দামুড়হুদায় চাঁদাবাজি মামলায় চারজন গ্রেফতার

দামুড়হুদায় চাঁদাবাজি মামলায় চারজনকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। গত রবিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে আসামিদেরকে গ্রেফতার করা হয়। এতে এজাহারে উল্লেখিত ২নং আসামী সহ ৩ জন অজ্ঞাতনামা আসামী সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো, উপজেলার কার্পাসডাঙ্গা পশ্চিমপাড়ার নুর ইসলাম এর ছেলে মোঃ আব্দুর কাদের (৩৫), দলিয়ারপুর গ্রামের মোঃ মনির উদ্দিন এর ছেলে মোঃ জাহিদুল (৩৫), বদনপুর গ্রামের মৃত কাশেম পন্ডিত এর ছেলে মোঃ রেজাউল পন্ডিত (৪৮) এবং দামুড়হুদা দশমী পাড়ার মৃত তৈয়ব আলী মন্ডল এর ছেলে মোঃ শরিফুল আলম (৪০)।

পুলিশ ও এজাহার সুত্রে জানাগেছে, উপজেলার বদনপুর গ্রামের মোঃ নুহু নবীর ছেলে মোঃ সাইদুর রহমান (৪৪) দামুড়হুদা মডেল থানায় ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০/১৫ জন আসামীদের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে। সাইদুর রহমান পেশায় একজন কৃষক। গত ০২/১১/২০২৪ ইং তারিখে সন্ধ্যা অনুমান ৬ টার সময় এজাহারে উল্লেখিত আসামীরা সহ অজ্ঞাতনামা আসামীরা সাইদুর এর বসত বাড়ীতে এসে সাইদুর এর নিকট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা চাঁদা দাবী করে। আসামীদের দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামীরা তার প্রতি ক্ষিপ্ত হয়ে প্রাণনাশের হুমকীসহ বিভিন্ন ধরনের হুমকী দিয়ে বলে যে, “আগামী ০৪ তারিখের মধ্যে চাঁদা দিতে হবে, নইলে তোর খবর আছে”।

এরই ধারাবাহিকতায় গত ০৪/১১/২০২৪ ইং তারিখে দুপুর অনুমান ২টা ৩০ মিনিটের দিকে উল্লেখিত আসামীগণ সহ অজ্ঞাতনামা আসামীরা দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনী জনতাবদ্ধ ভাবে দামুড়হুদা থানাধীন বদনপুর গ্রামের ১নং আসামীর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর সাইদুর রহমান এর পথরোধ করে ১নং আসামী তার নিকট পূর্বের দাবীকৃত চাঁদার ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা চাইলে সাইদুর দিতে অস্বীকৃতি জানায়।

এতে ক্ষিপ্ত হয়ে ১নং আসামীর হুকুমে ৪নং আসামীর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে সাইদুর এর মাথা লক্ষ্য করে আঘাত করলে সাথে সাথে তার মাথা সরাইয়া নিলে তার বাম কানের পিছন পার্শ্বে কাটা রক্তাক্ত জখম হয়। তখন ১, ২ ও ৩নং আসামী তাদের হাতে থাকা লাঠিশোটা দিয়ে সাইদুরকে এলোপাতাড়ী মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। মারপিটের একপর্যায়ে ভিক্টিম রাস্তায় পড়ে গেলে ৫,৬,৭ ও ৮নং আসামী সহ অপরাপর অজ্ঞাতনামা আসামীরা একযোগে তাকে এলোপাতাড়ী কিলঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও বেদনাদায়ক জখম করে। সাইদুর এর ডাকচিৎকারে সেখানে আশেপাশের লোকজন জড়ো হইলে তাদের সম্মুখে আসামীদের দাবীকৃত চাঁদার টাকা না দিলে আসামীরা তাকে প্রাণে শেষ করে দিবে মর্মে হুমকী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, চাঁদাবাজি মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।




৫০ বছর বয়সেও মেট্রোরেলে চাকরির আবেদন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটিতে ম্যানেজিং ডিরেক্টর পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম : ম্যানেজিং ডিরেক্টর (এমডি)

পদসংখ্যা : ১

যোগ্যতা : সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভালো ফলসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। চার্টার্ড/প্রফেশনাল ইঞ্জিনিয়ার হলে ভালো। রেলভিত্তিক ম্যাস ট্রানজিট সিস্টেম বা প্রকল্পে প্ল্যানিং ও ডেভেলপমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে। ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিইও, ডিরেক্টর, প্রজেক্ট ডিরেক্টর বা এর উচ্চতর পদে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বড় কোনো প্রতিষ্ঠানে সিনিয়র ম্যানেজমেন্ট লেভেল চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। দেশের বাইরে ম্যাস ট্রানজিট সিস্টেম বা মেট্রোরেলে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।

৫০ বছর বয়সেও মেট্রোরেলে চাকরির আবেদন
অভিজ্ঞতা ছাড়াই পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে চাকরি
বয়স : ৫০ বছর

চাকরির ধরন : তিন বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

বেতন : আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র কোম্পানি সেক্রেটারি বরাবর companysecretary@dmtcl.gov.bd ঠিকানায় ই-মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময় : ১৪ নভেম্বর ২০২৪।

সূত্র: কালবেলা




মেহেরপুরে ভাইয়ের মৃত্যুর ৮ ঘন্টা পর মারা গেলেন বোনও

মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান আব্দুর রহমানের মৃত্যুর ৮ ঘন্টা পর বড় বোন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক রিজিয়া খাতুনের মৃত্যু হয়েছে। ইন্তেকাল করেছেন।( ইন্না……রাজিউন)

রিজিয়া খাতুন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

আজ সোমবার (১১ নভেম্বর) দুপুরের দিকে মেহেরপুর শহরের মহিলা কলেজপাড়ায় তাঁর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

আজ সোমবার ভোর ৪ টার দিকে তাঁর ছোট ভাই মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমানের মৃত্যু হয়। বড় ভাইয়ের মৃত্যুর ৮ ঘণ্টা পর ছোট বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আজ সোমবার বাদ আসর মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দুই ভাই বোনের জানাযা অনুষ্ঠিত হবে।




এআই দিয়ে বানানো ভিডিও, চিনবেন যেভাবে

প্রযুক্তির যুগে এআই জেনারেট ছবি পাশাপাশি এখন ভিডিও বানানো যায়। প্রথম দিকে এআই ভিডিওগুলো ত্রুটিপূর্ণ থাকায় সহজেই শনাক্ত করা যেত। তবে, এখন নিত্যনতুন প্রযুক্তি উদ্ভাবনের ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও শনাক্ত করা আগের চেয়ে অনেক কঠিন হয়ে গেছে।

এআই প্রযুক্তির দ্রুত উন্নতির ফলে কৃত্রিমভাবে তৈরি ভিডিওগুলো আগের চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত হয়ে উঠছে। ফলে কোন ভিডিও কোনটি বাস্তব আর কোনটি এআই দিয়ে তৈরি তা শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পরেছে। তবে এআই সম্পর্কে ভালো ধারণা থাকলে এবং ভিডিও দেখার সময় কিছু বিষয়ের দিকে নজর দিলে এ ধরনের ভিডিও শনাক্ত করা সম্ভব।

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও সাধারণত দুই ধরনের হয়ে থাকে, যা ইম্পোস্টার ও টেক্সট-টু-ইমেজ ভিডিও নামে পরিচিত।

ইম্পোস্টার ভিডিও গুলোয় এক ব্যক্তির চেহারা অন্য ব্যক্তির মুখের ওপর বসিয়ে দেওয়া হয়। অপরদিকে, ‘টকিং হেড’ ফরম্যাট ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তির ঠোঁটের নড়াচড়ার দৃশ্যের সঙ্গে বিভিন্ন বক্তব্য প্রচার করা হয়।

‘টকিং হেড’ ভিডিওগুলো সামাজিক মাধ্যমে বেশি দেখা যায়। এ ধরনের ভিডিওর মাধ্যমে সাধারণত জনপ্রিয় ব্যক্তির মুখ দিয়ে মিথ্যা বা যেকোন তথ্য প্রচার করা হয়ে থাকে। ফলে দর্শকেরা বিভ্রান্ত হন। তবে, এ ধরনের ভিডিওতে মুখের চারপাশে অস্বাভাবিকতা বা ত্রুটি দেখা যায়। মূলত ভিডিওতে থাকা ব্যক্তি যখন মাথা ডানে-বাঁয়ে ঘোরায় তখন এই ত্রুটি চোখে পড়ে।

টেক্সট-টু-ইমেজ ভিডিও তৈরি হয় টেক্সট বা ছবি থেকে। এই প্রযুক্তি দিয়ে আকারে বড় ভিডিও বানানো সম্ভব হয় না। ছোট কোনো ভিডিওর দৃশ্য বা অন্যান্য বস্তুর আকৃতি বা অবস্থান হঠাৎ পরিবর্তন হলে বুঝতে হবে ভিডিওটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম ভিডিও চেনার জন্য তথ্যের উৎস যাচাই বা ফ্যাক্ট চেকিং সর্ম্পকে জানা জরুরি। ভিডিওটি কারা তৈরি বা শেয়ার করেছে, তা যাচাই করা উচিত। ভিডিওর উৎস যাচাই করলেই সহজে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও শনাক্ত করা সম্ভব।

সূত্র: কালবেলা




দামুড়হুদা জয়রামপুর কৃষকের রাতের আঁধারে পেঁপে বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা

দামুড়হুদা জয়রামপুর রাতের আঁধারে কৃষকের পেঁপে বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকাল ১১টার সময় ভুক্তভোগী বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ সুত্রে জানাগেছে, দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখ পাড়ার খন্দকার আব্দুর রহমানের ছেলে খন্দকার মানিক (৩৫) জয়রামপুর রামপুরচাড়া মাঠে বিগত এক বছর পূর্ব থেকে ২ বিঘা জমি বন্ধক নিয়ে চাষাবাদ করে আসছে। গতকাল রবিবার দিবাগত গভীর রাতে কে বা করা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পেঁপে বাগানে অনুপ্রবেশ করে ধরন্ত ফুলন্ত ২০০ টি পেঁপে গাছ কেটে দিয়েছে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। তারা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। সাম্প্রতিক সময়ে দুর্বৃত্তরা বিভিন্ন স্থানে জমির ফসল নষ্ট করছে বলে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, এটা খুবই দুঃখ জনক ঘটনা। অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




উপদেষ্টা ফারুকীকে নিয়ে জয়ের পোস্ট

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এ খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শুভকামনা জানাচ্ছেন জনপ্রিয় এই নির্মাতাকে।

রোববার (১০ নভেম্বর) বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে ফারুকীর সঙ্গী হয়েছিলেন স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। উপদেষ্টা হিসেবে স্বামীর শপথ গ্রহণের মুহূর্তের ভিডিও ফেসবুকে পোস্ট করে তিশা লিখেছেন, ‘নতুন পথচলার জন্য তোমাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ।’

এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পাওয়ায় বিনোদন জগত থেকে ফারুকীকে প্রথম অভিনন্দন বার্তা পাঠিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

১০ নভেম্বর সন্ধ্যা সাতটায় ফারুকী শপথ গ্রহণের আগেই একটি ছবি ফেসবুকে পোস্ট করে তাকে অভিনন্দন জানান জয়। যেখানে তিনি লেখেন, ‘অভিনন্দন ফারুকী ভাই। আমাদের মানুষ। আমাদের আস্থা। শান্তির বার্তা দিয়ে হোক শুরু আপনার নেতৃত্ব।’

অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ নিয়েছেন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠিত হয়।

শপথ নেয়া নতুন উপদেষ্টারা হলেন– ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে গণপ্রকৌশল দিবস ২০২৪ পালন

“বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি” এই প্রতিপাদ্যে মেহেরপুরে গণপ্রকৌশল দিবস’২০২৪ আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়েছে।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মেহেরপুর জেলা শাখার আয়োজনে আজ সোমবার (১১ নভেম্বর) সকাল ১০ টার দিকে পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লালটুর মোড়ে এসে শেষ হয়।

জনসংযোগ ও প্রচার সদস্য প্রকৌশলী মোস্তফা কামালের নেতৃত্বে র‍্যালীতে কেন্দ্রীয় আইডিবির অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, আইডিইবি’র সভাপতি আনিসুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সহ-সভাপতি মিজানুর রহমান, শামীম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।




সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

প্রথম ম্যাচ হেরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে সমতায় ফিরে টাইগাররা। প্রথম দুই ম্যাচ পর সিরিজে ১-১ সমতা থাকায় আজকের শেষ ম্যাচ হয়ে উঠেছে অনেকটা ‘ফাইনালে’র মতো। সিরিজ নির্ধারণী এই ফাইনালের আগেই দুঃসংবাদ হয়ে এলো টাইগার অধিনায়কের ইনজুরি। কুঁচকির চোটে শারজায় আফগানিস্তানের বিপক্ষে দল থেকে ছিটকে পড়লেন শান্ত।

বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় শুরু হবে এই ম্যাচ। গত ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল অধিনায়ক নাজমুলের। ব্যাট হাতে করেছেন ১১৯ বলে ৭৬ রান, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও। কিন্তু সে ম্যাচেই কুঁচকিতে চোট পেয়ে ফিল্ডিংয়ের সময় তাঁকে বসে থাকতে হয় ড্রেসিংরুমে।

এ ধরনের চোট গুরুতর না হলেও সাধারণত সপ্তাহখানেক লেগে যায় পুরোপুরি সুস্থ হতে। তবে গতকাল করানো এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিশ্চিত হয়েছে, নাজমুলের কুঁচকির চোটটা ভালোই গুরুতর। আফগানিস্তানের বিপক্ষে আজকের শেষ ম্যাচে তাই তিনি খেলতে পারবেন না। নাজমুলের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

শুধু আজকের ম্যাচই নয়, এই চোটে শান্ত অনিশ্চিত হয়ে পরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও। দল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২ নভেম্বর থেকে শুরু টেস্ট সিরিজে খেলাও আপাতত অনিশ্চিত নাজমুলের। অন্তত প্রথম টেস্টটা যে খেলতে পারছেন না সেটি মোটামুটি নিশ্চিত। কারণ পুরোপুরি সুস্থ না হয়ে খেলতে নামলে চোটের অবস্থা আরও খারাপের দিকে যাওয়ার শঙ্কা থাকবে।

শারজায় আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডের পর হারাতে হয়েছে মুশফিকুর রহিমকে। আঙুলের চোট আফগানিস্তান সিরিজের পরের দুই ওয়ানডে থেকে তো বটেই, অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে ছিটকে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই। মুশফিকের পর নাজমুল-ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজের আগে তিন ওয়ানডের ছোট্ট আফগানিস্তান সিরিজে একটু বেশিই বোধ হয় মূল্য দিতে হলো বাংলাদেশ দলকে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে পুলিশের অভিযানে ৯ আসামি গ্রেফতার

২৪ ঘন্টার অভিযানে বিভিন্ন মামলার ৯ আসামি গ্রেফতার করেছে মেহেরপুর পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে আদালতের পরোয়ানাভূক্ত ৫ জন ও নিয়মিত মামলার ৪ আসামি রয়েছেন।

রবিবার সকাল থেকে আজ সোমবার (১১ নভেম্বর) ভোররাত পর্যন্ত মেহেরপুর সদর, গাংনী, মুজিবনগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের পৃথক টিম আলাদা আলাদা অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করেন।

মেহেরপুর পুলিশ সুপরের কন্ট্রোলরুম এই তথ্য নিশ্চিত করেছে।

আজ সোমবার (১১ নভেম্বর) সকালের দিকে গ্রেফতারকৃতদের আদালতে নেওয়া হবে।




মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুর রহমান আর নেই

মেহেরপুর জেলা বিএনপি’র সহ—সভাপতি ও মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

আজ সোমবার (১১ নভেম্বর) ভোর ৪টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী, বন্ধুসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।

আরও পড়ুন গাংনীতে সহকারি অধ্যাপক আব্দুর রশিদের স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

পারিবারিক সূত্র জানিয়েছে, তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি চিকিৎসকের আওতায় ওষধপথ্য সেবন করতেন।

আব্দুর রহমান শুরু থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। মেহেরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক এমপি আহমেদ আলীর হাত ধরে তিনি বিএনপির রাজনীতিতে আসেন।

তৎকালিন এরশাদ সরকারের আমলে (১৯৮৮ সালে) বিপুল ভোটের ব্যবধানে মেহেরপুর পৌর সভার চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি বিএনপির বিভিন্ন পদে অধিষ্ট ছিলেন। দীর্ঘদিন যাবৎ মেহেরপুর জেলা বিএনপির সহ—সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

আরও পড়ুন মেহেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিএনপির জৈষ্ঠ নেতা আব্দুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন, জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দীন খান, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।