কিংবদন্তি হলিউড অভিনেত্রী জেনা রোল্যান্ডস মারা গেছেন

কিংবদন্তি হলিউড অভিনেত্রী জেনা রোল্যান্ডস মারা গেছেন। ‘দ্য নোটবুক’-এ অভিনয়ের জন্য তিনি ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। বুধবার (১৪ আগস্ট) ক্যালিফোর্নিয়ার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জেনার মৃত্যুসংবাদ নিশ্চিত করে জানিয়েছে, দীর্ঘদিন ধরে আলঝেইমারে ভুগছিলেন এই অভিনেত্রী। গত শতকের পঞ্চাশের দশকে মঞ্চ ও টেলিভিশনে ক্যারিয়ার শুরুর পর চলচ্চিত্রেও দেখা গেছে তাকে।

এর মধ্যে ‘আ উইমেন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স’ ও ‘গ্লোরিয়া’ সিনেমায় অভিনয়ের জন্য দুবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন জেনা রোল্যান্ডস। ছবি দুটি পরিচালনা করেছেন তার প্রথম স্বামী জন ক্যাসাভেটস।

সত্তর ও আশির দশকে যুক্তরাষ্ট্রের স্বাধীন ধারার চলচ্চিত্রে অগ্রগণ্য ভূমিকা রেখেছেন এই দম্পতি। ক্যাসাভেটসের পরিচালনায় ‘ওপেনিং নাইট’, ‘লাভ স্ট্রিমস’সহ ১০টির মতো সিনেমা করেছেন রোল্যান্ডস।

জন ক্যাসাভেটস ও জেনা রোল্যান্ডস দম্পতির তিন সন্তানই নির্মাণ ও অভিনয় করেন। ছেলে নিক ক্যাসাভেটসের পরিচালিত ‘দ্য নোটবুক’ সিনেমায় অভিনয় করেছেন জেনা রোল্যান্ডস।

অভিনেত্রী জেনা রোল্যান্ডস ২০১৫ সালে হলিউড সিনেমা থেকে অবসর নেন। তবে, এর আগে তিনি চারটি এমি পুরস্কার, দুটি গোল্ডেন গ্লোব অর্জন করেন এবং দুইবার অস্কারে মনোনীত হয়েছিলেন।

সূত্র: ইত্তেফাক




শেখ হাসিনার বিচারের দাবীতে ঝিনাইদহে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জেলা ছাত্রদল ও ছাত্র শিবির পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঝিনাইদহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসব সংগঠনের কর্মীরা শহরের পায়রা চত্বর ও পোষ্ট অফিস মোড়ে জড়ো হয়। সেখানে তারা দিনব্যাপী অবস্থান কর্মসুচি গ্রহন করে। জেলার কালীগঞ্জ, শৈলকুপা, মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা শহরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পৃথক ভাবে কর্মসুচি পালন করে। তবে জেলাব্যাপী কোথাও আওয়ামী লীগের পক্ষ থেকে ১৫ই আগষ্ট পালনের খবর পাওয়া যায়নি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারমিন সুলতানা জানান, কেন্দ্রীয় কর্মসুচি হিসেবে তারা শহরের পোষ্ট অফিস মোড়ে দিনব্যাপী অবস্থান কর্মসুচি পালন করছেন। তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার ও তার দোসররা যাতে শহরেরে কাথাও ঢুকতে না পারে সে জন্য তারা সজাগ আছে।

অপরদিকে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এমএম সোমেনুজ্জামান সোমেন জানান, পলাতক সাবেক প্রধানমন্ত্রী পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবী করেন। তাছাড়া শহরে যাতে আ’লীগের কর্মীরা নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য শত শত নেতাকর্মী পাড়ায় পাড়ায় সতর্ক পাহারা বসানো হয়েছে।

এছাড়াও ঝিনাইদহের কালীগঞ্জে ৪ দফা দাবিতে “রেজিস্ট্যান্স উইক” কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।




অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা বাড়ছে, শপথ আগামীকাল

অন্তর্বর্তী সরকারের পরিধি আরও বাড়ছে। নতুন করে আরও পাঁচ সদস্য উপদেষ্টা হিসেবে সরকারে যুক্ত হতে যাচ্ছেন। ফলে সব মিলিয়ে উপদেষ্টার সংখ্যা বেড়ে ২২ জন হতে চলেছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) মন্ত্রিপরিষদ সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তী সরকার করা হলেও এর পরিধি বাড়ানো হচ্ছে। আগামীকাল শুক্রবার আরও কয়েকজন উপদেষ্টা যুক্ত হতে যাচ্ছেন। এ সংখ্যা হতে পারে পাঁচজন। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

রাষ্ট্রপতির দৈনিক কর্মসূচি অনুসারে, আগামীকাল বিকাল ৪টার বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠিত হবে।

এর আগে গত বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ ১৩ উপদেষ্টা শপথ নেন। সে সময় ঢাকার বাইরে থাকায় অন্য তিন উপদেষ্টা শপথ নিতে পারেননি। তাদের মধ্যে দুজন সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় শপথ নেন গত রোববার। সবশেষ মঙ্গলবার উপদেষ্টা হিসেবে শপথ নেন ফারুক-ই-আজম।

সূত্র: কালবেলা




অসহায় মানুষের সেবায় কোটচাঁদপুরে মাজেদুল ইসলাম

সাধারণ মানুষেকে সহযোগিতা ও সরকারি অনুদানের সুষ্ঠু বন্টন করতেই আসন্ন উপজেলা নির্বাচনে অংশ গ্রহন করা বলে জানিয়েছেন মাজেদুল ইসলাম (মিন্টু ঢালী)। তিনি কোটচাঁদপুরের বলুহর গ্রামের ঢালী পাড়ার বাসিন্দা।

জানা যায়, মাজেদুল ইসলাম (মিন্টু ঢালী)। বয়স ৪৬ বছর,পিতা,মৃত, তোফাজ্জেল হোসেন ঢালী। তিনি তোফাজ্জেল হোসেন ঢালীর এক মাত্র পুত্র।পারিবারিক জীবনে মাজেদুল ইসলাম ২ কণ্যা ও ১ পুত্র সন্তানের জনক।

তাঁর লেখাপড়ার হাতে খড়ি হয় বলুহর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে। মহেশপুরের খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (বিজ্ঞান বিভাগ) থেকে মাধ্যমিকের গন্ডি পার করেন তিনি। আর উচ্চ মাধ্যমিক পাশ করেন হাজি মোহম্মদ মহাসিন কলেজ থেকে এবং এলএলবি করেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে। এরপর মাজেদুল ইসলাম ভর্তি হয়েছিলেন সার্ভে কোম্পানির প্রশিক্ষনে। প্রশিক্ষন শেষে যোগদান করেছিলেন জিওডেটিক সার্ভে কোম্পানিতে। পরে পদন্নতি লাভ করে তিনি জিওডেটিক সার্ভে কোম্পানির চট্টগ্রাম বিভাগের (বিভাগীয় প্রধানের) দ্বায়িত্ব পালন করেন ১২ বছর। করোনা বাদসাদে তাঁর চাকুরীতে। চলে আসেন কোটচাঁদপুরে।

এরপর তিনি বলুহর বাসস্ট্যান্ডের সাফদারপুর সড়কে গড়ে তোলেন ৫ তলা বিশিষ্ট ভবন, এর ১ম তলা ও ২য় তলা নিজের ব্যাবসায়িক অফিস। ওই অফিসেই কঠোর পরিশ্রম আর অভিজ্ঞা কাজে লাগিয়ে গড়ে তুলেছেন নিজের সার্ভে কোম্পানি।

এ অফিস থেকে পরিচালিত হয় দেশের ৪৯৫ টি উপজেলায় সার্ভের কার্যক্রম। এ কাজে নিয়োজিত রয়েছে ৩০ জন দক্ষ কর্মী। ৫০ টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে যে পারিশ্রমিক পান তিনি, তা থেকে সরকারের ভ্যাট ট্যাক্স পরিশোধ করেন। বেতন-ভাতা দেন তাঁর অধিনস্থদের। বাকি টাকা ব্যয় করেন মানুষের সহযোগিতায়। এ ছাড়া ইতোমধ্যে তিনি নিজের নামে গড়ে তুলেছেন ৮ টি সু-নামধন্য প্রতিষ্ঠান। যার মধ্যে রয়েছে,এবিসি ভ্যালুয়েশন কোম্পানি লিঃ,মিন্টু একতা স্পোটিং ক্লাব,মিন্টু এগ্রো ফার্ম, তোফাজ্জেল হোসেন হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা,বলুহর ঢালী পাড়া জামে মসজিদ, বাংলাদেশ ইন্সুরেন্স সার্ভেয়ার এসোসিয়েশন, মায়ান ফ্যাশান হাউজ, ঢালী পাড়া ঈদগাহ ময়দান। এরমধ্যের প্রায় প্রতিষ্ঠানে সভাপতি ও প্রতিষ্ঠাতা তিনি।

নির্বাচন প্রসঙ্গে মাজেদুল ইসলাম (মিন্টু ঢালী) বলেন, ২০২০ সালে করোনার পর নিজ এলাকা কোটচাঁদপুর চলে আসি। এখান থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি।

তিনি বলেন,বেকার যুবকদের নিজের প্রতিষ্ঠানে চাকুরির ব্যবস্থা করেছি। অসহায় মানুষের সহযোগিতা করে আসছি। এ সব কারনে প্রায় দিনই আমার বাসার সামনে অনেক মানুষ আসেন একটু সহযোগিতার জন্য। সেই থেকে অনুপ্রেরনা নিয়ে ও সরকারের অনুদানের সুষ্ঠু বন্টনের জন্য আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহন করা।

মিন্টু বলেন, আমার ২৪ বছরের পরিশ্রমের ফল দেখে এলাকার কিছু মানুষ ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে কিছু গুজব ছড়াচ্ছে। যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক। আমি শতভাগ নিশ্চিত তাদের কাছে কোন প্রমাণ নাই।

ইতোমধ্যে মাজেদুল ইসলাম (মিন্টু ঢালী) কোটচাঁদপুর উপজেলার পৌরসভা সহ ৫ টি ইউনিয়নে সর্বত্র ব্যানার ফেস্টুনে অধিকাংশ জায়গা দখলে নিয়েছেন। আর গণসংযোগ ও পথসভায় সবার থেকে নিজেকে এগিয়ে রেখেছেন বলে দাবি করেছেন মিন্টু ঢালী। এ নির্বাচন অবাদ,নিরপেক্ষ ও সুষ্ট হলে জয়ের ব্যাপারেও আশাবাদী এই তরুন সমাজ সেবক ও উদ্যেক্তা।




রোববার খুলছে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান

আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আগামী রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো স্ব স্ব সিন্ডিকেট সভা ডেকে প্রয়োজন ব্যবস্থা নেবে। এর আগে গতকাল বুধবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে।

সূত্র: ইত্তেফাক




১০ দিনের রিমান্ডে টুকু-পলক-সৈকত

রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালককে হত্যা মামলায় ১২তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট রশিদুল আলমের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তের জন্য এদিন এই তিনজনের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়।

পল্টন মডেল থানার ওসি সেন্টু মিয়া বলেন, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টনে এক রিকশাচালককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরের পরে এই তিনজনকে আদালতে তোলা হবে।

সূত্র: ইত্তেফাক




দর্শনায় বিএনপির বিক্ষোভ মিছিল

ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারি খুনি হাসিনা-কাদের সহ তাদের দোসরদের বিচারের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দর্শনা পৌর বিএনপি অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে।

গতকাল বুধবার বেলা ১২ টার দিকে দর্শনা পুরাতন বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দর্শনা রেলবাজারস্থ শহীদ আবু সাঈদ চত্তরে করেছে অবস্থান কর্মসূচি পালন।

এ সময় বক্তব্য দেন, দর্শনা পৌর যুবদলের সাবেক সভাপতি এনামুল হক শাহ মুকুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাবেক যুগ্নসম্পাদক ইকবাল হোসেন, পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য মালেক মন্ডল, বিএনপি নেতা নজির উদ্দিন আমিন, রবিউল ইসলাম রবি, তোফাজ্জল হোসেন, ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মুকুল, দর্শনা থানা যুবদলের সিনিয়র যুগ্নআহ্বায়ক টুটুল শাহ, পৌর যুবদলের সিনিয়র যুগ্নআহ্বায়ক সেলিম মেহফুজ মিল্টন, আপু সুলতান, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রিয়াল ইসলাম লিওন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আল মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ আহ্বায়ক সানোয়ার হোসেন, ছাত্রদলনেতা তারেক, সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে ছিলেন, আলমগীর, খোকা, নাসির, রিপন, সাহাবুল, মজিবর, লালচান মিয়া, কুটি, আজাদুল ইসলাম আজাদ, বাবু, খাইরুল, একরামুল, শাহিন, আরিফ, মাসুম, আরিফ, অমিদুল, সেরালি, সুজন, শরিফ উদ্দিন, জোবায়ের, জিয়া, রানা, ছমির, নফিজ, ডালিম, রুবেল, সবুজ, মানিক, অনিক, সাজিদ, আলামিন, স্বাধীন প্রমুখ।।




টিকটক নিয়ে এলো নতুন ফিচার

একইসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে চ্যাটিং করার সুযোগ থাকছে ব্যবহারকারীদের জন্য। গ্রুপ তৈরি করে করা যাবে এই চ্যাটিং। এ ধরনের ‘গ্রুপ চ্যাট’-এর সুবিধায় সরাসরি মেসেজ ও স্টিকার পাঠানোর সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, ব্যবহারকারীরা যেন তাদের বন্ধুদের কাছে সহজেই ভিডিও আদান-প্রদান করতে পারে সেজন্য টিকটক কর্তৃপক্ষ নতুন এই ফিচারের ঘোষণা দিয়েছে।

১৬ বছরের কম বয়সীরা নিরাপত্তার জন্য এই গ্রুপ চ্যাটে যুক্ত হতে পারবেন না। তবে গ্রুপ চ্যাটে গ্রুপে ১৬ থেকে ১৮ বছরের কম বয়সীরা যুক্ত হতে পারবেন যদি গ্রুপে তাদের একজন মিউচুয়াল বন্ধু থাকে।

১টি গ্রুপে সর্বোচ্চ ৩২ জন পর্যন্ত সদস্য যুক্ত হতে পারবেন। তবে যাচাই-বাছাইয়ের পর প্রতিটি সদস্যকে যুক্ত করতে হবে।

গ্রুপ চ্যাটে থাকছে সদস্যদের মিউট বা ব্লক করার অপশনও। নিরাপত্তাজনিত কারণে মেসেজ বা চ্যাট রিপোর্টেরও সুযোগ পাচ্ছে ব্যবহারকারীরা।

টিকটকে গ্রুপ চ্যাট তৈরি করতে করণীয়:

১. ইনবক্সে গিয়ে স্ক্রিনে থাকা চ্যাট বাটনে বা মেসেজ তালিকায় পছন্দসই নাম ট্যাপ করতে হবে। ২. এরপর ‘মোর অপশন’বাটন ট্যাপ করতে হবে। ৩. তারপর গ্রুপ চ্যাটে যুক্ত করতে চাওয়া ব্যক্তিদের ফলোয়ার তালিকা থেকে নির্বাচন করা যাবে। ৪. এরপর ‘স্টার্ট গ্রুপ চ্যাট’ ট্যাপ করলেই শুরু হয়ে যাবে গ্রুপ চ্যাট।

এর পাশাপাশি সরাসরি মেসেজে স্টিকার যুক্ত করারও সুবিধা থাকছে টিকটকের এই নতুন ফিচারে। ব্যবহারকারী চাইলে ইচ্ছামত স্টিকারও তৈরি করতে পারবেন টিকটক স্টিকার প্ল্যাটফর্মের মাধ্যমে।

সূত্র: কালবেলা




কোটচাঁদপুর বিএনপির শান্তির সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলার এলাঙ্গী বিএনপির শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ইউনিয়নের গুড়পাড়া বাজারে বিএনপির শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি সাইফুর রহমান মিন্টু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ আলম মামুন, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব হুমায়ূন কবির হিরা, এলাঙ্গী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। শান্তি সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খোকা। এ সময় বিএনপি, যুবদল, ছাত্র দল, সেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় জামায়াতে ইসলামীর আনন্দ মিছিল অনুষ্ঠিত

দামুড়হুদায় কেন্দ্রীয় ঘোষিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫ টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে আনন্দ মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার হাজার হাজার জামায়াতে ইসলামীর নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওঃ মো: আজিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা আমির মো: নায়েব আলী, উপজেলা নায়েবে আমির মো: নজরুল ইসলাম, উপজেলা সেক্রেটারী মাও: মো: আব্দুল গফুর, উপজেলা সহকারী সেক্রেটারী মো: রফিকুল ইসলাম জিয়া, উপজেলা সহকারী সেক্রেটারী মো: আবেদ উদ্দৌলা, দামুড়হুদা ইউনিয়ন আমির মো: আবুল বাশার, হাউলী ইউনিয়ন আমির মো: ওবায়দুর রহমান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আমির মো: আব্দুর রশিদ, নাটুদা ইউনিয়ন আমির, মাওঃ ফজলুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন মাওঃ আবু হানিফা, মো: মুহসিন আলী, এখতিয়ার রহমান শামসুজ্জুহা মাওঃ আব্দুল খালেক, মো: ইসমাঈল হোসেন, মো: আব্দুল গাফফার, মো: আবুস সাত্তার মো: হাবিবুর রহমান, মো: শামসুল ইসলাম, এ্যাডঃ হাসিবুল ইসলাম সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।