মুজিবনগরের মেয়ের কুষ্টিয়ার মেস বাড়িতে আত্মহত্যা
কুষ্টিয়া শহরে মেস বাড়িতে কুষ্টিয়া সরকারী কলেজের ছাত্রী মুজিবনগরের জেরিন খাতুন (১৯)নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
জেরিন খাতুন মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের জাহিদুল ইসলাম কারিগর এর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, জেরিন খাতুন কুষ্টিয়া সরকারি কলেজের H.S.C প্রথম বর্ষের ছাত্রী ছিল শহরের একটি মেস বাড়িতে থেকে পড়াশোনা করত।
বিভিন্ন সূত্রে জানা যায় যে জেরিন খাতুন গত শনিবার দিবাগত রাতের কোন এক সময় শহরের একটি মেস বাড়িতে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ লাশ হেফাজতে নেই এবং লাশের পোস্টমর্টেম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে এ বিষয়ে কোন কিছু জানা যায়নি।
আত্মহত্যার বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী পিপিএম বলেন, পোস্টমর্টেম শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তদন্তের সুবিধার্থে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত জেরিন এর লাশ তার নিজগ্রাম আনন্দবাস কবরস্থানে দাফন করা হয়েছে।