বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যাওয়া যুবককে হামলার অভিযোগ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যাওয়ার জের ধরে লোমান (২৩) নামের এক যুবককে রেঞ্চ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে। লোমান মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের হঠাৎপাড়ার মালয়েশিয়া প্রবাসী মহিবুল ইসলামের ছেলে।

গতকাল বুধবার সকালে কলাইডাঙ্গা গ্রামের বেলে পাড়ার আতাহারের দোকানের সামনে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, গত ৪ তারিখ সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর শহরেও ছাত্ররা এই বিক্ষোভ পালন করে। এই ছাত্র আন্দোলনের মিছিলে অংশ গ্রহণ করে লোমান। এরই জের ধরে ঐদিন সন্ধ্যায় ছাত্র লীগের বাহিনী হামলা চালিয়ে লোমানের বাড়ীর গেট ভাংচুর করে। তারপর থেকে লোমান প্রাণভয়ে আত্নগোপনে থাকে।

চারদিন আগে লোমান তার নানা বাড়ী কলাইডাঙ্গার মাঝপাড়ার আক্কাস আলীর বাড়ীতে এসে অবস্থান করে। ঘটনার দিন সকালে লোমান আতাহারের দোকানের কাছে দাঁড়িয়ে ছিল। তখন কলাইডাঙ্গা মাঝপাড়ার আমবার আলী ও তার ছেলে সবুজ মাঠে যাচ্ছিল। এসময় সবুজ ও লোমানের মধ্যে ভাংচুরের বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে সবুজের হাতে থাকা রেঞ্চ দিয়ে লোমানের মাথায় এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। তখন প্রতিবেশীরা সবুজকে ধরে ঘরে আটকে রাখে। এ সময় সবুজ তাকে মেরে ফেলারও হুমকি দেয় বলে জানান তিনি।

পরে লোমানকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়, তাতে তার মাথায় ষোল টা সেলাই হয়। লোমানের নানা আক্কাস আলী বলেন, লোমানকে মারার একটাই উদ্দেশ্য- সে ছাত্র আন্দোলনের মিছিলে গিয়েছিলো এটাই ওর অপরাধ। এজন্যই ওরা আমার মেয়ের বাড়ীঘর ভাংচুরও করেছে। ঘাতক সবুজকে সেনাবাহিনীর হাতে তুলে দেয় গ্রামবাসী।

আজ বৃহস্পতিবার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হবে বলে জানা যায়।




বাংলাদেশ-পাকিস্তান টেস্ট দ্বিতীয় টেস্টে থাকবে না দর্শক

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বর্তমানে টাইগাররা রয়েছেন পাকিস্তানে। আগামী ২১ আগস্ট এই সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে রাওয়ালপিন্ডিতে। আর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে করাচিতে আগামী ৩০ আগস্ট। সেই লক্ষ্যেই আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সাড়ছেন শান্ত-মিরাজরা। তবে এর মধ্যেই পিসিবি থেকে এক বিবৃতি দিয়ে জানানো হলো করাচি টেস্টে মাঠে থাকবে না কোনো দর্শক।

গতকাল বুধবার বিবৃতি দিয়ে পিসিবি জানায়, ‘আমাদের আবেগপ্রবণ দর্শকরা ক্রিকেটে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আমরা বুঝি, দর্শকরাই আমাদের খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগায়। দর্শকদের স্বাস্থ্য এবং নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সব কিছু বিবেচনা করার পর আমাদের মনে হয়েছে, দ্বিতীয় টেস্টটি দর্শক ছাড়াই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।’

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরের রাজনগরে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের ১ নম্বর ওয়ার্ডে আসাদুল এর বাড়ী থেকে হুদার বাড়ী পর্যন্ত রাস্তার এইচবিবি (হেরিংবন বন্ড) করণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করাই গ্রামবাসীর প্রতিরোধে বন্ধ হল কাজ।

গতকাল বুধবার সকালে রাস্তার কাজ চলার সময় ১ নং ওয়ার্ড ইউপি সদস্য খাকসার আলী কাজ বন্ধ করে দেন। জানা যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ তহবিল হতে বরাদ্দ প্রাপ্ত হয় রাস্তার এইচ বি বিকরণ কাজ। নির্মাণ কাজের বরাদ্দ পান স্থানীয় আওয়ামী লীগ নেতা মুক্তি মিয়া। গতকাল সকালে রাস্তার কাজে নিম্নমানের ইট ও বালু ব্যবহার করাই গ্রাম বাসীর তোপের মুখে পড়ে নির্মাণ কাজ। পরবর্তীতে মেহেরপুর সদর উপজেলার পিআইও অফিসের নির্দেশনায় কাজ বন্ধ রাখা হয়।




মেহেরপুর ও গাংনীতে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সদ্য পদত্যাগি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দলের নেতাকর্মীদের বিচারের দাবিতে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন কররা হয়েছে। একই সময়ে গাংনী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

গতকাল বুধবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে ও গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্ব অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা তাঁতি দলের সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাবেদ সেনজির প্রমুখ।

এদিকে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গাংনীতে বিএনপি, কৃষকদল, যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে পৃথকভাবে গণজমায়েত কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।




গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজে আওয়ামী লীগে সরকারের ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধ নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আফজাল হোসেনের বিরুদ্ধে। বিভিন্ন শাখায় পদ সৃষ্টি করে শিক্ষক নিয়োগ দিয়ে প্রায় কোটি টাকা বানিজ্য করেন প্রধান শিক্ষক আফজাল হোসেন। আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার দাপটে অনেক অভিযোগ শিক্ষক আফজাল হেসেন আমলে নেননি।

টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে গাংনী শহরে একাধিকবার লাঞ্চিত হন প্রধান শিক্ষক। পরে বিষয়টি ধামাচাপা পড়ে গেলেও খোভ দানা বাধতে থাকে প্রতারিত ভুক্তভোগী শিক্ষকদের মধ্যে।

অবশেষে প্রতারিত ও ভুক্তভোগী শিক্ষকরা বুধবার দপুর ১২ টায় প্রধান শিক্ষক আফজাল হোসেনের বাড়ীতে শিক্ষকরা টাকা ফেরতের দাবীতে অবস্থান কর্মসৃচি পালন করেছেন।

সহকারী শিক্ষকরা জানান, প্রধান শিক্ষক আফজাল হোসেন আমাদের ভুয়া নিয়োগ দিয়েছেন । সরকারী কর্মকর্তাদের ভুয়া স্বাক্ষর করে আমাদের হাতে দিয়েছেন। ২০১৪ সাল থেকে আমাদের বেতন ভাতা হয়নি। আমারা টাকা ফেরত চাইলে আজ কাল করে ঘুরাতে থাকে। আমারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেবো।

সরকারী নির্দেশ উপেক্ষা করে বিদ্যালয়ের বিশেষ কমিটি ক্ষমতার বলে টাকার বিনিময়ে গোপনে ৯ জন সহকারী শিক্ষককে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও মোট ২৮ জন সহকারী শিক্ষক অবৈধভাবে নিয়োগ দিয়েছেন। ২০১৪ সালে প্রধান শিক্ষক আফজাল হোসেন ভুয়া নিয়োগের মাধ্যমে কোটি টাকা বানিজ্য করেছেন বলে অভিযোগ তোলেন ভুক্তভোগী শিক্ষকরা।

এ ব্যাপারে প্রধান শিক্ষক আফজাল হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। পরে ম্যাসেজ দিয়েও কোন উত্তর পাওয়া যায়নি।

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক বলেন বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও নিতি আরও বলেন, ইতিমধ্যে বিদ্যালয়ের ৮ জন সহকারী শিক্ষককের বেতন শিটে স্বাক্ষর না করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অন্যান্য সহকারী শিক্ষকদের নিয়োগ ফাইল তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।




ঝিনাইদহে এক কৃষকের সাড়ে ৭’শ কলাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা

ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর মিস্ত্রিপাড়া গ্রামের মাঠে পূর্ব শত্রুতার জেরে আল আমিন নামের এক কৃষকের ৭৫০ টি কলাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। গেলরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানায়, গেল প্রায় ১০ বছর আগে চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাক, বানিয়াকান্দর গ্রামের মামুন ও বৈডাঙ্গা গ্রামের মো: সালেহ যৌথভাবে ব্যবসা করতো। পরবর্তিতে তাদের মধ্যে ব্যবসায়িক লচ সংক্রান্ত বিষয় নিয়ে আব্দুর রাজ্জাকের চন্ডিপুর মিস্ত্রিপাড়া গ্রামের প্রায় ৭০ শতাংশ জমির দলির নিয়ে নেয় মামুন। পরবর্তিতে আব্দুর রাজ্জাকের কাছ থেকে তিন বছর আগে ওই জমি লিজ নিয়ে কলাগাছের চাষ করছিল চন্ডিপুর গ্রামের আল আমিন। এর মধ্যবর্তী সময়ে মামুন ওই জমি মো: সালেহ এর কাছে বেচে দেয়। কিন্তু আব্দুর রাজ্জাক বলে আমি শুধু দলিল মামুনকে দিয়েছি, কিন্তু জমি বিক্রি করিনি।

এ নিয়ে বিরোধের গেল রাতে ওই জমিতে লাগানো আল আমিনের ৭৫০ টি কলাগাছ কেটে দেয় সালেহ ও মামুনের সমর্থকরা। ক্ষতিগ্রস্থ কৃষক আল-আমিন জানান, এই গাছের মধ্যে ৪০০ টি কাচকলা ও ৩৫০ টি সবরি কলাগাছ ছিল। ইতোমধ্যে জমিতে তার খরচ হয়েছে প্রায় ৬৫ হাজার টাকা। কলা বিক্রি করতে পারলে সে প্রায় ৪ লক্ষাধীক টাকা আয় করতে পারতো।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, কলাগাছ কাটার বিষয়ে শুনেছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।




গাংনী উপজেলা পরিষদ কার্যালয়ে তালা

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুসহ বিএনপি নেতা কর্মীরা। আজ বুধবার দুপুরে কার্যালয়ে তালা লাগানোর এ ঘটনা ঘটে।

আসাদুজ্জামান বাবলু জানান,দীর্ঘদিন যাবৎ অনিয়ম দুর্নীতির মাধ্যমে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয় পরিচালনা করে আসছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। সরকারের টাকায় কাজ বাস্তবায়ন না করে সরকারি টাকা আত্মসাৎ করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে কথা বলেছেন এবং আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের আত্মীয় স্বজনদের নানাভাবে হুমকি দিয়েছেন।

শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ায়র পরও আবার ১৫ আগস্ট পালনের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করছেন এবং উপজেলা পরিষদের চেয়ারে বসে দলীয় কাজ পরিচালনা করছেন। যা জনগনের কাম্য না।

এসময় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সরকারের সময় বিএনপি নেতা কর্মিদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেনএম এ খালেক।

মিথ্যা মামলায় জর্জরিত অত্যাচারিত নির্যাচিত, নিপিড়ীত বিএনপি, ছাত্রদল যুবদল কৃষকদলের নেতা কর্মীরা অনিয়মের প্রতিবাদে কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন আসাদুজ্জামান বাবলু ।

এ সময় জেলা যুব দলের সভাপতি মাহাবুব,,৪ নং ওয়া্রড বিএনপির সভাপতি এনামুল হকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক বলেন, আমি অফিসে ছিলাম না। বর্তমান সরকার সরকারি সব অফিসের কার্যক্রম সাভাবিক ভাবে চালানোর জন্য বলেছেন। সে জন্য অফিস খোলা ছিল। পরে বিএনপির নেতাকর্মীরা অফিস খুলতে নিষেধ করে গেছেন। এতে জনগনের সেবা বিগ্নীত হবে। তিনি আরও বলেন ১৫ আগস্ট পালনে বাধা ও ভীতি প্রদর্শনের জন্যই বিএনপির লোকজন অফিসে তালা ঝুলিয়েছেন।




দামুড়হুদায় বিএনপির দুই দিনের অবস্থান কর্মসূচি পালন

ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে দামুড়হুদা উপজেলা বিএনপি’র উদ্যোগে দুই দিনের অবস্থান কর্মসূচির প্রথম দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজি বুধবার সকাল ১১ টার সময় দামুড়হুদা উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে প্রথম দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলা যুবদলের উদ্যোগে বিশাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দামুড়হুদা বিএনপির পার্টি অফিস থেকে শুরু করে দামুড়হুদা বাসট্যান্ড চত্বরে ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। তার পর শুরু হয় অবস্থান কর্মসূচি।

বাংলাদেশ জাতীয়তাবদী দল-বিএনপি দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে কর্মসূচির প্রথম দিনে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম।চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান টুনু, দামুড়হুদা উপজেলা মহিলা দলের আহ্বায়ক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল।

উপজেলা কৃষক দলের সদস্য সচিব লিপু আহমেদ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান তোতা, সদস্য সচিব জাকির হোসেন। উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন, সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন।

আরও উপস্থিত ছিলেন, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ঈদ্রীস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, সাধারণ সম্পাদক ওসমান গনি, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, সাধারণ সম্পাদক সাঈদ বিশ্বাস, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম।

উপজেলা ছাত্রদলের সভাপতি আফজালুর রহমান সবুজ, সদস্য সচিব এম ডি কে সুলতানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি, যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিবুল ইকরামুল হক।




কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দাউদ কবিরাজ (৭১) নামে একজন বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ বুধবার (১৪ আগস্ট) সকালে মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের নওদা শিমুলিয়া গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ একই গ্রামের মৃত ভিকু কবিরাজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ ওহিদুল কবিরাজের নেতৃত্বে ইলেন কবিরাজ, হাবিদুল কবিরাজসহ ১০/১২ জন দাউদ কবিরাজকে বেধড়ক মারপিট ও হাতুড়ি দিয়ে আঘাত করে। হামলায় দাউদ কবিরাজ গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দাউদ কবিরাজকে মৃত ঘোষণা করেন।

পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ হত্যার ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি। মামলা করলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে মঙ্গলবার সকালের দিকে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া বালুঘাটের সম্মুখে থেকে এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে। নিহতর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে তার শরীরে বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল জানান, কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে রানাখড়িয়া বালুঘাটের সম্মুখে সম্ভবত সোমবার রাতে কে বা কারা এই যুবককে হত্যা করে মরদেহ ফেলে যায়। এখন পর্যন্ত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।

মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।




দর্শনায় একাধাকি ট্রাক চুরি মামলার আসামী রিয়াদ জনতার হাতে আটক, আহত ৫

একাধাকি ট্রাক চুরি মামলার আসামী রিয়াদ এবার জনতার হাতে পাকড়াও হয়েছে। যশোর থেকে ট্রাক চুরি করে আনার পথে পথে ঘটিয়েছে একাধীক সড়ক দূর্ঘটনা। আহত হয়েছে ৫ জন। ছাগল মরেছে ৬টি। ভেঙ্গেছে মোটর সাইকেল ও পাখি ভ্যান। ট্রাক উল্টে খাদে ফেলে পালানোর সময় জনতার হাতে আটকের পর দেয়া হয়েছে উত্তম মাধ্যম। বিজিবি পৌছাতে রক্ষা পেলে জীবন। যশোর শেকাটি বাবলা তলার ইমরান আলীর ছেলে মুরাদ হোসেন বাড়ির সামনের ঢাকা রোডে তার ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-৬৫২৭) রাখেন।

প্রতিদিনের মত গত পরশু সোমবার ওই স্থানে ট্রাক রেখে বাড়িতে যান মুরাদ। সিসি টিভির ফুটেজে দেখা যায় রাত দেড়টার দিকে ৩ জন ট্রাকটি চুরি করে পালাতে। ট্রাক চুরি করে চালিয়ে আসছিলো দর্শনা মোহাম্মদপুরের শফি উদ্দিন মিস্ত্রির ছেলে একাধীক ট্রাক চুরি মামলার আসামী রিয়াদ (২২)। গতকাল মঙ্গলবার সকাল ৯ টার দিকে ট্রাক চুরি করে আনার পথে পথে ঘটিয়েছে সড়ক দূর্ঘটনা। তার বিরুদ্ধে গত ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার সাথে সাথে দেশব্যাপী বিক্ষুব্ধ জনতা সাবেক এমপি আলী আজগার টগরের বাসভবনে আগুন দেয়। পরে রিয়াদ রাতে টগরের বাড়িতে চুরি করতে গেলে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এতে তার দুই হাত নাক পুড়ে যায়। দুইদিন চিকিৎসার পর যশোর থেকে ট্র্যাক চুরি করে পলানোর সময় আটক হয় রিয়াদ।

জানা গেছে জীবননগরে দূর্ঘটনা ঘটিয়ে দ্রুতগতিতে আসার পথে দর্শনা আকন্দবাড়িয়া বটতলায় কয়েকটি টোঙ দোকান ভেঙ্গেছে ট্রাকে। বটতলা থেকেই ট্রাকের পিছু নেয় ক্ষতিগ্রস্থরা।

এ সময় আকন্দবাড়িয়া গাংপাড়ার মালেকের মোটর সাইকেল ট্রাকের চাকায় গুড়িয়ে দেয়। কলুপাড়ার লিখনের ছেলে আবু সাঈদের হাত ও পা ভাঙ্গে। একই সড়কে ৬টি ছাগল মরেছে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে। ছাগলের মালিকেরা হলেন হেগো মিয়ার ছেলে শরিফুল ও শমসের মন্ডলের ছেলে মুকুল। আকন্দবাড়িয়া শামসুল ইসলাম সড়কের ধারে গাছের তলে বসে থাকা ভ্যান চালক সহ ১২ জনের মধ্যে ৮ জন রক্ষা পেলেও আহত হয়েছে ৪ জন।

আহতরা হলেন আকন্দবাড়িয়া ফার্মপাড়ার রহমতুল্লাহর ছেলে ভ্যান চালক ওয়াজেদ আলী (৪৬), চাঁদ আলীর ছেলে আক্তার (৬০), নুর ইসলামের ছেলে হারুন (৩০) ও আশা মন্ডলের ছেলে মিন্টু (৪০)। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ দিকে ওয়াজেদের ভ্যান ট্রাকের ধাক্কায় ভেঙ্গে গুড়িয়ে গেছে। এ সময় ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারের খাদে পরে যায়। ঘটনাস্থল থেকে চালক অভিযুক্ত চোর রিয়াদ পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে ধরা হয় ঈশ্বরচন্দ্রপুর থেকে। দেয়া হয় গণধোলাই। এক পর্যায়ে উথলী বিশেষ ক্যাম্পের টহল বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে রিয়াদকে নেয় তাদের হেফাজতে। পরে বিজিবি সদস্যরা রিয়াদকে সোপর্দ করেছে দর্শনা থানা পুলিশে। পরপরই দর্শনা থানা পুলিশ পৌছায় ঘটনাস্থলে।

এ দিকে খবর পেয়ে ট্রাক মালিক দুপুর ১২ টার দিকে পৌছান ঘটনা ট্রাক মালিক মুরাদ আলী। খাদ থেকে ট্রাক উদ্ধারের প্রক্রিয়া চলছে। এঘটনায় মুরাদ আলী বাদি হয়ে যশোর সদর থানায় আটককৃত রিয়াদ সহ বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন,আমরা রিয়াদকে ৫৪ ধারায় কোর্ট হাজতে প্রেরন করেছি তবে তার বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।