মেহেরপুর টিটিসিতে প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মেহেরপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) তে বিভিন্ন ট্রেড ও এসেট প্রোগ্রামের প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৩ টার দিকে টিটিসির কনফারেন্স রুমে প্রশিক্ষণার্থীদের এ উপকরণ বিতরণ করা হয়।

অক্টোবর-ডিসেম্বর সেসনের ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেনেন্স, ম্যাশনারী, আইটি সাপোর্ট এন্ড সার্ভিস, কনজ্যুমার ইলেকট্রনিকস, টেইলারিং এন্ড ড্রেস মেকিং এই পাঁচ টি ট্রেডের ১শ ২৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ফাইল, সিবিএলবি, সিএস, খাতা, কলম, ফাইল এবং এসেট প্রোগ্রামের শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও টি শার্ট প্রদান করা হয়।

টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার বলেন, প্রশিক্ষণার্থীদের কারিগরী দক্ষতা বৃদ্ধি, শিক্ষার মান উন্নয়ন ও কারিগরী শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির জন্য এসেট প্রোগ্রাম থেকে এ ধরনের শিক্ষা উপকরণ প্রদান করা হয়ে থাকে।

এ সময় উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর (ম্যাশনারী) শিখা খানম, ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) সোহেল রানা, ইন্সট্রাক্টর (আইটি) আলামিন হোসেন,ইন্সট্রাক্টর (ইলেকট্রনিকস) মাসুদ পারভেজ, ইন্সট্রাক্টর (গার্মেন্টস) আনিসুর রহমান সহ প্রশিক্ষণার্থীবৃন্দ।




মেহেরপুর সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতিতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে দশটার সময় মেহেরপুর সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে বার্ষিক বহিকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন।

জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন ।

প্রভাষক জান্নাতুল নাঈমের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, মিরাজ উদ্দীন, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সারোয়ার হোসেন, তবিবুর রহমান, প্রভাষক রূপালী বিশ্বাস, নিষ্কৃতি মণ্ডল, নাসির উদ্দীন, রেকসোনা আক্তার, শিক্ষক পরিষদের সম্পাদক ইকরামুল হাসান প্রমুখ।




দামুড়হুদা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে কারিতাস এনজিও’র মতবিনিময় সভা

“মানুষ মানুষের জন্য” এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অন্তর্ভুক্তিকরণ প্রচার-প্রচারণামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকাল ৩টার সময় কারিতাস বাংলাদেশ এনজিও’র বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকসক্ত ব্যক্তিদের সমন্বতি উন্নয়ন প্রকল্প (SDDB) এর আয়জনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসডিডিবি’র প্রকল্পের কার্পাসডাঙ্গা ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি সুধিন সরকার।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শাহজালাল বাবু সহ-সভাপতি মোজাম্মেল শিশির, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিলনসহ বিভিন্ন সংবাদ কর্মী, এসডিডিবি প্রকল্পের ক্লাব লিডার, প্রতিবন্ধী ব্যক্তি, উন্নয়ন কমিটি ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন এসডিডিবি’র প্রকল্পের ফিল্ড সুপারভাইজার বাপ্পা মন্ডল।




ঝিনাইদহ জেলা জাপা’র সভাপতি হলেন মেজর অব: মাহফুজুর রহমান

ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে মেজর অব: মাহফুজুর রহমানকে দ্বায়িত্ব দেয়া হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাশেদ মাজমাদারকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে জেলা জাতীয় পার্টির সভাপতি পদসহ সকল কর্মকান্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ থেকে জেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি মেজর অব: মাহফুজুর রহমান জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতির দ্বায়িত্ব পালন করবেন।

মেজর অব: মাহফুজুর রহমান জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত হওয়ায় জাতীয় পার্টিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।




‘হাবুর স্কলারশিপ’ ১৫০ পর্বে

দেড়শ’ পর্বে পা দিচ্ছে বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। আগামীকাল ২৬ নভেম্বর মঙ্গলবার রাত ৮ টা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটকটির ১৫০ তম পর্ব। ধারাবাহিক এ নাটকটি নিয়মিতভাবে প্রচার হচ্ছে প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার। প্রচার শুরু হওয়ার পর থেকেই এ ধারাবাহিকের প্রতি দর্শক চাহিদা ঈর্ষণীয়।

গত ঈদ উল ফিতর এবং ঈদুল আযহায় প্রচারিত সাত পর্বের বিশেষ ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’ নাটকের অভাবনীয় সাফল্যের পরই নির্মিত হয়েছে দীর্ঘ ধারাবাহিক হাবুর স্কলারশিপ। নাটক দু’টি, দুই ঈদেই ইউটিউব ট্রেন্ডিং এ প্রথম হয় এবং দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করে। দর্শকদের চাহিদার কথা চিন্তা করে তাদের প্রতি সম্মান জানিয়ে দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় বৈশাখী টেলিভিশন। এ নাটকের মাধ্যমেই জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত এই প্রথম কোনো দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।

বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, আহসান আলমগীরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। প্রযোজনা করেছে ‘মিড এন্টারপ্রাইজ’।

রাশেদ সীমান্ত ছাড়াও এ নাটকে আরো অভিনয় করেছেনন, তানজিকা আমিন, অহনা রহমান, শফিক খান দিলু, নীলা ইসলাম, হায়দার আলী, ম. আ সালাম, বিনয় ভদ্র, সাইকা আহমেদসহ একঝাক নতুন মুখ। হাবুর স্কলারশিপ নাটকের শুটিং বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যে চিত্রায়িত হয়েছে।

গল্পের প্রয়োজনে কোনো ধারাবাহিকের ক্ষেত্রে বাংলাদেশের বাইরে পৃথিবীর বৃহৎ দুটি দেশে শুটিং এটাই সম্ভবত প্রথম।
নাটকের গল্পে দেখা যায় গ্রামের অত্যন্ত সহজ সরল একটি ছেলে হাবু স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়ায় পড়ালেখা করতে যায় এবং সেই বিশ্ববিদ্যালয়ে পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়ে ছেলেটি ফার্স্ট হয়। হাবু অস্ট্রেলিয়া যে পাঁচ বছর পড়ালেখা করে সেই সময় হাবুর যে কোন বিপদে আপদে পাশে এসে দাঁড়ায় তারই আরেক বাংলাদেশী সহপাঠী মারজান। এনএসডবি¬উ ইউনিভার্সিটি হাবুকে অফার করে সে যেন অস্ট্রেলিায় থেকে ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে জয়েন করেন কিন্তু হাবু জানায় সে তার মেধা তার দেশের জন্যই কাজে লাগাতে চায়। সবকিছু উপেক্ষা করে হাবু দেশে ফিরে আসেন।

আগের পর্বগুলো এভাবেই শেষ হয়। ঠিক এখান থেকেই শুরু- ‘হাবুর স্কলারশিপ’ ধারাবাহিক নাটকের গল্প। নানা ঘাত প্রতিঘাত আর প্রতিকূলতার মধ্য দিয়েই এগিয়ে চলে নাটকের কাহিনী।

সূত্র: কালের কণ্ঠ




হরিণাকুণ্ডুতে সচেতনতা মূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ অনুষ্ঠিত

বয়স ১৮ না হলে বিবাহ নয় এই শর্ত পূরণকৃত কিশোরীদের উদ্দেশ্যে দারিদ্র্য মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থানের সহয়তা প্রকল্প ২য় পর্যায়ে ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অর্থায়নে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ, সঞ্চয় ও প্রণোদনা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুরে অত্র বিদ্যালয়রে প্রধান শিক্ষক মাসুদুল হক টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম তারিক-উজ-জামান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী। অনুষ্ঠানে প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন।

প্রশিক্ষণ শেষে আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও লালন একাডেমির ৩৩ জন শিক্ষার্থীর মাঝে সঞ্চয় ও প্রণোদনার চেক এবং শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।




জাতিসংঘের খাদ্য সংস্থায় চাকরি সুযোগ

ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)। প্রতিষ্ঠানটি দুশূন্য পদে ২ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম : প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট (সিএফএম)

পদসংখ্যা : ২টি।

শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

অভিজ্ঞতা : সংশ্লিষ্ট ক্ষেত্র ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা : নির্ধারিত নয়। তবে নারী–পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতন : আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

আবেদনের পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে এ চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত পাবেন।

আবেদনের শেষ সময় : ১ ডিসেম্বর, ২০২৪।

সূত্র: কালবেলা




আমঝুপিতে প্রান্তিক নারীদের মানববন্ধন ও মতবিনিময় সভা

মেহেরপুরের আমঝুপিতে জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কে মানববন্ধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৫ নভেম্বর) সকাল দশটার সময় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর সামনে মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কে মানববন্ধন শেষে মউকের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে ও জনসমবায় দলের উন্নয়ন কর্মী মোঃ শাহিনুর হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

এ সময় তিনি সমবায় রেজিষ্ট্রেশনের জন্য পরামর্শ প্রদান করেন এবং সকল বৈষম্য দূরকরে সকলে মিলে সমবায়ভিত্তিক কাজের মাধ্যমে দারিদ্র বিমোচনের গুরুত্ব আরোপ করার আহবান জানান।




বদলে যাচ্ছে ফেসবুক মেসেঞ্জার

ফেসবুক মেসেঞ্জারে নতুন নতুন ফিচারের মাধ্যমে অনেক পরিবর্তন নিয়ে আসছে মেটা।

মেসেঞ্জার অ্যাপ ব্যবহারকারীদের জন্য এবার আসছে উন্নত এইচডি ভিডিও কল, বিশেষ ব্যাকগ্রাউন্ড, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাকগ্রাউন্ড এবং আরও অনেক নতুন ফিচার।

ফেসবুক মেসেঞ্জারের নতুন বৈশিষ্ট্যসমূহ:

এইচডি ভিডিও কল ফিচার: ফেসবুক মেসেঞ্জারে এবার থেকে এইচডি ভিডিও কলিং সুবিধা পাওয়া যাবে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা আরও স্পষ্ট এবং উচ্চ-মানের ভিডিও কলের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। বিশেষ করে কলের সময় অবাঞ্ছিত শব্দ দূর হয়ে কলের গুণমান আরও উন্নত হবে।

ওয়াই-ফাই এবং মোবাইল ডেটার জন্য ভিন্ন সেটিংস: ওয়াই-ফাই ব্যবহারকারীদের জন্য ডিফল্টরূপে এইচডি ভিডিও কল চালু থাকবে। তবে মোবাইল ডেটা ব্যবহার করে কল করার সময় এইচডি অপশনটি ম্যানুয়ালি চালু করতে হবে। এছাড়াও কল সেটিংসে গিয়ে ব্যাকগ্রাউন্ড শব্দ এবং ভয়েস আলাদা করার ফিচারটি চালু করা যাবে।

অডিও বা ভিডিও বার্তা পাঠানোর সুবিধা: যদি আপনার বন্ধু ফোনের উত্তর না দেন, তাহলে আপনি একটি অডিও বা ভিডিও বার্তা রেকর্ড করে পাঠাতে পারবেন। এই ফিচার ব্যবহার করতে হলে অডিও এবং ভিডিও কলের জন্য রেকর্ড মেসেজ অপশনে ট্যাপ করতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাকগ্রাউন্ড ফিচার: মেসেঞ্জারে শিগগিরই আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাকগ্রাউন্ড ফিচার। যা ব্যবহারকারীদের ভিডিও কলিং অভিজ্ঞতা আরও উন্নত করবে। বিভিন্ন চমৎকার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে আপনি আপনার কলকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।

সূত্র: ইত্তেফাক




জীবননগরে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবাষিকী পালিত

সততায় আমাদের শক্তি এই স্লোগানকে সামনে রেখে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ১০ম বছর পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার সময় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর অফিসের আয়োজনে জীবননগর প্রেস ক্লাবে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ১০ম বছর পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর ব্যুরো জাহিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মামুন হোসেন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর থানার ওসি তদন্ত মোঃ সাইদুর রহমান, জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি মোঃ আতিয়ার রহমান, সাংবাদিক নারায়ণ ভৌমিক, নুর আলম, মাজেদুর রহমান লিটন, চাষি রমজান, মাসুম, দাউদ হোসেন, রকি, রমজান হোসেন, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ফৈরদৌস ওয়াহিদ, রিপন হোসেন, জাহিদুল ইসলাম মামুন, আঃ রহিম, আবু সাঈদ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সহকারী ব্যুরো প্রধান মিঠুন মাহমুদ।