বিডিআর হত্যাকান্ডের বিচার ও চাকরী পুর্ন:বহালের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

২০০৯ সালে পিলখানায় বিডিআর হত্যাকান্ডের বিচার ও চাকুরীচ্যুতদের পুর্ন:বহালের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ বুধবার দুপুরে শহরের পায়রা চত্তরে বিডিআর কল্যাণ পরিষদ ও জেলা ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্যদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে চাকুরীচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের লোকজন অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে বিএম কামরুজ্জামান, হাবিলদার আলিফ হোসেন, মনিরুল ইসলামসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী পিলখানায় সিমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে স্বৈরাচারী তৎকালীন শেখ হাসিনা সরকার পরিকল্পিতভাবে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করে। তাদের হত্যার পুন:বিচার ও সেসময়ে চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের চাকরী পূন:বহালের দাবি জানান।




আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচন বর্জনের ঘোষনা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপ প্রয়োগের অভিযোগ এনে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে বারভবনে তারা এ ঘোষণা দেন। ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ্যাড. আজিজুর রহমান অভিযোগ করে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে চাপ দিচ্ছে। এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় আমরা নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি। আমাদের কোন প্রার্থী বা সমর্থক এ নির্বাচনে অংশগ্রহণ করবে না।

এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনার এডভোকেট খায়রুজ্জামান জানান, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আমি নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলাম। গত ২৫ নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র-জনতার পক্ষ থেকে ৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। আমি তাদের দাবির বিষয়ে লিখিতভাবে বারকে জানায় সিদ্ধান্ত দেওয়ার জন্য কিন্তু বারের পক্ষ থেকে আমাকে কোন সিদ্ধান্ত দিলেন না। নির্বাচন নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে আমি নিরাপত্তাহীনতা বোধ করছি। সেকারণে আমি নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে নিজেও পদত্যাগ করেছি। লিখিত পদত্যাগপত্র আমি বারে দাখিল করেছি। এছাড়া আমার সাথে দু’জন সহকারী নির্বাচন কমিশনার ছিলেন। তারা হলেন এডভোকেট আব্দুল মালেক ও এডভোকেট তারিকুল আলম। তাদের মধ্যে এডভোকেট আব্দুল মালেকও পদত্যাগ করেছেন।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের দায়িত্বরত নির্বাচন কমিশনারের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আবু হুরাইরা ও সদস্য সচিব সাইদুর রহমান ৩ দফা দাবি সম্বলিত এক স্মারকলিপি লিপি প্রদান করেন। এতে বলা হয় এই নির্বাচনে আওয়ামী পন্থীদের অংশগ্রহণ করতে দেওয়া হলে জুলাই বিপ্লবের হাজারো শহীদের রক্তের সাথে বেইমানী করা হবে। তাদের কোন ভাবেই নির্বাচনে অংশ গ্রহন করতে দেওয়া হবে না।

২৮ নভেম্বর ভোটগ্রহণের দিন ধার্য্য ছিল। নির্বাচনে ভোটার রয়েছেন ৩২০ জন। নির্বাচনে বিএনপি জামায়াত ঐক্য পরিষদের সবুজ প্যানেলে ১৭ জন, আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী পরিষদরে লাল প্যানেলে ১৭ জন ও স্বতন্ত্র সাদা প্যানেলে ৩ জন প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন।




মেহেরপুর সরকারি মহিলা কলেজে বার্ষিক সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেহেরপুর সরকারি মহিলা কলেজে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিভিন্ন সাহিত্যিক ও সাংস্কৃতিক কার্যক্রমে তাদের প্রতিভার প্রকাশ ঘটান।

আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহা. আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু সভাপতি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়াতে এবং তাদের সাহসিকতা প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি নিজেদের সাংস্কৃতিক ও সাহিত্যিক জগতে আরও বিকশিত করুক।

অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে ছিলেন কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম। এছাড়াও সহযোগী অধ্যাপক আব্দুল হালিম, মিরাজ উদ্দিন, প্রভাষক মোঃ নাসির উদ্দিন, রুপালি বিশ্বাসসহ শিক্ষকমণ্ডলী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে যেমন আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করা হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।




অফিসার পদে নিয়োগ দিচ্ছে আড়ং

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। কোয়ালিটি কন্ট্রোল বিভাগে অ্যাসোসিয়েট অফিসার/ অফিসার পদে একাধিক জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : আড়ং

পদের নাম : অ্যাসোসিয়েট অফিসার/ অফিসার পদসংখ্যা : নির্ধারিত নয় অভিজ্ঞতা : কমপক্ষে ১ থেকে ২ বছর

বয়সসীমা : উল্লেখ নেই

কর্মস্থল : টাঙ্গাইল

বেতন : আলোচনা সাপেক্ষে

আবেদন শুরুর তারিখ : ২১ নভেম্বর ২০২৪

কর্মঘণ্টা : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক ডিগ্রি, বিশেষত টেক্সটাইলে বিএসসি

অন্যান্য যোগ্যতা : ফেব্রিক পরিদর্শন, মার্চেন্ডাইজিং, ডিজাইন, টেক্সটাইলে ভালো দক্ষতা অন্যান্য সুবিধা : প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং আরও অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ৩০ নভেম্বর ২০২৪
সূত্র: কালবেলা




মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চট্টগ্রাম আইনজীবি সমিতির সদস্য এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় মেহেরপুর জেলা আইনজীবী ভবনের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম, মেহেরপুর জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন এবং মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মখলেছুর রহমান খান (স্বপন) বক্তব্য রাখেন।

এছাড়াও এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের মেহেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আদিল করিম, সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল আযম খোকন, এ কে এম জিল্লুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক
আরিফুজ্জামান, এডভোকেট আ. ন. ম. আল মামুন (অনল) সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় তারা এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান।




সিরিজ শেষ না করেই পাকিস্তান ছাড়লেন লঙ্কান ক্রিকেটাররা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসলামাবাদ। বিক্ষোভের জেরে পাকিস্তানের সঙ্গে সিরিজ শেষ না করেই দেশে ফিরে গেছে শ্রীলঙ্কার ‘এ’ দল।

পাকিস্তান শাহিনসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দেশটিতে সফর করেছিল শ্রীলঙ্কা ‘এ’ দল। প্রথম ম্যাচে সফরকারীদের ১০৮ রানে হারিয়েছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় ম্যাচের আগে রাজনৈতিক প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ইসলামাবাদ। যার ফলে মঙ্গলবার (২৬ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচ বাতিল করতে বাধ্য হন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অপরদিকে নিরাপত্তার কারণে দলকে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, পাকিস্তান শাহিনস এবং শ্রীলঙ্কার ‘এ’ দলের সিরিজ় আপাতত স্থগিত রাখা হচ্ছে। দুই দেশের বোর্ড সিরিজের নতুন সূচি নিয়ে আলোচনা করছে।

নিরাপত্তার কারণে পাকিস্তান গিয়ে ২০২৫সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায় না ভারত। যার ফলে এখন নিশ্চিত হয়নি টুর্নামেন্টটির ভবিষ্যৎ। আগামী শুক্রবার আইসিসির সভায় নির্ধারণ হবে টুর্নামেন্টটি ভাগ্য। এই ঘটনা পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ক্রিকেটারদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে মঙ্গলবার খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন পিসিবি কর্তারা। পরিবর্তিত পরিস্থিতিতে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ ইসলামাবাদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেন পিসিবি কর্তারা।

দ্বিতীয় ম্যাচ বুধবার এবং তৃতীয় ম্যাচ শুক্রবার রাওয়ালপিণ্ডিতে করার কথা বলা হয়। শ্রীলঙ্কার ক্রিকেট কর্তাদের সঙ্গে কয়েক দফা আলোচনাও করেন। আশ্বাস দেওয়া হয় নিরাপত্তা নিয়ে। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে ক্রিকেটারদের সিরিজের মাঝ পথেই দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা।

সূত্র: ইত্তেফাক




কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে সিমেন্ট বোঝাই শ্যালোইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় মরিয়ম খাতুন (৪৮) ও ছবেলা খাতুন (৬৫) নামে দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে ভ্যানচালক।

আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার মশান বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানযাত্রী মরিয়ম খাতুন মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কবরবাড়ীয়া এলাকার নাসির মন্ডলের স্ত্রী ও ছবেলা খাতুন একই এলাকার স্বর্গীয় কুমার মন্ডলের স্ত্রী। তারা টিসিবির পণ্য আনতে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলো।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কবরবাড়ীয়া নিজ বাড়ী থেকে বারুইপাড়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে টিসিবি পণ্য নিতে আসা যাত্রীবাহী একটি ভ্যান মশান বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির সিমেন্ট বোঝাই শ্যালোইঞ্জিন চালিত ট্রলি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রীরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।




স্কুইড গেম সিজন ২ ট্রেলার: খেলাগুলো বন্ধ করার মিশনে লি জং-জে

বিশ্বজুড়ে আলোড়ন তোলা নেটফ্লিক্স সিরিজ *স্কুইড গেম*-এর দ্বিতীয় সিজনের ট্রেলার অবশেষে প্রকাশিত হয়েছে। ট্রেলারটি পুরোপুরি একটি জমজমাট প্যাকেজ, যেখানে প্লেয়ার নম্বর ৪৫৬-এর চরিত্রে লি জং-জে দেখা যাবে। তিনি এবার এই ভয়াবহ খেলা বন্ধ করার মিশনে নেমেছেন। পাশাপাশি, নতুন কিছু চরিত্রও পরিচিতি পেয়েছে এই ট্রেলারে।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত *স্কুইড গেম* সিরিজ বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল। আকর্ষণীয় গল্প ও চমকপ্রদ উপস্থাপনার জন্য এটি সেসময় ব্যাপক প্রশংসা পেয়েছিল। তিন বছর পর, সেই সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে হাজির হয়েছে নির্মাতারা।

ট্রেলারে নতুন চমক
আজ নভেম্বর ২৭, বুধবার, স্কুইড গেম সিজন ২-এর অফিসিয়াল ট্রেলার প্রকাশিত হয়। ট্রেলারটি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে। ভিডিওটি শুরু হয় নতুন কিছু প্লেয়ারদের পরিচয়ের মাধ্যমে। এবারের গল্পে একজন মা-ছেলে জুটি এবং এক বেপরোয়া তরুণের উপস্থিতি দেখা যাবে। এরপর প্লেয়ার ৪৫৬-এর চরিত্রে ফিরে আসা লি জং-জে’কে দেখানো হয়। তিনি এবার ‘গেম মাস্টার’-এর বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত। তার একমাত্র লক্ষ্য এই মরণখেলা চিরতরে বন্ধ করা এবং নিরীহ মানুষদের জীবন রক্ষা করা।

স্কুইড গেম সিজন ২-এর কাহিনি
*স্কুইড গেম* একটি সাসপেন্স-থ্রিলার সিরিজ, যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ একত্রিত হয় একটি প্রতিযোগিতায়। বিশাল অঙ্কের অর্থ পুরস্কারের আশায় তারা প্রাণঘাতী খেলাগুলোর মুখোমুখি হয়। তবে যারা ব্যর্থ হয়, তাদের নির্মমভাবে হত্যা করা হয়।

প্রথম সিজনের গল্পে আবেগময় উপস্থাপনা ও চমকপ্রদ মোড় ছিল। সিজন ২-তেও থাকবে এমনই আরও গভীর আবেগ এবং রুদ্ধশ্বাস গল্প। সিরিজের স্রষ্টা হোয়াং ডং হিউক জানিয়েছেন, “সিজন ১-এর শেষে যেখানে জি-হুন ছিল, সেখান থেকে তার ফিরে এসে এই খেলাগুলো বন্ধ করার চেষ্টা দেখানো হবে। দ্বিতীয় ও তৃতীয় সিজনে তার এই শারীরিক ও মানসিক যাত্রা তুলে ধরা হবে।”

*স্কুইড গেম সিজন ২* নেটফ্লিক্সে প্রিমিয়ার করবে আগামী ২৬ ডিসেম্বর।




ঝিনাইদহে ধর্ষণের অভিযোগে ৩ জনের বিরুদ্ধে মামলা

সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ঝিনাইদহের নগর বাথান (পুটেপাড়া) গ্রামের এক তরুণী। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় কোটচাঁদপুর উপজেলার শিকারকুন্ডু গ্রামের তাজুলের মেহগনি বাগানে।

এ বিষয়ে ঝিনাইদহ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেছেন ভিকটিম। গতকাল সোমবার (২৫ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর সংশোধনী ২০০৩ এর ৯ (১) ৭/৩০ ধারা এবং পর্ণোগ্রাফী আইনের ৮(১)৮(৩) ধারায় এ মামলাটি দায়ের করা হয়।

মামলায় আসামী করা হয়েছে কোটচাঁদপুর উপজেলার শিকারকুন্ডু গ্রামের খোরশেদ মিয়ার ছেলে শাহাদত হোসেন (৩০), কাউছার আলীর ছেলে লাভলু রহমান (৩২) এবং শফি উদ্দীন ওরফে শফিকুলের ছেলে উজ্জল হোসেন (৩০) কে।

মামলার এজাহারে বলা হয়েছে ভিকটিম গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যার দিকে কোটচাদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে যায়। এ সময় ভিকটিম গ্রামের পাকা রাস্তার ধারে তাজুলের মেহগনি বাগানের কাছে পৌছলে সন্ধ্যা কালিন পরিবেশে ধর্ষক শাহাদত, লাভলু ও উজ্জল ভিকটিম কে উঠিয়ে নিয়ে মেহগনি বাগানে যায় এবং একের পর এক ধর্ষণ করে। এ সময় ভিকটিমের আর্তচিৎকারে আগে থেকে খুজতে থাকা খালা-খালু ও পথচারীরা তাকে উদ্ধার করে। পরবর্তিতে ভিকটিম কোটচাঁদপুর থানায় মামলা দিতে যায়। তবে থানা পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। ভিকটিম কোন প্রতিকার না পেয়ে গতকাল সোমবার (২৫ নভেম্বর) ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন।

আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেন (পিবিআই) কে তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন। ভিকটিম জানান চিহ্নিত ধর্ষকরা তাকে মামলা তুলে নিতে ভয়ভীতি দেখানোসহ জীবন নাশের হুমকী দিচ্ছে। তিনি বলেন আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার খালাসহ অন্যান্য স্বাক্ষীদের গুম খুনের হুমকী দিয়ে যাচ্ছে এমনকি গ্রাম থেকে পরিবারসহ তাদেরকে বিতাড়িত করার ষঢ়যন্ত্র করে যাচ্ছে।

এ বিষয়ে জানতে উজ্জল, শাহাদত এবং লাভলু কে তাদের ফোনে একাধীকবার যোগাযোগ করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।




মেহেরপুরে ফেন্সিডিলসহ আটক ১

মেহেরপুরে ২৫ বোতল ফেন্সিডিলসহ আব্দুল আউয়াল (৬০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে তাকে আটক করে। আটককৃত আব্দুল আউয়াল মেহেরপুর সদর উপজেলার কালী গাংনী গ্রামের কলোনি পাড়ার মৃত নিয়ামত শেখের ছেলে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি মেজবাউদ্দিন জানান, মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের বারাদি কলেজের রাস্তা সংলগ্ন যাত্রী ছাউনি এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের এসআই উত্তম কুমারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিলসহ আব্দুল আউয়ালকে আটক করে। আটককৃত আব্দুল আউয়াল এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।