী বাসস্ট্যান্ডে কাজে গলার কাটা হয়ে দাড়ায় জেলা পরিষদের দোকানঘর ও যাত্রী ছাউনি। গাংনী বিভিন্ন পেশার মানুষ মুল নকশা অনুযায়ী কাজ বাস্তবায়ন ও যাত্রী ছাউনি ও মালেক ফল ভান্ডার উচ্ছেদের দাবীতে একাধিকবার আন্দোলন করেন। বিক্ষোভ কর্মসূচিও পালন করেন গাংনী বাজারের ব্যবসায়ীসহ সাধারন মানুষ। পরে বিষয়টি গাংনী উপজেলা প্রশাসনের জনপক্ষে ভুমিকা রেখে জেলা প্রশাসনকে অবহিত করেন। জেলা প্রশাসক সিফাত মেহনাজ ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক ও জনপদ বিভাগকে প্রয়োনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেন। গঠন করা হয় একটি তদন্ত কমিটি। তদন্ত কমিটি সরেজমিন তদন্ত করেন। তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের পর উচ্ছেদের নোটিশ দেয়া হয় দোকান মালিকদের। একই সাথে নোটিশের একটি কপি টাঙ্গিয়ে অবহিত করা হয় সর্ব সাধারনকেও। সে মোতাবেক বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।




আফগানদের সাথে সিরিজ না খেলার সিদ্ধান্ত সঠিক : অস্ট্রেলিয়া

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ার মাইক বেয়ার্ড আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ম্যাচ খেলার বিরোধিতা করার জন্য তাদের অবস্থানকে সঠিক বলে অভিহিত করেছেন। তবে, এই অবস্থানের জন্য তাকে ‘ভণ্ডামি’র অভিযোগে আক্রমণ করেছেন সদ্য বিদায়ী আইসিসি চেয়ার গ্রেগ বার্কলে।

বার্কলে, যার মেয়াদ ১ ডিসেম্বর শেষ হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘যদি সত্যিই নৈতিক অবস্থান নিতে হয়, তবে আফগানিস্তানকে বিশ্বকাপে খেলতেও দেবেন না। এটা হয় নীতি, না হলে কিছুই নয় । সেমি-ফাইনাল খেলার সুযোগ হারাতে হলেও নীতি ধরে রাখা উচিত।’

এই প্রসঙ্গে বেয়ার্ড বলেছেন, ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের অবস্থানে স্থির এবং তারা আফগান নারী ক্রিকেটারদের সমর্থন দিয়ে চলেছে। বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাসরত আফগান শরণার্থী নারী খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে বোর্ড। আগামী ৩০ জানুয়ারি মেলবোর্নের জাংশন ওভালে একটি প্রদর্শনী ম্যাচে আফগানিস্তান নারী একাদশ খেলবে ক্রিকেট উইদাউট বর্ডারস একাদশের বিরুদ্ধে। ম্যাচটি ডে-নাইট অ্যাশেজ টেস্টের আগে অনুষ্ঠিত হবে।

বেয়ার্ড বলেন, ‘আমরা আমাদের নেওয়া অবস্থানে খুবই স্বস্তি অনুভব করছি। নারী ক্রিকেটারদের জন্য আমরা গর্বিত। জানুয়ারি মাসে যে প্রদর্শনী ম্যাচটি হবে, তা নারী ক্রিকেটের উদযাপন। এটি প্রমাণ করে যে আমরা নারীদের পাশে আছি।’

ভারতের সাম্প্রতিক সফরে প্রকাশ্যে অনুশীলন সেশন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। অ্যাডিলেডে এক অনুশীলন সেশনে ৫,০০০-এর বেশি দর্শক উপস্থিত থাকার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের নেট অনুশীলন সেশন দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

বেয়ার্ড এই প্রসঙ্গে বলেন, ‘আমরা বুঝি প্রতিযোগিতার আগে বিভিন্ন দল বিভিন্ন রকম প্রস্তুতি নেয়। ভারত যেটা করেছে, তা তাদের সিদ্ধান্ত এবং আমরা সেটা শ্রদ্ধা করি। তবে আমাদের দল সবসময় উন্মুক্ত থেকেছে, যা ভক্তদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করে। এভাবেই খেলার প্রসার ঘটে।’’

ক্রিকেট অস্ট্রেলিয়া ভক্তদের সঙ্গে খেলোয়াড়দের সংযোগ স্থাপনে বিশ্বাসী এবং তাদের অনুশীলন সেশন খোলা রাখার ঐতিহ্য বজায় রাখবে বলেও জানিয়েছেন মাইক বেয়ার্ড।

সূত্র: কালবেলা




মেহেরপুরে সরকারি ভাবে ধান চাল ক্রয়ের উদ্বোধন

আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত সংগ্রহ করা হবে।

ধান-চাল সংগ্রহ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৬ ডিসেম্বর )সকাল ১০ টার দিকে সদর উপজেলা খাদ্য গুদাম ঘর চত্বরে মেহেরপুর জেলা খাদ্য বিভাগ এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) দেবদূত রায়, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ্ আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, কৃষক মহিদুল ইসলাম, খুশি রাইচ  মিলের সত্বাধিকারী আজিরুল ইসলাম।

কৃষক মহিদুল ইসলাম বলেন, বর্তমানে খোলা বাজারেই প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৩শ টাকা থেকে ১ হাজার ৪শ টাকা দরে। সরকার নির্ধারিত ধানের মূল্য ১ হাজার ৩২০ টাকা। এজন্য কৃষকরা সরকারি গুদামে ধান বিক্রি করতে আগ্রহ প্রকাশ করছে না। সরকারি গুদামে ধান বিক্রি করলে একসাথে টাকা পাওয়া যায়। সেজন্য কিছু কৃষক সরকারি গুদামে ধান বিক্রি করে বলে তিনি বলেন। কীটনাশক, সারসহ ধান চাষে খরচ বেড়েছে। সরকরিভাবে ধানের দাম বাড়ানোর দাবি জানান তিনি।

খুশি রাইস মিলের সত্বাধিকারী আজিজুল ইসলাম বলেন, বর্তমান বাজারে ধানের বাজার দর বেশি। সরকার নির্ধারিত দামে গুদামে চাল দিলে লাভ হয় না। তিনি চালের দাম বাড়ানোর দাবি জানিয়েছেন। এই মৌসুমে ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশ চাল দেয়ার আশা  প্রকাশ করেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম ইকবাল হোসেন  তার বক্তব্যে বলেন- জেলায় ৪৭ টাকা কেজি দরে ১০৯৫ মেট্রিক টন চাল, ৩৩ টাকা কেজি দরে ১৯৪১ মেট্রিক টন ধান সংগ্রহের কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন – কৃষকের কথা বিবেচনা করে এই মৌসুমে ধান ১ টাকা এবং চালের মূল্য ২ টাকা করে  বাড়ানো হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে আমঝুপি খাদ্য গোডাউন কর্মকর্তা রেবেনা পারভিনসহ কৃষক ও চালকল মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।




নিয়োগ দিবে এসএমসি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)। প্রতিষ্ঠানটির টেলি জিজ্ঞাসা, এমএমএস প্রজেক্টের জন্য কাউন্সিল পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

আবেদন নেওয়া শুরু হয়েছে ৪ ডিসেম্বর। আবেদন করা যাবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে এসএমসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রতিষ্ঠানের নাম : সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)

চাকরির ধরন : বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৪

পদ ও লোকবল : ১টি ও ১ জন

আবেদন করার মাধ্যম : অনলাইন

আবেদন শুরুর তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৪

আবেদনের শেষ তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৪

অফিশিয়াল ওয়েবসাইট : https://www.smc-bd.org

আবেদন করার লিংক : অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম : সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)

পদের নাম : কাউন্সিলর

বিভাগ : টেলি জিজ্ঞাসা, এমএমএস প্রজেক্ট

পদসংখ্যা : ০১টি

অন্য যোগ্যতা : ডকুমেন্টেশন, রিপোর্ট বিশ্লেষণ এবং লেখা এবং উপস্থাপনায় ভালো দক্ষতা। এমএস অফিস অ্যাপ্লিকেশনসহ কম্পিউটার অপারেটিংয়ে দক্ষতা।

অভিজ্ঞতা : প্রয়োজন নেই, তবে যোগাযোগ এবং কাউন্সেলিং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন : চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা : সর্বোচ্চ ৩৫ বছর

কর্মস্থল : ঢাকা (বনানী)

বেতন : আলোচনা সাপেক্ষে

অন্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

সূত্র: কালবেলা




এবার সরাসরি শুটিং ফ্লোরে ঢুকে সালমানকে হত্যার হুমকি

বলিউড অভিনেতা সালমান খান বিগত কয়েক বছরে একের পর এক প্রাণনাশের হুমকি পেয়েই যাচ্ছেন। এবার ফোন কিংবা চিঠিতে নয়। সরাসরি শুটিং স্পটে ঢুকে ভাইজানকে হত্যার হুমকি দিয়েছেন শর্মা নামের এক যুবক।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের দাদরে শুটিং চলছে সালমানের। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে হঠাৎ অজ্ঞাত এক ব্যক্তি ঢুকে পড়েন সেখানে।

নিরাপত্তারক্ষীরা তাকে আটক করায় সালমানের কাছে আর যেতে পারেননি তিনি। তখন দূর থেকেই অভিনেতাকে প্রাণনাশের হুমকি দেন তিনি। এ সময় নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের লোক বলেও দাবি করতে থাকেন ওই হুমকিদাতা।

এদিকে ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি সালমান। এ ঘটনায় আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে, শিবাজি পার্কে চলা সালমানের শুটিং ভেন্যুতে ঢুকতে বাধা দেওয়া হলে, রাগের মাথায় হুমকির মতো ভাষা ব্যবহার করেছিলেন অভিযুক্ত শর্মা।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সালমান। মূলত বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ডের পর থেকে আতঙ্ক বেড়েছে।

যে কারণে আরও জোরদার করা হয় সালমানের নিরাপত্তা।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে ইসলামী ব্যাংকের ৩৯৯ তম শাখা উদ্বোধন

শরী‘আহ ভিত্তিক আধুনিক ব্যাংকিংয়ের সকল সুবিধা নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির  ৩৯৯ তম শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলা শহরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড বাজার এলাকায় আধুনিক টাওয়ারে শাখাটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর  মোহাম্মদ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাকসুদুর রহমান, গাংনী উপজেলার নির্বাহী অফিসার প্রীতম সাহা, মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইসপ্রেসিডেন্ট ও যশোর জোনপ্রধান মাহবুব-এ আলমের সভাপতিত্বে কল্যাণমুখী ব্যাংকিংয়ের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট শরীআহ সেক্রেটারিয়েট মোহাম্মদ হাবিবুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন গাংনী শাখাপ্রধান মাসুদ করিম।

আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমীর মাওলানা তাজ উদ্দিন খান, জেলা সেক্রেটারি মোঃ ইকবাল হোসেন, মেহেরপুর সদর উপজেলা আমীর মাওলানা মোঃ সোহেল রানা, গাংনী উপজেলা আমীর ডাঃ রবিউল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা কর্মপরিষদ সদস্য নাজমুল হুদা, জেলা শূরা সদস্য সাবেক গাংনী পৌর আমীর মাওলানা আব্দুর রহমান, পৌর জামায়াতের বায়তুলমাল সম্পাদক মোঃ জিল্লুর রহমান প্রমুখ।

এসময় ব্যাংকের এক্সিকিউটিভ মোঃ হাসিবুল ইসলাম, রাশেদ ওসমান, মোঃ জাহাঙ্গীর আলমসহ প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তারা, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, বর্তমানে ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও শক্তিশালী ব্যাংক। নতুন বাংলাদেশে গ্রাহকরা ইসলামী ব্যাংককে আরো বেশি আস্থার ব্যাংক হিসেবে নিয়েছেন। গ্রাহকরা এখন নির্বিঘ্নে ইসলামী ব্যাংকের প্রতিটি শাখায় সেবা গ্রহণ করছেন।

তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের একটি ঐতিহ্যবাহী ব্যাংক। একঝাঁক সৎ, দক্ষ ও নিষ্ঠাবান কর্মী আধুনিক ব্যাংকিং প্রযুক্তির সমন্বয়ে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছেন। তিনি দেশের অন্যান্য শাখার মতো গাংনী শাখায়ও ইসলামী ব্যাংকের সর্বজনীন ও কল্যাণধর্মী সেবাসমূহ গ্রাহকের কাছে নিরবচ্ছিন্নভাবে পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।




অফিস সহকারী জাহিদের স্থলে বেতন করিয়েছেন সাবেক অধ্যক্ষর ভাগ্নের

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল-জোড়পুকুরিয়া কলেজের কোটি টাকা লুটপাটের খবর ছড়িয়ে পড়ার সাথে সাখে নানা অনিয়মের খবরও উঠে আসছে। গত দুই দিন মেহেরপুর প্রতিদিনে “শিক্ষক নিয়োগের কোটি টাকা লুটপাটের অভিযোগ” ও “অন্যের জমিতে গেইট ও প্রাচির নির্মাণ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছে। কলেজটিতে সরেজমিনে গিয়ে জানা যায় জাহিদুজ্জামান নামের এক অসুস্থ স্টাফের এমপিও না করিয়ে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুম উল হকের ভাগ্নে পিংকি আক্তারের এমপি করা হয়েছে। যা রীতিমত জাহিদুজ্জামানের সাথে প্রতারণার শামিল। একই সঙ্গে মানবেতর জীবন পার করছে জাহিদুজ্জামান।

সরেজমিন ও বিভিন্ন অভিযোগের মাধ্যমে জানা গেছে, ২০২১ সালে কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার মৃত্যুর পর থেকে অনিয়ম আর দুর্নীতি ভরে গেছে কলেজটিতে। শিক্ষা মন্ত্রণালয়ে বিধিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ব্যবস্থাপনা পরিষদের সভাপতির মন মত চালানো হয়েছে কলেজটিকে। গোলাম মোস্তফার মৃত্যুর পর আওয়ামী দলীয় প্রভাষক মাসুম উল হক মিন্টুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন তৎকালীন সভাপতি বামন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম। ৫ জন সিনিয়র শিক্ষককে বাদ দিয়ে ৬ নম্বর সিনিয়র শিক্ষক মাসুম উল হককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পর থেকে শুরু হয় নানা দুর্নীতি ও অনিয়ম।

মো: জাহিদুজ্জামান ২০১০ সালে কলেজটিতে অফিস সহকারী পদে যোগ দেন। জৌষ্ঠতা অনুযায়ী তার এমপিও প্রাপ্য হলেও অদ্যবধি তার এমপিও করা হয়নি। ২০২১ সালে তার স্থলে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুম উল হক তার ভাগ্নে পিংকি আক্তারের কাছে থেকে ১০ লাখ টাকা নিয়ে তার এমপিও করান। এমপিও থেকে বঞ্চিত হয় জাহিদুজ্জমান। জাহিদুজ্জামান শারিরিক প্রতিবন্ধী হলেও এখনো জীবিকার প্রয়োজনে নিয়মিত কলেজে হাজিরা দেন এবং সকল কাজ করেন। কিন্তু তার অসহায়ত্বেও মন কাঁদেনি সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষর।

এ প্রতিবেদকের সাথে কথা বলতে গিয়ে জাহিদুজ্জামান অঝোঁরে কেঁদে ফেলেন। তিনি বলেন, একটি জমি বিক্রি করে দেড় লাখ টাকা কলেজে যোগ দিয়েছিলাম। কিন্তু ১৪ বছর পার হলেও এখনো আমার এমপিও হলো না। সাবেক অধ্যক্ষ স্যার আমার কাগজ জমা না দিয়ে তার ভাগ্নের কাগজ জমা দিয়ে তার বেতন করিয়ে দিয়েছেন। আমাকে সাবেক সভাপতি দুই শহিদুল ইসলাম বলেছিলেন, দুই লাখ টাকা নিয়ে কলেজ থেকে চলে যেতে। আমি যাইনি। আমি বলেছি আমার টাকা লাগবে না, বেতন চাই।

জাহিদুজ্জামানের দুই সহকর্মী মর্জিনা খাতুন ও কামাল হোসেন বলেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুজ্জামানের সাথে অন্যায় করেছেন। আমরা একসঙ্গে কলেজে দীর্ঘদিন ধরে কাজ করি। অথচ তার এমপিও করা হয়নি। আমরা তার এমপিও দাবী জানাচ্ছি। তারা আরও বলেন, জাহিদুজ্জামান খুবই অসহায় মানুষ। বেতন না পেয়ে তাকে মানবেতর জীবন কাটাতে হচ্ছে।

এনিয়ে ২০২২ সালে জাহিদুজ্জামান শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত আবেদন করেও কোন ফলাফল পাননি।

কলেজের একাধিক শিক্ষক মেহেরপুর প্রতিদিনকে জানিয়েছেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুম উল হক জাহিদের সাথে প্রতারণা করেছেন। তিনি ইচ্ছা করলেই জাহিদের এমপিও করাতে পারতেন। কিন্তু মোটা অংকের বিনিময়ে তিনি সাবেক সভাপতি শহিদুল ইসলামের সাথে আতাত করে পিংকি আক্তারের এমপিও করেছেন।

সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুম উল হক বলেন, অফিস সহকারী জাহিদুজ্জামানের বিষয়ে তিনি বলেন, জাহিদুজ্জামান ডিগ্রি শাখার জন্য নিয়োগ পেয়েছিলেন। আর তার পরিবর্তে পিংকি আক্তারকে নিয়োগ দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শাখায়। পরিপত্রে কম্পিউটারের সনদ থাকার নির্দেশনা থাকায় পিংকি আক্তারের এমপিও করানো হয়েছে।

বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিনারুল ইসলাম বলেন, সাবেক অধ্যক্ষ তার ভাগ্নের বেতন করে দেওয়ায় জাহিদুজ্জামানের টা করেননি। জাহিদুজ্জামানের সাথে প্রতারণা করা হয়েছে। আমরা জাহিদুজ্জামানের বেতনের ব্যবস্থা করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।




গাংনী উপজেলা যুবদলের আহ্বায়ক চপল বিশ্বাস মারা গেছেন

গাংনী উপজেলা যুবদলের আহ্বায়ক ও বিশিষ্ট রড সিমেন্ট ব্যবসায়ী মালেক হোসেন চপল বিশ্বাস (৪৬) স্ট্রোকজনিত কারনে কুষ্টিয়া হার্ট এন্ড জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন।

চপল বিশ্বাসের স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, ভাই-বোন,আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছে। চপল বিশ্বাসের বড় ভাই বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ রাত ৮ টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তাঁকে দ্রুত কুষ্টিয়া মান্নান হার্ট এন্ড জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। চপল বিশ্বাস গাংনী উপজেলার বামন্দী বাজারের মৃত আব্দুল বারীর ছেলে ও বিশিষ্ট রড সিমেন্ট ব্যবসায়ী। তবে, কখন তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে এখনো নির্ধাারিত হয়নি। আজ বৃহস্পতিবার বামন্দী কেন্দ্রীয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে বলে পারিবারিকভাবে জানা গেছে।

এদিকে চপল বিশ্বাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এই রাজনৈতিক নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন, জেলা বিএনপির সহসভাপতি শিল্পপতি জাভেদ মাসুদ মিল্টন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও গাংনী পৌর বিএনপির সভাপতি মোরাদ আলীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও শোক জানিয়েছেন।

উল্লেখ্য, মালেক হোসেন চপল বিশ্বাস এলাকার জনপ্রিয় একজন রাজনৈতিক নেতা ও সমাজ সেবক ছিলেন। বিভিন্ন সামাজিক ও ধমীয় প্রতিষ্ঠানে বিভিন্নভাবে সহযোগীতা করতেন। এছাড়া অসহায় নির্যাতিত ও নিপীড়িত মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিতেন।

বিগত আওয়ামীলীগের শাসন আমলে তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা হয়েছে। সেসব মামলায় একাধিকবার কারাবরণ করেছেন।




দর্শনা সাংস্কৃতিক সংসদ আয়োজনে দর্শনা শত্রুমুক্ত দিবস পালন

আগুনের মুক্তিতে আনন্দের শিখা শ্লোগানে দর্শনায় ৪ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় শত্রু মুক্ত দিবস পালিত হয়েছে।

আজ বুধবার বিকালে জেলার ঐতিহ্যবাহি সাংস্কৃতিক সংগঠন” দর্শনা সাংস্কৃতিক সংসদ”এর আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা, লাঠিখেলা, কবিতাবৃত্তি দেশগান ও শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে ৪ ডিসেম্বর দর্শনা শত্রুমুক্ত দিবস পালন করা হয়েছে।

ঐদিন বিকাল ৪ টায় শোভাযাত্রাটি দর্শনা সরকারি কলেজ মাঠ থেকে শুরু করে কেরু চিনিকলের আনন্দবাজারের বীর শহীদ স্মৃতিসৌধে এসে শেষ হয়। পরে সাংস্কৃতিক সংসদের নেতৃবৃন্দরা শহীদদের আত্নার প্রতি এক মিনিট দাড়িয়ে নিরাবতা পালন করারপর শ্রোদ্ধা জানিয়ে বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন।

এ সময় সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও বিশিষ্ট রাজনীতিবিদ আনোয়ারুল ইসলাম বাবু, দর্শনা পৌর বিএন পির সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান বুলেট, যুগ্ম সমন্বয়ক মোঃ নাহারুল ইসলাম, সিডি এল পরিচালক আবু সুফিয়ান, হিন্দোল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম, দর্শনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক অনিক, দর্শনা সাংস্কৃতিক সংসদের শত্রুমুক্ত দিবস পালনে উপ কমিটির আহবায়ক মোস্তাক আহম্মেদ মনা, সাংস্কৃতিক সংসদের সমন্বয়ক মনিরুজ্জামান ধীরু, টিটো খান, সাজ্জাদ হোসেন, শেখ সাজু, রাশেদ আহম্মেদ, বলরাম কুমার, আনোয়ার জোয়ার্দার সহ ১৫ টি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, সম্পাদক ও সাংস্কৃতিক কর্মি কবি, সাহিত্যিক সাংবাদিকগন উপস্হিত ছিলেন। পরে রাত সাড়ে ৭ টার দিকে কেরুজ ক্লাবমাঠে আনন্দযাত্রা ও বিজয়ালেখ্য শ্রোগানে এক মন মাতানো সাংস্কৃতিক অনুস্ঠানের মধ্যে দিয়ে দর্শনা শত্রুমুক্ত দিবসের কর্মসুচি শেষ হয়।

উল্লেখ্য ১৯৭১ সালের ৪ ডিসেম্বর এ অন্চলের অকুতোভয় বীর মুক্তি যোদ্ধাদের রক্ত ও শহীদ হওয়ার বিনিময়ে দর্শনা শত্রুমুক্ত করে দেশ স্বাধীন করেন।সে থেকে দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে দর্শনা বাসি পালন করে আসছে।